The Global Destination

The Global Destination We make every tour adventurous, fun, stress free, exciting, and of course affordable. With many year
(1)

সুন্দরবন ইলিশ উৎসব জুলাই  - 2022÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷।। ইলিশ উৎসবের সাথে সুন্দরবন প্যাকেজ ট্যুর প্রোগ্রাম "ডেস্টিনে...
21/06/2022

সুন্দরবন ইলিশ উৎসব জুলাই - 2022
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

।। ইলিশ উৎসবের সাথে সুন্দরবন প্যাকেজ ট্যুর প্রোগ্রাম "ডেস্টিনেশন ইন্ডিয়া"- র পক্ষ থেকে।।

এই ট্যুর প্যাকেজের সময়সীমা
০২ রাত্রি এবং ০৩ দিন।
(কোলকাতা থেকে কোলকাতা)

শুধুমাত্র প্যাকেজ ভ্যালু নয়, আমরা কি কি পরিসেবা দিচ্ছি সেটা একবার চোখবুলিয়ে দেখুন,
একদম প্রথম দিনঃ
আপনি এবং আপনার ফ্যামিলি আমাদের পূর্বনির্ধারিত পিক-আপ পয়েন্টে চলে আসার পর, সকাল ৭ টায় আমরা গাড়ি করে আপনাদেরকে নিয়ে যাত্রা করবো সোনাখালি জেটিঘাটের দিকে, সেখানেই আমাদের লঞ্চ অথবা বোট রেডি থাকবে। বোটে বা লঞ্চে উঠে প্রথমেই আপনাদের ব্রেকফাস্ট দেওয়া হবে, এরপর লঞ্চ ছেড়ে দেয়া হবে।

☑️প্রথম দিনের ভ্রমণ: সোনাখালি থেকে লঞ্চ ছেড়ে আমরা একে একে গোসাবা, হ্যামিল্টন বাংলো, রবীন্দ্রনাথ টেগোর বাংলো,পাখির জঙ্গল এবং পাখিরালয় দেখার পর প্রথম দিনের জন্য রাত্রি বাস করবো ঐ পাখিরালয়তেই।

☑️দ্বিতীয় দিনের ভ্রমণ:
সকালে সজনেখালি ওয়াচ টাওয়ার এবং সেখান থেকে পারমিশন করে সজনেখালি(W T)ঘুরে দেখে আবার বোটে বা লঞ্চে উঠে এরপর সুধন্যখালি (W T) পীরখালি,গাজিখালি,দোবাঁকি (W T)চোরাগাজীখালি ঘুরে আবার চলে আসবো পাখিরালায়তে, দ্বিতীয় দিনের রাত্রিবাস এর জন্য।

☑️তৃতীয় দিন ভ্রমণ : সকালে লঞ্চ ছেড়ে বঙ্গোপসাগরের মোহনা,পঞ্চমুখানী,ঝড়খালি(টাইগার রেসকিউ সেন্টার - এখানে ৩০/টাকা টিকিট মাত্র)ঘুরে হেরোভাংগা এবং পার্শ্বেমারী তে সাইটসিইং করে এই তিন দিনের ভ্রমণের সমাপ্তি।


👉এ-ই তিনটি দিনে আমাদের খাওয়া দাওয়া নিন্মরুপ।।

❤️প্রথম দিন এর খাওয়া দাওয়া।

শুরুতেই ওয়েলকাম ড্রিঙ্ক,

সকালে:
কচুরি ,আলুর দম, রসগোল্লা, চা,বিস্কুট।
বেলা ১১ টায় আপনাদের জন্য থাকবে, আমুদি মাছ ব্যাসন দিয়ে ফ্রাই এবং নিরামিষভোজি দের এর জন্য থাকবে ভেজপাকোড়া,সাথে চা।


দুপুরে:
বাসমতি রাইস, ঘি, বেগুনি, মাছের মাথা দিয়ে ডাল ,পুঁইশাক দিয়ে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ এর টক, চাটনি এবং পাঁপড়।
বিকেল ৩.০০টা: ফল।

সন্ধ্যায়:
চিকেন পকোড়া, সালাদ এবং কফি।

রাত্রের মেনুতে থাকবে ফ্রায়েড রাইস,মটন কষা,সালাদ, চাটনি, পাঁপড় এবং হজমোলা।

❤️দ্বিতীয় দিনের খাওয়া দাওয়া।

ভোরে রুমে চলে যাবে বেড টি এবং বিস্কুট। সকালে: আলুর পরোটা,আচার, রায়তা এবং ডিম সিদ্ধ।

বেলা ১১ টায় থাকবে, চিংড়ির পাকোড়া এবং নিরামিষভোজি দের জন্য আলু পাকোড়া সাথে চা।

দুপুরে: বাসমতি রাইস, ঘি,আলুভাজা, মুগ ডাল, ইলিশ কচুশাক, বাগদা চিংড়ির মালাইকারি,বেগুন ইলিশ, চাটনি এবং পাঁপড়।

বিকেল ৩.০০টায় ফল।
সন্ধ্যায় থাকবে ব্রেড পাকোড়া, সালাড এবং কফি।

রাত্রের মেনুতে থাকবে গোবিন্দভোগ চালের খিচুড়ি, ডিমের ওমলেট, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা,পাঁপড়।

❤️তৃতীয় দিনের খাওয়া দাওয়া।

ভোর বেলা রুমে পৌঁছে যাবে বেড টি এবং বিস্কুট। সকালে ডালপুরি ,আলু কষা, ডিম সিদ্ধ।

বেলা ১১টায় থাকবে পিঁয়াজ পাকোড়া এবং নিরামিষভোজি দের এর জন্য ডাল পাকোড়া, সাথে চা।

