Astha Travels

Astha Travels we provide best tour package with budget cost,and guide offbeat destinetion tour in very exticting p
(4)

27/09/2023
Astha Tour's and Holidays এর Moonsoon Trip 11-16 August 2023 শেষ হলো প্রায় ২৮ জনের সদস্যকে নিয়ে।Day 1প্রথম দিন নিউ জলপ...
19/08/2023

Astha Tour's and Holidays এর Moonsoon Trip 11-16 August 2023 শেষ হলো প্রায় ২৮ জনের সদস্যকে নিয়ে।
Day 1
প্রথম দিন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দিয়ে আমরা সেবকের আগে সেরে নিলাম আমাদের ব্রেকফাস্ট। এরপর আমরা তিস্তা ত্রিবেণী পেশক ঘুরে চলে গেলাম আমাদের হোমস্টে বরামাঙ্গুয়া দার্জিলিং ব্লাউজ়ম ইকো ট্যুরিজম হোমস্টে।
এই হোমস্টের প্রধান আকর্ষণ হলো তার সুইমিং পুল যা একেবারে পাহাড়ের কোলে। সুইমিং পুলের ঠান্ডা জল সারাদিনের ক্লান্তি একেবারে মুছে দিলো। লাঞ্চ হেরে সবাই বেরিয়ে পড়ল পাহাড়ি রাস্তার সন্ধ্যা উপভোগ করতে। এরপর চা পকোড়া সহযোগে জমে উঠলো, সন্ধ্যাকালীন আড্ডা। রাত্রে চিলি চিকেন ফ্রাই রাইসের সাথে শেষ হলো সেদিনের ডিনার।
Day 2
আজ আমাদের গন্তব্য চিমনি ভিলেজ যা কার্শিয়াং ডালহিলের কাছাকাছি। সেদিন সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টি নিয়েই শুরু হল আমাদের যাত্রা। কখনো বৃষ্টি বেশি বা কখনো কম সেই ভাবেই আমরা দেখে নিলাম লামা হাটা ইকোপার্ক, গুম্বদারা ভিউ পয়েন্ট , বাগোরা ভিলেজ, ছোট বড় অগণিত ঝর্ণা ও সব শেষে চিমনি ভিলেজের চিমনি পার্ক। চিমনি ভিলেজ ঐতিহাসিক সমৃদ্ধ। এখানে ব্রিটিশ সাম্রাজ্যের আমলে স্থাপিত একটি চিমনি রয়েছে, এটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে চিমনি পার্ক। এটি একটি ছোট্ট ভিউ পয়েন্ট। এর পরেই আমরা চলে এলাম আমাদের হোমস্টে তে। চিমনির মতো এত সুন্দর ছবির মত গ্রাম খুব কমই আছে যেখানে পাহাড়ের প্রতিটা ল্যান্ডস্কেপ মেঘেদের আনাগোনা ভীষণ সুন্দরভাবে উপভোগ করা যায়।
যারা বর্ষায় মনে করেন পাহাড় একদমই ভালো না, সারাদিন শুধু বৃষ্টি বৃষ্টি তাদের বলব একবার বর্ষার সময় রিক্স নিয়ে পাহাড় ঘুরে যান সারাজীবন স্মৃতির মনিকোঠায় অমলিন হয়ে থাকবে।
এরপর সবাই লাঞ্চ করে বেরিয়ে পড়লাম পাহাড়ি রাস্তায় একটু হেঁটে বেড়াবার জন্য। পাহাড়ের সুন্দর ল্যান্ডস্কেপ আর দূরের শিলিগুড়ি শহরের আলোক মালা অসম্ভব সুন্দর উপভোগ করলাম সবাই। শিলিগুড়ি শহর যেন দীপাবলি কলকাতার মতো ঝলমল করছে । সন্ধ্যাটা আরো স্পেশাল হয়ে উঠলো যখন আমাদের গেস্ট দাদা হোমস্টের রান্নাঘরে বানালেন চিকেন কারি ও তাকে অ্যাসিস্ট করলেন আমাদের গেস্টরা ও হোমস্টের দিদিরা। তার হাতে সুপ বানানো সুস্বাদু চিকেন আর রুটি আর স্কোয়াশ এর তরকারি দিয়ে সেদিনের মতো ডিনার সেরে নিলাম। পরের দিন আমাদের গন্তব্য ছিল মিরিকের ছোট্ট গ্রাম তাবাকশি।
