Travelwalla

Travelwalla Travelwalla is a Kolkata based tour operator. You can book properties, hassle-free package tours, tr

04/12/2021

Need a cook cm maid for an elderly lady in hakimpara siliguri. Bengali and English reading capacity is mandatory for the job. Must be responsible enough to take care of the said lady

Anybody can go... By car... Attached bathroom... All meals... For details plz contact us in the given phone numbers
17/08/2021

Anybody can go... By car... Attached bathroom... All meals... For details plz contact us in the given phone numbers

Beauties of Nainital Kausani Chaukori Munsiyari Almora Ranikhet  Binser in a complete deluxe package. To know more detai...
16/08/2021

Beauties of Nainital Kausani Chaukori Munsiyari Almora Ranikhet Binser in a complete deluxe package. To know more details plz contact us.

Kashmir... The heaven on earth... It's a deluxe package. For details plz call or whatsapp.
16/08/2021

Kashmir... The heaven on earth... It's a deluxe package. For details plz call or whatsapp.

Let's go... Call or whatsapp for more details.
16/08/2021

Let's go... Call or whatsapp for more details.

Let's go... For further details plz call or whatsapp.
16/08/2021

Let's go... For further details plz call or whatsapp.

KASHMIR TOUR PACKAGE****************************2ND. APRIL FIXED DEPARTURE(JAMMU  to JAMMU)SPECIAL OFFER .13999Tour Dura...
26/01/2021

KASHMIR TOUR PACKAGE
****************************
2ND. APRIL FIXED DEPARTURE(JAMMU to JAMMU)

SPECIAL OFFER .13999

Tour Duration:- 6 Nights 7 Days (Srinagar/ gulmarg/ Sonmarg/ Pahalgam/ Patnitop)

Kashmir, “Its Mountains, rivers and the sunset, unveiled the true self of God”

Kashmir is said to be nature’s grand finale, beautiful mountainous landscape that is often called the Switzerland of the East. Kashmir is also about an age-old tradition of hospitality, warmth & cultural tolerance.

# # In this part of the year Kashmir is more beautiful due to blooming tulip gardens.

Day 1 : Arrival at Jammu Railway Station and proceed to Srinagar (8-9 Hrs drive)

On Arrival at Jammu, you will be cordially greeted by our representative who will accompany you to Srinagar via National Highway 1-A crossing famous tunnel of Nashri which is 9.2 kms long and Jawahr Tunnel which is 2.5 kms .
Enroute have a break at Titanic view point (First View Of Kashmir Valley )and then roceed to Srinagar via Quazigund known for dry fruits & pampore known for saffron & spices .Your overnight stay will be at Hotel in Srinagar


Day 2 : Srinagar Local Sightseeing

Attractions
***********
Dal Lake ,Nishat Garden,Shalimar Garden,Dargah Hazrat Bal Shrine,Shalimar Bagh,Shankar Acharya Temple ,Jamia Masjid , Pari Mahal, Cheshma Shahi

Things to Do
*************
# # Shikara Ride
Jet Ski Ride/Motor Boat Ride ( At your own cost)

Day 03 : Srinagar-Sonamrg-Srinagar

In the morning after breakfast, full day excursion to Sonmarg (Meadows of Gold).. Sonmarg is known as gateway of Ladakh.

Attractions
************
Thajiwas Glacier ,Zojila Pass/Zero point

Things To Do
**************
# Pony Ride from Sonamarg to Thajiwas Glacier

# Trip to Zojila Pass /Zero Point

In evening return back to Srinagar.Have a break at Island Retreat for photography . Your overnight stay will be at Hotel in Srinagar.

Day 4 : Srinagar –Gulmarg-Srinagar

In the morning after breakfast there will be full day tour to Gulmarg (Meadows of Flowers) 57 km approx. It takes two and half hour to reach Gulmarg from Srinagar.

Attraction
***********
Gandola ride, St Mary's Charge, Khilanmarg, Maharani Temple

Things to do
*************
# Pony Ride ,Gondola Ride, Skiing ,ATV Ride, Ski Bike

Proceed to Srinagar & Your overnight stay will be at Houseboat

Day 5 : Srinagar –Pahalgam

In the morning after breakfast there will be full day excursion to Pahalgam.(94 kms) the valley of Shepherds .Pahalgam the most famous place for Indian film industry. The town Pahalgam offers breath taking views. Situated at the confluence of the streams flowing from Sheshnag Lake and the Lidder river, Pahalgam(2,130m) was once a humble shepherd’s village with breath taking views.

En route you will have an rare opportunity to visit the Saffron fields also visit Awantipura ruins ,arrive and proceed to Pahalgam

Attractions
***********
Baisaran Valley, Mamaleshwar Temple, Aru Village & Valley, Betaab Valley,Chandanwari, Poshwan Park, Pehalgam Club Park,Wild Life Sanctuary,Bobby Hut

‘Valley of Shepherds’, is a scenic hill station in Kashmir where great many Bollywood movies have been shot.

Check in at Hotel & your overnight stay will be at Pahalgam.

Day 6 : In & around Pahalgam

Attractions:
************
Aru Valley, Betab Valley, Chandanwari, Mamleswar Temple

Night stay at Pahalgam

Day 07: Departure

In the morning after breakfast you will leave from Pahalgam to Jammu via Jawahar Tunnel . Enroute will visit Patnitop , a small hill station & then proceed to Jammu for return journey with the sweet memories of Paradise on Earth

Shopping
**********
# Srinagar is the place to shop for all that the state is famous for. Essentials include Kashmiri Shawls, leather products, carpets, rugs & mats.

