The Traveller

The Traveller Tour Consultancy

সবুজ চা বাগানের দূর সীমানা বরাবর নীল পাহাড়ের ঢেউ। তিরতিরে রংভং নদীর গা ঘেষা দার্জিলিং পাহাড়ের ছোট্ট গ্রাম তাবাকোশি তে  ব...
13/03/2024

সবুজ চা বাগানের দূর সীমানা বরাবর নীল পাহাড়ের ঢেউ। তিরতিরে রংভং নদীর গা ঘেষা দার্জিলিং পাহাড়ের ছোট্ট গ্রাম তাবাকোশি তে বসবে এই বছরে দ্য ট্রাভেলার এর বর্ষাফুর্তি উৎসবের আসর। মেঘলা দিনে ঘন সবুজের মধ্যে হাইকিং বা পাহাড়ি নদীতে জলকেলি অথবা হোম স্টের বারান্দায় বৃষ্টি ভেজা উন্মুক্ত প্রকৃতিকে চোখে রেখে দেদার গল্প আড্ডা, এই সবকিছুর মজা নিতে আমরা কোলকাতা থেকে রওনা দেবো 12/07/24 এবং ফিরে আসবো 16/07/24 এর সকালে। থাকা খাওয়া, স্টেশন ট্রান্সফার, এবং যাতায়াতের স্লিপার ক্লাসের ট্রেন টিকিট এই সবকিছু নিয়ে খরচ পড়বে জনপ্রতি 6100 টাকা। যে কোন রকম তথ্য জানতে অথবা বুকিং এর জন্য যোগাযোগ করতে হবে 7003579018 নম্বরে।

Sustainable Journeys, Timeless Memories.ঘোরাঘুরি করার ব্যাপারটা মানব সভ্যতার বিবর্তনের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে। ...
25/01/2024

Sustainable Journeys, Timeless Memories.

ঘোরাঘুরি করার ব্যাপারটা মানব সভ্যতার বিবর্তনের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে। পরিযায়ী বা জাজাবর জীবন আমাদের জিনে। মানুষ এক স্থান থেকে আরেক স্থানে ছুটে গেছে নির্দষ্ট কিছু প্রয়োজনে, প্রাথমিক প্রয়োজন মিটলে দেখা গেছে এই দেশান্তরে যাওয়াটা তাঁদের জীবনে অন্য অনেক ধরনের ইতিবাচক প্রভাবও ফেলছে। পরে সভ্যতার সাথে সাথে আমাদের জাজাবরী জীবনের শেষ হলেও সেই ইতিবাচক যে ছাপ ভ্রমণের সাথে জড়িয়ে, মানুষ তার নেশায় পড়ল।

আমাদের এই সুমহান ভারতবর্ষের ভূগাঠনিক, সামাজিক, সাংস্কৃতিক বৈচিত্র্য এত্ত বেশি যে একে পৃথিবীর ছোট সংস্করণ বললেও অত্যুক্তি হয় না। উত্তরের শ্বেতশুভ্র হিমালয় থেকে দক্ষিণের সুনীল সাগর জলরাশি, পশ্চিমের শুষ্ক মরুভূমি থেকে পূর্বের নদী মাতৃক অববাহিকা অঞ্চল এই পুরোটা রেঞ্জটা আপনার দেশ। নিজে ঘুরে বেড়ান, ঘুরে বেড়াতে অন্যদের উৎসাহ দিন নইলে মানুষের শিক্ষা, মানুষের জীবন বেশ কিছুটা অসম্পূর্ণ রয়ে যাবে।

সায়ন, মেঘা এবং তাদের বন্ধুরা কিছু ছবি পাঠিয়েছে ভ্রমন কালের কিছু সুন্দর মুহুর্তের। বোঝাই যাচ্ছে হিমালয়ের শীত তাদের পর্যুদ...
18/01/2024

সায়ন, মেঘা এবং তাদের বন্ধুরা কিছু ছবি পাঠিয়েছে ভ্রমন কালের কিছু সুন্দর মুহুর্তের। বোঝাই যাচ্ছে হিমালয়ের শীত তাদের পর্যুদস্ত করে উঠতে পারে নি, বরং উজ্জীবিত করেছে।

Darjeeling and Offbeat with The Traveller

মোলায়েম মখমলি পাহাড়ের মাঝে খাঁজে তিরতির করে বয়ে চলেছে জকু নদী! ছবি আর কতটা জাস্টিফাই করতে পারে, তাও আবার মোবাইল ক্যামেরা...
18/01/2024

মোলায়েম মখমলি পাহাড়ের মাঝে খাঁজে তিরতির করে বয়ে চলেছে জকু নদী! ছবি আর কতটা জাস্টিফাই করতে পারে, তাও আবার মোবাইল ক্যামেরা।

Dzukou Valley trek with The Traveller

The two famous mountain jem are situated in Eastern Indian Himalaya. One is Queen of hill Darjeeling and the other most ...
17/01/2024

The two famous mountain jem are situated in Eastern Indian Himalaya. One is Queen of hill Darjeeling and the other most beautiful one is Gangtok, capital city of Sikkim. The spots are enveloped by picturesque range of Mt. Kanchenjunga, pine forest, monasteries, rhododendrons, lash green valleys, rivers, flora and fauna, where the amazing tour plans are waiting for you.

*★Darjeeling City tour*
Minimum duration - 2 Night / 3 Days
*★Darjeeling Tour with offbeat
Minimum duration - 3 Night / 4 Days
*★ Gangtok City Tour , Minimum duration - 3Night / 4 Days
*★ North Sikkim tour with Gangtok
Minimum duration - 4 Night / 5 Days
*★ Gangtok and Darjeeling Combo tour package
Minimum duration - 5 Night / 6 Days

Pick any option, call us and make your holidays more memorable with The Traveller.... Your ultimate travel partner.