দুপুরে থাকবে ইলিশ বিরিয়ানি, চিকেনকষা(২পিস), সালাদ, হজমোলা। বিকেল ৩.০০টা:- ফল।

আমাদের এই ট্যুর প্যাকেজে কি কি থাকছে একবার দেখে নিন।

০১/যাতায়াতের জন্য কোলকাতা থেকে কোলকাতা গাড়ি
(পূর্বনির্ধারিত পিক-আপ পয়েন্ট থেকে)
০২/ সমস্ত পারমিশন এর খরচ।
০৩/ ফরেস্ট গাইড।
০৪/ লঞ্চ বা বোট সাফারী।
০৫/পছন্দসই Resort
০৬/ সাংস্কৃতিক মনোরঞ্জনের জন্য আঞ্চলিক আদিবাসী নৃত্যানুষ্ঠান এবং বাউল গান।
০৭/ মিনারেল ওয়াটার।
০৯/রসনাতৃপ্তির জন্য বিভিন্ন স্বাদের খাবারদাবার।
০৯/অভিজ্ঞ ট্যুর ম্যানেজার।
১০/সর্বোপরি ডেস্টিনেশন ইন্ডিয়ার আন্তরিক পরিসেবা।

তবে আর কি,,,আজ-ই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার/আপনাদের আসন টি সংরক্ষণ করুন এ-ই অনিন্দ্য সুন্দর ভ্রমণের জন্য।

ডেস্টিনেশন ইন্ডিয়া
📲৮৭৭৭৮৫৬২৯৩
📲৯০৩৮৭০২৩৮২
📲৯৮৩১৫৩৭২২০

06/11/2021

দেড় বছর ধরে আন্তর্জাতিক ভ্রমণে ছিল নিষেধাজ্ঞা। আর তাই প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও ভ্রমণপিপাসুরা মহামারিকালের বিধিনিষেধে বেশির ভাগ সময় কাটিয়েছেন কল্পনায়, স্মৃতিতে অথবা ট্রাভেল ভ্লগ দেখতে দেখতে। অনেকটা দুধের সাধ ঘোলে মেটানোর মতো। অনেক জল্পনাকল্পনার পর ধীরে ধীরে তুলে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞা। তাই আমরাও আবার আগের মতই আপনাদের পরিসেবা দেওয়ার জন্য প্রস্তুত।।

এক্সক্লুসিভ ২০২২
💮💮💮💮💮💮
একের পর এক তিন টি বিদেশ ট্যুর ডেস্টিনেশন ইন্ডিয়ার তরফ থেকে।
ফেব্রুয়ারিতে বাংলাদেশ।
মার্চ মাসে দুবাই।
এবং
এপ্রিল মাসে থাইল্যান্ড।
আপনার বিদেশ যাত্রার স্বপ্নপূরণের এবং জীবনের এক অন্যতর অভিজ্ঞতার জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।।

ডেস্টিনেশন ইন্ডিয়া
৮৭৭৭৮৫৬২৯৩
৯০৩৮৭০২৩৮২
৯৮৩১৫৩৭২২০

06/11/2021

ঘরের পাশেই বিদেশঃ
বাংলাদেশ ভ্রমণ দি গ্লোবাল ডেস্টিনেশন এর সাথে।

এশিয়া মহাদেশের দক্ষিণে একটি সার্বভৌম, স্বাধীন এবং পর্যটক মুখর রাষ্ট্রের নাম বাংলাদেশ। আজকে আমি আলোচনা করবো বাংলাদেশ ভ্রমণ নিয়ে।
ভারতীয় পর্যটকদের বাংলাদেশ ভ্রমণের ক্রমশই আগ্রহ বাড়ছে। অনেকেই ভ্রমণসূচীতে পর্যটনের জায়গা হিসেবে বাংলাদেশকে- ই ইদানীং বেছে নিচ্ছেন।
আবার অনেকেরই পূর্বপুরুষদের ভিটা বাংলাদেশে হওয়ায় ভ্রমণের ঝোঁকটা অনেকটাই বেশি।

বাংলাদেশে রয়েছে অসংখ্য প্রাচীন নিদর্শন ও বিখ্যাত দর্শনীয় স্থান। প্রতিবছর প্রচুর পর্যটক বাংলাদেশে ভ্রমণে আসেন এগুলো দেখার জন্য। বাংলাদেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় অখণ্ড বনভূমি সুন্দরবন! সুন্দরবন এর আয়তন প্রায় ১,৩৯,৫০০ হেক্টর (৩,৪৫,০০০ একর)।
সুজলা সুফলা নদীমাতৃক এই সুন্দর বাংলাদেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান বা পর্যটন কেন্দ্র। বিভিন্ন ভাবে ভ্রমণসূচী সাজিয়ে আপনিও বাংলাদেশ ভ্রমণ করতে পারেন।
আমি বিভিন্ন দর্শনীয় স্থান বা পর্যটন কেন্দ্র থেকে বাছাই করে আপনাদের সামনে ১১ দিনের সেরা একটি ভ্রমণ পরিকল্পনা তুলে ধরলাম।
আগামী ডিসেম্বর মাস থেকে আমরাও আমাদের Guest দের Bangladesh ভ্রমণের পরিসেবা দিতে শুরু করছি।
আশাকরি আপনাদের পছন্দসই হবে এই ভ্রমণ সংক্রান্ত পরিকল্পনা টি।

প্রথম দিন
০৩/০২/২০২২
কোলকাতা থেকে ঢাকা ভায়া পেট্রাপোল - বেনাপোল।

কলকাতা থেকে সকাল ৬ টায় যাত্রা শুরু করে হরিদাসপুর হয়ে, বেনাপোল সীমান্ত পার করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা। মাঝে মধ্যাহ্ন ভোজনের একটি বিরতি। ঢাকা শহরে যাওয়ার আগে নয়নাভিরাম পদ্মার পার দেখা এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধ দর্শন।
রাত্রিযাপন এবং ডিনার ঢাকা শহরের একটি শীততাপ নিয়ন্ত্রিত অভিজাত হোটেলে।

