11/12/2023
মুংপু ।।
কার্শিয়াং সাব-ডিভিশনের অন্তর্গত ৪,০০০ ফিট উচ্চতায় অবস্থিত মুংপু মূলতঃ সিংকোনা চাষের জন্য বেশ পরিচিত। তবে বাঙালীদের কাছে এই পাহাড়ী ছোট্ট ক্যানভাসে আঁকা ছবির মতো গ্রামটি একটা আবেগের সঞ্চার করে। যে আবেগের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্র স্মৃতি বিজরিত মুংপু তাই ট্রাভেল মানচিত্রে এক উজ্জল উপস্থিতি। একদিকে পাহাড় অন্যদিকে রবীন্দ্রনাথের স্মৃতি বিজরিত রবীন্দ্রভবন সবুজে ভরা মুংপুকে করে তুলেছে আরও সুন্দর। মুংপু নিরস্ত্রভাবে শান্ত। প্রথম নজরে, গ্রামটি চা বাগান এবং ক্যালিডোস্কোপিক অর্কিড এবং সিনকোনা বাগানের একটি প্যাচওয়ার্ক। নিবিড় পর্যবেক্ষণের পরে, উপলব্ধি করা যায় যে অঞ্চলটি একটি সাধারণ ছোট গ্রাম, যেখানে শিল্পীর ছোঁয়ার রঙে যেন বিস্তৃত। দার্জিলিং থেকে দেড় ঘন্টা দূরে, মুংপু ছিল গৌরবময় রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের নিবিড় আস্তানা। রোজকার ব্যাস্ত জীবন থেকে লুকিয়ে পড়তে আপনিও আসতে পারেন এই সবুজ প্রকৃতির ছোট্ট ঠিকানায়। হোমস্টেতে ঘরোয়া খাবার আর আতিথিয়তায় মিলবে উষ্ণতার পরশ। মুংপু আসার সেরা সময় কিন্তু বর্ষাতেই। এইসময় সবুজ আর মেঘের খেলায় প্রকৃতি যেন মায়াবী রুপ নেয়।
মংপু থেকে ডে-আউট করে ঘুরে আসতে পারেন দার্জিলিং, তাকদা, তিনচুলে, লোপপচু, পেশক, রংলি-রংলিয়ট প্রভৃতি জায়গাগুলি। পুরো অঞ্চলটাই পাহাড়ের ধাপে বয়ে চলা সবুজ চা বাগান আর পাইনের মাঝে। মংপু তে রবীন্দ্র মিউজিয়াম আজ ট্রাভেন মানচিত্রে এক অন্যতম পরিচিত ডেস্টিনেশন। তাছাড়া সিকসিম ফরেস্ট, অর্কিড গার্ডেন, কিউয়ি গার্ডেন, সেরেল বাঙলো, সিটং, অহলদাড়া, সেল্ফু হিলস, নামথিং পোখরি লেক সবই ঘুরে আসা যায়। এছাড়া ট্রেক করতে যারা ভালোবাসেন তারা ট্রেক করে যেতে পারেন রাম্বিখোলা ওয়াটার ফলস ও লগ ব্রিজ। বর্ষায় পাহাড়ী পাখির আনাগোনা বেড়ে যায় এই অঞ্চলে সিঞ্চল এবং মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যান্চুয়ারিতে অনেকে আসেন বার্ডিং করতে।
নিউ জলপাইগুড়ি থেকে মুংপুর দূরত্ব ৫৪ কিমি। গাড়ীতে যেতে সময় লাগে ঘন্টা ২.৩০ মতো। গাড়ী ভাড়া আনুমানিক ৩৫০০-৪০০০/-।
হোমস্টেতে থাকার খরচ ১৬০০/- জনপ্রতি প্রতিদিন (মিল সহ)
+91 6291538880
[email protected]
Himalayan Retreat is on Instagram as
https://instagram.com/himalayan_retreat?utm_medium=copy_link