Subhayan Bhraman Prakalpa

Subhayan Bhraman Prakalpa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Subhayan Bhraman Prakalpa, Tourist Information Center, 33, Netaji Subash Road, KOLKATA.

Tulip Fastival 2024
31/03/2024

Tulip Fastival 2024

জয়গুরু 🙏শুভায়ন ভ্রমণ প্রকল্প এর পরবর্তী ভ্রমণ।
15/01/2024

জয়গুরু 🙏

শুভায়ন ভ্রমণ প্রকল্প এর পরবর্তী ভ্রমণ।

জয়গুরু 🙏
29/12/2023

জয়গুরু 🙏

08/12/2023
08/12/2023
14/03/2023

*রাঃস্বাঃ*

*শিলং গৌহাটি ভ্রমন*
*❤️শুভায়ন ভ্রমণ প্রকল্প ❤️*

🚊প্রথম দিন ঃ কোলকাতা থেকে রওনা হওয়া

🌲দ্বীতিয় দিন ঃ সকালে গৌহাটি পৌছান এবং ওখান থেকে শিলং যাওয়া, দুপুরের খাওয়া শিলং পৌছিয়ে, ঐদিন বিকেলে শিলং সৎসঙ্গ বিহার দর্শন, রাত্রি যাপন শিলং হোটেল এ।

🚒তৃতীয় দিন ঃ সকালে টিফিন খেয়ে চেরাপুঞ্জি এর উদ্দেশ্য রওনা হওয়া, সারাদিন ঘুরে আবার শিলং ফিরে আসা, রাত্রি যাপন শিলং হোটেল এ।

🌲চতুর্থ দিনঃ সকালে টিফিন খেয়ে মাওলিনং গ্রাম দর্শন এর উদ্দেশ্য রওনা হওয়া ( এই মাওলিং গ্রাম টি হল এশিয়ার সবথেকে পরিস্কার গ্রাম, তা ছাড়া এখানে আছে দুটি গাছের শিকড় দিয়ে তৈরি একটি সেতু, সেতুর নিচেদিয়ে বয়ে চলেছে একটি নদী) সারাদিন মাওলিনং ঘুরে আমরা ফিরে আসবো শিলং এ, রাত্রি যাপন শিলং হোটেল এ।

🚎পঞ্চম দিন ঃ সকালে আমরা গৌহাটি এর উদ্দেশ্য রওনা দেব, গৌহাটি পৌছিয়ে আমরা কিছু দর্শনীয় স্থান দর্শন করে নেব, রাত্রি যাপন গৌহাটি হোটেল এ।

🏛️ষষ্ঠ দিন ঃ খুব সকালে আমরা মা কামাখ্যা দেবীর দর্শন করতে যাবো, দর্শন সেরে আমরা হোটেলে ফিরে আসবো,হোটেল থেকে আমরা দুপুরের খাদ্য গ্রহন হোটেলের ঘর ছেড়ে দিয়ে আমরা চলে যাব গৌহাটির সৎসঙ্গ বিহার এ, ( এই মন্দির টি ভারতবর্ষে শ্রীশ্রী ঠাকুরের প্রথম মন্দির), সন্ধার পার্থনা সেরে আমরা পৌছাব গৌহাটি রেল স্টেশন এ এবং ঐদিন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।

🏦সপ্তম দিনঃ আমরা সব স্মৃতি মনে নিয়ে নিজ নিজ বাড়ি পৌছাব।

*আমাদের প্রতিটি ভ্রমণে সম্পুর্ন নিরামিষ খাদ্য পরিবেশন করা হয় এবং ব্রাক্ষণ রান্নর ঠাকুর দিয়ে অন্ন রান্না এবং অন্ন পরিবেশনের ব্যবস্থা করাহয়*।

*ভ্রমন মূল্য= ১১৫০০/-*
ভ্রমণ তারিখ =*০৬/০৭/২০২৩*

সঞ্জয় বিশ্বাস
১৪০/৪৩ হৃদয়পুর স্টেশন রোড,
ডাইমন্ড প্লাজা,
হৃদয়পুর, কোলকাতা ১২৭
জেলা=২৪ পরগনা (উঃ)
যোগাযোগ = *৯০০৭৮৬৪৬০৮*