দ্বিতীয় দিন
০৪/০২/২০২২
ঢাকা।

প্রাতরাশের পরেই ঢাকা শহরের বিভিন্ন দর্শনীয় স্থান দেখা। যেমন,
রামকৃষ্ণ মিশন মন্দির।
ঢাকেশ্বরী মন্দির।
রমনা কালী বাড়ি।
জাতীয় কবি নজরুল ইসলামের সমাধি(ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ চত্বরে)।
শহিদ মিনার এবং কাজ'ন হল(ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে)।
সংসদ ভবন।
বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি।
লাল বাগের কেল্লা এবং আরও অনেক দর্শনীয় স্থান।
মধ্যাহ্ন ভোজনের পর ঢাকা মার্কেট এ ব্যাক্তিগত কেনাকাটা।
রাত্রিযাপন এবং ডিনার ঢাকা শহরের একটি শীততাপ নিয়ন্ত্রিত অভিজাত হোটেলে।

তৃতীয় দিন
০৫/০২/২০২২
ঢাকা থেকে চট্টগ্রাম।

প্রাতরাশের পরেই ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা। ঢাকার পরেই বাংলাদেশের বৃহত্তম এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ নগরী হিসেবে চট্টগ্রামকে ধরা হয়। এই নগরীকে বাংলাদেশের বানিজ্যিক রাজধানীও বলা হয়ে থাকে। চট্টগ্রাম বাংলাদেশের ট্যুরিজম সেক্টরে অবদানও কম নয়। পাহাড়, নদী, সৈকত, লেক, খাবার সব কিছু মিলে চট্টগ্রাম অনেক ট্যুরিস্টের কাছেই একটি আকর্ষণীয় জায়গা। প্রতি বছর অনেক ট্যুরিস্ট আসে চট্টগ্রামে। যাত্রাপথেই আমরা দেখে নেবো নারায়ণগঞ্জের সোনারগাঁও এর পানাম ভিলেজ এবং বারদী তে লোকনাথ বাবার মন্দির দেখা।নারায়ণগঞ্জ জেলা থেকে ৩৪ কিলোমিটার দূরে সোনারগাঁ উপজেলার বারদি বাজারের পশ্চিম-উত্তর কোণে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম (Sri Sri Loknath Bramhachari Ashram) বা বারদী লোকনাথ আশ্রম অবস্থিত। এছাড়াও কুমিল্লা তে ময়নামতি লালমাই পাহাড় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত সৈনিক দের সমাধিস্থল। চট্টগ্রামের সীতাকুন্ডু রামঠাকুরের আশ্রম। নৈশভোজ এবং রাত্রিযাপন চট্টগ্রামে শহরের শীততাপ নিয়ন্ত্রিত অভিজাত একটি হোটেলে।

চতুর্থ দিন
০৬/০২/২০২২
চট্টগ্রাম থেকে কক্সবাজার।

প্রাতরাশের পরেই চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা। যাওয়ার সময় চট্টগ্রামের চট্টেশ্বরী মন্দির,এবং আরও দেখে নেওয়া হবে, রামুপল্লী, ভুবন শান্তি(১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি)। মাঝে মধ্যাহ্ন ভোজনের বিরতি। নৈশভোজ এবং রাত্রিযাপন কক্সবাজার শহরের একটি শীততাপ নিয়ন্ত্রিত অভিজাত হোটেলে।

পঞ্চম দিন
০৭/০২/২০২২
কক্সবাজার।

প্রাতরাশের পরেই কক্সবাজারের থেকে বিখ্যাত ১২০ কিলোমিটার দীঘ' সমুদ্রসৈকত এ ঘোরাফেরা এবং মধ্যাহ্ন ভোজনের পর একেএকে বৌদ্ধমন্দির, কালীমন্দির, কক্সবাজারের বার্মিজ মার্কেট দেখা। মাঝে মধ্যাহ্ন ভোজনের বিরতি। বিকালে ইমামিতে সুন্দর সুর্যাস্ত দেখে,কক্সবাজার শহরের একটি শীততাপ নিয়ন্ত্রিত অভিজাত হোটেলে ডিনার এবং রাত্রিযাপন।

ষষ্ঠ দিন
০৮/০২/২০২২
কক্সবাজার - সেন্টমার্টিন - কক্সবাজার।

প্রাতরাশের পরেই কক্সবাজারের থেকে সেন্টমার্টিন। কক্সবাজার থেকে প্রথমে গাড়িতেই টেকনাফ, টেকনাফ থেকে জাহাজ চড়ে পৌঁছাবেন সেন্টমার্টিনে।এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। কক্সবাজার জেলা শহর থেকে ১২০কিলোমিটার দূরে সাগর বক্ষের একটি ক্ষুদ্র দ্বীপ সেন্টমার্টিন। সমস্ত দিন সেন্টমার্টিনে কাটানোর মাঝে মধ্যাহ্ন ভোজনের বিরতি।
সন্ধ্যায় আবার কক্সবাজার ফিরে আসা এবং কক্সবাজার শহরের একটি শীততাপ নিয়ন্ত্রিত অভিজাত হোটেলে ডিনার এবং রাত্রিযাপন।

সপ্তম দিন
০৯/০২/২০২২
কক্সবাজার থেকে ঢাকা।

প্রাতরাশের পরেই কক্সবাজার
থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা।
মাঝে মধ্যাহ্ন ভোজনের একটি বিরতি এবং তারপর ঢাকা তে পৌঁছে, শহরের একটি শীততাপ নিয়ন্ত্রিত অভিজাত হোটেলে ডিনার এবং রাত্রিযাপন।

অষ্টম দিন
১০/০২/২০২২
ঢাকা থেকে যশোর ভায়া কুস্টিয়া।

প্রাতরাশের পরেই ঢাকার থেকে কুস্টিয়া হয়ে যশোর উদ্দেশ্যে রওনা। যাত্রাপথে আবারও নতুনভাবে নয়নাভিরাম পদ্মার নদী দেখা এবং যদি আগের বার দেখা না হয়ে থাকে তবে, সাভারে জাতীয় স্মৃতিসৌধ দর্শন।যাত্রাপথে আরও দেখে নেওয়া শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি এবং বিখ্যাত লালন ফকিরের মাজার মাঝে মধ্যাহ্ন ভোজনের একটি বিরতি।
যশোরে পৌঁছে, শহরের একটি শীততাপ নিয়ন্ত্রিত অভিজাত হোটেলে ডিনার এবং রাত্রিযাপন।

