Let's Go Go

Let's Go Go Main udna chahta hoon, daudna chahta hoon, girna bhi chahta hoon ... bus rukna nahi chahta�
(4)

Winter   -10° to -25° temperature  6 night 7 days only- 25000Booking now your dream trip winter spiti
06/12/2023

Winter -10° to -25° temperature
6 night 7 days only- 25000
Booking now your dream trip winter spiti

ছুটিতে কোথায় যাবেন যারা ঠিক করতে পারছেন না, তারা একবার চোখ বুলিয়ে নেবেন এই ছবিগুলোতে। কালিম্পঙের জেলার লোলেগাওতে, কাফেরগ...
04/12/2023

ছুটিতে কোথায় যাবেন যারা ঠিক করতে পারছেন না, তারা একবার চোখ বুলিয়ে নেবেন এই ছবিগুলোতে। কালিম্পঙের জেলার লোলেগাওতে, কাফেরগাঁও হল মিষ্টি একটি গ্রাম। এখানকার মন শীতল করা নির্জনতা আপনার সবটুকু নিঃসঙ্গতা ভাগ করে নিয়ে একফালি সুখ সাজিয়ে দেবে বুকের মাঝে কথা দিচ্ছি। কাফেরগাঁও এর চারপাশ পাহাড়ে আর ফুলে মোড়ানো, এমন মিষ্টি হোমস্টে, ঘুম থেকে উঠে জানালা দিয়ে কাঞ্চনজঙ্ঘার চোখজুড়ানো সৌন্দর্য, অসাধারণ রান্না ও আতিথেয়তা, এছাড়াও নানা রকমের গাছ, ফুল ও পাখিদের সাথে কিভাবে সময় কেটে যাবে বুঝতেও পারবেন না। এছাড়াও এখানে আসলে উপরি পাওনা হবে খাওয়া দাওয়া।

গ্ৰামটি দিনের থেকে রাতে আরো মায়াময় হয়ে ওঠে যখন কালিম্পং পাহাড় ওপারে আবছা আলোয় জোনাকির মতো ঝিকমিক করে। আবহাওয়া ভালো থাকলে পাহাড়ের ওপারে কাঞ্চজঙ্ঘার শিখর টুকি দেয়। সূর্যদয় ও সূর্যাস্তের রক্তিম আভা দিনে দুবার ছড়িয়ে পড়ে গ্রামটির বুকে। সে এক অনন্য অভিজ্ঞতা।

🚘The distance from NJP to Kaffergaon is near about 3.5 hours via Panbu viewpoint.

🔶️Places of Sightseeing:
Lava, Lolegaon, Rishop, Nokdara Lake, Delo, Charkhole, Relli, Panbu, Kalimpong local sightseeing.


#কাফেরগাও

পাহাড়ের এর কোলে ছোট্ট গ্রাম " সিটং " । চারিদিক পাহাড় ও চা বাগান বেষ্টিত আমাদের সুসিজ্জিত হোমস্টে "Mana Hills Farmstay । ...
08/11/2023

পাহাড়ের এর কোলে ছোট্ট গ্রাম " সিটং " । চারিদিক পাহাড় ও চা বাগান বেষ্টিত আমাদের সুসিজ্জিত হোমস্টে "Mana Hills Farmstay । এক কাপ চায়ের সাথে খোলা বারান্দা থেকে বরফাবৃত কাঞ্চনজঙ্গার দৃশ্য উপভোগ করার জন্য এক্কেবারে আদর্শ । কমলালেবুর বাগান ও কিন্তু আছে ঢের।

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মাত্র দুঘন্টার দূরত্ব। চাইলে দার্জিলিং থেকেও দেড়ঘন্টায় পৌঁছাতে পারেন সিটং এ আমাদের হোমস্টে তে।

সিটং এ দেখবার জায়গা গুলি হলো :
আহালদারা ভিউ পয়েন্ট : টাইগার হিল, কার্সিয়ং হিল, মংপু হিল, দার্জিলিং হিল সহ পূর্ব হিমালয় রেঞ্জের ৩৬০ ডিগ্রী এরিয়াল ভিউ পাওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় ভিউ পয়েন্ট।

