31/03/2024
4 nights 5days*
*Silk Route*
"ভালো ঘুরুন সস্তায় নয়"।
*Kolkata To kolkata**
চলুন আমাদের সাথে আনন্দ ভ্রমনে ইস্ট সিকিম।
●আমাদের নিজস্ব হোম স্টে৷
●14100 ফিট মতো উচ্চতা
● তাপমাত্রা হিমাঙ্কের নীচে ৷
●সিল্ক রুটে আসার জন্য অনেক ভাবেই প্লান করা যায় এবং অনেক রকম বাজেট হয়ে থাকে। তবে ক্যাটাগরি আপনাকেই পছন্দ করতে হবে।
● তাই আমরা বলি ভালো ঘুরুন।
◆আমাদের সুন্দর হোম স্টে ও আমাদের অতিথি আপ্যায়ন আপনার ঘোরার আনন্দ কে আরো বহু গুন বাড়িয়ে দিতে সাহায্য করবে সেটা হলপ করে বলতে পারি।
ট্যুর প্লান--👉 *Day 1: (Siliguri to Gangtok* )
আজ আমারা যাবো গ্যাংটক। ট্রেন থেকে নেমে নিজেদের মধ্যে পরিচয় পর্ব মিটিয়ে নিয়ে আমরা ব্রেক ফাস্ট করে নেবো।তারপর গ্যাংটক এর জন্য রহনা হবো।গ্যাংটক এ পৌঁছানোর পর দুপুরের খাবার খাবো।বিকাল এ গ্যাংটক ম্যাল টা ঘুরে আসতে পারেন নিজ খরচে।
Day 2:(Gangtok to Phadamchen)
আজ আমারা যাবো ফাদামছেন । সকালে ব্রেক ফাস্ট করে আমরা যাত্রা করবো।প্রথম পড়বে তাসি ভিউ পয়েন্ট, ছাঙ্গু লেক,নিউ বাবামন্দির, কুপুপ লেক, জেলেপলা পাস, ওল্ড বাবা মন্দির, নাথাং ভ্যালি, লাক্সমান চক, থাম্বি ভিউ পয়েন্ট, জুলুক ও ইকোনেচার পার্ক ঘুরে নাইট স্টে ফাদামচেন এ।
DAY-3:- (Phadamchen to TO DARA GAON) - আজ আমাদের ঘোরানোর তৃতীয় দিন।যাত্রা পথে পড়বে কাউখোলা ওয়াটার ফলস। তারপর রংলি মার্কেট আমরা রংলী মার্কেট এ কিছুক্ষন দাঁড়িয়ে কেনাকাটা করতেই পারি প্রিয় জনদের জন্য।এরপর বিনাক মন্দির ও ঋষি নদী দেখে আমরা পৌঁছাবো দ্বারা গাও।
দ্বারা গাঁও পৌঁছিয়া মধান্নভোজন করবো। বিকেল বেলা পায়ে হাঁটা পথে যাবো হিমালি ভিউ পয়েন্ট যেখান থেকে দেখা যায় রংপো শহর ও তিস্তা নদী।
হোমস্টে ফিরে চা খেতে খেতে দেখতে পারি রাতের রংপো শহর।
DAY 4:- (Dara gaon TO SAMALBONG) :
আজ আমরা প্রাতরাশ সেরে সামালবং এর উদ্দেশ্যে যাত্রা করবো।
এর পর রামধূরা ভিউ পয়েন্ট ও জলসা বাংলো এবং পালা ব্রীজ পার করে সামালবং পৌঁছাবো।
দুপুরের খাবার খাবো আজ বাঙ্গালীয়ানা যা পাহাড়ে বিরল। বিকালে যাবো ভিউ পয়েন্ট এ পায়ে হেঁটে । দেখবো সূর্যাস্ত ও রেলি নদী । সন্ধ্যায় দেখবো নেকলেস ভিউ যা কিনা ভোলবার কথা নয়।
নেকলেস ভিউ দেখে হোম স্টে তে ফিরে আমরা ডিনার সারবো বাঙ্গালী স্বাদে ।
DAY 5 :- (samalbong to njp)
আজ শেষ দিন,নিউ জলপাইগুড়ির জন্য যাত্রা করবো। যাত্রা পথে পড়বে সেলফী দ্বারা ভিউ পয়েন্ট সমথারও কলিঝোরা ড্যাম।করোনেশন ব্রীজ সভোক জঙ্গল ।নিউ জলপাইগড়িতে পৌঁছানোর পর সবাই কে বিদায় জানাবো .
*Note*
রুম আভিবিলিটি এর কারণে প্রথমদিন টি লাস্ট দিন ও লাস্ট দিনটি ফাস্ট দিন হতে পারে।
বরফ পাওয়া না পাওয়া প্রকৃতির হাতে। এবং বরফের জন্য শেষ পর্যন্ত পারমিট পাওয়া না পাওয়া ইন্ডিয়ান আর্মির হাতে।
Broz Homes & Holidays
Pinakiguha
7003867834
lovers silkim route lovers tour tour beat