Globetrotter Syam - YouTube

Globetrotter Syam - YouTube Hello, I'm Syamantak Sengupta from Kolkata, and this is my page. Keep supporting guys...

Here I'll post updates on my upcoming videos which will be posted in my YouTube Channel - 'Globetrotter SYAM'.

আমাদের শহরে এত কোলাহল, চিৎকার, যানজট... এই সবকিছুর থেকে সকলেই চায় একটু বিরতি এবং শান্ত-নিরিবিলি পরিবেশে কিছু সময় কাটাত...
15/12/2022

আমাদের শহরে এত কোলাহল, চিৎকার, যানজট... এই সবকিছুর থেকে সকলেই চায় একটু বিরতি এবং শান্ত-নিরিবিলি পরিবেশে কিছু সময় কাটাতে। 😌
শান্ত পরিবেশ এবং অপূর্ব দৃশ্য উপভোগ করার মতো একটি জায়গার উদাহরণ হল "অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান-বাড়ী"।🥰 প্রবেশ মুল্য মাত্র ১০ টাকা।🤩 অবনীন্দ্র নাথ ঠাকুর একজন মহান শিল্পী ছিলেন। আপনারা এখানে খুঁজে পাবেন অনেক বিখ্যাত পেইন্টিং, যেগুলো তাঁর সৃষ্টি করা।😍 উনি ছিলেন ঠাকুরবাড়ির সদস্য, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নে অতএব আপনারা এইখানে শান্তিনিকেতনের মতো পরিবেশ অনুভব করতে পারবেন।❤
এছাড়া আরও অনেক ডিটেইল্ড ইন্ফরমেশন পেয়ে যাবেন Globetrotter SYAM YouTube Channel-এ (link in 1st comment)...
আশাকরি সকলের ভালো লাগবে...

|| শুভ মহালয়া ❤ ||নীল আকাশের কোলে,সাদা পেঁজা মেঘের ☁️ নিরুদ্দেশ যাত্রা, কাশগুচ্ছের আন্দোলন 😌, শিশির শিক্ত ঘাসে শিউলির ম...
25/09/2022

|| শুভ মহালয়া ❤ ||
নীল আকাশের কোলে,সাদা পেঁজা মেঘের ☁️ নিরুদ্দেশ যাত্রা, কাশগুচ্ছের আন্দোলন 😌, শিশির শিক্ত ঘাসে শিউলির মেলা জানান দিচ্ছে, পুজো এসে দরজায় কড়া নাড়ছে🥳। আর পুজো মানেই ঠাকুর দেখা আর তার সাথে খাওয়া-দাওয়া 🍲 তো মাস্ট। শুধু পুজোই কেনো, নরমাল দিনেও সবারই ইচ্ছে করে একটু নতুন কিছু খাবার ট্রাই করার 😋।
আজ আমরা সন্ধান নিয়ে চলে এসেছি, দক্ষিণ কোলকাতায় নতুন একটি পকেট ফ্রেন্ডলি রেঁস্তোরার... মাত্র ৯৯ টাকায় আপনারা পেয়ে যাবেন ৬টি নন্-ভেজ আইটেম সহ দু'রকমের (বিরিয়ানি/চাইনিজ) কম্বো 🤩।
আরও অনেক রকম পকেট ফ্রেন্ডলি, সুস্বাদু খাবারের🤤 খোঁজ পেতে আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে, নীচের লিঙ্কে ক্লিক করে ভিডিও-টি দেখুন , সমস্ত ডিটেইল্ড ইনফরমেশন ভিডিওটিতে দেওয়া আছে 👇🏻।

https://youtu.be/w1hBFz4yc9Y

Globetrotter Syam - YouTube



"বিরিয়ানি" নাম টা শুনলেই মনের ভিতরে কেমন একটা Cravings হতে থাকে। আমাদের ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন style-র বিরিয়ানি...
27/07/2022

"বিরিয়ানি" নাম টা শুনলেই মনের ভিতরে কেমন একটা Cravings হতে থাকে। আমাদের ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন style-র বিরিয়ানি পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, এই প্রতিযোগিতায় আমাদের "কলকাতা"-ও কিন্তু আর পিছিয়ে নেই পায়ে পা লাগিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে।কলকাতার বিরিয়ানির একটি স্বতন্ত্র স্টাইল রয়েছে যা ভারতের সেরা বিরিয়ানির সমতুল্য।