Day 3
পরের দিন সকালেই উঠে আমরা হোমস্টের ব্যালকনিতে দেখলাম পাহাড়ের কোলে মেঘেদের আনাগোনা। কখনো মেঘ জানলা দিয়ে ঢুকে পড়ছে ঘরে আবার সরে যাচ্ছে পরিষ্কার হচ্ছে আকাশ দেখা যাচ্ছে পাহাড়। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম কার্শিয়াং এর সবথেকে চর্চিত honted place ভিক্টোরিয়া বয়েজ স্কুল ও চার্চ এর উদ্দেশ্যে। গা ছমছমে সেই ডাওহিলের রাস্তা ধরে এগিয়ে চললাম। ভিক্টোরিয়া বয়েজ স্কুল এখন টুরিস্ট এর জন্য বন্ধ তাই বাইরে থেকে দেখে আমরা চলে এলাম ডাওহিল পার্কে।
সেখানে কিছুক্ষণ সময় কাটালেও বাচ্চাদের আনন্দ ছিল সবথেকে বেশি, কখনো মেঘে ঢেকে যাচ্ছে আবার মেঘ সরে গেলে পরিষ্কার হয়ে যাচ্ছে ,অসম্ভব সুন্দর লেগেছিল পার্ক টি। এরপর হনুমান টক ঈগল ক্রেক ভিউ পয়েন্ট কার্শিয়াং সিটি ঘুম লেপচাজগৎ হয়ে পৌঁছে গেলাম সীমানা ভিউ পয়েন্টে। লেপচা জগতে ঘন পাইনের জঙ্গল এক অসাধারণ অনুভূতি যা অনুভব না করলে ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। এরপর সীমানা ভিউ পয়েন্টে গরম গরম মোমোর স্বাদ আস্বাদন করে গোপালধারা ভিউ পয়েন্ট দেখে পৌঁছে গেলাম আমাদের তাবাকশির হোমস্টে। আজ লাঞ্চ হয়েছিল একটু দেরিতে। হোমস্টেড অসাধারণ আয়োজন যেখানে প্রতিটা গেস্টকে খেতে দেয়া হয়েছিল কাঁসার থালা বাটি ও ক্লাসে সাথে রান্নাও খুব সুন্দর। হোমস্টেটি খুব সুন্দর করে সাজানো গোছানো প্রতিটি কোণই যেন ছবি তোলার উপযুক্ত। গ্লাস হাউস স্টোন হাউস ট্রি হাউজ বাম্বু কটেজ দিয়ে সাজানো। হোমস্টের পাশেই বয়ে যাচ্ছে তাবাকুশির ছোট্ট নদী যা বর্ষা জলে অসম্ভব খরস্রোতা হয়ে উঠেছে। সন্ধ্যেবেলায় গান আন্টি জির হাতের আলুর চপ দিয়ে গেস্টদের নিয়ে সন্ধ্যেবেলার আড্ডা চলল প্রায় রাত্রি নটা অব্দি।।
তারপর চিকেন কষা দিয়ে রাতের ডিনার শেষ হলো। পরেরদিন 15 ই আগস্ট আমাদের ফেরার পালা। এরপর আমাদের গন্তব্য ছিল মিরিক ও dudhia পিকনিক স্পট হয়ে নিউ জলপাইগুড়ি। স্বাধীনতা দিবস উপলক্ষে মিরিক লেক বন্ধ ছিল। দুধিয়া পিকনিক স্পটে কিছুক্ষণ সময় কাটিয়ে রাস্তায় সেরে নিলাম আমাদের লাঞ্চ। এরপরে আমরা চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে।

