27/07/2024
*জয়গুরু🙏*
*শুভায়ন ভ্রমণ প্রকল্প এর ভাইজ্যাক, আরাকু,জগদলপুর ভ্রমণ*
*এই ভ্রমণ টি ৮ রাত্রি ৯দিনের*
*যাত্রার তারিখ= 20/12/2024*
*প্রথম দিন* = হাওড়া / শালিমার থেকে ট্রেন, সারারাত ট্রেনে।
*দ্বিতীয় দিন* = সকালে বিশাখাপত্তনম স্টেশন এ নেমে ওখান থেকে গাড়িতে ভাইজ্যাক হোটেলে পৌছানো, এরপর দুপুরের খাদ্য গ্রহন করে আমরা বেড়িয়ে পরবো ভাইজ্যাক এর কিছু দর্শনীয় স্থান দর্শন করতে, সন্ধ্যায় হোটেলে ফিরে বিশ্রাম, এই রাতটা আমরা ভাইজ্যাক হোটেলে রাত্রি যাপন করবো।
*তৃতীয় দিন* = সকালে টিফিন খেয়ে আমরা বেড়িয়ে পরবো ভাইজ্যাক এর আরো কিছু দর্শনীয় স্থান দর্শন করতে, সারাদিন ধরে আমরা ভাইজ্যাক এর বেশকিছু দর্শনীয় স্থান দর্শন করে আমরা সন্ধ্যায় হোটেলে ফিরে বিশ্রাম নেব,
কেউ যদি চায় সে সেই সন্ধ্যায় কেনাকাটার পর্ব টি সেরে নিতে পারে। এই রাত টাও আমরা ভাইজ্যাক হোটেলে রাত্রি যাপন করবো।
*চতুর্থ দিন* = খুব সকালে আমাদের সমস্ত লাগেজ নিয়ে আমরা এগিয়ে যাবো বিশাখাপত্তনম রেল স্টেশন এর দিকে, ওখান থেকে ট্রেন ধরে আমরা পাহাড়ি পথে এগিয়ে যাবো জগদলপুর এর দিকে, পথে একের পর এক গুহার ( ট্যানেল) ভিতর দিয়ে কখন যে ট্রেন ৮ থেকে ৯ ঘন্টা পথ অতিক্রান্ত করে আমাদের পৌছিয়ে দেবে জগদলপুর রেল স্টেশনে, ট্রেন থেকে নেমে আমরা আমরা এগিয়ে যাবো আমাদের হোটেলের দিকে, এই রাত টা আমরা জগদলপুর হোটেলে রাত্রি যাপন করবো।
*পঞ্চম দিন* = সকালের টিফিন খেয়ে আমরা বেড়িয়ে পরবো জগদলপুরের দর্শনীয় স্থান গুলি দর্শন করতে, সন্ধ্যায় হোটেলে ফিরে বিশ্রাম নেব, এই রাত টাও আমরা জগদলপুর হোটেলে রাত্রি যাপন করবো।
*ষষ্ঠ দিন* = এইদিন সকালের টিফিন খেয়ে আমরা রওনা দেব আরাকু এর উদ্দেশ্যে, বিকেলে আমরা আরাকু পৌছিয়ে হোটেলে কিছু সময় বিশ্রাম নিয়ে পায়ে হেটে দেখেনেব আরাকুর কিছু দর্শনীয় স্থান, এই রাতটা আমরা আরাকু হোটেলে রাত্রি যাপন করবো।
*সপ্তম দিন* = এইদিন সকালের টিফিন খেয়ে আমাদের লাগেজ নিয়ে আমাদের নিজস্ব গাড়িতে উঠে ভাইজ্যাক এর উদ্দেশ্যে রওনা দেব, পথে দেখে নেব বেশ কিছু দর্শনীয় স্থান, সব দেখে আমরা রাত্রে ভাইজ্যাক পৌছাবো, এবং এই রাতটি আমরা ভাইজ্যাক হোটেলে রাত্রি যাপন করবো।
*অষ্টম দিন* = এই দিন একটু তাড়াতাড়ি দুপুরের খাদ্য গ্রহন করে আমরা বেড়িয়ে পরবো ভাইজ্যাক এর আরো কিছুস্থান দর্শন করতে, সব স্থান দর্শন করে আমরা সোজা চলে আসবো বিশাখাপত্তনম রেল স্টেশনে এবং ওই রাতে আমরা কোলকাতা ফেরার উদ্দেশ্যে ট্রেন ধরবো।
*নবম দিন* = এই দিন আমরা এ-ই ভ্রমন এর সমস্ত স্মৃতি মনের মনিকোঠায় রঙ্গীন ফ্রেমে বাঁধিয়ে হওড়া/ শালি মার স্টেশনে পৌছিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।
*এই ভ্রমনের সমস্ত খাদ্য সম্পুর্ন নিরামিষ এবং অন্ন জাতীয় সমস্ত খাদ্য ব্রাক্ষণ রান্নার ঠাকুর দিয়ে রান্না করা হবে আর সেই খাদ্য পরিবেশন ও ব্রাক্ষণ রান্নার লোক দিয়ে করানো হবে*
ভাইজ্যাক এর দর্শনীয় স্থান = *Ramakrishna Beach, Rishikonda Beach, Kailashgiri, Submarine Museum, Simhachalam, Thotlakonda Beach, Aircraft’s Museum, Indra Gandhi Zoological park, Dolphins Nose, Yarada Beach*.
