Diya Tour & Travels

Diya Tour & Travels Your family travel partner.

V I Z A G      A R A K U #ভাইজাগ_এবং_আরাকু_ভ্রমণ আচ্ছা, শুধু পাহাড় বা শুধু সমুদ্র তো অনেক হলো। কেমন লাগবে যদি দুটোই এক ...
16/06/2023

V I Z A G A R A K U

#ভাইজাগ_এবং_আরাকু_ভ্রমণ
আচ্ছা, শুধু পাহাড় বা শুধু সমুদ্র তো অনেক হলো। কেমন লাগবে যদি দুটোই এক সাথে হয়। চলুন ঘুরে আসি ভাইজ্যাগ তৎসহ আরাকু ভ্যালি। সমগ্র প্যাকেজ হাওড়া থেকে হাওড়া। ট্রেন সহ, থাকা , খাওয়া ঘোরা সব নিয়ে।
আসুন দেখে নিই এক নজরে...বিস্তারিত।
❤️সস্তায় নয়, ভ্রমন করুন স্বাচ্ছন্দের সাথে..বাস্তবের পৃথিবীতে।❤️

🏖️⛱️🌄🏔️🏞️
শুভ যাত্রা : 13ই নভেম্বর।
ফিরে আসা : 18ই নভেম্বর।
🚂ভ্রমন সূচি:-
🌼প্রথম দিন : হাওড়া/সাঁতরাগাছি থেকে দুপুরের ট্রেনে এ রওনা দেব ভাইজ্যাগ এর উদ্দেশ্যে।

🌼দ্বিতীয় দিন: সকালে বিশাখাপত্তনম স্টেশনে নেমে হোটেলে চলে যাবো। হোটেলে চেক ইন করার পরে মধ্যাহ্নভোজন সেরে নিয়ে বেরিয়ে পড়ব হাফ বেলা সাইটসিন এর জন্য অটো করে। দেখে নেবো রামকৃষ্ণ বিচ এবং সাবমেরিন। ভাইজ্যাগ হোটেলে রাত্রিবাস।

🌼তৃতীয় দিন: - আজ লোকাল সাইটসিন। সকালবেলায় প্রাতরাশ সেরে নিয়ে বেরিয়ে পড়বো সিমাচলাম মন্দির, রামানাইডু স্টুডিও, ঋষিকোন্ডা বিচ, কৈলাশগিরি, বায়ুসেনার মিউজিয়াম , ইত্যাদি দেখতে।
ভাইজ্যাগ হোটেলে রাত্রিবাস।

🌼 চতুর্থ দিন: সকাল 7:30 টায় ব্রেকফাস্ট করে রওনা দেবো আরাকু ভ্যালির উদ্দ্যেশ্যে। একে একে দেখে নেবো পদ্মা পুরাম পার্ক , ট্রাইবাল মিউজিয়াম, কফি গার্ডেন এবং বোরা গুহা। ভাইজ্যাগ এ রাত্রিযাপন।

🌼 পঞ্চম দিন: - আজ সারাদিন যে যার নিজের মত করে কাটান। দুপুরের খাওয়ার পরে ভাইজ্যাগ হোটেল ছেড়ে দিয়ে স্টেশনে পৌঁছাব বাড়ি ফেরার উদ্যেশ্যে ট্রেনে হাওড়ার উদ্দ্যেশ্যে রওনা দেব।

🌼 ষষ্ট দিন:- হাওড়া/সাঁতরাগাছি স্টেশন এ পৌঁছে, সেখান থেকে যে যার নিজের বাড়ির উদ্দ্যেশে যাব। সঙ্গে নিয়ে যাবো ফেলে আসা দিনের মধুর স্মৃতি। ট্যুর শেষ।🙏

🧩প্যাকেজ মূল্য - 9️⃣0️⃣0️⃣0️⃣ টাকা ( ট্রিপল শেয়ার)।
👉শুধু মাত্র দু জনের জন্য একটা রুম হলে 9500টাকা জন প্রতি।

🔴🟡
★7+ বাচ্চাদের ফুল চার্জ লাগবে ও 5+ থেকে 7বছর পর্যন্ত বাচ্চাদের 4000 per head (গাড়িতে সিট সমেত ট্রেন টিকিট ছাড়া), 5বছরের নিচে বাচ্চা সম্পূর্ণ ফ্রী( গাড়িতে সিট হবে না)।

📌প্যাকেজ অন্তর্ভুক্ত:-
✅ হাওড়া to হাওড়া ট্রেনের টিকিট।
✅পরিবার অনুযায়ী রুম।
✅ ব্রেকফাস্ট+লাঞ্চ+ডিনার (হোটেল to হোটেল)।
✅ উল্লিখিত সাইটসীন ।
✅ সমস্ত পার্কিং, টোল,
সরকারি কর ও ড্রাইভার ভাতা।
✅Tour ট্যুর ম্যানেজারের সহায়তা।

📌 প্যাকেজ ব্যতীত:-
❌ট্রেনের খাবার।
❌এন্ট্রি ফি, পূজা এবং সব ধরণের রাইড চার্জ।
❌ ক্যামেরা চার্জ এবং মিনারেল ওয়াটার।
❌Porter Charge।
❌ অন্তর্ভুক্ত নয় এমন যে কোনো খরচ।
❌ হটাৎ করে ট্রেনে ভাড়া বৃদ্ধি।
❌ অতিরিক্ত পয়েন্ট।

📌Note:- আগ্রহীরা নিজ খরচে আরাকু যাওয়ার ট্রেন এর টিকিট কাটতে পারেন।

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

🔴🟠যোগাযোগ:-
Diya Tour & Travels
(An ISO 9001 : 2015 Certified Company)
Amta Branch
Amta, Howrah- 711401
081162 58362
📧 [email protected]
____________________________________ 🔵 H.O - Uluberia, Howrah -711316
____________________________________

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
Our other service:-
🔹𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹𝐎𝐟𝐟𝐛𝐞𝐚𝐭 𝐓𝐨𝐮𝐫🔹𝐂𝐮𝐬𝐭𝐨𝐦𝐢𝐳 𝐓𝐨𝐮𝐫. 🙏🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 #হরিদ্বার/ #মুসৌরী/ #দেরাদুন  #তহেরি_লেক, #ভ্রমণ (৮রাত্রি ৯ দিন) -হর হর মহাদেব.….এই বার চলুন ইতিহাস, ধর্মস্থান, প্রাকৃত...
14/06/2023

#হরিদ্বার/ #মুসৌরী/ #দেরাদুন #তহেরি_লেক, #ভ্রমণ (৮রাত্রি ৯ দিন) -

হর হর মহাদেব.….
এই বার চলুন ইতিহাস, ধর্মস্থান, প্রাকৃতিক সৌন্দর্য সহ একাধিক সৌন্দর্য এবং মেলবন্ধনের সন্ধানে #উত্তরাখন্ডে। এবার গন্তব্য দেবাদি দেব মহাদেব এর দেবভুমি #হরিদ্বার। ৮রাত্রি/৯দিনের, হাওড়া থেকে হাওড়া এই ট্যুরে,
একে একে দেখে নেবো, #মনসা মন্দির, #চণ্ডী মন্দির, #হর - কি - পৌড়ি, #লক্ষ্মণ ঝোলা, #রাম ঝোলা, #কাঙ্খল, #দেরাদুন , #মৌসুরি ইত্যাদি দর্শনীয় স্থান। আর থাকবে একটি নতুন জায়গা, যা আপনাকে এবং আপনার ভ্রমন কে অন্যন্য করে তুলবে অন্য দের কাছে। সঙ্গে থাকবে গঙ্গা বক্ষে নয়নাভিরাম গঙ্গা আরতি দর্শন।
আসুন, দেখে নি একঝলকে..

