Smell of Soil

Smell of Soil Experience known and unknown adventures in a novel way. You will travel the path of beauty, you will

অসংখ্য ধন্যবাদ Sumanta Banerjee Sir, "Smell of Soil" কে আপনার ভ্রমণসঙ্গী হিসেবে বেছে নেওয়ার জন্য। সত্যি কথা বলতে আপনার ক...
13/11/2022

অসংখ্য ধন্যবাদ Sumanta Banerjee Sir, "Smell of Soil" কে আপনার ভ্রমণসঙ্গী হিসেবে বেছে নেওয়ার জন্য।
সত্যি কথা বলতে আপনার কাছ থেকে এরকম একটি অসামান্য Review Report পেয়ে আমরা আন্তরিক ভাবে আমাদের কৃতজ্ঞতা জানালাম এই পোস্টটির মাধ্যমে।
আপনাদের ভ্রমণ কে আনন্দদায়ক ও রোমাঞ্চকর করে তুলতে Smell of Soil সব সময় আছে আপনাদের পাশে, আপনাদের পাশে। 🙏

অনন্ত অসীমের মধ্যেই বোধকরি ঈশ্বরের অবস্থান।

ঠিক এমনটাই আমি অনুভব করলাম উত্তরবঙ্গের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম সিটং এর একটি হোমস্টের বারান্দায় দাঁড়িয়ে। সামনে অন্তহীন নীল আকাশ এবং ঝকঝকে তুষার শৃঙ্গরাজি, যার মধ্যমণি কাঞ্চনজঙ্ঘা।
চোখের সামনে এ অপরূপ দৃশ্য প্রত্যক্ষ করতে করতে আমার এই কথাই মনে হচ্ছিলো বারবার যে এই তো সেই অপার শক্তিমান যার ভজনা আমরা নিত্য করে থাকি।

যে দুদিন আমি এই পাহাড়ি গ্রামে ছিলাম কেবলই কাঞ্চনজঙ্ঘা কে দেখেছি আর মোহিত হয়েছি আর "তাঁকে" প্রণতি জানিয়েছি।

এই মনোহর অভিজ্ঞতা আমার হয়েছে আমারই বন্ধুবর সুদীপ্ত র আনুকূল্যে। সুদীপ্ত ও উত্তীয় র ভ্রমণ সংস্থা Smell of Soil আমার সিটং এ থাকার সব বন্দোবস্ত করে দেয়।
যে হোমস্টে টি আমার ওই দুদিনের আস্তানা হয়েছিলো সেটি সব দিক থেকে অত্যন্ত মনোরম। বলাই বাহুল্য থাকা এবং আহারাদি, হোমস্টে মালিকের আতিথেয়তায় আরামদায়ক ও আনন্দময় হয়ে উঠেছিলো।

পাহাড়ি গ্রাম সিটংয়ের প্রাকৃতিক পরিবেশে বুঁদ হয়ে থাকতেই যেন বেশি ভালো লেগেছে। কিছু দ্রষ্টব্য স্থান অবশ্যই দেখা হয়েছে যেমন অহলধারা, ৩৬০° ভিউ পয়েন্ট, যোগীঘাট নামথিং, পোখরী ও মংপুতে মৈত্রেয়ী দেবীর বাড়ি যেখানে রবীন্দ্রনাথ কয়েকবার এসেছিলেন ও বেশ কিছু রচনাও এখানে বসবাসকালীন করেছিলেন।

কমলালেবু র বাগান সিটংয়ের পথের দু'পাশে। তবে কমলালেবুর সঠিক সময় বোধকরি ডিসেম্বর, জানুয়ারি মাস, তাই তেমনভাবে কমলালেবু র দেখা পাওয়া যায়নি।

পরিশেষে বন্ধু সুদীপ্ত ও তার সংস্থা কে আবারও ধন্যবাদ জানাই এমন মনোমুগ্ধকর একটি বেড়ানো উপহার দেওয়ার জন্য।

ভ্রমণ সংক্রান্ত ব্যাবস্থাপনার জন্য ও হোটেল, হোমস্টে বুকিং এর জন্য Smell of Soil কে যোগাযোগ করতে অনায়সে ফোন অথবা e-mail করা যায় নিম্নলিখিত নম্বর / e-mail ঠিকানায়।

# 9830770140
# 9830322960
[email protected]

সুমন্ত ব্যানার্জি
১৩/১১/২০২২

*থাম্-দারা* (পুনঃপ্রচারিত) আজ আপনাদের সুলুকসন্ধান দেবো এমন এক ভ্রমণস্থলের, যেখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হয়ে সপরিবা...
14/08/2022

*থাম্-দারা* (পুনঃপ্রচারিত)

আজ আপনাদের সুলুকসন্ধান দেবো এমন এক ভ্রমণস্থলের, যেখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হয়ে সপরিবারে বা সবান্ধবে পৌঁছে গেলে বলতে বাধ্য হবেন "ওরে থাম একটু দাঁড়া !!!"

নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে আঁকাবাঁকা পাহাড়ি পথে তিস্তা কে পাশে রেখে ঘন্টা আড়াই এর ড্রাইভে সেগুন গাছের বীথিপথ, কমলা লেবুর বাগান, পেরিয়ে আনুমানিক চার হাজার ফুট উচ্চতায় থাকা দার্জিলিং জেলার অন্তর্গত এই পাহাড়ি গ্রাম "থাম্-দারা" সর্বসমক্ষে পরিচিত সিটং থ্রি নামে।

যে হোমস্টে টি র কথা আজ বলবো সেটি অবস্থিত সিটং থ্রি র সর্বোচ্চ স্থানে।

এখানে পৌঁছানোর পর চারদিকের সবুজ পাহাড়ের সারির মাঝে স্বমহিমায় থাকা শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য আপনাকে মন্ত্রমুগ্ধ করবেই করবে।
হোমস্টের সদাহাস্যজ্বল, অতিথি বৎসল কর্মীবৃন্দের আপ্যায়নে আপনার পথের ক্লান্তি নিমেষে উধাও হয়ে যেতে বাধ্য।

হোমস্টে টি তে চারটি ফোর বেডেড রুম এবং তিনটি ট্রিপল বেডেড রুম আছে। আকাশ পরিষ্কার থাকলে সব ঘরের থেকে ই কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে।
সবকটি ঘর ই সুপরিচ্ছন্ন ও সুপরিসর এবং অ্যাটাচড বাথরুমের সুবিধা যুক্ত। প্রতিটি বাথরুমেই রয়েছে গিজার ও কমোডের সুবন্দোবস্ত। শীতকালে আছে রুম-হিটারের আয়োজন ও সামান্য কিছু ব্যায়ে।

একসঙ্গে জনা পঁচিশেক ভ্রমণার্থী অনায়সে থাকতে পারেন এই হোমস্টেতে। হোমস্টের সামনের রয়েছে বিস্তৃত মাঠের মতো জায়গা। চাইলে সেখানে কচিকাঁচাদের খেলাধুলা করে অথবা চেয়ারে চায়ের কাপ হাতে বসে হিমালয়ের অপরূপ শোভা দেখে বিভোর হয়ে যেতে পারেন। যারা নিজেরা গাড়ি চালিয়ে যেতে চান, তারা গাড়ি পার্ক করে রাখতে পারেন বিনামূল্যে।

সুপটু রন্ধনশিল্পীর হাতে বানানো প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজন, সান্ধ্যকালীন জলযোগ আর নৈশভোজের আয়োজন করা হয়ে থাকে অতি যত্নসহকারে আন্তরিকতার সাথে। ভোজনরসিক ভ্রমণার্থীদের জন্য বন্দোবস্ত আছে ক্যাম্প-ফায়ার অথবা বারবিকিউয়ের। চাইলে পরে মিলতে পারে ফরমায়েশি রান্নার পদও সামান্য কিছু অতিরিক্ত ব্যায়ে।

আশেপাশে সাইটসিয়িং করে আসতে পারেন অহলদারা, লাতপাঞ্চার, মংপু, নামথিং লেক ইত্যাদি জায়গা গুলি তে। সাইটসিয়িং বা রেলস্টেশন/এয়ারপোর্টের যাতায়াতের সুবন্দোবস্ত করে দেওয়া যেতে পারে হোমস্টে থেকে ই কিছু অতিরিক্ত ব্যায়ে।

