পাহাড়ের কাছে... 🌸❤️ Himalayan Retreat
চুপ, প্রকৃতির কথা শুনুন...🌸❤️
একটা সময়ের পর সবাই চলে যায়, ঘিরে ধরে নিরবতা ...🌸❤️
শীত আসছে, এবার পাহাড়... 🌸❤️
পাহাড় জানে মনের কথা... 🌸❤️
কালুক ।।
৫৫৮০ ফিট উচ্চতায় পাহাড়ী জনপদটি এখন মোটামুটি বেশ পরিচিত এর প্রাকৃতিক সৌন্দয্য এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ এর জন্য। শুধু যে প্রাকৃতিক সৌন্দয্য তা নয়, এই অঞ্চল ঐতিহাসিক ভাবেও বেশ গুরুত্বপূর্ণ। তবে অনেক ট্রাভেলার আছেন যারা পাহাড়ে আসলে একবার মন ভরে কাঞ্চনজঙ্ঘা কে দেখে নিতে চান। তাদের জন্য এর চেয়ে ভালো ঠিকানা আর কিছু হতে পারে না। যেন সকাল থেকে রাত 'কফি উইথ কাঞ্চন'।
এই প্রিমিয়াম রিসর্টটি সিকিমের পশ্চিম অংশে কালুকে। গ্রামটি যেন একটি পোস্টকার্ডে আঁকা ছবির মতো, যারা কোলাহল এবং ভিড় থেকে দূরে থাকতে পছন্দ করেন তাদের জন্য একটি আদর্শ ঠিকানা। অবস্থানের কারণে, এটি কাঞ্চনজঙ্ঘার অপূর্ব শোভা এই রিসর্টকে ভ্রমণ পিপাসুদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। আধুনিক এবং আতিশয্যে মোড়া এই রিসর্টটিতে যারা থেকেছেন তারা যেন সেই স্মৃতিতে বারবার ফিরে যেতে চান।
গরম এব
পাহাড়ের কাছ, দীর্ঘতম নীরবতা আছে... 🌸❤️
পাহাড়ী গ্রামের রাস্তা ধরে...
পাহাড়ী রাস্তা, চা বাগান আর অরিজিৎ সিং এর গান... 🌸❤️
সিটং ।।
কমলালেবুর গ্রাম সিটং। শীতে কমলালেবুর মরশুমে যখন কমলালেবু হয়, গোটা গ্রামটি যেন কমলা রং ধারণ করে। পাহাড়ী পথের আঁকে-বাঁকে যারা পাঁয়ে হেঁটে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য অসাধারণ একটি গন্তব্য হতে পারে সিটং। রিয়াং নদীর ধারে বসে অদ্ভুত এক নিস্তব্ধতা উপলব্ধি করতে করতে আপনি হারিয়ে যেতে পারেন মনের কোনো অজানা আস্তানায়। পথের ধারে কমলালেবুর বাগান আর পাশ দিয়ে বয়ে যাওয়া রিয়াং নদীর সাথে পা মিলিয়ে আপনি চলতেই পারেন কোন নাম না জানা পথে। সিটং এ করার তেমন কিছু নেই, প্রকৃতিকে উপভোগ করা ছাড়া। তবে নেচার ওয়াক, বার্ডিং, ফিসিং এবং জনকোলাহল থেকে লুকিয়ে প্রকৃতির খুব কাছে থাকা যায় সিটং এ। এছাড়া যারা পাখি ভালোবাসেন তাদের জন্য এক দারুণ আস্তানা এই সিটং। সিটং এ দেখা পেয়ে যাবেন হর্ণবিল বা ধনেশ পাখির। সিটং লাটপাঞ্চার এইসব অঞ্চলে এদের অবাধ বিচরণ ক্ষেত্র। আর আপ