নবম দিন
১১/০২/২০২২
যশোর।

প্রাতরাশের পরেই যশোরে মাইকেল মধুসূদন দত্তের পৈত্রিক ভিটা কেশবপুরের সাগরদাঁড়ি ভ্রমণ। এর
মাঝে মধ্যাহ্ন ভোজনের একটি বিরতি।
এর পর আবার যশোরের দিকে যাত্রা, এবং যশোরে পৌঁছে, শহরের একটি শীততাপ নিয়ন্ত্রিত অভিজাত হোটেলে ডিনার এবং রাত্রিযাপন।

দশম দিন
১২/০২/২০২২
যশোর থেকে কোলকাতা ভায়া বেনাপোল - পেট্রাপোল।

প্রাতরাশের পর যাত্রাপথে কোন দর্শনীয় স্থান বাকি থাকলে দেখা কেনাকাটা এবং মধ্যাহ্ন ভোজের পর কোলকাতার উদ্দেশ্যে রওনা এবং একটি সুন্দর স্মৃতি নিয়ে এই আনন্দঘন ভ্রমণের সমাপ্তি।

The Global Destination সাথে আগামী ডিসেম্বর মাসে এবং জানুয়ারী মাসে এই সুন্দর ভ্রমণ টি আপনারা করতে পারেন। ভ্রমণ পরিকল্পনা এক ই রকম থাকবে। শুধু প্রতিদিন পরিবর্তন হবে রসনা তৃপ্তির আয়োজনে।

আপনাদের রসনা তৃপ্তির জন্য হরেক রকমের সু-স্বাদু খাবারের আয়োজন আমরা বিভিন্ন দিনে রেখেছি। যেমন, চাঁদপুর এর ইলিশ, রুপচাঁদা মাছের পদ থেকে শুরু করে, যশোরের বিখ্যাত তেল কই।
ঢাকার কাচ্চি বিরিয়ানি, ফিরনি থেকে শুরু করে মাটন এবং চিকেনের বিভিন্ন পদ আর কক্সবাজারের শুঁটকি।
সাথে আরও থাকবে নাটোরের কাঁচাগোল্লা, বাংলাদেশি পিঠা, কুমিল্লার রসমালাই সহ নানা ধরনের বিখ্যাত খাবার।
আপনি বাংলাদেশে ভ্রমণে আসলে এ সব খাবার না খেয়ে যেতে ইচ্ছে করবে না।

সমগ্র বাংলাদেশের ভ্রমণের জন্য অভিজ্ঞতা সম্পন্ন গাইড সহ ... লাক্সারি এসি মাইক্রো ট্যুরিস্ট বাস সার্ভিস পরিসেবা থাকবে।

যদি আমাদের এই সুন্দর ভ্রমণের সাথী হতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করুন।

দেবজ্যোতি
ডেস্টিনেশন ইন্ডিয়া
অফিসের ঠিকানা
চিনার পার্ক নিউটাউন
কোলকাতা ৭০০১৩৬

মুঠোফোন নম্বর
৮৭৭৭৮৫৬২৯৩
৯০৩৮৭০২৩৮২
৯৮৩১৫৩৭২২০

করোনা মহামারির মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি ফের চালু হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীচলাচল। তবে সীমান্ত পেরোতে গেলে দুদেশের নাগরিকদেরই মানতে হবে নতুন কিছু শর্ত। এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে দু’দেশের অভিবাসন দফতর। সহমতির ভিত্তিতে জারি হয়েছে এই নির্দেশিকা।

১.পয়লা জুলাই বা তার পর বাংলাদেশি দূতাবাস থেকে জারি করা ভিসা

২. করোনা পরীক্ষার রিপোর্ট, যা ৭২ ঘণ্টার কম পুরনো। রিপোর্ট নেগেটিভ হওয়া বাধ্যতামূলক।

৩. বৈধ ভারতীয় পাসপোর্ট

৪. ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতিপত্র।

06/11/2021

।। থাইল্যান্ড ভ্রমণ ডেস্টিনেশন ইন্ডিয়ার সাথে ।।

থাইল্যান্ড (Thailand) দেশটি পর্যটকদের প্রচুর আকর্ষণ করার একটি অন্যতম কারণ হল, খুব কম খরচেই আপনি থাইল্যান্ড থেকে ঘুরে আসতে পারেন। সমুদ্র-সৈকত, নয়নাভিরাম পাহাড়ের সৌন্দর্য, গাছ-গাছালিসহ প্রাণী জগতের ছোঁয়ার সাথে পেয়ে যাবেন অত্যাধুনিক শহর। পুরো থাইল্যান্ড জুড়েই দর্শনীয় স্থানের কোনও অভাব নেই আর তার সাথে রয়েছে দেশি-বিদেশি নানা রকমের ও নানান ধরনের খাবার রেস্টুরেন্ট। এছাড়া এখানকার ব্যাংকক শহরের স্ট্রিট ফুড বিখ্যাত। চিংড়ি, চিকেন, হাঁস, বিফসহ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের সমাহার থাকে এখানকার বিভিন্ন রেস্তোরাঁয়।
বিদেশ ভ্রমণের এই পর্বে আমরা অতিপরিচিত থাইল্যান্ড ভ্রমণ নিয়ে আলোচনা করব। বর্তমানে ৪৬ টি দেশের জন্য কোয়ারেন্টাইন-মুক্ত ভ্রমণ চালু করলো থাইল্যান্ড।
বিশ্বের কম ঝুঁকিপূর্ণ ৪৬ দেশের টিকার ডোজ সম্পূর্ণকারী পর্যটকরা এবার কোয়ারেন্টাইন ছাড়াই থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওঁচা। তিনি বলেছেন, আকাশপথে দেশটিতে প্রবেশের পর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে কোনও পর্যটককে কোয়ারেন্টাইন পালন করতে হবে না। নতুন এই নিয়ম ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।
বিদেশ ভ্রমণ ক্ষেত্রে খরচ নির্ভর করে প্রধান একটি জিনিসের ওপর। যেমন,
ফ্লাইটের টিকিট:
আপনি ধরুন ভাবলেন আগামী মাসে বিদেশ ভ্রমণে যাবেন আর আজ ফ্লাইটের টিকিট কাটবেন এভাবে করলে ফ্লাইটের টিকিটের খরচ বেশি পড়বে। সুতরাং যাওয়ার পরিকল্পনা থাকলে ফ্লাইটের টিকিট টা বেশ কিছুদিন আগেই কেটে ফেলতে হবে।

আমি এখানে আমার বহুদিনের অভিজ্ঞতা থেকে Thailand ভ্রমণের ট্যুর প্লান suggest করলাম।।

BANGKOK, PATTAYA & PHUKET, KRABI DELUXE TOUR PACKAGE
(08 DAYS/ 07 NIGHTS) WITH DESTINATION INDIA.

