Subhayan Bhraman Prakalpa

  • Home
  • Subhayan Bhraman Prakalpa

Subhayan Bhraman Prakalpa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Subhayan Bhraman Prakalpa, Tourist Information Center, 33, Netaji Subash Road, .

29/12/2024

Kashmir Tour April 2024

*জয়গুরু🙏**শুভায়ন ভ্রমণ প্রকল্প এর ভাইজ্যাক, আরাকু,জগদলপুর ভ্রমণ**এই ভ্রমণ টি ৮ রাত্রি ৯দিনের**যাত্রার তারিখ= 20/12/2024*...
27/07/2024

*জয়গুরু🙏*
*শুভায়ন ভ্রমণ প্রকল্প এর ভাইজ্যাক, আরাকু,জগদলপুর ভ্রমণ*
*এই ভ্রমণ টি ৮ রাত্রি ৯দিনের*
*যাত্রার তারিখ= 20/12/2024*

*প্রথম দিন* = হাওড়া / শালিমার থেকে ট্রেন, সারারাত ট্রেনে।
*দ্বিতীয় দিন* = সকালে বিশাখাপত্তনম স্টেশন এ নেমে ওখান থেকে গাড়িতে ভাইজ্যাক হোটেলে পৌছানো, এরপর দুপুরের খাদ্য গ্রহন করে আমরা বেড়িয়ে পরবো ভাইজ্যাক এর কিছু দর্শনীয় স্থান দর্শন করতে, সন্ধ্যায় হোটেলে ফিরে বিশ্রাম, এই রাতটা আমরা ভাইজ্যাক হোটেলে রাত্রি যাপন করবো।
*তৃতীয় দিন* = সকালে টিফিন খেয়ে আমরা বেড়িয়ে পরবো ভাইজ্যাক এর আরো কিছু দর্শনীয় স্থান দর্শন করতে, সারাদিন ধরে আমরা ভাইজ্যাক এর বেশকিছু দর্শনীয় স্থান দর্শন করে আমরা সন্ধ্যায় হোটেলে ফিরে বিশ্রাম নেব,
কেউ যদি চায় সে সেই সন্ধ্যায় কেনাকাটার পর্ব টি সেরে নিতে পারে। এই রাত টাও আমরা ভাইজ্যাক হোটেলে রাত্রি যাপন করবো।

*চতুর্থ দিন* = খুব সকালে আমাদের সমস্ত লাগেজ নিয়ে আমরা এগিয়ে যাবো বিশাখাপত্তনম রেল স্টেশন এর দিকে, ওখান থেকে ট্রেন ধরে আমরা পাহাড়ি পথে এগিয়ে যাবো জগদলপুর এর দিকে, পথে একের পর এক গুহার ( ট্যানেল) ভিতর দিয়ে কখন যে ট্রেন ৮ থেকে ৯ ঘন্টা পথ অতিক্রান্ত করে আমাদের পৌছিয়ে দেবে জগদলপুর রেল স্টেশনে, ট্রেন থেকে নেমে আমরা আমরা এগিয়ে যাবো আমাদের হোটেলের দিকে, এই রাত টা আমরা জগদলপুর হোটেলে রাত্রি যাপন করবো।

*পঞ্চম দিন* = সকালের টিফিন খেয়ে আমরা বেড়িয়ে পরবো জগদলপুরের দর্শনীয় স্থান গুলি দর্শন করতে, সন্ধ্যায় হোটেলে ফিরে বিশ্রাম নেব, এই রাত টাও আমরা জগদলপুর হোটেলে রাত্রি যাপন করবো।

*ষষ্ঠ দিন* = এইদিন সকালের টিফিন খেয়ে আমরা রওনা দেব আরাকু এর উদ্দেশ্যে, বিকেলে আমরা আরাকু পৌছিয়ে হোটেলে কিছু সময় বিশ্রাম নিয়ে পায়ে হেটে দেখেনেব আরাকুর কিছু দর্শনীয় স্থান, এই রাতটা আমরা আরাকু হোটেলে রাত্রি যাপন করবো।

