Sayed AjfaruddinAhammed

Sayed AjfaruddinAhammed Our goal is to make your traveling experience blissful.

মন কি চাইছে একটু ভিন্ন গন্তব্যে প্রস্থান🤔   চলুন তবে রাজকীয়তা মাখানো উট-মরুর রাজস্থান 🤍...        ভারতের রাজঐতিহ্যের এক...
05/10/2023

মন কি চাইছে একটু ভিন্ন গন্তব্যে প্রস্থান🤔
চলুন তবে রাজকীয়তা মাখানো উট-মরুর রাজস্থান 🤍...
ভারতের রাজঐতিহ্যের একেবারে চরম রূপ দেখতে চান? নাকি বইতে 📘পড়া ইতিহাসের সাক্ষীগুলি দেখতে চান একেবারে চক্ষু সম্মুখে, নয়তো কি চান এবার ভ্রমনে হোক একটু ভিন্ন অভিজ্ঞতা, ধরুন মরুদেশের মাঝে ক্যাম্পে⛺ রাত্রিবাস সাথে আছে সন্ধ্যায় মনমাতানো রাজস্থানী উৎসব।

রাজস্থান মানেই উট🐫- মরুভূমির দেশে আজও যেন রাজপুত রাজাদের তলোয়ারের ঝংকার ⚔️আর তারই সাক্ষী ঐতিহ্যের সোনার কেল্লা থেকে রোমহর্ষক চিতোরগড় দুর্গ। রাজস্থান মনেই তো একটি বিরাট ল্যান্ডস্কেপ যেখানে " সিটি অফ লেক" তথা উদয়পুরই বলুন কিংবা "ব্লু সিটি" যোধপুর নতুবা "পিঙ্ক সিটি" জয়পুর সবটাই স্বতন্ত্র্য সৌন্দর্য নিয়ে আপনার মনে চিরতরে জায়গা করে নিতে একেবারে প্রস্তুত। সাথে তো আছেই থরে থরে সাজানো ইতিহাসের গল্পকথা।
এবার কেবল প্রয়োজন শীতকালীন একটি রাজস্থান ট্রিপ। কেননা এই মরশুমে রাজস্থান ভ্রমন সবচেয়ে বেশি উপভোগ্য। তাহলে চলুন আপনার বিশ্বস্ত ভ্রমণসঙ্গী Fiza Tour & Travels কে সঙ্গী করে পাড়ি দেওয়া যাক এই রাজভূমি। আপনার স্বাচ্ছন্দতা ও পরিসেবার ভালো গুণমান আমাদের কাছে সবার আগে। তাহলে দেরি নয়, সঠিক বাজেটে রাজস্থান ঘুরে দেখতে যোগাযোগ করুন আমাদের সাথে 🤗।

👉🏻শুভ যাত্রা - ২১শে ডিসেম্বর, ২০২৩ ও ১১ ই জানুয়ারি, ২০২৪।
👉🏻ঘরে ফেরা - ৩রা জানুয়ারী, ২০২৪ ও ২৫ শে জানুয়ারী, ২০২৪।

👉🏻DAY 01:- আমাদের যাত্রাটা শুরু হবে হাওড়া স্টেশন থেকে রাত ১১ঃ২৫ এর ২২৩০৭ BIKANER SF EXPRESS ট্রেন ধরে গন্তব্য বিকানের স্টেশন।

👉🏻DAY 02:- সারাদিন ট্রেনেই থাকবো আমরা।

👉🏻DAY 03:- বিকানের পরিভ্রমন-
আমরা বিকানের স্টেশন পৌঁছাবো সকাল ৬:২৫ এ তারপর ১১:০০টার দিকে হোটেলে প্রবেশ। দুপুরে লাঞ্চ সেরে আমরা দুপুর ২:০০ টো থেকে রাত ৮:০০ টা পর্যন্ত বাস/ ট্রাভেলার করে রাজস্থানের বনেদি শহরটিকে ঘুরে দেখবো। দেখবো রাজঐতিহ্য বাহক স্থাপত্যগুলি তথা- জুনাগর ফোর্ট, জনপ্রিয় লালগড় প্যালেস, আরো দেখবো পবিত্র কর্নিমাতা মন্দির, অপরূপ সুন্দর গাজনের লেক ও বিকানের আর্ট গ্যালারি। রাত্রিবাস বিকানের হোটেল।

👉🏻DAY 04:- এইদিন হোটেলে জলখাবার সেরে সকাল ৯:০০ টা নাগাদ আমরা বাস/ ট্রাভেলার করে রওনা দেবো জয়সালমিরের উদ্দেশ্যে। বিকেল ৫:০০ টায় জয়সালমির পৌঁছে স্থানান্তর হবো হোটেলে। রাত্রিবাস জয়শালমির হোটেল।

👉🏻DAY 05:- জয়শালমীর পরিভ্রমন:-
এইদিন সকালে জলখাবার সেরে ৯:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত বাস/ ট্রাভেলার করে পরিভ্রমণ করবো গোল্ডেন সিটি জয়শালমির। সোনালী বেলে পাথর দ্বারা নির্মিত প্রাসাদ ও হোটেলগুলি দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো সত্যজিৎ রায়ের সেই পৃথিবী বিখ্যাত সোনার কেল্লা। আরো দেখবো পাতোয়া কি হাভেলি, নাথমোলজি কি হাভেলি, সেলিম সিং কি হভেলি, ডিজার্ড কালচার মিউজিয়াম ও বাদা বাগ।
তারপরে দুপুরে হোটেলে ফিরে লাঞ্চ সেরে আমরা চলে যাবো ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত অন্তহীন ঢেউ খেলানো মরুরাশি স্যাম স্যান্ড ডিউন্স দেখতে। এখানে মরুর বুকে মরুজাহাজের সাফারির অভিজ্ঞতা নিন। তারপর দেখে নিন মরুভূমির বুকে নামা সূর্যাস্তের বিরল শোভা। এখানেই শেষ নয় তারপরে মেতে উঠুন এখানকার সন্ধ্যেকালীন রঙিন সাংস্কৃতিক উৎসবে। এবং রাতে আপনাদের থাকার ব্যবস্থা করা হবে মরুভূমির মাঝে ডিল্যক্স তাঁবুতে (অতিরিক্ত খরচ ৫০০ টাকা প্রতি জন)।

👉🏻DAY 06:- যোধপুর পরিভ্রমন:-
এইদিন জলখাবার সেরে সকাল ৯:০০ টায় আমরা বাস/ ট্রাভেলার করে রওনা দেবো যোধপুরের উদ্দেশ্যে। তারপর দুপুর ১২:০০ টা নাগাদ যোধপুর পৌঁছে হোটেলে স্থানান্তর হবো। দুপুরে লাঞ্চ সেরে এসি বাসে করে বেড়িয়ে পড়বো নীলচে মরূশহরটি পরিভ্রমণে। প্রথমেই দেখে নেব গোদাগিরি পাহাড়ে অবস্থিত রাঠোর বংশের রাজপুত রাজা রাওযোধা নির্মিত মেহেরণগড় দুর্গ 🏰, আমাদের পরবর্তী গন্তব্য হবে ইতালীয় শৈলীতে নির্মিত উমেদ ভবন প্যালেস। আপনাকে আকর্ষণ করার মত বহু জিনিস উপস্থিত রয়েছে এই প্রাসাদটিতে, যেমন সোনায় মোড়া পৌরাণিক আখ্যান চিত্রিত দেওয়ানী খাস, থ্রোন রুম, পাঠাগার ভবন, মহারাজ উমেদ সিং- এর বিমান, নানা রকম অস্ত্রশস্ত্র, আর বিচিত্র সব ঘড়ি। রাত ৮:০০ টা পর্যন্ত ভ্রমণের পর ফিরে আসবো হোটেলে। রাত্রিবাস যোধপুর হোটেল।