🎇যাত্রা শুরু:- 19 শে নভেম্বর 2023.
⚙️ যাত্রা শেষ:- 27 শে নভেম্বর 2023

🔥জনপ্রতি - 9500টাকা ( ট্রিপল শেয়ার).
🟡🔴 শুধু মাত্র 2 জনের জন্য রুম হলে 10000টাকা জন প্রতি।

👶বাচ্চা দের:- ৫বছরের নিচে ফ্রী ( গাড়িতে সিট নিলে 2000টাকা)। ৫ থেকে ৭ বছর 5000টাকা লাগবে(ট্রেন টিকিট ছাড়া, গাড়ির সিট ধরে)। ৭বছরের উর্ধ্বে পুরো টাকা লাগবে।

#সংক্ষিপ্ত_সূচি:-

🌼 #প্রথম দিন :- আমরা সবাই মিলিত হবো হাওড়া স্টেশনে নির্দিষ্ট সময়ে। পারস্পরিক আলাপচারিতা সেরে আমরা উঠে পড়ব ট্রেনের নির্দিষ্ট কামরায়। যাত্রা শুরু..

🌼 #দ্বিতীয় দিন:- আজ সারাদিন রাত, কাটবে ট্রেনের মধ্যে। কু..ঝিক ঝিক..আওয়াজ, ঘুমপাড়ানি দুলুনি, আর নির্ভেজাল আড্ডায় কাটবে, এক স্বরনীয় দিন ।

🌼 #তৃতীয় দিন:- সকালে নেমে পড়া হরিদ্বার স্টেশন। সেখান থেকে হরিদ্বার হোটেল এবং গঙ্গা ঘাট ও আরতি দর্শন। দেখে নেবো স্থানীয় কিছু দর্শনীয় স্থান নিজের মত করে । রাত্রি যাপন হরিদ্বার হোটেলে।

🌼 #চতুর্থ দিন: - হরিদ্বার থেকে হৃষিকেশ, লক্ষণঝুলা, রামঝুলা, নীলকণ্ঠ(সম্ভব হলে) সহ আরো বহু দর্শনীয় স্থান ভ্রমণ করে হরিদ্বারে রাত্রিযাপন।

🌼 #পঞ্চম দিন: - হরিদ্বার থেকে দেরাদুন ও মুসৌরী । একে একে দেখে নেবো সহস্র ধরা, কেমটি ফলস, মুসৌরি ম্যাল ইত্যাদি এবং রাত্রিযাপন মুসৌরি হোটেলে ।

🌼 #ষষ্ঠ দিন: - আজ দেখব অচেনা হরিদ্বার। এক নতুন স্পট , যা অনেকের কাছেই অজানা। #তহেরি_লেক lake..। যা ওয়াটার স্পোর্টস অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এক স্বর্গ । দেব ভূমির নতুন আকর্ষণ। রাত্রিবাস হরিদ্বার এ।

🌼 #সপ্তম দিন:- আজ যে যার মতো করে সময় কাটান। এই সুযোগে সেরে ফেলুন কেনাকাটা (মার্কেটিং)। রাতের খাবার সম্পন্ন করে ধরবো ফেরার ট্রেন হরিদ্বার স্টেশন থেকে।

🌼অষ্টম দিন:- সারা দিন কাটবে ট্রেনে। জমিয়ে আড্ডা, গল্প, দিয়ে কেটে যাবে সারাদিন।

🌼 নবম দিন:- সকাল এ পৌঁছে যাবো হাওড়া স্টেশন। সেখান থেকে যে যার বাড়ির উদ্দেশে রওনা হব। সাথে করে নিয়ে যাবো, ফেলে আসা দিনের মধুর স্মৃতি। ট্যুর শেষ।🙏

✅ #প্যাকেজে যা যা থাকবে-

🔹যাওয়া আসা সহ ট্রেনের টিকিট( স্লিপার শ্রেণী)।
🔹পরিবার পিছু রুম।(নন এসি)।
🔹 তৃতীয় দিনের লাঞ্চ থেকে সপ্তম দিনের ডিনার পর্যন্ত সমস্ত খাওয়া দাওয়া ( হরিদ্বার to হরিদ্বার)।
🔹 তৃতীয় দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত সমস্ত গাড়ির(নন এসি) ব্যবস্থা প্যাকেজ অনুযায়ী।
🔹ভালো পরিষেবা সহ হোটেলের ব্যবস্থা।
🔹সমস্ত দর্শনীয় স্থান ভ্রমণ( পরিকল্পনা অনুযায়ী)।
🔹অভিজ্ঞ ড্রাইভার/ম্যানেজার কতৃক ভ্রমণ পরিচালনা।

❌ #প্যাকেজে যা থাকবে না:-

🔸 ট্রেনের মধ্যে কোনো খাবার।
🔸কোনো রাইড, এন্ট্রি ফ্রী, রুম হিটার ইত্যাদি।
🔸মিনারেল ওয়াটার এবং অতিরিক্ত কোনো খাবার ও পানীয়।
🔸 প্যাকেজে অন্তর্ভুক্ত নয় যেকোনো খরচ।
🔸কোনো রকম পূজার সামগ্রী এবং খরচ, এবং যে কোনো ব্যাক্তিগত খরচ।
🔸অতিরিক্ত কোনো স্থান /পয়েন্ট এবং মনসা পাহাড় ও চণ্ডী পাহাড় এর রোপওয়ে প্যাকেজ এবং লোকাল গাড়ি / রিস্কা/ টোটো/ এক্কা গাড়ি( ব্যাক্তিগত)।
🔸 ফেরার দিন হরিদ্বার হোটেল থেকে হরিদ্বার স্টেশন এর টোটো/অটো চার্জ।
🔸 হটাৎ করে বর্ধিত পেট্রোল/ডিজেলের মূল্যবৃদ্ধি ও ট্রেনের টিকিট এর মূল্যবৃদ্ধি দরুন প্যাকেজ বহির্ভূত অতিরিক্ত খরচ।

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
💥বুকিং নেওয়া হচ্ছে।💥

🔴🟠যোগাযোগ:-
Diya Tour & Travels
(An ISO 9001 : 2015 Certified Company)
Amta Branch
Amta, Howrah- 711401
081162 58362
📧 @gmail.com

-------------------------------------------------
H.O - Uluberia, Howrah -711316
-------------------------------------------------



✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
Our other service:-
🔹𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹𝐎𝐟𝐟𝐛𝐞𝐚𝐭 𝐓𝐨𝐮𝐫🔹𝐂𝐮𝐬𝐭𝐨𝐦𝐢𝐳 𝐓𝐨𝐮𝐫. 🙏🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 #সুন্দরবন "উরু উরু করে মনভেসে যাই যাই,যাইবার পাখা নাইআমরা বেড়িয়ে পরলাম তাই"।👣🚤🌿☘️🌴🌴🌱🍂🐊🐅🐟🐾এবার উজান গাঙে পাড়ি, নিজেকে...
10/06/2023

#সুন্দরবন
"উরু উরু করে মন
ভেসে যাই যাই,
যাইবার পাখা নাই
আমরা বেড়িয়ে পরলাম তাই"।👣
🚤🌿☘️🌴🌴🌱🍂🐊🐅🐟🐾

এবার উজান গাঙে পাড়ি, নিজেকে, নিজেদের পরিবার কে একটু সবুজের ছোঁওয়া, কোনো অচিন পাখির গান, নাম না জানা নদীর স্রোতের সাথে যদি পরিচয় করতে বা করাতে চান, আসুন আমরা আছি আপনার পাশে।😊 নিয়ে যাবো এক ম্যানগ্রোভ এর দেশে, বুকভরা বিশুদ্ধ বাতাসের সান্নিধ্যে।
আমরা ঘুরে বেড়াবো গা ছমছম করা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ জঙ্গলের ভিতর, গভীর খাঁড়ি তে।
আর যদি কপালে #বাঘমামার সাথে দেখা হয়ে যায়, তাহলে তো কথাই নেই।🐾
আরে, শুধুই ঘুরবো নাকি, #ইলিশউৎসব বলে কথা.. থাকবে, থাকবে.. ইলিশের রকমারি পদ থাকবে আপনাদের জন্য।
ব্যাপার টা দাড়ালো এরকম ম্যানগ্রোভ ঘেরা অরণ্যে জলে কুমির🐊, ডাঙায় বাঘ🐅, আর পেটে ইলিশ🐟। ব্রাভো😊😊...
এর সাথে, বাউল গান, ঝুমুর নাচ.. ঊউফ জমে ক্ষির।😺👹🎶🎵

🔴🟡 শুভ যাত্রা:- ♦️ ুলাই - 16ই জুলাই( শুক্র, শনি, এবং রবি )।
♦️ ্ট - 15ই আগস্ট (রবি, সোম এবং মঙ্গল)।