*সপ্তম দিন* = এইদিন সকালের টিফিন খেয়ে আমাদের লাগেজ নিয়ে আমাদের নিজস্ব গাড়িতে উঠে ভাইজ্যাক এর উদ্দেশ্যে রওনা দেব, পথে দেখে নেব বেশ কিছু দর্শনীয় স্থান, সব দেখে আমরা রাত্রে ভাইজ্যাক পৌছাবো, এবং এই রাতটি আমরা ভাইজ্যাক হোটেলে রাত্রি যাপন করবো।

*অষ্টম দিন* = এই দিন একটু তাড়াতাড়ি দুপুরের খাদ্য গ্রহন করে আমরা বেড়িয়ে পরবো ভাইজ্যাক এর আরো কিছুস্থান দর্শন করতে, সব স্থান দর্শন করে আমরা সোজা চলে আসবো বিশাখাপত্তনম রেল স্টেশনে এবং ওই রাতে আমরা কোলকাতা ফেরার উদ্দেশ্যে ট্রেন ধরবো।

*নবম দিন* = এই দিন আমরা এ-ই ভ্রমন এর সমস্ত স্মৃতি মনের মনিকোঠায় রঙ্গীন ফ্রেমে বাঁধিয়ে হওড়া/ শালি মার স্টেশনে পৌছিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।

*এই ভ্রমনের সমস্ত খাদ্য সম্পুর্ন নিরামিষ এবং অন্ন জাতীয় সমস্ত খাদ্য ব্রাক্ষণ রান্নার ঠাকুর দিয়ে রান্না করা হবে আর সেই খাদ্য পরিবেশন ও ব্রাক্ষণ রান্নার লোক দিয়ে করানো হবে*

ভাইজ্যাক এর দর্শনীয় স্থান = *Ramakrishna Beach, Rishikonda Beach, Kailashgiri, Submarine Museum, Simhachalam, Thotlakonda Beach, Aircraft’s Museum, Indra Gandhi Zoological park, Dolphins Nose, Yarada Beach*.

আরাকু এর কিছু দর্শনীয় স্থান = *Tribal Museum, Coffee Museum, Padmapuram Gardens, Borra Caves, Galikonda View Point, Kartiki water Falls.*

জগদলপুর এর কিছু দর্শনীয় স্থান = *Chitrakote Water falls, Maa Danteshwari Temple, Kangerghati National Park, Balaji Temple*.

*বি:দ্র:* *যে সকল ভাইরা আমাদের সাথে রান্নার কাজে এবং আমাদের সাথে কঠোর পরিশ্রম করে সহোযোগিতার জন্য এই ভ্রমনে অংশগ্রহন করছেন তাদের কে ভ্রমন শেষে অবশ্যই কিছু বকশিস দেবেন ( সেটি অবশ্যই সম্পুর্ন আপনাদের বিবেচনার উপর)*
*বিশেষ কোনো কারণ বসত যেমন প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক বা লোকাল ঝামেলা বা ট্রেন / অনন্য যানবাহন গোলযোগ এর কারনে আমাদের দেওয়া ট্যুর প্রোগ্রাম পরিবর্তন বা বাতিল হতে পারে, উক্ত পরিস্থিতি বিচার করে ট্যুর ম্যানেজার এর সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে... উক্ত পরিস্থিতিতে কোনো drostabbo স্থান দেখা বাতিল হলে শুভায়ন ভ্রমণ প্রকল্প এর জন্য কোনো রকম মূল্য ফেরত দেওয়ার জন্য বাধ্য থাকবে না...*

*ভ্রমণ মূল্য= 15500/-* জনপ্রতি ( নন এসি স্লিপার ক্লাসের ট্রেন টিকিট সহ)

*কোনো যাত্রী যদি বিশাখাপত্তনম থেকে জগদলপুর কিরনডুল এক্সপ্রেসের Vistadome Coach এ যাত্রা করতে চান তাহলে সেই যাত্রীকে অতিরিক্ত 1200/- টাকা বহন করতে হবে*

⛰️⛰️প্যাকেজ অন্তর্ভুক্ত: -
😲ট্রেন টিকেট স্লিপার ক্লাসে পরিবহন।
😲টোল ট্যাক্স পার্কিং,
ড্রাইভার ভাতা। উপরের প্রোগ্রাম অনুযায়ী সমস্ত দর্শনীয় স্থান।
😲Delux হোটেল থাকার ব্যবস্থা।
সমস্ত কর, পরিষেবা চার্জ।
😲প্রাতঃরাশ, দুপুরের খাবার, রাতের খাবার।

