24/09/2021
ঘুমন্ত বুদ্ধের দেশে (পুনঃপ্রচারিত)
আজকের পর্যটন সংক্রান্ত সুলুকসন্ধান দিতে বসে কেন জানি বিধিসম্মত সতর্কীকরণ গোছের কিছু একটা বলবার কথা মাথায় আসছে বারবার.....আসলে আজ যে জায়গার কথা আপনাদের বলতে চলেছি সেই জায়গাটি চিরপরিচিত হয়েও যেন বেশ কিছু টা অপরিচিত।
সেজন্য যারা পাহাড়ে ঘুরতে ভালোবাসেন শুধুমাত্র ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা দেখবার লোভে নয়, বরঞ্চ বৃষ্টির মেঘে ঢাকা পাহাড়ের মধ্যে থেকে মেঘ ছুঁয়ে, বৃষ্টিস্নাত পাহাড়ের সবুজায়নের অপরূপ সৌন্দর্য কে অনুভব করতে, আজকের জায়গাটি তাদের জন্য।
যারা ভালোবাসেন পাহাড়ি গ্রামের সাদাসিধে, অনাড়ম্বর অথচ প্রাণপ্রাচুর্যে ভরপুর জীবনযাত্রার অংশ হয়ে নিজেদেরও পুনরুজ্জীবিত করে তুলতে আজকের জায়গাটি তাদের জন্য।
যাদের কানে, পাহাড়ি ঝাউ বা পাইনবনের থেকে আসা ঝিঁঝিঁ পোকার ডাকের সাথে হাওয়ায় দোদুল্যমান ডালপালায় পাতার ঘষা লাগার শব্দ অথবা পাহাড়ের গা বেয়ে ঝরে পড়া বৃষ্টির আওয়াজ সুমধুর অর্কেষ্ট্রার মত বাজে আজকের জায়গাটি তাদের জন্য।
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মোটামুটি ঘন্টা তিনেকের আঁকাবাঁকা পাহাড়ি পথে সেবক ব্রিজ, কালিঝোরা, পোনবু, চারখোল এই দর্শনীয় স্থান গুলি পরিদর্শন করতে করতে আপনি যখন লোলেগাঁও এর অন্তর্গত কাফেরগাঁওয়ের এই হোমস্টে তে গিয়ে পৌঁছবেন, তখন সামনে দিগন্তবিস্তৃত "স্লিপিং বুদ্ধ"র পর্বতশৃঙ্গাবলী ও পিছনে ঘন সবুজে ঘেরা পাইনবন আপনার যাত্রা পথের ক্লান্তি নিমেষের মধ্যে অদৃশ্য করে দেবে।
সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি সাড়ে পাঁচ হাজার ফুট উচ্চতায় অবস্থিত লোলেগাঁও এর এই হোমস্টে টি তে চারটি ডাবল ও একটি ফোর বেডেড রুম আছে। যার মধ্যে তিনটি থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য আর দুটি থেকে পাইন ফরেস্টের ঘন সবুজে ঢাকা বনানীর রূপ দেখে আপনার শরীর ও মনের সমস্ত ক্লান্তি দূর করে, নিজেকে সতেজ ও তরতাজা করে তুলতে পারবেন একথা সুনিশ্চিত।
হোমস্টের প্রতিটি ঘরে ই রয়েছে গিজার যুক্ত অ্যাটাচড্ বাথরুম। বলাবাহুল্য এই হোমস্টের ঘর গুলির পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষনাবেক্ষনের সাথে সাথে প্রাতঃরাশ থেকে শুরু করে মধ্যাহ্নভোজন, সান্ধ্যকালীন জলযোগ, নৈশভোজ সমস্ত কিছুরই আয়োজন করা হয়ে থাকে অত্যন্ত যত্নসহকারে পূর্ণ আতিথিয়েতার সাথে।
বারবিকিউয়ের ও বন্দোবস্ত করা যেতে পারে সামান্য কিছু অতিরিক্ত ব্যায়ে।
মধ্যাহ্নভোজনের পর চাইলে পরে হোমস্টের সামনে বাগানে বসে পাইন ফরেস্টের প্রাকৃতিক শব্দের সাউন্ড থেরাপি নিতে নিতে সামনে স্বমহিমায় থাকা ঘুমন্ত বুদ্ধের পর্বত শৃঙ্গ গুলি দেখে সময় কাটিয়ে দিতে পারেন।
