Himalayan Retreat

Himalayan Retreat An adventure towards peace...

মুংপু ।।কার্শিয়াং সাব-ডিভিশনের অন্তর্গত ৪,০০০ ফিট উচ্চতায় অবস্থিত মুংপু মূলতঃ সিংকোনা চাষের জন্য বেশ পরিচিত। তবে বাঙাল...
11/12/2023

মুংপু ।।

কার্শিয়াং সাব-ডিভিশনের অন্তর্গত ৪,০০০ ফিট উচ্চতায় অবস্থিত মুংপু মূলতঃ সিংকোনা চাষের জন্য বেশ পরিচিত। তবে বাঙালীদের কাছে এই পাহাড়ী ছোট্ট ক্যানভাসে আঁকা ছবির মতো গ্রামটি একটা আবেগের সঞ্চার করে। যে আবেগের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্র স্মৃতি বিজরিত মুংপু তাই ট্রাভেল মানচিত্রে এক উজ্জল উপস্থিতি। একদিকে পাহাড় অন্যদিকে রবীন্দ্রনাথের স্মৃতি বিজরিত রবীন্দ্রভবন সবুজে ভরা মুংপুকে করে তুলেছে আর‌ও সুন্দর। মুংপু নিরস্ত্রভাবে শান্ত। প্রথম নজরে, গ্রামটি চা বাগান এবং ক্যালিডোস্কোপিক অর্কিড এবং সিনকোনা বাগানের একটি প্যাচওয়ার্ক। নিবিড় পর্যবেক্ষণের পরে, উপলব্ধি করা যায় যে অঞ্চলটি একটি সাধারণ ছোট গ্রাম, যেখানে শিল্পীর ছোঁয়ার রঙে যেন বিস্তৃত। দার্জিলিং থেকে দেড় ঘন্টা দূরে, মুংপু ছিল গৌরবময় রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের নিবিড় আস্তানা। রোজকার ব্যাস্ত জীবন থেকে লুকিয়ে পড়তে আপনিও আসতে পারেন এই সবুজ প্রকৃতির ছোট্ট ঠিকানায়। হোমস্টেতে ঘরোয়া খাবার আর আতিথিয়তায় মিলবে উষ্ণতার পরশ। মুংপু আসার সেরা সময় কিন্তু বর্ষাতেই। এইসময় সবুজ আর মেঘের খেলায় প্রকৃতি যেন মায়াবী রুপ নেয়।

মংপু থেকে ডে-আউট করে ঘুরে আসতে পারেন দার্জিলিং, তাকদা, তিনচুলে, লোপপচু, পেশক, রংলি-রংলিয়ট প্রভৃতি জায়গাগুলি। পুরো অঞ্চলটাই পাহাড়ের ধাপে বয়ে চলা সবুজ চা বাগান আর পাইনের মাঝে। মংপু তে রবীন্দ্র মিউজিয়াম আজ ট্রাভেন মানচিত্রে এক অন্যতম পরিচিত ডেস্টিনেশন। তাছাড়া সিকসিম ফরেস্ট, অর্কিড গার্ডেন, কিউয়ি গার্ডেন, সেরেল বাঙলো, সিটং, অহলদাড়া, সেল্ফু হিলস, নামথিং পোখরি লেক সব‌ই ঘুরে আসা যায়। এছাড়া ট্রেক করতে যারা ভালোবাসেন তারা ট্রেক করে যেতে পারেন রাম্বিখোলা ওয়াটার ফলস ও লগ ব্রিজ। বর্ষায় পাহাড়ী পাখির আনাগোনা বেড়ে যায় এই অঞ্চলে সিঞ্চল এবং মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যান্চুয়ারিতে অনেকে আসেন বার্ডিং করতে।

নিউ জলপাইগুড়ি থেকে মুংপুর দূরত্ব ৫৪ কিমি। গাড়ীতে যেতে সময় লাগে ঘন্টা ২.৩০ মতো। গাড়ী ভাড়া আনুমানিক ৩৫০০-৪০০০/-।