# Pampore is famous for Saffron , dry fruits and Spices

# Awantipura is famous for Cricket Bat Factories (Best Kashmiri Willow)

Tour Cost Per Person
**********************
INR.13999/- (Thirteen Thousand Nine Hundred Ninety Nine Only)

Tour Cost Includes
********************
# Meeting and assistance on arrival.
# Welcome Drinks on arrival
# 05 Nights stay at 3*** Deluxe Hotels.
# 01 Night stay at Deluxe Houseboat at Dal Lake.
# All accommodations will be on Twin Sharing / Family wise.
# All accommodations on MAPI Basis (Breakfast & Dinner).
# All transfers by Non A/C Etios/Xylo/Tavera/Qualis/Toyota Innova up to 7 pax /Tata Winger above 7 Pax.(According to requirements)
# Driver’s allowances like toll, tax & parking’s etc.
# All transport & sightseeing as per the itinerary.

# # Shikara Ride 01 Hour once a trip.

Tour Cost Excludes
********************
# Air/Train fares, Entrance fees, guide services, GST.
# Gondola (cable car Gulmarg) tickets.
# Pony /Ski/ Boating / bike charges
# Medical & travel insurance.
# Expenses such as tips, laundry etc.
# Cost incidental to any change in the itinerary due to bad weather conditions, road blocks & nature calamities.
# Trip to Aru Valley , Betab Valley & Chandanwari at Pahalgam.
# Trip to Thajiwas /Zero Point at Sonamarg
# Any additional food/ beverages/ drinks charges or any other charges which is not mentioned in the inclusions.

Hotel Details
**************
SRINAGAR: HOTEL GRAND M S or SIMILAR
PAHALGAM: HOTEL PAHALGAM RETREAT or SIMILAR

House Boat
************
LONDON GROUP of HOUSEBOATS or SIMILAR

^^^ International Roaming & prepaid Cellular connections do not work in J &K , bring your postpaid connection only for connectivity.

গ্যাংটক।। গ্যাংটক নিয়েও বেশি কিছু বলার নেই। অপরূপ সিকিম-এর রাজধানী। বাঙালির অন্যতম প্রিয় পাহাড়ি শহর। এখানে এম জি মার্গ- ...
10/01/2021

গ্যাংটক।।

গ্যাংটক নিয়েও বেশি কিছু বলার নেই। অপরূপ সিকিম-এর রাজধানী। বাঙালির অন্যতম প্রিয় পাহাড়ি শহর।

এখানে এম জি মার্গ- এর থেকে 2মিনিট হাঁটা পথে আমাদের হোটেল। ঘরে বসে দেখা পাবেন কাঞ্চনজঙ্ঘার।

* সৌটেল হোটেল গুরু টাশি

ডাবল বেড রুম 1500 টাকা
ট্রিপল বেড রুম 1800 টাকা
ফোর বেড রুম 2100 টাকা

গাড়ি লাগলে পেয়ে যাবেন আমাদের কাছেই। 3000 টাকা টি 4250 টাকা প্রতিদিন গাড়ির ম্যান অনুযায়ী।

বুকিং এর জন্য call বা whatsapp করুন
Travelwalla
06290406096

দার্জিলিং।। দার্জিলিং নিয়ে বেশি কি আর বলবো! দার্জিলিং চলুন। থাকুন মল এর পাশেই। রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। *হোটেল ...
10/01/2021

দার্জিলিং।।

দার্জিলিং নিয়ে বেশি কি আর বলবো!

দার্জিলিং চলুন। থাকুন মল এর পাশেই। রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন।

*হোটেল হিমালয়ান গেটওয়ে

ডাবল বেড রুম 1500 টাকা
ট্রিপল বেড রুম 1800 টাকা
ফোর বেড রুম 2100 টাকা

গাড়ি লাগলে বলবেন। 3000 টাকা থেকে 4250 টাকা প্রতিদিন গাড়ি অনুযায়ী।

বুকিং এর জন্য call বা whatsapp করুণ
Travelwalla
06290496096

লামহাট্টা।। লামহাট্টায় আমাদের একটি ডেরা আগেই নিয়ে এসেছি আপনাদের কাছে। কিন্তু সেটি একটু বেশি খরচসাপেক্ষ। তাই এবার নিয়ে এল...
10/01/2021

লামহাট্টা।।

লামহাট্টায় আমাদের একটি ডেরা আগেই নিয়ে এসেছি আপনাদের কাছে। কিন্তু সেটি একটু বেশি খরচসাপেক্ষ। তাই এবার নিয়ে এলাম কম খরচের আরেকটি ঠিকানা।

দার্জিলিং থেকে মাত্র 25 km দূরে এই লামহাট্টা। একটা শান্ত নিঝুম পাহাড়ি গ্রাম। পাইন গাছের ছায়ায় ঘেরা। সকালবেলা পাখির ডাকে আপনার ঘুম ভাঙবে এখানে। চোখের সামনে পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘার দেখা। ঘরোয়া সুস্বাদু খাবার থাকবে আপনার আপ্যায়নে। লামহাট্টা ইকো পার্কে ঘুরে কেটে যাবে কিছুটা সময়।

হৈচৈ তো অনেক হলো। এবার একটু শান্ত প্রকৃতির কোলে কাটিয়ে যান এখানে।

এখানে রয়েছে আমাদের লামহাট্টা ইকো ভিলেজ হোম স্টে।
থাকা খাওয়া নিয়ে মাথাপিছু1250 টাকা প্রতিদিন। হ্যাঁ, মাউন্টেন ভিউ অবশ্যই আছে এই হোম স্টে-থেকে।

3000 টাকা থেকে 4250 টাকার মধ্যে সারাদিনের জন্য গাড়ি পাবেন আমাদের কাছে ঘোরাঘুরি বা ড্রপ পিক আপ- এর জন্য।

