14/07/2024
“নমস্কার বন্ধুরা,
আজকাল মানুষ রা পাহাড় মানেই বোঝে না , & র ব্লগার দের পেজ ফলো করে এমন কিছু offbeat এ চলে আসছেন যেখানে একদম ঠান্ডায় নেই, শুধু ভিউ আছে, নদী আছে এবং রুম এর মধ্যে ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে , আবার শুধু একটা জামা এন্ড হাফ প্যান্ট পরে থাকতে হচ্ছে , আবার বাঙালিদের কাছে পাহাড় এবং ঠান্ডা মানেই যেইসব স্পট মাথায় আসে, সেটা হলো #দার্জিলিং এবং #গ্যাংটক , কিন্তু বর্তমানে এ এক রাশ মানুষের ভিড় এবং এক রাশ গাড়ির ভিড় র জন্য ঠান্ডা র কোনো অনুভূতি থাকছেনা।পুরো কলকাতা র নিউ মার্কেট হয়ে গেছে।
আরে মশাই এর থেকে ভালো পাহাড় কেনো? দিঘা বা পুরী গেলেই তোে হয়।
একটা গুরুত্বপূর্ণ কথা বলি কলকাতা গরমে জ্বলছে , তাই সবাই ঠান্ডা পেতে পাহাড়ে আস্তে চাইছে , তাহলে সেখানেই আসুন না যেখানে ঠান্ডা পাবেন। সবসময় মনে রাখবেন বছরের মার্চ মাস থেকে অক্টোবর মাস অবধি যদি পাহাড় এ ঠান্ডায় থাকতে চান তাহলে র ওপরে Altitude e আসুন , তার নিচে না। তাহলেই ঠান্ডা পাবেন। নচেৎ পাবেন না। ঠান্ডা পেতে হলে Area বুঝুন , Altitude বুঝুন , Season বুঝুন
বাঙালিদের কাছে পাহাড় এবং ঠান্ডা মানেই যেইসব স্পট মাথায় আসে,
সেটা হলো #দার্জিলিং (6709 Ft.), #গ্যাংটক (5600 Ft.) #সিটটং (4000 Ft.), আহালদারা (5000 Ft.) #কার্সিয়ং(4800 Ft), #কালিম্পঙ শহর (4100 Ft.) , #বিজনবাড়ি (2500 Ft.), #লামাহাটা (5700 Ft.), #তিনচুলে (5500 Ft.), #তাকদা (4000 Ft.), #চারখোলা (5500 Ft.), #ঋষিখোলা (2000 Ft.), #সিলেরি গাওঁ(5900 Ft.), #তাবাকশি (3800 Ft.), #মাইরুঙ গাওঁ (5000 Ft.) ইত্যাদি , এই সমস্ত জায়গায় ভিউ তোে পাবেন বুট ঠান্ডার অনুভূতি পাবেন না। #দার্জিলিং যদিও 6000 ফট র ওপরে কিন্তু বর্তমানে এ এক রাশ মানুষের ভিড় এবং এক রাশ গাড়ির ভিড় র জন্য ঠান্ডা র কোনো অনুভূতি থাকছে না।
সুতরাং আপনারা নিজেরাই হিসাব করুন , রিসার্চ করুন ও বিচার করুন
শুধু & র ব্লগার দের পেজ ফলো করে টুর প্ল্যান বানাবেন না এবং লোকাল হোটেল মালিক দের সাথে কন্টাক্ট করুন যারা সারাবছর পাহাড়ে থাকে।
তাহলে কোথায় যাবেন ?
#নর্থ বেঙ্গল এর অন্যতম শীতলতম জায়গা হলো #লাভা (7200 Ft.), #লাভা এমনি একটা জায়গা যেখানে সারাবছর ঠান্ডা থাকে, এবং লাভা 7200 Ft এ অবস্থিত , তাই লাভা তে কোনো হোটেল বা হোমস্টে তে ফ্যান নেই র দরকার পরে না , পাহাড়কে নতুনভাবে উপভোগ করুন #লাভাতে । #লাভা একটি কালিম্পঙ এর গুরুত্বপূর্ণ টাউন , এটি 7200 Ft এ অবস্থিত, যাহা #দার্জিলিং, #গ্যাংটক, #সিটটং #কার্সিয়ং এবং কালিম্পঙ শহর র থেকেও অনেক উঁচুতে । যেখানে সারাবছর শীতকাল বিরাজমান, এমনকি মে এবং জুন মাসেও।
কিন্তু লাভা তে থাকবেন কোথায় ?????