এমনি একটি বিরিয়ানির খনির সন্ধান দিতে এসেছি আপনাদের... "সাহা টিফিন স্টল" - এখানে আপনারা টিফিন প্লেট, হাফ প্লেট এবং ফুল প্লেট এই ৩ টি অপশন পাবেন, আপনাদের যেটি ভালো লাগবে সেটাই নেবেন। মাএ Rs.35/- থেকে বিরিয়ানি শুরু এবং শুধু "বিরিয়ানি" নয় আরও অনেক সুস্বাদু খাবার পাওয়া যায়। এছাড়াও আরও অনেক Advantage আছে এখানে... সেটি জানার জন্য আপনাদের ভিডিওটি দেখতে হবে... নীচের Link- এ click করে video-টি দেখুন, সমস্ত detailed information video-টিতে দেওয়া আছে।

📌 https://youtu.be/MF-wvUxOeww

Globetrotter Syam - YouTube

আবারও একটি লোভনীয় খাবারের সন্ধান দিতে চলে ‌এলাম। সন্ধান দিচ্ছি বলাটা ভূল, কারণ এই জনপ্রিয় খাবারটির ব্যাপারে আমরা সকলেই...
26/04/2022

আবারও একটি লোভনীয় খাবারের সন্ধান দিতে চলে ‌এলাম। সন্ধান দিচ্ছি বলাটা ভূল, কারণ এই জনপ্রিয় খাবারটির ব্যাপারে আমরা সকলেই পরিচিত। "এগরোল" - আমাদের সকলের কাছে পরিচিত একটি বহুল জনপ্রিয় ফাস্টফুড। হ্যাঁ, এগরোল তো আমরা সকলেই খেয়েছি... কিন্তু আমি আপনাদের একটি ২২" জায়েন্ট রোলের সন্ধান দিচ্ছি তাও আবার মাএ ৩৫ টাকার বিনিময়ে।
বিশ্বাস হচ্ছে না তো? তার জন্য নীচের লিঙ্কে ক্লিক করে ভিডিও টি একবার দেখুন... সমস্ত ডিটেইল্ড ইনফরমেশন ভিডিও তে দেওয়া আছে...

📎https://youtu.be/nvCtD3CeQKg

📌 দ্যা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই জায়েন্ট রোলটির জন্য আপনাদের দুপুর ১২ টার সময় সেই ‌দোকানে গিয়ে অর্ডার দিতে হবে 📌




20/02/2022

আমাদের এখনকার প্রজন্ম বলতে গেলে ভুলেই গেছে বাঙালির ঐতিহ্য টা কী? ভুলে যাওয়াটাই স্বাভাবিক নয় কী? এখন তো, আমরাই নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে লজ্জিতবোধ করি...এই বাংলা সংস্কৃতি এবং বাঙালির মূলধারার সাহিত্য ইতিহাসের উপযুক্ত নিদর্শন রয়েছে আমাদেরই কোলকাতার বুকে অবস্থিত "মেটক্যালফে হলে"।
প্রাচীন থেকে আধুনিক, কোলকাতার বাঙালিয়ানার সমস্ত বিষয়ে সবরকম খুঁটিনাটি তথ্য,এই হলের মধ্যে সুন্দর ভাবে সুসজ্জিত রয়েছে। এইখানে একবার আসলে শুধু বাঙালি বলে নয় যেকোনো মানুষেরই মন এবং প্রাণ দু'ই ‌মুগ্ধ হতে ‌বাধ্য। এই স্থানে যারা এসেছেন তারা তো জানেনই, আর যারা যান নি তারা অন্তত একবার যান দেখবেন, বারবার যেতে মন চাইবে। এই অতীব সুন্দর প্রতিস্থাপনা দেখে তখন নিজেকে একজন বাঙালি বলে গর্ব বোধ করবেন। বাঙালির সমস্ত প্রজন্মই এই অসাধারণ প্রতিস্থাপনা দেখে উদ্বুদ্ধ হতে ‌বাধ্য।
এইবার আসি "মেটক্যালফে হল" যাবেন কীভাবে তার জন্য আপনাদের নীচের লিঙ্কে দেওয়া ভিডিও টি পুরো‌ দেখতে হবে... সমস্ত ডিটেইল্ড ইম্ফরমেশন নীচের লিঙ্কে দেওয়া ভিডিও টি তে পেয়ে যাবেন...