কাজেই আর দেরি না করে ব্যাগপত্র গুছিয়ে সপরিবারে / সবান্ধবে দিন দুয়েকের জন্য ঘুরে আসুন থাম্-দারা। প্রাকৃতিক সৌন্দর্যের আবেশে দৈনন্দিন রণ-ক্লান্ত জীবনযাত্রায় ওষ্ঠাগত প্রাণ বলে উঠবে "ওরে থাম একটু দাঁড়া।" একথা হলফ করে বলতে পারি।

*খরচপত্রঃ*

১৫০০/- টাকা জনপ্রতি প্রতিদিন (থাকা খাওয়া সব মিলিয়ে)
ছয় থেকে দশ বছর বয়সী দের ক্ষেত্রে থাকা খাওয়ার খরচ ৭৫০/- টাকা জনপ্রতি প্রতিদিন।
পাঁচ বছর অব্ধি থাকা খাওয়া বিনামূল্যে ।
বারবিকিউ চিকেন কিলো প্রতি ৪০০/- টাকা
ক্যাম্প-ফায়ার ও বারবিকিউ একত্রে ১০০০/- টাকা
রুম-হিটার ৫০০/- টাকা দিনপ্রতি
সাইটসিয়িং অথবা রেলস্টেশন থেকে হোমস্টে তে যাতায়াতের আনুমানিক খরচ ছোট গাড়িতে ২৮০০/- টাকা মত বড় গাড়িতে ৩৫০০/- টাকা মত।

বুকিং এর জন্য যোগাযোগ বা হোয়াটসঅ্যাপ করুন নিম্নলিখিত নাম্বার গুলিতেঃ

# 9830770140
# 8336992627

অথবা মেইল করুন
[email protected]

আপনাদের ভ্রমণ কে আনন্দদায়ক ও রোমাঞ্চকর করে তুলতে Smell of Soil সব সময় আছে আপনাদের সাথে আপনাদের পাশে। 🙏🏻

*পথচলার বর্ষ পূরণ* সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায় অথবা Time flies.... এই চিরপরিচিত কথা গুলো শুনতে শুনতে তো জীবনের ছেচল...
15/04/2022

*পথচলার বর্ষ পূরণ*

সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায় অথবা Time flies.... এই চিরপরিচিত কথা গুলো শুনতে শুনতে তো জীবনের ছেচল্লিশ টা বছর পার হয়ে গেলো। তবে এরই মাঝে কোনো এক একটা দিন কোন এক বিশেষ কারণে যেন কিছুক্ষণের জন্য সময় থমকে দাঁড়ায়। তখন পিছনে ফিরে চাইলে মনে হয় "আরেঃ এতো এইত্তো সেদিনকার কথা"..... আজ তেমনই একটা দিন।

গত বছর বাংলা ১৪২৮ সালের ১লা বৈশাখ দুই বাল্য বন্ধুর পথচলার স্বপ্ন দিয়ে সুত্রপাত Smell of Soil এর।
দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেলো অজানা পথে চলা দুটো আনকোরা মানুষের।

নানান চড়াই উৎরাই, বাঁধা বিপত্তি পেরিয়ে চলার পথে দেখা মিলেছে অনেক নতুন বন্ধু বান্ধব এবং প্রচুর শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের, সর্বোপরি আপনাদের মত কিছু ভ্রমণপিয়াসী মানুষের, যাদের ভরসায় আজও সাহস পাই এগিয়ে চলার।

আজ পয়লা বৈশাখের শুভক্ষণে Smell of Soil এর তরফ থেকে আপনাদের সকল কে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভ হোক নববর্ষ। 🙏🏻

*থাম্-দারা*

আজ Smell of Soil এর বর্ষপূর্তির দিনে অথবা শ্রদ্ধেয় শ্রী সত্যজিৎ রায় মশাই কে অনুসরণ করে বললে পরে আমাদের পাশে থেকে সাহস দেওয়া কিছু ভ্রমণ পিপাসু মানুষজনের ভরসাপূর্তির দিনে আপনাদের সুলুকসন্ধান দেবো এমন এক ভ্রমণস্থলের, যেখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হয়ে সপরিবারে বা সবান্ধবে পৌঁছে গেলে বলতে বাধ্য হবেন "ওরে থাম একটু দাঁড়া !!!"

নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে আঁকাবাঁকা পাহাড়ি পথে তিস্তা কে পাশে রেখে ঘন্টা আড়াই এর ড্রাইভে সেগুন গাছের বীথিপথ, কমলা লেবুর বাগান, পেরিয়ে আনুমানিক চার হাজার ফুট উচ্চতায় থাকা দার্জিলিং জেলার অন্তর্গত এই পাহাড়ি গ্রাম "থাম্-দারা" সর্বসমক্ষে পরিচিত সিটং থ্রি নামে।

যে হোমস্টে টি র কথা আজ বলবো সেটি অবস্থিত সিটং থ্রি র সর্বোচ্চ স্থানে।

এখানে পৌঁছানোর পর চারদিকের সবুজ পাহাড়ের সারির মাঝে স্বমহিমায় থাকা শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য আপনাকে মন্ত্রমুগ্ধ করবেই করবে।
হোমস্টের সদাহাস্যজ্বল, অতিথি বৎসল কর্মীবৃন্দের আপ্যায়নে আপনার পথের ক্লান্তি নিমেষে উধাও হয়ে যেতে বাধ্য।

হোমস্টে টি তে চারটি ফোর বেডেড রুম এবং তিনটি ট্রিপল বেডেড রুম আছে। আকাশ পরিষ্কার থাকলে সব ঘরের থেকে ই কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে।
সবকটি ঘর ই সুপরিচ্ছন্ন ও সুপরিসর এবং অ্যাটাচড বাথরুমের সুবিধা যুক্ত। প্রতিটি বাথরুমেই রয়েছে গিজার ও কমোডের সুবন্দোবস্ত। শীতকালে আছে রুম-হিটারের আয়োজন ও সামান্য কিছু ব্যায়ে।

একসঙ্গে জনা পঁচিশেক ভ্রমণার্থী অনায়সে থাকতে পারেন এই হোমস্টেতে। হোমস্টের সামনের রয়েছে বিস্তৃত মাঠের মতো জায়গা। চাইলে সেখানে কচিকাঁচাদের খেলাধুলা করে অথবা চেয়ারে চায়ের কাপ হাতে বসে হিমালয়ের অপরূপ শোভা দেখে বিভোর হয়ে যেতে পারেন। যারা নিজেরা গাড়ি চালিয়ে যেতে চান, তারা গাড়ি পার্ক করে রাখতে পারেন বিনামূল্যে।

সুপটু রন্ধনশিল্পীর হাতে বানানো প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজন, সান্ধ্যকালীন জলযোগ আর নৈশভোজের আয়োজন করা হয়ে থাকে অতি যত্নসহকারে আন্তরিকতার সাথে। ভোজনরসিক ভ্রমণার্থীদের জন্য বন্দোবস্ত আছে ক্যাম্প-ফায়ার অথবা বারবিকিউয়ের। চাইলে পরে মিলতে পারে ফরমায়েশি রান্নার পদও সামান্য কিছু অতিরিক্ত ব্যায়ে।

আশেপাশে সাইটসিয়িং করে আসতে পারেন অহলদারা, লাতপাঞ্চার, মংপু, নামথিং লেক ইত্যাদি জায়গা গুলি তে। সাইটসিয়িং বা রেলস্টেশন/এয়ারপোর্টের যাতায়াতের সুবন্দোবস্ত করে দেওয়া যেতে পারে হোমস্টে থেকে ই কিছু অতিরিক্ত ব্যায়ে।

কাজেই আর দেরি না করে ব্যাগপত্র গুছিয়ে সপরিবারে / সবান্ধবে দিন দুয়েকের জন্য ঘুরে আসুন থাম্-দারা। প্রাকৃতিক সৌন্দর্যের আবেশে দৈনন্দিন রণ-ক্লান্ত জীবনযাত্রায় ওষ্ঠাগত প্রাণ বলে উঠবে "ওরে থাম একটু দাঁড়া।" একথা হলফ করে বলতে পারি।

*খরচপত্রঃ*

১৫০০/- টাকা জনপ্রতি প্রতিদিন (থাকা খাওয়া সব মিলিয়ে)
ছয় থেকে দশ বছর বয়সী দের ক্ষেত্রে থাকা খাওয়ার খরচ ৭৫০/- টাকা জনপ্রতি প্রতিদিন।
পাঁচ বছর অব্ধি থাকা খাওয়া বিনামূল্যে ।
বারবিকিউ চিকেন কিলো প্রতি ৪০০/- টাকা
ক্যাম্প-ফায়ার ও বারবিকিউ একত্রে ১০০০/- টাকা
রুম-হিটার ৫০০/- টাকা দিনপ্রতি
সাইটসিয়িং অথবা রেলস্টেশন থেকে হোমস্টে তে যাতায়াতের আনুমানিক খরচ ছোট গাড়িতে ২৮০০/- টাকা মত বড় গাড়িতে ৩৫০০/- টাকা মত।

বুকিং এর জন্য যোগাযোগ বা হোয়াটসঅ্যাপ করুন নিম্নলিখিত নাম্বার গুলিতেঃ

# 9830770140
# 8336992627

অথবা মেইল করুন
[email protected]

আপনাদের ভ্রমণ কে আনন্দদায়ক ও রোমাঞ্চকর করে তুলতে Smell of Soil সব সময় আছে আপনাদের সাথে আপনাদের পাশে। 🙏🏻

On the joyous occasion and season of yuletide, Team Smell of Soil wishes everyone Merry Christmas and  Happy New Year.Ma...
25/12/2021

On the joyous occasion and season of yuletide, Team Smell of Soil wishes everyone Merry Christmas and Happy New Year.
May God bless us in abundance with happiness, success and good health in the coming days.

