Deep's Homestay - Charkhole

Deep's Homestay - Charkhole Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Deep's Homestay - Charkhole, Tour guide, KOLKATA.
(2)

সুপ্রভাত 🙏আজ সকালে মেঘ কাটিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা গেলো আমাদের হোমস্টে থেকে।Deep's Homestay - Charkhole 098040 83671
26/07/2024

সুপ্রভাত 🙏
আজ সকালে মেঘ কাটিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা গেলো আমাদের হোমস্টে থেকে।

Deep's Homestay - Charkhole
098040 83671

১০-১২ দিন পর আবার উনি দেখা দিলেন, যাবতীয় মেঘ ঝড় বৃষ্টিকে পেরিয়ে।আমাদের অতিথিদের পাঠানো ছবি, আমাদের হোমস্টে থেকে তোলা।...
22/03/2024

১০-১২ দিন পর আবার উনি দেখা দিলেন, যাবতীয় মেঘ ঝড় বৃষ্টিকে পেরিয়ে।
আমাদের অতিথিদের পাঠানো ছবি, আমাদের হোমস্টে থেকে তোলা।
9804083671 / 9433213817

25/12/2023
25/12/2023

Wish you all a very happy Merry Christmas❤️❤️

Guests are celebrating Christmas at our homestay.
Thanks Madam.

Deep's Homestay - Charkhole
9804083671 / 9433213817

আমরা যখন উত্তরবঙ্গে ঘুরতে যাই, তখন মাথায় প্রথম আসে যেখানে যাবো সেখানে ভিউ কেমন ?? ঘর থেকে কি ভিউ আছে ?? কতটা রেঞ্জ দেখা ...
23/12/2023

আমরা যখন উত্তরবঙ্গে ঘুরতে যাই, তখন মাথায় প্রথম আসে যেখানে যাবো সেখানে ভিউ কেমন ??
ঘর থেকে কি ভিউ আছে ??
কতটা রেঞ্জ দেখা যায় ?
যাবার রাস্তা কেমন ??

এই সব প্রশ্নই এক এবং একমাত্র কাঞ্চনজঙ্ঘা এর জন্য।

আর যদি সেই কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য এই ভরা শীতে কোনো ভিউ পয়েন্টে যেতে না হয়, বা তার থেকেও বড় কথা ঘর থেকে বিছানায় কম্বলের তলায় শুয়ে সেই ভিউ দেখা যায় ???!! তাহলে কেমন হয় ???
এক কথায় সোনায় সোহাগা 💙

এই সবের জন্য আমাদের হোমস্টেতে আসতেই হবে। যেটা এই মুহূর্তে উত্তরবঙ্গের অন্যতম সেরা অফবিট জায়গা, যেটা শিলিগুড়ি থেকে মাত্র ৫৪কিমি। শেয়ার গাড়িও সরাসরি পৌঁছে যাচ্ছে হোমস্টের দরজায়।

চারখোল - এক ছোট্ট পাহাড়ি গ্রাম।
সব ছবি দেখার অনুরোধ রইলো।

Deep's Homestay - Charkhole

আরও বিশদে জানতে যোগাযোগ করুন -
+91- 098040 83671
+91 - 9433213817

একদম চারখোল ভিউ পয়েন্টে আমাদের হোম স্টে। সেখানেই সানসেট পয়েন্ট ও। গাড়ি থেকে নেমেই এই হোম স্টে। বয়স্কদের জন্য খুব সুবিধা, না কোনো সিঁড়ি ভাঙতে হবে না দু-চার পা হাঁটতে হবে।

চারখোল এর আকর্ষণ -
🔵 দিগন্তজোড়া ১৮০° কাঞ্চনজঙ্ঘা ভিউ।
🔵 চারিদিকে পাইন , ওক এর ঘন জঙ্গল।
🔵ছোট্ট গ্রামটা খুব সুন্দর সুন্দর ফুল ও অর্কিড দিয়ে সাজানো।
🔵এখানে একটা বহু পুরোনো গুম্ফা আছে।
🔵এর পাহাড়ি রাস্তায় চলতে চলতে পাবেন, কাঞ্চনজঙ্ঘার লুকোচুরি খেলা ও অসংখ্য অচেনা নানান ধরণের পাখি। যা ফটোগ্রাফারদের দের আদর্শ।
কিভাবে যে এখানে এসে আপনার ২/৩ দিন কেটে যাবে আপনি বুঝতে পারবেন না।

