Monojit Ghosh

Monojit Ghosh Me not too

05/05/2024

অগ্নিযুগের অগ্নিকন্যার চরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম।
#বাংলাপক্ষ
#হাওড়া_বাংলা_পক্ষ
#জয়বাংলা

05/05/2024
12/04/2024

পশ্চিমবঙ্গে বাঙালির সংখ্যা পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার ৮৬ শতাংশ ।

তারপরও পশ্চিমবঙ্গে বহিরাগত রা দাদাগিরি করার সাহস পায়।পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাঙালিরা সংখ্যালঘু হয়ে গেছে।
লিলুয়া,রিষড়া,শ্রীরামপুর, চাঁপদানী,বৈদ্যবাটি, জগদ্দল, টিটাগড়,ব্যারাকপুর, ভাটপাড়া,আসানসোল, দুর্গাপুর,খিদিরপুরে বহিরাগতদের দাপট।

পশ্চিমবঙ্গের মুসলিম দের ৯৫ শতাংশ বাঙালি।তারপরেও রেড রোদের ঈদের সমাবেশে হিন্দি উর্দু ভাষায় বক্তব্য রাখা হয়।

এই সমস্ত কিছুর মূল কারণ তিনটে।

১)বহিরাগত রা সঙ্ঘবদ্ধ ।
২)পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতি করা দলগুলো হয় সরাসরি বাঙালি বিরোধী, নয় বহিরাগতদের তোষণ করে।
৩)বাঙালির হাতে পুঁজির নিয়ন্ত্রণ নেই।

বাংলা পক্ষ চায় পশ্চিমবঙ্গের জমি,পুঁজি,ব্যবসা, চাকরি,হকারি, ফুটপাথ, অটো লাইন, টোটো লাইন সব কিছুতেই বাঙালির অগ্রাধিকার।

তাই বাঙালি ব্যবসায়ীদের উৎসাহ দিতে এবং বাঙালিদের ব্যবসামুখী করতে,চাকুরীজীবী হবার বদলে উদ্যোগপতি হবার জন্য সাহস দিতে আগামী ১লা বৈশাখ, রবিবার বাংলা পক্ষের টাকা মিছিল।

বিকেল পাঁচটা সময় কালিঘাট মেট্রো স্টেশনের পাশে রাসবিহারী মোড় থেকে মিছিল শুরু হয়ে গড়িয়াহাট মোড়ে পৌঁছে মিছিল শেষ হবে।

বাঙালি ব্যবসায়ী রা চাইলে নিজের প্রতিষ্ঠানের ট্যাবলো দিতে পারবেন।তার জন্য টাকা দেওয়া আবশ্যিক নয়।চাইলে যে কেউ নিজের ইচ্ছা অনুযায়ী আমাদের অর্থ সাহায্য করতে পারেন।

সমস্ত জাতীয়তাবাদী বাঙালিদের এই মিছিলে যোগ দেবার জন্য সাদর আহ্বান জানাই।

এই বিষয়ে বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতির বক্তব্য রইল।

আসুন।বাংলার ও বাঙালির জন্য একসাথে রাজপথে পা মেলাই।

জয় বাংলা।

দেবাশিস বসু
#বাংলাপক্ষ
#হাওড়া_বাংলা_পক্ষ
#জয়বাংলা

12/04/2024
12/04/2024

সমস্ত বাঙালিদের জানাই নীল ষষ্ঠী আর গাজনের শুভেচ্ছা।
"আমার সন্তান যেনো থাকে দুধে ভাতে"
ঈশ্বর পাটনীর এই মনস্কামনা বাঙালির ঘরে ঘরে পূর্ণ হোক।
জয় বাংলা।
#বাংলাপক্ষ
#হাওড়া_বাংলা_পক্ষ
#জয়বাংলা

11/04/2024

সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-অভিনন্দন।।🌙🌙🌙

11/04/2024
10/04/2024

11/03/2024

সুপ্রিম কোর্ট সোমবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ইলেকটোরাল বন্ড মামলায় তিরস্কার করেছে। সুপ্রীম কোর্ট এই সময়ে এসবিআই আবেদন শুধু খারিজই করেনি বরং কড়াভাবে সতর্ক করে দিয়েছে যে, ১২ মার্চ 2024 এর মধ্যে ব্যাংক বিবরণ না দিলে দেশের সবচেয়ে বড় আদালত তার বিরুদ্ধে অবমাননার মামলা করবে।

Address

Chakraborty Bagan Lane
Howrah Salkia
711106

Alerts

Be the first to know and let us send you an email when Monojit Ghosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Monojit Ghosh:

Videos

Share

Category


Other Tour Agencies in Howrah Salkia

Show All