Contact for more information : 7003579018 / 9830304804

Winter in Nagaland!Hornbill Festival with The Traveller
16/01/2024

Winter in Nagaland!
Hornbill Festival with The Traveller

Dzukou Valley Trek, NAGALANDপ্রায় ৮ হাজার ফুট উচ্চতায়, নাগাল্যান্ড আর মনিপুরের  মধ্যবর্তী সীমানায় এই জকু অথবা জুকু ভ্যাল...
16/01/2024

Dzukou Valley Trek, NAGALAND

প্রায় ৮ হাজার ফুট উচ্চতায়, নাগাল্যান্ড আর মনিপুরের মধ্যবর্তী সীমানায় এই জকু অথবা জুকু ভ্যালির অবস্থান। এবং এই ভ্যালি নিয়ে দু রাজ্যের মধ্যে ইষ্যৎ মন কষাকষিও আছে। মানে জকু ভ্যালির দখল দুই রাজ্যের মধ্যে হলেও নাম বেশি জড়াচ্ছে নাগাল্যান্ডের সাথে কিনা তাই। ছবিতে যেটুকু বোঝা যাচ্ছে তার চেয়েও অনেক বেশি এর সৌন্দর্য্য। তবে এই সৌন্দর্য্যকে শরীরে-মনে মেখে নিতে হলে হাঁটা মানে আমাদের অতি প্রিয় শব্দ "ট্রেক" করা ছাড়া গতি নেই। ট্রেক শুরু করার বেশ কয়েকটা পয়েন্ট থাকলেও দুটো জায়গাই নাগাল্যান্ডের মধ্যে বেশি প্রচলিত, ভিস্বেমা আর জাখামা। আমরা মানে 'দ্য ট্রাভেলারে'র দল গেছিলাম ভিস্বেমা হয়ে। ভিস্বেমার ট্রেক পয়েন্ট থেকে জকু ভ্যালির ট্রেকার্স হাট অব্দি ট্রেক করতে মোটামুটি ৩/ সাড়ে ৩ ঘন্টা মতো লাগলেও দল এবং প্রকৃতির খামখেয়ালে এটা ৬ ঘন্টাও লেগে যেতে পারে। ট্রেকের জেনারেল গ্রেডেশানের হিসেবে সহজ বললেও কারোর কারোর কাছে বেশ কঠিন লাগতে পারে।

জকু ভ্যালিতে থাকার ব্যবস্থা বা অব্যবস্থা যাই বলা যাক না কেন আমার কিন্তু দারুন লেগেছে। দুটো পাশাপাশি ট্রেকার্স হাট, মেঝেতে যে যার মতো সার সার হয়ে পড়ে যাও। ধনী - গরীব বা যে কোনো বৈষম্য সব এক মেঝেতে গড়াগড়ি!!❤️ অবশ্য সামান্য দূরে একটা কটেজ মতো আছে বটে তবে নিন্দুকেরা বলে সেটা নাকি হন্টেড!! এছাড়া আছে ডোম টেন্টের ব্যবস্থা। তবে এসব জানার চেয়েও সবচেয়ে যেটা জানা ইম্পর্টেন্ট সেটা হলো ওখানে কোনো কিছুই প্রিবুক করা যায় না, সবকিছুই "ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ" বেসিস। যাইহোক, আমাদের দলে একাধিক বয়স্ক মানুষ (যাদের দুজনের আবার জীবনের প্রথম ট্রেক) থাকায় সময় বেশ একটু বেশি লাগলেও সবাই ভালোভাবে কমপ্লিট করতে পেরেছিলো।

Dzukou Valley Trek with The Traveller

নতুন বছরে দ্য ট্রাভেলার এর আড্ডা ট্রিপ এবার চুপির চর এ। চুপির চর এমনিতেই বিখ্যাত শীতে পাখি দেখার জন্য। সেখানেই এবারের আড...
24/12/2023

নতুন বছরে দ্য ট্রাভেলার এর আড্ডা ট্রিপ এবার চুপির চর এ। চুপির চর এমনিতেই বিখ্যাত শীতে পাখি দেখার জন্য। সেখানেই এবারের আড্ডা ট্রিপ ১ রাত দুই দিনের। যাওয়া ২৪ ফেব্রুয়ারী এবং ফেরা ২৫ ফেব্রুয়ারী। থাকা খাওয়া, নৌকোয় চড়ে পাখি দেখা, স্টেশন ট্রান্সফার এবং লোকাল ট্রেনে যাতায়াত সবকিছু নিয়ে হাওড়া থেকে হাওড়া খরচ পড়বে ১৯৫০ টাকা জনপ্রতি।
আসন সংখ্যা সীমিত তাই দ্রুত আপনার বুকিং সম্পুর্ন করুন। যোগাযোগ 7003579018 / 9830304804 নম্বরে।

হর্নবিল ফেস্টিভ্যাল এবং দুটি কথা।মানুষের একটা বড়ো দোষ হোল সারা পৃথিবীকে ভাতের হাঁড়ি মনে করা এবং একটা চাল টিপেই সমগ্রটা স...
19/12/2023

হর্নবিল ফেস্টিভ্যাল এবং দুটি কথা।

মানুষের একটা বড়ো দোষ হোল সারা পৃথিবীকে ভাতের হাঁড়ি মনে করা এবং একটা চাল টিপেই সমগ্রটা সিদ্ধ কি অসিদ্ধ সে ব্যাপারে দুমদাড়াক্কা মন্তব্য করে দেওয়া। এবার আমার কাজ হচ্ছে নিজেকে মানুষ হিসেবে প্রমান করা তবে দোষ-গুন বাঁচিয়ে।

গতবছরও হর্নবিল ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে গেছিলাম। মনে হয়েছিলো এত বৈচিত্র, এত ঘটনা, এত মানুষ, এত রঙ নিয়ে বোধহয় কূল করতে পারছি না, বুঝি আমার মধ্যে আর ধরছে না। এবারে গিয়ে মনে হলো আরো অথৈ জলে পড়লাম! এবং জলের উপরি ভাগেই হাত পা ছুড়ে ক্লান্ত হলাম। আরো সময় চাই, আরো গভীরতা চাই, বার বার চাই।

পার্থক্য যেটা মনে হল মানুষ অনেক বেশি বেড়েছে, সেটাই স্বাভাবিক। বিশেষ করে বাঙালি। এই জায়গা থেকেই একটু ভয় শুরু হলো। এ বছর ইউটিউবার এবং ভ্লগার প্রচুর দেখলাম। আমার হাতে অ্যাকশন ক্যামেরা দেখে মাঝেমধ্যেই প্রশ্ন আসছিল "কোন চ্যানেল"। আমার আপাতত কোনো চ্যানেল নেই সেটা বিশ্বাস করানোই কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। সব কিছুরই যেমন দুটো দিক থাকে, এই সোশ্যাল মিডিয়ারও সেম ব্যাপার। ভয় শুরু হলো।

গত বছর বোধহয় কপাল ভালো ছিলো, যত নাগা মানুষদের সংস্পর্শে এসেছিলাম সবক'জনই সুন্দর মনের এবং ভদ্র ছিলো। এবার গিয়ে এক একটু সামান্য ধান্দাবাজের সাহচর্যে এলাম। যাইহোক এমনও তো ঠিক নয় যে ধান্দাবাজি করার অধিকার শুধু আমাদেরই থাকবে।