Part 1 - https://youtu.be/eDO4Lbx3qjw
Part 2- https://youtu.be/N4eqG_Wfm9E




13/01/2022

আপনি কোলকাতায় থাকেন, আর আপনার কোলকাতার স্ট্রিট ফুড পছন্দ‌ নয় এরকম মানুষ খুব কমই আছে।
অথবা ধরুন, আপনি অফিস,কলেজে অথবা বাইরে বেরিয়েছেন, কিছু তো খেতে হবে... তখন সবারই ওই স্ট্রিট ফুডের উপরই নজর পড়ে। তাও আবার যদি পকেট ফ্রেন্ডলি হয়, তাহলে তো আর কথাই নেই...
আমাদের কোলকাতায় নর্থ থেকে সাউথে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের স্টল আছে... তার মধ্যে একটি হল "Smoke & Grill- Kabab Stall" - খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কেমন এসব আমি বলবো না... জাস্ট বলবো যান একদিন, গিয়ে ট্রাই করুন... দেখেই লোভ লাগবে তারপর খেলে তো... আর বললাম না...
এবার ভাবছেন কোথায় এটা, কিভাবে যাবেন... সব ডিটেল্স নীচের লিঙ্কে দেওয়া ভিডিওতে পাবেন... লিঙ্কে ক্লিক করুন এবং ভিডিও টি দেখুন আশাকরি আপনাদের সকলের ‌ভালো লাগবে....

https://youtu.be/hsQF8g330VE





Happy Birthday   ❤️
09/12/2021

Happy Birthday ❤️

23/10/2021

এত বড়ো চিকেন পকোড়া তাও নাকি আবার পাঁচ টাকায়?😲
অবাক হচ্ছেন তো? হ্যাঁ ঠিকই শুনছেন ! আমার মতো খাদ্যরসিক বাঙালির কাছে এর থেকে আর কিইবা আনন্দদায়ক বার্তা হতে পারে বলুন?😅
শুধু পাঁচ টাকায় চিকেন পকোড়া নয়, আরও অনেক আইটেমস‌ আছে তাও ওই পাঁচ থেকে দশ টাকার মধ্যেই ...যেটির সম্পূর্ণ তথ্য নীচে লিঙ্কে দেওয়া ভিডিও তে পেয়ে যাবেন...
তাহলে দেরি কিসের ? তাড়াতাড়ি একদিন ট্রাই করেই আসুন সকলে মিলে...

https://youtu.be/8kmxvVDsDIs



23/09/2021

ইতিহাসে নারীবাদীর নাম শুনলেই প্রথমেই মাথায় আসে "রাণী রাসমণি" নামটি- যিনি পুরুষ দানকৃত সমাজে এগিয়ে এসে নিজেকে তার সময়ের একজন বিশিষ্ট মহিলা হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। তার সামাজিক কাজ, জনহিতকর প্রকৃতি এবং তার মহান আত্মার কারনে মানুষ তাকে রাণী রাসমনি বলে মানেন।

মধ্য কোলকাতায় জানবাজার এলাকায় তিনি তার এক বাড়ি তৈরি করেন‌ যা আজ "রাণী রাসমনি ভবন" নামে পরিচিত । এই বাড়িতে রাণী মার অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে ।

এই বাড়িতে কীভাবে যাবেন এবং এই বাড়ির বর্তমান পরিস্থিতি কী ইত্যাদি আরও সমস্ত রকম ডিটেইল্স নীচে দেওয়া লিংকের ভিডিও তে পেয়ে যাবেন। আশাকরি সকলের ভালো লাগবে ভিডিও টি দেখে... 👇🏻

https://youtu.be/_-h9YMwsHYQ





08/08/2021

মহামারীর বিষাদময়, ঘনঘটায়,
শ্রাবণ হারিয়েছে তার অপরূপ সুন্দরতা ।
দুর্ভিক্ষের এই করাল গ্রাসে...
শ্রাবণের জীর্ন দেহে মিশেছে,
কবিগুরুর প্রয়াণ বিরহে, অশ্রুমিশ্রিত বিষন্নতা ।