এই গ্রুপ টুরটা কেমন ছিল তার ছবিগুলোই প্রমাণ। ছোট থেকে বয়স্করা সবাই খুব আনন্দ করেছেন।

Astha Tour's and Holidays
Simika Chatterjee Biswas
Contact 6291199734/9674448856

বাটানগর এর বাসিন্দা শ্রী অরুন মন্ডল দাদা আমাদের প্যাকেজে ওনার ফ্যামিলি নিয়ে ঘুরে এলেন বর্ষার ডুয়ার্স। থাকলেন সুলতানেখো...
05/08/2023

বাটানগর এর বাসিন্দা শ্রী অরুন মন্ডল দাদা আমাদের প্যাকেজে ওনার ফ্যামিলি নিয়ে ঘুরে এলেন বর্ষার ডুয়ার্স। থাকলেন সুলতানেখোলা হোমস্টেতে পাহাড়ের কোলে। জঙ্গল পাহাড় মিলেমিশে দারুন একটা ট্যুর সম্পন্ন করলেন তারা।

বর্ষার ডুয়ার্স কেমন হয় তা সত্যিই নিজের চোখে না দেখলে উপলব্ধি করা যায় না। বর্ষার জলে মূর্তি নদী ভয়ংকর সুন্দর হয়ে ওঠে। তার সাথে সবুজে মোরা জঙ্গল মেঘ রোদের লুকোচুরি খেলা পাহাড়ের হাতছানি সব মিলেমিশে দারুন একটা অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতার সাক্ষী থাকলেন আমাদের গেস্টরা যারা আমাদের বিশ্বাস করে তাদের ভ্রমণ সম্পন্ন করলেন এই বর্ষায়।
শ্রীমান অরুন মন্ডল দাদা কে অশেষ ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখার জন্য 🙏🙏🙏🙏
তাদের পাঠানো ছবি ও রিকমেন্ডেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম।
আপনারাও আপনাদের প্যাকেজের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে।

Simika Chatterjee Biswas
6291199734/9674448856
Budge Budge --kolkata 137

16/07/2023
Astha Tour's and Holidays এর প্যাকেজ এ বাটানগরের প্রসিদ্ধ মিষ্টির দোকানে নিউ কালিকা মিষ্টান্ন ভান্ডারের কর্ণধার তন্ময় ঘ...
12/07/2023

Astha Tour's and Holidays এর প্যাকেজ এ বাটানগরের প্রসিদ্ধ মিষ্টির দোকানে নিউ কালিকা মিষ্টান্ন ভান্ডারের কর্ণধার তন্ময় ঘোষ দাদা মার্চ মাসে ঘুরে এলেন সিল্ক রুট। তিনি তার পরিবার নিয়ে গিয়েছিলেন সিলারিগাঁও, জুলুক ,পাদাম চেন,রিষিখোলা ,বাবা মন্দির ,কুপুক লেক। তাদের পাঠানো কিছু ছবি আপনাদের শেয়ার করে নিলাম ।
এর সাথে উনাদের feedback ও শেয়ার করলাম। ধন্যবাদ আমাদের Astha Tour's and Holidays কে ভরসা করার জন্য।
Astha Tour's and Holidays
Budge Budge --kolkata -700137
Profile · 1.6K followers
Contact us --
6291199734
9674448856

দার্জিলিং তাগদা তিনচুল নামাহাটা রিশপ লাভা ঘুরে এলেন বজবজের কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি স্বাগতা মুখার্জি, তার...
03/07/2023

দার্জিলিং তাগদা তিনচুল নামাহাটা রিশপ লাভা ঘুরে এলেন বজবজের কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি স্বাগতা মুখার্জি, তার পরিবার ও বন্ধুবান্ধব দের নিয়ে প্রায় ১৩ জনের টিম।
অনেক ধন্যবাদ আপনাকে আমাদের ট্রাভেল এজেন্সিকে দায়িত্ব দেয়ার জন্য 🙏🙏🙏🙏
Contact us
Astha Tour's and Holidays
Simika Chatterjee
6291199734/9674448856

 #হেরিটেজ_শহর_কার্শিয়াং🔼 Date---11/8-- journey start16/8-- return  #এবার_August_মাসের_ছোট্ট_ছুটিতে_গ্রুপ  #ট্যুরে_চলুন_...
08/04/2023

#হেরিটেজ_শহর_কার্শিয়াং
🔼 Date---
11/8-- journey start
16/8-- return
#এবার_August_মাসের_ছোট্ট_ছুটিতে_গ্রুপ #ট্যুরে_চলুন_ঘুরে_আসি_কার্শিয়াং।