All ROOMS: AC DBR TRANSPORTATION TYPE AC
02 NIGHT PATTAYA
02 NIGHTS BANGKOK
02 NIGHT PHUKET
01 NIGHT KRABI

DAY 01:
BANGKOK - PATTAYA
(BY COACH 2 HRS) ARRIVAL
Arrive Bangkok, After Clearing The Immigration, Met By Our Local Representative And Transferred To Pattaya En-Route Visit Sri Racha Tiger Zoo Including Breakfast, Next Transfer To The Hotel At Pattaya. In The Evening, Head For The Alcazar Show. Stay Overnight At The Hotel In Pattaya.
(Meal Plan Breakfast, Lunch, Dinner)

DAY 02:
PATTAYA
After Breakfast Proceed For Coral Island Tour – Enjoy Watching Corals And Marine Life From Glass Bottom Boats In Crystalline Blue Waters Start Of Tour With Speed Boat Ride To A Paragliding Platform (Paragliding At Own Cost) You May Try Scuba Diving (At Own Cost)Scuba Diving Absolutely Safe Even For Non Swimmers. Enjoy Many Water Sports At The Coral Island (At Own Cost) Next Return To Pattaya For Indian Lunch At The Restaurant After Lunch Return Back To Hotel And Rest Of The Time Free At Leisure. Overnight At Hotel In Pattaya.
(Meal Plan Breakfast, Lunch, Dinner)

DAY 03:
PATTAYA-BANGKOK (BY COACH 2.5 HRS)
After Breakfast Check Out From The Hotel And Transfer To Bangkok En-Route The World Famous Gems & Jewellery Shop. On Arrival In Bangkok Hotel And Proceed To Half Day City Tour Of Bangkok This Is One Of The Most Popular Tours, And It Gives Guests A Rich Insight Into Buddhism, Architecture And The Hustle And Bustle Of Bangkok. Three Of The Capital’s Most Stunning Temples Are Visited Including Wattrimit (The Temple Of Solid Golden Buddha Weight 5.5 Tons).This Temple Houses An Ancient Solid Gold Seated Buddha Image Of The Sukhothai Period, Three Meters In Height And Weighing 5.5 Tons. Wat Pho (The Temple Of The Reclining Buddha) This Large And Extensive Temple Neighbours The Grand Palace And Contains A Gigantic Gold Plated Reclining Buddha. The Temple Is Also Regarded As The First Center Of Thai Massage Education. Watbenchamabopit (The Marble Temple).This Unique Marble Temple Was Constructed During The Reign Of King Rama V. It Employs European Ecclesiastic Detail, Such As Stained Glass Windows And Contains A Superb Cloister Collection Of Bronze Buddha Images , Later Return Back To The Hotel Rest Of The Day Free At Leisure. Overnight At The Hotel In Bangkok
(Meal Plan Breakfast, Lunch, Dinner)

DAY 04:
BANGKOK
After Enjoying Breakfast At The Hotel, Head For Safari World And Marine Park Tour. Enjoy A Delicious Indian Lunch Served At The Safari World. Visit The Open Zoo Where The Wild Animals Roam Free. Late In The Afternoon, Transfer Back To The Hotel. Spend Your Evening For Shopping And Self-Exploration. Stay Overnight At The Hotel Bangkok.
(Meal Plan Breakfast, Lunch, Dinner)

DAY 05:
BANGKOK- PHUKET (BY FLIGHT)
After Breakfast Check Out From The Hotel And Transfer To DMK Airport To Board Flight To Phuket. On Arrival In Phuket, Take A Seat In Coach Transfer To The Hotel & Enjoy Phuket City Tour In Evening.. Overnight At Hotel In Phuket.
(Meal Plan Breakfast, Lunch, Dinner)

DAY 06:
PHUKET
After Breakfast Proceed To James Bond Island / Phi Phi Island. Overnight Stay At Phuket.(Meal Plan Breakfast, Lunch, Dinner)

DAY 07 :
KRABI
After Breakfast Phuket To Krabi By Road: Same Day Visit Four Island. Overnight Stay At Krabi. (Meal Plan Breakfast, Lunch, Diner)

DAY 08:
KRABI KOLKATA- VIA BANGKOK (BY FLIGHT )-
Departure After Breakfast Check Out From The Krabi Hotel. And Leave Krabi For Bangkok & From Their Return Flight To India.
(Meal Plan Breakfast, Lunch)

PACKAGE INCLUSION:
02 Nights Stay In Pattaya On Twin Sharing Basis With ABF
02 Night Stay In Bangkok On Twin Sharing Basis With ABF
02 Nights Stay In Phuket On Twin Sharing Basis With ABF
01 Nights Stay In Krabi On Twin Sharing Basis With ABF
En-Route Sri Racha Tiger Zoo Including Breakfast
Alcazar Show
Half Day Coral Island Tour By Speed Boat
Half Day Bangkok City Temple Tour (Golden + Marble Buddha)
Safari World + Marine Park + Buffet Lunch
Phuket City Tour Full Day James Bond Island / Phi Phi Island Tour By Join Longtail Boat With Local Lunch – SIC
08 Lunch + 08Dinner At Indian Restaurant/Packed
08 Breakfast At Respective Hotel Complementary Shopping Drops In Bangkok
02 Bottle Water Per Person Per Day
All The Transfers And Sightseeing In A PVT Coach With English Speaking Guide.