নাগাল্যান্ড উত্তর-পূর্বের এক বর্ণময় রাজ্য। যেমন নিষ্কলুষ আকাশ-বাতাস তেমনই তার মানুষজন, লোকাচার, সংস্কৃতি। রাজ্যটার প্রায় আশি ভাগ মানুষই ব্যাপ্টিস্ট ক্রিশ্চান এবং আধুনিক কেতাদুরস্ত হলেও হাজার বছরের পুরনো নিজস্ব সংস্কৃতি কে দৈনন্দিন ভাবে জীবন্ত রেখে চলেছে এবং প্রচন্ড ভাবে রাখতে চাইছে, তার ফলশ্রুতি হিসেবেই ২০০০ সালে এই "হর্নবিল ফেস্টিভ্যাল" এর সূচনা। এখন এটা সারা ভারত তথা সারা বিশ্বে খ্যাতি লাভ করেছে। প্রচুর বিদেশি দেখছি।
এখন কোথাও কোথাও শুনছি আমাদের পশ্চিমবঙ্গেও তো সংস্কৃতি-লোকাচার-আদিবাসীর অভাব নেই, তবে এখানেও তো এরকম কিছু একটা করা যেতেই পারে। আমি বলছি, না পারে না। না পারার মূল কারনই হলো ওখানকার মূল সমাজটাই চালায় আদিবাসীরা, আর এখানকার সমাজ চালাই আমরা, উড়ে এসে জুড়ে বসা কিছু মানুষ। ওখানে ওদের কথা ওরাই বলছে সোচ্চারে সারা বিশ্বকে, ওদের সমাজ ওদের রাজ্য সব একাকার, এজন্য কোনো অনুগ্রহ বা অনুপ্রেরনার প্রয়োজন নেই, এখানে তো সেই পরিবেশ নেই, তাই ওরকম লেভেলের কিছু করা অসম্ভব।

এখানে কারা আসবেন.... দেখুন আমি কোনো হরিদাস পাল নই যে ঠিক করে দেব কে আসবেন কে নয়। তবে গা বাঁচিয়ে কিছু বলতে চাই। একথায় হলো এই জায়গাটা সেই টিপিক্যাল ট্যুরিস্টদের জন্য আইডিয়াল নয়। যদি বলি আর কোথাও না গিয়ে একটা মেলা তিন দিন সারাদিন ধরে দেখবার জন্য ঠান্ডা চেপে বসে থাকতে হবে, তবে কেমন বোকা বোকা শোনাচ্ছে না!? যদি বলি ওখানকার মিডিওকার রেঞ্জের হোমস্টেগুলোর সব ঘরে অ্যাটাচড টয়লেট বা গিজার এখনো তৈরি হয় নি, আপনার ভাগ্যে যা খুশি পড়তে পারে। শুনে খুব সুবিধে হচ্ছে না হয়তো। এরকমই বেশ কিছু ব্যাপার আছে যা তথাকথিত "ট্যুরিস্ট" ফ্রেন্ডলি নয়। তবে ট্রাভেলার্সদের জন্য কিন্তু স্বর্গরাজ্য। ফোটোগ্রাফার, অ্যাডভেঞ্চারার, যারা নতুন কিছু জানতে - দেখতে - বুঝতে চান, যারা খাবার দাবার নিয়েও অ্যাডঞ্চারমনষ্ক, যারা মানুষের সাথে মিশতে পছন্দ করেন, তারা সবাই সুস্বাগতম। টিপিকাল ট্যুরিস্টদের বলছি, এখানে একটা সুযোগ আছে আপনারও 'ট্রাভেলার' হয়ে ওঠার।

সামনের বছরতো লোক আরো বাড়বে, দুই গুনও হতে পারে। ঠিকঠাক অ্যাকোমোডেট করতে হলে কিগয়েমাতে এখন থেকেই প্ল্যান কষতে হবে। স্থানীয় স্টেক হোল্ডারদের মাথায় আশাকরি বিষয়টা থাকবে।
যাইহোক, এতবড় লেখাতে আমি কোনোভাবেই স্বাচ্ছন্দ নই, সব "হর্নবিল ফেস্টিভ্যাল" মাহাত্ম। তবে অনেক মনের কথাই বাকি রয়ে গেলো। সামনের বছর আবার যাবো সে তো বলাই বাহুল্য।

Hornbill Festival with The Traveller

25/11/2023

দ্য ট্রাভেলার বসন্ত উৎসব ২০২৪ এর আসর এবার বসতে চলেছে বক্সা বাঘবনে। আবিরখেলা, আদিবাসী নাচ - গান ও আড্ডা মুখর দুটো দিন আমরা কাটাবো রাজাভাতখাওয়ার বনবসতিতে। কোলকাতা থেকে যাচ্ছি 23 শে মার্চ এবং কোলকাতায় ফেরা 27 শে মার্চ সকালে। মাঝে দেখে নেবো চিলাপাতার জঙ্গল, কোচবিহার রাজবাড়ি, মদনমোহন মন্দির। থাকা খাওয়া, ঘোরাঘুরি, আদিবাসী নাচ-গান, আবিরখেলা এবং স্লিপার ক্লাসের ট্রেন টিকিট সবকিছু সমেত খরচ জনপ্রতি 6500 টাকা মাত্র। আরও তথ্য জানতে অথবা সিট্ রিজার্ভ করতে যোগাযোগ করুন 7003579018 অথবা 9830304804 নম্বরে।

আলোর উৎসবের শুভেচ্ছা জানাই।
12/11/2023

আলোর উৎসবের শুভেচ্ছা জানাই।

The Traveller এর Soft Adventure Program এ এবারে থাকছে পাহাড়ি হাঁটা পথে বরফ আর কাঞ্চনজঙ্ঘার ধুন্ধুমার কম্বিনেশন। আগামী ফে...
09/11/2023

The Traveller এর Soft Adventure Program এ এবারে থাকছে পাহাড়ি হাঁটা পথে বরফ আর কাঞ্চনজঙ্ঘার ধুন্ধুমার কম্বিনেশন। আগামী ফেব্রুয়ারীর শেষে পশ্চিম সিকিমের বিখ্যাত 'ভার্সে রডোডেনড্রন স্যাংচুয়ারি'র অন্তর্গত হিলে থেকে ভার্সের সাড়ে চার কিলোমিটারের ছোট্ট রোমাঞ্চকর হাইকিং।

Duration: 23/02/24 to 27/02/24, Kolkata to Kolkata.

Rs.6500/- Per Person

Includings :
Train Ticket ( SL), Accommodation, Food, Pick up /drop, Trek Leader, Entry fees.