সবুজ চা বাগানের মাঝে ছোট্ট একটি homestay বা রিসোর্ট।উপভোগ করা প্রকৃতির অনাবিল সৌন্দর্য । সবুজ চা বাগানের উপর মেঘের আনাগোনা দেখতে দেখতে গরম চা এর চুমুক আর সাথে গরম গরম পকড়া। জাস্ট সারা সপ্তাহে এর ক্লান্তি অনায়াসে বিলীন করে দেয়ার জন্য যথেষ্ট।
Day 1 --12/8/23
▶️ যাত্রা শুরু উত্তরবঙ্গ এক্সপ্রেস এ। সকালে সাতটার মধ্যে নেমে পড়বো নিউ জলপাইগুড়ি স্টেশন। এখান থেকে গাড়িতে চলে যাব কার্শিয়াং। দুপুরের লাঞ্চ সেরে সেদিনের মত রেস্ট আর নির্ভেজাল আড্ডা। পায়ে পায়ে দেখে নেব চা বাগান তার আশপাশের জায়গা। পরিচিত হব আমাদের নতুন ও পুরাতন গেস্টদের সাথে।
Day 2 ---13/8/23
🔼 সকালের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়বো কার্শিয়াং এর ভিক্টোরিয়া বয়েজ স্কুল (honted),চা ফ্যাক্টরি, রোহিনী ভিউ পয়েন্ট, ডাওহিল পার্ক , ঈগল ক্রিক ভিউ, নেতাজি মিউজিয়াম ,প্রাকৃতিক ঝর্ণা ও আরো অনেক কিছু। ফিরে আসবো হোমস্টেতে। খাবার খেয়ে নিশ্চিন্তে ঘুম।
Day 3 --14/8/23
🔼 আজ সকালে ব্রেকফাস্ট ছেড়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের এই ট্যুরের সব থেকে আকর্ষণ বেল্টার রিসর্টের উদ্দেশ্যে। এসে লাঞ্চ সেরে নেমে পড়বন একদম সুইমিং পুলের ঠান্ডা নীল জলে। বা রিসটের পিছনের ছোট্ট নদীর জলে নিজের শরীর করে নিতে পারব ঠান্ডা। চারিদিকে চা বাগান ঘেরা পাহাড় তার সাথে নদীর স্রোত মিলেমিশে বেড়ানোর আনন্দ টাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে।
Day 4--15/8/23
🔼 আজকে আমাদের ফেরার পালা। নদী অথবা সুইমিং পুলের নীল জল উপভোগ করে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়বো, আমাদের বাড়ির উদ্দেশ্যে। রাত্রির আটটার দার্জিলিং মেলে ফিরব আমরা কলকাতা, আমাদের প্রিয় শহর। সঙ্গে নিয়ে যাব মন ভালো করা স্মৃতি।

🔼ব্রেকফাস্ট ---- চা ,ব্রেড বাটার অমলেট /ভেজ মোমো/ লুচি পুরি/ ডিম সেদ্ধ
🔼লাঞ্চ ---- গরম ভাত ,ডাল , মাছের/ডিমের কালিয়া, আচার।
🔼ডিনার ----- রুটি অথবা ভাত ,সবজি , চিকেন অথবা ভেজ আইটেম ,আচার।
▶️খরচ---
3 রাত 4 দিন
6200/- 4 sharing room
6600/- 3 sharing room
7000/- double sharing room
*Train tickets extra*
🔼 Package includes --
Food lodge and site seeing + train tickets extra
থাকা-খাওয়া ও দর্শনীয় স্থানগুলি ভ্রমণের গাড়ির খরচ

🔼যাওয়ার ইচ্ছা থাকলে যোগাযোগ করুন আমাদের সাথে।
✅✅এই নাম্বারে ফোন করুন...

📞📞📞 6291199734(what's app)
📞📞📞 9674448856

Astha Tour's and Travels এর গেস্ট Mr Lal Bacchan Shah তার ফ্যামিলি নিয়ে ঘুরে এলেন দার্জিলিং, তাগদা ,লামাহাতা, তিঞ্চুলে,...
15/03/2023

Astha Tour's and Travels এর গেস্ট Mr Lal Bacchan Shah তার ফ্যামিলি নিয়ে ঘুরে এলেন দার্জিলিং, তাগদা ,লামাহাতা, তিঞ্চুলে,মিরিক লেপচজগত December 2022..
এনার relative Mr Amit Shah আগেই আমাদের ব্যবস্থাপনায় দার্জিলিং ও গোয়া ঘুরে এসেছেন।
অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এজেন্সি কে ভরসা করার জন্য।
Puri
Darjeeling
Gangtok
Bhutan
Slik Route
Shilong
Dooars
Offbeat North Bengal
Goa
Vizag
Shimla Manali Himachal Pradesh
Andaman
Ladakh
Tirupati
Nainital

Cantact Details-
Astha Tour's and Travels
Simika Chatterjee Biswas
Ph- 062911 99734 what's app/9674448856
Address - Budge Budge Kolkata 137

25/12/2022

Astha Tour's and Travels
Contact 6291199734
9674448856

Address

Kolkata

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 5pm

Telephone

+9674448856

Website

Alerts

Be the first to know and let us send you an email when Astha Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Astha Travels:

Videos

Share

Category


Other Tour Guides in Kolkata

Show All

You may also like