01/02/2024
প্রথম দিন:-গোসাবা, হ্যামিল্টন সাহেবের বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, পাখির জঙ্গল/সরক খালির কিছুটা।
দ্বিতীয় দিন: সজনেখালি, সুধন্যা খালি,পীরখালি গাজীখালী,সুন্দর খালি, বনবিবি ভরানি,
দো-বাকী।
তৃতীয় দিন : ঝড়খালী (বাঘ,কুমীর প্রকল্প,পার্ক,মার্কেট) ।
☆☆☆☆ ভুড়িভোজ ☆☆☆☆
-:প্রথম দিন:-
সকালে : বার্গার/স্যান্ডউইচ , জুস
বোটে উঠেই ডাবের জল
সকালে: লুচি, আলুরদম, মিষ্টি ও ডিম সেদ্ধ।
বেলায় :
দুপুরে: রাইস,ভেজডাল, ভাজা, পটল চিংড়ি /মিক্সস সব্জি, মাছের কালিয়া,চিংড়ির মালাইকারি, চাটনি, পাপড়।
একটা ফল
বিকালে: চা/কফি
সন্ধ্যা: চিকেন পকড়া, কফি/চা।
রাত্রে: ফ্রায়েড রাইস,চিলি চিকেন/, স্যালাড,
-:দ্বিতীয় দিন:-
বেড টী
সকালে: নান, চানামশলা , ডিমসেদ্ধ, চা/কফি।
বেলায়(১১:৩০) : আমুদী ফিশ ফ্রাই,স্যালাড, চা/কফি।
দুপুরে: রাইস,ডাল,আলুভাজা, সবজির তরকারি, ভেটকি কারি,ফিশ কারি, চাটনি ও পাপড়।
একটা ফল
সন্ধ্যা: চাউ/ডিমের ডেভিল।
রাত্রে: বাসন্তী পোলাও/জিরে রাইস, খাসির মাংস, স্যালাড।
-:তৃতীয় দিন:-
বেড টি
সকালে: কচুরি,ছোলার ডাল, ডিম সেদ্ধ।
বেলায় (১১:৩০) : চিংড়ি পকোড়া।
দুপুরে: ভাত,ডাল,আলু ভাজা, সবজি, পমফ্রেট , কাঁকড়ার ঝাল, চাটনি,পাপড়।
প্যাকেজ মধ্যে যা যা পাবেন👇
💚 ডিলাক্স বোট এ জঙ্গল সাফারি
❤ সরকারি গাইড (অ্যালটমেন্ট এর উপরে)
💚 রকমারি আহার।
❤ অভিজ্ঞ ম্যানেজার
💚 জঙ্গল পারমিশন।
💚 মিনারেল ওয়াটার।