We would like to thank Mr. Sumanta Banerjee and his family from the bottom of our heart for choosing Smell of Soil as their travel associate in their recent tour.

Please find the details of their experience in the below mentioned link.

https://m.facebook.com/story.php?story_fbid=305447808290320&id=102813841887052&sfnsn=wiwspmo

To make your tour experience exciting, enjoyable and memorable, Smell of Soil is always there with you. 🙏

27/11/2021

Connect through our lens for your next trip through Bengal’s plateau hinterlands.

Keep watching this space for exciting details.....

কোলাখামের আমন্ত্রণপত্রআজ আর সুলুকসন্ধান নয়,স্থানমাহাত্ম্য এবং নাম সাদৃশ্যের  জেরে সরাসরি খোলাখামে পাঠানো আমন্ত্রণপত্র ই ...
12/11/2021

কোলাখামের আমন্ত্রণপত্র

আজ আর সুলুকসন্ধান নয়,স্থানমাহাত্ম্য এবং নাম সাদৃশ্যের জেরে সরাসরি খোলাখামে পাঠানো আমন্ত্রণপত্র ই রইলো কোলাখামের থেকে।

সমুদ্রপৃষ্ঠ ৬২০০ ফিট উচ্চতায় অবস্থিত, নিউ জলপাইগুড়ি থেকে সাড়ে তিন ঘন্টার পাহাড়ি পথ পাড়ি দিয়ে কালিম্পংয়ের এই ছোট্ট শান্ত পাহাড়ি গ্রামের অমোঘ টানে দেশ বিদেশের বহু পর্যটক এসে হাজির হন প্রকৃতির সাথে একাত্মতার আস্বাদ নিতে।

শহুরে কোলাহল থেকে বহুদূরে পাহাড়ের কোলে একান্ত নিরিবিলি তে স্থিত এই হোমস্টে টির অন্যতম আকর্ষণ হলো পিছনে পাইন বনের সারি আর সামনে স্বমহিমায় থাকা তুষারমণ্ডিত কাঞ্চনজঙ্ঘা।

হোমস্টের সদাহাস্যজ্বল কর্মীবৃন্দের আতিথেয়তা, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও নিস্তব্ধতার নিজস্ব শব্দ আপনার এতদিনের পারিপার্শ্বিক অবস্থার দরুন জমে ওঠা সকল মানসিক ও শারীরিক ক্লান্তি কে নিমেষে অদৃশ্য করে দেবে এ কথা অনস্বীকার্য।

এখানকার সুপরিসর ও সুপরিচ্ছন্ন ঘর তিনটিতে একসাথে জনা দশ/বারোজন ভ্রমানার্থী অনায়াসে থাকতে পারেন। প্রতিটি ঘরেই রয়েছে গিজার যুক্ত অ্যাটাচড বাথরুমের সুবন্দোবস্ত।
আকাশ পরিষ্কার থাকলে ধূমায়িত চায়ের কাপ হাতে খোলা জানালা দিয়ে অথবা ব্যালকনি তে বসে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য থেকে আর পাইনবনের থেকে ভেসে আসা ঝিঁঝিঁ পোকার ডাক শুনে নিজের অজান্তে কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না।
সুপটু রন্ধনশিল্পীর হাতে বানানো প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজন ও নৈশভোজের আয়োজন করা হয়ে থাকে অতি যত্নসহকারে। ভোজনবিলাসী ভ্রমণার্থীদের জন্য আয়োজন আছে বারবিকিউয়েরও সামান্য কিছু ব্যায়ে।

আপনার যদি পাখি দেখবার নেশা থেকে থাকে তাহলে এই জায়গাটি হয়ে উঠতে পারে আপনার স্বর্গরাজ্য। এছাড়াও হোমস্টের আশেপাশে ঘুরে আসতে পারেন ছাঙ্গে ফলস্, নেওড়া ভ্যালি ফরেস্ট , লাভা, লোলেগাঁও, রিশপ। গাড়ির সুবন্দোবস্ত হোমস্টে থেকেই করে দেওয়া সম্ভব কিছু অতিরিক্ত খরচে।

তাহলে এবার আপনারাই বলুন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কোলাখাম থেকে পাঠানো এরকম এক খোলাখামের আমন্ত্রণপত্র কে উপেক্ষা করাটা কি ঠিক হবে?
চারিদিকের অবস্থা দেখেশুনে বিচার করে, দিন দুয়েকের জন্য সপরিবারে / সবান্ধবে ঘুরে আসুন কোলাখামের এই হোমস্টে টি থেকে। প্রকৃতির সান্নিধ্যে থেকে সতেজতা ও প্রাণপ্রাচুর্যে ভরপুর হয়ে উঠবেন একথা হলফ করে বলতে পারি।

*খরচপত্রঃ*

২০০০/- টাকা জনপ্রতি প্রতিদিন (থাকা, প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজন ও নৈশভোজ সহ ) ডাবল বেডরুমে।

অতিরিক্ত ব্যক্তি সর্বাধিক দুজন ১৫০০/- টাকা জনপ্রতি প্রতিদিন (থাকা, প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজন ও নৈশভোজ সহ)

বারবিকিউ চিকেন কিলো প্রতি ৭০০/- টাকা

সান্ধ্যকালীন জলযোগ আনুমানিক ২০০/- টাকা মত

রেলস্টেশন থেকে হোমস্টে তে যাতায়াতের আনুমানিক খরচ ৪১০০/- টাকা মত বোলেরো বা টাটা সুমো জাতীয় বড় গাড়িতে

সাইটসিয়িং ছাঙ্গে ফলস্ আনুমানিক ৯০০/- টাকা, লাভা লোলেগাঁও, রিশপ ২৫০০/- টাকা মত বড় গাড়িতে।

বুকিং এর জন্য যোগাযোগ বা হোয়াটসঅ্যাপ করুন নিম্নলিখিত নাম্বার গুলিতে
#9830770140
#9830322960

অথবা মেইল করুন
[email protected]

আপনাদের ভ্রমণ কে আনন্দদায়ক ও রোমাঞ্চকর করে তুলতে Smell of Soil সব সময় আছে আপনাদের সাথে আপনাদের পাশে। 🙏🏻

Wish you all and your dear ones a very Happy Diwali & Kali Puja.Regards 🙏🙏Team Smell of Soil
04/11/2021

Wish you all and your dear ones a very Happy Diwali & Kali Puja.