২রাত্রি ৩ দিন এর ট্যুর। রাত্রে হোটেলে থাকা, দিনে লঞ্চে ভ্রমন আর ইলিশ মাছের রকমারি পদ সহ ভুঁড়িভোঝের আয়োজন, একদম কম্প্যাক্ট চয়ন।
ভাবছেন জায়গাটা কোথায়❓YES..
#সুন্দরবন ভ্রমন । উহু.. সুন্দরবন ইলিশ উৎসব ভ্রমন। আপনাদের জানাই সবিনয় আমন্ত্রণ🙏🙏

✴️ শিয়ালদা স্টেশন এ মিলিত হতে হবে সকাল 7টায়।

🙏 #দ্রষ্টব্য_স্থান -🙏
হ্যামিল্টন বাংলো, রবীন্দ্র স্মৃতি বিজড়িত বেকন বাংলো, পাখির জঙ্গল, পাখিরালয়, পঞ্চমুখানী, সজনেখালি, সুধণ্যখালি, দোবাঁকি, পিরখালি, গাজিখালি, ঝড়খালি, বনবিবি ভরানি, গ্রাম পরিদর্শন ইত্যাদি আরো অনেক কিছু।

💥 প্যাকেজ মূল্য:-
Rs4️⃣3️⃣0️⃣0️⃣ ( শিয়ালদা to শিয়ালদা).(ট্রিপল শেয়ার)।
📌শুধু মাত্র দু জনের জন্য রুম হলে 4500/- প্রতি জন।
🌼অগ্রিম - 1000/- টাকা জনপ্রতি। যাবার 1মাস আগে 2300টাকা নেবো। বাকি 1000টাকা লঞ্চে উঠে।
বাচ্চা:- ৫বছরের নিচে বাচ্চা ফ্রী। ৫-৭ বছর - 2250টাকা, ৭বছরের উপর বাচ্চার ফুল টাকা লাগবে।

🛑Tour_plan-🐅🔶

✅Day 1 : গোসাবা বেকন বাংলো & রবীন্দ্রনাথ টেগোরে বাংলো,হ্যামিলটন বাংলো,বার্ডস ফরেস্ট ,পাখিরালায় .

✅Day 2 : সজনেখালি ম্যানগ্রোভ ইন্টারপ্রেটেশন সেন্টের & টাইগার রিসার্ভ এরিয়া , সজনেখালি ওয়াচ টাওয়ার ,সুধান্যখালি ওয়াচ টাওয়ার,পীরখালী ,গাজীখালী ,দেউল ভাড়ানি , দোবাঁকি ওয়াচ টাওয়ার ,পঞ্চমুখানি (ফাইভ রিভার জংশনস)।

✅Day 3 : দয়াপুর, সড়কখালি, আইল্যান্ড, লোকাল সাইটসিন।
(পরিস্থিতি অনুযায়ী স্পট পরিবর্তন/সংক্ষিপ্ত হতে পারে)।

🙏 #ভূরিভোজ -
✅প্রথম দিন -
🔹সকালে: লুচি/কচুরি,আলুর দম,মিষ্টি।
🔹বেলায়: আমুদে মাছ ভাজা।
🔸দুপুরে:দুপুর- ভাত,
মুড়ি ঘন্ট,ভাজা, সব্জি(কচু শাক ইলিশ), ইলিশ ভাপা, সরষে ইলিশ,, চাটনি ও পাঁপড়।
▪️ বিকালে: ফল।
🔹সন্ধ্যা: চাউমিন,, চা/ কফি।
🔸রাত্রে: খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, বেগুনি, চাটনি,পাঁপড়।
-✅:দ্বিতীয় দিন:-
🔹সকালে: চা, লুচি/কচুরি,চানা মশলা,মিষ্টি, চা।
🔹বেলায়: পাকোড়া।
🔸দুপুরে:ভাত, ভেজ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ইলিশ ভাজা, পুঁই ইলিশ,দই ইলিশ, চাটনি, পাপড়
▪️বেলায়: চা/কফি।
🔹সন্ধ্যা: চিকেন পাকোড়া।
🔸রাত্রে:ফ্রাইড রাইস,মটনকষা,স্যালাড, মিষ্টি।
-:✅তৃতীয় দিন:-
🔹সকালে: চা, লুচি/কচুরি,আলুসবজি, মিষ্টি।
🔸দুপুরে:ইলিশ বিরিয়ানি, চিকেন কারি, স্যালাড,মিষ্টি।
🔹বিকাল : চা- বিস্কুট।
( প্রয়োজনে মেনুতে পদের কিছু অদল বদল হতে পারে। তবে দিনে নানারকম ইলিশ এর পদ, এবং একদিন চিকেন এবং একদিন মটন হবেই।)🙏

✅ ✅ ্যাকেজের_মধ্যে_রয়েছে। 🐅🦌🐒🦜
‌ 👇👇👇👇👇👇👇
★📌(সমগ্র সাইটসিন প্ল্যান অনুসারে) ।
★📌(রিসোর্ট/হোটেল এ থাকা নন এসি রুম ।
★📌(ব্রেকফাস্ট~লাঞ্চ~স্নাক্স~ডিনার) প্রথম দিন ব্রেকফাস্ট থেকে শেষদিন লাঞ্চ পর্যন্ত।
★📌গাইড এবং পারমিশন ।

❎আমরা যেগুলো দেব না ❎
🔻 ক্যামেরা /ভিডিও ক্যামেরা চার্জ।
🔻 ব্যাক্তিগত গাড়ির পারকিং চার্জ ।
🔻ব্যক্তিগত খরচ এবং কোনো এন্ট্রি ফি।
🔻প্রোগ্রামে উল্লেখ করা হয়নি এমন কিছু।
🔻 এসি রুম অতিরিক্ত।

💥💥 মনে রাখবেন :- সুন্দরবন ভ্রমন এর #জুলাই মাসের বুকিং নেবো ে_জুন পর্যন্ত এবং #আগস্ট মাসের বুকিং নেবো #31শে_জুলাই পর্যন্ত। তারপর আর কোনো বুকিং নেওয়া হবে না।
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

💥বুকিং নেওয়া হচ্ছে।💥

𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐮𝐬 :-
Diya Tour & Travels
(An ISO 9001: 2015 Certified Company)
Amta Branch
Amta, Howrah-711401
081162 58362

------------------------------------------------------
🔷️️ H.O - Uluberia, Howrah-711316
-------‐----------------------------------------------

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
____________________________________
Our other service:-
🔹𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹𝐎𝐟𝐟𝐛𝐞𝐚𝐭 𝐓𝐨𝐮𝐫🔹𝐂𝐮𝐬𝐭𝐨𝐦𝐢𝐳 𝐓𝐨𝐮𝐫. 🙏🙏
~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

🇳 🇴 🇷 🇹 🇭  🇸 🇮 🇰 🇰 🇮 🇲বরফের রাজ্যে চিঠি লিখো আমার ঠিকানায়...এই বলে চলুন বেড়িয়ে পরি । 7রাত্রি 8দিনের জন্য ঘুরে আসি বরফ...
07/06/2023

🇳 🇴 🇷 🇹 🇭 🇸 🇮 🇰 🇰 🇮 🇲

বরফের রাজ্যে চিঠি লিখো আমার ঠিকানায়...
এই বলে চলুন বেড়িয়ে পরি । 7রাত্রি 8দিনের জন্য ঘুরে আসি বরফের ঠিকানায়। সমস্ত প্যাকেজ ট্রেন টিকিট সহ।

ঘুরে আসি - #গ্যাংটক- #ছাঙ্গু #বাবা_মন্দির - #লাচেন - #লাচুং ততসহ #গুরুদংমার_লেক - #ইয়ামথাং_ভ্যালি ও অন্যান্য ।

🎈 🎈
🔸️🔸️7 nights 8 days tour🔸️🔸️

🚂শুভ যাত্রা: 4th November 23
প্রত্যাবর্তন:- 11th November 23.🚂

🌲 ভ্রমণ পঞ্জিকা 🌲

🌼 #প্রথম দিন - শিয়ালদা স্টেশনে মিলিত হব সবাই। সবার সাথে আলাপ করে, আমরা উঠে পড়ব টেনে নির্দিষ্ট সময়। সারা রাত কাটবে ট্রেনে।