যোগীঘাট ব্রিজ : ইস্পাতের তৈরি এই সেতুটি পাহাড়ি স্রোতের উপর নির্মিত হয়েছে যা রিয়াং খোলা (খোলা মানে নদী) নামে পরিচিত।এটি নিম্ন সিটং (টোরিয়াক খাসমহল) কে লাবদা এবং তারপর মংপু এর সাথে সংযুক্ত করেছে। এই সেতুর দৈর্ঘ্য ৭৪ মিটার।

মহালদিরাম চা বাগান:এটি সিটং-২-এ অবস্থিত একটি বিস্তৃত চা বাগান। যে গ্রামে চা বাগানটি অবস্থিত সেটি মহলদিরাম চা বাগান বা সাধারণভাবে মহলদিরাম নামেও পরিচিত। চা বাগানসহ গ্রামের মোট আয়তন ১৩৬.৭৮ হেক্টর।

সিটং মনাস্ট্রি :ঘালয়টার (সিটং-১) এ অবস্থিত একটি 350 বছরের পুরানো বৌদ্ধ বিহার রয়েছে যা মূলত মাটি এবং বাঁশ দিয়ে তৈরি। লাট-মহালদিরাম রোডের রাস্তার পাশ থেকে, একটি কর্দমাক্ত সবুজ গাছপালা ভরা পথ দিয়ে প্রায় 100 মিটার হাঁটলে আপনি এই মঠটি পাবেন।

কমলালেবুর বাগান : সিটং এলাকায় অনেক কমলার বাগান বা বাগান রয়েছে।সিটংয়ে কমলা ফোটার প্রধান মৌসুম নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে। কমলালেবুর চাদরে ঢাকা বাগান দেখার এটাই সেরা সময়। তবে সর্বোচ্চ সময় ডিসেম্বর। জানুয়ারী মাসে, তারা বিক্রির জন্য কমলা সংগ্রহ করা শুরু করে।

নামথিন পোখরি : স্থানীয় ভাষায় পোখরি মানে হ্রদ। নামথিং লেক হল লাট-মহালদিরাম রোড এবং শেলপু পাহাড়ে অবস্থিত একটি মনোরম ছোট হ্রদ। এই সুন্দর হ্রদটি পাইনের বন এবং প্রচুর বিভিন্ন উদ্ভিদ, প্রাণী দ্বারা বেষ্টিত এবং আমরা নামথিং লেকের চারপাশে বিভিন্ন ধরণের বিরল প্রজাতির দেখতে পাওয়া যায়।

ডুকা ভ্যালি 🏡ডুকা ভ্যালি একরাত থেকে সিল্ক রুট যাওয়া যায়।সময় 3-4 ঘন্টালাভা থেকে 23কিলোমিটারআলগাড়া থেকে 11কিলোমিটারমারুনগা...
04/11/2023

ডুকা ভ্যালি 🏡

ডুকা ভ্যালি একরাত থেকে সিল্ক রুট যাওয়া যায়।
সময় 3-4 ঘন্টা

লাভা থেকে 23কিলোমিটার

আলগাড়া থেকে 11কিলোমিটার

মারুনগাঁও থেকে মাত্র 5কিলোমিটার

প্রকৃতির সৌন্দর্য🏞️🏜️⛰️🏝️
গরুবাথানের পথে অবশ্যই চোখ জুড়াবে সবুজ গালিচা। চা বাগানে দাঁড়িয়ে অবশ্যই কয়েকটি গ্রুপ ছবি বা সেলফি হতেই পারে । চা বাগান শেষ হতে লাভা হয়ে রিকিসম ঢুকতেই সারি সারি পাইন গাছ পেরিয়ে মারুনগাঁও হয়ে ডুকা ভ্যালি পৌঁছে যেতে পারেন।

07/09/2023

ভ্রমণ পিপাসু ভ্রমণ প্রেমী মানুষদের জন্য 2024 সালে রয়েছে একগুচ্ছ ভ্রমণ পরিকল্পনা, আপনিও দেরী না করে আপনার সময় আর সুযোগ বুঝে সাজিয়ে ফেলুন আপনার পছন্দের গন্তব্য ষ্টেশনটিকে ....