👉🏻DAY 07:- সকালে জলখাবার সেরে ৯:০০ টায় আমরা যোধপুর হোটেল থেকে বাস/ ট্রাভেলার করে এগিয়ে যাবো মাউন্ট আবুর পথে। দুপুর ২:০০ টোয় মাউন্ট আবু পৌঁছে হোটেলে প্রবেশ। বিকেলে একটু পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন পাহাড়ি শহরটিকে। রাত্রিবাস মাউন্ট আবু হোটেলে।

👉🏻DAY 08:- মাউন্ট আবু পরিভ্রমন:-
এইদিন সকাল সকাল জলখাবার সেরে বাস/ ট্রাভেলার করে আমরা বেড়িয়ে পড়বো মাউন্ট আবুর কিছু মনোরম স্থান পরিদর্শনে। দেখবো গুরুশিখর পর্বতে স্থিত ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের মন্দির। তারপর ৩০০ সিড়ি পার করে পৌঁছে যেতে পারেন অত্রি ঋষির মন্দির। তারপর গুরুশিখরের উপর থেকে দেখে নিন মাউন্ট আবুর প্রাকৃতিক দৃশ্য যা আপনাকে মোহিত করবে অবশ্যই। পরবর্তী গন্তব্য পৃথিবীর সবথেকে সুন্দর জৈন মন্দির দিলওয়ারা মন্দির। তারপর দেখে নেবো মাউন্ট আবুর প্রধান আকর্ষণ নাক্কির লেক পয়েন্ট। বিকেল ৩:০০টে নাগাদ ফিরে আসবো হোটেলে, সন্ধ্যেবেলাটা নিজেদের মতো কাটাতে পারেন। রাত্রিবাস মাউন্ট আবু হোটেলে।

👉🏻DAY 09:- উদয়পুর পরিভ্রমন:-
এইদিন সকাল ৭:০০ টায় আমরা মাউন্ট আবু থেকে বাস/ ট্রাভেলার করে রওনা দেবো হোয়াইট সিটি উদয়পুরের পথে। সকাল ১১:০০টায় উদয়পুর পৌঁছে হোটেলে প্রবেশ। তারপরে দুপুরে লাঞ্চ সেরে ৩:০০ টে নাগাদ বেড়িয়ে পড়বো ঐতিহ্যবাহী উদয়পুর পরিদর্শনে। প্রথমেই দেখে নেবো রাজস্থানের বৃহত্তম রাজপ্রাসাদ -সিটি প্যালেস। এই প্যালেসের এক অংশে রয়েছে মিউজিয়াম এবং আরেক অংশে রয়েছে হোটেল। আবার প্রসাদের গায়েই রয়েছে সুন্দর একটি লেক, চাইলে বোটিংও করতে পারেন। পরবর্তী গন্তব্যগুলি হবে ফাতেহ সাগর, নেহেরু পার্ক, জাইসমান্ড লেক, সহেলি কি বাড়ি, উদয়সাগর লেক। রাত্রিবাস উদয়পুর হোটেলে।

👉🏻DAY 10:- এইদিন সকাল ৭:০০টায় জলখাবার সেরে বাস/ ট্রাভেলার করে আমরা রওনা দেবো পুস্করের উদ্দেশ্যে। পথে ঘুরে দেখবো ভারতের সবচেয়ে বৃহত্তম দুর্গ চিতোরগড়(আপ ডাউন অটো খরচ নিজস্ব)। সন্ধ্যা ৭:০০টায় পুস্কর পৌঁছে স্থানান্তর হবো হোটেলে। রাত্রিবাস পুস্কর হোটেল।

👉🏻DAY 11:- আপনি চাইলে এইদিন সকালে জলখাবার সেরেই নিজস্ব খরচে ঘুরে আসতে পারেন সাবিত্রী দেবী হিল ও মন্দির।
দুপুরে লাঞ্চ সেরে আমরা বাস/ ট্রাভেলার করে রওনা দেবো জয়পুরের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখে নেবো আজমির শহরের পবিত্র সেলিম চিস্তীর দরগা। সন্ধ্যা ৭:০০ টায় জয়পুর পৌঁছে হোটেলে প্রবেশ। রাত্রিবাস জয়পুর হোটেল।

👉🏻 DAY 12:- জয়পুর পরিভ্রমন:-
সকালে ব্রেকফাস্ট সেরে বাস/ ট্রাভেলার করে পিঙ্কসিটি জয়পুর পরিভ্রমণ। সকাল ৮:৩০ থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত ঘুরে দেখবো অপরূপ শহরটিকে। একে একে দেখে নেবো রাজা মান সিং কর্তৃক নির্মিত অম্বর প্যালেস, তারপর সুন্দরগড় দুর্গ বা টাইগার ফোর্ড, রাজা জয় সিং কর্তৃক নির্মিত রাজস্থানী ও মোঘল স্থাপত্যের নির্দেশন সিটি প্যালেস, হাওয়ামহল, যন্তর মন্তর। তারপর হোটেলে ফিরে লাঞ্চ সেরে আবারো ২:৩০ থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত মন ভরে ঘুরে দেখবো পিঙ্ক সিটি। রাত্রিবাস জয়পুর হোটেলে।

‌👉🏻DAY 13:- ভ্রমণের শেষ দিন সকালটা নিজেদের মতো কাটান, নিজেদের মতো কেনাকাটা করে নিন। তারপর দুপুর ১২:০০ টায় হোটেল থেকে চেক আউট করে এগিয়ে যাওয়া জয়পুর স্টেশনের পথে। তারপর জয়পুর স্টেশন থেকে দুপুর ২:৪০ এর ১২৯৮৮ AJMER SEALDAH EXPRESS ট্রেন। গন্তব্য শিয়ালদা স্টেশন।

👉🏻DAY 14:- বিকেল ৩:৫০ নাগাদ শিয়ালদা স্টেশনে পৌঁছাবো আমরা এবং এগিয়ে যাবো বাড়ির পথে সারা জীবনের জন্য মনে রাখার মত কিছু অভিজ্ঞতা নিয়ে🤗।

👉প্যাকেজ মূল্য: - ২২৫০০ /-টাকা প্রতিজন৷

✅🥢প্যাকেজের মধ্যে কী কী থাকবে:- ✅
👉১) স্লিপার ক্লাস ট্রেনের টিকিট ( এসি এর ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া লাগবে)৷
👉২) ফ্যামিলি অনুযায়ী স্ট্যান্ডার্ড রুম হোটেল৷
👉৩) ২X২ সিট বাস/ ট্রাভেলার গাড়ি ৷
👉৪) বাঙালি খাবার (ব্রেকফাস্ট,লাঞ্চ,ইভিনিংটি -স্নাক্স , ডিনার)৷

❌📌প্যাকেজের মধ্যে কী কী থাকবে না:-❌
👉১) ট্রেনের খাবার৷
👉২) দর্শনীয় স্থানের এণ্ট্রি ফী ও ক্যামেরা চার্জ৷
👉৩) ট্যুর স্পট গাইড খরচ৷
👉৪) উটে চাপার খরচ৷
👉৫) স্যাম ডিউন্স এ রাজস্থানি আহার।
👉৬) নিজস্ব খরচ৷