⛰️⛰️প্যাকেজ বহির্ভূত:
😞অল রাইডিং এবং রাফটিং
😞ট্রেনের খাবার
😞এন্ট্রি ফি যদি কিছু লাগে।
😞Package এ উল্লেখ নেই এমন কোনো খরচ।
😞ক্যামেরা চার্জ এবং কুলি চার্জ।
😌 AC class ট্রেন টিকেট extra।
😌 Mineral water, Soft এবং Hard Drinks
😌 উল্লেখ করা নেই এমন খরচ।
🌟 প্রাকৃতিক কারণে বা পাহাড়ি কোনো অবস্থার অবনতির কারণে ভ্রমণসূচি পরিবর্তন করা হতে পারে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন :
*শুভায়ন ভ্রমণ প্রকল্প*
*সঞ্জয় বিশ্বাস*
*কোঁড়া গ্রীনপার্ক,মধ্যমগ্রাম*
*কোলকাতা=৭০০১৩০*
*যোগাযোগ=9007864608*

03/07/2024

জয়গুরু 🙏
*শুভায়ন ভ্রমণ প্রকল্প এর মেইনপথ ভ্রমন ( Mainpat)*

*আমরা এই বর্ষায় যাচ্ছি পাহাড় ঝর্নায় ঘেরা এক নতুন জায়গায়, যেখানে সারাদিন মেঘেরা খেলা করে আপন মনে, আর হঠাৎ করে মেঘ এসে সামনের মানুষকে একদম অন্ধকারে ডেকে দিয়ে যায়,যেখানে জলের ধারা পাহাড়ের নিচে থেকে উপর দিকে বয়ে যায়, যেখানে জুলাই/আগষ্ট মাসেও শোয়েটার গায়ে দিতে হয়* এমন একটি জায়গার নাম *Mainpat,(Chhattisgarh)*

*কোলকাতা থেকে কোলকাতা 4 রাত্রি 5 দিন*

প্রথম দিন = যাত্রা শুরু হাওড়া স্টেশন থেকে রাত্রি 09:40 মিনিটে 12130 আজাদ হিন্দ এক্সপ্রেস।

দ্বিতীয় দিন = ভোর 05:50 মিনিটে আমরা নামবো ঝারসুগুদা জং স্টেশনে, ওই স্টেশনে আমরা ফ্রেশ হয়ে সোজা চলে যাবো 210 km দূরে *Mainpat*,পথে আমরা যেতে যেতে কিছু দর্শনীয় স্থান দর্শন করে নেব, হোটেল পৌছে আমরা স্নান করে দুপুরের খাদ্য গ্রহন করে আবার বেড়িয়ে পরবো আরো কিছু দর্শনীয় স্থান দর্শনের জন্য,
সন্ধ্যায় হোটেলে ফিরে বিশ্রাম।

তৃতীয় দিন = আমরা সকালের জলখাবার গ্রহন করে আমরা বেড়িয়ে পরবো আমাদের ওই দিনের দর্শনীয় স্থান গুলি দর্শন করতে, দুপুরে হোটেলে ফিরে দুপুরের খাদ্য গ্রহন করে আবার আমরা বেড়িয়ে পরবো আরো কিছু দর্শনীয় স্থান দর্শন করতে, সন্ধ্যায় হোটেলে ফিরে রাত 8:00 থেকে 9:30 পর্যন্ত এক বিশেষ সৎসঙ্গে যোগদান করা (এই সৎসঙ্গ টি আমাদের হোটেলে হবে), এর পর রাতের খাদ্য গ্রহন করে আমরা হোটেলে বিশ্রাম নেব।

চতুর্থ দিন = সকালে7:30 এর মধ্যে টিফিন খেয়ে 2 ঘন্টার জন্য আমরা চেষ্টা করবো ওখানকার স্থানীয় মানুষের কাছে শ্রীশ্রী ঠাকুরের কথা আলোচনা করা, এর পর আমরা হোটেলে ফিরে 10:30 এর মধ্যে দুপুরের খাদ্য গ্রহন করে বাড়ি ফেরার উদ্দেশ্যে ঝারসুগুদা স্টেশনের দিকে রওনা দেব, পথে দেখেনেব অম্বিকাপুর সৎসঙ্গ বিহার, এরপর আমরা রাতে ঝারসুগুদা স্টেশনে পৌছে আমরা কোলকাতার উদ্দেশ্যে ট্রেন ধরবো, আমাদের ট্রেন 12129 আজাদ হিন্দ এক্সপ্রেস 7:52 pm /12809 মুম্বাই হাওড়া মেল 9:55 pm।