হোমস্টেতে থাকার খরচ ১৬০০/- জনপ্রতি প্রতিদিন (মিল সহ)

+91 6291538880
[email protected]

Himalayan Retreat is on Instagram as
https://instagram.com/himalayan_retreat?utm_medium=copy_link

10/12/2023
09/12/2023

"Behold her, single in the field,
Yon solitary Highland Lass!
Reaping and singing by herself;
Stop here, or gently pass!
Alone she cuts and binds the grain,
And sings a melancholy strain;
O listen! for the Vale profound
Is overflowing with the sound. "
Enroute Nature

Morning bliss...
08/12/2023

Morning bliss...

এক শান্ত দুপুর, রিনচেনপং থেকে...
07/12/2023

এক শান্ত দুপুর, রিনচেনপং থেকে...

01/12/2023

পাহাড়-নদী-জঙ্গল... Enroute Nature

সাংসে ।।কালিম্পং থেকে কাছে, রংপো যাওয়ার পথে সবুজ পাহাড়ে ঘেরা এক ছোট্ট পাহাড়ী হ্যামলেট সাংসের।  ন্যাওড়াভ্যালি ন্যাশান...
30/11/2023

সাংসে ।।

কালিম্পং থেকে কাছে, রংপো যাওয়ার পথে সবুজ পাহাড়ে ঘেরা এক ছোট্ট পাহাড়ী হ্যামলেট সাংসের। ন্যাওড়াভ্যালি ন্যাশানাল পার্কের আভ্যন্তরীণ ডেলো পাহাড়ে ঘেরা সাংসের খাসমহল প্রকৃতির এক অনন্য সৃষ্টি। ইট-কাঠ-পাথরের জঙ্গলে দৈনন্দিন একঘেয়ে কর্মজীবনে যারা ক্লান্ত, তাদের জন্য টি এস এলিয়টের ভাষায় এ যেন এক প্রকৃত "এসকেপ ফ্রম রিয়েলিটি"। ঘন সবুজ প্রকৃতির লুকোনো এই ঠিকানা আপনার একঘেয়ে জীবনের ক্লান্তি কাটানোর এক আদর্শ ডেস্টিনেশন হতে পারে। দুদিনের ছুটিতে যারা কাছে-পিঠে পাহাড়ী অফবিটের সন্ধান খুঁজছেন তারা আসতেই পারেন সাংসেরে। কাঞ্চনজঙ্ঘা কে যেন হাত দিয়ে ছুয়ে ফেলা যায় সাংসের থেকে। সবমিলিয়ে প্রকৃতি তার সব উজার করে অভ্যর্থনা করবে আপনাকে। ছোট্ট গ্রামটিতে জনসংখ্যা খুবই কম, হোমস্টে ও খুব বেশি নেই। তবে হোমস্টের আতিথিয়তা চমৎকার। এই হোমস্টেটির বারান্দায় বসেই আপনি কাঞ্চনজঙ্ঘার উপস্থিতি অনুভব করবেন। প্রিয় মানুষদের সাথে এখানে বসে আকাশে মেঘের খেলা দেখতে দেখতে কেটে যেতে পারে কয়েকটা বেলা। হোটেল বা রিসর্টের আতিশয্য না পেলেও হোমস্টেতে পাবেন ঘরের মানুষের মতো আতিথিয়তা।