এখান থেকে সময় করে ঘুরে নিতে পারবেন - লাভা, লোলেগাওঁ, রিশপ,কাফেরগাঁও, নোকডারা লেক, সানরাইজ ভিউ পয়েন্ট, গিটডাবলিং, পানবুদারা ভিউ পয়েন্ট, বুদ্ধা পার্ক, লামাদারা ভিউ পয়েন্ট, সামাথার, কোলাখাম, ছাঙ্গে ফলস, ইচ্ছে গাওঁ, বার্মিয়ক, বিদ্যাং ভ্যালি, মাইরুং গাওঁ, দুক্কা ফলস, দুক্কা ভ্যালি।
কালিম্পং এর সমস্ত ভিউ পয়েন্ট যেমন মর্গান হাউস, দুর্পিন মনাস্ট্রি, রামধুরা ভিউ পয়েন্ট, ক্যাকটাস নার্সারি, ডেলো পার্ক, জলসা বাংলো ভিউ পয়েন্ট ইত্যাদি ঘুরে আসা সম্ভব খুব সহজেই।

🟣কিভাবে পৌঁছে যাবেন?
দূরত্ব - শিলিগুড়ি স্টেশন থেকে ৫৪কিমি।
এনজেপি স্টেশন থেকে ৬০কিমি।
বাগডোগরা এয়ারপোর্ট থেকে ৭২কিমি।
কালিম্পঙ থেকে ২৬কিমি।

✅এনজেপি থেকে কালিঝোড়া তিস্তা লোও ড্যাম হয়ে, পানবু দাঁড়া ভিউ পয়েন্ট দিয়ে সামথার ফরেস্ট পেরিয়েই পৌছে যাবেন চারখোল। রাস্তা বেশ সুন্দর। বাইক🏍 অথবা স্কুটিতে🛵 সচ্ছন্দে পৌঁছে যাওয়া যায় হোমস্টের দরজায়। সময় লাগে মাত্র ২.৩০ঘন্টার মতো।

💠শিলিগুড়ি ও কালিম্পং থেকে শেয়ার গাড়ির ব্যবস্থা আছে। হোমস্টের নিজস্ব গাড়িতে পিক আপ ও ড্রপের ব্যাবস্থা আছে।
হোমস্টের ঠিক দরজায় গাড়ি ড্রপ ; তাই বয়স্ক ট্রাভেলার্সদের সমস্যা হবে না।

এখানে ছাড়াও আমাদের নিজেদের হোম স্টে আছে - সাংসের ভ্যালি,সিটঙ, লামাহাটা তে।

দার্জিলিং ও কালিম্পঙ এ আমরা পুরো অফবিট প্যাকেজ ট্যুর করিয়ে থাকি।

#চারখোল

31/10/2023

সুপ্রভাত 💙

এই মুহূর্তে উত্তরবঙ্গে যে সকল অফবিট জায়গা আছে, তার মধ্যে চারখোল কেনো অন্যতম তা এই ভিডিও ও ছবি দেখে বুঝতে পারবেন।
কালিম্পঙ জেলার এক ছোট্ট পাহাড়ি গ্রাম এই চারখোল। যার চারদিকে খোলা, সেই থেকেই এরকম নামকরন।
ভিডিওতে তে দেখতে পাবেন পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, সাথে দুনিয়ার অন্যতম সুন্দর পর্বত সিনিওলচু। আর তার সাথে পুরো নাথুলা রেঞ্জ।
আজ মহা নবমীর সকালে যা দৃশ্য দেখাযাচ্ছে তা সোনায় মুড়ে রাখা যায়।

আর এরকম দৃশ্য আগামী শীতে দেখতে হলে আমাদের হোমস্টেতে আসতেই হবে। যা একদম ভিউ পয়েন্টের পাশেই। বিছানা থেকেই কাঞ্চনদা দৃশ্যমান।