For detail itinerary please contact on 9830304804 / 7003579018

পাহাড় জঙ্গল জলপ্রপাত তিব্বতি মনাস্ট্রি আর মাইলের পর মাইল খোলা জমিন - আসমান এইসব কিছু নিয়ে ছবির মতোই সুন্দর মেইনপাত ছত্তি...
25/10/2023

পাহাড় জঙ্গল জলপ্রপাত তিব্বতি মনাস্ট্রি আর মাইলের পর মাইল খোলা জমিন - আসমান এইসব কিছু নিয়ে ছবির মতোই সুন্দর মেইনপাত ছত্তিসগড়ের বুকে যেন একখন্ড হিমাচল। ছোট ছুটির পারফেক্ট কম্বিনেশন। যাচ্ছি আগামী জানুয়ারিতে। রায়গড় স্টেশন থেকে ট্যুর শুরু হবে 26 জানুয়ারিতে এবং রায়গড় স্টেশনে ড্রপ 28 জানুয়ারি। থাকা খাওয়া ঘোরাঘুরি সবকিছু নিয়ে 2 রাত / 3 দিনের খরচ মাথাপিছু 7000 টাকা। যোগাযোগ করুন 7003579018 অথবা 9830304804 নম্বরে।

উৎসবের নিশি পোহালো। আনন্দ সুধায় ভরা থাক জীবনের পাত্র খানি। অনেক শুভেচ্ছা আর ভালোবাসা 🙏❤️
25/10/2023

উৎসবের নিশি পোহালো। আনন্দ সুধায় ভরা থাক জীবনের পাত্র খানি। অনেক শুভেচ্ছা আর ভালোবাসা 🙏❤️

আমরা ঘুরে বেড়াই কেন!? সুস্থ শরীরকে ব্যস্ত করে তাও আবা গাঁটের কড়ি খরচ করে বেড়াতে বেরই। এই  5 G'র যুগে এসবের প্রয়োজনীয়তাই ...
27/09/2023

আমরা ঘুরে বেড়াই কেন!? সুস্থ শরীরকে ব্যস্ত করে তাও আবা গাঁটের কড়ি খরচ করে বেড়াতে বেরই। এই 5 G'র যুগে এসবের প্রয়োজনীয়তাই বা কোথায়? কী দরকার বিদেশ বিভুইয়ে গিয়ে নানারকমের ঝুঁকি নেওয়ার?.... এমন আরো কতশত বাস্তবিক প্রশ্ন তৈরি করে ফেলা যায় অথচ ধনী-দরিদ্র নির্বিশেষে প্রায় সবাইকেই দেখি ঘুরে বেড়াতে। কেন এমন অদ্ভুত কান্ড হয় বলুন / বলো তো!!!????

আজ ওয়ার্ল্ড ট্যুরিজম ডে'র দিনে একজন ট্যুর এন্ড ট্রাভেল অপারেটরের মাথায় এমন অবান্তর প্রশ্ন এলো, কোনো মানে হয়!!???

T H E  W O N D E R W O R L D !
18/09/2023

T H E W O N D E R W O R L D !

সুদূরের টান অবিরাম বাজতে থাকে প্রানের মধ্যে। শুধু আমার নয়, সবারই। নিঃশব্দে চলতে থাকে অর্থ এবং ছুটি জমানো। অবচেতনে মুক্তি...
17/09/2023

সুদূরের টান অবিরাম বাজতে থাকে প্রানের মধ্যে। শুধু আমার নয়, সবারই। নিঃশব্দে চলতে থাকে অর্থ এবং ছুটি জমানো। অবচেতনে মুক্তির স্বাদ নিতে মুখিয়ে থাকা কিছু মানুষকে সঙ্গে নিয়ে পাড়ি জামিয়ে ছিলাম উত্তরবঙ্গে দ্য ট্রাভেলার এর বর্ষাফুর্তি উৎসবে । বেঙ্গল ট্যুরিজমের পপুলার মোস্ট হট্ কেক এখন সিটং। কিন্তু আমাদের মতো খেপা খেয়ালের লোক ভিড় বাড়াতে নয় ভিড় এড়াতে সবুজ পাহাড়ে বর্ষার মেঘের রং ঢং দেখবো বলে আসর জমালাম সিটং পাহাড়ের গাঁ ঘেষা যোগিঘাট এ। তারপর আর কি, অবশ্যম্ভাবী কর্তব্য হিসেবে নদীতে স্নান, বৃষ্টিতে ভিজে পাহাড় দেখা, আড্ডার সাথে নিজেকে এক্সপ্লোর করার উদ্দেশ্য পায়ে হেঁটে লেপচা ফলস্ হাইকিং হল। সিটং যারা বেড়াতে গেছেন তারা সিটং এর সাইটসিইং এ লেপচা ফলস্ দেখেছেন। আমাদের ঘন্টা তিনেকের দুর্দান্ত ফিল্ডিং হয়ে গেল যোগিঘাট থেকে পায়ে পায়ে জঙ্গল ঘেটে লেপচা ফলস্ দেখে ফিরে। ফলস্ টি কিন্তু বেশ বড়ো। বর্ষার মরসুম বলে জলের প্রাবল্য অনেকটাই। আসা যাওয়া, হৈ চৈ, ফটো তোলা সব নিয়ে জমজমাট এন্টারটেইনমেন্ট প্যাকেজ। যারা গেলেন তাদের স্মৃতি রোমন্থন আর যাদের এই বারে যাওয়া হল না তাদের জন্য ডিজিটাল এ্যালবাম রইলো ইউটিউবের লিংকে। খুব ছোট ভিডিও। যে কোন সময়ে ঘরে বসেই ঘুরে আসুন বৃষ্টি ভেজা সবুজের রাজ্যে। কেমন লাগলো অবশ্যই জানাবেন 😊

https://youtu.be/q_XQ7uD6S6w

উলটাপানি, মানে উলটো জল!! মেনপাটের দ্রষ্টব্য স্থান গুলির মধ্যে যেটি সর্বোচ্চ বিস্ময়ের সৃষ্টি করে, তা হলো এই উল্টাপানি। এখ...
08/09/2023

উলটাপানি, মানে উলটো জল!!
মেনপাটের দ্রষ্টব্য স্থান গুলির মধ্যে যেটি সর্বোচ্চ বিস্ময়ের সৃষ্টি করে, তা হলো এই উল্টাপানি। এখানে জলের যে ধারাটি দেখা যাচ্ছে তার প্রবাহ উল্টো দিকে মানে মাধ্যাকর্ষণের বিপরীতে। জল ওই নিচ থেকে ওপরের দিকে প্রবহমান!। লাদাখের দিকে শুনেছি একটা ম্যাগনেটিক পয়েন্ট আছে, সেখানেও নাকি গাড়ির স্টার্ট বন্ধ অবস্থায় রাস্তার ঢালু অংশের নিচ থেকে ওপরের দিকে গড়িয়ে যায়। এখানেও তেমনই ব্যবস্থা আরকি। তবে আসলে যেটা হতে পারে বলে ধারনা তা হল ইলিউশান মানে দৃষ্টিবিভ্রম। এখানকার ভুমিরুপটি চোখে যা প্রতিভাত হয় তাতেই হয়তো গড়বড়। যাইহোক ফিজিক্সের কাটাছেঁড়া বাদ রাখলে "কি করে হচ্ছে" ব্যাপারটা বেশ মজাদার এবং বাচ্চা বুড়ো নির্বিশেষে সবার চোখেই যখন "অবাক পৃথিবী" টাইপের একটা দৃষ্টি দেখছি, তখন আরো বেশি মজা লাগছে 😊

