07/03/2023
|| গুরুদংমার-এর টানে - নর্থ সিকিম
P.D Tours and Travels : ☎️ +91 9051169192 ☎️+91 6290745995
✅️ বিগত বছরগুলোতে সিকিমের যেসমস্ত জায়গায় পর্যটকদের ঢল নেমেছে, নর্থ সিকিম তার মধ্যে অন্যতম। তার একটা কারণ যদি হয় গুরুদোংমার ক্রেজ, তাহলে অন্যটা অবশ্যই অনিশ্চয়তা, আঁকাবাঁকা-ভাঙাচোরা রাস্তা, বরফ, পাহাড়ি ঝর্ণা, উচ্ছল নদী... আর কে না জানে, বাঙালির রক্তে এডভেঞ্চার চিরকালীন!
Day_1
NJP/ Shiliguri/ IXB থেকে গাড়িতে চলে আসুন গ্যাংটকে হোটেলে 24×7 গিজার, হাউসকিপিং, টেলিভিশন, Wi-fi, ওয়েস্টার্ন টয়লেট, কিচেন সেটাপ, পার্কিং, ফ্রণ্ট ডেস্ক, রুফটপ (টেরেস) এক্সেস এবং লাস্ট বাট নট দ্যা লিস্ট, কাঞ্চনজঙ্ঘা ভিউ (কী, শুনেই মন ভালো হয়ে গেল তো? 🙃)।
লাঞ্চ করে একটু গড়িয়ে নিয়ে বেড়িয়ে পড়ুন MG Marg-এর উদ্দেশ্যে। হোটেল থেকে বেড়িয়েই পেয়ে যাবেন শেয়ার ট্যাক্সি। পৌঁছাতে সময় লাগবে ৮-১০ মিনিট। খরচ মাথাপিছু ২৫-৩০টাকা। বিকেল সন্ধ্যেটা কাটুক MG Marg আর স্থানীয় লাল বাজারে, কেনাকাটা হোক প্রিয় মানুষদের জন্য, তার সাথে স্ট্রিট ফুড আর ফটো সেশান তো মাস্ট!
হোটেলে ফিরে ডিনার সেরে শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি। কাল অনেকটা রাস্তা, হাইটগেনও অনেকটা। তাই লম্বা ঘুম শরীর সুস্থ রাখতে ভীষণ জরুরী...
(অন ডিমাণ্ড MG Marg-এর পায়ে হাঁটা দূরত্বে হোটেল এরেঞ্জ করে দেওয়া হয়।)
🔴
ব্রেকফাস্ট সেরে, ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়তে হবে লাচেনের উদ্দেশ্যে। আপনার সারথি ততক্ষণে পার্কিং-এ পৌঁছে যাবে নর্থ সিকিমে যাওয়ার জন্য প্রয়োজনীয় পারমিট নিয়ে। পথে যেতে যেতে দেখে নিন বাটারফ্লাই ওয়াটার ফলস, নাগা ফলস, চুংথাং ভিউ পয়েণ্ট ইত্যাদি। দুপুরের লাঞ্চ রাস্তাতেই কোন স্থানীয় দোকানে। মেনু হতেই মোমা-ম্যাগি-থুকপা, আরো অপশন হিসাবে ভাত ডাল তো আছেই...
লাচেন চেকপোস্ট পেরেতো বিকেল-সন্ধ্যে। পৌঁছে চেক ইন করুন । জানি, প্রচুর ধকল গেছে। তবে সন্ধ্যে না নামলে আশপাশটা ঘুরে দেখলে মন্দ লাগবে না!
কাল স্বপ্নের গুরুদোংমার। ভোরে বেড়ানো। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াই ভালো। আর আজ মদ্যপান কিন্তু কঠোর ভাবে নিষিদ্ধ হওয়া উচিত। নিজেদের জন্যই। যাতে কাল অসুস্থ হয়ে না পড়েন!