Deep's Homestay - Charkhole

বিশদে জানার জন্য যোগাযোগ করুন -
9804083671 / 9433213817

আগামী শীতে এখানে পরিবার নিয়ে ছুটি নিয়ে আসুন। সব ব্যবস্থা আমরা করে দেবো।

ট্যুর অপারেটর রাও যোগাযোগ করুন।

#চারখোল

চারখোলের সূর্যাস্ত।আমাদের হোমস্টের সামনে।Deep's Homestay - Charkhole 098040 83671 / 9433213817অসাধারণ ছবিটি তুলে পাঠিয়েছ...
10/10/2023

চারখোলের সূর্যাস্ত।

আমাদের হোমস্টের সামনে।
Deep's Homestay - Charkhole
098040 83671 / 9433213817

অসাধারণ ছবিটি তুলে পাঠিয়েছে সাইফুল ভাই 💙❤️💙❤️
অনেক ধন্যবাদ ভাই।

আপনাদের আশীর্বাদে আর একটা নতুন অফবিট জায়গা নিয়ে আসতে চলেছি। যেখানে ঘর থেকে এই রকম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, সাথে নীচে তিস...
29/09/2023

আপনাদের আশীর্বাদে আর একটা নতুন অফবিট জায়গা নিয়ে আসতে চলেছি। যেখানে ঘর থেকে এই রকম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, সাথে নীচে তিস্তা নদী। খুব শীঘ্রই বিশদে সব জানতে পারবেন।
098040 83671 / 9433213817

আজ চারখোলের নীল আকাশ, সাথে বাঙালির সেই পাহাড়ি আবেগ - কাঞ্চনজঙ্ঘা 💙💙আমাদের অতিথি Nilanjana Chatterjee ম্যাডামের তোলা এই ছ...
18/09/2023

আজ চারখোলের নীল আকাশ, সাথে বাঙালির সেই পাহাড়ি আবেগ - কাঞ্চনজঙ্ঘা 💙💙

আমাদের অতিথি Nilanjana Chatterjee ম্যাডামের তোলা এই ছবি। অনেক ধন্যবাদ ম্যাডাম।

Deep's Homestay - Charkhole
098040 83671 / 9433213817

#চারখোল

আজ আমরা অনেকেই উত্তরবঙ্গের পাহাড়ের অফবিট জায়গায় যেতে পছন্দ করি। কিন্তু ভেবে পাইনা কোথায় গেলে ভালো হয়!!!?? কোথায় গেলে পাহ...
16/09/2023

আজ আমরা অনেকেই উত্তরবঙ্গের পাহাড়ের অফবিট জায়গায় যেতে পছন্দ করি। কিন্তু ভেবে পাইনা কোথায় গেলে ভালো হয়!!!?? কোথায় গেলে পাহাড়ি প্রকৃতির অনেক রকম স্বাদ পাওয়া যায়??

আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের নিজেদের হোমস্টে আছে সিটঙ ও চারখোলে। যা এই মুহূর্তে পাহাড় প্রেমী বাঙালিদের কাছে খুব জনপ্রিয় জায়গা। আমরা আপনাদের সময় অনুযায়ী ট্যুর প্ল্যান বানিয়ে দেবো।

🔵কি কি পাবেন একটা ট্যুরে ??

👉দিগন্ত জোড়া কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ।
👉মাউন্ট সিনিওলচু।
👉নাথুলা রেঞ্জ।
👉পাইনের জঙ্গল।
👉কমলা লেবুর বাগান।
👉চা-বাগান।
👉বৌদ্ধ গুম্ফা।
👉পাহাড়ি নদী।
👉লেক।
👉অচেনা বহু রকমের পাখি।
👉অর্গানিক চাষ আবাদ।
👉সিঙ্কোনা বাগান।
👉রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়ি।
👉তিস্তা ড্যাম।
আরও অনেক কিছু।

আগামী শীত কালের বুকিং শুরু হয়ে গেছে। দেরি না করে আরও বিশদে জানতে আমাদের সাথে যোগাযোগ করুন -