Regards 🙏🙏

Team Smell of Soil

জমিদারিএই একটি কথা-ই বোধহয় যথেষ্ট আপামর বাঙালির মনের গভীরে লুকিয়ে থাকা এক অদ্ভূত রোমান্টিসিজম্ কে জাগিয়ে তোলবার পক্ষে। স...
30/10/2021

জমিদারি

এই একটি কথা-ই বোধহয় যথেষ্ট আপামর বাঙালির মনের গভীরে লুকিয়ে থাকা এক অদ্ভূত রোমান্টিসিজম্ কে জাগিয়ে তোলবার পক্ষে। সে ঠাকুর বাড়ির অন্দরমহলের কথা ই হোক অথবা জলসাঘরের বিশ্বম্ভর রায়ের পরিনতি তে।
সরকারি ভাবে জমিদারি প্রথা আজ না থাকলেও তার নস্টালজিয়ার ছাপ রয়ে গেছে সকল বাঙালির মনের গভীরে, সে আপনি এপার বাংলার মানুষই হোন বা ওপার বাংলার।

আজ আপনাদের সুলুকসন্ধান দেবো বীরভূম জেলার অন্তর্গত শ্রীনিকেতনে অবস্থিত এমন একটি জায়গার, যেখানে রাঙামাটির পথ দিয়ে,শাল, পলাশের জঙ্গল পেরিয়ে, নানাবিধ গাছগাছালি তে ভরা এই রিসর্ট টি তে পৌঁছলে পরে গ্রাম বাংলার পল্লীসমাজ ও জমিদারির এক অদ্ভূত রোমাঞ্চকর অনুভূতি আপনার মধ্যে আসতে বাধ্য।

২.৬ একর জমির ওপর বিভিন্ন ফুলফলের গাছ দিয়ে ঘেরা সুসজ্জিত বাগান, ঘাট বাঁধানো পুকুর, নানান রকমের পাখির কলকাকলিতে মুখরিত চারপাশ ও ভোরবেলায় বাউলগানে ঘুমভাঙানোর পরিবেশের মাঝে এই রিসর্ট টিতে নয়টি Mud Duplex, তিনটি Luxury Cottage ও একটি ত্রিতল জমিদার বাড়ি - এই তিন ধরনের থাকবার বন্দোবস্ত রয়েছে। একসঙ্গে জনা তিরিশ পয়ত্রিশ ভ্রমনার্থী অনায়াসে থাকতে পারেন এই রিসর্ট টিতে।

সবকটি ঘর ই শীতাতপনিয়ন্ত্রিত, অ্যাটাচড বাথরুম ও গিজার এবং ফ্রি-ওয়াইফাই সহ সব রকমের অত্যাধুনিক সুবিধা যুক্ত।
শুধু বর্তমান পরিস্থিতির নিরিখে নয় বরাবরই পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৃজনশীলতা এই রিসর্টের অন্যতম বৈশিষ্ট্য।

দিনের বেলায় রিসর্টের পারিপার্শ্বিক সবুজে ঢাকা পরিবেশ ও রাতের বেলায় পার্শ্ববর্তী সাঁওতাল গ্রামের থেকে ভেসে আসা মাদলের দ্রিমদ্রিম আওয়াজে আপনি মন্ত্রমুগ্ধ হয়ে থাকবেন একথা আর বলার অপেক্ষা রাখেনা বৈকি। আর রিসর্টের সদাহাস্যজ্বল কর্মীবৃন্দের আতিথেয়তা আপনাকে এখানে বারবার আসতে বাধ্য করবে।

আপনি যদি ভ্রমণপিপাসু হওয়ার সাথে সাথে হয়ে থাকেন ভোজনরসিকও তাহলে তো এই রিসর্ট হচ্ছে আপনার আদর্শ স্থান।
মধ্যাহ্ন ভোজন, সান্ধ্যকালীন জলযোগ ও নৈশভোজে সুপটু রন্ধনশিল্পীর হাতে বানানো বাঙালি অথবা চাইনিজ পদের ইচ্ছে মত ফরমায়েশ করতে পারেন। সাথে বারবিকিউ চিকেন তো বটেই, আস্বাদন নিতে পারেন পাতাপোড়া চিকেন বা মাটনের মত আঞ্চলিক পদেরও।
খরচের দিক থেকে এ সবেরই আয়োজন করা হয়ে থাকে সাধারণের আয়ত্তের কথা মাথায় রেখেই।

শিশু ভ্রমণার্থীদের বিনোদনের কথা মাথায় রেখে এখানে আছে চিল্ড্রেনস্ প্লে গ্রাউন্ড, স্বাস্থ্যসচেতন ভ্রমণার্থীদের জন্য রয়েছে ওপেন এয়ার জিম। আর আপনার যদি ছিপ দিয়ে মাছ ধরবার নেশা থেকে থাকে, তারও সুবন্দোবস্ত আছে রিসর্টের পুকুরে,যৎসামান্য কিছু মূল্যে। শুধু একটিই অনুরোধ রিসর্ট-কতৃপক্ষের তরফ থেকে, মাছ ধরে সেটিকে আবার পুকুরেই ছেড়ে দেওয়ার জন্য।

কেউ যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে বিনামূল্যে কারপার্কিং ও ড্রাইভারের থাকবার সুবন্দোবস্ত রয়েছে সামান্য কিছু খরচে।

অনতিদূরে অবস্থিত কবিগুরুর শান্তিনিকেতন আশ্রম, খোয়াই, সোনাঝুরির হাট, কঙ্কালীতলা, ডিয়ারপার্ক ইত্যাদি দর্শনীয় স্থান ঘুরে দেখে আসবার বন্দোবস্ত ও করে দেওয়া সম্ভব রিসর্টের থেকেই, কিছু অতিরিক্ত ব্যায়ে।

বাইরের পরিস্থিতি বিচার করে সপরিবারে/সবান্ধবে দিন দুয়েকের জন্য কাটিয়ে আসুন শ্রীনিকেতনের এই রিসর্টটি থেকে.....শ্যামলিমার মাঝে থেকে, মানসিক ও শারীরিক ভাবে সতেজ হয়ে উঠবেন একথা সুনিশ্চিত।

*খরচপত্রঃ*

Mud Duplex :- ৪৮০০/- টাকা+১২% দিনপ্রতি দুজনের জন্য প্রাতঃরাশ সহ

Luxury Cottage :- ৪০০০/- টাকা+১২% দিনপ্রতি দুজনের জন্য প্রাতঃরাশ সহ

জমিদার বাড়ি :- ৪০০০/-টাকা+১২% দিনপ্রতি দুজনের জন্য প্রাতঃরাশ সহ

অতিরিক্ত ব্যক্তি ৭৫০/- + ১২% টাকা দিনপ্রতি প্রাতঃরাশ সহ

ড্রাইভারের থাকা খাওয়া ৮০০/- টাকা দিনপ্রতি

মধ্যাহ্নভোজন, সান্ধ্যকালীন জলযোগ ও নৈশভোজের খরচ খাদ্যতালিকা অনুসারে ( a la carte)

বারবিকিউ ৭০০/- টাকা কিলো প্রতি

মাছ ধরবার খরচ :- ১০০/- টাকা

বুকিং এর জন্য যোগাযোগ বা হোয়াটসঅ্যাপ করুন নিম্নলিখিত নাম্বার গুলিতে
#9830770140
#9830322960

অথবা মেইল করুন
[email protected]

আপনাদের ভ্রমণ কে আনন্দদায়ক ও রোমাঞ্চকর করে তুলতে Smell of Soil সব সময় আছে আপনাদের সাথে আপনাদের পাশে। 🙏

15/10/2021

Subho Bijoya & Happy Dussehra 🙏

08/10/2021

শুভ শারদীয়া 🙏 / Subho Sharodiya 🙏

রাঙামাটির পথেএই একটি কথাই বোধহয় যথেষ্ট আপামর বাঙালি তথা সমগ্র বিশ্ববাসীর কাছে, আজ কোন জায়গাটির সুলুকসন্ধান দিতে চলেছি তা...
01/10/2021

রাঙামাটির পথে

এই একটি কথাই বোধহয় যথেষ্ট আপামর বাঙালি তথা সমগ্র বিশ্ববাসীর কাছে, আজ কোন জায়গাটির সুলুকসন্ধান দিতে চলেছি তা বোঝাবার জন্য.....

