30/01/2024
✳️ বসন্তের প্রথম ছোঁয়ায় আমরা থাকছি প্রকৃতির কোলে একদম গ্রামবাংলার মাটির কাছাকাছি।
ইচ্ছে একটু অন্যরকম ভাবে কাটিয়ে যাওয়া দু তিনটে দিন। চলে আসুন বাঁকুড়ার জঙ্গলমহলে। বাঁকুড়ার রাণীবাঁধ ব্লকের জঙ্গলঘেরা বীরখাম গ্রামে এ এক নতুন পর্যটন উদ্যোগ। ভিড় ভাট্টায় ভরা টুরিস্ট স্পট নয় বরং জঙ্গলমহলের এক প্রত্যন্ত গ্রামে গরুর গাড়ি চেপে গভীর জঙ্গলে ঘুরবার সুযোগ। সাথে পাবেন জঙ্গলমহলের উইপোকা খেয়ে বড় হওয়া দেশি মুরগির স্বাদ, খালে বিলে চরে মাছ খেয়ে বড় হওয়া হাঁসের মাংস সাথে চালের রুটির কম্বিনেশন, শালপাতা খেয়ে বড় হওয়া খাসির মাংসের স্বাদ অথবা নিজের হাতে পুকুর থেকে মাছ ধরে খাওয়ার আনন্দ। পায়ে হেঁটে ঘুরুন গভীর জঙ্গলের মধ্যে।
💥থাকা : প্রকৃতির কোলে গ্রামীণ হোম স্টে তে ডাবল ও ট্রিপল শেয়ারিং বেসিস।
💥সিট লিমিটেড
💚 প্রথম দিন ঘুরে নিন সুতান, তালেবেড়িয়া ড্যাম, বারোমাইলের জঙ্গল, ভিউ পয়েন্ট ১,২,৩, ঝিলিমিলি, ছেঁদাপাথর, বামনিসিনি পাহাড় ।
💚দ্বিতীয় দিন ঘুরে নিন মুকুটমণিপুর ড্যাম, বন পুকুরিয়া ডিয়ার পার্ক, প, মুসাফিরানা, কাসাই কুমারী মিলন স্থল, পোড়া পাহাড় গুহা, মশক পাহাড়।
💚তৃতীয় দিন ঘুরে যেতে পারেন পাঁচমুড়া টেরাকোটা, ত্রিধারা মন্দির, বিকনার ডোকরার কাজ দেখে ট্রেন ধরতে স্টেশনে ড্রপ।
✅একদিন গরুর গাড়ি চড়ে গ্রাম ঘুরে দেখার সুযোগ। ( খরচ অতিরিক্ত)
🛟থাকছে খাবারের ব্যাবস্থা।
Early Morning: চা-বিস্কুট।
Breakfast: লুচি, আলুর দম, ডিম সেদ্ধ, পিউর নলেন গুড়ের রসগোল্লা।
Lunch: ভাত, ডাল, খসলার বড়া, দুই রকমের স্থানীয় সব্জী ভাজা, বাঁকুড়া স্পেশাল পোস্ত, মাছের ঝোল, চাটনি, পাপড়, বাঁকুড়ার দই।
Evening Snacks: জঙ্গলমহলের স্পেশাল স্ন্যাক্স, চা।
Dinner: ভাত/ রুটি, ডাল, ভাজা, চিকেন কষা।
🛟 স্থানীয় খাবার (অতিরিক্ত চার্জ বেসিস) :
কাঁচা শাল পাতায় পোড়ানো মাংসের পিঠে।
পাতা পোড়া চিকেন / বাঁশ চিকেন।
হাঁসের মাংস চালের রুটি
খেজুরের রস।
হান্ডি চিকেন/হান্ডি মাটন।
বন ফায়ার।
বারবিকিউ।
যোগাযোগ ঃ
খরচ ও বুকিং করতে ফোন করুন নিচের দেয়া নম্বরে।
দেবশ্রী নন্দী: 7439119861 অথবা 9073913270
কল বা হোয়াটস্যাপের মাধ্যমে বুকিং করতে পারবেন। বুকিং এর জন্যে এক্ষুনি কল বা হোয়াটস্যাপ করুন।