07/01/2023
|| এবার শীতে ' রেশম পথের টানে ', 𝐒𝐈𝐋𝐊 𝐑𝐎𝐔𝐓𝐄 𝐓𝐎𝐔𝐑 ||
Neel Diganta Tour & Travels :
☎️ +91 9851032320 (Office Number)
☎️ +91 9332268256 ( Route Expert )
☎️ +91 9232815555 (Office Number)
#সিলারিগাঁও , #ইচ্ছেগাঁও , #রামধুরা , #রেশিখোলা , #রোলেপ, #রংপোখোলা, #লিংথাম, #আরিতার , #আগামলোক, #মানখিম #পাদামচেন , #জুলুক , #লুংথুং, #নাথাং , #গ্যাংটক
👇 03 রাত্রি 04 দিন 👇
------------------------------------------------------------------
8 Heads-. Rs- 4500/(Per Head)
7 Heads-. Rs- 4800/(Per Head)
6 Heads-. Rs- 5200/(Per Head)
5 Heads-. Rs- 6000/(Per Head)
4 Heads-. Rs- 6800 /(Per head)
3 Heads-. Rs- 8200/(Per head)
2 Heads-. Rs-. 11000/(per head)
👇 04 রাত্রি 05 দিন 👇
------------------------------------------------------------------
8 Heads-. Rs- 5700/(Per Head)
7 Heads-. Rs- 6200 /(Per Head)
6 Heads-. Rs- 6800/(Per Head)
5 Heads-. Rs-7500/(Per Head)
4 Heads-. Rs- 8200/( Per Head)
3 Heads -. Rs- 9750/(Per Head)
2 Heaes -. Rs- 12750/(Per Head )
➡️ 'Silk Route' তথা 'রেশমপথ' মানবসভ্যতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখতে পাই প্রাচীন সময়ে ভারত, চীন,পার্সিয়া, আরব , গ্রিস, ইতালি পর্যন্ত বিস্তৃত একটা দীর্ঘ পথ জুড়ে চলতো এই জিনিসপত্রের আদানপ্রদান। রেশম বা সিল্ক এর বহুল ট্রেডিং তো ছিলই, এছাড়াও ফল, সবজি, মশলা, ফেব্রিক, ধাতব জিনিসপত্র এইসবের বাবসাও চলতো সমানভাবে।
সিকিমের 'সিল্করুট' টি এই ঐতিহাসিক পথটির একটি গুরুত্বপূর্ণ অংশ যা লাসা ( Lhasa ) থেকে চুম্বি ভ্যালী, ( Chumbi Valley - Tibet ) নাথুলা পাস ( Sikkim ) হয়ে যুক্ত হত তমলুক বন্দরে।
এখনও পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যের খনি এই 'সিল্করুট'! তবে একটা কথা না বললেই নয়, সিকিমের এই অংশটি আসলে শুধুমাত্র তাঁদের জন্য যাঁরা খুব কাছ থেকে প্রকৃতির সান্নিধ্য পেতে চান। পাহাড়ি গ্রামের রূপ রস গন্ধ বুক ভরে অনুভব করতে চান কর্মব্যস্ত জীবন থেকে একটু পালিয়ে গিয়ে। অপার মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকতে চান বরফে ঢাকা হিমালয়ের দিকে। জুলুকের বিখ্যাত Zig Zag Road দেখে এক অনন্য অনুভূতির সাক্ষী হতে চান, ইতিহাসবিখ্যাত এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে শিহরিত হতে চান, এই ট্যুর তাঁদের জন্য। এক কথায় তৈরি করা sightseeing পয়েন্ট ছাড়াও যাঁরা প্রাকৃতিক সৌন্দর্য চেটেপুটে নিতে চান এই দুঃসহ সময়ে, সিল্ক রুট তাঁদের জন্য।