বুকিং ও বিস্তারিত জানার জন্য কল / হোয়াটস্যাপ করুন :-
📲083483 61476
অফিস :-Kamarpukur (Bengai Road) : Hooghly :712612
🌐fizabooking.com
🙏🙏

এই শীতে চলুন এক রত্নভূমি গুজরাট 😇:-      ভারতের "পশ্চিমের মণি" গুজরাটকে শুধুমাত্র একটি ব্যাবসা কেন্দ্রিক রাজ্য বললে ভুল ...
05/10/2023

এই শীতে চলুন এক রত্নভূমি গুজরাট 😇:-
ভারতের "পশ্চিমের মণি" গুজরাটকে শুধুমাত্র একটি ব্যাবসা কেন্দ্রিক রাজ্য বললে ভুল হয়, প্রকৃতি বলুন কিংবা স্থাপত্য নয়তো পৌরাণিক স্থান এমনকি ইতিহাস জুড়েও গুজরাটের বিস্তৃতি।
এখানে প্রথমেই উল্লেখ্য প্রকৃতির এক বিরল সৃষ্টি লবন মরূভূমি- কচ্ছের রান। নির্জন, সাদা রেশমের মতো এই মরূভূমি অভিযাত্রীদের মনে অন্যরকমের জায়গা করে নেয়।
এই গুজরাট জড়িয়েছে পুরানের সাথে, যেখানে শ্রীকৃষ্ণের দেবভূমি দ্বারকা, যা সাত প্রাচীন শহরের অন্যতম। হিন্দুশাস্ত্র মতে দ্বারকাধীশ মন্দির 🛕চারধাম তীর্থের একটি। কেবল শ্রীকৃষ্ণের রাজধানীই নয় পৌরাণিক মতে তাঁর দেহত্যাগের স্থান তথা ভালকা তীর্থ এই গুজরাটেই স্থিত। আবার শৈব উপাসকদেরও জ্যোতির্লিঙ্গের সোমনাথ মন্দির টেনে নিয়ে যায় এই রাজ্যে।
গুজরাটের প্রানের শহর আহমেদাবাদ। যেখানে বিশ্বের প্রাচীনতম মন্দির, মসজিদ 🕌 , সেরা কিছু স্থাপত্য এই ম্যানচেস্টার শহরটিকে আপনার কাছে বিস্ময়কর করে তুলবে। অন্যদিকে আপনার ভ্রমনে একটুকরো প্রশান্তি আনবে সমুদ্র শহর দিউ। এখানকার সৈকতগুলি🏖️ সমগ্র বিশ্বের ভ্রমণপিপাসুদের আকর্ষন।
আপনি জঙ্গল ভালোবাসলেও গুজরাট আপনাকে নিরাশ করবে না। এখানে গির অরণ্যে বন্যপ্রকৃতির কোলে দেখবেন কত বিরল বন্যপ্রান, পাখির জীবনযাপনের সব কায়দাকানুন। আবার আফ্রিকার পর এখানেই আপনি সিংহের🦁 সাথে সামনাসামনি আলাপচারিতা করতে পারেন।
এই গুজরাটের সাথে মিশে আছেন মহাত্মা গান্ধী। গুজরাটের সাথে মিশে আছে স্বাধীনতা সংগ্ৰাম, গুজরাটের সাথে জড়িয়েছে ইতিহাস📖 সবমিলিয়ে ভারতের এই রত্নভূমি দর্শনে আসতেই হয় গুজরাট।
তাহলে কী ভাবছেন🤔?কে হবে আপনার ভ্রমণসঙ্গী? চিন্তা নেই, সাথে আছে আপনার বিশ্বস্ত ভ্রমণসঙ্গী Fiza Tour & Travels যারা পরিসেবার সাথে কোনো আপস করে না। তাই বিশ্বস্ত ট্যুরগাইড এবং প্রতিষ্ঠিত সংস্থার সাথে সঠিক বাজেটে এই ভ্রমন করতে চাইলে যোগাযোগ করতে হবে আমাদের সাথে 🤗।

👉🏻শুভ যাত্রা - ২২শে ডিসেম্বর, ২০২৩।
👉🏻ঘরে ফেরা - ২রা জানুয়ারী, ২০২৪।

👉🏻DAY 01:- আমাদের যাত্রা শুরু হবে শালিমার স্টেশন থেকে রাত 9:00 টার 12906 SHM PBR SUF EXPRESS ট্রেন ধরে গন্তব্য Viragam JN station.

👉🏻DAY 02:- সারাদিন ট্রেনেই থাকবো আমরা।

👉🏻DAY 03:- ঘুরে দেখুন কচ্ছের ছোট রণ :
এইদিন Viragam JN station পৌঁছাবো আমরা সকাল ০৭:৩০ নাগাদ। তারপর হোটেলের পথে এগিয়ে যাওয়া এবং হোটেলে প্রবেশ। দুপুরে লাঞ্চ সেরে আমরা ঘুরে দেখবো Little Rann of Kutch. সন্ধ্যা ৬:০০ টা নাগাদ ভ্রমণ শেষে হোটেলে ফেরা। রাত্রিবাস LRK হোটেল।

👉🏻DAY 04:- এইদিন সকালে জলখাবার সেরে ৮:০০ টা নাগাদ দ্বারকার উদ্দেশ্যে রওনা দেবো আমরা। সন্ধ্যে ৬:০০ টা নাগাদ দ্বারকা পৌঁছে হোটেলে প্রবেশ। সন্ধ্যেবেলাটা নিজেদের মতো করে কাটাতে পারেন। রাত্রিবাস দ্বারকা হোটেল।

👉🏻DAY 05:- দ্বারকা দর্শন :
এইদিন জলখাবার সেরে আমরা প্রথমেই বোটে ভেসে ভ্রমন করবো দেবভূমি দ্বারকার জনপ্রিয় বেতদ্বারকা (বোট ভাড়া নিজস্ব)। এরপর দুপুরে লাঞ্চ সেরে আমরা দর্শন করব প্রাচীন দ্বারকাধীশ মন্দির, ভদকেশ্বর মন্দির, স্বামীনারায়ণ মন্দির, দ্বারকা লাইট হাউস।ভ্রমনশেষে হোটেলের দিকে ফিরে আসা এবং রাত্রীবাস দ্বারকা হোটেলে।

👉🏻DAY 06:- ঐতিহাসিক সোমনাথ পরিভ্রমণ:
এইদিন সকালে জলখাবার সেরে দ্বারকা হোটেল থেকে ৮:০০ টা নাগাদ টেম্পো ট্রাভেলার চেপে আমরা সোমনাথের উদ্দেশ্যে রওনা দেবো। পথেই আমরা দেখে নেব পোরবন্দর শহরটি, দেখব জনপ্রিয় লাখোটা লেক। দুপুর ১২:৩০ নাগাদ সোমনাথ পৌঁছে হোটেলে প্রবেশ। তারপর দুপুরে লাঞ্চ সেরে আমরা আবারো বেড়িয়ে পড়বো সোমনাথ পরিভ্রমণে। দর্শন করব ভালকা তীর্থ অর্থাৎ যে স্থানে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছিলেন, আরো দর্শন করব একটি জ্যোতির্লিঙ্গের মন্দির তথা সোমনাথ মন্দির এবং সেখানকার সন্ধ্যাকালীন লাইট ও সাউন্ড শো যা দেখতেই হয়। এরপর হোটেলে ফিরে আসা এবং রাত্রিবাস সোমনাথ হোটেলে।