কন্ঠে - শ্রী ❤

https://youtu.be/P_MxsHAX2hE

#২২শে_শ্রাবণ

18/07/2021

এখন আমরা প্রায় সকলেই সময় কাটানোর জন্য হাতে তুলে নি আমাদের ঐ স্মার্ট ফোনটিকে। যদিবা এই ফোনের মাধ্যমে আমরা যা চাইছি তা সমস্তকিছু নিমেষের মধ্যেই পেয়ে যাচ্ছি, তাহলে আমাদেরই বা কি দোষ বলুন? এখন স্মার্ট জেনারেশন সুতরাং সব কিছু তো স্মার্ট হতেই হবে তাই না।
কিন্তু এখনও অনেকেই আছেন যারা আমার মতো বইপ্রেমী, বাংলা সাহিত্য আথবা বিভিন্ন ধরনের গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসেন। দেবদাস, বৈকুণ্ঠের উইল, দেনা পাওনা, পরিণীতা, শ্রীকান্ত প্রভৃতি বিখ্যাত উপন্যাসগুলি সকলের কাছেই পরিচিত, প্রতিটি উপন্যাসেরই রচয়িতা আমাদের জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই বাঙালি কথাসাহিত্যিক তাঁর শেষ জীবনে অনেক বিখ্যাত বিখ্যাত গদ্য, উপন্যাস লিখে গেছেন। তিনি তাঁর শেষ জীবনটা অতিবাহিত করেছেন দেউলটি শহরের রূপনারায়ণ নদীর তীরে সামতাবেড় গ্রামের এক বাড়িতে। তিনি এই বাড়িতে থেকেই তাঁর বাড়ির বাগানে এক পেয়ারা গাছ নিয়ে তিনি রচনা করেন "রামের সুমতি" এছাড়াও "মহেশ" এই বাড়িতে বসেই তিনি রচনা করেছিলেন, এছাড়াও আরও অনেক তো আছেই।

আপনারা ট্রেন, বাস কিংবা প্রাইভেট গাড়ি যেকোনো ভাবেই দেউলটি স্টেশন হইতে সামতাবেড় গ্রামে শরৎচন্দ্র কুঠি(শরৎ স্মৃতি মন্দির) অনায়াসেই পৌছে যেতে পারবেন।

সমস্ত ইনফরমেশন এবং আরও ডিটেল্স নীচে দেওয়া লিঙ্কে পেয়ে যাবেন... সকলে লিঙ্কে দেওয়া ভিডিও টি দেখুন.. সকলেরই ভালো লাগবে... 😊

https://youtu.be/UTcAS2NOiUk


কোলকাতা মহনগরীর এক অন্যতম প্রাণকেন্দ্র হলো আমাদের "হাওড়া স্টেশন"। বাংলা এবং বাংলার বাইরে যাতায়াতের প্রধান মাধ্যমই হলো ...
07/07/2021

কোলকাতা মহনগরীর এক অন্যতম প্রাণকেন্দ্র হলো আমাদের "হাওড়া স্টেশন"। বাংলা এবং বাংলার বাইরে যাতায়াতের প্রধান মাধ্যমই হলো এই স্টেশন। আমরা যারা কোলকাতা এবং কোলকাতার বাইরে থাকি তাদের এই ঐতিহাসিক হাওড়া স্টেশন পৌছানোর জন্য অনেক মাধ্যমই আছে, যেমন ধরুন -
১. বাস (হ্যাঁ আপনি যেই জায়গাতেই থাকুন না কেন নিশ্চয়ই কোনো হাওড়া মিনি, স্টেট বাস নয় যেকোনো একটা বাস পেয়েই যাবেন হাওড়া যাওয়ার জন্য। শুধু আপনাকে একটু কষ্ট করতে হবে... কষ্ট তেমন কিছুই না একটু ভিড় বাসের ঠেলাঠেলি কিংবা ট্রাফিক জ্যাম ... এসব অভিজ্ঞতা সকলেরই মোটামুটি রয়েছে) ।
২. প্রাইভেট গাড়ি, বাইক, ওলা, উবার নয় হলুদ ট্যাক্সি ইত্যাদি ( এক্ষেত্রে আপনাকে বাসের ভিড় সামলানোর কোনো ব্যপার নেই ফাঁকায় ফাঁকায় আপনি যেতে পারবেন। কিন্তু হ্যাঁ ওই ট্রাফিক জ্যামের সামনে আপনাকে পড়তেই হবে)।
এতকিছুর মধ্যে আপনাদের সবথেকে বেস্ট অপশনটি বলি... সেটি হলো "ফেরি সার্ভিস"। না আছে কোনো ভিড় সামলানোর সমস্যা, না আছে ট্রাফিক জ্যাম, গঙ্গার শান্ত হাওয়া খেতে খেতে, সব চিন্তা কিছু সময়ের জন্য ভুলে গিয়ে, আরামদায়ক, এক যাএা আপনি উপভোগ করতে পারবেন। এই সুন্দর মনোরম যাএার সবরকম ডিট্যেলস নীচে দেওয়া লিঙ্কে আছে...দেখে নেবেন সকলে ... ⬇

