29/09/2023
টানা তিনদিন ছুটি উপভোগের জন্য আগামীকাল সকালে আমরা Wanderlust Around The World আমাদের সুন্দরবন যাত্রা শুরু করতে চলেছি 🤘🏻
🦅🐊 SUNDARBAN ILISH FESTIVAL 🐟🦌
🐅 🐅 সুন্দরবন ইলিশ উৎসব 🐅 🐅
👉🏻 Package Starting From : INR 3️⃣9️⃣9️⃣3️⃣ 👈🏻
📌 Date : 30th September (Saturday)
1st October (Sunday)
2nd October (Gandhi Birthday, Monday)📌
👉🏻 Package : 3 Days 2Nights 👈🏻
🏩 Family Wise Room 🏩
⛴️ VISITING SPOSTS ⛴️
➡️ DAY 1 :
Sonakhali, Godkhali, Gosaba, Rabindranath Thakur’s House – Beacon’s Bungalow, Hamiltan’s Bungalow, Doyapur, Jotirampur, Pakhir Jungle, Pakhiralay.
➡️ DAY 2 :
Sajnakhali (W.T.), Sudhanyakhali (W.T.), Dobaki (W.T.), Pirkhali, Gazikhali, Sundarkhali, Bonbibi Bhorani, Deyul Bhorani, Pancha Mukhani, Soptomukhani.
➡️ DAY 3 :
Sadakkhali / Jharkhali, Sonakhali.
🍱 MEAL : Experience the delight of savoring the finest and most delicious food from Bangali cuisine. Our expert chiefs from the Sundarbans and Kolkata will treat your taste buds to a symphony of flavors. They'll serve hot and fresh meals that will savor the satisfaction of every bite.
😋 MENU 😋
➡ DAY 1 :
✓After Boarding The Boat – Welcome Drink : Lassi or Coconut Water.
✓ Breakfast – Tea/Coffee, Biscuit, Luchi, Potato Curry, Boiled Egg, Sweet.
✓ Time Pass Foods – Fish Fry (Amodi), Tea/Coffee.
✓ Lunch – Bhaat (Basmati Rice), Daal, Bhaja, Ilish-Kachushak, Fish Curry (Bhetki/Paeshe), Ilish Bhapa, Doi Ilish, Chutney, Papad, Sweet.
✓ Evening Snacks – Chicken Pakora, Tea/Coffee.
✓ Dinner – Fried Rice/Rooti, Chilli Chicken, Salad, Sweet, Hajmola.
➡ DAY 2 :
✓ Breakfast – Tea/Coffee, Biscuit, Kachuri, Alur Dom, Boiled Egg, Sweet.
✓ Time Pass Foods – Fish Fry (Lote), Tea/Coffee.
✓ Lunch – Bhaat (Basmati Rice), Daal, Bhaja, Ilish-Puishak, Chingri Macher Malaikari, Ilish Paturi, Kasundi Ilish / Ilish Sour, Chutney, Papad, Sweet, Hajmola.
✓ Evening Snacks – Vegetable Pakora/Chowmin, Tea/Coffee.
✓ Dinner – Bhaat (Basmati Rice)/Rooti, Mutton, Salad, Sweet, Hajmola.
➡ DAY 3 :
✓ Breakfast – Tea/Coffee, Biscuit, Luchi, Alur Dom, Boiled Egg, Sweet.
✓ Time Pass Foods – Fish Fry (Any Small Fish), Tea/Coffee.
✓ Lunch – Bhaat (Basmati Rice), Daal, Bhaja, Ilish-Murighonto, Ilish Biriyani, Sorshe Ilish, Mustard Ilish, Indian Crab Mashala, Chutney, Papad, Sweet, Hajmola.
✓ Afternoon Return – Tea/Coffee, Biscuit.
🎭 Special traditional cultural programs, like "Bonbibir Pala, Jhumur Dance" will be organized by us during the two evening spent in Sundarbans.
👉🏻 Package Starting From : INR 3️⃣9️⃣9️⃣3️⃣ 👈🏻
✔️ Child Below 3 Years Free
✔️ Child Below 3 - 6 Years 50% Charges
👉🏻 Special TAC For Travel Agents
👉🏻 Special Discount For Group Booking
⭕ Package Inclusions :
✓ Sonakhali To Sonakhali Sundarbans Tour By Boat
✓ Adventures Jungle Tour On Boat
✓ Family Wise Non AC Accommodation In Hotel (As Per Package)
✓ The Sundarbans Boat Safari (As Per Itinerary)
✓ Delicious Foods (As Per Package Schedule)
✓ All Permits
✓ National Park Entry Fees
✓ Government Tour Guide
✓ Highly Experienced Tour Manager
✓ Cultural Programs
💯 For More Details Please Contact Us -
"WANDERLUST 👣 AROUND THE WORLD"
∆ Trip | Tour | Travel | Trek | Ride ∆
8, Lenin Sarani | Wachel Molla Mansion
Second Floor | Room Number - 20
Esplanade | West Bengal | India
Kolkata - 700 013
(+91) 7003884439 / 9804384863
📧 [email protected] 📧
WAW Branches : Hindmotor, Garia, Belur, Howrah, Barasat, Siliguri, Sikkim & Kashmir.