👉🏻DAY 07:- ঘুরে দেখা সমুদ্র শহর দিউ:-
এইদিন সকালে জলখাবার সেরে ৯:০০ টার দিকে হোটেল থেকে চেক আউট করে দেউ এর উদ্দেশ্যে রওনা দেবো আমরা। বিকেল ৪:০০ টে পর্যন্ত ঘুরে দেখব দিউ শহরটি। দেখে নেব নয়ডা গুহা, দিউ ফোর্ট, গোয়ার চার্চের আদলে তৈরি সেন্ট পল চার্জ, পানিকোটা দুর্গ🏰, ঐতিহাসিক জাম্পা গেটওয়ে, তাছাড়া অন্যতম জনপ্রিয় ব্রিজ নাগোয়া বীচ আপনাকে আকর্ষণ করবেই। ভ্রমণশেষে গির এর পথে এগিয়ে যাওয়া। এরপর গির পৌঁছে হোটেলে প্রবেশ, রাত্রিবাস গির হোটেল।

👉🏻DAY 08:- দেখুন গির অরণ্য:
এইদিন সকাল‌ সকাল জলখাবার সেরে আমরা বেড়িয়ে পড়বো গির জাতীয় উদ্যান ভ্রমনে। সকাল ৬:০০ টা থেকে ১০:০০ টা পর্যন্ত জিপসি চেপে আমরা হারিয়ে যাব এই বন্য প্রকৃতির ভিড়ে। এরপর দুপুর ১২:০০ টা নাগাদ টেম্পো ট্রাভেলার চেপে আমরা রওনা দেব আহমেদাবাদের পথে। রাত ১০:০০ টা নাগাদ আহমেদাবাদ পৌঁছাব আমরা। এরপর হোটেলে প্রবেশ, রাত্রিবাস আহমেদাবাদ হোটেল।

👉🏻DAY 09:- ম্যানচেস্টার পরিভ্রমণ:
এইদিন সকালে জলখাবার সেরে আমরা আহমেদাবাদ শহর ঘুরে দেখবো। দেখে নেব বিশ্বের উচ্চতম মূর্তি যথা Statue of unity যা বিশ্ব দরবারে ভারতকে ঐতিহ্য উজ্জ্বল করেছে। ভ্রমণশেষে হোটেলে ফিরে আসা, রাত্রিবাস আহমেদাবাদ হোটেল।

👉🏻DAY 10:- আহমেদাবাদে দ্বিতীয় দিন:
এইদিন সকালটা নিজেদের মতো করে কাটাতে পারেন। লাঞ্চ সেরে দুপুর ১২:০০ টা নাগাদ আমরা হোটেল থেকে চেক আউট করে টেম্পো ট্রাভেলারে চেপে ঘুরে দেখবো ম্যানচেস্টার শহরটিকে। দেখে নেবো - স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির, কাঁকরিয়া লেক, পৃথিবীর সেরা এক স্থাপত্য ঝুলতা মিনার, ভাদ্র দুর্গ🏰, কিশোর দরওয়াজা এখান থেকে দেখে নেবো আহমেদাবাদের আশ্চর্জনক দৃশ্য।
ভ্রমণশেষে এগিয়ে যাব আহমেদাবাদ স্টেশনের পথে। রাত ১০:০০ টা নাগাদ স্টেশন পৌঁছাব আমরা।

👉🏻DAY 11:- রাত ১২:২৫ এর 12833 ADI HWH SPL ট্রেন ধরবো, এবার গন্তব্য হাওড়া স্টেশন। রাত্রিবাস ট্রেনেই।

👉🏻DAY 12:- এইদিন দুপুর ১:৩৫ নাগাদ হাওড়া ষ্টেশন পৌছাবো আমরা। এরপর বাড়ির পথে রওনা দেবো জীবনভরের কিছু মনে রাখার মতো স্মৃতিসমেত 🤗।

👉প্যাকেজ মূল্য: - ২৩৫০০ /-টাকা প্রতিজন৷

✅🥢প্যাকেজের মধ্যে কী কী থাকবে:- ✅
👉১) স্লিপার ক্লাস ট্রেনের টিকিট ( এসি এর ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া লাগবে)৷
👉২) ফ্যামিলি অনুযায়ী স্ট্যান্ডার্ড রুম হোটেল৷
👉৩) ২X২ সিট এসি বাস/ ট্রাভেলার গাড়ি ৷
👉৪) বাঙালি খাবার (ব্রেকফাস্ট,লাঞ্চ,ইভিনিংটি -স্নাক্স , ডিনার)৷

❌📌প্যাকেজের মধ্যে কী কী থাকবে না:-❌
👉১) ট্রেনের খাবার৷
👉২) দর্শনীয় স্থানের এন্ট্রি ফী ও ক্যামেরা চার্জ৷
👉৩) ট্যুর স্পট গাইড খরচ৷
👉৪) গির জঙ্গল সাফারি খরচ ৷
👉৫) লাইট & সাউন্ড এন্ট্রি ফী ৷
👉৬) নিজস্ব খরচ৷

বুকিং ও বিস্তারিত জানার জন্য কল / হোয়াটস্যাপ করুন :-
📲083483 61476
অফিস :-Kamarpukur (Bengai Road) : Hooghly :712612
🌐fizabooking.com
🙏🙏

এবারের শীতে রাজ-রাজার দেশ রাজস্থান...শীতে রাজস্থান মানেই কিন্তু 🐫 উট-মরুর দেশে বিরল প্রকৃতির স্পন্দন। তৃষ্ণার্ত গরম নয়,...
02/10/2023

এবারের শীতে রাজ-রাজার দেশ রাজস্থান...
শীতে রাজস্থান মানেই কিন্তু 🐫 উট-মরুর দেশে বিরল প্রকৃতির স্পন্দন। তৃষ্ণার্ত গরম নয়, মন জুড়ানো শীতল আবহাওয়ায় মরুভূমির বুকে ক্যাম্পে⛺ থাকা কিংবা উটের সাফারি নতুবা সন্ধ্যেকালীন রঙিন সংস্কৃতিক উৎসব আপনার সারা জীবনের এক ভিন্ন সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকবে। অন্যদিকে ভারতের বহু বিশেষ রাজ-ঐতিহ্যবাহী স্থাপত্য সজ্জিত রেখেছে রাজস্থান। যেখানে বিশ্ব বিখ্যাত সোনার কেল্লা থেকে শুরু করে রোমহর্ষক চিতোরগড় দুর্গ 🏰 একেবারেই আপনার চোখের পলক ফেলতে দেবে না। সাথে তো থাকবেই একরাশ ইতিহাসের গল্পকথা। এই মরুদেশে কিন্তু আপনার পাহাড়প্রেমী মনকেও প্রশান্তি দিতে রয়েছে বিশ্বের প্রাচীনতম পর্বতের বিউটি স্পট মাউন্ট আবু⛰️। অন্যদিকে আপনার হৃদয় প্লাবিত হতেই পারে পিঙ্ক সিটির দারুণ হস্তশিল্প কিংবা সুস্বাদু খাদ্য সম্ভারে😍।

রাজস্থান যেন এক মহাকাব্যিক উপন্যাস📖 যেখানে রাজপুত যোদ্ধা, বীরত্বের ইতিহাসে যেন প্লট হয়েছে এই বিরল ল্যান্ডস্কেপ।

তাহলে আর কী ভাবছেন🤔? এই শীতে চলুন Fiza Tour & Travels কে সঙ্গ করে অনুভব করি ভারতের রাজকীয়তা। প্রতিষ্ঠিত এই ভ্রমনসংস্থার হাত ধরে অভিজ্ঞ ট্যুরগাইডকে সঙ্গ করে যথাযথ বাজেটে চলুন বেড়িয়ে আসি এই রাজভূমি থেকে।
বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন আমাদের সাথে🤗।