https://youtu.be/iEUKydRAGhk

বাঙালিরা ঘুরতে যেতে কে না ভালোবাসি বলুন... কোলকাতার মধ্যে ঘুরতে যাওয়ার নাম শুনলেই জুনিয়র থেকে সিনিয়র-দের প্রথমে মাথায়...
01/07/2021

বাঙালিরা ঘুরতে যেতে কে না ভালোবাসি বলুন... কোলকাতার মধ্যে ঘুরতে যাওয়ার নাম শুনলেই জুনিয়র থেকে সিনিয়র-দের প্রথমে মাথায় আসে - "চলো আজ কোনো পার্কে যাওয়া যাক !"
তেমনি "মিলিনিয়াম পার্ক"-র কথা সবাই শুনেছি নিশ্চয়ই...অনেকের হয়তো অনেকবারই যাওয়া হয়েছে... এইরকম সুন্দর পার্ক একটু ব্যতিক্রমই আছে। কেনবা থাকবে না বলুন একটি পার্কের মধ্যে কিড্ জোন,সবুজ উদ্যান, ম্যানিকিউরড ঘাস, খেলার মাঠ, টয় ট্রেন, জলদস্যু, শালীন গাড়ি, ব্রেক ডান্স, নৌকা চড়া ইত্যাদি যদি থাকে বাচ্চা থেকে বয়স্ক মানুষ তো আকৃষ্ট হবেই। আবার রবিবার বা ছুটির দিনগুলিতে পরিবারের সাথে "নৌকা বিহার" ইত্যাদির মতো সুবিধা রয়েছে। এখানেই শেষ নয় আরও বিশদে জানতে আপনাদের তো নীচের লিঙ্কে দেওয়া ভিডিও টি দেখতেই হবে। আর যারা যাও নি তারা মন খারাপ করো না তোমাদের জন্য ভার্চুয়াল ভাবে ঘুরে আসার ব্যবস্থা আছে নীচে দেওয়া লিঙ্কটিতে ⬇

https://youtu.be/e3nDyWZmPIs

Ei thanday ektu গঙ্গা-বক্ষে ghure ele kmn hoy? 🤔Tahalo aar deri naa kre, taratari niche link click koro aar chle esho am...
05/02/2021

Ei thanday ektu গঙ্গা-বক্ষে ghure ele kmn hoy? 🤔
Tahalo aar deri naa kre, taratari niche link click koro aar chle esho amar sathe... 🚣🤩🤩

Bhalo lagle LIKE, SHARE, SUBSCRIBE krte bhulben naa...👍

https://youtu.be/iEUKydRAGhk




|| Kolkata Fairlie Ghat to Howrah Station Ferry Launch Service. ||Other Ferry Routes Available from Howrah :1. Fairlie Ghat2. Baboo Ghat3. Telkal Ghat4. Chan...

This was my first ever video on YouTube, and that's why it's full of shyness 🙈🙈.Kintu oshb side e rekhe, ei thanda r bik...
20/01/2021

This was my first ever video on YouTube, and that's why it's full of shyness 🙈🙈.

Kintu oshb side e rekhe, ei thanda r bikele amr sathe cholo Millennium Park ghure esho...🤗🤩
Just tap on the link below ⬇

Bhalo lagle LIKE, SHARE, SUBSCRIBE krte bhulben naa...👍

https://youtu.be/e3nDyWZmPIs





Hello, I'm SYAMANTAK SENGUPTA from Kolkata, and this is my new Channel based on TOURIST SPOTS far and near. If you are a Travel Lover like me, please SUBSCRI...

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Globetrotter Syam - YouTube posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Globetrotter Syam - YouTube:

Videos

Share


Other Kolkata travel agencies

Show All