বুকিং এর জন্য call বা whatsapp করুন
Travelwalla
06290406096

লেপচাজগত।। দার্জিলিং থেকে মাত্র 35 km দূরে লেপচাজগত। যাঁরা পাহাড়ি জঙ্গল ভালোবাসেন তাদের পাহাড়যাপনের আদর্শ ঠিকানা এই লেপচ...
10/01/2021

লেপচাজগত।।

দার্জিলিং থেকে মাত্র 35 km দূরে লেপচাজগত। যাঁরা পাহাড়ি জঙ্গল ভালোবাসেন তাদের পাহাড়যাপনের আদর্শ ঠিকানা এই লেপচাজগত।এখানে পায়ে হেঁটে ঘুরে বেড়ান জংলী পথে। নাম না জানা পাখির দেখা পেয়ে যাবেন। পাইন ফার রডোডেনড্রন এর ছায়ায় মোড়া লেপচাজগত থেকে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাকেও। আর পাবেন অপার শান্তি।

এখান থেকেই ঘুরে নিতে পারেন মিরিক ,নেপাল বর্ডার ,ঘুম বা দার্জিলিং। চলে যেতে পারেন লামাহাট্টা তিনচুলে সিটং বা চটকপুর-এও।

শহুরে হুল্লোড় থেকে একদুদিন ছুটি নিয়ে চলে আসুন এখানে। থাকুন আমাদের হিল ভিউ হোম স্টে তে। যেমন নাম তেমনই ভিউ পাওয়া যায় হোম স্টে থেকে।

থাকা খাওয়া নিয়ে মাথাপিছু 1250 প্রতিদিন।

প্রয়োজনে গাড়ি পাবেন আমাদের কাছেই। 3000 টাকা থেকে 4250 টাকা প্রতিদিন গাড়ির ম্যান অনুযায়ী।

বুকিং এর জন্য call বা whatsapp করুন
Travelwalla
06290406096

সিল্ক রুট বা রেশম পথ।। এই পথ দিয়ে রেশমের কারবার চলত একসময়।এখন এ এক অপূর্ব ভ্রমনপথ। যার পথে পথে ছড়িয়ে রয়েছে বিস্ময়কর সৌন্...
06/01/2021

সিল্ক রুট বা রেশম পথ।।

এই পথ দিয়ে রেশমের কারবার চলত একসময়।এখন এ এক অপূর্ব ভ্রমনপথ। যার পথে পথে ছড়িয়ে রয়েছে বিস্ময়কর সৌন্দর্য।

এখানে যেমন স্তরে স্তরে এঁকেবেঁকে উঠে যাওয়া রাস্তা রয়েছে। তেমনই রয়েছে পাহাড়ি হ্রদ, নদী আর জঙ্গল। সঙ্গে কাঞ্চনজঙ্ঘার সগৌরাব উপস্থিতি।

আর হ্যাঁ বরফ পাবেন এখানে। পাবেনই...

তাই সারা জীবনে অন্তত একবার এখানে আসা উচিত। আসা যায় বারবারও।

Travelwalla নিয়ে এলো নিশ্চিন্তে সিল্ক রুট ঘুরে আসার সহজ প্যাকেজ। আপনি এন জে পি বা বাগডোগরা থেকে গাড়িতে উঠবেন। ভ্রমন শেষে আবার পৌঁছে যাবেন এন জে পি বা বাগডোগরা তে।

থাকা খাওয়া ঘোরাঘুরি সব আমাদের দ্বায়িত্ব।

***দেখে নেওয়া যাক কিভাবে বেড়াবেন:

প্রথমদিন:

এন জে পি বা বাগডোগরা থেকে আমাদের যাত্রা শুরু। আমাদের প্রতিনিধি আপনাকে অভ্যর্থনা জানবেন welcome drink এর মাধ্যমে। পথে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দেব সিলেরি গাঁও এর উদ্দেশ্যে। আজ সিলেরি গাঁও তে থাকা হোম স্টে তে। বিকেলে পায়ে পায়ে ঘুরে বেড়ান। চাইলে ঘুরে আসতে পারেন ইচ্ছে গাঁও থেকেও।

দ্বিতীয় দিন:

আজ সিলেরি গাঁও থেকে ব্রেকফাস্ট করে রওনা দেব পদমচেন এর দিকে। পথে দেখে নেব আরিতার লেক রিশিখোলা আর মানখিন। পাহাড় আর জঙ্গলে মিশে থাকা পদমচেন আপনার মন কাড়বেই। আজ রাত কাটবে পদমচেন-এ।

তৃতীয় দিন:

আজ রওনা দেব জুলুকের উদ্দ্যেশে। পথে দেখে নেব থামবি ভিউ পয়েন্ট। সেইসঙ্গে মার্চ বা এপ্রিলে এলে দেখতে পাব থরে থরে ফুটে থাকা রডোডেনড্রন। । রাত্রিবাস জুলুকে।

চতুর্থ দিন:

আজ একটু সকাল সকাল বেরিয়ে পড়ব।নাথাং ভ্যালি ওল্ড বাবা মন্দির নিউ বাবা মন্দির আর ছানগো লেক দেখে পৌঁছে যাব গ্যাংটক এ।
বিকেলে ঘুরে বেড়াবো গ্যাংটক-এর এম জি মার্গ আর বাজারে। টুকিটাকি কেনাকাটা করতে পারেন এখান থেকে।

পঞ্চম দিন:

আজ শেষ দিন। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব ট্রেন বা প্লেন ধরতে। সঙ্গে থাকবে স্মৃতি আর অপার্থিব অনুভূতিমালা।

^^আমরা কি কি দিচ্ছি:

