17/11/2020
PURULIA বেড়িয়ে পড়া।সমস্ত রকম সুরক্ষা বিধি মেনে ব্যাগ গুছিয়ে দিন চারেক র জন্য পাহাড় জঙ্গল,জলপ্রপাতে অপরূপ সাজে সাজানো প্রকৃতিকে মন প্রাণ দিয়ে উপভোগ করতে বেছে নিলাম পুরুলিয়া।প্রথমেই পৌঁছলাম বাঘমুন্ডি বাই রোড বেলা 12 টা নাগাদ।ট্রাভেল এজেন্সি থেকেইলকডাউন পর্ব শেষ,আনলক 1পার করে আনলক 2 এ প্রবেশ করার Sathe সাথেই মন উড়ন্ত বালি হাঁসের মত ডানা মেলতে শুরু করে।মনের যেমন চাওয়া তেমনই গাড়ি ও হোটেলের সুব্যবস্থা তৎস হ খাওয়া দাওয়ার ও সুবন্দোবস্ত ছিল।যাইহোক ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে অল্প একটু বিশ্রাম নিয়ে বেড়িয়ে পড়লাম প্রকৃতির অপার ঐশ্বর্য্য কে আহরন করতে। বিস্তীর্ণ সবুজ বনানী আর তার মাঝে মাঝে দাড়িয়ে আছে টিলাগুলি মাথা উঁচু করে। নীল আকশের মাঝে মাঝে খন্ড খন্ড মেঘ আর তার সঙ্গে সবুজ পাহাড় মন কাড়বেই।আর বরষায় নয়নাভিরাম সৌন্দর্য ধারন করেছে বামনিফলস।tugga ফলস ও অপূর্ব। এছাড়া মার্বেল লেক,lower dam, upper dam আকর্ষনীয়।আর আছে রামমন্দির, সীতা কুন্ড ।রাম সীতা বনবাসের সময় এখানে অর্থাৎ অযোধ্যা পাহাড়ে এসেছিলেন এমন কথা লোকমুখে প্রচলিত আছে।ওই দিন হোটেলে রাত্রিবাস করে 2 য় দিন breakfast সেরে গেলাম বিখ্যাত মুখোশ গ্রাম। আদিবাসীদের গ্রামে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের ধাঁচে অপূর্ব মুখোশ বানানো হয়।এরপর গেলাম খয়রাবেরা ড্যাম তারপর পাখিপাহার। এইঅঞ্চলে নানা রকম পাখি দেখা যায়।শ্যামা, দোয়েল,টিয়া, রঙ বেরঙের মুনিয়া আর ও কত পাখি।মাঝে মাঝে ময়ুরও দেখা দেয়। এইঅঞ্চল অগুন্তি ছোট ছোট ফলস ও জলধারা বা স্ট্রিম দিয়ে প্রকৃতির আপন হাতে সাজান এত সুন্দর ভাবে যা ভ্রমনপিপাসুদের তৃষ্ণা মেটায়।ওইদিন হোটেলে রাত্রিবাস করে তৃতীয় দিন জয় চন্ডী পাহাড়ে ভ্রমনে যাই। সেখানে 400 থেকে 500 সিড়ি অতিক্রম করে পাহাড়ের মাথায় ওঠা যায়। সপরিবার পাহাড়ে চড়ার আদর্শ জায়গা। পাশাপাশি তিনটি পাহাড়। জয় চন্ডী, দক্ষিণা কালি,jugodhal।দক্ষিণা কালি পাহাড়ের চুড়া টি একটি মানুষের মুখমন্ডল এর মত অবিকল।না দেখলে বিশ্বাস করা যায়না।কিছু টা দূরে আছে বোরো পাহাড় যা ট্রেকারদের কাছে স্বর্গ রাজ্য। জয় চন্ডী পাহাড় অঞ্চলে সত্যজিৎ রায় হীরক রাজার দেশে ছবির শ্যুটিং করেছিলেন।তাই গুপি বাঘা আর উদয় মাস্টার এর কার্য কলাপের সঙ্গে যে জায়গা জড়িয়ে তাকে চাক্ষুষ করতে কোন বাঙালি চাইবেনা?এই দিন আমাদের ঘরে ফেরার পালা প্রকৃতির কোল থেকে মুঠো মুঠো ভরা এক রাশ ভালো লাগা নিয়ে। ঠাকুর ট্যুর অ্যান্ড ট্র্যাভেল এজেন্সি র সুপরিকলপিতভাবে করা ট্যুর প্ল্যান ও আতিথে়তায় আমরা মুগ্ধ। বি দ্র: অতি উৎসাহী ভ্রমন পিপাসু রা অযোধ্যা পাহাড়,দলমা পাহাড় ঘুরে নিতে পারেন।যদিও তার জন্য আরো দিন বাড়াতে হবে পুরুলিয়া ভ্রমণের। নিচে ঠাকুর ট্রাভেলস এর ডিটেইলস দেওয়া রইল।কেউ ইচ্ছে হলে যোগাযোগ করতে পারবেন। (9432903677, 7980084689) আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম।আবার আসব অন্য কোন দিন অন্য ভ্রমণকাহিনি নিয়ে। ভালো থাকবেন সবাই।