এখান থেকে খুব কাছেই কালিম্পং শহর। মাত্র ১৪ কিমি দূরে হওয়ায় দিনে দিনে কালিম্পং থেকে ঘুরে আসতে পারেন। দূরপীন, ডেলো, রামিতে ভিউ পয়েন্ট, হনুমান টক প্রভৃতি স্থান খুব কাছেই। এগুলোও ঘুরে আসা যায়। লাভা-লোলেগাও, রিশপ, কোলাখাম, ইচ্ছেগাঁও, সিলেরিগাও প্রভৃতি সাংসের থেকে ঘুরে আসা যায়। ন্যাওড়াভ্যালি ন্যাশানাল পার্কের অন্তর্গত হওয়াও এই সাংসের এর আসেপাশেই হেঁটে হেঁটে উপভোগ করতে পারেন হিমালয়ের এই লুকনো আস্তানা কে। যারা পাখি ভালোবাসেন, নানা পাখির খোঁজ করেন হিমালয়ের আনাচে কানাচে তাদের জন্য এক কথায় স্বর্গীয় এক ঠিকানা সাংসের। প্যাকেজ ট্রিপের দৌড়াদৌড়ি, তথাকথিত টুরিস্ট স্পটের ভীড় এড়িয়ে তাই আপনার আস্তানা হোক সাংসের।

নিউ জলপাইগুড়ি থেকে সাংসে এর দূরত্ব ৮৫ কিমি। গাড়ীতে সময় লাগে ঘন্টা তিনেক। গাড়ী ভাড়া ৪০০০/- টাকা (আনুমানিক)।

হোমস্টের খরচ- ১৫০০/- টাকা জনপ্রতি প্রতিদিন সমস্ত মিল সহ। (নূন্যতম দুজন)

+91 062915 38880

𝔽𝔼𝔼𝔻𝔹𝔸ℂ𝕂 ℙ𝕆𝕊𝕋শ্রী সুদীপ্ত বেরা সপরিবারে ঘুরে এলেন সিটং ও মোক্তান থেকে। ওয়েদার ছিলো চমৎকার। নীল আকাশে কাঞ্চনজঙ্ঘার উপস্থ...
29/11/2023

𝔽𝔼𝔼𝔻𝔹𝔸ℂ𝕂 ℙ𝕆𝕊𝕋

শ্রী সুদীপ্ত বেরা সপরিবারে ঘুরে এলেন সিটং ও মোক্তান থেকে। ওয়েদার ছিলো চমৎকার। নীল আকাশে কাঞ্চনজঙ্ঘার উপস্থিতি সঙ্গে হোমস্টেতে উষ্ণ আতিথিয়তায় মুগ্ধতার কথা জানিয়েছেন আমাদের। দু জায়গা থেকেই মন ভরে দেখেছেন কাঞ্চনজঙ্ঘা। ছবি গুলো দেখে তাদের এই ভালো লাগার অনুভূতির কিছুটা অনুভব আমরাও পেলাম।
সুদীপ্ত বাবু নিজের কথায় যা লিখলেন নীচে শেয়ার করলাম-

"Sh*ttong- A perfect location for those, who like peace and wanted to stay for a couple of days in between the arms of nature at Upper Sittong has been arranged by Himalayan Retreat for us. We are very happy for their guidance and hospitality. A complete and perfect combination of an unselfish guide (our car driver - Pravesh ji), cool ambiance, various flowers, himalayan hills, oranges and care under some hilly people's. I strongly suggest to visit the place.

Moktan, Reshihat- A hamlet for nature lovers. Risheehat, an offbeat destination of Darjeeling district. The farm stay covered by a Tea garden maintained by the owner of the same. Outstanding view of Golden peak from your rooms and night view of Darjeeling town which makes your eyes feel sprinkle of gems. A perfect combination of soothing weather, blooming flowers, the play between sun and cloud, local vegetables and ofcourse the special one the finest Darjeeling tea that we had ever tastes. Their Moktan organic handroll tea is one of the best in Darjeeling district. 2 days are very short and painful to leave them all. Must recommend the place to visit once."