*এন জে পি বা বাগডোগরা থেকে পিক আপ করে ট্যুর প্ল্যান অনুযায়ী সমস্ত সাইটসিং ও ফিরতি পথে ড্রপ
*পরিবার অনুযায়ী ঘর
* প্রথম দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত ব্রেকফাস্ট লাঞ্চ ইভনিং স্ন্যাকস ও ডিনার। সাথে চা ও কফি। শেষ দিন ব্রেকফাস্ট ও লাঞ্চ
* সমস্ত পারমিট এর খরচ
*ওয়েলকাম ড্রিঙ্ক ও বন ফায়ার

^^ আমরা যা দিচ্ছি না:

* যা দেওয়ার কথা বলা নেই এমন কোনো কিছু। বলা নেই এমন খাদ্য ও পানীয়।
*ট্রেন বা প্লেন ভাড়া
* এন্ট্রি ফি
* ক্যামেরার খরচ
* বারবিকিউ এর খরচ
*রুম হিটার এর খরচ

এবার আসি আসল কথায়। মোট খরচ কত এই ভ্রমনে??

7 জনের গ্রুপ হলে মাথাপিছু 6950 টাকা
6 জনের গ্রুপ হলে মাথাপিছু 7250 টাকা
5 জনের গ্রুপ হলে মাথাপিছু 7750 টাকা
4 জনের গ্রুপ হলে মাথাপিছু 8550 টাকা( বড় গাড়িতে)/7850(ছোট গাড়িতে) টাকা
3জনের গ্রুপ হলে মাথাপিছু 8950 টাকা
2 জনের গ্রুপ হলে মাথাপিছু 11250 টাকা

*4 বছর পর্যন্ত শিশু নিখরচায় ভ্রমন করবে
* 4 থেকে 8 বছর পর্যন্ত 50%খরচ লাগবে
*8 থেকে 10 বছর পর্যন্ত 75% খরচ লাগবে

**10বছরের বেশি বয়স হলে 100% খরচ লাগবে

***বিশেষ পরিস্থিতির ওপর নির্ভর করে ট্যুর প্ল্যান-এর পরিবর্তন বা পরিমার্জন করতে হতে পারে।

***যেমন ঠান্ডা কম থাকলে জুলুক এর বদলে নাথাং ভ্যালি তে রাত কাটান যেতে পারে।

ফেব্রুয়ারির শেষ দিক থেকে যেকোনদিন আসতে পারেন এই পথে।
তবে 7 জন একসাথে এলে সব থেকে ভালো হয়।
কেন???
নিশ্চই বলে দিতে হবে না !
খরচ টা যে কম লাগবে সব থেকে।

তবে fixed date ও থাকছে। 02.04.2021 ও 14.05.2021
****************************************************
এই ট্যুর এ খরচও fixed। 6950 টাকা মাথাপিছু।এক গাড়িতে ন্যূনতম 7 জন ভ্রমণ করবেন।

আপনি আসছেন তো???

বুকিং এর জন্য call বা whatsapp করুন
Travelwalla
06290406096

ঘোষণা মতই ঘুরে এলাম সুন্দরবন থেকে। 30.12.2020 যাত্রা শুরু করেছিলাম  সোনাখালী থেকে। ফিরলাম 01.01.2021 -এ। কলকাতা থেকে কলক...
02/01/2021

ঘোষণা মতই ঘুরে এলাম সুন্দরবন থেকে। 30.12.2020 যাত্রা শুরু করেছিলাম সোনাখালী থেকে। ফিরলাম 01.01.2021 -এ। কলকাতা থেকে কলকাতা। ছিল ঝুমুর গানের অনুষ্ঠান। বর্ষ শেষে ছিল ক্যাম্প ফায়ার আর বারবিকিউ।তার কিছু ছবি আপনাদের জন্য।

তিনচুলে।। দার্জিলিং পাহাড়ে এক সুন্দরী গ্রাম তিনচুলে। মেঘ রোদ্দুর খেলা করে এখানকার  পাইন বনের আনাচে কানাচে। শান্ত নিরিবিল...
25/12/2020

তিনচুলে।।

দার্জিলিং পাহাড়ে এক সুন্দরী গ্রাম তিনচুলে। মেঘ রোদ্দুর খেলা করে এখানকার পাইন বনের আনাচে কানাচে। শান্ত নিরিবিলি প্রকৃতির কোলে কাটাতে চাইলে এখানে আপনাকে আসতেই হবে। এখান থেকেই ঘুরে নিতে পারবেন দার্জিলিং সহ অন্যান্য পাহাড়ি জনপদগুলি।

তিনচুলেতে খুব কম জায়গা থেকে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমাদের হোম স্টে থেকে আপনি পেয়ে যাবেন তাঁর দেখা সকালে চোখ খুলে বিছানা থেকেই। এছাড়া একটু হেঁটে গেলে ভিউ পয়েন্ট। সেখান থেকে ভ্যালির ভিউ পাবেন অসাধারণ। সাথে হিমালয় তো আছেই সারাক্ষন।

হোম স্টে তে থাকা খাওয়ার খরচ জনপ্রতি 1350 টাকা প্রতিদিন।

প্রয়োজনে গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছেই 3000 টাকা থেকে 4250 টাকার মধ্যে গাড়ির মান অনুযায়ী।

তাহলে আর কথা বাড়িয়ে লাভ কি?? চলুন ঘুরে আসা যাক তিনচুলে থেকে।

যোগাযোগ
Travelwalla
06290406096

রিশপ।। কালিম্পঙ পাহাড়ের রানী রিশপ। একেবারে নিরিবিলি ।আর হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা। এখানে দুপুর বেলা ঝিঁঝির ডাক শুনলে অবাক ...
25/12/2020