অথবা কাছাকাছির মধ্যে ঘুরে আসতে পারেন সিলুং বাজার, পাহাড়ি গ্রামের অভিজ্ঞতা অনুভব করবার জন্য। দেখে আসতে পারেন শিববুদ্ধ পার্ক।
সান্ধ্যকালীন জলযোগের সাথে গরম চায়ে চুমুক ও নৈশভোজের পর এই হোমস্টে তে রাত্রিবাসের অভিজ্ঞতা ,পাইন ফরেস্টের থেকে আসা প্রাকৃতিক শব্দের সাথে ঝিঁঝিঁ পোকার ডাক, শহুরে কোলাহল থেকে বহুদূরে সরিয়ে আপনাকে এক অপার্থিব রোমাঞ্চকর অনুভূতির সাক্ষী করে রাখবে।
ইচ্ছে হলে পরদিন সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে দেখে আসতে পারেন ঝণ্ডিধারা সানরাইজ পয়েন্ট থেকে সূর্যোদয়ের অসামান্য দৃশ্য। প্রাতঃরাশের পরে সাইটসিয়িং করে আসুন জেওরাং ভিউ পয়েন্ট, ডবলিং টুইন ওয়াচ টাওয়ার, নোকদারা লেক।
আপনি কি অ্যাডভেঞ্চার প্রিয়? তাহলে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে ক্যানোপি ওয়াক আপনার সেই সাধের ষোলকলা পূর্ণ করবে অবশ্যই।
আশেপাশের দর্শনীয় স্থান হিসেবে লাভা, লোলেগাঁও, রিশপ, নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কের নাম তো সকল ভ্রমণপিপাসু জনের মুখে মুখে ঘুরে আজ জগদ্বিখ্যাত। এছাড়াও কাছাকাছির মধ্যে রয়েছে টিগার্ডেন, খোলাখাম ও ছাঙ্গে ফলস্। এখানকার দর্শনীয় স্থান গুলি কিন্তু ফুরিয়েও ফুরোয় না, বেড়ানো শেষে বাড়ি ফেরবার ফিরতি পথে ঘুরে যেতে পারেন কালিম্পং ও ডেলো।
যাতায়াত ও সাইটসিয়িং এর সকল বন্দোবস্ত হোমস্টে র থেকেই করে দেওয়া সম্ভব, কিছু অতিরিক্ত ব্যায়ে।
এছাড়া আপনি যদি ট্রেকার বা বাইকার হয়ে থাকেন তাহলে লোলেগাঁও থেকে মুলখারকা, রাচেল্লা পিক, কাগেপৌয়াক, খোলাখাম, ক্রজডারা, নোকদারা, গীতখোলা, মানেদারা, পোনবুদারা এই অফবিট জায়গা গুলি হতে পারে আপনার স্বর্গরাজ্য।
তবে তার দেরি কেন? পরিস্থিতির কিছু টা উন্নতি হলে, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে অথবা ব্যাগপ্যাক কাঁধে নিয়ে বেরিয়ে পড়ুন..... ঘুমন্ত বুদ্ধের সান্নিধ্যে স্থিত লোলেগাঁওয়ের এই হোমস্টে টি তে পাহাড়-পর্বতশ্রেণী,পাইনবন, চা-বাগান, ঝর্ণা র মাঝে কাটানো দু/তিন দিনের নতুন ধরনের অফবিট এক্সপিরিয়েন্স আপনার শরীর ও মন কে পুনরুজ্জীবিত করে তুলবে একথা হলফ করে বলতে পারি।
*খরচপত্রঃ*
১২৫০/- টাকা জনপ্রতি প্রতিদিন (থাকা খাওয়া সব মিলিয়ে)
বারবিকিউ কিলো প্রতি ৮০০/- টাকা মত
রেলস্টেশন, এয়ারপোর্ট বা বাসডিপো থেকে হোমস্টে তে যাতায়াতের আনুমানিক খরচ ছোট গাড়ি ৩৭০০/-টাকা থেকে ৪০০০/- টাকা, বড় গাড়ি ৪৭০০/-টাকা থেকে ৫০০০/- টাকা
সাইটসিয়িং গাড়ি ২০০০/- টাকা
বুকিং এর জন্য যোগাযোগ করুন নিম্নলিখিত মোবাইল নাম্বার গুলিতে
#9830770140
#9830322960
অথবা মেইল করুন
[email protected]
আপনাদের ভ্রমণ কে আনন্দদায়ক ও রোমাঞ্চকর করে তুলতে Smell of Soil সব সময় আছে আপনাদের সাথে আপনাদের পাশে। 🙏🏻