Travel with The Traveller

স্বাধীনতা দিবসে কুয়াশা ঘেরা অফবিট মইনপাত মইনপাত ছত্তিসগড়ের ছোট্ট সুন্দরী হিল স্টেশন। ভ্যালি, পাহাড়, জলপ্রপাত  আর উঁচু নি...
08/06/2023

স্বাধীনতা দিবসে কুয়াশা ঘেরা অফবিট মইনপাত

মইনপাত ছত্তিসগড়ের ছোট্ট সুন্দরী হিল স্টেশন। ভ্যালি, পাহাড়, জলপ্রপাত আর উঁচু নিচু ঢেউ খেলানো প্রান্তরে অপরিসীম সৌন্দর্য্যের মইনপাত এখনো রয়েছে লোকচক্ষুর অন্তরালে। মইনপাতের সৌন্দর্য্য এমনই যে তার পরিচয় ছত্তিসগড়ের সিমলা নামে। ১৯৬৩ সালে তিব্বতি রিফিউজিদের পুনর্বাসন হয় এখানে। যার ফলস্বরূপ তিব্বতি মনাস্ট্রি, রেস্তোরাঁ ও বসতি নিয়ে মইনপাতের উপত্যকা জুড়ে রয়েছে এক টুকরো তিব্বত। অপরূপা মইনপাত ঘুরে দেখার সবচেয়ে ভালো সময় বর্ষাকাল। তাই স্বাধীনতা দিবস উপলক্ষে দ্য ট্রাভেলার এর এবারের ভ্রমন পর্ব ছত্তিশগড়ের কুয়াশা ঘেরা মইনপাত। যাচ্ছি ১২ আগস্ট হাওড়া থেকে এবং ফিরছি ১৬ আগস্ট সকালে, হাওড়াতে। ঘুরে দেখবো বিখ্যাত উল্টাপানি ম্যাগনেটিক পয়েন্ট, টাইগার পয়েন্ট, ঘাগি জলপ্রপাত, তিব্বতি মনাস্ট্রি এবং আরও অনেক কিছু। স্লিপার ক্লাসের আসা যাওয়ার ট্রেন টিকিট সমেত থাকা খাওয়া ও ঘোরাঘুরি সবকিছু নিয়ে খরচ পড়ছে 6950 টাকা জনপ্রতি। হোয়াটসঅ্যাপে ট্রিপ সংক্রান্ত সমস্ত তথ্য পেতে এবং সিট রিজার্ভেশনের জন্য যোগাযোগ করুন 7003579018 / 9830304804 নম্বরে।

সাদিয়ার কথা সাদিয়া উত্তর আসামের সুন্দরী এক ছোট্ট শহর। এর অবস্থান এক্কেবারে অরুনাচলের গা ঘেষে। সাদিয়ার ঠিক পাশ দিয়ে বয়ে গ...
06/06/2023

সাদিয়ার কথা

সাদিয়া উত্তর আসামের সুন্দরী এক ছোট্ট শহর। এর অবস্থান এক্কেবারে অরুনাচলের গা ঘেষে। সাদিয়ার ঠিক পাশ দিয়ে বয়ে গেছে লোহিত নদী। লোহিত নদীর জন্ম সুদূর চীন দেশে। সেখানে এর নাম জায়ুল চু। চীনের সীমানা পার করে অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আসামে এসে ব্রহ্মপুত্রের সাথে মিশিয়ে নিয়েছে তার যাত্রাপথকে। তার সুদীর্ঘ যাত্রাপথে অরুনাচল আসামের বর্ডারের কাছাকাছি অঞ্চলে ল্যাটেরাইট মাটির মিশ্রণে জলের রঙ হয়ছে লাল। যে কারনে আসামে প্রবেশ করেই এই নদীর নাম হল লোহিত অর্থাৎ রক্ত। এই লোহিতের পাড়ে সাদিয়া ছিল আসামের চুটিয়া সাম্রাজ্যের রাজধানী। সেই দিক থেকে এর ঐতিহাসিক গুরুত্বও বেশ গভীর। সাদিয়া বিখ্যাত হবার আরও একটি কারন হল ' সতফুল ' নামে একটি বিশেষ ফুল, আমাদের জুঁইফুলের মতোই দেখতে সতফুলের অরিজিন কিন্তু সুদূর তিব্বত। বিখ্যাত হিন্দু তীর্থ পরশুরাম কুন্ড যেতে হয় সাদিয়া হয়ে। পাহাড় নদীর কোল ঘেষা এই শহরে জীবন যাপন বেশ শান্তিময়। প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের গল্পগাঁথা বুকে নিয়ে সাদিয়া তার নিজের মতই রয়েছে অনেকটা লোকচক্ষুর অন্তরালে। আসাম বলতে আমরা শুধুই জানি গৌহাটি, কামাখ্যা আর কাজিরাঙ্গা। এর বাইরে সমগ্র আসাম জুড়ে যে ঐতিহাসিক, প্রাকৃতিক বা আধ্যাত্মিক গুরুত্ব গভীরতা ছড়িয়ে আছে তার খোঁজ খুব কম মানুষের কাছে আছে। বহু উপজাতির মিশ্র বসবাস এখানে। বেশ কিছু থাকার ভালো জায়গাও রয়েছে। যেখানে আঞ্চলিক ফ্লেভার নেওয়া যাবে দুর্দান্তভাবে। উত্তর আসামের ডিব্রুসাইখোয়া, মাগুরি বিল, শিবসাগর এর সাথে জুড়ে নেওয়া যেতে পারে সাদিয়াকেও। আর কয়েকটি দিন হাতে বেশি থাকলে দেখে নেওয়া যাবে পৃথিবীর সবচেয়ে বড়ো নদীদ্বীপ মাজুলি। প্ল্যান হতে পারে অনেক রকম ভাবে নিজেদের ছুটিছাটা আর অবশ্যই বাজেট অনুযায়ী।

Be The Traveller....