07/11/2022

রাঃ স্বা🙏
*শুভায়ন এর সুন্দরবন ভ্রমণ*

খুব আনন্দের সঙ্গে জানাই সুন্দরবনে গভীর অরণ্যে সৎসঙ্গের ব্যবস্থা ও ঠাকুরের বাণী নিয়ে আলোচনার ব্যবস্থা করেছি ! গভীর অরণ্যের পাশাপাশি গ্রামগুলির আমাদের সৎসঙ্গের ভাই বোনেরা কিভাবে ইষ্ট সাধনা করছেন তা জানতে চলুন এই দয়াপুর গ্রামে !সঙ্গে থাকছে একদিন সৎসঙ্গ ! ইষ্ট সাধনার পাশাপাশি পৃথিবী বিখ্যাত বাদাবন ভ্রমণ ! রয়াল বেঙ্গল টাইগারের বাসভূমি এই সুন্দরবন !আছে বিভিন্ন প্রজাতির প্রাণীর আবাস্থল !এক গা ছমছম মায়াবী জগৎ
আমরা চেষ্টা করেছি ভ্রমণ টিকে আপনার মনের মতো করার ! আপনার সঠিক ভ্রমণ অনুভূতি ও আপনার তৃপ্তিতে আমাদের সাফল্য !
*আমাদের প্রতিটি ভ্রমণে সম্পুর্ন নিরামিষ খাদ্য পরিবেশন করা হয় এবং ব্রাক্ষণ রান্নর ঠাকুর দিয়ে অন্ন রান্না এবং অন্ন পরিবেশনের ব্যবস্থা করে থাকি।*

🌲 ভ্রমণ সূচি 🌲

প্রথম দিন 👇

শিয়ালদহ থেকে ট্রেনে ক্যানিং, ক্যানিং থেকে গদখালি যাব গাড়িতে, গদখালীতে কচি ডাবের জল দিয়ে যাত্রা শুরু-, গদখালী থেকে নদী পার হয়ে গোসাবা পৌছানো এবং প্রথম দিন আমরা দেখেনেব গোসাবা সৎসঙ্গ বিহার, আর হ্যামিলটন সাহেবের বাংলো, তারপর আমরা চলে যাবো আমাদের গন্তব্য স্থলে, আমাদের গন্তব্য স্থল হল পাখিরালয়, ওখানেই আমরা দুটি রাত কাটাবো,
ঐদিন বিকেলে আমরা চলে যাবো আমাদের পরবর্তী গন্তব্য স্থলে, আমাদের পরবর্তী গন্তব্য স্থল দয়াপুর সৎসঙ্গ কেন্দ্র মন্দির, ওইদিন বিকেলের পার্থনা দয়াপুর সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে এবং পার্থনার পরে ৯০ মিনিটের বিশেষ সৎসঙ্গ, সৎসঙ্গ শেষ করে আমরা প্রসাদ নিয়ে ফিরে আসবো পাখিরালয় এর হোটেলে, ঐ দিনের রাত্রি যাপন পাখিরালয়ে।

দ্বিতীয় দিন 👇

🏵️এই দিন কোথায় ঘুরবেন :🏵️

জঙ্গলে ঢোকার অনুমতি নেবার পর সারা দিন জঙ্গলে থাকবো॥
সাজনেখালি, .সুধন্যখালী ,পীরখালী , গাজীখালী ,বনবিবি ভরানী , দোবঁকি , পঞ্চমুখানি (পাঁচ নদীর মিলন স্থান এ ছাড়া ছোট বড় খাঁড়ি !
বিকালে হোটেলে ফেরা
সন্ধ্যায় থাকছে
*💃আদিবাসি মেয়েদের ঝুমুর নাচ💃*

তৃতীয় দিন 👇
সকাল এগারো টায় বাড়ি ফেরা, যেভাবে আমরা ক্যানিং থেকে গিয়েছিলাম ঠিক সেই ভাবেই আমরা আবার ক্যানিং ফিরে আসবো, এবং নিজ নিজ বাড়িতে ফিরে যাবো সব স্মৃতি মনে নিয়ে।

*❤️শুভায়ন ভ্রমণ প্রকল্প ❤️*

সঞ্জয় বিশ্বাস
হৃদয়পুর
জেলা=২৪ পরগনা (উ)
কলকাতা =৭০০১৩০
যোগাযোগ = *৯০০৭৮৬৪৬০৮*
হোয়াটসঅ্যাপ =৯০০৭৮৬৪৬০৮
ভ্রমণ তারিখ= *১৭/০২/২০২৩*
এবং
*২৪/০২/২০২৩*

ভ্রমণ মূল্য
প্রতিঘরে ৪জন = *২৮০০/*-জনপ্রতি
প্রতিঘরে ৩জন= *৩১০০/*- জনপ্রতি
প্রতিঘরে ২জন= *৩৫০০/*- জনপ্রতি

*আসন সংখ্যা প্রতিটি ভ্রমনে ৩০ জন।*

Address

33, Netaji Subash Road
Kolkata
700130

Telephone

+919007864608

Website

Alerts

Be the first to know and let us send you an email when Subhayan Bhraman Prakalpa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Subhayan Bhraman Prakalpa:

Share



You may also like