👉🏻শুভ যাত্রা - ২১শে ডিসেম্বর, ২০২৩।
👉🏻ঘরে ফেরা - ৩রা জানুয়ারী, ২০২৪।

👉🏻DAY 01:- আমাদের যাত্রাটা শুরু হবে হাওড়া স্টেশন থেকে রাত ১১ঃ২৫ এর ২২৩০৭ BIKANER SF EXPRESS ট্রেন ধরে গন্তব্য বিকানের স্টেশন।

👉🏻DAY 02:- সারাদিন ট্রেনেই থাকবো আমরা।

👉🏻DAY 03:- বিকানের পরিভ্রমন-
আমরা বিকানের স্টেশন পৌঁছাবো সকাল ৬:২৫ এ তারপর ১১:০০টার দিকে হোটেলে প্রবেশ। দুপুরে লাঞ্চ সেরে আমরা দুপুর ২:০০ টো থেকে রাত ৮:০০ টা পর্যন্ত বাস/ ট্রাভেলার করে রাজস্থানের বনেদি শহরটিকে ঘুরে দেখবো। দেখবো রাজঐতিহ্য বাহক স্থাপত্যগুলি তথা- জুনাগর ফোর্ট, জনপ্রিয় লালগড় প্যালেস, আরো দেখবো পবিত্র কর্নিমাতা মন্দির, অপরূপ সুন্দর গাজনের লেক ও বিকানের আর্ট গ্যালারি। রাত্রিবাস বিকানের হোটেল।

👉🏻DAY 04:- এইদিন হোটেলে জলখাবার সেরে সকাল ৯:০০ টা নাগাদ আমরা বাস/ ট্রাভেলার করে রওনা দেবো জয়সালমিরের উদ্দেশ্যে। বিকেল ৫:০০ টায় জয়সালমির পৌঁছে স্থানান্তর হবো হোটেলে। রাত্রিবাস জয়শালমির হোটেল।

👉🏻DAY 05:- জয়শালমীর পরিভ্রমন:-
এইদিন সকালে জলখাবার সেরে ৯:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত বাস/ ট্রাভেলার করে পরিভ্রমণ করবো গোল্ডেন সিটি জয়শালমির। সোনালী বেলে পাথর দ্বারা নির্মিত প্রাসাদ ও হোটেলগুলি দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো সত্যজিৎ রায়ের সেই পৃথিবী বিখ্যাত সোনার কেল্লা। আরো দেখবো পাতোয়া কি হাভেলি, নাথমোলজি কি হাভেলি, সেলিম সিং কি হভেলি, ডিজার্ড কালচার মিউজিয়াম ও বাদা বাগ।
তারপরে দুপুরে হোটেলে ফিরে লাঞ্চ সেরে আমরা চলে যাবো ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত অন্তহীন ঢেউ খেলানো মরুরাশি স্যাম স্যান্ড ডিউন্স দেখতে। এখানে মরুর বুকে মরুজাহাজের সাফারির অভিজ্ঞতা নিন। তারপর দেখে নিন মরুভূমির বুকে নামা সূর্যাস্তের বিরল শোভা। এখানেই শেষ নয় তারপরে মেতে উঠুন এখানকার সন্ধ্যেকালীন রঙিন সাংস্কৃতিক উৎসবে। এবং রাতে আপনাদের থাকার ব্যবস্থা করা হবে মরুভূমির মাঝে ডিল্যক্স তাঁবুতে (অতিরিক্ত খরচ ৫০০ টাকা প্রতি জন)।

👉🏻DAY 06:- যোধপুর পরিভ্রমন:-
এইদিন জলখাবার সেরে সকাল ৯:০০ টায় আমরা বাস/ ট্রাভেলার করে রওনা দেবো যোধপুরের উদ্দেশ্যে। তারপর দুপুর ১২:০০ টা নাগাদ যোধপুর পৌঁছে হোটেলে স্থানান্তর হবো। দুপুরে লাঞ্চ সেরে এসি বাসে করে বেড়িয়ে পড়বো নীলচে মরূশহরটি পরিভ্রমণে। প্রথমেই দেখে নেব গোদাগিরি পাহাড়ে অবস্থিত রাঠোর বংশের রাজপুত রাজা রাওযোধা নির্মিত মেহেরণগড় দুর্গ 🏰, আমাদের পরবর্তী গন্তব্য হবে ইতালীয় শৈলীতে নির্মিত উমেদ ভবন প্যালেস। আপনাকে আকর্ষণ করার মত বহু জিনিস উপস্থিত রয়েছে এই প্রাসাদটিতে, যেমন সোনায় মোড়া পৌরাণিক আখ্যান চিত্রিত দেওয়ানী খাস, থ্রোন রুম, পাঠাগার ভবন, মহারাজ উমেদ সিং- এর বিমান, নানা রকম অস্ত্রশস্ত্র, আর বিচিত্র সব ঘড়ি। রাত ৮:০০ টা পর্যন্ত ভ্রমণের পর ফিরে আসবো হোটেলে। রাত্রিবাস যোধপুর হোটেল।

👉🏻DAY 07:- সকালে জলখাবার সেরে ৯:০০ টায় আমরা যোধপুর হোটেল থেকে বাস/ ট্রাভেলার করে এগিয়ে যাবো মাউন্ট আবুর পথে। দুপুর ২:০০ টোয় মাউন্ট আবু পৌঁছে হোটেলে প্রবেশ। বিকেলে একটু পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন পাহাড়ি শহরটিকে। রাত্রিবাস মাউন্ট আবু হোটেলে।

👉🏻DAY 08:- মাউন্ট আবু পরিভ্রমন:-
এইদিন সকাল সকাল জলখাবার সেরে বাস/ ট্রাভেলার করে আমরা বেড়িয়ে পড়বো মাউন্ট আবুর কিছু মনোরম স্থান পরিদর্শনে। দেখবো গুরুশিখর পর্বতে স্থিত ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের মন্দির। তারপর ৩০০ সিড়ি পার করে পৌঁছে যেতে পারেন অত্রি ঋষির মন্দির। তারপর গুরুশিখরের উপর থেকে দেখে নিন মাউন্ট আবুর প্রাকৃতিক দৃশ্য যা আপনাকে মোহিত করবে অবশ্যই। পরবর্তী গন্তব্য পৃথিবীর সবথেকে সুন্দর জৈন মন্দির দিলওয়ারা মন্দির। তারপর দেখে নেবো মাউন্ট আবুর প্রধান আকর্ষণ নাক্কির লেক পয়েন্ট। বিকেল ৩:০০টে নাগাদ ফিরে আসবো হোটেলে, সন্ধ্যেবেলাটা নিজেদের মতো কাটাতে পারেন। রাত্রিবাস মাউন্ট আবু হোটেলে।

👉🏻DAY 09:- উদয়পুর পরিভ্রমন:-
এইদিন সকাল ৭:০০ টায় আমরা মাউন্ট আবু থেকে বাস/ ট্রাভেলার করে রওনা দেবো হোয়াইট সিটি উদয়পুরের পথে। সকাল ১১:০০টায় উদয়পুর পৌঁছে হোটেলে প্রবেশ। তারপরে দুপুরে লাঞ্চ সেরে ৩:০০ টে নাগাদ বেড়িয়ে পড়বো ঐতিহ্যবাহী উদয়পুর পরিদর্শনে। প্রথমেই দেখে নেবো রাজস্থানের বৃহত্তম রাজপ্রাসাদ -সিটি প্যালেস। এই প্যালেসের এক অংশে রয়েছে মিউজিয়াম এবং আরেক অংশে রয়েছে হোটেল। আবার প্রসাদের গায়েই রয়েছে সুন্দর একটি লেক, চাইলে বোটিংও করতে পারেন। পরবর্তী গন্তব্যগুলি হবে ফাতেহ সাগর, নেহেরু পার্ক, জাইসমান্ড লেক, সহেলি কি বাড়ি, উদয়সাগর লেক। রাত্রিবাস উদয়পুর হোটেলে।