02/2024 - চার রাত পাঁচ দিনের পরিকল্পিত পুরী ভ্রমণ। ট্রেনে যাতায়াত, আর সাইডসিয়িং থাকবে বাসে। যোগাযোগ শীঘ্রই।
02/2024 চার রাত পাঁচ দিনের পরিকল্পিত গোয়া ভ্রমণ। ট্রেনে যাতায়াত, আর সাইডসিয়িং থাকবে গড়ি। যোগাযোগ শীঘ্রই।

03/2024 - ভু স্বর্গ কাশ্মীর । চার রাত শ্রীনগর (গুলমার্গ,সোনমার্গ,লোকাল সাইডসিয়িং), দু রাত পহেলগাও এবং দু রাত অমৃতসর থেকে ফেরা। একদিন হাউসবোটে রাত্রিযাপন। যোগাযোগ এ বছরের অক্টোবরের মধ্যে।

05/2024- আবারও স্বপ্নের সেই কেদারনাথ, সাথে থাকছে পঞ্চ কেদারের আরেক রূপ বাবা তুঙ্গনাথ। ( তবে এ যাত্রায় বদ্রীনাথ থাকছে না।) যোগাযোগ ডিসেম্বরের মধ্যে।

বিস্তারিত জানতে 9932865757 নাম্বারে যোগাযোগ করূন।

ট্রেনে গ্রুপ ট্যুরের জন্য ভ্রমণের অন্তত চার মাস আগে যোগাযোগ করতেই হবে।

মানালি সুপার ডিলাক্স ক্যটাগরি স্টার হোটেল ম্যাল রোড থেকে প্রায় 2.5 কিমি দূরত্বে অবস্থিত। এই হোটেল এর নিজস্ব রেস্টুরেন্ট...
18/08/2023

মানালি সুপার ডিলাক্স ক্যটাগরি স্টার হোটেল ম্যাল রোড থেকে প্রায় 2.5 কিমি দূরত্বে অবস্থিত। এই হোটেল এর নিজস্ব রেস্টুরেন্ট, গাড়ি পার্কিং এর ব্যবস্থা, বাস স্ট্যান্ড পিক আপ ড্রপ, চন্ডীগড় থেকে চন্ডীগড় সম্পুর্ন প্যাকেজ এর সুব্যবস্থা করা হয়ে থাকে। আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসের মানালি মনিকরণ কাসোল স্পেশাল অফার মিনিমাম 6 জন 4 রাত 5 দিন ডিলাক্স প্যাকেজ চন্ডীগড় বা রাজপুরা পিক আপ ড্রপ 7500/ প্রতি জন।।

our guest enjoying DarjeelingHappy face 😍
14/08/2023

our guest enjoying Darjeeling
Happy face 😍

13/07/2023

● বর্ষার দার্জিলিং ●◆ প্যাকেজ মাত্র ৪,৩৪৯ টাকায় ◆◆ বুকিং মাত্র ১,৩৪৯ টাকায় ◆■ ট্রেন টিকিট, হোটেলের খাওয়া-থাকা, সাইটসি...
13/05/2023

● বর্ষার দার্জিলিং ●
◆ প্যাকেজ মাত্র ৪,৩৪৯ টাকায় ◆
◆ বুকিং মাত্র ১,৩৪৯ টাকায় ◆
■ ট্রেন টিকিট, হোটেলের খাওয়া-থাকা, সাইটসিন সবকিছু নিয়ে ■

দার্জিলিং বরাবরই বাঙালির প্রিয়। ম্যাল, কাঞ্চনজঙ্ঘা, কেভেন্টার্স, গ্লেনারিজ সব মিলিয়ে সে এক জমজমাট ব্যাপার। সারাদিন জুড়ে আকাশে মেঘেদের খেলা, রাস্তার বাঁকে বাঁকে ঘন কুয়াশা, ম্যালে রঙবেরঙের ছাতার ভিড় আর একটা মিষ্টি শীত। বর্ষার পাহাড়, বিশেষ করে দার্জিলিং অদ্ভুত মায়াবী।