পঞ্চম দিন = সকালে আমরা হাওড়া পৌছাবো

*এই ভ্রমনের দর্শনীয় স্থান গুলি*

1) Vishal hotel (breakfast)
2)STONE RIVER
3) IB river/Kotebira dham (shiv mandir)
4) Suddhar bagicha (Rajpuri water fall)
5) Tiger point (water fall)
6) Sunset 🌇 point
7) Tibet monistry 🛕
8) Jal jali point (bouncing ground)
9) 🐟 Fish point (waterfall)
10) Jalpari point
11) 🍎 apple garden
12) Ghagi waterfall
13) Thin thini pathhar
14) Ulta Pani & magnetic point drives by itself
15) Ramgarh cave

*বিশেষ কোনো কারণ বসত যেমন প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক বা লোকাল ঝামেলা বা ট্রেন / অনন্য যানবাহন গোলযোগ এর কারনে আমাদের দেওয়া ট্যুর প্রোগ্রাম পরিবর্তন বা বাতিল হতে পারে, উক্ত পরিস্থিতি বিচার করে ট্যুর ম্যানেজার এর সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে... উক্ত পরিস্থিতিতে কোনো drostabbo স্থান দেখা বাতিল হলে শুভায়ন ভ্রমণ প্রকল্প এর জন্য কোনো রকম মূল্য ফেরত দেওয়ার জন্য বাধ্য থাকবে না...*


*'বিপ্র (ব্রাহ্মণ) দিয়ে অন্ন রান্না করা এবং সেই অন্ন পরিবেশন ও বিপ্র দিয়ে করানো হয়, এই ভ্রমনের খাদ্য সম্পুর্ন নিরামিষ*

*ভ্রমণ মূল্য*7800/-* *জনপ্রতি*

ভ্রমন তারিখ = *10/08/2024*

*এই ভ্রমন মূল্যে আপনি যেগুলি পাচ্ছেন*

১) হাওড়া থেকে যাওয়া আসা স্লিপার ক্লাসের ট্রেনের টিকিট।

২) ট্রেন থেকে নামার পর এবং আবার ফেরার ট্রেনে ওঠার আগে পর্যন্ত সমস্থ খাদ্য।

৩) প্রতি পরিবার পিছু একটি করে হোটেলে ঘর।

৪) ট্রেন যাত্রার পরে আমাদের নিজস্ব গাড়িতে বেড়ানো।

*এই ভ্রমন মূল্যে আপনি যেগুলি পাচ্ছেন না সেইগুলি হল*

১) ট্রেনে কোনরকম এসি টিকিট।

২) হোটেলে কোনরকম এসি ঘর।

৩) ট্রেন চলাকালিন কোনো রকম খাদ্য।

৪) নৌকা ভ্রমন এবং রোপওয়ে কোনোরকম খরচ।

৫) কোনোরকম মিনারেল জল।

৬) কোনো মন্দির এর পূজা বা পান্ডার খরচ।

৭) কোনো রকম গাইড খরচ

*যোগাযোগ করবেন*

*শুভায়ন ভ্রমণ প্রকল্প*
সঞ্জয় বিশ্বাস
হৃদয়পুর, উত্তর ২৪ পরগনা
*9007864608*

*আপনার যাত্রা নিশ্চিত করতে অতিসত্তর আমাদের সাথে*

12/05/2024
Tulip Fastival 2024
31/03/2024

Tulip Fastival 2024

জয়গুরু 🙏শুভায়ন ভ্রমণ প্রকল্প এর পরবর্তী ভ্রমণ।
15/01/2024

জয়গুরু 🙏

শুভায়ন ভ্রমণ প্রকল্প এর পরবর্তী ভ্রমণ।

জয়গুরু 🙏
29/12/2023

জয়গুরু 🙏

08/12/2023
14/03/2023

*রাঃস্বাঃ*

*শিলং গৌহাটি ভ্রমন*
*❤️শুভায়ন ভ্রমণ প্রকল্প ❤️*

🚊প্রথম দিন ঃ কোলকাতা থেকে রওনা হওয়া

🌲দ্বীতিয় দিন ঃ সকালে গৌহাটি পৌছান এবং ওখান থেকে শিলং যাওয়া, দুপুরের খাওয়া শিলং পৌছিয়ে, ঐদিন বিকেলে শিলং সৎসঙ্গ বিহার দর্শন, রাত্রি যাপন শিলং হোটেল এ।