Deep's Homestay - Charkhole
Avishek Homestay - Sittong

+91-9804083671
+91-9433213817

#চারখোল

সুপ্রভাত 💙💙সকালে ঘুম থেকে উঠে জানালায় বসে বা দরজায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা এর এরকম রূপ দেখতে পাওয়া যায় তাহলে আর কি চাই 💙আজ স...
16/09/2023

সুপ্রভাত 💙💙

সকালে ঘুম থেকে উঠে জানালায় বসে বা দরজায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা এর এরকম রূপ দেখতে পাওয়া যায় তাহলে আর কি চাই 💙
আজ সকালে চারখোলে আমাদের হোমস্টে থেকে।

Deep's Homestay - Charkhole
9804083671 / 9433213817

#চারখোল

সুপ্রভাত 💙ঝকঝকে আকাশে আজ দৃশ্যমান পাহাড়প্রেমী বাঙালির  প্রথম আবেগ। আমাদের হোমস্টের ঘরের দরজা থেকে দাঁড়িয়ে তোলা এই ছবি। আ...
03/09/2023

সুপ্রভাত 💙
ঝকঝকে আকাশে আজ দৃশ্যমান পাহাড়প্রেমী বাঙালির প্রথম আবেগ। আমাদের হোমস্টের ঘরের দরজা থেকে দাঁড়িয়ে তোলা এই ছবি। আমাদের অতিথির পাঠানো এই ছবি।
কাঞ্চনজঙ্ঘা 💙💙

Deep's Homestay - Charkhole

যোগাযোগ - 9804083671 / 9433213817

#চারখোল

🍊🍊🍊 সিটং - কমলা লেবুর দেশ 🍊🍊🍊বাঙালিদের পাহাড় ভ্রমণ মানেই তো সবার আগে দার্জিলিং। কিন্তু যুগ বদলাচ্ছে, নতুন প্রজন্ম খুঁজে...
18/08/2023

🍊🍊🍊 সিটং - কমলা লেবুর দেশ 🍊🍊🍊

বাঙালিদের পাহাড় ভ্রমণ মানেই তো সবার আগে দার্জিলিং। কিন্তু যুগ বদলাচ্ছে, নতুন প্রজন্ম খুঁজে নিচ্ছে আরও নতুন কোন স্থান। দার্জিলিং -এর মধ্যেই এক মনভোলানো পার্বত্য প্রকৃতির শোভা নিয়ে ভ্রমণ বিলাসীদের অপেক্ষায় থাকে সিটং। কার্শিয়াং মহকুমায় অবস্থিত 4000 ফুট উচ্চতায় এই সিটং গ্রাম, যাকে আমরা কমলালেবুর দেশ বলেও জানি।

পাহাড়ের কোলে থাকা ছোট্ট সিটং যেন প্রকৃতির কোনও চিত্রকরের নিখুঁত তুলির টান৷ লেপচাদের এই গ্রাম কমলালেবু চাষের আঁতুরঘর৷ প্রত্যেক বাড়িতে রয়েছে সুন্দর অর্কিডের বাগান৷কমলালেবুর বাগান ছাড়াও সিটং চারিপাশে ঘুরে দেখার জন্য অনেক জায়গা আছে যেগুলো এক কথায় অসাধারণ।

🔵 কী‌ কী দেখবেন‌ :-

দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা ভিউ।
পাখি প্রেমীদের অন্যতম সেরা পছন্দের ঠিকানা লাটপাঞ্চার।
অহলদাড়া।
নামথীং পোখরী।
লেপচা গুম্ফা।
মাহালদীরাম চা বাগান।
লেপচা ফলস।
রীয়াং নদী।
যোগীঘাট ব্রীজ।
মংপুতে কবিগুরুর স্মৃতিধন্য বাংলো।
ব্রিটিশ আমলের ঝুলন্ত সেতু ।

🔵 কিভাবে যাবেন
তিন দিক থেকে যাওয়া যায় সিটং এ। সবচেয়ে ছোট রাস্তা শিলিগুড়ি থেকে সেবক, কালিঝোরা হয়ে ৫৫ কিলোমিটার রাস্তা পেরিয়ে৷
দ্বিতীয় রাস্তা শিলিগুড়ি থেকে রামভি ও মংপু হয়ে৷
তৃতীয় রাস্তা কার্শিয়াং থেকে দিলারাম হয়ে বাগোরা ও ঘরেয়াতার দিয়ে৷