নীচে সিটং ও মোক্তানের লিঙ্ক শেয়ার করলাম বিস্তারিত জানতে ক্লিক করে দেখে নিতে পারেন-

সিটং- https://www.facebook.com/252226772045669/posts/1150867892181548/

মোক্তান-
https://www.facebook.com/252226772045669/posts/931698407431832/

062915 38880 062915 38880

পাহাড়ের নতুন ঠিকানা... 🌼
28/11/2023

পাহাড়ের নতুন ঠিকানা... 🌼

26/11/2023

Kinner-Kailash Mountain Range as seen from Kalpa... Enroute Nature
Video by: Soumya Kar

26/11/2023

Enroute Nature আমাদের‌ই আরেকটা পেজ। প্রকৃতির আর‌ও কাছে, আর‌ও নতুন-নতুন গল্প নিয়ে আপনাদের কাছে আসবো বললেই Enroute Nature। আমরা চললাম প্রকৃতির আর‌ও গভীরে, আপনারাও চলুন।

পেজটি লাইক শেয়ার করতে ভুলবেন না যেন...

পাহাড়ের ছোট্ট ঠিকানায়...
26/11/2023

পাহাড়ের ছোট্ট ঠিকানায়...

20/11/2023

মন খারাপের একটাই ওষুধ, পাহাড়...
Enroute Nature

𝔽𝔼𝔼𝔻𝔹𝔸ℂ𝕂 ℙ𝕆𝕊𝕋অর্ঘ্য দাস ও ইন্দ্রাণী যশ ঘুরে এলেন লামাহাট্টা থেকে। ফিরে এসে লিখলেন ভালোলাগার কথা- ভালোবাসার কথা আর ছবিতে ...
18/11/2023

𝔽𝔼𝔼𝔻𝔹𝔸ℂ𝕂 ℙ𝕆𝕊𝕋

অর্ঘ্য দাস ও ইন্দ্রাণী যশ ঘুরে এলেন লামাহাট্টা থেকে। ফিরে এসে লিখলেন ভালোলাগার কথা- ভালোবাসার কথা আর ছবিতে আঁকলেন পাহাড়ের ক্যানভাস। আপনাদের সাথে শেয়ার করলাম-

" #ঘুমন্তবুদ্ধেরসন্ধানে

এই গরমকালের কথা, সন্ধ্যেবেলা জোড়া ঘাটে গঙ্গার ঠান্ডা হাওয়া খেতে গেছি আমি আর টেনি। ঘাটের বাঁ দিকটা বরাবর গঙ্গার দিকে নেমে যাওয়া একটা ধাপে গিয়ে বসতেই পেছন থেকে কে যেন একটা গলা ঝেড়ে ডাক দিলে, “কিরে??” গম্ভীর গলার কম্পাঙ্কে পেছন ফিরে দেখি গগন জ্যেঠু!! হ্যাঁ ঠিকই ধরেছেন গাঙ্গুলীর পাড়ার নিউমেসমেটিক গগনেন্দ্রনাথ গাঙ্গুলী। আমাদের একটা পুরনো দিনের কয়েন দেখিয়ে বললেন, “এটাতে কাকে দেখতে পারছিস বলতো?” দেখলাম গৌতম বুদ্ধের ধ্যানেস্থিত একটি ছবি। টেনি হাতে নিয়ে দেখে বলল, “জ্যেঠু এটাতো গৌতম বুদ্ধ।।“ জ্যেঠু এবার নিজের ফর্ম নিলেন পাশে রাখা ভাঁড়ের চা টায় সুরুৎ করে একটা চুমুক দিয়ে বলা শুরু করলেন, “জানিস বুদ্ধমূর্তিগুলোতে বুদ্ধের বিভিন্ন রূপ প্রকাশ পায় যেমন ধর গান্ধার শিল্পকলার ব্লু গ্রেইস রং এর বুদ্ধমূর্তিতে দেখতে পাবি পোশাকের ভারিক্কি, গোঁফ, কোঁচকানো চুল আর আধ খোলা চোখ যেখানে সে যেন পেশি বহুল এক আধ্যাত্মিক সন্ন্যাস।“ টেনি বলে উঠল,“আফগানিস্তানের বামিয়ান বুদ্ধ!!”মৃদু হাসিতে তার সম্মতি জানিয়ে আবার বলে চললেন জ্যেঠু, “আবার এই দেশের মথুরা শিল্প কলার লাল বেলেপাথরের বুদ্ধ মূর্তিগুলোতে দেখতে পাবি এক বর্ণ বলয় বুদ্ধের মাথার পেছন দিকটা জুড়ে, অল্প পোশাকের ভারিক্কি আর বুদ্ধের দেহের তুলনায় মুখের সৌন্দর্যতায় জোর দেওয়া হয়েছে বেশি, তবে অমরাবতী শিল্পকলায় বুদ্ধের একাকী মূর্তির তুলনায় প্রাধান্য বেশি পায় জাতকের বুদ্ধ সম্বলিত বিভিন্ন গল্প গল্পগুলি”। এবার একটু থামলেন, দিয়ে আরেক চুমুক দিলেন চা তে, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, “তবে আরেক বুদ্ধকে দেখা যায় প্রকৃতির কোলে ঘুমন্ত অবস্থায়। তোদের তো গরমের ছুটি পড়ে গেছে। যা ঘুরে আয় বুদ্ধ সন্ন্যাসদের গ্রামে। গগনদেব সুপ্রসন্ন হলে তার সাক্ষাৎ পেয়ে যাবি। এই বলে তড়াৎ করে উঠে পড়লেন আর বলে গেলেন, “সাবধানে যাস, জায়গাটা পাহাড়ে”।