■ প্যাকেজে যা যা রয়েছে:

● ট্রেন: স্লিপার ক্লাস one side

● গাড়ি: নিউ জলপাইগুড়ি পিকআপ এন্ড ড্রপ। দার্জিলিংয়ের সাইটসিন।

● থাকা: স্ট্যান্ডার্ড হোটেল।

● খাওয়া: প্রথমদিনের মধ্যাহ্নভোজ থেকে শুরু করে চতুর্থদিনের প্রাতরাশ অবধি রোজ তিনবেলা খাওয়াদাওয়া।

● সাইটসিন:
◆ দ্বিতীয় দিন: গোপালধারা টি এস্টেট, মিরিক, পশুপতি মার্কেট, নেপাল সীমানা, লেপচাজগত পাইন ফরেস্ট, ঘুম রেলওয়ে স্টেশন।
◆ তৃতীয় দিন: জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, রক গার্ডেন, অরেঞ্জ ভ্যালি টি এস্টেট, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, রোপওয়ে, তেনজিং রক, গম্বু রক, রঙ্গীত ভ্যালি টি এস্টেট, হিমালয়ান মাউন্টেনেয়ারিং ইনস্টিটিউট, জ্যু।
◆ চতুর্থ দিন: মহাকাল মন্দির, দেশবন্ধু মিউজিয়াম, ভুটিয়া মনেস্ট্রি, টিবেটান রিফিউজি সেন্টার, বোটানিক্যাল গার্ডেন, সিস্টার নিবেদিতার সমাধি।
◆ পঞ্চম দিন: কার্শিয়াং ডাউহিল, ভিক্টোরিয়া বয়েজ স্কুল, হনুমান টপ, চিমনি ইকো পার্ক, রোহিনী ফলস।

● সমস্ত পার্কিং, পারমিট সংক্রান্ত খরচ।

■ যা যা প্যাকেজের মধ্যে নেই:

● ট্রেনের one side ticket o খাওয়াদাওয়া।
● রাস্তাঘাটে খাওয়াদাওয়া।
● কোনো প্রবেশমূল্য।
● কোনো নিজস্ব খরচাপাতি।

জুন মাসের দ্বিতীয়ার্ধ থেকেই এবার আমরা রওনা দিচ্ছি। এরপর যে যে তারিখে আমরা রওনা দিচ্ছি:

● ১৩ই জুন।
● ২০ই জুন।
● ২৭ই জুন।
● ৪ঠা জুলাই।
● ১১ই জুলাই।
● ১৮ই জুলাই।
● ২৫শে জুলাই।
● ১লা আগস্ট।
● ৮ই আগস্ট।
● ১৫ই আগস্ট।
● ২২শে আগস্ট।
● ২৯শে আগস্ট।
● ৫ই সেপ্টেম্বর।
● ১২ই সেপ্টেম্বর।
● ১৯শে সেপ্টেম্বর।
● ২৬শে সেপ্টেম্বর।
● ৩রা অক্টোবর।
● ১০ই অক্টোবর

■ যোগাযোগ: let's go go tour travel 9932865757

💚💚
22/04/2023

💚💚

Amar a year a abar may mashe     group tour korchi j j jaccho booking kore neoo taratari only 12500
11/02/2023

Amar a year a abar may mashe group tour korchi j j jaccho booking kore neoo taratari only 12500

📣 *লেহ লাদাখ 2023*যাত্রাঃ  21শে  মে 2023📣 *লাদাখ সফর সম্পর্কে কিছু কথা* ভারতে যে কটা  #প্রেস্টিজিয়াস_ট্যুর চলে তার ভিতর ...
04/02/2023