O Dear Himalaya… Why are you so amazing, Can I kiss your peak or can I just let your silence speak. ~Santosh Kalwarসুন্দ...
26/04/2023

O Dear Himalaya… Why are you so amazing, Can I kiss your peak or can I just let your silence speak. ~Santosh Kalwar

সুন্দরের রাজ্যে এক অল্প চেনা গ্রাম চারখোল। পাখি আর ফুলের সমবেত মেলা বসে এখানে প্রতি সকালে। কাঞ্চনজঙ্ঘার সিঁথি লাল হলে পাইন বনে হাওয়ার দোসর হয় রঙিন প্রজাপতি। কুয়াশার পর্দা আলগোছে সরিয়ে হেঁটে যদি যাও অচেনা পায়ে চলা পথ, দেখা হতে পারে নিজের সাথে। নিরালায়। একান্ত সে সময় বড়ো মূল্যবান। কে না জানে ভালোবাসার রঙ সবুজ।

ও হ্যাঁ, যে কথা তোমাদের বলবো বলে এত কথার অবতারণা তা হল আমার এক বন্ধু এই সুন্দরী চারখোলে একটি হোম স্টে বানিয়েছেন, যার মার্কেটিং ও বুকিং আমরা মানে দ্য ট্রাভেলার করছি। যদি কালিম্পং এর দিকে অথবা দার্জিলিং এর সাথে কালিম্পং বেড়ানোর প্ল্যান করো একটা বা দুটো দিন এখানে দুর্দান্ত কাটবে। আর আমার যে বন্ধুরা ফোনে আমাকে বলেন যে শহরে তাদের প্রাণ হাঁপিয়ে উঠেছে, কয়েকটা দিনের জন্য পালাতে পারলে খুব ভালো হত, আমার সেইসব বন্ধুদের নিরিবিলি মনোরম পলায়ন ঠিকানা অবশ্যই হতে পারে চারখোল।
আমাদের ফোন নম্বর তো আছেই তোমাদের কাছে। তবু আরও একবার দিয়ে রাখলাম
7003579018 / 9830304804

ফোন করে বেড়ানোর প্ল্যান করতে পারো আর যদি বেড়ানোর গল্প বলতে বা শুনতে চাও তাহলে এয়ারপোর্ট ১ নম্বর গেটের কাছে আমাদের ট্রাভেলার্স কাফের আড্ডায় চলে আসতে পারো বন্ধুরা 😊💖💖💖

13/04/2023

সিল্ক রুটে বেড়াতে যাওয়া এখন আর নতুন কিছু নয় বরং বহুলচর্চিত। এই পথের সৌন্দর্য্য তর্কাতীত। বহু মানুষ সিল্করুট বেড়িয়ে ফিরেছেন ইতিমধ্যে। আবার এখনও যাননি অথচ যাবার প্ল্যানিংয়ে আছেন এমন মানুষও কম নেই। তাই যারা যাননি এবং আরও একবার যাবার ইচ্ছে যারা পোষণ করেন তাদের সবার জন্য সিল্ক রুটে বেড়ানোর প্রোগ্রাম করছে দ্য ট্রাভেলার। বিশদে জানতে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন।
📞 7003579018 / 9830304804
📧 [email protected]

দ্য ট্রাভেলারের এবারের বর্ষাফুর্তি উৎসব হচ্ছে যোগীঘাটে। সিটং এলাকার মধ্যে যোগীঘাট একটা অদ্ভুত সুন্দর জায়গা। নদীটার ওপর এ...
02/04/2023

দ্য ট্রাভেলারের এবারের বর্ষাফুর্তি উৎসব হচ্ছে যোগীঘাটে। সিটং এলাকার মধ্যে যোগীঘাট একটা অদ্ভুত সুন্দর জায়গা। নদীটার ওপর একটা লোহার ব্রিজ, আর কয়েকটা বাড়িঘর ব্যাস আর কিচ্ছু নেই। পাহাড়- জঙ্গলে ঘেরা, পাশ দিয়ে বয়ে চলেছে রিয়াং নদী। আসেপাশে জনবসতি বিশেষ নেই। গত বছর একটা ট্যুর প্রোগ্রামে শুধু স্নান করার জন্য এখানে আসা হয়েছিল, সেবার থাকিনি। তবে দেখা ইস্তক মনে হয়েছে আসতে হবে এখানে, উপভোগ করতে হবে এর মাদকতাময় নির্জনতাকে। এই রিয়াং খোলার পাড়েই থাকব আমরা। জায়গাটায় ছোট ছোট কিছু জঙ্গলের পায়ে হাঁটা রাস্তা আছে, যার মধ্যে একটা রাস্তা যায় লেপচা ফলস নামে একটা দারুন জলপ্রপাতের দিকে, ইচ্ছে আছে সে রাস্তাটা এক্সপ্লোর করার। বর্ষায় পাহাড় - জঙ্গলের সৌন্দর্য অসাধারণ, তাছাড়া নদীতে স্নান, আড্ডা, মজা আর গান-বাজনা তো থাকছেই। আপনারাও থাকুন না, ভালো লাগবে গ্যারান্টি।

Travel with The Traveller

বর্ষাফুর্তি উৎসব ২০২৩The Traveller শুধু ভিজবো বলে একটা ছোট্ট উৎসব " ইদানীং আমরা প্রতি বছরই করে থাকি। ঘটা করে "উৎসব" যখন ...
01/04/2023

বর্ষাফুর্তি উৎসব ২০২৩
The Traveller

শুধু ভিজবো বলে একটা ছোট্ট উৎসব " ইদানীং আমরা প্রতি বছরই করে থাকি। ঘটা করে "উৎসব" যখন বলছি তখন সে ভেজা'য় বিশেষ কায়দাকেতা বা অ্যাডভেঞ্চার নিশ্চই থাকে। আসলে বর্ষায় প্রকৃতি আরো অনেক বেশি সুন্দর হয়ে ওঠে, জঙ্গলে সবুজের আধিক্য আর তার সাথে আকাশে মেঘের যুগলবন্দী... সে রুপ যে না দেখেছে তার পক্ষে কল্পনা করা কঠিন। এবছর জলোকেলির জায়গা হিসেবে বেছে নিয়েছি উত্তরবঙ্গের বিখ্যাত ট্যুরিস্ট স্পট সিটং এর যোগীঘাট কে। একটি পাহাড়ি নদীর একেবারে পাড়ে আমরা থাকবো এবং পায়ে হেঁটে জায়গাটিকে এক্সপ্লোর করবো, যেমন আমরা করে থাকি প্রতি বছর। তাহলে এই বর্ষায় প্রকৃতির গানে যদি করতে চান স্নান, তবে আমাদের সাথে জুটে যান 😊

Journey - 7 th. July
Return - 11 th. July
Perticipation fee - Rs.6100/- perhead.