হ্যাঁ, একদম ঠিক ধরেছেন !!!
আজ আপনাদের নিয়ে যাবো বঙ্গসংস্কৃতির প্রাণকেন্দ্র বোলপুর শান্তিনিকেতনে।
এবার প্রধান সমস্যা টা হলো, শান্তিনিকেতনে একবারও যাননি অথবা বোলপুরের অবস্থান ও পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে অবহিত নন এরকম মানুষজনের খোঁজ মেলাটা সত্যি ই দুষ্কর। সুতরাং এই জায়গার বিষয়ে নতুন করে কিছু বলতে যাওয়া টা নিতান্তই ধৃষ্টতার নিদর্শন হবে।

তবে একটা কথা কিন্তু অনস্বীকার্য, যে শান্তিনিকেতনের প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের জন্য অনেকেরই মনে একটা সুপ্ত বাসনা থেকে থাকে এই জায়গায় নিজস্ব এক সুখী গৃহকোণের। যার জন্য শান্তিনিকেতন কে বলা হয়ে থাকে বাঙালির সেকেন্ড হোম।

আজ আপনাদের যে হোমস্টে টির কথা বলবো, সেখানে গেলে অবশ্য অবশ্যই পাবেন সেই আকাঙ্খিত সুখী গৃহকোণের আন্তরিক পরিবেশ।

সবুজ ঘাসের গালিচা বিছানো লনে নানাবিধ ফুলের সমাহার ও গাছগাছালির মধ্যে বসে বুকভরে নিতে পারবেন বিশুদ্ধ অক্সিজেন। হোমস্টেটির চারটি ঘর ই শীতাতপনিয়ন্ত্রিত ও অ্যাটাচড বাথরুমের সুবিধা যুক্ত। প্রতিটি বাথরুমে ই রয়েছে গিজারের সুবন্দোবস্ত। বলাবাহুল্য হোমস্টের ঘরগুলি তো বটেই, প্রতিটি কোণ ই অসম্ভব রকমের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৃজনশীলতার পরিচয় বহন করে। শীত,গ্রীষ্ম,বর্ষা সকল ঋতুতেই আপনার আপ্যায়নের জন্য প্রস্তুত এই হোমস্টের সদাহাস্যময় কর্মীবৃন্দ। একসাথে জনা দশ বারো জন ভ্রমানার্থী অনায়াসে থাকতে পারেন এই হোমস্টেটিতে।

কেউ যদি নিজস্ব গাড়ি নিয়ে যেতে চান তাহলে বিনামূল্যে কার পার্কিংয়ের সাথে সাথে ড্রাইভারের থাকবারও বন্দোবস্ত ও আছে সামান্য কিছু ব্যয়ে।

এখানকার আরেকটি বিশেষত্ব হলো সুপটু রন্ধনশিল্পীর হাতে বানানো আপনার পছন্দ অনুযায়ী ফরমায়েশি পদ সহযোগে প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজন, সান্ধ্যকালীন জলযোগ ও নৈশভোজের সুবর্ণ সুযোগ। আপনার কাজ শুধু বাজার দর অনুযায়ী বাজারের খরচা টুকু দিয়ে হোমস্টের কর্মীবৃন্দের সাথে একবার যাওয়া। যাতে জিনিসপত্রের গুণগত ও পরিমাণগত মান স্বচক্ষে দেখে নিতে পারেন নিজের বাড়ির মত। বাকি বাজার বয়ে এনে রেঁধেবেড়ে পরিবেশন করবার জন্য সদাপ্রস্তুত হোমস্টের কর্মীবৃন্দ। চাইলে পরে আপনি আগে থেকে নিজে বাজার করে নিয়ে এসেও রান্না করতে পারেন। হোমস্টের রান্নাঘর ও ফ্রিজ ব্যাবহারের জন্য কিছু অতিরিক্ত খরচে। এছাড়াও হোমস্টের নিজস্ব খাদ্য তালিকা তো আছেই। ভোজনরসিকদের রসনা চরিতার্থ করবার জন্য বারবিকিউয়ের ও বন্দোবস্ত আছে সামান্য কিছু অতিরিক্ত ব্যায়ে।

শান্তিনিকেতনে বেড়াতে এসেছেন আর একটু গানবাজনা সহযোগে বৈঠকি আড্ডা দেবেন না এও আবার হয় নাকি? সেই কৃষ্টিমূলক দিকের কথা মাথায় রেখেই এই হোমস্টে টিতে বন্দোবস্ত রয়েছে মিউজিক রুমের যেখানে রয়েছে হারমোনিয়াম, গিটার সহ নানাবিধ বাদ্যযন্ত্র ও মিউজিক সিস্টেম। এখানে বসে দারুণ ভাবে জমে যেতে পারে এক সঙ্গীত মুখর সান্ধ্যবৈঠক।

আশেপাশে ঘুরে দেখে আসুন কবিগুরুর শান্তিনিকেতন আশ্রম, খোয়াই, সোনাঝুরির হাট, কঙ্কালীতলা, ডিয়ারপার্ক ইত্যাদি ইত্যাদি।

এই হোমস্টে টি তে দিন দুয়েক কাটিয়ে আসবার পর আবার ফিরে আসতে ইচ্ছে করবে একথা হলফ করে বলতে পারি।

তবে আর দেরি কেন? সপরিবারে / সবান্ধবে ঘুরে আসুন শান্তিনিকেতনের এই হোমস্টে টি থেকে। শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক ভাবে নিজেকে নতুন করে খুঁজে পাবেন নিঃসন্দেহে।

*খরচপত্রঃ*

ডাবল বেডরুম Type1 ৩৫০০/- টাকা দিনপ্রতি
ডাবল বেডরুম Type2 ৫০০০/- টাকা দিনপ্রতি
বারবিকিউ কিলো প্রতি ৭০০/- টাকা
ড্রাইভারের থাকবার বন্দোবস্ত ৬০০/- টাকা দিনপ্রতি

বুকিং এর জন্য যোগাযোগ বা হোয়াটসঅ্যাপ করুন নিম্নলিখিত মোবাইল নাম্বার গুলিতে
#9830770140
#9830322960

অথবা মেইল করুন
[email protected]

আপনাদের ভ্রমণ কে আনন্দদায়ক ও রোমাঞ্চকর করে তুলতে Smell of Soil সব সময় আছে আপনাদের সাথে আপনাদের পাশে। 🙏🏻

ঘুমন্ত বুদ্ধের দেশে (পুনঃপ্রচারিত) আজকের পর্যটন সংক্রান্ত  সুলুকসন্ধান দিতে বসে কেন জানি  বিধিসম্মত সতর্কীকরণ গোছের কিছু...
24/09/2021

ঘুমন্ত বুদ্ধের দেশে (পুনঃপ্রচারিত)

আজকের পর্যটন সংক্রান্ত সুলুকসন্ধান দিতে বসে কেন জানি বিধিসম্মত সতর্কীকরণ গোছের কিছু একটা বলবার কথা মাথায় আসছে বারবার.....আসলে আজ যে জায়গার কথা আপনাদের বলতে চলেছি সেই জায়গাটি চিরপরিচিত হয়েও যেন বেশ কিছু টা অপরিচিত।

সেজন্য যারা পাহাড়ে ঘুরতে ভালোবাসেন শুধুমাত্র ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা দেখবার লোভে নয়, বরঞ্চ বৃষ্টির মেঘে ঢাকা পাহাড়ের মধ্যে থেকে মেঘ ছুঁয়ে, বৃষ্টিস্নাত পাহাড়ের সবুজায়নের অপরূপ সৌন্দর্য কে অনুভব করতে, আজকের জায়গাটি তাদের জন্য।
যারা ভালোবাসেন পাহাড়ি গ্রামের সাদাসিধে, অনাড়ম্বর অথচ প্রাণপ্রাচুর্যে ভরপুর জীবনযাত্রার অংশ হয়ে নিজেদেরও পুনরুজ্জীবিত করে তুলতে আজকের জায়গাটি তাদের জন্য।
যাদের কানে, পাহাড়ি ঝাউ বা পাইনবনের থেকে আসা ঝিঁঝিঁ পোকার ডাকের সাথে হাওয়ায় দোদুল্যমান ডালপালায় পাতার ঘষা লাগার শব্দ অথবা পাহাড়ের গা বেয়ে ঝরে পড়া বৃষ্টির আওয়াজ সুমধুর অর্কেষ্ট্রার মত বাজে আজকের জায়গাটি তাদের জন্য।

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মোটামুটি ঘন্টা তিনেকের আঁকাবাঁকা পাহাড়ি পথে সেবক ব্রিজ, কালিঝোরা, পোনবু, চারখোল এই দর্শনীয় স্থান গুলি পরিদর্শন করতে করতে আপনি যখন লোলেগাঁও এর অন্তর্গত কাফেরগাঁওয়ের এই হোমস্টে তে গিয়ে পৌঁছবেন, তখন সামনে দিগন্তবিস্তৃত "স্লিপিং বুদ্ধ"র পর্বতশৃঙ্গাবলী ও পিছনে ঘন সবুজে ঘেরা পাইনবন আপনার যাত্রা পথের ক্লান্তি নিমেষের মধ্যে অদৃশ্য করে দেবে।

সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি সাড়ে পাঁচ হাজার ফুট উচ্চতায় অবস্থিত লোলেগাঁও এর এই হোমস্টে টি তে চারটি ডাবল ও একটি ফোর বেডেড রুম আছে। যার মধ্যে তিনটি থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য আর দুটি থেকে পাইন ফরেস্টের ঘন সবুজে ঢাকা বনানীর রূপ দেখে আপনার শরীর ও মনের সমস্ত ক্লান্তি দূর করে, নিজেকে সতেজ ও তরতাজা করে তুলতে পারবেন একথা সুনিশ্চিত।
হোমস্টের প্রতিটি ঘরে ই রয়েছে গিজার যুক্ত অ্যাটাচড্ বাথরুম। বলাবাহুল্য এই হোমস্টের ঘর গুলির পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষনাবেক্ষনের সাথে সাথে প্রাতঃরাশ থেকে শুরু করে মধ্যাহ্নভোজন, সান্ধ্যকালীন জলযোগ, নৈশভোজ সমস্ত কিছুরই আয়োজন করা হয়ে থাকে অত্যন্ত যত্নসহকারে পূর্ণ আতিথিয়েতার সাথে।
বারবিকিউয়ের ও বন্দোবস্ত করা যেতে পারে সামান্য কিছু অতিরিক্ত ব্যায়ে।

মধ্যাহ্নভোজনের পর চাইলে পরে হোমস্টের সামনে বাগানে বসে পাইন ফরেস্টের প্রাকৃতিক শব্দের সাউন্ড থেরাপি নিতে নিতে সামনে স্বমহিমায় থাকা ঘুমন্ত বুদ্ধের পর্বত শৃঙ্গ গুলি দেখে সময় কাটিয়ে দিতে পারেন।
অথবা কাছাকাছির মধ্যে ঘুরে আসতে পারেন সিলুং বাজার, পাহাড়ি গ্রামের অভিজ্ঞতা অনুভব করবার জন্য। দেখে আসতে পারেন শিববুদ্ধ পার্ক।

সান্ধ্যকালীন জলযোগের সাথে গরম চায়ে চুমুক ও নৈশভোজের পর এই হোমস্টে তে রাত্রিবাসের অভিজ্ঞতা ,পাইন ফরেস্টের থেকে আসা প্রাকৃতিক শব্দের সাথে ঝিঁঝিঁ পোকার ডাক, শহুরে কোলাহল থেকে বহুদূরে সরিয়ে আপনাকে এক অপার্থিব রোমাঞ্চকর অনুভূতির সাক্ষী করে রাখবে।

ইচ্ছে হলে পরদিন সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে দেখে আসতে পারেন ঝণ্ডিধারা সানরাইজ পয়েন্ট থেকে সূর্যোদয়ের অসামান্য দৃশ্য। প্রাতঃরাশের পরে সাইটসিয়িং করে আসুন জেওরাং ভিউ পয়েন্ট, ডবলিং টুইন ওয়াচ টাওয়ার, নোকদারা লেক।

আপনি কি অ্যাডভেঞ্চার প্রিয়? তাহলে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে ক্যানোপি ওয়াক আপনার সেই সাধের ষোলকলা পূর্ণ করবে অবশ্যই।

আশেপাশের দর্শনীয় স্থান হিসেবে লাভা, লোলেগাঁও, রিশপ, নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কের নাম তো সকল ভ্রমণপিপাসু জনের মুখে মুখে ঘুরে আজ জগদ্বিখ্যাত। এছাড়াও কাছাকাছির মধ্যে রয়েছে টিগার্ডেন, খোলাখাম ও ছাঙ্গে ফলস্। এখানকার দর্শনীয় স্থান গুলি কিন্তু ফুরিয়েও ফুরোয় না, বেড়ানো শেষে বাড়ি ফেরবার ফিরতি পথে ঘুরে যেতে পারেন কালিম্পং ও ডেলো।
যাতায়াত ও সাইটসিয়িং এর সকল বন্দোবস্ত হোমস্টে র থেকেই করে দেওয়া সম্ভব, কিছু অতিরিক্ত ব্যায়ে।

এছাড়া আপনি যদি ট্রেকার বা বাইকার হয়ে থাকেন তাহলে লোলেগাঁও থেকে মুলখারকা, রাচেল্লা পিক, কাগেপৌয়াক, খোলাখাম, ক্রজডারা, নোকদারা, গীতখোলা, মানেদারা, পোনবুদারা এই অফবিট জায়গা গুলি হতে পারে আপনার স্বর্গরাজ্য।

তবে তার দেরি কেন? পরিস্থিতির কিছু টা উন্নতি হলে, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে অথবা ব্যাগপ্যাক কাঁধে নিয়ে বেরিয়ে পড়ুন..... ঘুমন্ত বুদ্ধের সান্নিধ্যে স্থিত লোলেগাঁওয়ের এই হোমস্টে টি তে পাহাড়-পর্বতশ্রেণী,পাইনবন, চা-বাগান, ঝর্ণা র মাঝে কাটানো দু/তিন দিনের নতুন ধরনের অফবিট এক্সপিরিয়েন্স আপনার শরীর ও মন কে পুনরুজ্জীবিত করে তুলবে একথা হলফ করে বলতে পারি।

*খরচপত্রঃ*

১২৫০/- টাকা জনপ্রতি প্রতিদিন (থাকা খাওয়া সব মিলিয়ে)
বারবিকিউ কিলো প্রতি ৮০০/- টাকা মত

রেলস্টেশন, এয়ারপোর্ট বা বাসডিপো থেকে হোমস্টে তে যাতায়াতের আনুমানিক খরচ ছোট গাড়ি ৩৭০০/-টাকা থেকে ৪০০০/- টাকা, বড় গাড়ি ৪৭০০/-টাকা থেকে ৫০০০/- টাকা

সাইটসিয়িং গাড়ি ২০০০/- টাকা

বুকিং এর জন্য যোগাযোগ করুন নিম্নলিখিত মোবাইল নাম্বার গুলিতে
#9830770140
#9830322960

অথবা মেইল করুন
[email protected]

আপনাদের ভ্রমণ কে আনন্দদায়ক ও রোমাঞ্চকর করে তুলতে Smell of Soil সব সময় আছে আপনাদের সাথে আপনাদের পাশে। 🙏🏻

এবার অরণ্যে (পুনঃপ্রচারিত) শ্রদ্ধেয় শ্রী সত্যজিৎ রায় মশাইয়ের অমর সৃষ্টি গুপীগাইন - বাঘাবাইন যতবারই দেখি ততবারই যেন মনে হ...
17/09/2021

এবার অরণ্যে (পুনঃপ্রচারিত)

শ্রদ্ধেয় শ্রী সত্যজিৎ রায় মশাইয়ের অমর সৃষ্টি গুপীগাইন - বাঘাবাইন যতবারই দেখি ততবারই যেন মনে হয়, আহা এমন তিনটি বর অথবা গুপী-বাঘার মত সহৃদয় ও ভূতের রাজার বরদানপ্রাপ্ত কিছু বন্ধু যদি সাথে থাকতো তবে জীবন টাও বেশ একটু ম্যাজিক্যাল গোছের হতো। এই কথাটা আপনার-আমার মত আর দশজন ভ্রমণ পিপাসু ও ভোজনরসিক ব্যক্তিবর্গের মনে কখনো না কখনো যে এসে থাকবেই সেটা হলফ করে বলতে পারি।

কব্জি ডুবিয়ে সুস্বাদু ভোজনের সাথে সাথে তালি দিয়ে নানান সুদৃশ্য স্থানে ভ্রমণ করলে আপনা-আপনি ই গলা ছেড়ে গান বেরোতে বাধ্য।

ধরুন যদি সত্যি সত্যি ই এরকম বরদানপ্রাপ্ত কিছু বন্ধুবান্ধবের দেখা মেলে দিন তিন/চারেকের জন্য, তাহলে কেমন হয়? গল্পের মত মনে হলেও সব কটা কথাই কিন্তু ঠারে ঠারে সত্যি।

আজ আপনাদের সাথে পরিচয় করাবো জলপাইগুড়ি জেলার অন্তর্গত মূর্তি নদীর ধারে, সবুজ বনানী ও পাহাড় শ্রেণীর মাঝে অবস্থিত এমনই একটি রিসর্টের সাথে, যেখানে আপনি এই তিনটি বরের দুটি তো নিশ্চিত ভাবে পাবেনই। ফলস্বরূপ দেখবেন তৃতীয় বর টিও আপনা থেকেই আপনার কন্ঠে কখন যেন চলে এসেছে। বলাবাহুল্য এই সমস্ত বন্দোবস্ত ই করা সর্বসাধারণের সাধ ও সাধ্যের কথা মাথায় রেখে।