বাঙালিদের জন্য লাভা তে একমাত্র বাঙালি জায়গা হলো এবং #মায়ের হেঁসেল (In House Authentic Bengali Restaurant)
বাঙালিরা আসুন বাঙালি হোটেল এ, বাঙালি পরিবেশে , বাঙালি খাওয়া দাওয়া এবং তার সাথে বাঙালিদের আড্ডা , সাথে সমস্ত বাঙালি কর্মী এবং বাঙালি মালিকানাধীন অতিথিসেবক (Host)
“যাকে বলে সম্পূর্ণ ষোলোআনা বাঙালিয়ানা
"থাকুন পাহাড়ে মাছে ভাতে বাঙালি হয়ে”
কেন SUVARNA HOMESTAY তে থাকবেন ????✅
✅ লাভা তে থাকা মানেই সবাই ভাবে লাভা বাজার র গলির মধ্যে (যেখানে রাস্তা অনেক খাঁড়া / ) এবং কোলাহল পূর্ণ এরিয়া তে থাকা হোটেল বা হোমস্টে গুলো যেখান থেকে ভালো ভিউ পাওয়া যাই না এবং সব থেকে গুরুত্বপূর্ণ কোনো র সুবিধা নেই , কিন্তু আমাদের হোমস্টে শান্ত এবং নিরিবিলি পরিবেশ, লাভা বাজার এর ভিড় র মধ্যে নয়,একটু বাইরে লাভা মনাস্টেরী র কাছেই , মেইন রোড র ওপর ভিউ পয়েন্ট ঠিক বিপরীতে। সুতরাং গোটা হোমস্টে থেকে পাবেন ভিউ ” হোমস্টে র রুম এবং ব্যালকনি থেকেই দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘা , জুলুক, ডার্ক মাউন্টেন , কোলাখাম রেঞ্জ এবং রাচেল পিক একসাথে লাইন ধরে।
✅পাহাড়ে এ অন্য হোমস্টে তে ওই তোে লাঞ্চ এ পান ডিম এন্ড রাত এ সয়াবিন র সাইজ র চিকেন এবং সবজি বলতে শুধু স্কোয়াশ এবং আলু ।পাত পেরে বাঙালি রান্না খেতে চান?? বাঙালির হাতে ? তাও আবার পাহাড় এ ?? , মানে আদ্যোপান্ত বাঙ্গালী খাবার পাত পেরে খাওয়া এবং এই সব কিছুই আবার একই দাম এ এবং লাভা র অন্য হোমস্টে এর দামে।সুতরাং পাহাড়ে বাঙালি রা আসুন বাঙালি হোটেল এ। এখানে পাবেন সম্পূর্ণ বাঙলি আমিষ এবং নিরামিষ বিভিন্ন খাবার।।
✅ লাভা হলো কালিম্পঙ এর সেন্টারে , সমস্ত সাইটসিইং এর রাস্তা লাভা থেকেই বেরোচ্ছে যেমন কালিম্পঙ শহর , রিশপ , লোলেগাঁও , কোলাখাম , বিদ্যাং এবং অন্নান্য। তাই লাভা কে বেসক্যাম্প বানিয়ে সমস্ত জায়গা ঘুরে দেখুন , তাছাড়া লাভা তে না আছে জলের কষ্ট না আছে খাবার এর সমস্যা।
✅ Free Personal Large Car with CCTV Coverage
✅ Great Location & Good Dining/ In House Restaurant Ambience
✅ Room Service, 24*7 Water Supply, Attached Bathroom with Geyser
✅ 24*7 Under CCTV Camera Surveillance for Guest’s Security
✅ All Rooms are View Room
✅ Exclusively and Stay in
✅ Authentic Bengali Food (মাছে ভাতে বাঙালি ভোজনরসিক দের জন্য)
✅ Perfect Bengali Homestay For Exclusive & Bengali Food Lover people.