সিটং-এ দুই থেকে তিন দিন কাটিয়ে যাওয়ার জন্য আসুন আমাদের হোমস্টেতে।

অভিষেক হোমস্টে।



আরো বিশদে জানার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন -
9804083671 / 9433213817

Come one.. Come all... Just see and feel the charm of hills, the mesmerizing beauty in the rainy season at Charkhole...C...
27/06/2023

Come one.. Come all... Just see and feel the charm of hills, the mesmerizing beauty in the rainy season at Charkhole...

Contact no - 9804083671 / 9433213817 / 9123368466.

আমরা বাঙালিরা যারা পাহাড় ভালোবাসি তাদের মধ্যে ৯৯% মানুষের পাহাড় মানে প্রথম আবেগ ও প্রেম হলো কাঞ্চনজঙ্ঘা। এখানে কাঞ্চনজঙ্...
07/06/2023

আমরা বাঙালিরা যারা পাহাড় ভালোবাসি তাদের মধ্যে ৯৯% মানুষের পাহাড় মানে প্রথম আবেগ ও প্রেম হলো কাঞ্চনজঙ্ঘা। এখানে কাঞ্চনজঙ্ঘা অপরূপ ভাবে দেখা যায়, ঘর থেকেই। একদম ভিউ পয়েন্টেই এই হোম স্টে।
যারা নানা রকম পাখি দেখতে ভালোবাসেন, এবং পাখির ছবি তোলেন তাঁদের এখানে এলে ভালো লাগবেই। নানান রকমের পাখির দেখা মেলে এখানে।
এখানে এলে পাবেন সুন্দর সাজানো ছবির মতো একটা গ্রাম। প্রকৃতি নিজেকে সুন্দর ভাবে তুলে ধরেছে। যারা একটু শান্ত, কোলাহলহীন , সবুজ পরিবেশ পছন্দ করেন- তাদের এখানে একবার আসতে হবেই।
পুরোনো গুম্ফা, অর্গানিক ফার্মিং, পাশেই সানসেট পয়েন্ট আরও কিছুর দেখা মেলে এখানে।

এই বর্ষায় একটু পাহাড়ের স্বাদ পেতে চাইছেন নিজের মতো করে। যেখানে চারিদিকে সবুজে সবুজ পাইন এর জঙ্গল। বা, পরিবার নিয়ে পুজোর সময় বা সেই মাসে একটু পাহাড়ি অফবিট জায়গায় যেতে চাইছেন??

চলে আসুন আমাদের হোম স্টেতে ,চারখোলে। কালিম্পঙ জেলায় এক শান্ত নিরিবিলি গ্রাম।

Deep's Homestay - Charkhole



একদম চারখোল ভিউ পয়েন্টে আমাদের হোম স্টে। সেখানেই সানসেট পয়েন্ট ও। গাড়ি থেকে নেমেই এই হোম স্টে। বয়স্কদের জন্য খুব সুবিধা, না কোনো সিঁড়ি ভাঙতে হবে না দু-চার পা হাঁটতে হবে।

চারখোল এর আকর্ষণ -
🔵 দিগন্তজোড়া ১৮০° কাঞ্চনজঙ্ঘা ভিউ।
🔵 চারিদিকে পাইন , ওক এর ঘন জঙ্গল।
🔵ছোট্ট গ্রামটা খুব সুন্দর সুন্দর ফুল ও অর্কিড দিয়ে সাজানো।
🔵এখানে একটা বহু পুরোনো গুম্ফা আছে।
🔵এর পাহাড়ি রাস্তায় চলতে চলতে পাবেন, কাঞ্চনজঙ্ঘার লুকোচুরি খেলা ও অসংখ্য অচেনা নানান ধরণের পাখি। যা ফটোগ্রাফারদের দের আদর্শ।
কিভাবে যে এখানে এসে আপনার ২/৩ দিন কেটে যাবে আপনি বুঝতে পারবেন না।

