24/06/2024
পঞ্চম কেদারের অন্তিম কেদার হলো দেবভূমি উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত শ্রী কল্পেশ্বর ধাম। এখানে মহাদেবের জটার পূজা করা হয়।
কথিত আছে মহাভারতের যুদ্ধের সময় গোত্র হত্যা ও ব্রাহ্মণ হত্যার পাপ লাগে পঞ্চপান্ডবদের উপর।এই পাপ খন্ডন করতে তারা কাশী বিশ্বনাথ ধামে আসে মহাদেবের পূজা করতে। মহাদেব তাদের দেখা দেবেন না বলে একটি ষন্ডের রূপ ধারণ করে লুকিয়ে যান।মহাদেবকে খুঁজতে এরপর পঞ্চপাণ্ডব উত্তরাখণ্ডের দিকে এগোতে থাকে। গুপ্তকাশীর কাছে ভীম ষন্ডরুপী মহাদেবকে চিনতে পেরে যান এবং তার লেজ ধরে ফেলেন।তখন মহাদেব আবির্ভূত হন।।তার শরীরের বিভিন্ন অংশ বর্তমান পঞ্চকেদারের জায়গা গুলোয় প্রকট হয় এবং পঞ্চপাণ্ডব সেখানে সেখানে পাঁচটি মন্দির স্থাপনা করেন। প্রথম কেদার শ্রী কেদারনাথ ধামে ষন্ডরুপী মহাদেবের পিঠ, দ্বিতীয় কেদার শ্রী মদমহেশ্বর ধামে পেট, তৃতীয় কেদার তুঙ্গনাথ ধামে বাহু, চতুর্থ কেদার রুদ্রনাথ ধামে মুখ এবং পঞ্চম কেদার কল্পেশ্বর ধামে জটার পুজো করা হয়।
চলবে....