Includings - Up/Dn train ticket from Kolkata to Njp.(SL), car for pickup/drop, all meals, all accommodation, guide, tour assistance.

Please feel free to call:- 9830304804 / 7003579018

The Dzukou Valley, located on the border of Nagaland and Manipur in northeast India, is renowned for its natural surroun...
02/03/2023

The Dzukou Valley, located on the border of Nagaland and Manipur in northeast India, is renowned for its natural surroundings, seasonal flowers, and diverse flora and fauna. Found at an elevation of aprx. 8000 ft. above sea level, this valley boasts a wide range of flowers with the Dzukou Lily being the most well-known and exclusive to this region. Visitors can wander through the spectacular landscape and admire the cheerful Dzuko lily, which only grows in the Dzukou Valley and blooms at the beginning of the monsoon season. This splendid journey will transport you to the heart of Nagaland, where you'll be treated to some of the most awe-inspiring sights and captivating experiences available.

Activity :-
~ Landscape Photography
~ Trekking & Camping
~ Observing Noth East Cultural Heritage

Trekking Grade :- Easy

Duration :- 3 night 4 days

Package Cost :- Rs.8650/- per pax.

Pickup & Drop :- 24th. June morning at Dimapur railway station and 27th. evening at Dimapur railway station.

For booking and information, please feel free to call / Whatsapp : 9830304804 / 7003579018

লাদাখ - এক সুপ্ত ইচ্ছে আগস্ট অথবা সেপ্টেম্বরে আমাদের দেশের উত্তর দিকে অবস্থিত লাদাখ দেশের আর যেকোন অঞ্চলের থেকে  সম্পুর্...
01/03/2023

লাদাখ - এক সুপ্ত ইচ্ছে
আগস্ট অথবা সেপ্টেম্বরে

আমাদের দেশের উত্তর দিকে অবস্থিত লাদাখ দেশের আর যেকোন অঞ্চলের থেকে সম্পুর্ন আলাদা। সেখানকার ভূমিরূপ, জলবায়ু বা সাংস্কৃতিক আদবকেতা সব দিক থেকেই লাদাখ এক্কেবারে ইউনিক। আর ঠিক এই কারনে আমাদের ভ্রমনপিপাসু মন জীবনে অন্তত একবার হলেও লাদাখ যাওয়ার স্বপ্ন দেখে। নুব্রাতে গিয়ে দুকুঁজো উট বা প্যাগং লেকের পারে রাতদুপুরে নিকষ কালোর অ্যাম্বিয়েন্সে মিল্কিওয়ের অবাক দর্শন আজীবনের সঞ্চয় হয়ে থাকে। কিন্তু দুরত্ব, পরিচিতি এবং খরচসংক্রান্ত কারণে মন চাইলেই শুধুমাত্র নিজেরাই চার পাঁচজন মিলে দে-ছুট হওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক সেই কারণে এবছর দ্য ট্রাভেলার এর বাজেট ফ্রেন্ডলি লাদাখ প্ল্যান হল একটু অন্যভাবে। আগস্ট বা সেপ্টেম্বরের যেকোন দিন আপনি জার্নির প্ল্যান করতে পারেন। আপনারা সর্বসাকুলে পাঁচজন হলেও এই ট্রিপ খুব কম বাজেটে করা সম্ভব। কাশ্মীর হয়ে অথবা সোজাসুজি লেহ্ পৌঁছে, দুভাবেইএই ট্রিপ সম্ভব।
এই বাজেটে ধরা আছে থাকা, খাওয়া ( জলখাবার ও রাতের খাবার), সাইটসিইং এবং পিক-আপ ড্রপের গাড়ি। কোন এন্ট্রি ফি, ক্যামেরা বা গাইড চার্জ, কোন রাইড, প্যাকেজড্ ড্রিংকি ওয়াটার, ব্যক্তিগত খরচ অথবা ট্রেন - ফ্লাইটের খরচ এতে ধরা নেই। যেকোন রকম তথ্য জানতে ফোন বা হোয়াটসঅ্যাপ করুন 7003579018 / 9830304804 এ।

অজানা পৃথিবীর অন্য নাম, জকু ভ্যালি!২৪ জুন - ২৭ জুন, ২০২৩নাগাল্যান্ড ও মনিপুরের সীমান্তে প্রায় ৮ হাজার ফুট উচ্চতায় যে ভুখ...
24/02/2023

অজানা পৃথিবীর অন্য নাম, জকু ভ্যালি!
২৪ জুন - ২৭ জুন, ২০২৩

নাগাল্যান্ড ও মনিপুরের সীমান্তে প্রায় ৮ হাজার ফুট উচ্চতায় যে ভুখন্ডটিকে ঘিরে আজকাল ভ্রমণপিপাসুদের অবসেসন তার নাম জুকোউ বা জকু ভ্যালি। এখানে গেলে আপনার মনে হতেই পারে পৃথিবীর অষ্টম আশ্চর্য্যের মধ্যে গিয়ে পড়েছেন!!
এবারে দ্য ট্রভেলার আবার প্ল্যান করেছে জকু ভ্যালি ট্রেকের। যাচ্ছি জুনের শেষ সপ্তাহে, কারন বছরের এই সময়ে সারা পৃথিবীর মধ্যে একমাত্র এখানেই ফোটে 'জকু লিলি' নামে এক বিশেষ ফুল (Medow Flower)। তাছাড়া 'নাগাল্যান্ড' নিজেই এক ফ্যাসিনেটিং বিষয়।
নাগাল্যান্ড, জকু ভ্যালি এবং জকু লিলির একত্র সমাবেশে এই ট্রিপটা যে বেশ অ্যাডভেঞ্চারাস এবং দারুণ উপভোগ্য হতে চলেছে, সে বিষয়ে ১০০℅ গ্যারান্টি থাকল।

আমাদের প্ল্যান খুব সিম্পল এবং কম্প্যাক্ট। ইন্টারেস্টেড থাকলে অথবা বিশদ তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন, ফোনঃ- 9830304804 / 7003579018

Ex. Dimapur 3 night 4 days
Rs.8650/- per person.