🔴
ভোররাতে বেরিয়ে পড়া। আঁকাবাঁকা-এবড়োখেবড়ো রাস্তা। ভয়ংকর ঠাণ্ডা। সূর্যোদয়। ভোরের আলোয় বরফে ঢাকা পাহাড়। আর সব পেড়িয়ে স্বপ্নের গুরুদোংমার। মজা করুন, তাড়িয়ে তাড়িয়ে উপোভোগ করুন প্রতিটা মূহুর্ত। তবে বেশিক্ষণ না থাকাই ভালো। শ্বাসকষ্ট শুরু হওয়ার সম্ভবনা থাকে। এদিন চাইলে দেখে নিতে পারেন কালাপাথার আর চোপতা ভ্যালিও (নিজস্ব খরচ)। এরপর হোটেলে ফেরা। লাঞ্চ সেরেই বেড়িয়ে পড়তে হবে লাচুং-এর জন্য।
🔴
আজ ব্রেকফাস্ট করে বেড়িয়ে পড়ুন ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। ইয়ামথাং-এর রুপ বছরভর পাল্টাতে থাকে। বর্ষার পর গোটা ভ্যালিতে ফুটে থাকে নানা রং-এর ফুল। পাশ দিয়ে বয়ে চলে স্রোতস্বিনী নদী। রডোডেনড্রনের দেখা মেলে মার্চ-এপ্রিলে। শীতে গোটা ভ্যালি ঢেকে যায় বরফে। দু-দিকের সুউচ্চ পাইন গাছে জমে থাকে বরফ। সে এক মন ভালো করা দৃশ্য। এদিন দেখে নিতে পারেন জিরো পয়েণ্ট আর চোপতা ভ্যালিও (নিজস্ব খরচ)। এরপর হোটেলে ফিরে লাঞ্চ সেরে বেড়িয়ে পড়ুন গ্যাংটকের উদ্দেশ্যে। লম্বা রাস্তা। ফিরতে সন্ধ্যে ৭-৮টা বাজবে। আপনাদের জন্য গরম খাবার নিয়ে অপেক্ষায় থাকবে গ্যাংটক নেস্ট-এর কিচেন স্টাফেরা...
🔴
কাল রাতের ঘুম এতক্ষণে শরীরটাকে নিশ্চিত ঝরঝরে করে দিয়েছে। কিন্তু আজ মনখারাপ। কারণ আজ বাড়ি ফেরার পালা। ফেরার আগে সকালের চা নিয়ে চলে আসুন রুফটপে। আর একবার মন-চোখ ভরে দেখে নিন পাহাড়ে ঘেরা গ্যাংটক শহর আর কাঞ্চনজঙ্ঘা। ব্রেকফাস্টের পর আমদের গাড়ি আপনাদের ড্রপ করে দেবে NJP/ Shiliguri/ IXB-তে। তাড়াতাড়ি বেড়িয়ে পড়াই ভালো। কারণ সেবক রোডের কুখ্যাত জ্যাম না আবার ট্রেন/ ফ্লাইট মিস-এর কারণ না হয়ে দাঁড়ায়!
🔴 হাতে আরো একটা দিন সময় থাকলে গ্যাংটকে আর একটা দিন স্টে করে দেখে নেওয়া যেতে পারে ছাঙ্গু লেক (Tsmogo Lake), বাবা মন্দির। দেখা মিলতে পারে বরফের। এখানে রোপওয়ে রাইডের অপশন আছে, চাইলে করতে পারেন ইয়াক রাইডও।
তাহলে আর কী! প্ল্যানিং শেষ। এবার ট্রেন টিকিটটা কেটেই ফোন করুন P.D Tours and Travels. আপনার গোটা ট্রিপের দ্বায়িত্ব আমাদেরই...
আপনাদের ফোনের অপেক্ষায়!