✅ লাভা তে বাঙলিয়ানা পরিবেশে একমাত্র বাঙালি হোমস্টে ও রেস্টুরেন্ট
✅ "থাকুন পাহাড়ে মাছে ভাতে বাঙালি হয়ে”
---------------------------------------------------
:- RS. 1200/- PER HEAD PER DAY
: - RS. 1500/- PER HEAD PER DAY
ROOM:- Standard or Deluxe Mountain View Room
FOOD:-
Start With: - মর্নিং বেড টি
: - লুচি আলুরদম /ব্রেড বাটার ওমলেট/ ডিম্ টোস্ট / ফ্রেঞ্চ টোস্ট / নুডলস (Our Choice)
: - সরু চালের বাসমতী রাইস +ঘি + ডাল+ভাজা+ সবজি+চচ্চড়ি + #কাতলা_মাছ +চাটনি+পাঁপড়+স্যালাড
Snacks: - চা / কফি এবং হ্যান্ড মেড কুকিজ
: - সরু চালের বাসমতী রাইস / রুটি/ বাসন্তী পোলাউ / ,ডাল+ভাজা +মুরগির কষা মাংস বা কোর্মা এবং সালাদ
( : - গোটা #নর্থ_বেঙ্গল আমরাই একমাত্র বাঙালি হোমস্টে, যারা ফুডিং লজিং প্যাকেজে ওপরের মেনু অনুযায়ী বাঙালি খাবার দিয়ে থাকে , এই বাঙালি ফুড মেনু পাহাড় এ অন্য কোনো হোমস্টে তে পাবেন না।)
(NOTE: - FOOD MENU IS SAME FOR BOTH PACKAGE)
--------------------------------------
:-
2 Nights & 3 Days Package
3 Nights & 4 Days Package
4 Nights & 5 Days Package
----------------------------------
:-
FALLS
---------------------------------------
PACKAGE INCLUDED: - NJP TO NJP
✅ Full Personal Car (Not Sharing Basis) For the whole Tour
✅ Pick Up (NJP/ SILIGURI / BAGDOGRA / NEW MAL)
✅ Drop (NJP/ SILIGURI / BAGDOGRA / NEW MAL)
✅ All sightseeing as per the Tour Plan
✅ All transits
✅ All Food (As Per Above Food Menu)
✅ All Rooms provided by Family & Group Wise
✅ All Permits and Permissions
EXCLUDES: -
❌All Sightseeing Entry Fees
❌All Sightseeing Parking Fees
----------------------------------------
SEE ATTACHED PHOTOS
এখানে STANDARD PACKAGE এর COST মেনশন করা আছে ,
যদি DELUXE PACKAGE নিতে চান তাহলে Per Head Rs. 1500/- ADD হবে।
STANDARD এন্ড DELUXE PACKAGE এর মধ্যে শুধু মাত্র রুম এর পার্থক্য ,
বাকি সব পরিষেবা এই দুই প্যাকেজ এর একইরকম।
For Customize Tour (NJP TO NJP)
Instant Booking or Tour Assistance: -
Call/ WhatsApp: - +91-9831349270
------------------------------------------
Regards,
Souvik Roy Chaudhury
Owner – Proprietor – Restaurateur
SUVARNA HOMESTAY - LAVA KALIMPONG
মায়ের হেঁসেল In Lava - Authentic In-House Bengali Restaurant
|| লাভা তে থাকা মানেই সুবর্ণা হোমস্টে এবং লাভা তে খাওয়া মানেই মায়ের হেঁশেল || "ষোলোআনা বাঙালিয়ানা’
---------------------------------------------------
Link:-
মায়ের হেঁসেল In Lava:- https://www.youtube.com/watch?v=KEAlziji_sE
SUVARNA HOMESTAY:- https://www.youtube.com/watch?v=huIiLZlwE5Y
SUVARNA HOMESTAY: https://youtu.be/IOMvNkJ71Rg
----------------------------------------------------
Message From the Desk of : -
দয়া করে Booking Confirm করার আগে কেউ Tour Plan /Tour Itinerary চাইবেন না।
ুন
ুন
যেকোন দাম হোটেল / রুমের মান, পরিষেবা, খাবার এবং আতিথেয়তার উপর নির্ভর করে। ভাল পরিষেবা এবং প্রত্যাশা কোনোদিন কম দাম এ হয় না , কম দাম মানে কম পরিষেবা/ প্রত্যাশা, আপনি যখন কোনও সমস্যার মুখোমুখি হন তখন ভবিষ্যতে কাউকে দোষারোপ করবেন না, কারণ আপনি ইতিমধ্যে এটি গ্রহণ করেছেন, তাই আপনি যদি আপনার নিজের স্ট্যান্ডার্ড রাখতে চান এবং ভাল মানের, ভাল প্রত্যাশায় বিশ্বাস করেন,এবং বিলাসিতা থাকার এবং খাঁটি বাঙ্গালী খাবার আশা করেন তাহলেই শুধুমাত্র আপনাকে স্বাগত জানাই।কারণ আমরা পরিষেবা দেই স্ট্যান্ডার্ড অফ লিভিং র ওপর এবং স্ট্যান্ডার্ড মানুষ দের ওপর।
"কারণে সস্তা কোনোদিনই ভালো হতে পারে না এবং ভালো জিনিস কোনোদিন সস্তায় পাওয়া যাই না।"
Lava is a picturesque destination in West Bengal, India, known for its natural beauty and proximity to the Neora Valley National Park. Here are a few hotels ...