📣 *লেহ লাদাখ 2023*
যাত্রাঃ 21শে মে 2023
📣 *লাদাখ সফর সম্পর্কে কিছু কথা*
ভারতে যে কটা #প্রেস্টিজিয়াস_ট্যুর চলে তার ভিতর #লাদাখ ট্যুর অন্যতম। লাদাখ সফর আর ৫টা সাধারন সফরের মত নয়
কবির ভাষায় #দুর্গমগিরী_কান্তার যে কান্তারের প্রতিটা অংশকেই ভগবান যেন আলাদা আলাদা রুপে সাজিয়েছেন। বিভিন্ন "লা" বা তুষার পথের "পাস্" অতিক্রম করে সুউচ্চ তুষার ধবল পর্বতশ্রেনী গুলির কাছে পৌছানো, সাথে উচ্চতম পর্বত শ্রেনীর আড়ালে সৃষ্টি হওয়া বরফ গলা জলে পুষ্ট নদী ও লেক, প্রকৃতির বিচিত্র খেয়ালে সৃষ্টি হওয়া গুহা ও গিরীখাত গুলো কাছ থেকে ছুঁয়ে দেখার অদম্য ইচ্ছা যে ভ্রমণ পিপাসু এডভেঞ্চার প্রিয় মানুষকে আকর্ষণ করে তারাই দৌড়ে যান লাদাখ সফরে।
লাদাখী মানুষের বসবাস সাথে ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনার কারনেই থাকার জন্য পাহাড়ী কোলে ছোট ছোট সুন্দর রিসর্ট/হোটেল বা সুইস টেন্টে এবং বর্ডার রোড অর্গানাজেশন এর তত্বাবধানে তৈরী রাস্তা গুলো খুবই ভালো। তবে প্রত্যন্ত অঞ্চলে থাকা ও খাওয়া খুবই খরচ সাপেক্ষ। পাহাড়ের ঢালে বা লেকের ধারে উচ্চমানের সুইস টেন্টে/হোটেলে/রিসর্টে থাকার ব্যাবস্থা এবং উদরপুর্তির জন্য সুস্বাদু খাবার অবশ্যই পাবেন।
#2022 শে #লাদাখ ভ্রমনে আমাদের ব্যাবস্থাপনার টেন্ট/হোটেল , খাবার ও গাড়ীর ব্যাবস্থা বিশেষ প্রশংসা পেয়েছ* ।

তবে ভ্যারাইটি খোজা ও আলস্যতার কোন স্থান নেই লাদাখ ভ্রমনে *অত্যান্ত খরচ সাপেক্ষ লাদাখ ট্যুর মূলত এডভেঞ্চার , এটা মাথায় রেখে লাদাখ ভ্রমন করুন আনন্দ পাবেন*

📣অনেকেই প্রশ্ন করেন আমরা লাদাখে কিচেন নিয়ে যাচ্ছি কিনা?? না কিচেন থাকবে না। অনেক সময় নষ্ট হয় রান্না করতে যা আদতে লাদাখ ভ্রমনের স্বাদ ও পরিকল্পনা কে ক্ষতিগ্রস্থ করে। *তাছাড়া অত্যান্ত শীতল পরিবেশে হোটেল থেকে রান্না করে নিয়ে যাওয়া খাবার কনকনে ঠান্ডা ভাত মাংস খাওয়া ও কতটা যুক্তি সম্মত সেটাও ভাবুন*

👉🏾৪টি পথে লাদাখ সফর হয়ে থাকে।
*আমরা যাবো শ্রীনগর হয়ে আর ফেরা মানালী হয়ে* । শ্রীনগর বা মানালী ট্যুর এখানে প্রধান নয় । প্রধান লাদাখ দেখা।

📣যদি কেউ #লেহ হয়ে ফিরতে চান ফ্লাইটে , গাড়ীর অতিরিক্ত খরচ বহন করলে সেই ব্যাবস্থা করে দেওয়া হবে আর যদি নুন্যতম 7 জন থাকেন যারা লেহ হয়ে ফিরবেন তবে তাদের জন্য সম্পুর্ন আলাদা গাড়ীর ব্যাবস্থাই সম্পুর্ন পথের জন্য করে দেওয়া হবে।