➡️ খরচের ধারণা ::
অন্যান্য রুট এর তুলনায় এখানে খরচ একটু বেশি, তার মূল কারণ গাড়ির রেট খুব হেরফের করে এখানে। আমাদের হোটেল / হোম স্টে গুলো তে থেকে কিরকম খরচ কত জন এ গেলে কি হয় একটা ধারণা দিলাম :
( রেট সিজন হিসেবে পরিবর্তনশীল, তবে খুব হেরফের হয় না )
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
👇 04 রাত্রি 05দিন👇
------------------------------------------------------------------
8 Heads-. Rs- 7500/(Per Head)
7 Heads-. Rs- 8000/(Per Head)
6 Heads-. Rs- 9000/(Per Head)
5 Heads-. Rs- 1000/(Per Head)
4 Heads-. Rs- 10500/( Per Head)
👇 05 রাত্রি 06 দিন 👇
------------------------------------------------------------------
8 Heads-. Rs- 9,500/(Per Head)
7 Heads-. Rs- 10000/(Per Head)
6 Heads-. Rs- 10500/(Per Head)
5 Heads-. Rs- 11,000/(Per Head)
4 Heads-. Rs- 11,500/(Per head)
➡️ Include :
✅ Pick Up , Drop, All Mentioned Sightseeing in Itinerary
✅ গাড়ি : Waganor /Sumo / গোটা জার্নির জন্য ( যারা Innova / Xylo খুঁজবেন রেট সেক্ষেত্রে আলাদা হবে )
02 জন / 03 জন হলে ছোটো গাড়ি নিতে পারেন পিক আপ ড্রপ এর সময় , বাকি নর্থ টুর বড়ো গাড়িতে করতে হবে ( খরচ বেশি ) ।
✅ Homstay তে প্রয়োজন মত রুম ( মিনিমাম ডাবল )
✅ খাওয়া দাওয়া : সকালের চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যার চা ও বিস্কিট, ডিনার ( ভেজ / নন ভেজ ) ।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
➡️ Exclude :
✅ NJP সিন্ডিগেট পার্কিং চার্জ ( 200 টাকা )
✅ পারমিট খরচ ( গাড়ি প্রতি আনুমানিক 500 -1000 টাকা )।
⭐ কিছু জিনিস মাথায় রাখতে হবে এই দিকের ট্যুরে :
☑️ দুই তিনজন ট্যুর করতে গেলে একটু খরচসাপেক্ষ হবে, তাই অন্তত 6-8জনের গ্রুপ করার চেষ্টা করুন। ট্যুর বাজেট ফ্রেন্ডলি হবে।
দুই তিনজন থাকলে প্রথম দিন ( পিক আপ ) আর শেষ দিন ( ড্রপ ) এ ছোট গাড়ি নিয়ে বাকি নর্থ এর পার্ট টা বড়ো গাড়ি নেবেন ( Individual ) টুর এর ক্ষেত্রে ।
☑️ খুব বেশি দর্শনীয় স্থান মানে sightseeing পয়েন্টস এদিকে পাবেন না শুরুর দিকে। আসল ট্যুর নর্থ এর পর। তাই প্রকৃতির সৌন্দর্য শান্ত পরিবেশে উপভোগ করতে চাইলে, তবেই এদিকটা বাছবেন। পয়েন্ট ধরে ধরে ঘোরার মত জায়গা কিন্তু নর্থ সিকিম নয়। যেটুকু আছে, 4-5 দিনের মধ্যে খুব ভালোভাবে কভার করা যাবে অনায়াসে।
☑️থাকার জন্য আছে অনেক option, কিন্তু এই পোস্টে আমরা উল্লেখ করেছি বাজেটের মধ্যে ভালো মানের কিছু হোটেল । সার্ভিস যথেষ্ট স্ট্যান্ডার্ড দেওয়ার চেষ্টা করি আমরা, কিন্তু তবুও উল্লেখ করতেই হবে যে লাচুং - লাচেন বা তার উপরের জায়গাগুলোতে উচ্চতাজনিত কারণে ও কিছু আঞ্চলিক সমস্যার জন্য খুব বেশি মানের আধুনিক ব্যাবস্থাপনা করা শক্ত কিছু ক্ষেত্রে।
এছাড়া সিকিমের ওয়েস্ট পার্ট, মানে
#পেলিং, #রিনচেনপং, #রভাংলা, #হী_বার্মিয়ক, #ওখরে, #ভার্সে, #হিলে, #নামচি, #কালুক
আবার, ইস্ট পার্ট,
#রেশিখোলা , #রোলেপ, #রংপোখোলা, #লিংথাম, #আরিতার , #আগামলোক, #মানখিম #পাদামচেন , #জুলুক , #লুংথুং, #নাথাং ,
অন্যদিকে বেঙ্গল পার্ট,
#তাকদা, #তিনচুলে, #চটকপুর , #পেশক #সিতং , #অহলদারা #মাহালদিরাম #নামথিং #সোনাদা , #লেপচাজগৎ , #পোখরিবং , #তাবাকোশি #ছোট_মাঙ্গয়া #বড়মাঙ্গয়া #বিজনবাড়ি , #তুরুক , #বঙ্কুলুং , #মিরিক #সীমানা #রামপুরিয়া #দাওয়াইপানি #রঙারুন
#ধোত্রে , #চিত্রে
সমস্ত জায়গার 👇🏻
🔵 P.D Tours and Travels : ( MAIN OFFICE )
36,Haltu Main Road kasba P.S Kolkata - 700078
P.D Tours and Travels Booking:
☎️ +91 9051169192
☎️ +91 6290745995
🖥️ [email protected]