24/02/2022
🗻⛰️OLD SILK ROUTE⛰️🗻 East Sikim
4 Nights 5 Days
🌲🌲প্রথমদিন: Njp থেকে চলে যাবো Sillery Gaon তে । দুপের খাবার খেয়ে একটু বিশ্রাম করে বিকেলে গ্ৰামটাকে ঘুরে দেখে নেবেন, এবং সাথে অবশ্যই রামিটে ভিউ পয়েন্ট দেখতে যাবেন। ,যদি আপনাদের মনে হয় ইচ্ছে গাঁও ট্রেকিং করতে পারেন। রাত্রিবাস Sillery Gaon.
🌲🌲 দ্বিতীয় দিন : সকালে ব্রেকফাস্ট করে চলে যাব মানখিম। রাস্তায় দেখে নেব বিশ্ব বিনায়ক মন্দির, আরিতার লেক, মানখিম ভিউ পয়েন্ট। রাত্রিবাস মানখিম।
🌲🌲তৃতীয় দিন:- ব্রেকফাস্ট করে রংলি তে পারমিট করে চলে যাবো জুলুক । রাস্তায় দেখবো কিউখোলা ফলস, পদমচেন, নিমাচেন। রাত্রিবাস জুলুক।
🌲🌲চতুর্থ দিন: সকালে ব্রেকফাস্ট করে জুলুক থেকে জিগজাগ রোড হয়ে থামবি ভিউ পয়েন্ট, লুংথুন, লক্ষণ চক, গনেক দারা, নাথান ভ্যালি, ওল্ড বাবা মন্দির, জেলেপা পাস ভিউ, আইস পোলো গ্রাউন্ড, টুকলা ভ্যালি, কুপকূপ লেক দেখে চলে আসব রংলি। রাত্রিবাস রিশিখোলা।
🌲🌲পঞ্চম দিন: সকালে ব্রেকফাস্ট করে ওল্ড সিল্ক রুট ভ্রমনের মধুর স্মৃতি ও মনে একরাশ আনন্দ নিয়ে চলে যাবো নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে।
🙏🙏 আমরা যা যা দিচ্ছি 🙏🙏
📢📢📢📢📢📢📢
🌴 Pick, drop, all sightseeing,
🌴 গাড়ি:- sumo / max /bolero
🌴 Homstay তে family wise room
🌴 খাওয়া:-সকালের চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যার চা ও স্ন্যাকস, ডিনার
সকালে :- লুচি , আলুর দম বা চাউমিন, চা ।
দুপুরে :- ভাত, ডাল, সবজি, ডিম কারি ( ১ পিস) , পাঁপড় ।
সন্ধ্যা:- ভেজ পকোড়া , চা ।
রাত্রিবেলা :- ভাত বা রুটি, সবজি, ডাল,চিকেন (৩-৪ পিস) পাঁপড়
আমরা যা যা দেবোনা👇
❎ কোনো পার্কিং চার্জ
❎ কোনো এন্ট্রি ফি
❎ কোনো পারমিট চার্জ
❎ কোনো ব্যাক্তিগত খরচ দিই না।
★হোমস্টে তে থাকা খাওয়া
(প্রথম দিন দুপুরে খাবার থেকে শেষ দিন সকালের ব্রেকফাস্ট পর্যন্ত প্যাকেজ এর মধ্যে)
🚗NJP to NJP 🚗
বিশেষ দ্রষ্টব্য : উপরের প্যাকেজটি একটি স্যাম্পল প্যাকেজ, উপরে উল্লিখিত প্যাকেজের বাইরে আপনার পছন্দ মতো জায়গাতেও (ওল্ড সিল্ক রুটের মধ্যে যে কোনো জায়গায়) করানো যাবে।🙏