এখান থেকে সময় করে ঘুরে নিতে পারবেন - লাভা, লোলেগাওঁ, রিশপ,কাফেরগাঁও, নোকডারা লেক, সানরাইজ ভিউ পয়েন্ট, গিটডাবলিং, পানবুদারা ভিউ পয়েন্ট, বুদ্ধা পার্ক, লামাদারা ভিউ পয়েন্ট, সামাথার, কোলাখাম, ছাঙ্গে ফলস, ইচ্ছে গাওঁ, বার্মিয়ক, বিদ্যাং ভ্যালি, মাইরুং গাওঁ, দুক্কা ফলস, দুক্কা ভ্যালি।
কালিম্পং এর সমস্ত ভিউ পয়েন্ট যেমন মর্গান হাউস, দুর্পিন মনাস্ট্রি, রামধুরা ভিউ পয়েন্ট, ক্যাকটাস নার্সারি, ডেলো পার্ক, জলসা বাংলো ভিউ পয়েন্ট ইত্যাদি ঘুরে আসা সম্ভব খুব সহজেই।

🟣কিভাবে পৌঁছে যাবেন?
দূরত্ব - শিলিগুড়ি স্টেশন থেকে ৬৬কিমি।
এনজেপি স্টেশন থেকে ৭২কিমি।
বাগডোগরা এয়ারপোর্ট থেকে ৭৮কিমি।
কালিম্পঙ থেকে ২৭কিমি।

✅এনজেপি থেকে কালিঝোড়া তিস্তা লোও ড্যাম হয়ে, পানবু দাঁড়া ভিউ পয়েন্ট দিয়ে সামথার ফরেস্ট পেরিয়েই পৌছে যাবেন চারখোল। রাস্তা বেশ সুন্দর। বাইক🏍 অথবা স্কুটিতে🛵 সচ্ছন্দে পৌঁছে যাওয়া যায় হোমস্টের দরজায়। সময় লাগে মাত্র ২.৩০ঘন্টার মতো।

💠শিলিগুড়ি ও কালিম্পং থেকে শেয়ার গাড়ির ব্যবস্থা আছে। হোমস্টের নিজস্ব গাড়িতে পিক আপ ও ড্রপের ব্যাবস্থা আছে।
হোমস্টের ঠিক দরজায় গাড়ি ড্রপ ; তাই বয়স্ক ট্রাভেলার্সদের সমস্যা হবে না।

🏮বুকিং এর ফোন এবং হোয়াটসঅ্যাপ নম্বর -
+91-9804083671
+91-9123368466
+91-9433213817

এখানে ছাড়াও আমাদের নিজেদের হোম স্টে আছে -
সিটঙ, তাকদাহ, দাওয়াইপানি, রঙ্গলি রংলিওট, মানজিং গাও ও তন্দ্রাবঙ এ।
দার্জিলিং ও কালিম্পঙ এ আমরা পুরো অফবিট প্যাকেজ ট্যুর করিয়ে থাকি।

পুজোর ছুটির জন্য বুকিং শুরু হয়ে গেছে।

22/05/2023

এই গরমের ছুটিতে কোথায় যাবেন এখনও ঠিক করে উঠতে পারেননি???
যারা পাহাড়ে আগামী বর্ষায় কটা দিন কাটাবেন ভাবছেন, কিন্তু কোথায় কাটাবেন সেটা বুঝতে পারছেন না ???
আগামী দুর্গাপূজাতে কোথায় যাবেন সেটা এখনোও চিন্তা করছেন ???

Deep's Homestay - Charkhol
একদম চারখোল ভিউ পয়েন্টে আমাদের হোমে স্টে। সেখানেই সানসেট পয়েন্ট ও। গাড়ি থেকে নেমেই এই হোম স্টে। বয়স্কদের জন্য খুব সুবিধা, না কোনো সিঁড়ি ভাঙতে হবে না দু-চার পা হাঁটতে হবে।