তারপর দুদিন গগন জ্যেঠুকে না ফোনে পেলাম না বাড়িতে দেখা। এমন সময় টেনি ফেসবুকে হিমালয়ান রিট্রিট পেজে সন্ধান পেল লামাহাট্টার একটা রিসর্টের। দেখে, আমাদের বুঝতে অসুবিধা হলো না এই সেই জেঠুর বুদ্ধ সন্ন্যাসীর গ্রাম (লামা মানে বুদ্ধ সন্ন্যাস আর হাট্টা মানে গ্রাম)। সঙ্গে সঙ্গে ফোন করে বুকিং করার সাথে সাথে মাথায় চাপলো এনজিপি যাওয়ার আর আসার ট্রেনের টিকিটের চাপ। দৌড় দিলাম, চুঁচুড়া বাসস্ট্যান্ডের ফাইভ স্টার ট্রাভেল এজেন্সির দোকানে। সেখানকার দাদা অল্প সময় ভেবেই আশ্বস্ত করলেন তৎকালের টিকিট পাওয়ার ব্যাপারে, নির্দিষ্ট যাওয়ার দিনের আগের দিনে ফোনে আসে টিকিট আর আমরা একদিনেই প্যাকিং কমপ্লিট করে রওনা দিই এনজিপির উদ্দেশ্যে তিস্তা তোর্সা মেলে চেপে।
ভোররাতে নেমে কিছুক্ষণ এনজিপি স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জে রেস্ট নিয়ে সকালে গাড়ি ঠিক করে রওনা দিই লামাহাট্টার উদ্দেশ্যে। পাহাড়ী রাস্তা আর চা বাগানের মোহময়তা আরো বিভোর করে তোলে ঘুমন্ত বুদ্ধ দেখার স্বপ্নে। প্রায় চার ঘন্টা পর লামাহাট্টার একটারাস্তার সামনে আমাদের নামিয়ে দেয় গাড়ি। নীচে যাওয়ার রাস্তা খারাপ হওয়ায় ওই রাস্তা টুকু রিসর্টের নিজস্ব জিপ নিয়ে যায়। জিপে চড়ে জয়রাইডের মজা উপভোগ করতে করতে পৌঁছলাম লামাহাট্টার ইকো হাউসে। সে এক দারুন প্রপার্টি। চারিদিকে সবুজ গাছে মোরা এক খাদের কিনারায় ইকো হাউস টা তৈরি, মাঝে একটা ছোট্ট সুইমিংপুলও আছে। আমাদের ঘরটাও ছিল পাহাড়ি খাদে জঙ্গলের কোলে। ঘরে পৌঁছে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে হোটেলের একটা ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কাছেই একটা চা বাগান দেখতে। কিন্তু ঘুমন্ত বুদ্ধকে দেখতে আমাদের অপেক্ষা করতে হয়েছিল আরো একটা দিন কারণ প্রথম দুদিন খুব মেঘ ঢাকায় কিছুই দেখা যাচ্ছিল না পাহাড়ি শৃঙ্গ গুলো। কিন্তু তৃতীয় দিনে আমাদের দেখা দিলে ঘুমন্ত অবস্থায় শয়মান বুদ্ধ। অল্প মেঘ তার চাদরে লেগে থাকলেও আমরা বিস্তর দেখতে পেলাম সূর্যের ওম গায়ে মেখে দিব্যি শুয়ে আছেন তিনি। কাঞ্চনজঙ্ঘা ও অন্যান্য শৃঙ্গ গুলোর শিল্পকলায় গঠিত প্রকৃতির এই বুদ্ধমূর্তি প্রাচীন ভারতের যেকোনো শিল্প কলার সৌন্দর্যতাকে যে মাত দিতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম পাহাড়ি ঠান্ডা হাওয়ায় কফিতে চুমুক দিতে দিতে। সে এক স্বর্গীয় সুখ, আজীবনের স্মৃতি।। হঠাৎ ফোনে দেখলাম ফেরার টিকিটটা একদিন পরে কনফার্ম হয়েছে। আর তখনই ঠিক করি দার্জিলিং ঘুরে যাব আর গগন দেবের জন্য নেব দার্জিলিং চা আর একটা বুদ্ধ মূর্তি।।"