রিশপ।।

কালিম্পঙ পাহাড়ের রানী রিশপ। একেবারে নিরিবিলি ।আর হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা। এখানে দুপুর বেলা ঝিঁঝির ডাক শুনলে অবাক হবেন না। পাহাড়ের অপরূপ সৌন্দর্যের মাঝে আয়েশ করে ছুটি কাটাতে চাইলে চলে আসুন রিশপে।

এখানে আপনি বরফ পেয়ে যেতে পারেন ডিসেম্বর জানুয়ারি তে। আর বসন্তে পেয়ে যাবেন রডোডেনড্রন।

এখান থেকেই ঘুরে নিতে পারবেন লোলেগাঁও চারখোল কোলাখাম কিংবা কালিম্পঙ। আর লাভা তো পেয়ে যাবেন আসার পথেই।

এখানে রয়েছে আমাদের কাঞ্চনভিউ হোম স্টে। ছিমছাম। প্রতিদিন থাকা খাওয়া 1250 টাকা জনপ্রতি।

প্রয়োজনে গাড়ির ব্যবস্থা আমরা করে থাকি। 3000 টাকা থেকে 4250 দিনপ্রতি গাড়ির মান অনুযায়ী।

যোগাযোগ
Travelwalla
06290406096

লামাহাট্টা ।।নিঝুম পাহাড়ে বেড়াতে বেড়াতে যদি একটু অতিরিক্ত আরাম খোঁজেন তাহলে লামাহাট্টা হলো সেই জায়গা। কাছেই দার্জিলিং তা...
25/12/2020

লামাহাট্টা ।।

নিঝুম পাহাড়ে বেড়াতে বেড়াতে যদি একটু অতিরিক্ত আরাম খোঁজেন তাহলে লামাহাট্টা হলো সেই জায়গা। কাছেই দার্জিলিং তাগদা সহ একগুচ্ছ পাহাড়ি জনপদ। এখান থেকেই ঘুরে নিতে পারেন দার্জিলিং এর দর্শনীয় স্থান গুলি। সাথে এখানেই পেয়ে যাবেন চমৎকার ইকো পার্ক।

কাঞ্চনজঙ্ঘা ছাড়াও দেখতে পাবেন টাইগার হিল এখান থেকে।

লামাহাট্টা ইকো রিসোর্ট মেজাজে একটু আলাদা। সুইমিং পুল-এ সাঁতার কাটতে পারেন এখানে। ঝাঁ চকচকে কটেজে থাকার সাথে পাবেন অর্গানিক খাবারদাবার।

তাই পাহাড়ের মন ভুলানো রূপের মাঝে যাঁরা একটু বেশি সাচ্ছন্দ চান এ হলো তাঁদের জন্য আদর্শ ঠিকানা।

খরচ:
ডাবল বেড- ৪,৫০০/- ( প্রতিদিন দুজনের সমস্ত মিল সহ)

টুইন রুম- ৫,৫০০/- (প্রতিদিন দুজনের জন্য সমস্ত মিল সহ)

কটেজ- ৬,৫০০/- (প্রতিদিন দুজনের সমস্ত মিল সহ)

*একস্ট্রা পার্সন- ১৪০০/- জনপ্রতি প্রতিদিন।
**টুইন রুমে ৩থেকে ৪জন থাকা যাবে এক্সট্রা চার্জ দিয়ে।
*** কটেজে ৫ থেকে ৬ জন থাকা যাবে এক্সট্রা চার্জ দিয়ে।

প্রয়োজনে গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছেই। ৩০০০ টাকা থেকে ৪২৫০ টাকা দিনপ্রতি গাড়ির মান অনুযায়ী।

যোগাযোগ
Travelwalla
06290406096

চারখোল।। পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাচ্ছে অজস্র সবুজ গাছগাছালি। পথের বাঁকে বাঁকে বদলে যায় প্রকৃতির রং ,রূপ। নিস্তব্ধতার বসতব...
25/12/2020

চারখোল।।

পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাচ্ছে অজস্র সবুজ গাছগাছালি। পথের বাঁকে বাঁকে বদলে যায় প্রকৃতির রং ,রূপ। নিস্তব্ধতার বসতবাড়ি এখানে। শান্তি সহজলভ্য।

সঙ্গে চোখজুড়ানো কাঞ্চনজঙ্ঘা। পাখি আর প্রজাপতির স্বাধীন উড়ান।

আর ঠিক এখানেই সবুজের মাঝে আমাদের হোম স্টে। সমস্ত আধুনিক সুবিধা আছে। সাথে পাবেন অর্গানিক ঘরোয়া খাবার।

প্রতিদিন 1250 টাকা জনপ্রতি থাকা খাওয়া সহ।

আর দেরি না করে চলুন ঘুরে আসা যাক।

প্রয়োজনমত গাড়ি পেয়ে যাবেন 3000 টাকা থেকে 4250 টাকা প্রতিদিন গাড়ির মান অনুযায়ী।

যোগাযোগ
Travelwalla
06290406096

লুংচু।। কোলাখাম থেকে একটু আগে লুংচু। নেওড়া ভ্যালির যাবতীয় সৌন্দর্য নিয়ে এই ছোট্ট পাহাড়ি গ্রাম। আর এখানেই আমাদের ছিমছাম হ...
25/12/2020

লুংচু।।

কোলাখাম থেকে একটু আগে লুংচু। নেওড়া ভ্যালির যাবতীয় সৌন্দর্য নিয়ে এই ছোট্ট পাহাড়ি গ্রাম। আর এখানেই আমাদের ছিমছাম হোম স্টে টি।

দিগন্তে বিছানো কাঞ্চনজঙ্ঘা । পাখির ডাক। ফুল। আর জংলী সুবাস।

এখানে দুদিন হারিয়ে যেতে পারেন শহুরে কোলাহল থেকে দূরে। ব্যাস। বেশি কিছু আর বলতে লাগবে না। একবার এলে বারবার আসবেন।

