23/09/2024
আজ মকর সংক্রান্তি। দেশের নানা প্রান্তে এই দিনটি পালন করা হয় শস্যোৎসব হিসাবে। কিন্তু তার বাইরেও এর অন্য একটি গুরুত্বও রয়েছে। এই দিনটিতেই শেষ হচ্ছে সূর্যের দক্ষিণায়ন। এবার শুরু সূর্যের উত্তরায়ন। অর্থাৎ শীতের শেষের সূচনা হচ্ছে এই দিনে।
সব মিলিয়ে শস্য এবং সূর্যের পুজোর দিন এটি। পুরানেও এই দিনটি সম্পর্কে রয়েছে নানা কথা।
বলা হয়, সংক্রান্তি দেবী নাকি এই দিনই শঙ্করাসুর নামের দানবকে বধ করেন।
মহাভারতেও এই দিনটির উল্লেখ আছে। এদিন নাকি ভীষ্ম ইচ্ছামৃত্যু বরণ করেছিলেন।
সূর্যদেবতার কথাও আছে পুরানে। সেখানে বলা হয়েছে এই দিনই নাকি তিনি শনির গৃহে এক মাসের জন্য ঘুরতে যান।
এদিন নাকি দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ শেষ হয়েছিল। যুদ্ধে দেবতাদের বিজয় হয়। মৃত অসুরদের মাথা মন্দিরা পর্বতের তলায় পুঁতে দেওয়া হয়।
এই দিনটিতে নাকি অশুভ শক্তির শেষ হয়ে শুভ শক্তির সূচনা হয়।
সংক্রান্তির অর্থ গমন করা। সূর্য এদিন মকর রাশিতে গমন করে বলে, এই দিনটিকে আর এক হিসাবেও শুভ বলে ধরা হয়।
তবে এই দিনটির সবচেয়ে বেশি গুরুত্ব ফসল তোলার ক্ষেত্রে। নতুন ফসল ঘরে তোলার সূচনা হয় এ দিনই।
বাঙালি বাড়িতে এদিন পৌষ পার্বণ পালন করা হয়। বানানো হয় পিঠেপুলি, পাটিসাপটা।
এদিন নিজের গৃহে রাত্রিবাসের নিয়ম মানেন অনেক বাঙালিই।
পৌষ পার্বণ ছাড়াও মকর সংক্রান্তির সময়ে বাংলায় নানা ধরনের অনুষ্ঠান হয়। গঙ্গাসাগর মেলা তো আছেই, বীরভূমের কেন্দুলি গ্রামে এদিন জয়দেবের মেলাও হয়।
আজ বিশেষ দিনে থালা সাজালাম
১.পাটিসাপটা
২.পুলি সেদ্ধ
৩.রস বড়া
৪.মালপোয়া
৫.চুসি-পুলির পায়েস
৬. চিতই পিঠে
সবাইকে শুভ পিঠেপুলি দিবস🙂🙂