🌼দ্বিতীয় দিন - এনজিপি স্টেশন পৌঁছে আমরা রওনো দেবো #গ্যাংটক (GANGTOK) উদ্দেশ্যে। GANGTOK হোটেলে চেক-ইন করুন। সন্ধ্যে উৎসাহীরা নিজেদের মত করে ঘুরে আসুন লোকাল মার্কেটে / এম. জি. মার্গ (M.G. Marg)-এ । এদিন রাত্রিযাপন গ্যাংটক হোটেলে এ।

🌼তৃতীয় দিন - ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো #ছাঙ্গু (TSONGMO LAKE ) এবং #নিউ_বাবা_মন্দির BABA MANDIR উদ্দেশ্যে । GANGTOK থেকে দূরত্ব 55 কি. মি। LAKE আর মন্দির ঘুরে আমরা ফিরবো GANGTOK এ। রাত্রিযাপন গ্যাংটক এ।

🌼চতুর্থ দিন - ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো #লাচেন (LACHEN )এর উদ্দেশ্যে। লাঞ্চ রাস্তায়। রাস্তায় দেখে নেবো কিছু ফলস। বিকাল/সন্ধ্যায় আমরা পৌছাবো লাচেন।আজ তাড়াতাড়ি ডিনার করে লাচেন এ রাত্রিবাস।

🌼পঞ্চম দিন - প্যাকেট ব্রেকফাস্ট করে আমরা যাবো #লাচুং LACHUNG এর উদ্দেশ্যে। প্রথমে ( ভোরবেলায় বেরোনো)আমরা দেখবো #থাঙ্গু_ভ্যালি (Thangu Valley) - দেখে আমরা যাবো #গুরুদংমার লেক (Gurudongmar Lake) দেখতে - এটি হচ্ছে নর্থ সিকিমের উচ্চতম লেক, শুধুমাত্র ভারতীয় নাগরিকদের এটি দেখার অনুমতি আছে।হোটেলে ফিরে, লাঞ্চ করে আমরা পৌছাবো LACHUNG-এ। রাত্রিযাপন লাচুং -এ।

🌼ষষ্ঠ দিন - ব্রেকফাস্ট করে আমরা চলে যাবো #ইয়ামথাং_ভ্যালি (Yumthang Valley) আরেকটি নাম - ভ্যালি অফ্ ফ্লাওয়ার্স (Valley of Flowers) নামেও বিখ্যাত। পাহাড়ের বুকে একটা অসাধারণ সৌন্দর্য্য প্রকৃতির মাঝে এই ভ্যালি । এবার আমরা ফিরে যাবো GANGTOK - এ। একটা লম্বা যাত্রার পর পুরো সন্ধ্যা বিশ্রাম। রাত্রিযাপন গ্যাংটক - এ।

🌼সপ্তম দিন - সকালে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো এন জি পি-র উদ্দেশ্যে । আজ লাঞ্চ রাস্তায় (নিজ খরচ)।রাতের ট্রেনে রওনা দেবো বাড়ির উদ্যেশে। সারারাত আজ কাটবে ট্রেনে।

🌼অষ্টম দিন - সকালে পৌঁছে যাব শিয়ালদহ বা হাওড়া স্টেশনে। সেখান থেকে যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেবো। সঙ্গে নিয়ে যাবো, ফেলে আসা দিনের মিষ্টি স্মৃতি।

🔵 আমরা যা যা দেবো:-
✅যাওয়া ও আসার ট্রেন টিকিট ( SL class) ।
✅নিউ জলপাইগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত গাড়ি ( Bulero / Sumo gold/ Xyllo)।
✅ দ্বিতীয় দিন এর লাঞ্চ থেকে সপ্তমদিনের ব্রেকফাস্ট পযন্ত ।( Non veg / veg )।
✅পারমিট ,পার্কিং এবং ড্রাইভার চার্জ।
✅প্রতি পরিবার পিছু রুম স্ট্যান্ডার্ড হোটেলে।

📌আমরা যা যা দিচ্ছি না❎
🔖অতিরিক্ত খাবারের খরচ।
🔖যে কোনো রকম প্রবেশ মূল্য, রাইড খরচ।
🔖রুম হিটার খরচ। ক্যাম্প ফায়ার।
🔖উপরে উল্লেখ নেই যে কোনো রকম খরচ।
🔖ট্রেনে খাবার।
🔖কুলি খরচ, কোনো রকম পানীয় ইত্যাদি।
🔖 AC টিকিট অতিরিক্ত যা পরবে ।
🔖 অতিরিক্ত কোনো পয়েন্ট যেমন Zero / katao/ kalapatthar /Nathula ( Driver এর সঙ্গে আলোচনা সাপেক্ষে) ইত্যাদি।
🔖 লোকাল taxi চার্জ।
🔖 কোনো ধরনের ক্ষতিপূরণ এবং মেডিক্যাল খরচ।

💲♨️খরচ:- জনপ্রতি 1️⃣1️⃣0️⃣0️⃣0️⃣টাকা.(kolkata to kolkata).
🔻 শুধু মাত্র দুই জন এর জন্য রুম হলে 1️⃣1️⃣5️⃣0️⃣0️⃣টাকা।

🚩🚩এখন সিট বুকিং চলছে আপনার সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন⤵️⤵️

🛑বি:দ্র:-
★আবহাওয়া অথবা প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি সংকটের কারনে ( যেমন অতিরিক্ত তুষারপাত বা ধস ) জনিত কারনে ভ্রমণ সূচি পরিবর্তন হতে পারে ।প্রাকৃতিক/ রাজনৈতিক/ সেনার কারণে রাস্তা বন্ধ থাকলে সেটা দুর্ভাগ্যজনক। সেক্ষেত্রে কোন অন্য স্পট হবে না।

★ প্রতি গাড়িতে 8জন করে বসবে।
★নিজের থেকে ট্যুর ক্যান্সেল করলে ক্যান্সলেশন চার্জ কাটা হবে। যাওয়ার ১মাস আগে সমগ্র প্যাকেজের 80% প্রদান করতে হবে ।

★7+ বাচ্চাদের ফুল চার্জ লাগবে ও 5+ বাচ্চাদের 6500 per head (গাড়িতে সিট সমেত, ট্রেনের সিট ব্যাতীত), 5বছরের নিচে বাচ্চা সম্পূর্ণ ফ্রী( গাড়িতে সিট হবে না)।

★ কলকাতা/হাওড়া/ শিয়ালদহ ব্যাতিত অন্য কোনো স্টেশন থেকে উঠতে চাইলে, সেখান থেকে ট্রেনের টিকিট কেটে দেওয়া যাবে।

★ যদি রাস্তা বন্ধের কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে গাড়ি কে ঘুর পথে যেতে হয়, বা পেট্রোল ডিজেলের অতিরিক্ত মূল্য বৃদ্ধি, সেক্ষেত্রে অতিরিক্ত ব্যয় যাত্রীদের নিজেদের বহন করতে হবে। পাহাড়ে রাস্তার অবস্থার উপর কিছু পয়েন্ট নির্ভরশীল, এক্ষেত্রে ড্রাইভার এর সিদ্ধান্তই চূড়ান্ত।

★নর্থ সিকিম ট্যুর এ কোনো কারণ বশত সিকিম প্রশাসন পারমিশন না দিলে, অন্য স্পট/ জায়গা যাওয়া যাবে না বা চেঞ্জ করা যাবে না। এক্ষেত্রে আমরা সিকিম সরকারের উপর নির্ভরশীল।

💥বুকিং নেওয়া হচ্ছে।💥

𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐮𝐬 :-
Diya Tour & Travels
(An ISO 9001: 2015 Certified Company)
Amta Branch
Amta, Howrah-711401
081162 58362

🔴🔵Head office:-
𝐔𝐥𝐮𝐛𝐞𝐫𝐢𝐚, 𝐇𝐨𝐰𝐫𝐚𝐡-𝟕𝟏𝟏𝟑𝟏𝟔.




✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
Our other service:-
🔹𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹𝐎𝐟𝐟𝐛𝐞𝐚𝐭 𝐓𝐨𝐮𝐫🔹𝐂𝐮𝐬𝐭𝐨𝐦𝐢𝐳 𝐓𝐨𝐮𝐫. 🙏🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

S I L K    R O U T E #সিল্ক_রুট  #দুর্গ_পুজোয়।নাম হারানো, কোনো পথের ঠিকানায়,আজ ঘুম ভাঙাতে কে যে,ডাকে ইশারায়..তাই, রাত...
06/06/2023

S I L K R O U T E

#সিল্ক_রুট #দুর্গ_পুজোয়।
নাম হারানো, কোনো পথের ঠিকানায়,
আজ ঘুম ভাঙাতে কে যে,
ডাকে ইশারায়..
তাই, রাতের শেষে রদ্দুর এসে,
আমায় নিয়ে যায়..।

ডাকছে, #রেশম_পথ। চলুন তাই ঘুরে আসি সেই অজানায়।

😊 সস্তার চমকে নয়, স্বাচ্ছন্দ্যে ও ভালোভাবে আনন্দের সাথে ঘুরুন এই পথে, কারণ আধুনিকতার ছোঁয়া থেকে এখনও অনেক পিছিয়ে এখনকার জীবনশৈলী, তাই তো এত প্রানবন্ত।

একনজরে, #সিল্করুট ভ্রমনের সংক্ষিপ্ত ভ্রমন সূচি।

💥 শুভ যাত্রা - 15th October.
💥 ফেরা - 21st October
(Sealdah to Sealdah)

🏔️ 🏔️

✴️ :~ রাত্রে শিয়ালদা স্টেশনে মিলিত হব সবাই রাত্রি ৮ টার সময়। সবার সাথে আলাপ করে, আমরা উঠে পড়ব টেনে নির্দিষ্ট সময়। সারা রাত কাটবে ট্রেনে।

✴️ :~ সকালে পৌঁছে যাবো এনজিপি স্টেশন। স্টেশনে নেমে আমরা রওনা দেবো সিলারি গাওঁ ( ) এর উদ্দেশ্য। লাঞ্চের পর বিকেলবেলা আমরা পায়ে হেঁটে দেখে নিতে পারি VEW POINT।
রাতে দূরে সেই গ্যাংটক শহরের ছোট ছোট লাইট গুলো সত্যিই মন হারায়, এদিন রাত্রিযাপন #সিলারিগাঁও এ।

✴️ :~ সকালে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব #পদমছেন( Phadamchen) / #জুলুক(Zuluk) উদ্দেশ্যে। রংপো হয়ে প্রবেশ করবো সিকিমে।
রাস্তায় পড়বে রঙিলি বাজার( Rongli Bazar)। এই রঙিলি বাজার থেকে আমরা পারমিট বের করে সোজা এগিয়ে যাব পদমছেন( Phadamchen) অথবা জুলুক ( ) এর উদ্দেশ্যে এবং রাস্তায় দেখে নেব এক অপূর্ব ওয়াটার ফল যার নাম কিউ খোলা ওয়াটারফল( )।
এদিন রাত্রিযাপন Phadamchen অথবা Zuluk এ।

✴️ :~ ব্রেকফাস্ট করে এদিন আমরা দেখব বহু কাঙ্ক্ষিত দ্রষ্টব্য স্থান গুলো। যার জন্যই ছুটে আসা সিল্ক রুট এ। জুলুক, থাম্বি ভিউ পয়েন্ট, জিগজাগ ভিউ পয়েন্ট(পাহাড়ের গা বেয়ে সর্পিল পাকদন্ডী পথ মনকে শিহরিত করবে) , লক্সমি চক, নাথাং ভ্যালি, এলিফ্যান্ট লেখ ,কুপূপ, ওল্ড বাবা মন্দির । ( , , , , , ) এবং ফিরে এসে রাত্রি যাপন করব জুলুক অথবা পদমছেন এ।

✴️ :~ সকালে ব্রেকফাস্ট সেরে সেখান থেকে আমরা রওনা দেব #আরীতার ( ) / #রোলেপ ( )এর উদ্দেশ্যে ।
এদিন রাত্রিযাপন অথবা এ।

✴️ :~ সকাল সকাল ব্রেকফাস্ট করে বেড়িয়ে পড়বো এনজেপির" উদ্দেশ্যে ।রাতে ট্রেন NJP স্টেশন থেকে ..। এই দিন দুপুরের খাবার নিজ খরচ। রাত্রে/সন্ধ্যায় ট্রেন এনজিপি স্টেশন থেকে। আজ *মহাষষ্ঠী*।🙏

✴️ :~ সকালবেলায় পৌঁছে যাবো শিয়ালদা/হাওড়ার স্টেশনে। সেখান থেকে যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব,এরসাথে নিয়ে যাবো এই কদিনের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মিষ্টি স্মৃতি। আজ *মহাসপ্তমী*।🙏

,,,,,🔹এটা একটা নমুনা মাত্র। পরিস্থিতি অনুযায়ী কিছু পরিবর্তন হলেও হতে পারে, আবার নাও হতে পারে।

💥 প্যাকেজ মূল্য - 8️⃣0️⃣0️⃣0️⃣ টাকা(ট্রিপল শেয়ার)
8400(ডবল শেয়ার) জন প্রতি ট্রেনের (স্লিপার শ্রেণী ) ভাড়া সমেত।

✳️ ৫ বছরের নিচে বাচ্চা সম্পূর্ণ ফ্রী।
5-7বছর 4000 টাকা( ট্রেন টিকিট ছাড়া, গাড়িতে সিট ধরে), 7 বছরের উপর ফুল ভাড়া।
সবই শিয়ালদা থেকে শিয়ালদহ।

এক নজরে,আমরা যা দেখবো:-
*Darjeeling hill overlooking, vew of Kanchenjunga, Lingthum,
*Sillerygaon*, Reshikhola, Buddha Falls/Ariter lake, Kuekhola Falls, Zig-Zag Way, Thambi View Point, *Zuluk*, Lungthung, *Padamchin*, Old Baba Mandir, Tukla Valley, etc.*

❤️✅ প্যাকেজে থাকছে ✅❤️

☀️ ট্রেন টিকিট যাওয়া ও আসার(স্লিপার শ্রেণী).
☀️ সিল্করুটের বেস্ট হোমস্টে তে থাকা ও খাওয়া।(নন এসি ফ্যামিলি অনুযায়ী রুম)।
✴️ ব্রেকফাস্ট+লাঞ্চ+স্নাকস+ডিনার।(দ্বিতীয় দিন লাঞ্চ থেকে ফেরার দিন ব্রেকফাস্ট হোমস্টে to হোমস্টে)
☀️ গাড়ি (নন এসি সুমো/ বলেরো) ৮ জন করে।
☀️ সাইটসিন প্ল্যান অনুযায়ী।
☀️ পারমিশন, পারমিট এবং পার্কিং।
☀️ ফ্যামিলির আতিথেয়তা।
☀️ প্রপার গ্রূমিং ড্রাইভার যেটা সিল্করুটের স্বাদ আলাদা করে দেবে।
☀️ সারা ট্যুরে নিজস্ব প্রতিনিধি আপনাদের সাথে থাকবে। ফলে উত্তম পরিষেবার নিশ্চয়তা।
* 1st রাত রোলেপের বদলে সিলারি অথবা আরিতার এবং লাস্ট নাইট সিলারী গাঁও এর বদলে রোলেপ বা অন্য কিছু হতে পারে। রুম available এর ওপর নির্ভর করে বাকি সব ট্যুর প্ল্যান এবং sightseeing।

❌প্যাকেজের বাইরে ❌

☀️ ট্রেনের খাবার প্যাকেজ বহির্ভূত খাবার।
☀️ কোনো রকম এন্ট্রি ফ্রী।
☀️ হটাৎ করে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি ( ট্রেন/গাড়ি)।
☀️ প্যাকেজ বহির্ভূত খাবার ও পানীয়।
☀️ প্যাকেজ এ অন্তর্ভুক্ত নেই এমন যেকোনো খরচ।
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

💥বুকিং নেওয়া হচ্ছে।💥
𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐮𝐬 :-
Diya Tour & Travels
( An ISO 9001: 2015 Certified Company)
Amta Branch
Amta, Howrah-711401
081162 58362