👉🏻DAY 10:- এইদিন সকাল ৭:০০টায় জলখাবার সেরে বাস/ ট্রাভেলার করে আমরা রওনা দেবো পুস্করের উদ্দেশ্যে। পথে ঘুরে দেখবো ভারতের সবচেয়ে বৃহত্তম দুর্গ চিতোরগড়(আপ ডাউন অটো খরচ নিজস্ব)। সন্ধ্যা ৭:০০টায় পুস্কর পৌঁছে স্থানান্তর হবো হোটেলে। রাত্রিবাস পুস্কর হোটেল।

👉🏻DAY 11:- আপনি চাইলে এইদিন সকালে জলখাবার সেরেই নিজস্ব খরচে ঘুরে আসতে পারেন সাবিত্রী দেবী হিল ও মন্দির।
দুপুরে লাঞ্চ সেরে আমরা বাস/ ট্রাভেলার করে রওনা দেবো জয়পুরের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখে নেবো আজমির শহরের পবিত্র সেলিম চিস্তীর দরগা। সন্ধ্যা ৭:০০ টায় জয়পুর পৌঁছে হোটেলে প্রবেশ। রাত্রিবাস জয়পুর হোটেল।

👉🏻 DAY 12:- জয়পুর পরিভ্রমন:-
সকালে ব্রেকফাস্ট সেরে বাস/ ট্রাভেলার করে পিঙ্কসিটি জয়পুর পরিভ্রমণ। সকাল ৮:৩০ থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত ঘুরে দেখবো অপরূপ শহরটিকে। একে একে দেখে নেবো রাজা মান সিং কর্তৃক নির্মিত অম্বর প্যালেস, তারপর সুন্দরগড় দুর্গ বা টাইগার ফোর্ড, রাজা জয় সিং কর্তৃক নির্মিত রাজস্থানী ও মোঘল স্থাপত্যের নির্দেশন সিটি প্যালেস, হাওয়ামহল, যন্তর মন্তর। তারপর হোটেলে ফিরে লাঞ্চ সেরে আবারো ২:৩০ থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত মন ভরে ঘুরে দেখবো পিঙ্ক সিটি। রাত্রিবাস জয়পুর হোটেলে।

👉🏻DAY 13:- ভ্রমণের শেষ দিন সকালটা নিজেদের মতো কাটান, নিজেদের মতো কেনাকাটা করে নিন। তারপর দুপুর ১২:০০ টায় হোটেল থেকে চেক আউট করে এগিয়ে যাওয়া জয়পুর স্টেশনের পথে। তারপর জয়পুর স্টেশন থেকে দুপুর ২:৪০ এর ১২৯৮৮ AJMER SEALDAH EXPRESS ট্রেন। গন্তব্য শিয়ালদা স্টেশন।

👉🏻DAY 14:- বিকেল ৩:৫০ নাগাদ শিয়ালদা স্টেশনে পৌঁছাবো আমরা এবং এগিয়ে যাবো বাড়ির পথে সারা জীবনের জন্য মনে রাখার মত কিছু অভিজ্ঞতা নিয়ে🤗।

👉প্যাকেজ মূল্য: - ২২৫০০ /-টাকা প্রতিজন৷

✅🥢প্যাকেজের মধ্যে কী কী থাকবে:- ✅
👉১) স্লিপার ক্লাস ট্রেনের টিকিট ( এসি এর ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া লাগবে)৷
👉২) ফ্যামিলি অনুযায়ী স্ট্যান্ডার্ড রুম হোটেল৷
👉৩) ২X২ সিট বাস/ ট্রাভেলার গাড়ি ৷
👉৪) বাঙালি খাবার (ব্রেকফাস্ট,লাঞ্চ,ইভিনিংটি -স্নাক্স , ডিনার)৷

❌📌প্যাকেজের মধ্যে কী কী থাকবে না:-❌
👉১) ট্রেনের খাবার৷
👉২) দর্শনীয় স্থানের এণ্ট্রি ফী ও ক্যামেরা চার্জ৷
👉৩) ট্যুর স্পট গাইড খরচ৷
👉৪) উটে চাপার খরচ৷
👉৫) স্যাম ডিউন্স এ রাজস্থানি আহার।
👉৬) নিজস্ব খরচ৷

বুকিং ও বিস্তারিত জানার জন্য কল / হোয়াটস্যাপ করুন :-
📲083483 61476
অফিস :-Kamarpukur (Bengai Road) : Hooghly :712612
🌐fizabooking.com
🙏🙏

15/09/2023

এবার শীতে ভ্রমনপ্রেমী মন
একবার ঘুরেই দেখুন....
দিল্লি-আগ্ৰা-মথুরা-বৃন্দাবন 🩵
পাহাড়, সমুদ্র আর নয়, এবার কি মন চাইছে একটু ভিন্ন গন্তব্য🤔? তাহলে একটিবার পা বাড়িয়েই দেখুন উত্তরপ্রদেশের এই প্রাঞ্জল ভ্রমনপথে😌। এখানে পবিত্র তীর্থক্ষেত্র ও মনোহর স্থাপত্যের সাথে থরে থরে সাজানো আছে ইতিহাস। ভারতের রাজধানী শহরটি সজ্জিত কুতুব মিনার থেকে লোটাস 🪷টেম্পলের মতো বিস্ময়কর কিছু স্থাপত্যভান্ডার নিয়ে যা আপনাকে স্থাপত্যের প্রতি অনুরাগী করবে নিঃসন্দেহে। সাথে যদি মোগল ইতিহাসে আগ্ৰহী হন তবে তো আপনাকে সাদরে স্বাগত জানাবে দিল্লি। অন্যদিকে মায়াময় তাজমহল ছাড়া এই ভ্রমন অসম্পূর্ন। আজ থেকে নয়, যুগ যুগ ধরে ইতিহাস ও সৌন্দর্য নিয়ে পর্যটক আকর্ষণের শীর্ষে রয়েছে সপ্তম আশ্চর্যের অন্যতম এই তাজমহল।
ইতিহাস-স্থাপত্যের সাথে আধ্যাত্মিকতার স্পর্শেও মন উদ্বেলিত হবে পবিত্র মথুরা-বৃন্দাবন ভ্রমনকালে। যেখানে শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা কিংবা বিখ্যাত প্রেম মন্দির 🛕নতুবা রহস্যময় নিধিবনের অঙ্গে অঙ্গে খুঁজে পাবেন ভক্তিমনের নিশ্বাস- প্রশ্বাস।
তাহলে কী ভাবছেন? কাকে ভরসা করে পাড়ি দেওয়া যায় এই ভ্রমনে🤔? আপনার বিশ্বস্ত ও অভিজ্ঞ ভ্রমনসঙ্গী Fiza Tour & Travels তো আছেই। যাত্রী স্বাচ্ছন্দ এবং পরিসেবার ভালো গুণমানে আমরা আপোস করি না। তাহলে আর দেরি নয়, সঠিক বাজেটে ও সঠিক গাইডে ঘুরে দেখুন এই আশ্চর্যভূমি 🤗।