➡️ আদর্শ সময় :: সিল্ক রুট ঘোরার আদর্শ সময় বলা হয় মোটামুটি অক্টোবর থেকে মে মাস । কারণ বৃষ্টির সমস্যা কেটে গিয়ে এবং অবশ্যই বরফের ছোঁয়া পেয়ে এই সময়েই সিকিমের এই অংশটি সবচেয়ে সুন্দরী হয়ে ওঠে। ঠান্ডা তো থাকেই, জানুয়ারি, ফেব্রুয়ারিতে থাকে রাস্তা বন্ধ থাকার অনিশ্চয়তা ( অতিরিক্ত বরফের জন্য ) , কিন্তু তবুও এই রুটের সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করতে গেলে আদর্শ সময় কিন্তু এটাই।
এপ্রিল থেকে মোটামুটি শুরু হয় সামার সিজন। চলে জুন অব্দি, যতদিন না বৃষ্টি শুরু হচ্ছে। এই সময়টা আবার অন্যরূপ। পাহাড়ি ফুলের ছড়াছড়ি, আবহাওয়া থাকে মনোরম। অতিরিক্ত ঠান্ডার কামড় থেকে খানিকটা রেহাই পাওয়া যায় এই সময়টা। জুলাই থেকে সেপ্টেম্বর মাঝামাঝি অব্দি বর্ষার সময়টা এদিকটা খানিক এড়িয়ে চলাই ভালো।
➡️ ট্যুর প্ল্যান ::
এই রুটে ট্যুর করতে চাইলে মোটামুটি 4 রাত 5 দিন স্ট্যান্ডার্ড হবে।
কিন্তু সময়ের অভাবে 3 রাত 4 দিন ও কভার করা যায়।
প্রথমদিন নিউ জলপাইগুড়ি / শিলিগুড়ি/ ব্যাগডোগড়া থেকে পৌঁছে যান সিলেরিগাঁও, দ্বিতীয় দিন থাকবেন রেশিখোলা, তৃতীয় দিনটা থাকুন সোজা জুলুক/পদমচেন এ। চতুর্থদিন সিল্ক রুট ট্যুর সেরে নীচে নেমে থাকুন লিংথাম এ। পরের দিন ফিরে আসুন নিউ জলপাইগুড়ি/ বাগডোগড়া।
এছাড়া যেহেতু কালিমপঙ জেলা থেকে খুব connecting ট্যুর এই দিকটা, তাই চাইলে কালিমপঙ জেলার লাভা, রিশপ, কোলাখাম ট্যুরের সাথেও সিল্ক রুট সম্ভব। অবশ্য সেক্ষেত্রে বেশিদিনের ট্যুর হবে।
➡️ শর্ট ট্রেল রুট ::
🇩 🇦 🇾-1️⃣
(NJP TO SILERY GAON / ICHHEGAON / RAMDHURA )
দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম করে বিকেলে বেরোবো RAMITEY ভিউ পয়েন্ট ট্রেকিং(ঐচ্ছিক) এ। রাত্রিবাস Sillery Gaon.
ICHHEGAON থাকলে বিকেলে জঙ্গল হাইকিং এ যাওয়া যেতে পারে
আর Ramdhura হলে পাহাড়ের কোলে সূর্যাস্ত ।
🇩 🇦 🇾-2️⃣
( SILERY GOAN TO ZULUK / LUNGTHUNG )
ব্রেকফাস্ট করে রংলি তে পারমিট করে চলে যাবো Zuluk । রাস্তায় দেখবো পেডং, লিংথাম , কিউখোলা ফলস, রংলি মার্কেট, রাত্রিবাস
ZULUK / LUNGTHUNG
🇩 🇦 🇾-3⃣
(ZULUK TO PADAMCHEN / LINGTHAM )
তৃতীয় দিনে সকালের ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ব আশেপাশের দর্শনীয় স্থানগুলির উদ্দেশ্যে।
এরমধ্যে প্রথম দ্রষ্টব্য স্থান জুলুক।এটি মূলত ছোট গ্রাম,সেনা ছাউনিগুলো এখানে দেখতে পাওয়া যায়।
জুলুকের প্রধান আকর্ষণ জিগজ্যাগ রোড। পাহাড়ের গা বেয়ে সর্পিল পাকদন্ডী পথ মনকে শিহরিত করবে, থাম্বি ভিউ পয়েন্ট থেকে যেটা দেখার আনন্দ অন্যরকম ।
এরপর যাবো ১১,৫০০ ফিট উচ্চতায় অবস্থিত লক্ষ্মী চক,নাথাঙ্ ভ্যালি, ওল্ড বাবা মন্দির (বাবা হরভজন সিং এর নামে ধর্ম নিরপেক্ষ মন্দির),হাতির শুঁড়ের মতো দেখতে এলিফ্যান্ট লেক, কুপুপ , গলফ কোর্স, এর মতো নৈসর্গিক সৌন্দর্য্যে ভরপুর অসাধারণ স্থান গুলি।