চারখোল এর আকর্ষণ -
🔵 দিগন্তজোড়া ১৮০° কাঞ্চনজঙ্ঘা ভিউ।
🔵 চারিদিকে পাইন , ওক এর ঘন জঙ্গল।
🔵ছোট্ট গ্রামটা খুব সুন্দর সুন্দর ফুল ও অর্কিড দিয়ে সাজানো।
🔵এখানে একটা বহু পুরোনো গুম্ফা আছে।
🔵এর পাহাড়ি রাস্তায় চলতে চলতে পাবেন, কাঞ্চনজঙ্ঘার লুকোচুরি খেলা ও অসংখ্য অচেনা নানান ধরণের পাখি। যা ফটোগ্রাফারদের দের আদর্শ।
কিভাবে যে এখানে এসে আপনার ২/৩ দিন কেটে যাবে আপনি বুঝতে পারবেন না।

এখান থেকে সময় করে ঘুরে নিতে পারবেন - লাভা, লোলেগাওঁ, রিশপ,কাফেরগাঁও, নোকডারা লেক, সানরাইজ ভিউ পয়েন্ট, গিটডাবলিং, পানবুদারা ভিউ পয়েন্ট, বুদ্ধা পার্ক, লামাদারা ভিউ পয়েন্ট, সামাথার, কোলাখাম, ছাঙ্গে ফলস, বিদ্যাং, মাইরুন গাওঁ, দুক্কা ফলস, দুক্কা ভ্যালি।
কালিম্পং এর সমস্ত ভিউ পয়েন্ট যেমন মর্গান হাউস, দুর্পিন মনাস্ট্রি, রামধুরা ভিউ পয়েন্ট, ক্যাকটাস নার্সারি, ডেলো পার্ক, জলসা বাংলো ভিউ পয়েন্ট ইত্যাদি ঘুরে আসা সম্ভব খুব সহজেই।

🟣কিভাবে পৌঁছে যাবেন?
দূরত্ব - শিলিগুড়ি স্টেশন থেকে ৬৬কিমি।
এনজেপি স্টেশন থেকে ৭২কিমি।
বাগডোগরা এয়ারপোর্ট থেকে ৭৮কিমি।
কালিম্পঙ থেকে ২৭ কিমি।

✅এনজেপি থেকে কালিঝোড়া হয়ে সামথার ফরেস্ট পেরিয়েই পৌছে যাবেন চারখোল। রাস্তা বেশ সুন্দর। বাইক🏍 অথবা স্কুটিতে🛵 সচ্ছন্দে পৌঁছে যাওয়া যায় হোমস্টের দরজায়। সময় লাগে মাত্র ২.৩০ঘন্টার মতো।
💠শিলিগুড়ি ও কালিম্পং থেকে শেয়ার গাড়ির ব্যবস্থা আছে। হোমস্টের নিজস্ব গাড়িতে পিক আপ ও ড্রপের ব্যাবস্থা আছে।
হোমস্টের ঠিক দরজায় গাড়ি ড্রপ ; তাই বয়স্ক ট্রাভেলার্সদের সমস্যা হবে না।

🏮বুকিং এর ফোন এবং হোয়াটসঅ্যাপ নম্বর -
+91-9804083671
+91-9123368466
+91-9433213817

একটু ফাঁক পেলেই আমরা বেরিয়ে পড়ি ২/৩ দিনের জন্য। আবার অনেকে আসন্ন গরমের ছুটিতে বা পুজোর ছুটিতে কোথায় নিরিবিলি শান্তিতে কা...
17/04/2023

একটু ফাঁক পেলেই আমরা বেরিয়ে পড়ি ২/৩ দিনের জন্য। আবার অনেকে আসন্ন গরমের ছুটিতে বা পুজোর ছুটিতে কোথায় নিরিবিলি শান্তিতে কাটিয়ে আসতে চাইছেন পরিবার নিয়ে, যেখানে কোলাহল হীন শান্তিতে থাকা যায়।

চলে আসুন আমাদের হোম স্টেতে ,চারখোলে।

দ্বীপ'স হোম স্টে।
একদম চারখোল ভিউ পয়েন্টে আমাদের হোমে স্টে। সেখানেই সানসেট পয়েন্ট ও। গাড়ি থেকে নেমেই এই হোম স্টে। বয়স্কদের জন্য খুব সুবিধা, না কোনো সিঁড়ি ভাঙতে হবে না দু-চার পা হাঁটতে হবে।