👉🏻শুভ যাত্রা - ০৬ই অক্টোবর, ০৮ই ডিসেম্বর, ও ১৫ই ডিসেম্বর ২০২৩
👉🏻ঘরে ফেরা - ১৪ই অক্টোবর, ১৬ই ডিসেম্বর ও ২৩শে ডিসেম্বর ২০২৩

👉🏻প্যাকেজ মূল্য জনপ্রতি খরচ — ১৫০০০/-

✅🥢প্যাকেজের মধ্যে কী কী থাকবে:- ✅
১) স্লিপার ট্রেনের টিকিট ৷ এসির ক্ষেত্রে অতিরিক্ত টাকা আপনাকেই দিতে হবে ৷
২) সমস্ত স্ট্যান্ডার্ড ক্যাটাগরির হোটেল ৷
৩) ব্রেকফাস্ট ,লাঞ্চ,ইভিনিং স্নাক্স , ডিনার।
8 ) দিল্লী সাইটসিন এসি বাস।
৫) নন এসি ট্রান্সপোর্ট ৷

❌📌প্যাকেজের মধ্যে কী কী থাকবে না:- ❌
১) ট্রেনের খাবার ৷
২) মিনারেল ওয়াটার ৷
৩) কুলির খরচ ৷
৪) দর্শনীয় স্থানের এন্ট্রি ফী ৷

📲বুকিং ও বিস্তারিত জানার জন্য কল / হোয়াটস্যাপ করুন :-
083483 61476
অফিস :-Kamarpukur (Bengai Road) : Hooghly :712612
🙏🙏

ট্রেন/ফ্লাইট টিকিট বুকিং এখন হাতের মুঠোয় 🤗 ট্রেন বা ফ্লাইট টিকিট বুকিং এর ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো থেকে ব...
07/09/2023

ট্রেন/ফ্লাইট টিকিট বুকিং
এখন হাতের মুঠোয় 🤗

ট্রেন বা ফ্লাইট টিকিট বুকিং এর ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো থেকে বিরত থাকতে চান? নতুবা কি হচ্ছে না বুকিং অফিস যাওয়ার সময়? অথবা দেখছেন অ্যাভেলেবল রয়েছে মাত্র কয়েকটি সিট?.... তবে আপনার বিশ্বস্ত এবং অভিজ্ঞ ভ্রমনসংস্থা Fiza Tour & Travels এর সাথে একটি ফোনেই বুকিং করে নিন আপনার গন্তব্যের টিকিট, আবার যোগাযোগেই পেয়ে যান কারেন্ট স্ট্যাটাস সহ যাবতীয় তথ্যাদি।

▪️ ট্রেন টিকিট বেশি ওয়েটিং থাকলে ব্রেক জার্নির বেস্ট রুট সাথে কনফার্ম সিটেরও সুব্যবস্থা পাবেন আমাদের কাছে।
▪️ কেবল তাই নয়, ফ্লাইট টিকিট বুক করুন বেস্ট রেটে, এবং ট্রেন এর ক্ষেত্রে রেলওয়ে রিজার্ভেশন বুকিং এর মতই অভিজ্ঞতার সাথে বুকিং হবে আপনার টিকিট।
▪️ অন্যান্য সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট থেকে কম খরচে এবং বিশ্বাসযোগ্যতার সাথে করুন টিকিট বুকিং।

🔸টিকিট বুকিং নিয়মাবলী :-প্রথমেই সম্পূর্ণ পেমেন্ট দিতে হবে না। প্রথমে নিম্নে উল্লেখিত চার্চ দিয়ে বুকিং করান এবং টিকিট কনফার্মের পর সমস্ত পেমেন্ট করুন।

🚆ট্রেনের ক্ষেত্রে প্রথমে -
এসি ট্রেন টিকিট - ৫০০ টাকা
স্লিপার টিকিট - ৩০০ টাকা
দ্বিতীয় স্লিপার টিকিট- ১০০ টাকা দিয়ে বুকিং করুন।

✈️ফ্লাইটের ক্ষেত্রে প্রথমে-
ইকোনমি ক্লাস টিকিট- ৩৫০০ টাকা
বিজনেস ক্লাস টিকিট- ২০০০ টাকা দিয়ে বুকিং করুন।

বুকিং ও বিস্তারিত জানার জন্য কল / হোয়াটস্যাপ করুন🤗 :-
📲083483 61476
অফিস :-Kamarpukur (Bengai Road) : Hooghly :712612
🙏🙏

দিল্লি- আগ্রা- মথুরা- বৃন্দাবন😇দিল্লী-আগ্রা বরাবরই ভ্রমণপিপাসুদের কাছে একটি আকর্ষণীয় জায়গা, দিল্লী-আগ্রা মানেই মুঘল স্থা...
30/08/2023

দিল্লি- আগ্রা- মথুরা- বৃন্দাবন😇
দিল্লী-আগ্রা বরাবরই ভ্রমণপিপাসুদের কাছে একটি আকর্ষণীয় জায়গা, দিল্লী-আগ্রা মানেই মুঘল স্থাপত্যশৈলীর অপরূপ নিদর্শন, শাহজাহানের অমর কীর্তি তাজমহল, কিংবা তেরংগা আন্দোলিত লাল কেল্লা, কুতব মিনার কিংবা লোটাস🪷 টেম্পল লোধী গার্ডেন কিংবা ইন্ডিয়া গেট এ সব জায়গা প্রত্যেক ভ্রমণপিপাসুদের আকর্ষনের আকর হিসাবে বারে বারে সাক্ষ্য দিয়েছে, স্বামীনারায়ণ অক্ষরধাম এর চোখ জুড়ানো স্থাপত্য বাড়তি দাবি রাখবে অবশ্যই, এছাড়াও ফতেপুর সিক্রি বুলন্দ দরওয়াজা ইত্যাদি জায়গা আপনার ভ্রমণপ্রেমী মনকে তৃপ্ত করবে অবশ্যই।
ধর্ম যদি আপনার পছন্দের বিষয় হয় তবে মথুরা বৃন্দাবন আপনার ভ্রমণতালিকায় স্থান পাবে সে বিষয়ে সন্দহ নেই, মথুরা শহর জুড়ে রয়েছে বহু পৌরাণিক আখ্যান, মথুরার শ্রীকৃষ্ণের জন্মস্থান 🛕 গোবর্ধন পাহাড়, রাধাকুন্ড ইত্যাদি জায়গাগুলোর নিজস্ব দর্শন আপনাকে মুগ্ধ করবেই, দ্বারকাধীশ মন্দিরের অসাধারণ স্থাপত্য আপনার মন কে তৃপ্ত করবে। পায়ে পায়ে বৃন্দাবনের দিকে এগোলে এখানের নিধিবন, বাঁকে বিহারি মন্দির, প্রেম মন্দির, রাধা রমণ মন্দির কিংবা নন্দগাঁও ইত্যাদি জায়গাগুলোতে আপনি খুঁজে পাবেন ভারতবর্ষের নিশ্বাস-প্রশ্বাস, তাই আর দেরী না করে ঘুরে আসুন “দিল্লী-আগ্রা-মথুরা-বৃন্দাবন” কী ভাবছেন!! চিন্তা নেই আপনার সাথে আছে আপনার একমাত্র নির্ভরযোগ্য ভ্রমণসংগী Fiza Tour Travels🤗