লামাহাট্টা সম্পর্কে বিস্তারিত জানতে-
https://www.facebook.com/252226772045669/posts/1075836353018036/

📞 +91 062915 38880
[email protected]

Temi Tea Garden and Cherry Blossom !!! 🌸♥️
17/11/2023

Temi Tea Garden and Cherry Blossom !!! 🌸♥️

এবার শীতে...
17/11/2023

এবার শীতে...

ঐ দেখ তোপসে...
14/11/2023

ঐ দেখ তোপসে...

Happy Diwali to Everyone..🙏🏻
12/11/2023

Happy Diwali to Everyone..🙏🏻

10/11/2023

Go green... 🌱

09/11/2023

চলো পাহাড়ের দিকে যাই...

কিউজিং, দক্ষিণ সিকিম।প্রকৃতির আর‌ও কাছে, সঙ্গে Enroute Nature For booking- +91 6291538880
07/11/2023

কিউজিং, দক্ষিণ সিকিম।
প্রকৃতির আর‌ও কাছে, সঙ্গে Enroute Nature
For booking- +91 6291538880

একটা ছোট্ট পাহাড়ী গ্রাম, তার একটা বাজার। গুটিকয়েক দোকান, গাড়ীস্ট্যান্ড- অপেক্ষা করে আছে যে অল্প কয়েকজন মানুষ এখানে ব...
05/11/2023