হিলকুইন হোম স্টে। লুংচু। থাকা খাওয়া নিয়ে ডাবল বেড রুম 1500 টাকা প্রতিদিন জনপ্রতি। ফোর বেড রুম 1350 টাকা প্রতিদিন জনপ্রতি।

প্রয়োজনমত গাড়ি পেয়ে যাবেন 3000 টাকা থেকে 4250 টাকা প্রতিদিন গাড়ির মান অনুযায়ী।

যোগাযোগ
Travelwalla
06290406096

লোলেগাঁও/ কাফেরগাঁও। কালিম্পঙ জেলার আর একটি সুন্দর গ্রাম লোলেগাঁও বা কাফেরগাঁও। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এখান থেকেও দেখা যায় খু...
25/12/2020

লোলেগাঁও/ কাফেরগাঁও।

কালিম্পঙ জেলার আর একটি সুন্দর গ্রাম লোলেগাঁও বা কাফেরগাঁও। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এখান থেকেও দেখা যায় খুব ভালো ভাবে। শান্ত এলাকা। ওক আর পাইনের ছায়ায় ঢাকা থাকে অধিকাংশ সময়। সময় এখানে থমকে থাকে সারাদিন।

আর ঠিক এখানেই প্রশস্ত ব্যালকনি আর আরামদায়ক ঘর নিয়ে আমাদের লোলেগাঁও হোম স্টে। চোখের সামনে দিগন্তে দাঁড়িয়ে অপরূপ কাঞ্চনজঙ্ঘা । মার্চ এপ্রিলে ডান দিকের জঙ্গলে ফুটে থাকে রডোডেনড্রোনগুচ্ছ।

পায়ে পায়ে হেটে বেড়ান আসে পাশে। 2 মিনিট হাঁটা পথে কেনোপি ব্রিজ। পাহাড়ি গ্রামীন হাট এ করতে পারেন কেনাকাটাও।

এখান থেকে লাভা রিশপ চারখোল কোলাখাম কালিম্পঙ সবই ঘুরে দেখা যায় দিনে দিনে।

হোম স্টে তে থাকা খাওয়া নিয়ে প্রতিদিন মাথাপিছু 1250 টাকা। পিক সিসন এ 1400 টাকা।

প্রয়োজনে গাড়ির ব্যবস্থা আমরা করে থাকি। প্রতিদিন 3000 টাকা থেকে 4250 টাকা গাড়ির ম্যান অনুযায়ী।

বুকিং এর জন্য যোগাযোগ:
Travelwalla
06290406096

কোলাখাম।। নেওড়া ভ্যালির ভিতর যদি থাকতে চান তাহলে আপনাকে আসতেই হবে কোলাখামে। কাছেই সুন্দরী লাভা লোলেগাঁও আর রিশপ। জঙ্গলের...
22/12/2020

কোলাখাম।।

নেওড়া ভ্যালির ভিতর যদি থাকতে চান তাহলে আপনাকে আসতেই হবে কোলাখামে। কাছেই সুন্দরী লাভা লোলেগাঁও আর রিশপ। জঙ্গলের আদিম সুবাস, নাম না জানা পাখির ডাক আর কাঞ্চনজঙ্ঘা আপনাকে অভ্যর্থনা করবে এখানে।

নেওড়া ভ্যালির আরেক শোভা ছাঙ্গে ফলস আমাদের হোম স্টে থেকে ঢিল ছোঁড়া দূরত্বে।

ঘুরে আসুন আসে পাশের সুন্দর জায়গাগুলি থেকে। ছোট গ্রামীন ট্রেকিং ও করতে পারেন ইচ্ছে হলে। ইচ্ছে হলে প্রপাতের কোলে কাঞ্চনজঙ্ঘা আর জঙ্গলের আতিথ্য উপভোগ করতে পারেন দুয়েক দিন শান্ত বিশ্রামে।

আমাদের ছাঙ্গে ভিউ হোম স্টে তে থাকা খাওয়ার খরচ জনপ্রতি 1250 টাকা।

প্রয়োজনে গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে দৈনিক 3000 টাকা থেকে 4250 টাকায় গাড়ির মান অনুযায়ী।

যোগাযোগ
Travelwalla
6290406096

রামধুরা।। কালিম্পঙ জেলার সিকিম সীমান্তের সেরা ঠিকানা রামধুরা।চোখের সামনে দিগন্তজোড়া কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জ। সূর্যোদ...
22/12/2020

রামধুরা।।

কালিম্পঙ জেলার সিকিম সীমান্তের সেরা ঠিকানা রামধুরা।
চোখের সামনে দিগন্তজোড়া কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জ। সূর্যোদয়ে ঘরে বসেই পাহাড়ের গায়ে রঙের খেলা দেখে মন ভরে যাবে।

শুধু পাহাড়শৃঙ্গ নয়। নীচের দিকে তাকালে অপরূপ তিস্তা ভ্যালি। পাহাড় আর নদী একসাথে এত সুন্দর আর কোথাও দেখা যায় না।

ইচ্ছেমত ঘুরে আসুন লাভা লোলেগাঁও রিশপ বা কালিম্পঙ থেকে। ঘুরে আসতে পারেন সিলেরি গাঁও বা ইচ্ছে গাঁও থেকেও।

রামধুরায় যদি জ্যোৎস্না রাতে গিয়ে পড়তে পারেন তাহলে চাঁদের হাসির বাঁধ ভাঙবে চোখের সামনে কাঞ্চনজঙ্ঘার গায়।সে এক অসামান্য অনুভূতি।