👉🏻শুভ যাত্রা - ০৬ই অক্টোবর, ০৮ই ডিসেম্বর, ও ১৫ই ডিসেম্বর ২০২৩
👉🏻ঘরে ফেরা - ১৪ই অক্টোবর, ১৬ই ডিসেম্বর ও ২৩শে ডিসেম্বর ২০২৩

👉🏻DAY 01:- আমাদের শুভযাত্রার সূচনা হবে হাওড়া স্টেশন থেকে সন্ধ্যা 6:50 এর 12323 HWH BME EXPRESS ট্রেন ধরে, গন্তব্য- দিল্লি স্টেশন। রাত্রিবাস ট্রেনেই।

👉🏻DAY 02:- এইদিন দিল্লি স্টেশন পৌছাবো আমরা দুপুর ৩:১৫ নাগাদ, তারপর হোটেলের পথে এগিয়ে যাওয়া এবং হোটেলে প্রবেশ। বাকি সময়টা বিশ্রাম নিতে পারেন নতুবা নিজের মতো কাটাতে পারেন। রাত্রিবাস #দিল্লি হোটেলে।

👉🏻DAY 03:- এইদিন সকাল সকাল জলখাবার সেরে এসি বাসে চেপে আমরা বেড়িয়ে পড়বো দিল্লি পরিভ্রমণে। সকাল ৭:৩০ থেকে সন্ধ্যে ৬:৩০ অবধি‌ ঘুরে দেখবো রাজধানী শহরটিকে। একে একে দেখে নেব ইন্ডিয়া গেট, রেড ফোর্ট, ভারতের অন্যতম বৃহত্তম মসজিদ- জামে মসজিদ, কুতুব মিনার, দ্যা ন্যাশনাল মিউজিয়াম, লোটাস টেম্পল প্রভৃতি। রাত্রিবাস দিল্লি হোটেলে।

👉🏻DAY 04:- এইদিন সকাল ৭:০০ টায় টেম্পো ট্রাভেলার চেপে আমরা রওনা দেব নিজামুদ্দীন স্টেশনের উদ্দেশ্যে। তারপর স্টেশন থেকে সকাল ৮:১০ এর 12050 GATIMAAN EXPRESS ট্রেন ধরবো আমরা, গন্তব্য - আগ্রা ক্যান্ট স্টেশন। সকাল ৯ঃ৫০ নাগাদ স্টেশনে পৌঁছে হোটেলের পথে এগোনো এবং হোটেলে প্রবেশ। হোটেল থেকে দুপুরে লাঞ্চ সেরে আমরা বাসে চেপে বেড়িয়ে পড়বো আগ্ৰা পরিদর্শনে। দেখতেই হয় পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম- তাজমহল। সাথে আরো দেখবো আগ্ৰা ফোর্ট, মেহতাব বাগ প্রভৃতি। ভ্রমণ শেষে হোটেলে ফিরব সন্ধ্যে ৬:০০ টা নাগাদ। রাত্রিবাস #আগ্রা হোটেলে।

👉🏻DAY 05:- এইদিন সকালে জলখাবার সেরে ৯:০০টা নাগাদ হোটেল থেকে চেক আউট করে টেম্পো ট্রাভেলার চেপে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেবো আমরা। যাত্রাকালে দেখে নেব ফতেপুর সিক্রি এবং বুলন্দ দরওয়াজা। তারপর এগিয়ে যাব #মথুরা র পথে। দর্শন করবো শ্রীকৃষ্ণের জন্মস্থান কেশব দেও মন্দির, গীতা মন্দির, বিক্রম ঘাট প্রভৃতি। মথুরা দর্শন সমাপ্ত করে আমরা এগিয়ে যাবো বৃন্দাবনের পথে। সন্ধ্যে ৭:০০ টা নাগাদ বৃন্দাবন পৌঁছে হোটেলে প্রবেশ। রাত্রিবাস #বৃন্দাবন হোটেল।

👉🏻DAY 06:- এইদিন সকালে জলখাবার সেরে আমরা অটো করে বেড়িয়ে পড়বো বৃন্দাবন ধাম দর্শনে। দেখব প্রাচীন সব মন্দির, তথা- রাধাবল্লভ মন্দির, স্বয়ম্ভু রাধারমন মন্দির, শাহজি মন্দির, বাঁকেবিহারী মন্দির, কালীয়াদমন ঘাটের কাছে স্থিত মদনমোহন মন্দির প্রভৃতি। সকাল ৯:০০ টা থেকে সন্ধ্যে ৬:০০টা পর্যন্ত ঘুরে দেখার পর ফিরে আসবো হোটেলে। রাত্রিবাস বৃন্দাবন হোটেল।

👉🏻DAY 07:- বৃন্দাবন দর্শন একদিনে শেষ হওয়ার নয়। তাই মন্দিরের এই ভূমিতে দ্বিতীয় দিন দর্শন করবো গোবিন্দদেব মন্দির, রাধাদামোদর মন্দির, বৃন্দাবন শক্তিপীঠ, জয়পুর মন্দির, প্রেম মন্দির এবং বিশ্বের অন্যতম ইসকন মন্দির তথা কৃষ্ণ বলরাম মন্দির। সকাল ৯:০০টা থেকে সন্ধে ৬:০০ টা পর্যন্ত ঘুরে দেখবো বৃন্দাবন। রাত্রিবাস বৃন্দাবন হোটেল।

👉🏻DAY 08:- এইদিন সকালটা নিজেদের মতো করে কাটাতে পারেন। দুপুর ১২:০০ টায় টেম্পো ট্রাভেলার চেপে আমরা এগিয়ে যাবো আগ্রা ফোর্ট স্টেশনের পথে। স্টেশনে পৌছাবো আমরা বিকেল ৩:০০ টে নাগাদ, তারপর সন্ধ্যে 6:55 এ AII SDAH EXPRESS ট্রেন ধরে গন্তব্য স্টেশন শিয়ালদহের উদ্দেশ্যে এগোনো।

👉🏻DAY 09:- এইদিন দুপুর ৩:৫০ নাগাদ শিয়ালদহ স্টেশনে পৌঁছাব আমরা এবং বাড়ির পথে রওনা দেবো জীবনভরের মধুর কিছু স্মৃতিসমেত ।

👉🏻প্যাকেজ মূল্য জনপ্রতি খরচ — ১৫০০০/-

✅🥢প্যাকেজের মধ্যে কী কী থাকবে:- ✅
১) স্লিপার ট্রেনের টিকিট ৷ এসির ক্ষেত্রে অতিরিক্ত টাকা আপনাকেই দিতে হবে ৷
২) সমস্ত স্ট্যান্ডার্ড ক্যাটাগরির হোটেল ৷
৩) ব্রেকফাস্ট ,লাঞ্চ,ইভিনিং স্নাক্স , ডিনার।
8 ) দিল্লী সাইটসিন এসি বাস।
৫) নন এসি ট্রান্সপোর্ট ৷

❌📌প্যাকেজের মধ্যে কী কী থাকবে না:- ❌
১) ট্রেনের খাবার ৷
২) মিনারেল ওয়াটার ৷
৩) কুলির খরচ ৷
৪) দর্শনীয় স্থানের এন্ট্রি ফী ৷

📲বুকিং ও বিস্তারিত জানার জন্য কল / হোয়াটস্যাপ করুন :-
083483 61476
অফিস :-Kamarpukur (Bengai Road) : Hooghly :712612
🙏🙏

Address

Sripur (Bengai Road)
Kamarpukur
712612

Alerts

Be the first to know and let us send you an email when Sayed AjfaruddinAhammed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sayed AjfaruddinAhammed:

Videos

Share

Category


Other Kamarpukur travel agencies

Show All