যাত্রা - 21st May রবিবার হাওড়া থেকে 12381 POORVA Express ধরে পরদিন 6:00Am নিউদিল্লী পৌছে 12445 Uttor Sampark Kranti Exp. 20:50 ধরে পরদিন জম্মু 5:55 যারা তার ও আগে জম্বু পৌছাতে চান তারা শ্রীশক্তি এক্সপ্রেস ট্রেনে যেতে পারেন তবে শ্রীশক্তী এক্সঃ সম্পুর্ন এসি ট্রেন এবং তাই শ্রীশক্তি এক্সঃ টিকিট খরচ সম্পুর্ন যাত্রীর।

#সরাসরি ফ্লাইটে শ্রীনগর পৌছে শ্রীনগর হোটেলে যেতে পারেন

*Pickup Jammu - Drop Chandigarh*
(যারা হাওড়া থেকে যাবেন তাদের সাথে হাওড়া হতে ই আমাদের লোক Pickup করবে)

*নাইট স্টেঃ* 🏠 শ্রীনগর-1N, কার্গীল-1N , লেহ-2N, নুব্রা/ হান্ডার-2N, প্যাঙ্গঙ-1N, সোমরিরি-1N, জিসপা-1N, মানালী-1N

*সম্পুর্ন ভ্রমন সূচী*

21শে মে》রবিবার সকালে 8:15 হাওড়া স্টেশন হতে 11381 Poorva Express ধরে নিউদিল্লী

22শে মে》সকাল 6am নিউদিল্লী পৌছে
12445 Uttor Sampark Kranti Exp. 20:50 ধরে পরদিন জম্মু 5:55 যারা তার ও আগে জম্বু পৌছাতে চান তারা শ্রীশক্তি এক্সপ্রেস ট্রেনে যেতে পারেন তবে শ্রীশক্তী এক্সঃ সম্পুর্ন এসি ট্রেন ।

23শে মে》সকালে 5:55am Sampark Kranti / 3:40am Sri Sakti Exp জম্মু পৌছাবেন এবং সেখান থেকে গাড়ীতে রহণা হয়ে বিকালে শ্রীনগর পৌছে বিশ্রাম । সন্ধ্যাবেলা টা ডাল লেকের ধারে আড্ডা মেরে কাটাতে পারেন

24শে মে》শ্রীনগর থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পথে যেতে যেতে একে একে সোনমার্গ,জোজিলা , দ্রাস, কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে কার্গিলে এসে হোটেলে থাকবো।

25শে মে》কারগিল থেকে রওনা হয়ে ল্যামায়ুর মনেষ্ট্রী , মুলবেক, নাকুম-লা, ফাতু-লা, মুনল্যান্ড, ম্যাগনিটিক হিল পাত্থর সাহেব; নিমুসংঙ্গম দেখে লেহ শহরে পৌঁছে থাকবো দারুন সুন্দর রিসর্টে

26শে মে》লে সিটি ট্যুর হবে আজ। সে প্যালেস, থিকসে মোনাস্ট্রি ও সিন্ধুঘাট রাঞ্চো স্কুল । লাঞ্চের পর দেখবো লে প্যালেস, শান্তিস্তুপ ও লে লোকাল মার্কেট। *লে লোকাল মার্কেটে গাড়ী আমাদের নামিয়ে দেবে এবং মার্কিটিং হলে নিজের নিজের মত করে লোকাল ট্যাক্সি তে হোটেলে ফিরতে হবে । কারন আমাদের গাড়ীকে ওখানে পার্কিং করতে দেবে না*

27শে মে》লে থেকে ব্রেকফাস্ট সেরে 17580 ফুট উচ্চতায় বরফে পরিপূর্ণ *খারদুং-লা* পার হয়ে ন্যুব্রা ভ্যালি পৌঁছে ক্যামেল রাইড করে থাকবো টেন্ট রিসোর্টে / গেস্ট হাউসে

28শে মে》আজ সারাদিনের তুরতুক ও গীলগিট বর্ডারে ভারতের শেষ গ্রাম থাং ভিলেজ পরিদর্শন করে আবার ন্যুব্রায় ফিরে থাকবো।