Chao Phraya Dinner Cruise

Hotels At A Glance
PATTAYA:
BEVERLY PLAZA(3 STAR) Or Similar
BANGKOK:
BANGKOK PALACE(3 STAR) Or Similar
PHUKET:
IBIS PATONG(4 STAR) Or Similar
KRABI:
IBIS STYLES(4 STAR) Or Similar

ANY COVID PROTOCOL IMPLEMENTED BY INDIA / THILAND AIRPORT AUTHORITY MAINTAINING THAT ARE SOLE RESPONSIBILITY OF THE GUEST.

Note: Tour Schedule And Timing Can Be Altered During The Tour Course…….. Destination India Is Ready To Give You Better Service With Their Fully Vaccinated Employees.
Destination India Welcomes You To Thailand -
One More Destination That Will Be For Fully Vaccinated (Covishield / Covaxin) Customers Only. Thus,

We Are Pleased To Launch Special Departure To Thailand From The Month Of January 2022

05/11/2021

এক্সক্লুসিভ মার্চ
।।দুবাই ভ্রমণ ডেস্টিনেশন ইন্ডিয়ার সাথে ।।

এক ঝলকে দুবাই দ্রষ্টব্য
=================
মামজার ক্রিক/বীচ (Mamjar crick)
বুর্জ খলিফা (Burj Khalifa)
বুর্জ আল আরব (Burj al arab)
পাম জুমেরা (Palm jumeirah)
দুবাই মারিনা (Dubai marina)
Dubai water fountain Dance
গ্র্যান্ড মসজিদ (Grand mosque)
খোর ফক্কান (Khorfakkan)
দিব্বা (Musandam Dibba)
রাস আল খাইমা (Ras al khaimah)

পর্যটকদের জন্য দুবাই অত্যন্ত আকর্ষণীয় শহর। বিলাসবহুল জীবনযাপন, চোখ ধাঁধানো রঙিন আলোকরশ্মি, আকাশচুম্বী অট্টালিকা, হোটেল, কৃত্রিম দ্বীপপুঞ্জসহ নানা কারণে দুবাই ভ্রমণ- প্রিয়দের পছন্দের শীর্ষে। দুবাই ভ্রমণের দুর্দান্ত মরসুম নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি বা মার্চ মাস।
আজকের আলোচনা এই দুবাই ভ্রমণ কে নিয়েই।
ভারত থেকে বৈধ ভিসার যাত্রীরা যাঁরা সংযুক্ত আরব আমির সরকার অনুমোদিত ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছেন, তাঁদের দুবাই ভ্রমণের অনুমতি দেওয়া হবে। এছাড়াও ভ্রমণের 48 ঘন্টা আগে নেওয়া আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রির্পোটিও থাকতে হবে ভ্রমণকারীর সঙ্গে।
২০২২ সাল নাগাদ দুবাই বিমানবন্দরে এখনকার সময়ের চেয়ে দ্বিগুণ পর্যটক আসবে বলে প্রত্যাশা করছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ। ভ্রমণ বাড়ায় সাথে সাথে আবারও বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হয়ে উঠবে দুবাই বিমানবন্দর।

আমরা যেভাবে Dubai Tour পরিচালনা করি তার একটা Itinerary আপনাদের সাথে শেয়ার করলাম।

প্রথম দিন👉
সকাল 7-55 Am তে Indigo Flight, কোলকাতা থেকে Direct Dubai, পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগে। ওখানকার Local Time সকাল 11টা। Emigration আর Luggage Claim এর জন্যে Terminal Change Mono Rail এ করে যেতে হবে।
Dubai শহরের এর দুটো Part। একটা Bur Dubai আর Deheri Dubai। কিছুটা New Delhi আর Old Delhi র মতো। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরটি শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত।
Hotel এ পৌঁছে Check In,
প্রসংগতঃ Dubai তে মাথা পিছু Non - Refundable Government Tax 24 AED দিতে হয়।
Fresh হয়ে Lunch. এটা Buffet System এ। কোনো Quantity Restriction নেই। Lunch এর
পরে রেস্ট, কারণ আজ প্রথম দিনের Programme শুরু সন্ধে 6 টায়।
সন্ধ্যা 6 টায় যে জায়গাটায় যেতে হবে, তার নাম Dubai Creek বা খাঁড়ি। এটা Natural আবার Man Made ও কিছুটা। Natural খাঁড়িটাকে কেটে প্রায় 14 কিলোমিটার লম্বা করা হয়েছে, Tourism Purpose এ। ঢুকতেই দেওয়া হয় Welcome Drink (চা) আর খেজুর।
একটা আলোকমালায় সুসজ্জিত বোট এ হবে Dinner আর Entertainment, এবং যেটা প্রায় 2 ঘন্টা ঘোরাবে এই 14 Km লম্বা Creek টা তে। Entertainment বলতে একটা Dubai এর Special Dance।
Dubai Creek এ Boat এ ঘোরা, Dinning এবং Dubai Dance Programme দেখে হোটেলে রাত্রিযাপন।

