27/04/2023
ঘোরাঘুরি পরিকল্পনা এবার করেই ফেলুন ।
🌲সারা বছর 𝕊I𝕃𝕂 ℝ𝕆𝕌𝕋𝔼 🌲
🌟𝐒I𝐋𝐊 𝐑𝐎𝐔𝐓𝐄 𝐓𝐎𝐔𝐑S🌟
উৎকর্ষ ট্যুরিজম এর সঙ্গে
চলুন আমাদের সাথে বরফ এর আনন্দ নিতে ইস্ট সিকিম।নাথাঙ ভ্যালি থেকে এলিফ্যান্ট লেকে যাবার পথে দেখবেন শুধুই বরফ আর বরফ প্রায় 13000 ফিট মতো উচ্চতা ও তাপমাত্রা হিমাঙ্কের নীচে থাকায় এখানে কোন গাছ আপনার চোখে পড়বে না।
সিল্ক রুটে আসার জন্য অনেক ভাবে প্লান করা যায়।এবং অনেক রকম বাজেট হয়ে থাকে।ক্যাটাগরি আপনাকেই পছন্দ করতে হবে। তাই আমরা বলি ভালো ঘুরুন।আমাদের সুন্দর হোম স্টে ও আমাদের অতিথি আপ্যায়ন আপনার ঘোরার আনন্দ কে আরো বহু গুন বাড়িয়ে দিতে সাহায্য করবে সেটা আমি হলপ করে বলতে পারি।
🇹🇴🇺🇷 🇵🇱🇦🇳:
🌟DAY-1(NJP TO LINGTAM )* - নিউ জলপাইগুড়ি থেকে সিল্ক রুট এর শুরু। প্রথম দিন ঘোরার তালিকায় আছেপ্রথমে আমরা যাবো ত্রিবেনী ভিউ পয়েন্ট। তারপর একে একে রোংলী, রংপো হয়ে ,অবশেষে পৌঁছাবে লিংতাম। রাত্রিযাপন এখানে
🌟DAY--2 LINGTAM TO SILK ROUTE )*:- সকালে প্রাতঃরাশ সেরে আমরা জুলুক এর উদ্দেশ্যে রওনা হব।এই যাত্রার মধ্যে পড়বে কিউখোলা ওয়াটার ফলস্।কিউখোলা আপন ইচ্ছায় প্রবাহিত হয়েছে। আশেপাশের পাহাড়,ঝর্ণা দেখতে দেখতে প্রসারিত মনে একসময় মূল গন্তব্য স্থান জুলুকএ পৌঁছে যাব। জুলুক, এটি মূলত ছোট গ্রাম,সেনা ছাউনিগুলো এখানে দেখতে পাওয়া যায়। জুলুকের প্রধান আকর্ষণ জিগজ্যাগ রোড। পাহাড়ের গা বেয়ে সর্পিল পাকদন্ডী পথ মনকে শিহরিত করবে। এরপর ক্রমশঃ যাত্রাপথে দৃশ্যমান হবে 11,200 ফিট উচ্চতায় অবস্থিত থাম্বি ভিউ পয়েন্ট,লক্ষ্মী চক,নাথাঙ্ ভ্যালি, ওল্ড বাবা মন্দির (বাবা হরভজন সিং এর নামে ধর্ম মন্দির),হাতির শুঁড়ের মতো দেখতে এলিফ্যান্ট লেক,জিপ-লা-পাস ভিউ এর মতো নৈসর্গিক সৌন্দর্য্যে ভরপুর অসাধারণ স্থান গুলি। জিপ-লা-পাস ভিউ হয়ে কুপআপ এ পৌঁছালে এক চমৎকার দৃশ্যের সম্মুখীন হবেন। অবশেষে রাত্রিবাসের জন্য ফিরে আসবো লিংতাম।
🏡 Day -3 Lingtam to Daragaon Kalimpong
এই দিন দেখে নেবো, Aritar Lake, Ganesh Mondir, Jalsha bari ইত্যাদি।
🌟DAY--4 (DARAGAON TO NEW JALPAIGURI)*:-সকাল বেলায় প্রাতঃরাস সেরে দেখে নেবো Ramdhura View Point
,শেষ দিন আজকে দ্বারা গাঁও কে বিদায় জানানোর পালা এবার।তবে যাওয়ার পথে কেবল সুন্দর স্মৃতিটুকু থাক। তাই দাঁড়াগাঁও থেকে নিউ জলপাইগুড়ি আসার পথে যতগুলি দৃশ্য চোখে পড়বে তাই মন খুলে দেখে নেওয়া।
*ALL GUEST(Including Minor) MUST CARRY ORGINAL Voter Card & 7 COPY XEROX OF ID PROOF AND 2 COPY PHOTO FOR CHECK IN & PERMIT, _Note Aadhar is not acceptable for permit at Sikkim, Carry Birth Certificate or School ID for Minor_*
♦️খরচা(NJP to NJP, including Permit, Parking, all pass, breakfast , lounch, dinner)[No Hidden Cost] -
👉 8 জন: 6,990/head
👉 6 জন: 7,890/head
👉 4 জন: 8,799/head
👉 2 জন: 13,999/head
*【এসবের সাথে থাকছে আমাদের সুন্দর হোমস্টে, বাঙালিয়ানা, ভিউ রুম আর Utkarsh Tourism Homely Hotel Stay যেটা এই ভ্রমণের অন্য মাত্রা এনে দেয়】
*
★*Note*- বরফ পাওয়া না পাওয়া প্রকৃতির হাতে। এবং বরফের জন্য শেষ পর্যন্ত পারমিট পাওয়া না পাওয়া ইন্ডিয়ান আর্মির হাতে।
যোগাযোগ - 9330872583 / 9883269885/9836630433 /8100577153