*Includings* :
* All Transfers
* All Meals (day 1 lunch to last day dinner)
* All accommodation (sharing basis)
* Dzukou Valley trek guide
* Dzukou Valley entry fee
* Kohima local Sightseeing
* Tour Leader

*Excludings* :
* Packaged drinking water
* Any entry fee except Dzukou Valley
* Personal porter
* Train or airfare
* Anything not mentioned in includings list

ঋতু বৈচিত্র্যে বর্ষার একটা আলাদা ব্যাপার আছে। পথ চলতে খাদ বরাবর চিকন মেঘের ঝালর, হঠাৎ হঠাৎ বদলে যাওয়া দৃশ্যপটে সবুজের মহ...
13/02/2023

ঋতু বৈচিত্র্যে বর্ষার একটা আলাদা ব্যাপার আছে। পথ চলতে খাদ বরাবর চিকন মেঘের ঝালর, হঠাৎ হঠাৎ বদলে যাওয়া দৃশ্যপটে সবুজের মহার্ঘ্য সব শেড্, পাথুরে দেওয়ালে ঝরনার ভরভরন্ত আলোড়ন ; সবমিলিয়ে বর্ষার মরসুম একটা অন্য ভাইবস্ দেয়। এমনই এক বর্ষণ মুখর দিনে আমরা পৌঁছে গিয়েছিলাম দুকা ভ্যালিতে। লাভা থেকে রাস্তা গেছে মইরুংয়ের জঙ্গল পেড়িয়ে। অসম্ভব ভালো লাগবে যদি জঙ্গল পছন্দ করেন। পথ গেছে দুকা জলপ্রপাতের পাশ দিয়ে। মাঝে মাঝে আচমকা বৃষ্টির হানা। আর বৃষ্টি থেমে গেলেই নিস্তব্ধ চরাচর। কিছু পরে শুরু হয় পাখির ডাক। প্রথমে একটা দুটো তারপর অগুনতি। সাথে থেকে থেকে ঝিঁঝির গিটকিরি। দুকাতে থাকার জায়গা খুব বেশি নেই। হোম স্টের রেলিং ঘেষে দৃষ্টি যায় ওপারের পাহাড়ি ঢাল, খেলনার মতো রঙিন ঘরবাড়ি, সরু পায়ে চলা পথ ঠিক যেন সাজানো ঝুলন। ওপারে আরো দূরে পেডং পাহাড়ে ঝুলছে পেডং ইউনিভার্সিটির বিল্ডিং। রেলিং থেকে নীচের দিকে নেমে গেছে খাড়া পাহাড়ি দেওয়াল, তার গা বেয়ে সন্তর্পনে পা-চলা রাস্তা গেছে দুকার গ্রামবাড়িতে। দূর পাহাড়ে সন্ধ্যা নামে। ক্রমশ আমাদের গা-লাগোয়া ফুল গাছেও আঁধার ঘনায়। পাহাড়ে সন্ধ্যা নামে আক্ষরিক অর্থেই ঝুপ করে। আর বাদলা দিনে তো কথাই নেই। আলোছায়ার জাফরি চোখের নিমেষে অন্ধকারে ডুব দেয়। এমন বর্ষাবিকেলে পাহাড়ি রাস্তাগুলো বেশ আকর্ষনীয়। আশপাশের গাছ ঝোপঝাড় আবছায়ায় রহস্যমান। একটানা ঝিঁঝির ডাক থ্রিলটাকে আরও উসকে দিয়ে যায়। পাশের জঙ্গলে মাঝেমধ্যে পাখিদের ডানা ঝাপটানোর আওয়াজ অথবা একটা তীক্ষ্ণ শিষ কাঁপিয়ে দিতে পারে। মনে হতে পারে হোম স্টের নিরাপদ ব্যালকনিতে বসে গরম চায়ের সাথে আয়েশ করে দূরে পাহাড়ি গ্রামে আলো দেখে বরং ভাবুক হওয়াই ভালো। কিন্তু এই আঁধারে ঝুমরো গাছের আবছা অবয়বে, খাদ থেকে উঠে আসা কুয়াশায় নিজের সাথে তালমিলটা আমার বেশ জবরদস্ত হয়। এই লাক্সারি টা সবার জন্য নয়, যে জানে একমাত্র সে জানে।
এক্কেবারে নতুন এই অফবিট ডেসটিনেশন ডুকায় পর্যটক এখন হাতে গোনা মাত্র। থাকা খাওয়া সাধ্যের মধ্যে। পাহাড়িগ্রাম জঙ্গল পাখি, জলপ্রপাত সব মিলিয়ে দুরন্ত ছুটির ক্যালেন্ডার।হোম স্টের জানালার বাইরে প্রকৃতি দরাজ। ঘুম ভাঙলেই পাহাড়ের সাথে চোখাচোখি।
এর স্বাদ নিতে বারবার আসা যায়। মন চাইলেই হঠাৎ ছুটি।

Duka Vally Trip
The Traveller
★Adventure Trip
★Traditional Trip
★ Offbeat Destination

Information & Booking : 7003579018 / 098303 04804

"বৃষ্টি পড়ে এখানে বারো মাসএখানে মেঘ গাভীর মতো চরে"এখানে সারাবছর বৃষ্টি হয় না বটে। তবে হ্যা, সত্যিই মেঘ গাভীর মতোই চলে ফি...
12/02/2023

"বৃষ্টি পড়ে এখানে বারো মাস
এখানে মেঘ গাভীর মতো চরে"

এখানে সারাবছর বৃষ্টি হয় না বটে। তবে হ্যা, সত্যিই মেঘ গাভীর মতোই চলে ফিরে বেড়ায় দিনরাত। প্রিয়তমার আঁচলের মতো এলোচুল কপাল ছুঁয়ে যায় যখন তখন। উচ্চতা ৫০০০ ফিটের কাছাকাছি। আবহাওয়া বেশ মনোরম। এমন সুন্দর এই মেঘগ্রামটির নাম লামাগাঁও। ঝান্ডির ছয় কিলোমিটার আগে। নিরিবিলি এমনই যে হাওয়ার সঙ্গে গল্প জমানো চলে। পাখিদের সাবেক বসবাস এখানে। পাহাড়ে স্বল্প হাঁটাহাঁটির অভ্যেস থাকলে পায়ে পায়ে হেঁটে ঘুরে আসা যায় ঝান্ডি। দুটো দিন লামাগাঁও তে কাটিয়ে তারপর রওনা দেওয়া যেতেই পারে কোলাখাম বা লাভার দিকে। অথবা কেউ যদি নির্ঝঞ্ঝাট কিছুটা সময় একান্তে কাটাতে চান তাহলেও এই মেঘগ্রাম অসাধারণ। এখানে থাকা খাওয়া বা এখান থেকে অন্য দিকে যাওয়ার প্ল্যানিং - গাড়ির ব্যবস্থা আমরাই করে দেব। বিশদে জানতে হোয়াটসঅ্যাপ করুন।

The Traveller
Your ultimate travel partner
7003579018 / 9830304804

Address

Kolkata
700028

Opening Hours

Tuesday 12am - 8pm
Wednesday 12am - 8pm
Thursday 12am - 8pm
Friday 12am - 8pm
Saturday 12am - 8pm
Sunday 12am - 8pm

Telephone

+917003579018

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Traveller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Traveller:

Videos

Share

Category