দ্বিতীয় দিন👉
Breakfast করে Dubai City Tour, এর মধ্যে প্রথমেই দেখবো Jumeirah Mosque এরপর Dubai Museum এবং Palm Island, পরবর্তী গন্তব্য Emaar Square, যেখানে রয়েছে বিখ্যাত Dubai Mall ও Burj Khalifa।
প্রথম দ্রষ্টব্য Dubai Mall। আকারে, আয়তনে, বিশালতায় আমাদের 10 টা South Citi কে গিলে খেতে পারে। ঢুকেই সামনে সুন্দর একটা নতুন Upcoming Project এর Model, ডানদিকে দোতলা সমান উচ্চতার বিশাল Aquarium, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান বিপনী, পৃথিবীর সমস্ত নামি দামি ব্রান্ডের মেলা এখানে। এছাড়াও ছোটদের Fun এর জন্যে আছে V R Park,
এইসব দেখে Burj Khalifa র উদ্যেশ্যে রওনা। যেতে হবে Dubai Mall এর মধ্যে দিয়েই। Gate এ পৌঁছে Ticket দেখিয়ে Entry Pass নিয়ে প্রথমেই Security চেক, তারপর শুধুই হেটে চলা Lift অবধি।
Burj Khalifa আজ অবধি পৃথিবীর সবথেকে উঁচু Tower, 164 তলা। 124 তলায় Observation Deck যেখানে Lift এ করে উঠতে লাগে মাত্র 1 মিনিট। সন্ধ্যায় দুবাই শহর সেজে ওঠে আলোর মালায়, নানান রঙে। 124 তলার Observation Deck থেকে দুবাই নগরীকে দেখে Ground Floor এ চলে আসা। জায়গাটা একটা বিশাল Lake. পুরোটাকে বানানো হয়েছে Dancing Fountain। এখানে রঙের কারুকার্য রাখা হয়নি, কারণ সারা Burj Khalifa র গায়ে চলে রঙিন LED আলোর খেলা।
Dinner শেষে রাত্রিযাপন Dubai হোটেলে।

তৃতীয় দিন👉
দ্রষ্টব্য স্থান :Dubai মরুভূমি(Dessert)

দুবাই মরুভূমির জন্যও অনেক বিখ্যাত। এখানে বিভিন্ন দেশ থেকে ও লোকাল যে পর্যটকরা আসে তারা গাড়ি ভাড়া করে মরুভূমিতে ঘুরে বেড়ায়। দুবাইতে এটিকে ‘Desert Safari’ বলা হয়ে থাকে। এই রাইডে আপনি দারুন এক অভিজ্ঞতার সাক্ষি হবেন। যে কোনো মানুষের কাছেই দুবাইয়ে এই রাইড দারুণ উপভোগ্য।
আজ সারা দিনের Tour Dessert Safari। 4 Wheel গাড়ি যাবে 6x6 লেনের মাখন- মসৃন Highway র উপর দিয়ে, এই Highway টা নাক বরাবর চলে গিয়েছে সোজা Sodi Arabia। Highway থেকে নেমে যেখানে মরুভূমির দিকে যেতে হবে, সেখানে 30 মিনিটের বিরতি। তারপর মরুভূমির দিকে যাত্রা। এরপর মরুভূমিতে Camel Ride করে এবং Sunset দেখে গাড়ি নিয়ে এবারের গন্তব্য
Dubai Tourism Program.
প্রথমেই Welcome Drink ও Dates দিয়ে অভ্যর্থনা, পরে Belly Dance, Tanura Dance এবং বারবিকিউ ডিনার।
সবশেষে আবার হোটেল অভিমুখে যাত্রা এবং রাত্রিবাস।

চতুর্থ দিন👉
Breakfast করে Abu Dhabi র উদ্যেশে রওনা।
যে সাতটা Emirates মিলে United Arab Emirates গঠিত হয়েছিল, তার মধ্যে Abu Dhabi প্রধান স্থান অধিকার করে আছে এবং এটাই UAE র Capital Citi।
Dubai থেকে প্রায় দুঘন্টার Journey। প্রথম দ্রষ্টব্য স্থান Ferrari World। এটা একটা Amusement Park। সেখানে রয়েছে ফরমুলা রোসা নামে বিশ্বের সবচেয়ে দ্রুতগামি রোলার কোস্টার। সব বয়সীদের জন্যই সেখানে নানা অ্যাডভেঞ্চার রাইড রয়েছে।
এর পর Abu Dhabi Grand Mosque দেখা। এটা পৃথিবীর 15th Largest Mosque। এখানে প্রবেশ করতে ছেলে ও মেয়েদের Dress Code আছে, তা Strictly Follow করতে হয়। এর পর আবার ফিরে আসা দুবাই হোটেলে এবং রাত্রিবাস।

পঞ্চম দিন👉
আজ Miracle Garden দেখে Dubai শহর কে আমরা বিদায় জানাবো। একটা Garden কে Perfection এর কোন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া যেতে পারে, চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। ফুলে হাত দেওয়া এখানে নিষেধ। Miracle Garden দেখে এয়ারপোর্টে ড্রপ।

A-listers, and experience luxury at its best at the flamboyant city of Dubai with Destination India.

Detailed Day Wise Itinerary

DAY 01
ARRIVAL IN DUBAI
Tour : Dhow Cruise With Dinner

Dubai Is The City Of Wonder, It Is The City Of Shimmer, And It Is Definitely The City Of Everything Extravagant! On Your Arrival At The Dubai International Airport, We Will Transfer You To Your City-Center Hotel. Check Into Your Room And Get Some Rest (Check-In Time : 1400 Hours). Once You've Checked In, You Have The Whole Day At Leisure. In The Evening We Will Proceed For Dhow Cruise With Dinner. Relax Over Dinner And Admire The Illuminated Sights Of Dubai Creek On This 2hour Cruise Aboard An Elegant ‘Dhow’ — A Traditional Arabian Boat. Be Welcomed Onto The Gorgeous Wooden Craft And Savor A Scrumptious Buffet Dinner On Deck Or In The Panoramic Cabin As You Sail Around The Marina. Drink In The Views Of The Surrounding Skyscrapers And Landmarks, All Beautifully Lit Up Against The Night Sky; And Enjoy A Dazzling ‘Tanoura’ Performance Of Whirling-Dervish Style Dance As You Eat, Adding An Extra Touch Of Magic To The Occasion. Overnight Stay At The Hotel.

DAY 02
DUBAI CITY TOUR & BURJ KHALIFA.