উপরের সব জায়গা কভার করে কেও কেও Gnathang Valley তেও থাকেন ( সেক্ষেত্রে প্ল্যান 1 রাত বেশি করা উচিত ) বা নিচে নেমে Padamchen অথবা Lingtham থাকেন ।
যারা Zuluk এর জায়গায় একটু উঁচুতে Lungthung এ রাত্রিবাস করবেন তাদের জন্য তো রইলো Lungthung এর হোম স্টে তে বসেই সানরাইজ।
🇩 🇦 🇾-4️⃣
( PADAMCHEN TO RISHIKHOLA RIVER SIDE / ROLEP / ARITAR )
Padamchen থেকে Breakfast করে চলে যাবো Rishikhola, রাস্তায় Aritar lake, Binayak Mandir, আর Aritar Monestry দেখা।
আজ রিশিখোলা তে নদীর ধারে রাত্রিবাস , অথবা রোলেপ হাঙ্গিং ব্রিজ আর বুদ্ধ মনাস্ট্রি দেখে রোলেপ এ থাকা।
আরিতার এ থাকলেও উপরের জায়গা গুলো দেখে থাকা যায়।
🇩 🇦 🇾-5️⃣
( TOWARDAS NJP )
আজ একটু তাড়াতাড়ি Breakfast করে পাহাড় কে টাটা করে মধুর স্মৃতি ও মনে একরাশ আনন্দ নিয়ে চলে যাবো NJP নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে।
➡️ Include :
✅ Pick Up , Drop, All Mentioned Sightseeing in Itinerary
✅ গাড়ি : Sumo / Bolero গোটা জার্নির জন্য ( যারা Innova / Xylo খুঁজবেন রেট সেক্ষেত্রে আলাদা হবে )
02 জন / 03 জন হলে ছোটো গাড়ি নিতে পারেন ।
✅ Homstay তে প্রয়োজন মত রুম ( মিনিমাম ডাবল )
✅ খাওয়া দাওয়া : সকালের চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যার চা ও স্ন্যাকস, ডিনার ( ভেজ / নন ভেজ )
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
➡️ Exclude :
✅ NJP সিন্ডিগেট পার্কিং চার্জ ( 200 টাকা )
✅ পারমিট খরচ ( গাড়ি প্রতি আনুমানিক 500 টাকা )।
⭐ কিছু জিনিস মাথায় রাখতে হবে এই দিকের ট্যুরে ::
☑️ দুই তিনজন ট্যুর করতে গেলে একটু খরচসাপেক্ষ হবে, তাই অন্তত 5-6 জনের গ্রুপ করার চেষ্টা করুন। ট্যুর বাজেট ফ্রেন্ডলি হবে।
☑️খুব বেশি দর্শনীয় স্থান মানে sightseeing পয়েন্টস এদিকে পাবেন না শুরুর দিকে। আসল ট্যুর ওই জুলুকের পর। তাই প্রকৃতির সৌন্দর্য শান্ত পরিবেশে উপভোগ করতে চাইলে, তবেই এদিকটা বাছবেন। পয়েন্ট ধরে ধরে ঘোরার মত জায়গা কিন্তু সিল্করুট নয়। যেটুকু আছে, 4-5 দিনের মধ্যে খুব ভালোভাবে কভার করা যাবে অনায়াসে।
☑️থাকার জন্য আছে অনেক option, কিন্তু এই পোস্টে আমরা উল্লেখ করেছি বাজেটের মধ্যে ভালো মানের কিছু হোমস্টে। সার্ভিস যথেষ্ট স্ট্যান্ডার্ড দেওয়ার চেষ্টা করি আমরা, কিন্তু তবুও উল্লেখ করতেই হবে যে জুলুক বা তার উপরের জায়গাগুলোতে উচ্চতাজনিত কারণে ও কিছু আঞ্চলিক সমস্যার জন্য খুব বেশি মানের আধুনিক ব্যাবস্থাপনা করা শক্ত কিছু ক্ষেত্রে।
Neel Diganta Tour & Travels : Katwa, Purba Barddhaman
☎️ +91 9851032320 (Office Number)
☎️ +91 9332268256 ( Route Expert )
☎️ +91 9232815555 (Office Number)