🚒তৃতীয় দিন ঃ সকালে টিফিন খেয়ে চেরাপুঞ্জি এর উদ্দেশ্য রওনা হওয়া, সারাদিন ঘুরে আবার শিলং ফিরে আসা, রাত্রি যাপন শিলং হোটেল এ।

🌲চতুর্থ দিনঃ সকালে টিফিন খেয়ে মাওলিনং গ্রাম দর্শন এর উদ্দেশ্য রওনা হওয়া ( এই মাওলিং গ্রাম টি হল এশিয়ার সবথেকে পরিস্কার গ্রাম, তা ছাড়া এখানে আছে দুটি গাছের শিকড় দিয়ে তৈরি একটি সেতু, সেতুর নিচেদিয়ে বয়ে চলেছে একটি নদী) সারাদিন মাওলিনং ঘুরে আমরা ফিরে আসবো শিলং এ, রাত্রি যাপন শিলং হোটেল এ।

🚎পঞ্চম দিন ঃ সকালে আমরা গৌহাটি এর উদ্দেশ্য রওনা দেব, গৌহাটি পৌছিয়ে আমরা কিছু দর্শনীয় স্থান দর্শন করে নেব, রাত্রি যাপন গৌহাটি হোটেল এ।

🏛️ষষ্ঠ দিন ঃ খুব সকালে আমরা মা কামাখ্যা দেবীর দর্শন করতে যাবো, দর্শন সেরে আমরা হোটেলে ফিরে আসবো,হোটেল থেকে আমরা দুপুরের খাদ্য গ্রহন হোটেলের ঘর ছেড়ে দিয়ে আমরা চলে যাব গৌহাটির সৎসঙ্গ বিহার এ, ( এই মন্দির টি ভারতবর্ষে শ্রীশ্রী ঠাকুরের প্রথম মন্দির), সন্ধার পার্থনা সেরে আমরা পৌছাব গৌহাটি রেল স্টেশন এ এবং ঐদিন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।

🏦সপ্তম দিনঃ আমরা সব স্মৃতি মনে নিয়ে নিজ নিজ বাড়ি পৌছাব।

*আমাদের প্রতিটি ভ্রমণে সম্পুর্ন নিরামিষ খাদ্য পরিবেশন করা হয় এবং ব্রাক্ষণ রান্নর ঠাকুর দিয়ে অন্ন রান্না এবং অন্ন পরিবেশনের ব্যবস্থা করাহয়*।

*ভ্রমন মূল্য= ১১৫০০/-*
ভ্রমণ তারিখ =*০৬/০৭/২০২৩*

সঞ্জয় বিশ্বাস
১৪০/৪৩ হৃদয়পুর স্টেশন রোড,
ডাইমন্ড প্লাজা,
হৃদয়পুর, কোলকাতা ১২৭
জেলা=২৪ পরগনা (উঃ)
যোগাযোগ = *৯০০৭৮৬৪৬০৮*

07/11/2022

রাঃ স্বা🙏
*শুভায়ন এর সুন্দরবন ভ্রমণ*

খুব আনন্দের সঙ্গে জানাই সুন্দরবনে গভীর অরণ্যে সৎসঙ্গের ব্যবস্থা ও ঠাকুরের বাণী নিয়ে আলোচনার ব্যবস্থা করেছি ! গভীর অরণ্যের পাশাপাশি গ্রামগুলির আমাদের সৎসঙ্গের ভাই বোনেরা কিভাবে ইষ্ট সাধনা করছেন তা জানতে চলুন এই দয়াপুর গ্রামে !সঙ্গে থাকছে একদিন সৎসঙ্গ ! ইষ্ট সাধনার পাশাপাশি পৃথিবী বিখ্যাত বাদাবন ভ্রমণ ! রয়াল বেঙ্গল টাইগারের বাসভূমি এই সুন্দরবন !আছে বিভিন্ন প্রজাতির প্রাণীর আবাস্থল !এক গা ছমছম মায়াবী জগৎ
আমরা চেষ্টা করেছি ভ্রমণ টিকে আপনার মনের মতো করার ! আপনার সঠিক ভ্রমণ অনুভূতি ও আপনার তৃপ্তিতে আমাদের সাফল্য !
*আমাদের প্রতিটি ভ্রমণে সম্পুর্ন নিরামিষ খাদ্য পরিবেশন করা হয় এবং ব্রাক্ষণ রান্নর ঠাকুর দিয়ে অন্ন রান্না এবং অন্ন পরিবেশনের ব্যবস্থা করে থাকি।*