একটা ছোট্ট পাহাড়ী গ্রাম, তার একটা বাজার। গুটিকয়েক দোকান, গাড়ীস্ট্যান্ড- অপেক্ষা করে আছে যে অল্প কয়েকজন মানুষ এখানে বেড়াতে আসেন তাদের সাথে দাম দর করে 'সাইটসিং' করিয়ে দেবে বলে। শীতের সকালে আড়মোড়া ভাঙছে কয়েক কাপ চা, ধোঁয়া ওঠা মোমোগুলো। মিঠে রোদ ততক্ষণে কুয়াশা সরিয়ে দখল করেছে বাজারের কিছুটা জায়গা। তাতেই গায়ে গা লাগিয়ে বসে উত্তাপ নিচ্ছে পাহাড়ী ছেলে-মেয়ে গুলো। ইতি উতি ঘুরে বেড়াচ্ছে কয়েকটা ঝুমরি কুকুর।
এরকম একটা সকাল, ছোট্ট বাজার, ধোঁয়া ওঠা মোমো, শীতের জড়তা, আকাশে মেঘের ফাঁকে বরফ মোড়া পাহাড়ের উঁকি নিয়েই গল্পের শুরু। গল্পটা প্রেমের- প্রেমে পড়ার। পাহাড়ের প্রেমে যারা পড়েছে, তাদের কাছে গল্পটা চেনা, পরিচিত। এ প্রেমে বিরহ নেই- বিচ্ছেদ নেই। বরং আছে কয়েকগুণ বেশি পাওয়ার কথা, জড়িয়ে থাকার উষ্ণতা...

© Rahul Chowdhury

যদি তোমার আমাকে প্রয়োজন হয় কখন‌ও, তুমি আমাকে পাহাড়ে খুঁজে পাবে!
03/11/2023

যদি তোমার আমাকে প্রয়োজন হয় কখন‌ও, তুমি আমাকে পাহাড়ে খুঁজে পাবে!

কমলালেবুর দেশ...
02/11/2023

কমলালেবুর দেশ...

31/10/2023

প্রকৃতির আর‌ও কাছে, Enroute Nature এর সাথে...

কমলালেবুর মরশুমে পাহাড়ের সেরা ঠিকানা...
30/10/2023

কমলালেবুর মরশুমে পাহাড়ের সেরা ঠিকানা...

সকলকে কোজাগরী পূর্ণিমার শুভেচ্ছা। ছবিটি আমাদের রালং, দক্ষিণ সিকিমের হোমস্টে থেকে তুলেছেন শ্রী সৌভিক চৌধুরী।
28/10/2023

সকলকে কোজাগরী পূর্ণিমার শুভেচ্ছা।
ছবিটি আমাদের রালং, দক্ষিণ সিকিমের হোমস্টে থেকে তুলেছেন শ্রী সৌভিক চৌধুরী।

A trip to nature...  a treat to soul !!!Enroute Nature aims to take you around nature as deep as possible. We are contin...
28/10/2023

A trip to nature... a treat to soul !!!

Enroute Nature aims to take you around nature as deep as possible. We are continuously searching for places where you will be introduced with silence and peace. Introducing details of the places from where one can enjoy nature is the only thing Enroute Nature does. We can offer nothing but nature and serenity to you.
On the other hand, those who own a beautiful homestays in and around, you can showcase your homesteays through us and attract more travelers to visit your beautiful little villages. Contact us if you want to introduce your little village. We will reach your places and and through beautiful pictures, videos and detailings, we will make your unknown stay a new destination to visit...

Contact Uu for more details:
📞 +91 8902010300
📧 [email protected]

পুজো শেষ এবার পাহাড় যাওয়ার পালা...রিনচেনপং থেকে ছবিটি তুলে পাঠিয়েছেন আমাদের অতিথি প্রিয়াশা নিয়োগী। এমন কিছু দেখার জ...
26/10/2023

পুজো শেষ এবার পাহাড় যাওয়ার পালা...

রিনচেনপং থেকে ছবিটি তুলে পাঠিয়েছেন আমাদের অতিথি প্রিয়াশা নিয়োগী। এমন কিছু দেখার জন্য‌ই তো বারবার ছুটে যেতে ইচ্ছা করে পাহাড়ে।

12/10/2023

"Nature is not a place to visit, it is home."

Address

Kalyani

Opening Hours

Monday 10:30am - 6pm
Tuesday 10:30am - 6pm
Wednesday 10:30am - 6pm
Thursday 10:30am - 6pm
Friday 10:30am - 6pm
Saturday 10:30am - 6pm

Telephone

+916291538880

Alerts

Be the first to know and let us send you an email when Himalayan Retreat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category