চারখোল এর আকর্ষণ -
🔵 দিগন্তজোড়া ১৮০° কাঞ্চনজঙ্ঘা ভিউ।
🔵 চারিদিকে পাইন , ওক এর ঘন জঙ্গল।
🔵ছোট্ট গ্রামটা খুব সুন্দর সুন্দর ফুল ও অর্কিড দিয়ে সাজানো।
🔵এখানে একটা বহু পুরোনো গুম্ফা আছে।
🔵এর পাহাড়ি রাস্তায় চলতে চলতে পাবেন, কাঞ্চনজঙ্ঘার লুকোচুরি খেলা ও অসংখ্য অচেনা নানান ধরণের পাখি। যা ফটোগ্রাফারদের দের আদর্শ।
কিভাবে যে এখানে এসে আপনার ২/৩ দিন কেটে যাবে আপনি বুঝতে পারবেন না।

এখান থেকে সময় করে ঘুরে নিতে পারবেন - লাভা, লোলেগাওঁ, রিশপ,কাফেরগাঁও, নোকডারা লেক, সানরাইজ ভিউ পয়েন্ট, গিটডাবলিং, পানবুদারা ভিউ পয়েন্ট, বুদ্ধা পার্ক, লামাদারা ভিউ পয়েন্ট, সামাথার, কোলাখাম, ছাঙ্গে ফলস, ইচ্ছে গাওঁ, বার্মিয়ক,
কালিম্পং এর সমস্ত ভিউ পয়েন্ট যেমন মর্গান হাউস, দুর্পিন মনাস্ট্রি, রামধুরা ভিউ পয়েন্ট, ক্যাকটাস নার্সারি, ডেলো পার্ক, জলসা বাংলো ভিউ পয়েন্ট ইত্যাদি ঘুরে আসা সম্ভব খুব সহজেই।

🟣কিভাবে পৌঁছে যাবেন?
দূরত্ব - শিলিগুড়ি স্টেশন থেকে ৬৬কিমি।
এনজেপি স্টেশন থেকে ৭২কিমি।
বাগডোগরা এয়ারপোর্ট থেকে ৭৮কিমি।
কালিম্পঙ থেকে ২৭কিমি।

✅এনজেপি থেকে কালিঝোড়া তিস্তা লোও ড্যাম হয়ে, পানবু দাঁড়া ভিউ পয়েন্ট দিয়ে সামথার ফরেস্ট পেরিয়েই পৌছে যাবেন চারখোল। রাস্তা বেশ সুন্দর। বাইক🏍 অথবা স্কুটিতে🛵 সচ্ছন্দে পৌঁছে যাওয়া যায় হোমস্টের দরজায়। সময় লাগে মাত্র ২.৩০ঘন্টার মতো।

💠শিলিগুড়ি ও কালিম্পং থেকে শেয়ার গাড়ির ব্যবস্থা আছে। হোমস্টের নিজস্ব গাড়িতে পিক আপ ও ড্রপের ব্যাবস্থা আছে।
হোমস্টের ঠিক দরজায় গাড়ি ড্রপ ; তাই বয়স্ক ট্রাভেলার্সদের সমস্যা হবে না।

🏡হোমস্টের ট্যারিফ -
জনপ্রতি ১২৫০ টাকা।
🍱ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স ও ডিনার সহ।

🏮বুকিং এর ফোন এবং হোয়াটসঅ্যাপ নম্বর -
+91-9804083671
+91-9123368466

এখানে ছাড়াও আমাদের নিজেদের হোম স্টে আছে -
সিটঙ, তাকদাহ, দাওয়াইপানি, রঙ্গলি রংলিওট, মানজিং গাও ও তন্দ্রাবঙ এ।
দার্জিলিং ও কালিম্পঙ এ আমরা পুরো অফবিট প্যাকেজ ট্যুর করিয়ে থাকি

আসন্ন গরমের ছুটি ও পুজোর ছুটির জন্য বুকিং শুরু হয়ে গেছে।

Address

Kolkata
700006

Telephone

+919804083671

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deep's Homestay - Charkhole posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Tour Guides in Kolkata

Show All