প্রাত্যহিক জীবনে, টিকে থাকার লড়াইয়ের পর মনপ্রাণ যখন খুঁজে বেড়ায় প্রকৃতির সান্নিধ্যের.... তখন সেই পরিশ্রান্ত শরীর-মন কে পুনরুজ্জীবিত করবার পূর্ণ দায়িত্ব নিজেদের কাঁধে হাসিমুখে তুলে নিতে সদাপ্রস্তুত অরণ্য ঘেরা এই রিসর্ট টি। আপনার কাজ শুধু ট্রেনে,প্লেনে অথবা বাসে চেপে যথাক্রমে নিউজলপাইগুড়ি, বাগডোগরা অথবা শিলিগুড়িতে পৌঁছানো। সেখান থেকে আপনার পরিষেবায় হাজির থাকবেন সদাহাস্যময় এই রিসর্টের কর্মীবৃন্দ।

নানান প্রকার গাছগাছালিতে ঘেরা, শাকসব্জীর বাগানে ভরা এই রিসর্টে চাইলে আপনি আয়েশ করে প্রিয় বই টি হাতে নিয়ে পাখিদের কলকাকলির মাঝে দু/তিন দিন নিপাট বিশ্রাম করে কাটিয়ে দিতে পারেন। ডাবল থেকে শুরু করে ফোর বেডেড রুম অব্ধি সব রকমের ঘর আছে রিসর্টে। একসাথে পয়ত্রিশ থেকে চল্লিশ জন ভ্রমানার্থী অনায়াসে থাকতে পারেন এই রিসর্টে। প্রতিটি ঘরই সুপরিচ্ছন্ন ও স্যানিটাইজ করা সেটা আর বলার অপেক্ষা রাখেনা বৈকি। আগেই বলেছি রিসর্ট থেকে মিনিট পাঁচেক পথ চললেই পাবেন মূর্তি নদীর দেখা। নদীর ওপার থেকে শুরু গরুমারা অরণ্যের। আকাশ পরিষ্কার থাকলে রিসর্টের থেকেই দেখা পাবেন কাঞ্চনজঙ্ঘার শুভ্র শিখরের। সাথে রয়েছে ষোলোআনা বাঙালিয়ানার ষোলকলা পূর্ণ করবার জন্য অসামান্য সুস্বাদু বাঙালি খাবারদাবার। যার বেশির ভাগ অংশটাই আসে রিসর্টের নিজস্ব বাগানে ফলানো তরিতরকারি ও মূর্তি নদী থেকে ধরা তাজা মাছের থেকে। ভোজনরসিক দের রসনা চরিতার্থ করবার জন্য বন্দোবস্ত আছে বারবিকিউয়ের ও।

আর যদি আপনার পায়ের তলায় থাকে সর্ষে, তাহলে আপনার জন্য রয়েছে এই ভ্রমণপঞ্জীটিঃ

প্রথম দিনঃ নিউজলপাইগুড়ি, বাগডোগরা বা শিলিগুড়ি থেকে রিসর্টের গাড়িই আপনাকে রিসর্টে পৌঁছে দেবে গজলডোবা তিস্তা ব্যারেজ হয়ে। মধ্যাহ্নভোজনের পর খানিক বিশ্রাম নিয়ে ঘুরে আসতে পারেন রকি আইল্যান্ড, সামসিং, সান্তালেখোলা।

দ্বিতীয় দিনঃ প্রাতঃরাশ শেষে বেরিয়ে পড়ুন সিটং-অহলধারা অথবা লাভা-রিশপ অথবা জয়ন্তী-বক্সার উদ্দেশ্যে। সাথে থাকবে রিসর্ট থেকেই প্যাক করে দেওয়া মধ্যাহ্নভোজন।

তৃতীয় দিনঃ প্রাতঃরাশের পর ঘুরে আসুন পাশ্ববর্তী টি-গার্ডেন ও আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে। রিসর্টে মধ্যাহ্নভোজনের পর চলুন জিপসি চেপে গরুমারা অরণ্যে জাঙ্গলসাফারি করতে। যেখানে দেখা পেতে পারেন গণ্ডার, হাতি, বাইসনের সাথে হর্ণবিল ও নানাপ্রকার পাখির। সন্ধ্যাবেলায় আপনার জন্য থাকছে ক্যাম্প-ফায়ার ও বারবিকিউের বন্দোবস্ত।
ইচ্ছুক ভ্রমনার্থীদের জন্য ট্রাইবাল ডান্সের অনুষ্ঠান ও করবার সুবন্দোবস্ত আছে এখানে।

চতুর্থ দিনঃ প্রাতঃরাশ সেরে ঘুরে আসুন বিন্দু, ঝালং,জলঢাকা। রিসর্টে মধ্যাহ্নভোজন সেরে, বিশ্রাম নিয়ে এবার ফেরার পালা নিউজলপাইগুড়ি, বাগডোগরা বা শিলিগুড়ির উদ্দেশ্যে, রিসর্টের গাড়িতেই। সাথে থাকছে প্যাক করা সুস্বাদু রাতের খাবার।

এবার আপনিই বলুন, শুরুতে যে বরদানপ্রাপ্ত বন্ধুদের কথা উল্লেখ করলাম সেটা কি ভুল কিছু?

খরচপত্রঃ যদি জনাছয়েক বন্ধুবান্ধব বা আত্মীয়পরিজন মিলে যান এই রিসর্টে, তিন রাত চার দিনের জন্য। তবে থাকা-খাওয়া-সাইটসিয়িং এই সমস্ত কিছু মিলে খরচ পড়বে জনপ্রতি আনুমানিক ৬৫০০/- টাকা মতন।

এবার শুধু অপেক্ষার পালা পৃথিবী সুস্থ হওয়ার।

বুকিং এর জন্য যোগাযোগ করুন নিম্নলিখিত মোবাইল নাম্বার গুলিতেঃ

# 9830770140
# 9830322960

অথবা মেইল করুন
[email protected]

আপনাদের ভ্রমণকে আনন্দদায়ক ও রোমাঞ্চকর করে তুলতে Smell of Soil সব সময়ই আছে আপনাদের সাথে আপনাদের পাশে। 🙏🏻

মনোরম মুনথুমকথা ই আছে "হাত বাঁধবে, পা বাঁধবে, মন বাঁধবে কে?" তবে ইদানিং কালের পরিস্থিতিতে মনও যেন দোটানায় পড়ে কিঞ্চিৎ বি...
03/09/2021

মনোরম মুনথুম

কথা ই আছে "হাত বাঁধবে, পা বাঁধবে, মন বাঁধবে কে?"
তবে ইদানিং কালের পরিস্থিতিতে মনও যেন দোটানায় পড়ে কিঞ্চিৎ বিভ্রান্ত। আপাত গৃহবন্দী দশা থেকে মুক্তি পেতে উড়ান দিতে চায় সব সময়ই, কিন্তু পিছিয়ে আসে অতিমারীর ঢেউয়ের ঝাপটার ভয়ে.....সেজন্য অনেকেই খোঁজেন এমন কিছু অফবিট লোকেশন যেখানে গেলে ভিড়ভাট্টার থেকে দূরে গিয়ে পাওয়া যাবে প্রকৃতির কাছাকাছি এসে নিজেকে মানসিক ও শারীরিক ভাবে পুনরুজ্জীবিত করবার সঠিক সাধন।
আজ আপনাদের সুলুকসন্ধান দেবো তেমনই এক জায়গার।

নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে মোটামুটি সত্তর কিলোমিটারের পাহাড়ি পথে কালিম্পং পৌঁছে আরো ষোলো কিলোমিটার এগোলে পর দেখা মিলবে সবুজ পাহাড়ের সারি আর গাছগাছালি তে ঘেরা নিরিবিলি ছোট্ট পাহাড়ি গ্রাম মুনথুমের। সেখানেই পাহাড়ের কোলে অবস্থিত এই হোমস্টে টিতে পৌঁছানোর পর সদাহাস্যজ্বল কর্মীবৃন্দের অসামান্য আতিথেয়তা, আপনার দেহ-মনের সমস্ত ক্লান্তি কে নিমেষে অদৃশ্য করে দেবে।