Our other service:-
🔹𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹𝐎𝐟𝐟𝐛𝐞𝐚𝐭 𝐓𝐨𝐮𝐫🔹𝐂𝐮𝐬𝐭𝐨𝐦𝐢𝐳 𝐓𝐨𝐮𝐫. 🙏🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
✳️✳️✳️✳️✳️✳️✳️

   #নর্থ_বেঙ্গল ভ্রমণ..🌄🌅 "আকাশ ডাকে আজ আমায়,পাহাড় ডাকে আজ আমায়,পথ হারানোর এ পথ ধরে অসীম অজানায়..আয় রে.. আয়.. আয় ...
05/06/2023



#নর্থ_বেঙ্গল ভ্রমণ..🌄🌅

"আকাশ ডাকে আজ আমায়,
পাহাড় ডাকে আজ আমায়,
পথ হারানোর এ পথ ধরে
অসীম অজানায়..
আয় রে.. আয়.. আয় রে আয়...।"

🍊 #সিটং সঙ্গে #চারখোলে 🌲🌲
দুর্গা পূজো দেখা সাঙ্গ হলে একাদশীর রাতে চলুন .. পাড়ি জমাই সঙ্গে । পূর্ণিমার মোহময়ী রাত সঙ্গে পাইনের জঙ্গলে হারিয়ে যাবার এ এক অমোঘ হাতছানি।❤️

💥 এক নজরে সফর সূচি💥

#প্রথমদিন -- মিলিত হব (25/10/22) একাদশীর রাত্রে শিয়ালদহ স্টেশনে। বিজয়ার শুভেচ্ছা এবং নিজেদের মধ্যে আলাপচারিতা সেরে উঠে পড়ব নির্দিষ্ট কামরায়। ট্রেনের দুলুনিতে রাত কাটবে, এগিয়ে যাবো গন্তব্যের উদ্দেশ্যে।

#দ্বিতীয়দিন -- সকালে Njp স্টেশনে তে নেমে ফ্রেশ হয়ে গাড়িতে সব লাগেজ রেখে রওয়ানা দেবো. পাহাড়ের উদ্যেশে. গন্তব্য #চারখোলে । পানবু ভিউ পয়েন্ট, সামথাহার হয়ে পৌঁছে যাবো হোমস্টে তে। রাত্রিযাপন এখানেই।

#তৃতীয়দিন-- আজ ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো লোকাল সাইটসিন এর উদ্দ্যেশ্যে। একে একে দেখে নেবো মর্গান হাউস, ক্যাকটাস গার্ডেন, ডেলো পার্ক..ইত্যাদি। ফিরে এসে লাঞ্চ সারবো। রাত্রি বেলায় চাইলে হতে পারে ক্যাম্প ফায়ার। রাত্রি যাপন #চারখলে তে।

#চতুর্থদিন -- আজ সকালে ব্রেকফাস্ট সেরে লাগেজ নিয়ে রওনা দেব #সিটং এর উদ্দ্যেশ্যে। মংপো, যোগীঘাট, আহলদারা ভিউ পয়েন্ট, অরেঞ্জ গার্ডেন ইত্যাদি দেখে ঢুকবো হোমস্টে। লাঞ্চ করে বিকাল টা কাটাব নিজেদের মত করে। রাত্রিবাস আজ এই।

#পঞ্চমদিন -- আজ পাহাড়কে বিদায় জানানোর পালা। সকালের জলখাবার খেয়েই আমরা রওনা দেব নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্যেশ্যে। পথে দেখে নেবো কুখ্যাত দাউহিল ( ) । বিকালে/রাত্রে ট্রেন NJP স্টেশন থেকে।

#ষষ্টদিন-- 30/10/23 এ, প্রায় ভোর বেলায় পৌঁছে যাবো শিয়ালদহ/ হাওড়া স্টেশনে। সেখান থেকে নিজ নিজ গন্তব্যে সঙ্গে নিয়ে যাবো, ফেলা আসা মধুর স্মৃতি।
ট্যুর শেষ।🙏

( এটা একটি বর্ণিত ধারনা। প্রয়োজনে কিছু বদল হলেও হতে পারে।)।

🟡🔴 জনপ্রতি :- 7️⃣5️⃣0️⃣0️⃣ ( তিন জন রুম প্রতি)
8000 ( দুই জন রুম প্রতি).

বাচ্চাদের :- ৫বছরের নিচে ফ্রী, ৫ বছর থেকে ৭ বছর 6000( ট্রেন টিকিট ছাড়া, গাড়িতে সিট সমেত), 7+ বাচ্চার ফুল প্যাকেজ চার্জ লাগবে।

🛑আমরা যা দিচ্ছি --(Including)
✅ যাওয়া আসার ট্রেনের টিকিট (স্লিপার শ্রেণী)।
✅️ দ্বিতীয় দিন লাঞ্চ থেকে পঞ্চম দিন ব্রেকফাস্ট.
✅️তিন জায়গাতে থাকার এবং খাওয়ার খরচ।
✅️ সুমো/ বোলেরো গাড়ি। 8জন করে।
✅️সমস্ত সাইটসিইং এর খরচ।
✅️ ফ্যামিলি অনুয়ায়ী রুম।
✅ পার্কিং & পারমিট খরচ।
✅ সমগ্র ট্যুরে নিজস্ব প্রতিনিধির আথিথেয়তা।

আমরা যা দিচ্ছি না-(Excluding).
❌️ ক্যামেরা এবং ব্যাক্তিগত চার্জ।
❌️ ট্রেনের খাবার এবং রাস্তার খাবার।
❌ এন্ট্রি ফি এবং রাইড চার্জ।
❌️ যা অন্তর্ভুক্ত ( Including) নয় এমন সব কিছু।
❌ পেট্রল/ ডিজেলের অতিরিক্ত মূল্য বৃদ্ধি কারণ জনিত গাড়ির ভাড়া।(সতর্কতা হিসাবে)।
📌 এই ট্যুরের ট্রেনের টিকিট কাটা হবে 26শে জুন2023.

👉 বুকিং চালু 👈
🎇আরো বিস্তারিত Tour itinerary জানতে এবং বুকিং করতে যোগাযোগ করুন-

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈.

💥বুকিং নেওয়া হচ্ছে।💥

𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐮𝐬 :-
Diya Tour & Travels
(An ISO 9001:2015 Certified Company)
Amta Branch
Amta, Howrah-711401.
081162 58362
[email protected]

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️

Our other service:-
🔹𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹𝐎𝐟𝐟𝐛𝐞𝐚𝐭 𝐓𝐨𝐮𝐫🔹𝐂𝐮𝐬𝐭𝐨𝐦𝐢𝐳 𝐓𝐨𝐮𝐫. 🙏🙏
~~~~~~~~~~

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
🔹𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹𝐎𝐟𝐟𝐛𝐞𝐚𝐭 𝐓𝐨𝐮𝐫
~~~~~~~~~~~~~~~

      নমো নমো জি শঙ্করা,ভলে নাথ শঙ্করা,জয় ত্রিলোকনাথ সম্ভুহ্যায় সিভায় নাথ শঙ্করা... #দুই_ধাম_সঙ্গে_তুঙ্গণাথ_দর্শন।হর ...
02/06/2023



নমো নমো জি শঙ্করা,
ভলে নাথ শঙ্করা,
জয় ত্রিলোকনাথ সম্ভু
হ্যায় সিভায় নাথ শঙ্করা...
#দুই_ধাম_সঙ্গে_তুঙ্গণাথ_দর্শন।

হর হর..মহাদেব...ডাকছে দেবভূমি, ডাকছে দেবাদি দেব মহাদেব, সঙ্গে অপার্থিব একটুকরো উত্তরাখণ্ড, কথা দিচ্ছি আপনার ভ্রমন মানচিত্রে একটুকরো ২২ ক্যারেট সোনার স্মৃতি থাকবে আজীবন, চাক্ষুষ করবেন এক অনাবৃত দেবভূমি।
#কেদারনাথ_বদ্রিনাথ_তুঙ্গণাথ ট্যুর, সঙ্গে অতিরিক্ত পাওনা হরিদ্বার দর্শন।

⛰️শুভ যাত্রা ইং 10.10.2023
ফেরা-ইং 22.10.2023

(13 দিনের যাত্রা)-কলকাতা থেকে কলকাতা।

🌏এক নজরে সফরসূচি🌏

🌼 *10/10/23* :- দুপুর 1.00 টা তে HOWRAH থেকে যাত্রা শুরু করব হরিদ্বারের উদ্দেশ্যে,উপাসনা /কুম্ভ এক্সপ্রেস ধরে.

