Desh Dunia

Desh Dunia Most trusted Travel Support organization!

এবারে পুজার ছুটিতে চলুন যাই বেড়িয়ে আসি দার্জিলিং, কালিম্পং, ময়নাগুড়ি, লাটাগুড়ি আর সিকিম। উপভোগ করুন টাইগার হিলের সূর...
23/06/2023

এবারে পুজার ছুটিতে চলুন যাই বেড়িয়ে আসি দার্জিলিং, কালিম্পং, ময়নাগুড়ি, লাটাগুড়ি আর সিকিম। উপভোগ করুন টাইগার হিলের সূর্যোদয়, জমজমাট ম্যাল আর প্রাণজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য।

তবে আর দেরী কেন? হোটেল বুকিং এবং সাইট সিইং এর জন্য আজই যোগাযোগ করুন দেশদুনিয়ার সংগে।

আমাদের ফোন নাম্বার হলঃ +91- 9748746606 এবং +91- 9433946472

15/06/2023

Discover the Spiritual Essence of Banaras: Where Tradition Meets Tranquility.

Contact Desh Dunia for:
Hotel Booking
Site Seeing with local guide

For details Call:
+91- 9748 746 606
+91- 9433 946 472

কাশ্মীর সঙ্গে বৈষ্ণোব দেবী দর্শন                                                                                        ...
14/06/2023

কাশ্মীর সঙ্গে বৈষ্ণোব দেবী দর্শন

Day 01 - Day 02(29 + 30 OCT): ট্রেনে যাত্রা

Day03, 31 OCT: জম্মু - কাটরা জম্মু পৌঁছে কাটরার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। দূরত্ব প্রায় 50 কিলোমিটার, প্রায় 2 ঘন্টা, কাটরা আসার পরে আমরা হোটেলে পৌঁছা ব। বিকেল বেলা কাটরা সহর পায়ে হেঁটে ঘুরে দেখবো।

Day 04, 01 NOV:
- কাটরা - বৈষ্ণোব দেবী দর্শন করে ফিরে আসা
এই মন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই মন্দিরটি দেখার জন্য আপনি একটি পালকি, ঘোড়া ভাড়া নিতে পারেন বা পায়ে হেঁটে ও যেতে পারেন। কাটরা থেকে বৈষ্ণো দেবী তীর্থযাত্রা প্রায় 14কিলোমিটার। মন্দিরটি দেখার পরে আমরা ওই দিন আবার কাটরা ফিরে আসবো। রাত্রিযাপন হোটেলে।

Day 05, 02 NOV: কাটরা - পাহেলগাম
হোটেল থেকে চেক-আউট করার পরে পাহলগামে এর উদ্দেশ্যে যাত্রা (শেফার্ডসের উপত্যকা) প্রায় 250 কিলোমিটার দূরত্বটি প্রায় 7 থেকে 8 ঘন্টা।পাহলগাম জম্মু ও কাশ্মীর রাজ্যের শেশনাগ হ্রদ এবং লিডার নদী থেকে প্রবাহিত স্রোতের একত্রে অবস্থিত। পাহেলগাম এখন কাশ্মীরের প্রধান অবলম্বন; হোটেলে চেক ইন করে রাত্রিযাপন হোটেলে।

Day 06, 03 NOV : পাহেলগাম
আজ আমরা ব্রেকফস্ট এর পরে পাহেলগাম এর দর্শনীয় স্থান গুলো ঘুরে ঘুরে দেখবো যেমন আরু ভ্যালি, বেতাব ভ্যালি।

Day 07, 04 NOV: পাহেলগাম - শ্রীনগর
আজ আমরা সকাল সকাল যাত্রা শুরু করবো শ্রীনগর এর উদ্দেশ্যে। হোটেলে পৌঁছে ব্রেকফাস্ট সেরে শ্রীনগর এর দর্শনীয় স্থান গুলি দেখবো। ডাললেক, এক ঘন্টা সিকারা রাইড,মোগল গার্ডেন, নিশাত গার্ডে এবং তাঁর স্ত্রী সম্রাট নূরজাহানের জন্য জাহাঙ্গীরের দ্বারা নির্মিত শালিমার গার্ডেন । সমস্ত উদ্যানগুলি পটভূমিতে জবারওয়ান পাহাড় সহ ডাল হ্রদের তীরে অবস্থিত। রাত্রিযাপন হোটেল।