Today, After Breakfast Proceed For A City Tour Of Dubai-Walk Through The Square-Shaped AL FAHIDI FORT To Take A Tour Of The 18th Century DUBAI MUSEUM That Still Gracefully Exhibits The History And Culture Of The Region.
Built Entirely Of White Stone In The Medieval Fatimid Tradition, The JUMEIRAH MOSQUE Takes Pride In Its Grand Mix Of Islamic And Modern Architecture, Intricate Artistry And With The Onset Of Dusk, Its Real Beauty Gets Highlighted.
A Symbol Of Modern Dubai, BURJ AL ARAB Is One Stunning Masterpiece Which Has Been Repeatedly Voted The World's Most Luxurious Hotel. This Distinctive Sail-Shaped Magnificent Destination Is Known For Its Finest Services And Facilities. While In The PALM ISLAND, One Gets To Admire The Most Scenic Artificial Island On The Earth Along With Incredible Beaches, Superb Water-Sport Activities, World-Class Accommodations And Dining Options. Catch A Glimpse Of The Atlantis Hotel, The Impressive Focal Point Of PALM JUMEIRAH, A Striking Man-Made Island. This Lavish Marine-Themed Resort Is At The Pinnacle Of Luxury Combining Style With Elegance. The MALL OF EMIRATES Provides The Finest In Dining, Shopping And Entertainment Along With An Amazing Wintry Experience In Ski Dubai, The First Indoor SKI RESORT In The Middle East. In Addition To Incredible Shopping And Dining Options, Dubai Mall Awe-Inspires Visitors With Its AQUARIUM Which Is Famed For Being The Biggest Of Its Kind In The World. Towering At A Height Of 828m,
BURJ KHALIFA, The Tallest Artificial Building In The World, Stands To The Amazement Of Millions With Its Fine Architecture And Superb Design. Enjoy A Visit To The 124th Floor Of Burjkhalifa For A Mind-Blowing View Of The City From Its Highest Point. After Your City Tour, You Can Explore Dubai On Your Own. Overnight Stay At The Hotel.

DAY 03
DESERT SAFARI WITH DINNER

Begin Your Day With A Hearty Breakfast At Your Hotel And Enjoy Your Day. In The Afternoon We Shall Take You For A Desert Safari Experience The Red Dune Desert Safari Is Indubitably A Not-To-Be-Missed Experience That Leaves One Marveling At The Spectacular Sunset Vista Alongside Enjoying Dune Bashing In The Al Lahbab Desert, Camel Rides, Henna Tattooing, Sand Boarding, Falcon Photography, Quad Biking, Entertainment Shows Like Tanura And Belly Dancing. Unlimited Refreshments With Alcohol Are Served To Keep The Ongoing Spirit High. Traditional BBQ Dinner With Vegetarian And Nonvegetarian Delights Complete The Ecstasy. The Dunes Are Explored In A 4X4 Vehicle. After Dinner We Drive Back To The Back To The City. Overnight Stay At The Hotel. (Sh**ha Smoking Facility Is Available At The Camps, Quad Biking And Alcohol Are Available On Prior Request And Surcharge).

DAY 04
FERRARI WORLD WITH ABU DHABI CITY TOUR.

After Breakfast, Proceed For Abu Dhabi City Tour & Take You To Visit The Astounding Ferrari World The World's Only Ferrari-Themed Theme Park. Covering An Area In Excess Of 2 Lakh Sq. M, It Is The Biggest Indoor Theme Park In The World. Experience The Thrills Of 20 Rides And Attractions Suitable For All Levels, Admire Classic Cars In The Museum And More. One Of The Main Attractions Is The Formula Rossa. At Speeds Of Almost 240 Km/Ph, It Is The Fastest Roller Coaster In The World. Go To The Interactive Play Areas For Kids And Discover Family Attractions Such As Junior GT And Bell’ Italia, Where You Can Explore Italy In Miniature In A Small- Scale Ferrari 250 California. Visit The Museum To Look At A Stellar Collection Of Classic Vehicles And The Latest Ferrari Race Cars. After The Visit To Ferrari World, We Take You Back To Your Hotel In Dubai For An Overnight Stay.

DAY 05
DEPARTURE THIS DAY MARKS THE END OF A FABULOUS VACATION TO DUBAI AND ABU DHABI.

Rise To A Charming Morning In Dubai And Indulge In A Mouth-Watering Breakfast At Your Hotel, Check Out From Your Hotel (Check-Out Time Is 1200 Hours). Before You Head To The Airport For Your Return Flight, Our Last Excursion Is A Floral Wonderland Of 50 Million Flowers, The Dubai Miracle Garden, One Of The UAE's Most Original Attractions. This Garden Branded As The World's Largest Natural Flower Garden. It Boasts Hundreds Of Flower-Formed Displays Spread Over 18 Acres (7.3 Hectares), All Of Which Create An Extravaganza Of Color And Scent On The Outskirts Of Dubai. Our Next Excursion Dubai Expo( Optional & Own Cost USD28). After The Excursion We Will Move To The Airport With Happy Memories With Destination India

PACKAGE INCLUSION:
 4 nights Accommodation in Hotel: City Max Hotel, Bur Dubai (3 stars)/similar including Breakfast
 Air Fare Ex-Kolkata
 Dubai Visa
Tours:
 Dubai City Drive (trio) Except Friday
 DesertSafari
 Shopping Visit To Dubai Mall And BurjKhalifa(124Floor)
 DhowCruise
 Abu Dhabi + Ferrari World
 Miracle Garden Meals
 5 Lunch(s)  5 Dinner(s)
 Entry Fees

 PACKAGE EXCLUSION:
ANY SLINGLE SUPPLEMENT COST’ DRINKS – MINERAL / SOFT/ HARD, GUIDE CHARGES, PORTER CHARGES, CAMERA CHARGES, PERSONAL ACTIVITIES LIKE ANY TYPE OF RIDE NOT INCLUDE IN THIS PACKAGE.
EARLY CHECK IN COST USD40 DUBAI EXPO ENTRY FEES USD28

ANY COVID PROTOCOL IMPLEMENTED BY INDIA / DUBAI AIRPORT AUTHORITY MAINTAINING THAT ARE SOLE RESPONSIBILITY OF THE GUEST. Note: Tour Schedule and timing can be altered during the tour course……..

Destination India is ready to give you better service with their fully vaccinated employees.

Address

Chinar Park Rajarhat Newton Road
Kolkata
700136

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+918777856293

Alerts

Be the first to know and let us send you an email when The Global Destination posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Global Destination:

Share

Category