🌼 *11/10/23* :- হরিদ্বার পৌছাব বিকাল 3.50.।সন্ধ্যায় নিজের মত করে বিশ্রাম, রাত্রী যাপন হরিদ্বার হোটেলে।

🌼 *12/10/23* :- হরিদ্বার থেকে সকাল 6.30 টা তে যাত্রা শুরু করব শোনপ্রয়াগ এর উদ্দেশ্যে। টেম্পো ট্রাভেলার বাসে। রাত্রিযাপন শোনপ্রয়াগ / ফাটা/সিতাপুর / গুপ্তকাশি হোটেলে।

🌼 *13/10/23* :- ভোর 5.00 টা Zeep/Max ধরে যাত্রা শুরু করব গৌরীকুন্ড এর উদ্দেশ্যে ( নিজ খরচ)। গৌরীকুন্ড থেকে কেদার নাথ 21 কিলোমিটার হাঁটা পথ, ঘোড়া/ডুলিতে অথবা হেলিকপ্টারে যেতে পারেন,গুপ্তকাশী বা ফাটা থেকে হেলিকপ্টার( নিজ খরচ)। এদিন ব্রেকফাস্ট ও লাঞ্চ নিজ খরচ।
রাত্রিবাস কেদার নাথে।

🌼 *14/10/23* :-সকাল 6.00 থেকে 8.00 টা কেদার নাথের পূজা দিয়ে Breakfast করে রওনা দেবো গৌরীকুন্ড/ফাটার উদ্দেশ্যে. পাযে হেঁটে অথবা হেলিকপ্টারে গৌরীকুন্ড( নিজ খরচ)। এদিন এর রাস্তায় খাওয়া নিজ খরচ।এখান থেকে শোনপ্রয়াগ এ রাত্রিবাস।

🌼*15/10/23* :- এরপর ব্রেকফাস্ট সেরে রওনা দেবো চোপতার উদ্দেশ্যে। রাত্রিবাস চোপতা হোটেলে/টেন্ট।

🌼*16/10/23* :- ভোরবেলা আমরা তুঙ্গনাথ ও সম্ভব হলে চন্দ্রাশিলার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। সেখান থেকে ফিরে পুনরায় চোপতা হোটেলে /টেন্ট এ রাত্রিবাস।

🌼*17/10/23* :- সকালে ব্রেকফাস্ট সেরে চোপতা থেকে বদ্রীনাথের দিকে যাত্রা করবো। রাত্রিবাস বদ্রীনাথ এ।
🌼 *18/10/23* 🙁 যারা সকালে পুজো দেবেন, তারা সকাল 6.00 থেকে 7.30 টার ভেতর পূজা শেষ করবেন। এরপর Breakfast করে বাসে করে ঘুরে নেবো (ভারতের শেষ গ্রাম "মানা গ্রাম",বশিষ্ট গুহা,ভিমপুল.দুপুর 2.00 টোর সময় টেম্পোট্রাভেলার করে রওনা দেবো যোশীমঠ/

পিপলকোটি/নাগার্শু/কর্ণপ্রয়াগ এর উদ্দেশ্যে। রাত্রি বাস এখানেই।
🌼 *19/10/23* :- সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আজ পাড়ি দেবো হরিদ্বার এর উদ্দেশ্যে । আজ রাত্রি যাপন এখানেই।

🌼 *20/10/23* :- সারা দিন যে যার মত করে হরিদ্বারে গঙ্গাস্নান,কেনাকাটা করবেন । রাত 9.30টায় অটো/টোটো ( নিজ খরচ) করে হরিদ্বার স্টেশন পৌছাব ট্রেন ধরার জন্য।
🌼 *21/10/23* :- ট্রেনে থাকব

🌼 *22/10/23* :- HOWRAH পৌছাব সকাল 7.00 , যাত্রা এখানেই সমাপ্ত.
[ এটা একটি পরিকল্পিত যাত্রাপথ। পরিবর্তিত পরিস্থিতির উপর পরিবর্তন নির্ভরশীল। প্রয়োজনে মহিলা এবং পুরুষদের আলাদা আলাদা থাকতে হবে জায়গা অনুযায়ী। কেদারনাথ ট্যুর এ জায়গা ভেদে খাবার এর মান এবং দাম এর সমস্যা হবে। রাস্তায় ধাবা দেখে লাঞ্চ করা হবে।]

❤️ আসন সীমিত ( সর্বাধিক 22জন)।

🔴🟡 প্যাকেজ মূল্য:-1️⃣9️⃣5️⃣0️⃣0️⃣ টাকা।
📌শুধুমাত্র দু জনের জন্য রুম হলে 2️⃣0️⃣5️⃣0️⃣0️⃣ টাকা জন প্রতি( কেদারনাথ/ফাটা/চোপতা ব্যাতীত)।

🔖5বছরের নিচে বাচ্চা ফ্রি। 5-7 বছর 13000টাকা (ট্রেন টিকিট ছাড়া, গাড়িতে সিট সহ), 7+ বাচ্চার সম্পূর্ন খরচ ।(বয়সের প্রমাণ লাগবে)।

✅প্যাকেজের মধ্যে কীকী,থাকবে(𝐈𝐧𝐜𝐥𝐮𝐝𝐢𝐧𝐠):-
1)All Meals (Breakfast,lunch, and dinner Veg/Non Veg) Except on the way of kedarnath up & Down..
2) All non A/C transpotation ( Bus/Tempo travelers).
3) Family wise room ( Budget/Standard catagory) as per availability on place.
4) Up and Down SL class Train fare.
5) permit & permission.
6) Emargency Medicine.
7) Dormitory accommodation( Budget/Standard) at kedarnath, Phata/Guptakashi/Sitapur/Shonproyag ,Chota and any other place. (Swice Tent/Hotel).

❌প্যাকেজের মধ্যে কী কী থাকবে না (𝐄𝐱𝐜𝐥𝐮𝐝𝐢𝐧𝐠):-
1) Porter /Hours Charges.
2) Entry Fees, & Any ride charges.
3) Camera, Mules, poni charges, Room Heater, Dandi charges etc.
4) Minarel water & worm water.
5) Helicopter Charges.
6) Train food & Hot water at Hotel( where geyser is not available).
7) Breakfast & lunch on 13th Oct ( Except kedarnath day).
😎 Sitapur to Gourikund up & down car fare.
9) Anything extra which is not in including.
10) Suddenly increase train/ petrol/ deasel price, which is not in including.
11) Haridwar hotel to Haridwar station auto/Toto charges.(ফেরার সময়)।
12) Any personal car & Stay.( Helicopter point up & down , Suddenly night stay etc.
N.B-Covid protocol applicable, & have to adjust in any stage.