এছাড়াও রাত হলে কালিম্পঙ আর ডেলো পাহাড়ের আলজ্বলারূপ দেখে মনে হবে দিওয়ালির রাত।

শান্ত সুন্দর রামধুরায় থাকার জন্য আমাদের আছে আধুনিক সুবিধাযুক্ত দুটি হোম স্টে

১) রামধুরা সীমান্ত হোম স্টে
২) রামধুরা এলিট হোম স্টে

প্রতিদিন মাথাপিছু 1200 টাকা থাকা খাওয়া সহ।

প্রয়োজনমত গাড়িও পাবেন আমাদের কাছে। প্রতিদিন 3000 টাকা থেকে 4250 টাকা গাড়ির মান অনুযায়ী।
যোগাযোগ
Travelwalla
6299406096

চটকপুর।। দার্জিলিং এর ভিড় এড়িয়ে একান্তে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার ঠিকানা চটকপুর। সারাদিন পাখির গান শুনুন। চোখ ভরে দেখু...
22/12/2020

চটকপুর।।

দার্জিলিং এর ভিড় এড়িয়ে একান্তে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার ঠিকানা চটকপুর। সারাদিন পাখির গান শুনুন। চোখ ভরে দেখুন কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। পায়ে পায়ে ঘুরে বেড়ান জঙ্গলে। এত রঙ্গিন প্রজাপতির ঝাঁক আপনি আগে কোথাও দেখেন নি।

চটকপুর-এ আপনি পাবেন পাহাড় জঙ্গল আর নৈঃশব্দ। নিচের দিকে তাকালে দেখতে পাবেন রেললি খোলা।

চটকপুর-এর উচ্চতা প্রায় 8000 ফুট।

মাত্র 20 টির মত পরিবার বাস করে এই সুন্দর পাহাড়ি গ্রামে।

এমন জায়গায় আমাদের মাউন্টেন ভিউ হোম স্টে।
প্রতিদিন প্রতিজন 1450 টাকা থাকা খাওয়া সহ।

চলুন ঘুরে আসি।

গাড়ি লাগলে পেয়ে যাবেন। 3000 টাকা থেকে 4250 টাকা প্রতিদিন গাড়ির মান অনুযায়ী।

যোগাযোগ:
Travelwalla
6290406096

সিটং।। কমলালেবুর গ্রাম। প্রকৃতি এখানে প্রানখুলে ঢেলেছে তার সৌন্দর্যের আলো। জানা অজানা পাখি, প্রজাপতি আর অপার নিঃঝুম নিয়ে...
22/12/2020

সিটং।।

কমলালেবুর গ্রাম। প্রকৃতি এখানে প্রানখুলে ঢেলেছে তার সৌন্দর্যের আলো। জানা অজানা পাখি, প্রজাপতি আর অপার নিঃঝুম নিয়ে সিটং বসে আছে আপনার অপেক্ষায়।

সিটং- এ আমাদের দুটো হোম স্টে।

১)কাঞ্চনভিউ হোম স্টে:
প্রতিদিন প্রতিজন থাকা খাওয়া নিয়ে 1500 টাকা। ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা দেখুন নিশ্চিন্তে। বাইরে পা বাড়ালেই চা বাগান। ঘরোয়া জৈবজ খাবার। আধুনিক সুযোগ সুবিধা সব পাবেন।

২) অরেঞ্জ গার্ডেন হোম স্টে:
প্রতিদিন প্রতিজন থাকা খাওয়া নিয়ে 1250 টাকা। ঠিক 2 মিনিট দূরে কাঞ্চন ভিউ পয়েন্ট। পাশ দিয়ে বয়ে যাচ্ছে পাহাড়ি নদী। কমলালেবু বাগান দিয়ে ঘেরা আপনার ঘর । সাথে আধুনিক সুযোগ সুবিধা আর ঘরোয়া খাবার।

চলুন যে কোনোদিন।

এন যে পি বা বাগডোগরা ড্রপ/ পিক আপ আমরা করে থাকি।

গাড়ি ভাড়া 3000 টাকা থেকে 4250 টাকা প্রতিদিন গাড়ির মান অনুযায়ী।
বিশদ জানতে বা ঘর বুক করতে ফোন বা whatsapp করুন
Travelwalla
6290406096

Travelwalla-র 5 রাত্রি 6 দিনের ডিলাক্স ডুয়ার্স প্যাকেজডুয়ার্স। জঙ্গল, নদী, পাহাড়ের অদ্ভুত সম্মেলন। সারা বছরই ঘোরা যায়। T...
14/12/2020

Travelwalla-র 5 রাত্রি 6 দিনের ডিলাক্স ডুয়ার্স প্যাকেজ

ডুয়ার্স। জঙ্গল, নদী, পাহাড়ের অদ্ভুত সম্মেলন। সারা বছরই ঘোরা যায়। Travelwalla নিয়ে এলো ডিলাক্স ডুয়ার্স প্যাকেজ। যে প্যাকেজে সব কিছুই ধরা আছে। ইনভা গাড়ি করে ঘুরবেন। সাফারির খরচও আলাদা করে দিতে হবে না আপনাকে।

2 রাত্রি লাটাগুড়ি/মূর্তি। 1 রাত্রি পারেন। 1 রাত্রি মাদারিহাট/জলদাপাড়া।1 রাত্রি জয়ন্তী । যে কোনোদিন। চলুন ঘুরে আসি...