আরাকু এর কিছু দর্শনীয় স্থান = *Tribal Museum, Coffee Museum, Padmapuram Gardens, Borra Caves, Galikonda View Point, Kartiki water Falls.*
জগদলপুর এর কিছু দর্শনীয় স্থান = *Chitrakote Water falls, Maa Danteshwari Temple, Kangerghati National Park, Balaji Temple*.
*বি:দ্র:* *যে সকল ভাইরা আমাদের সাথে রান্নার কাজে এবং আমাদের সাথে কঠোর পরিশ্রম করে সহোযোগিতার জন্য এই ভ্রমনে অংশগ্রহন করছেন তাদের কে ভ্রমন শেষে অবশ্যই কিছু বকশিস দেবেন ( সেটি অবশ্যই সম্পুর্ন আপনাদের বিবেচনার উপর)*
*বিশেষ কোনো কারণ বসত যেমন প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক বা লোকাল ঝামেলা বা ট্রেন / অনন্য যানবাহন গোলযোগ এর কারনে আমাদের দেওয়া ট্যুর প্রোগ্রাম পরিবর্তন বা বাতিল হতে পারে, উক্ত পরিস্থিতি বিচার করে ট্যুর ম্যানেজার এর সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে... উক্ত পরিস্থিতিতে কোনো drostabbo স্থান দেখা বাতিল হলে শুভায়ন ভ্রমণ প্রকল্প এর জন্য কোনো রকম মূল্য ফেরত দেওয়ার জন্য বাধ্য থাকবে না...*
*ভ্রমণ মূল্য= 15500/-* জনপ্রতি ( নন এসি স্লিপার ক্লাসের ট্রেন টিকিট সহ)
*কোনো যাত্রী যদি বিশাখাপত্তনম থেকে জগদলপুর কিরনডুল এক্সপ্রেসের Vistadome Coach এ যাত্রা করতে চান তাহলে সেই যাত্রীকে অতিরিক্ত 1200/- টাকা বহন করতে হবে*
⛰️⛰️প্যাকেজ অন্তর্ভুক্ত: -
😲ট্রেন টিকেট স্লিপার ক্লাসে পরিবহন।
😲টোল ট্যাক্স পার্কিং,
ড্রাইভার ভাতা। উপরের প্রোগ্রাম অনুযায়ী সমস্ত দর্শনীয় স্থান।
😲Delux হোটেল থাকার ব্যবস্থা।
সমস্ত কর, পরিষেবা চার্জ।
😲প্রাতঃরাশ, দুপুরের খাবার, রাতের খাবার।
⛰️⛰️প্যাকেজ বহির্ভূত:
😞অল রাইডিং এবং রাফটিং
😞ট্রেনের খাবার
😞এন্ট্রি ফি যদি কিছু লাগে।
😞Package এ উল্লেখ নেই এমন কোনো খরচ।
😞ক্যামেরা চার্জ এবং কুলি চার্জ।
😌 AC class ট্রেন টিকেট extra।
😌 Mineral water, Soft এবং Hard Drinks
😌 উল্লেখ করা নেই এমন খরচ।
🌟 প্রাকৃতিক কারণে বা পাহাড়ি কোনো অবস্থার অবনতির কারণে ভ্রমণসূচি পরিবর্তন করা হতে পারে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন :
*শুভায়ন ভ্রমণ প্রকল্প*
*সঞ্জয় বিশ্বাস*
*কোঁড়া গ্রীনপার্ক,মধ্যমগ্রাম*
*কোলকাতা=৭০০১৩০*
*যোগাযোগ=9007864608*