♦️ বিদ্রঃ- 1.কেদারনাথ ট্যুর আর পাঁচটা নর্মাল ট্যুর নয়। এটাকে তীর্থযাত্রা হিসাবে দেখুন। দুর্গম জায়গায় ব্যাক্তিগত স্বাচ্ছন্দের সুযোগ খুব কম। হেলিকপ্টার বুকিং ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ভাবে অনলাইন এ ওখানকার প্রশাসনের ওপর নির্ভরশীল।
2. প্রতিকূলতা সত্ত্বেও, আমরা সচেষ্ট থাকবো সর্বাধিক ভালো পরিষেবা দেওয়ার।
3.*এই ট্যুরের ট্রেনের টিকিট কাটা হবে 12ই জুন*।টিকিটের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ভাবে ভারতীয় রেলের উপর নির্ভরশীল।🙏

💥বুকিং নেওয়া হচ্ছে।💥
𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐮𝐬 :-
Diya Tour & Travels
(An ISO 9001: 2015 Certified Company)
Amta Branch
Amta, Howrah- 711401
081162 58362

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
Our other service:-
🔹𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹𝐎𝐟𝐟𝐛𝐞𝐚𝐭 𝐓𝐨𝐮𝐫🔹𝐂𝐮𝐬𝐭𝐨𝐦𝐢𝐳 𝐓𝐨𝐮𝐫. 🙏🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

এবার  #দুর্গা_পূজার_ছুটিতে, চলুন    লুঠিতে।     "পুজো এলো, পুজো এলো জয় দুগ্গা বল...            নতুন জামা জুতো পরে, এবার...
01/06/2023

এবার #দুর্গা_পূজার_ছুটিতে,
চলুন লুঠিতে।

"পুজো এলো, পুজো এলো জয় দুগ্গা বল...
নতুন জামা জুতো পরে, এবার
দার্জিলিং যাই চল....।

তাহলে, চলুন বেড়িয়ে আসি *দার্জিলিং*, *তিনচুলে* *লেপচাজগৎ* *মিরিক* সহ একটুকরো স্বর্গ ।

দার্জিলিং ( )এ থাকবো( ২ রাত্রি হোটেলে) আর, তিনচুলে( ) এ থাকবো( ১ রাত্রি) 🎄এক মায়াবী পরিবেশে.. পাইনে ঘেরা কোনো এক কুটিরে( হোমস্টে), মেলবন্ধন ঘটবে, চিরাচরিত-এর সাথে অফবিটের, 🌅কাঞ্চনজঙ্ঘা কে সাক্ষী রেখে মিশে যাবো পাইনের কোলে।

🟡🔴 সস্তার চমকে নয়, স্বাচ্ছন্দ্যে ও ভালোভাবে আনন্দের সাথে ঘুরুন, বাস্তবের সাথে পথ চলুন। #দার্জিলিং ও #তিনচুলে ■■■

🧭৩রাত্রি ৪ দিন
🚇 NJP থেকে NJP

🛴 প্যাকেজ শুরু - 20 শে অক্টোবর।

🛑জনপ্রতিখরচ- 7️⃣8️⃣0️⃣0️⃣ টাকাp.h ( ট্রিপল শেয়ার)।
👉শুধু মাত্র দুজনের জন্য একটা রুম হলে 8000/-p.p ( ডবল শেয়ার)

🙍 ৫ বছরের নিচে বাচ্চা ফ্রী( গাড়িতে সিট হবে না)। ৫ থেকে ৭বছর বাচ্চার 4500/- টাকা (ট্রেনের টিকিট ছাড়া, গাড়ির সিট সহ), ৭বছরের ঊর্ধ্বে পুরো প্যাকেজ মূল্য লাগবে।
✴️ অগ্রিম মূল্য :- 3000 টাকা।

★★★★ ট্যুর প্ল্যান★★★★

🌼প্রথম দিন - আজ মহা #ষষ্ঠী। NJP স্টেশনে আমাদের প্রতিনিধির সঙ্গে মিলিত হবেন সবাই। নামার পর গাড়ি ধরে আমরা রওনা দেব #তিনচুলের এর উদ্দেশ্যে। খুব সুন্দর একটি offbeat জায়গা। রাস্তায় বা NJP তে ব্রেকফাস্ট করে নেব। দুপুরের মধ্যে হোমস্টে পৌঁছে দুপুরের খাবার সেরে নেব। বিকেল বেলা নিজের মতন করে ঘুরে দেখা আশেপাশে।সন্ধ্যায় ক্যাম্প ফ্যায়ার( সম্ভব হলে)। তবে বার্বিকিউ( নিজ খরচ)। রাত্রিবাস এখানেই।রাত্রিযাপন তিনচুলে তে।

🌼 দ্বিতীয় দিন - আজ মহা #সপ্তমী। সকালে উঠে ব্রেকফাস্ট সেরে, তিনচুলে, লামাহাটা সাইডসিন করে আমরা যাব দার্জিলিংয়ে। দুপুরে, লাঞ্চ সেরে একটু বিশ্রাম। বিকালে পায়ে হেঁটে #দার্জিলিং এর বিখ্যাত ম্যাল ঘুরবো নিজের মতো করে।

🌼তৃতীয় দিন :- আজ মহা #অষ্টমী । ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা চলে যাব #টাইগার হিলের উদ্দেশ্যে। অপূর্ব সেই সানরাইজ দেখে আমরা হোটেলে ফিরে আসবো এবং ব্রেকফাস্ট করে নেব। তারপর আমরা বেরিয়ে পড়বো #দার্জিলিং এর কিছু লোকাল সাইট সিন (৭ point ) দেখার জন্য। যেমন- #বাতাসিয়া লুপ, ঘুম, তেঞ্জিং রক, জাপানিজ টেম্পল ,হ্যাপি ভ্যালি টি গার্ডেন, ,দার্জিলিং চিড়িয়াখানা ইত্যাদি। সন্ধ্যেবেলা নিজের মতন সময় কাটান। সারা সন্ধ্যে রইলো কেনাকাটার জন্য সঙ্গে বিখ্যাত ম্যাল এ সময় যাপন।

🌼 চতুর্থ দিন - আজ মহা #নবমী । ভোরবেলায় দেখুন সূর্যোদয়, তারপর ব্রেকফাস্ট এরপর আমরা হোটেল চেক আউট করবো। এবং বেরিয়ে পড়বো NJP স্টেশন এর উদ্দেশ্যে। এনজিপি যাওয়ার পথে আমরা রাস্তায় দেখে নেব #লেপচাজগৎ , পশুপতি মার্কেট #মিরিক_লেক ইত্যাদি । আজ দুপুরের খাওয়া রাস্তায়( নিজ খরচ)। আমরা NJP পৌঁছাব বিকাল/ সন্ধ্যে। রাত্রে ফেরার ট্রেন ধরবো।
সেখান থেকে যে যার বাড়ির পথে সঙ্গে নিয়ে যাবো এই কদিনের কাটানো সুন্দর স্মৃতিগুলো.... যাত্রা শেষ।🙏

(এটা একটি প্রস্তাবিত প্ল্যান। যে কোনো পরিস্থিিতে চেঞ্জ হলেও হতে পারে।)

😊 প্যাকেজে আমরা যা দিচ্ছি..

🔹NJP থেকে NJP পর্যন্ত গাড়ি।
🔹হোটেল রুম ফ্যামিলি অনুসারে।( স্ট্যান্ডার্ড হোটেল দার্জিলিং এ এবং হোমস্টে লেপচাজগৎ এ)।
🔹দ্বিতীয় দিনের লাঞ্চ থেকে পঞ্চম দিনের ব্রেকফাস্ট অবধি, সব রকম মিল।( ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার Hotel to Hotel).
🔹সমস্ত সাইটসিন ট্যুর প্লান অনুযায়ী।
🔹নিজস্ব প্রতিনিধি দ্বারা সমগ্র ট্যুরে আপনাদের দেখাশোনা।

🏵️ প্যাকেজে যা থাকছে না..

🔸ট্রেনের টিকিট এবং প্যাকেজ বহির্ভূত খাবার।
🔸এন্ট্রি ফি, রাইড ফি, ক্যামেরা চার্জ, সাফারী, বার্বিকিউ ইত্যাদি।
🔸এক্সট্রা সাইটসিন, এবং মিনারেল ওয়াটার।
🔸যা কিছু প্যাকেজে অন্তর্ভুক্ত নয়, এমন সব কিছু।
♦️ এই ট্যুরের জন্য টিকিট কাটতে হবে 22শে জুন। এই ট্যুরের বুকিং নেওয়া হবে 1লা August পর্যন্ত। NJP স্টেশনে পৌঁছাতে হবে সকাল 8.30 এর মধ্যে।

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
যোগাযোগ:-
Diya Tour & Travels
(An ISO 9001: 2015 Certified Company)
Amta Branch
Amta, Howrah-711401
081162 58362

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️

Our other service:-
🔹𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹𝐎𝐟𝐟𝐛𝐞𝐚𝐭 𝐓𝐨𝐮𝐫🔹𝐂𝐮𝐬𝐭𝐨𝐦𝐢𝐳 𝐓𝐨𝐮𝐫. 🙏🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Address

HOWRAH
Howrah
711401

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 6pm
Sunday 9am - 6pm

Telephone

+918116258362

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diya Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Diya Tour & Travels:

Share

Category


Other Travel Agencies in Howrah

Show All