18/01/2025
পর্ব৬(অন্তিম পর্ব)
খুব ভোরে যাত্রা শুরু হবার জন্য আজ সকাল আট টা তে প্রাতরাশ পর্ব শুরু হলো। নান পুরি,চানা মশলা মিষ্টি ও পরিশেষে গরম চা সহযোগে সবাই তৃপ্তি করে খেলেন।সজনেখালিতে গাইডের সাথে আমরা পুরো জায়গাটা ঘুরে দেখলাম।পুকুরে বিরল প্রজাতির তিনটি কচ্ছপ মুখ বার করে রয়েছে।শরীরটা জলের তলায়।শুনলাম ১২৯ টা ছোট কচ্ছপ ও আছে।ঠান্ডায় তারা সব জলের গভীরে।enclosure এর বাইরে হরিণ দেখা গেলো।নজর মিনার থেকে দেখা গেল দূরের মিষ্টি জলের পুকুরে দুটো হরিণ কে জল খেতে। বুঝলাম ওই খানে বেশ কিছু ঘণ্টা অপেক্ষা করলে ,সূর্যের তাপ বাড়লে অন্যান্য জন্তু জানোয়ারের জলপান দৃশ্য দেখা যাবে।অবশ্য বেলা বাড়লে ভিড় ও বাড়বে,সেই সঙ্গে হৈ হট্টগোলের আওয়াজ।তাই ব্যাপারটা doubtful
আমরা সাড়ে দশটার মধ্যে লঞ্চে ফিরে এলাম।লঞ্চ সুধন্যখালি হয়ে দোবাঁকি পৌঁছালে আমরা সবাই নেমে canopy walk এ এগোলাম।নিচে মাটিতে টাটকা বাঘের পায়ের ছাপ বলে দিলো তিনি এখানে আসা যাওয়া করেন ঘন ঘন। দোবাঁকি আসলে একটা চওড়া খাঁড়ি। নদীর দুই ধারেই গভীর জঙ্গল। গরান গর্জনের জঙ্গল।আঞ্চলিক ভাষায় বাদাবন।লঞ্চের লোকেরা খবর নিয়ে জানাল আজই সকালে দুবার বাঘের দেখা পাওয়া গেছে।উভয় ক্ষেত্রেই দক্ষিণ রায় এপার ওপার করেছেন নদীতে।
দোবাঁকি থেকে আমরা গাজী খালি হয়ে দেউল ভারানী খাঁড়ি বরাবর এসে বিদ্যাধরী নদীতে পড়লাম।সামনেই কুল কিনারাহীন সুবিস্তৃত জলরাশি।পান্না সবুজ তার রং। বেশ জোরে ঠান্ডা হাওয়া বইছে।বুঝলাম পঞ্চমুখানি বা পাঁচটি নদীর মিলন স্থলের দিকে চলেছি।মাতলা,বিদ্যাধরী, হাঁড়ি ভাঙ্গা,গাজীখালিও গোমদী নদীর মিলনস্থল হল পঞ্চমুখানি। অসাধারণ প্রেক্ষাপট।চারিদিকে ধূ ধূ জলরাশি। দূরে পাতলা কুয়াশার আস্তরণ। বিবর্ণ নীল আকাশ।সিগালের আওয়াজ।
আমাদের পরবর্তী গন্তব্য পীরখালির লোকনাথ বাবার আশ্রম।এটি প্রতিষ্ঠা করেছেন স্বামী শুদ্ধানন্দজী।শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশ দর্শনার্থীদের মনে প্রশান্তি এনে দিলো।
এরপর গোসাবায় বেকন বাংলো দেখে যখন লঞ্চে উঠলাম তখন বেলা ১২ টা।গোসাবা থেকে সোনাখালি অনেক টা পথ।তিনঘন্টার যাত্রা। আজ শেষ দিনে লাঞ্চের মেনু ভাত, ডাল,ভাজা,দই কাতলা, ভাঙর মাছের কালিয়া,চাটনি আর পাপড়।
ঠিক তিনটের সময় লঞ্চ সোনাখালি জেটিতে আমাদের নামিয়ে দিলো।আমাদের গাড়ি হাইওয়ে তে অপেক্ষা করছিল।যাত্রার সমাপ্তি।যারা ক্যানিং থেকে ট্রেন ধরবেন,তারা টোটো করে আধ ঘন্টায় স্টেশন পৌঁছে যেতে পারেন। জেটি ঘাটের বাইরেই টোটো স্ট্যান্ড।
পরিশেষে জানাই আমাদের আবার সুন্দরবন যাত্রা নির্দিষ্ট আছে মার্চ মাসের১৮-২০ তারিখ।
ইচ্ছুক ব্যক্তিরা আমার সাথে যোগাযোগ করতে পারেন
কুন্তক বসু
৯৮৩০৫২১৭৮৪
এই নম্বরে WhatsApp ও করতে পারেন।
সারা বছরের ট্যুর প্ল্যান এর ব্যাপারেও কথা বলতে পারেন।