07/11/2022
রাঃ স্বা🙏
*শুভায়ন এর সুন্দরবন ভ্রমণ*
খুব আনন্দের সঙ্গে জানাই সুন্দরবনে গভীর অরণ্যে সৎসঙ্গের ব্যবস্থা ও ঠাকুরের বাণী নিয়ে আলোচনার ব্যবস্থা করেছি ! গভীর অরণ্যের পাশাপাশি গ্রামগুলির আমাদের সৎসঙ্গের ভাই বোনেরা কিভাবে ইষ্ট সাধনা করছেন তা জানতে চলুন এই দয়াপুর গ্রামে !সঙ্গে থাকছে একদিন সৎসঙ্গ ! ইষ্ট সাধনার পাশাপাশি পৃথিবী বিখ্যাত বাদাবন ভ্রমণ ! রয়াল বেঙ্গল টাইগারের বাসভূমি এই সুন্দরবন !আছে বিভিন্ন প্রজাতির প্রাণীর আবাস্থল !এক গা ছমছম মায়াবী জগৎ
আমরা চেষ্টা করেছি ভ্রমণ টিকে আপনার মনের মতো করার ! আপনার সঠিক ভ্রমণ অনুভূতি ও আপনার তৃপ্তিতে আমাদের সাফল্য !
*আমাদের প্রতিটি ভ্রমণে সম্পুর্ন নিরামিষ খাদ্য পরিবেশন করা হয় এবং ব্রাক্ষণ রান্নর ঠাকুর দিয়ে অন্ন রান্না এবং অন্ন পরিবেশনের ব্যবস্থা করে থাকি।*
🌲 ভ্রমণ সূচি 🌲
প্রথম দিন 👇
শিয়ালদহ থেকে ট্রেনে ক্যানিং, ক্যানিং থেকে গদখালি যাব গাড়িতে, গদখালীতে কচি ডাবের জল দিয়ে যাত্রা শুরু-, গদখালী থেকে নদী পার হয়ে গোসাবা পৌছানো এবং প্রথম দিন আমরা দেখেনেব গোসাবা সৎসঙ্গ বিহার, আর হ্যামিলটন সাহেবের বাংলো, তারপর আমরা চলে যাবো আমাদের গন্তব্য স্থলে, আমাদের গন্তব্য স্থল হল পাখিরালয়, ওখানেই আমরা দুটি রাত কাটাবো,
ঐদিন বিকেলে আমরা চলে যাবো আমাদের পরবর্তী গন্তব্য স্থলে, আমাদের পরবর্তী গন্তব্য স্থল দয়াপুর সৎসঙ্গ কেন্দ্র মন্দির, ওইদিন বিকেলের পার্থনা দয়াপুর সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে এবং পার্থনার পরে ৯০ মিনিটের বিশেষ সৎসঙ্গ, সৎসঙ্গ শেষ করে আমরা প্রসাদ নিয়ে ফিরে আসবো পাখিরালয় এর হোটেলে, ঐ দিনের রাত্রি যাপন পাখিরালয়ে।
দ্বিতীয় দিন 👇
🏵️এই দিন কোথায় ঘুরবেন :🏵️
জঙ্গলে ঢোকার অনুমতি নেবার পর সারা দিন জঙ্গলে থাকবো॥
সাজনেখালি, .সুধন্যখালী ,পীরখালী , গাজীখালী ,বনবিবি ভরানী , দোবঁকি , পঞ্চমুখানি (পাঁচ নদীর মিলন স্থান এ ছাড়া ছোট বড় খাঁড়ি !
বিকালে হোটেলে ফেরা
সন্ধ্যায় থাকছে
*💃আদিবাসি মেয়েদের ঝুমুর নাচ💃*
তৃতীয় দিন 👇
সকাল এগারো টায় বাড়ি ফেরা, যেভাবে আমরা ক্যানিং থেকে গিয়েছিলাম ঠিক সেই ভাবেই আমরা আবার ক্যানিং ফিরে আসবো, এবং নিজ নিজ বাড়িতে ফিরে যাবো সব স্মৃতি মনে নিয়ে।
*❤️শুভায়ন ভ্রমণ প্রকল্প ❤️*
সঞ্জয় বিশ্বাস
হৃদয়পুর
জেলা=২৪ পরগনা (উ)
কলকাতা =৭০০১৩০
যোগাযোগ = *৯০০৭৮৬৪৬০৮*
হোয়াটসঅ্যাপ =৯০০৭৮৬৪৬০৮
ভ্রমণ তারিখ= *১৭/০২/২০২৩*
এবং
*২৪/০২/২০২৩*
ভ্রমণ মূল্য
প্রতিঘরে ৪জন = *২৮০০/*-জনপ্রতি
প্রতিঘরে ৩জন= *৩১০০/*- জনপ্রতি
প্রতিঘরে ২জন= *৩৫০০/*- জনপ্রতি
*আসন সংখ্যা প্রতিটি ভ্রমনে ৩০ জন।*