23/08/2023
বাঙালির পায়ের তলায় সরসে, খাদ্য রসিক ও বটে।
কিন্তু সময়ের আজ খুব অভাব, ব্যস্ত জীবনের মাঝে ২-৩ দিন মন চায় কাছে - দূরে সবাইমিলে সবুজ ঘন জঙ্গলে - ঝরণা কিংবা নদীতে নৌকায় গা-ভাসাতে।
তাই তো আমরা প্রতি শুক্র - শনি ও রবিবার আপনাদের নিয়ে স্বল্প খরচায় বেরিয়ে পরতে চাই পশ্চিমবঙ্গের আনাচে - কনাচে কোলকাতা থেকে ৪ - ৬ ঘন্টার পথ হারানোর পথে।
ঝাড়গ্রাম - বেলপাহাড়ি, পুরুলিয়া, বড়ন্তি - মুকুটমনিপুর,জয়রামবাটি - কামারপুকুর - বিষ্ণুপুর, সুন্দরবন, ৩ সতী পিঠ আরো অনেক না চেনা নতুন জায়গায়।
ঝাড়গ্রাম - বেলপাহাড়ি দর্শনিয় স্থান
ঝাড়গ্রাম - চিল্কিগড় রাজবাড়ী, কণকদূর্গা মন্দির, ডুলুং নদী, ঝাড়গ্রাম রাজবাড়ী, সাবিত্রী মন্দির, ট্রাইবেল মিউজিয়াম, শালবনীর জঙ্গল,কৃষ গার্ডেন জু,খেঁয়াব গাঁ।
বেলপাহাড়ি - ঢাঙ্খিকুসুম, ঘাঘরা, গাধরাশিনি পাহাড়, তারাফেণী লেক, খ্যেদারাণী লেক, এ ছাড়াও থাকছে গভীর জঙ্গলে ঘুরে ফিরে দেখার আনন্দ।
হাতি বাড়ি ( ৩ রাত ৪ দিনের জন্য)