📌
🖇️ Direct WhatsApp Links 🖇️
https://wa.me/+917003884439
🍁 PLAN & BOOK YOUR HOLIDAYS WITH US & MAKE YOUR TRAVEL MEMORABLE 🍁
🙏🏻 Thanks A Lot 🙏🏻
_________________________________________________
🐅🐅 সুন্দরবন ইলিশ উৎসব 🐅🐅
👉🏻 প্যাকেজ শুরু : ₹৩,৯৯৩ মাত্র 👈🏻
📌 তারিখ : ৩০শে সেপ্টেম্বর (শনিবার)
১লা অক্টোবর (রবিবার)
২রা অক্টোবর (গান্ধী জয়ন্তী, সোমবার)📌
👉🏻 প্যাকেজ : ৩ দিন ও ২ রাত 👈🏻
🏩 রাত্রিবাস : হোটেলে পরিবার ভিত্তিক ঘর 🏩
🐅 পোশাকি নাম "সুন্দরবন ইলিশ উৎসব"। 🐊 সুন্দরবন ভ্রমণের সাথে প্রতিদিন তিনটি করে 🐟 ইলিশ মাছের পদ তো থাকছেই। 🦌 আর তার সাথে থাকছে 🦐 চিংড়ি মাছের মালাইকারি, 🦀 কাঁকড়া, পারশে/ভেটকি মাছ, আমোদী মাছ, 🥚 ডিম, 🍗 মুরগির মাংস, 🍖 পাঁঠার মাংস, মিষ্টি ইত্যাদি। আর এরপরে যদি কোনোভাবে জঙ্গলে 🐯 বাঘমামার দেখা মিলে যায়, তাহলে তো এক্কেবারে সোনায় সোহাগা। কি বলেন?
তবে হ্যাঁ আরেকটা কথাও জানিয়ে রাখা অত্যন্ত প্রয়োজন বলে মনে হচ্ছে, তাই বলছি - অনেকের অনুরোধ এবং আমাদেরও প্রবল ইচ্ছে থাকলেও এই দুরন্ত বর্ষায় আমরা আমাদের এই "সুন্দরবন ইলিশ উৎসব" করলাম না। কারণ একদিকে উৎসবের আনন্দ যেমন প্রয়োজন তেমনি অন্যদিকে সকলের সুরক্ষাও অধিক প্রয়োজন। তাই ভরা বর্ষার রক্তচক্ষুকে একটু সামলে নিয়ে শারদোৎসবের প্রাক্কালে তিনটে ছুটির দিনে আমরা এই "সুন্দরবন ইলিশ উৎসব" আয়োজন করতে চলেছি। আমরা নিজেদেরকে সবার সেরা বলার ঔদ্ধত্য দেখাবো না, কোনোদিন দেখাইও না। কিন্তু আমাদের সাথে উৎসবে সামিল হলে একেবারেই যে আপনারা নিরাশ হবেন না, এই কথা দিতে পারি। কে বলতে পারে যে উৎসবের আনন্দে মাতোয়ারা হয়ে আপনারা আপনাদের পরবর্তী ভ্রমণের ব্যাপারেও আমাদের সাথে কথা বলে যাবেন না?
