26/08/2021
কিছুদিন আগে ট্যুরিজম সংক্রান্ত আমার মনের কথাগুলো একটি গ্রুপে লিখেছিলাম। আমার ভয়ের কোনো কারন নেই; তাই গ্রুপের নামও দিয়ে দিলাম। গ্রুপটি হলো " উইকেন্ড ট্যুর ফ্রম কলকাতা "। সেখানে সম্ভবত কিছু অকালপক্ক ও সবজান্তা পর্যটক এবং কিছু পার্টটাইম ট্যুর অপারেটার মিলে ছোট-বড়ো অনেক কথাই বলেছে। আমার সেক্ষেত্রে কিছু যায়-আসে না। সমস্যাটা হলো আমি যখন তাদের অকালপক্কতার উত্তর দিতে যাই, দেখতে পেলাম আমার কমেন্টের অপশানটাই এডমিনের তরফ থেকে বন্ধ করা আছে। অর্থাৎ আমাকে শুধু শুনতে হবে সবার কথা। উত্তর করতে পারবো না। এখানেই পরিষ্কার বুঝলাম পুরো গ্রুপটাই নিজেদের ধান্দাবাজীর উদ্দেশ্যে তৈরী।
আমার উদ্দেশ্য একটাই, এই মৃতপ্রায় পর্যটন শিল্প। বা এর ওপর নির্ভরশীল মানুষজন। যারা আজ গভীর সংকটের সম্মুখীন। কোনো অজানা ফোঁড়ের দল সেটাকে যেন ধ্বস করে এই মানুষগুলোর শেষ আশাটুকুও নষ্ট করে দিতে না পারে।
আমার লেখাটি ছিল : -
আমার মতে, যে কোনো গ্রুপের সুনির্দিষ্ট কিছু নিয়মাবলী মেনে গ্রুপ পরিচালনা করাই উচিত। আর সেই নিয়মাবলী যেন অবশ্যই ব্যাবসার সার্বিক উন্নতিতে কাজে আসে।
কিন্তু সকল গ্রুপগুলোতেই দেখা যাচ্ছে নির্দিষ্ট নিয়মাবলী থাকলেও তা সকল প্রকৃত ব্যাবসায়ীর জন্য সুখকর হচ্ছে কিনা, সেটা নিয়ে কেউই ভাবিত নয়।
আমাদের এই ব্যাবসার মধ্যে মূলত: তিনটি শ্রেণি আছে। প্রথমত: হোটেল বা গাড়ী ব্যাবসায়ী। যার মধ্যে আমি নিজেও আছি। দ্বিতীয়ত : শুধুমাত্র ট্রাভেল এজেন্ট। সবথেকে বেশি সমস্যার সম্মুখিন এই শ্রেনির আমাদের বন্ধুরা। আর তৃতীয়ত : প্যাকেজ মেকার। এরাও অনেকটাই সাফারার।
এইবারে বলি কে কি ভাবে সমস্যায়। আমরা যারা হোটেল নিয়ে ব্যাবসা করছি, সমস্যা থাকলেও তা তুলনায় অনেক কম। তাই প্রথম শ্রেণির কথা বলছি না। কিন্তু দ্বিতীয় শ্রেণিতে আমাদের যে ট্রাভেল এজেন্ট বন্ধুরা আছে, তাঁদের তো আজ অস্তিত্বের সংকট। কারন এই গ্রুপগুলোতেই দেখছি সবাই হোটেল বা হোমস্টের ফোন নম্বর সরাসরি চাইছে। আর সেখানে হোটেলের মালিকরা সবাই ঝাপিয়ে পড়ছে। রেটের তো বালাই-ই থাকছে না। তাহলে যে শ্রেণির ব্যাবসায়ীরা হোটেলের দুটো রুম বুক করে দিয়ে সংসার চালাতো, তারা কোথায় যাবে? এরপর তৃতীয় শ্রেণি, যারা প্যাকেজ করতেন শুধু। এই হোটেল আর হোমস্টের ফোন নম্বর সরাসরি পাওয়াতে যা হচ্ছে, সেটা হলো প্রতিটা ঘরে ঘরে একজন- দুজন করে নতুন ট্রাভেল এজেন্ট বনে যাচ্ছে। এরা হয়তো অন্য কোনো চাকরি বা ব্যাবসার সাথে সরাসরি যুক্ত। তাই এই টুরিজমের মানুষদের প্রতি এদের কোনো দায়বদ্ধতাও নেই। এ এক ভয়ানক দিকে এগোচ্ছে এই ব্যাবসা।
তাই আমার একান্ত অনুরোধ, আপনারা সবাই সাধ্যমতো ভ্রমণসংক্রান্ত সুপরামর্শ প্রত্যেক ভ্রমণপিপাসুকে দিন। কিন্তু যে সমস্ত শেয়ানা মানুষজন গ্রুপে এসে সরাসরি হোটেল বা গাড়ীর কন্টাক্ট নম্বর চাইছে; তাদের একদমই এন্টারটেইন করবেন না।
সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।