🌲 ভ্রমণ সূচি 🌲

প্রথম দিন 👇

শিয়ালদহ থেকে ট্রেনে ক্যানিং, ক্যানিং থেকে গদখালি যাব গাড়িতে, গদখালীতে কচি ডাবের জল দিয়ে যাত্রা শুরু-, গদখালী থেকে নদী পার হয়ে গোসাবা পৌছানো এবং প্রথম দিন আমরা দেখেনেব গোসাবা সৎসঙ্গ বিহার, আর হ্যামিলটন সাহেবের বাংলো, তারপর আমরা চলে যাবো আমাদের গন্তব্য স্থলে, আমাদের গন্তব্য স্থল হল পাখিরালয়, ওখানেই আমরা দুটি রাত কাটাবো,
ঐদিন বিকেলে আমরা চলে যাবো আমাদের পরবর্তী গন্তব্য স্থলে, আমাদের পরবর্তী গন্তব্য স্থল দয়াপুর সৎসঙ্গ কেন্দ্র মন্দির, ওইদিন বিকেলের পার্থনা দয়াপুর সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে এবং পার্থনার পরে ৯০ মিনিটের বিশেষ সৎসঙ্গ, সৎসঙ্গ শেষ করে আমরা প্রসাদ নিয়ে ফিরে আসবো পাখিরালয় এর হোটেলে, ঐ দিনের রাত্রি যাপন পাখিরালয়ে।

দ্বিতীয় দিন 👇

🏵️এই দিন কোথায় ঘুরবেন :🏵️

জঙ্গলে ঢোকার অনুমতি নেবার পর সারা দিন জঙ্গলে থাকবো॥
সাজনেখালি, .সুধন্যখালী ,পীরখালী , গাজীখালী ,বনবিবি ভরানী , দোবঁকি , পঞ্চমুখানি (পাঁচ নদীর মিলন স্থান এ ছাড়া ছোট বড় খাঁড়ি !
বিকালে হোটেলে ফেরা
সন্ধ্যায় থাকছে
*💃আদিবাসি মেয়েদের ঝুমুর নাচ💃*

তৃতীয় দিন 👇
সকাল এগারো টায় বাড়ি ফেরা, যেভাবে আমরা ক্যানিং থেকে গিয়েছিলাম ঠিক সেই ভাবেই আমরা আবার ক্যানিং ফিরে আসবো, এবং নিজ নিজ বাড়িতে ফিরে যাবো সব স্মৃতি মনে নিয়ে।

*❤️শুভায়ন ভ্রমণ প্রকল্প ❤️*

সঞ্জয় বিশ্বাস
হৃদয়পুর
জেলা=২৪ পরগনা (উ)
কলকাতা =৭০০১৩০
যোগাযোগ = *৯০০৭৮৬৪৬০৮*
হোয়াটসঅ্যাপ =৯০০৭৮৬৪৬০৮
ভ্রমণ তারিখ= *১৭/০২/২০২৩*
এবং
*২৪/০২/২০২৩*

ভ্রমণ মূল্য
প্রতিঘরে ৪জন = *২৮০০/*-জনপ্রতি
প্রতিঘরে ৩জন= *৩১০০/*- জনপ্রতি
প্রতিঘরে ২জন= *৩৫০০/*- জনপ্রতি

*আসন সংখ্যা প্রতিটি ভ্রমনে ৩০ জন।*

Address

33, Netaji Subash Road

700130

Telephone

+919007864608

Website

Alerts

Be the first to know and let us send you an email when Subhayan Bhraman Prakalpa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Subhayan Bhraman Prakalpa:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share