এই প্যাকেজ- এ আপনি কি কি দেখবেন:

প্রথম দিন: সকালবেলা এন জে পি অথবা বাগডোগরা থেকে ব্রেকফাস্ট সেরে নিয়ে তিস্তার পাড় ধরে সোজা লাটাগুড়ি অথবা মূর্তি রিসোর্ট। ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে বিকেলে জঙ্গল সাফারি আর নদীর ধারে ঘোরা। রাতে থাকা রিসোর্টে।

দ্বিতীয় দিন: প্রথমদিন জঙ্গল আর নদী দেখা হয়েছে। আজ পাহাড় ।লাভা রিশপ ঘুরে দেখুন অপূর্ব কাঞ্চন জঙ্ঘা। ফিরে এসে যেতে পারেন মেদলা ওয়াচ টাওয়ার -এ। ।রাতে থাকা লাটাগুড়ি বা মূর্তি রিসোর্টে।

তৃতীয় দিন: সামসিং ,সুনতালেখোলা, রকি আইল্যান্ড, লালিগুরাস, ঝালং, বিন্দু, পারেন। আবার নদী জঙ্গল আর ভূটান পাহাড় । রাতে থাকা পারেন হোম স্টে তে।

চতুর্থ দিন: পারেন থেকে লাল ঝামেলা বস্তি হয়ে দক্ষিণ খয়েরবাড়ি টাইগার রেসকিউ সেন্টার ঘুরে মাদারিহাট বা জলদাপাড়া। পথে দেখা তোর্সা নদীর সাথে। রাতে থাকা রিসোর্টে।

পঞ্চম দিন: সকালে জলদাপাড়া জঙ্গল সাফারি সেরে চিলাপাতা জঙ্গল ঘুরে জয়ন্তী। বিকেলে জয়ন্তী ঘুরে নেওয়া।
রাতে থাকা জয়ন্তী তে।

ষষ্ঠ দিন: আরেকবার জয়ন্তী দেখে নিয়ে বেরিয়ে পড়া এন জে পি অথবা বাগডোগরা কিংবা আলিপুরদুয়ার junction এর উদ্দেশ্যে।

এবার বাড়ি ফেরার পালা। সঙ্গে থাকুক সুন্দরী ডুয়ার্স এর ছবি মনে মনে।

আমরা কি দিচ্ছি:
পরিবার ভিত্তিক ঘর
প্রথমদিন থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভনিং স্নাক্স, চা ,ডিনার। শেষ দিন ব্রেকফাস্ট আর লাঞ্চ।
প্ল্যান অনুযায়ী সমস্ত ট্যুর এর জন্য reserved গাড়ি।
ওয়েলকাম ড্রিংক।
সমস্ত sightseeing প্রোগ্রাম অনুযায়ী।
গরুমারা ও জলদাপাড়া সাফারির খরচ

আমরা যা দিচ্ছিনা:
প্রোগ্রাম এর বাইরে অন্য কোনো ঘোরাঘুরির খরচ বা এন্ট্রি ফি।
মেদলা ওয়াচ টাওয়ার এর এন্ট্রি ফি।
দেওয়া হবে বলা হয়েছে যা তার বাইরের কোনো কিছু।
কোনো অতিরিক্ত খাদ্য বা পানীয়।
বন ফায়ার( নিজের খরচে করা যাবে)।
সাংষ্কৃতিক অনুষ্ঠানের খরচ ( নিজের খরচে করা যাবে)।

বিশদ জানতে যোগাযোগ:
Travelwalla
06290406096

কবে কোথায় কজন যাবেন? যেদিন খুশি। যতজন খুশি। জানান আমাদের ।পাহাড় না সমুদ্র না জঙ্গল? বেছে নিন আপনি। ব্যাস। আপনার কাজ শেষ।...
09/12/2020

কবে কোথায় কজন যাবেন? যেদিন খুশি। যতজন খুশি। জানান আমাদের ।

পাহাড় না সমুদ্র না জঙ্গল? বেছে নিন আপনি। ব্যাস। আপনার কাজ শেষ। ঠিক আপনি যেমনটি চান তেমন ভ্রমনের ব্যবস্থাপনা করে দেবে Travelwalla।

ন্যায্য দাম নেব। এই মানের পরিষেবা এই দাম-এ পাবেন না। চ্যালেঞ্জ রইলো।

আপনি খুশি হলেই আমরা সফল।

পেতে পারেন আকর্ষণীয় গিফট। কিংবা প্যাকেজ- এ ছাড়।

তাহলে দেরি কেন??

Call বা whatsapp: 06290406096

09/12/2020

চারদিকে এত ট্রাভেল কোম্পানি, গ্রুপ, পেজ। তবু আবার আমরা কেন????

প্রথমত আমরা বেড়াতে ভালোবাসি।
দ্বিতীয়ত আমরা বেড়াতে ভালোবাসি।
তৃতীয়ত আমরা বেড়াতে ভালোবাসি।
শেষ পর্যন্ত বেড়াতে ভালোবাসি...

তাই আপনারা যারা একটু আরাম করে বেড়াতে চান ভালো ব্যবস্থাপনায়... আমরা তাদের জন্য।

সস্তা খোঁজার জায়গা travelwalla নয়।

ভালবাসা এবং ভাল-বাসা পাবেন আমাদের কাছে। যারা নৈঃশব্দ, প্রকৃতি, পাহাড়, নদী, সমুদ্র ভালোবাসেন , যারা বেড়াতে গিয়েও আরাম খোঁজেন, শান্তি খোঁজেন Travelwalla তাদের নিশ্চিত গন্তব্য।

এখানে পাবেন offbeat আর আন্তরিক homestay, ভালো হোটেল বা রিসোর্ট ,মনের মত, ইচ্ছে মত ট্যুর প্যাকেজ। তার সাথে গাড়ি ও অন্যান্য পরিষেবাও সহজে আর সঠিক মান ও দামে।

তাই Travelwalla কে বন্ধু বানান। বন্ধুদের বলুন।

আগামী দিনগুলো ভালো কাটুক ভালোবাসায়...❤

08/12/2020
08/12/2020

Address

Kolkata
700075

Telephone

+916290406096

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travelwalla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travelwalla:

Share

Category