Day 08, 05 NOV: শ্রীনগর - গুলমার্গ - শ্রীনগর
আজ সকালে ব্রেকফাস্ট এর পরে যাত্রা শুরু করবো গুল মার্গ (ফুলের চারণভূমি) 2730 মিটার সমুদ্রতল থেকে উপরে। 60 কিলোমিটারের দূরত্ব প্রায় 2 ঘন্টা। গুলমার্গে বিশ্বের সেরা স্কি গুলির একটি এবং 18 টি ছিদ্রযুক্ত সর্বাধিক গল্ফ কোর্স দেখে নিতে পারেন। আবহাওয়ার অনুমতি দিলে নাঙ্গা পার্বতের দৃশ্যও দেখতে পাবেন, খিলংমার্গ পর্যন্ত পাহাড়ের যাত্রার জন্য রুপয়ে গাড়ি (গন্ডোলা )ও উপভোগ করতে পারেন। সন্ধ্যায় শ্রীনগর ফিরে রাত্রিযাপন হোটেলে।

Day 09, 06 NOV: শ্রীনগর - সোনমার্গ - শ্রীনগর
সকালে ব্রেকফাস্ট এর পরে সোনমার্গের যাত্রা (সোনার ঘাট) প্রায় প্রায় 83 কিলোমিটার দূরত্বটি প্রায় 3 ঘন্টার। আমরা দেখে নেবো জিরো পয়েন্ট, কাশ্মীর লাস্ট ভিলেজ, আরো অনেক কিছু।সোনমার্গ সিঁদ উপত্যকায় অবস্থিত ফুলের সাথে প্রবাহিত এবং পাহাড় দ্বারা বেষ্টিত। উচ্চ উচ্চতা হিমালয়ান হ্রদগুলিতে কিছু আকর্ষণীয় ভ্রমণগুলির জন্য সোনমার্গও বেস্ট। সন্ধ্যায় সোনমার্গ থেকে ফিরে রাতের খাবার খেয়ে রাত্রিযাপন শ্রীনগর হোটেল।

Day 10, 07 NOV: শ্রী নগর অবস্থান

Day 11, 08 NOV: শ্রীনগর - জম্মু
সকালের ব্রেকফাস্ট এর পরে শ্রীনগর থেকে জম্মুর উদ্দেশ্যে যাত্রা শুরু। রাত্রে জম্মু থেকে ট্রেন ধরবো।

Day 13, 10 NOV: কোলকাতা

অর্ন্তভুক্ত:
জম্মু থেকে টেম্পো ট্রাভেলার থাকবে পুরো ট্রিপ এ।
ব্রেক ফাস্ট, ইভিনিং স্নেকস, ডিনার
ডিলাক্স হোটেল
ফ্যামিলি অনুযায়ী রুম
সমস্ত সাইটসিন
বহির্ভূত:
বিভিন্ন স্থানের এন্ট্রি টিকিট
গাইড ও এন্ট্রান্স
গুল মার্গ এ গন্ডোলা টিকিট
সোনমার্গ ট্যুর এ লোকাল গাড়ী
আরু ,বেতাব ভ্যালি ও চন্দন ওয়ারী গাড়ি
শিকারা
মিনি সুইজারল্যান্ড

23,400/- per person with SL Class Tickets
বুকিং এর জন্য যোগাযোগ করুন -
DESH DUNIA TOUR AND TRAVEL ——————————————————————————
Call and Whatsapp:
+91 97487 46606
+91 94339 46472

আমরা কাশ্মীর যাচ্ছি 29 October 2023
30/05/2023

আমরা কাশ্মীর যাচ্ছি 29 October 2023

06/05/2023

আগামী ভ্রমন সূচি
পুজোর সময় দার্জিলিং পুজোর পরে কাশ্মীর
কালী পুজোর পরে পুরী
বিস্তারিত আসছে
প্রয়োজন এ দূরা ভাষ এ আসুন

Address

Champadali More
Kolkata
700124

Alerts

Be the first to know and let us send you an email when Desh Dunia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category