তিস্তা কে পাশে রেখে পাহাড়ের আঁকাবাকা পথে এখানে পৌঁছতে সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টা মত।
চারিদিক পাহাড়ে ঘেরা এই হোমস্টেতে চারটি কটেজে মোট পাঁচ টি ঘর আছে। সবকটি ঘরই অত্যন্ত সৃজনশীল ও সুপরিচ্ছন্ন। একটি বাদে সবকটি ঘরেই রয়েছে অ্যাটাচড বাথরুম। একসাথে দশ থেকে চোদ্দো জন ভ্রমানার্থী থাকতে পারেন এখানে। বাইরের কোলাহল থেকে সম্পূর্ণ দূরে, প্রকৃতির শ্যামলিমার মাঝে, নিঃস্তব্ধতার নিজস্ব শব্দে, নিজের অজান্তেই সময় কেটে যায়।

হোমস্টের চারিদিক খোলা 'ডায়নিং-হল' টির কথা বিশেষভাবে উল্লেখ করতেই হয়। সুপটু রন্ধনশিল্পীর বানানো প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজন ও নৈশভোজ পরিবেশন করা হয় অত্যন্ত যত্নসহকারে। তবে এখানকার মূল আকর্ষণ হলো... চাইলে পরে ভোজনরসিক পর্যটকদের ফরমায়েসী পদও রেঁধে পরিবেশন করা হয়ে থাকে মধ্যাহ্ন বা নৈশভোজে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই। শুধু আগে থেকে ফরমায়েশ জানিয়ে রাখাটা জরুরি।
ভোজনবিলাসী ভ্রমণার্থীদের জন্য বন্দোবস্ত আছে বারবিকিউয়েরও, সামান্য কিছু অতিরিক্ত ব্যায়ে।

হোমস্টের থেকে ঘুরে আসুন মুনথুম গ্রাম....পাহাড়ি গ্রামের সরল সাদাসিধে অথচ প্রাণপ্রাচুর্যে ভরপুর জীবনযাত্রার সাক্ষী হয়ে থাকার জন্য। এছাড়াও আশেপাশে দর্শনীয় স্থানের মধ্যে আছে কালিম্পং শহর, ছাঙ্গে ফলস্, পানবু ভিউ পয়েন্ট, লাভা, লোলেগাঁও, নেওড়াভ্যালি ফরেস্ট ইত্যাদি।
যাতায়াত ও সাইটসিয়িং য়ের সমস্ত বন্দোবস্ত হোমস্টের থেকেই করে দেওয়া সম্ভব কিছু অতিরিক্ত ব্যায়ে।

পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা সামলে উঠলে সপরিবারে / সবান্ধবে দিন দুয়েকের জন্য নিরিবিলি তে কাটিয়ে আসুন পাহাড়ি গ্রাম মুনথুমের মনোরম পরিবেশে। শরীর ও মন দুইই চাঙ্গা হয়ে জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করবে সে কথা অনস্বীকার্য।

*খরচপত্রঃ*

১৫০০/- টাকা জনপ্রতি প্রতিদিন (থাকা খাওয়া সব মিলিয়ে)
বারবিকিউ চিকেন কিলো প্রতি ৬০০/- টাকা
বারবিকিউ পর্ক কিলো প্রতি ৭০০/- টাকা
সান্ধ্যকালীন জলযোগ আনুমানিক ২০০/- টাকা মত
রেলস্টেশন থেকে হোমস্টে তে যাতায়াতের আনুমানিক খরচ ছোট গাড়িতে ২০০০/- টাকা মত বড় গাড়িতে ৪০০০/- টাকা মত
সাইটসিয়িং আনুমানিক ছোট গাড়িতে ২০০০/- টাকা, বড় গাড়িতে ৪০০০/- টাকা মত

বুকিং এর জন্য যোগাযোগ বা হোয়াটসঅ্যাপ করুন নিম্নলিখিত নাম্বার গুলিতে
#9830770140
#9830322960

অথবা মেইল করুন
[email protected]

আপনাদের ভ্রমণ কে আনন্দদায়ক ও রোমাঞ্চকর করে তুলতে Smell of Soil সব সময় আছে আপনাদের সাথে আপনাদের পাশে। 🙏🏻

দুর্নিবার দার্জিলিং (পুনঃপ্রচারিত) "কি মশাই অফবিট লোকেশন নিয়ে  এত বড় বড় বক্তিমে দিয়ে শেষমেশ দীপুদা র দার্জিলিং?" আরে কি ...
31/08/2021

দুর্নিবার দার্জিলিং (পুনঃপ্রচারিত)

"কি মশাই অফবিট লোকেশন নিয়ে এত বড় বড় বক্তিমে দিয়ে শেষমেশ দীপুদা র দার্জিলিং?"

আরে কি মুস্কিল চটে যাচ্ছেন কেন? শুনবেন তো আগে কি বলতে চাইছি।

হ্যাঁ, এটা ঠিক কথা যে আপামর ভ্রমণ পিপাসু ব্যক্তিবর্গের সেই চিরপরিচিত দার্জিলিংয়ের কথাই বলতে চলেছি। তবে খুঁজে পাওয়া এক নতুন লোকেশনের সাথে যেখানে এখনো পাবেন ছোটবেলায় স্মৃতিবিজড়িত সেই পুরনো দার্জিলিংয়ের অনুভূতি। ম্যালের থেকে কিলোমিটার পাঁচেক দূরে অবস্থিত এই হোম-স্টে, যেখানে নেই জনবহুলতার শোরগোল, যেখানে নেই দার্জিলিংয়ের কুখ্যাত জলকষ্টের অসুবিধা। যেখানে চোখ মেলে চাইলে পরেই দেখা দেবে দিগন্তবিস্তৃত সবুজ পাহাড়ের সারি। মেঘ কেটে গেলে ঘরে/বারান্দায় বসে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে দেখতে পাবেন পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। আর মেঘ এলে আপনার ঘরে এসে আপনার চোখে মুখে তার পরশ দিয়ে যাবে।

ভ্রমণপিপাসু হওয়ার সাথে সাথে যারা ভোজনরসিক ও বটে তাদের জন্য এই জায়গাটি হলো আক্ষরিক অর্থে ষোলোকলা পূরণের পীঠস্থান। বাড়ির রান্নার মত যত্ন সহকারে তৈরি প্রাতঃরাশ থেকে শুরু করে মধ্যাহ্নভোজন, সান্ধ্যকালীন স্ন্যাকস, নৈশভোজন সবকিছুই পরিবেশন করা হয় অসম্ভব আন্তরিক ভাবে পূর্ণ আতিথেয়তার সাথে। চাইলে পরে বারবিকিউ এর ও বন্দোবস্ত রয়েছে সামান্য কিছু অতিরিক্ত ব্যায়ে।

ম্যালে যওয়া, ঘুম স্টেশনে টয়ট্রেন দেখা , কেভেন্টারে, গ্লেনারিজে খাওয়া দাওয়া করা, মিরিকের লেকে নৌকা সফর তো সবাই করে আপনি ও নিশ্চয়ই করবেন কিন্তু তার সাথে একবার দেখে আসুন এশিয়ার সর্বপ্রথম হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার স্টেশন Sidrapong। ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন একথা নিশ্চিত।

বলছিলাম একটু গা ছমছম করা রোমাঞ্চকর পরিবেশের আবেশ নিতে চান নাকি? তবে একটা Haunted Tour ও করে আসতে পারেন Dowhills Church এ। যাতায়াতে ও সাইটসিয়িং এর সমস্ত বন্দোবস্ত হোমস্টে হাসিমুখে নিজেদের কাঁধে তুলে নিতে সদাপ্রস্তুত।

এবারে এই ভ্রমণের অভিজ্ঞতা অফবিট না আর পাঁচ টা সাধারণ দার্জিলিং বেড়ানোর মত সেটার মতামত দেওয়ার জন্য আপনাকে একবার দিন দুয়েকের জন্য ঘুরে আসতে হবে।

খরচঃ ১২০০/- টাকা জনপ্রতি প্রতিদিন (থাকা, খাওয়া সব মিলিয়ে)
বারবিকিউ করলে তার খরচ আলাদা কিলো প্রতি ৫০০/- টাকা মত।

সাইটসিয়িং ও যাতায়াতের গাড়ির খরচ আনুমানিক ২৭০০/- টাকা থেকে ৩০০০/- টাকার মধ্যে।

বুকিং এর জন্য যোগাযোগ করুন নিম্নলিখিত মোবাইল নাম্বার গুলিতেঃ

#9830770140
#9830322960

অথবা মেইল করুনঃ
[email protected]

আপনাদের ভ্রমণ কে আনন্দদায়ক ও রোমাঞ্চকর করতে Smell of Soil সব সময় আছে আপনাদের সাথে আপনাদের পাশে। 🙏🏻

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Smell of Soil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Travel Services in Kolkata

Show All