তাহলে আর ভাবনা কিসের! পুজোর আগে তিনটে ছুটির দিনে 💞 "WANDERLUST AROUND THE WORLD"💞 পরিবারের সাথে চলুন সুন্দরবন। 🙏🏻
⛴️ ভ্রমণ স্থল ⛴️
➡️ প্রথম দিন
সোনাখালি, গদখালি, গোসাবা, রবীন্দ্রনাথের বেকন বাংলো, হ্যামিল্টন বাংলো, দয়াপুর, জটিরামপুর, পাখীর জঙ্গল, পাখীরালয়।
➡️ দ্বিতীয় দিন
সজনে খালি (W.T.), সুধন্যখালি (W.T.), দোবাকি (W.T.), পিরখালি, গাজীখালি, বনবিবি ভরানি, দেউল ভরানি, সুন্দরখালি, পঞ্চমুখানী, সপ্তমুখানী ইত্যাদি।
➡️ তৃতীয় দিন
সড়কখালি / ঝড়খালি, সোনাখালি ইত্যাদি।
😋 খাদ্য তালিকা 😋
➡️ প্রথম দিন
✓ লঞ্চে ওঠার পরে – ওয়েলকাম ড্রিঙ্ক লস্যি অথবা ডাবের জল।
✓ প্রাতরাশ – চা/কফি, বিস্কুট, লুচি, তরকারি, ডিম সিদ্ধ, মিষ্টি।
✓ দুপুরবেলার মুখরোচক – ছোট মাছ ভাজা, চা/কফি।
✓ মধ্যাহ্নভোজ – বাসমতি চালের ভাত, ডাল, ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুশাক, ভেটকি বা পারশে মাছের ঝাল, ইলিশ ভাপা, দই ইলিশ, চাটনি, পাঁপড়, মিষ্টি, হজমোলা।
✓ সন্ধ্যাবেলার মুখরোচক – চিকেন পকোড়া, চা/কফি।
✓ রাতের খাবার – ফ্রায়েড রাইস/রুটি, চিলি চিকেন, স্যালাড, মিষ্টি, হজমোলা।
➡️ দ্বিতীয় দিন
✓ প্রাতরাশ – চা/কফি, বিস্কুট, কচুরি, আলুর দম, ডিম সিদ্ধ, মিষ্টি।
✓ দুপুরবেলার মুখরোচক – ছোট মাছ ভাজা, চা/কফি।
✓ মধ্যাহ্নভোজ – বাসমতি চালের ভাত, ডাল, ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক, চিংড়ি মাছের মালাইকারী, ইলিশ পাতুরি, কাসুন্দি ইলিশ/ইলিশের টক, চাটনি, পাঁপড়, মিষ্টি, হজমোলা।
✓ সন্ধ্যাবেলার মুখরোচক – ভেজ পকোড়া/চাউমিন, চা/কফি।
✓ রাতের খাবার – বাসমতি চালের ভাত/রুটি, পাঁঠার মাংস, স্যালাড, মিষ্টি, হজমোলা।
➡️ তৃতীয় দিন
✓ সকালের জলখাবার – চা/কফি, বিস্কুট, লুচি, আলুর দম, ডিম সিদ্ধ, মিষ্টি।
✓ দুপুরবেলার মুখরোচক – ছোট মাছ ভাজা, চা/কফি।
✓ মধ্যাহ্নভোজ – বাসমতি চালের ভাত, ডাল, ভাজা, ইলিশ মাছের মুড়ি ঘণ্ট, ইলিশ বিরিয়ানি, সর্ষে ইলিশ, কাঁকড়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, হজমোলা।
✓ বিকেলে ফেরার সময় – চা/কফি, বিস্কুট
🎭 সুন্দরবনে কাটানো দু'দিন রাতেই আমাদের তরফ থেকে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। একদিন থাকবে স্থানীয় শিল্পীদের পরিচালনায় ঐতিহ্যবাহী ঝুমুর নাচ এবং আরেকদিন বিখ্যাত কালজয়ী বনবিবির পালা অনুষ্ঠিত হবে। এছাড়াও থাকছে আরো বিশেষ কিছু অনুষ্ঠান।
👉🏻 প্যাকেজ শুরু মাত্র ₹3993 থেকে👈🏻
✔️ 3 বছরের নীচের বয়সের বাচ্চা : বিনামূল্য
✔️ 3 - 6 বছরের বয়সের বাচ্চা : 50% মূল্য
👉🏻 ট্র্যাভেল এজেন্টদের জন্য বিশেষ TAC বরাদ্দ আছে
👉🏻 গ্রুপ বুকিং-এ বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে
⭕ প্যাকেজ অন্তর্ভুক্ত :
✓ সোনাখালি থেকে সোনাখালি সুন্দরবন লঞ্চ যাত্রা
✓ জঙ্গলে ভ্রমণ
✓ সরকারী অনুমতি
✓ সরকারী গাইড
✓ হোটেলে পরিবার ভিত্তিক ঘর (নন-এসি / এসি ঘরের জন্য অতিরিক্ত মূল্য প্রযোজ্য)
✓ সুস্বাদু খাবার (খাদ্য তালিকা অনুযায়ী)
✓ অভিজ্ঞ ট্যুর ম্যানেজার
✓ ন্যাশনাল পার্কের প্রবেশ মূল্য
✓ সাংস্কৃতিক অনুষ্ঠান
💯 বিস্তারিত জানতে যোগাযোগ করুন -
"WANDERLUST 👣 AROUND THE WORLD"
∆ Trip | Tour | Travel | Trek | Ride ∆
8, Lenin Sarani | Wachel Molla Mansion
Second Floor | Room Number - 20
Esplanade | West Bengal | India
Kolkata - 700 013
(+91) 7003884439 / 9804384863
📧 [email protected] 📧
WAW Branches : Hindmotor, Garia, Belur, Howrah, Barasat, Siliguri, Sikkim & Kashmir.
📌
🖇️ Direct WhatsApp Links 🖇️
https://wa.me/+917003884439
🙏🏻 Thanks A Lot 🙏🏻
#সুন্দরবন