29শে মে》আজ একটু তারাতারি ব্রেকফাস্ট সেরে ন্যুব্রা থেকে সায়ক নদীর বরফ গলা জলের পাশে পাশে যাত্রা করে প্যাঙ্গং লেক পৌঁছে টেন্ট রিসোর্টে থাকবো। যতক্ষণ আলো থাকবে ততক্ষণ প্যাঙ্গং-এর সাথেই সময় কাটাবো।

30শে মে》ব্রেকফাস্ট সেরে প্যাঙ্গং পাশে পাশে চীনবর্ডার মুখি রাস্তা ধরে এগিয়ে *চুমাথাং* হয়ে 14836 ফুট উচ্চতায় অবস্থিত মিস্টি জলের লেক *সো-মোরিরি* লেকের ধারে এসে থাকবো টেন্ট রিসোর্টে /হোটেলে ।

31শে মে》আজ প্রাতরাশের পর টেন্ট রিসর্ট /হোটেল ছেড়ে এগিয়ে যাবো *পাং* *সারচু* হয়ে সুউচ্চ 4850 মিঃ উচ্চ *বারালাচা লা পাস্* দাড়চা পার হয়ে পৌছাব জিস্পা তে টেন্ট/হোটেলে ।

1লা জুন》জিস্পা থেকে ব্রেকফাস্ট সেরে গাড়িতে লে -মানালী হাইওয়ের পথে এগিয়ে শিশুগ্রাম, কেলং ও অটল ট্যানেল হয়ে পৌছাব 95 কিমি দুরবর্তী মানালী শহরে এসে লাঞ্চ করবো এবং মানালীর হোটেলে থাকবো । সন্ধ্যায় মানালী ম্যালে বেড়ানো ও মার্কেটিং ও সেরে নিতে পারেন।

2রা জুন》আজ যত জলদি সম্ভব ব্রেকফাস্ট করে মানালী ছেড়ে এগিয়ে যাবো কুলুর পথে উদ্দেশ্য চন্ডীগর স্টেশন । (মানালী হতে চন্ডীগর রাস্তা অনেক সাথে ভয়ঙ্কর যানজট হয় তাই কোনভাবেই বিলম্ব করা যাবে না)

3রা জুন》ডিনার সেরে চন্ডীগর স্টেশন পৌছে রাতের 1:25am নেতাজী এক্সপ্রেসে রহণা কলকাতার উদ্দেশ্যে ।

4ঠা জুন》রবিবার সকাল 10টায় হাওড়া পৌছে এই সফরের সমাপ্তি

📣খরচ জনপ্রতিঃ
ট্রেনের টিকিট সহ - ₹33001/
Non Ac ticket যুক্ত তবে *দিল্লী হতে জম্বু শ্রীশক্তি এক্স ট্রেনের খরচ যুক্ত নেই।*
ট্রেনের টিকিট ছাড়া-₹31501/
4+বৎঃ -10বৎঃ শিশু-₹29001/
4বৎঃ ফ্রী (কোলে বসাতে হব)

বুকিং - 5001/ টাকা এবং টিকিট কাটার 3দিনের মধ্যে আরো 5001/ দিতে হবে

*10ই এপ্রিলের ভিতর আরে 10001/-
এবং বাকি টাকা যাত্রার 10 দিন পূর্বে দিতে হবে।*
যাত্রার 7 দিন আগে হতে বা জম্বু বা শ্রীনগর পৌছে কোন payment ব্যাঙ্ক চেক বা অনলাইন ব্যাবস্থায় গ্রহণ করা হবে না । 10ই এপ্রিলের পর বুকিং করলে 20001/ দিতে হবে এবং অন্যান্য শর্ত বজায় থাকবে।

*প্যাকেজে যা যুক্ত*
👉🏾🚂নন এসি ট্রেনের টিকিট বা মূল্য

👉🏾 🏠হোটেল/টেন্ট রিসর্ট/গেস্ট হাউসে এ ডবল বেড বা ট্রিপিল বেড রুম ম্যাট্রেস সহ (লটারী করে রুম বন্টন হবে)

👉🏾 🚛টেম্পো ট্রাভেলার (রোটেসন পদ্ধতি তে বসতে হবে) গাড়ীর ড্রাইভারের পাশের সিট শুধুমাত্র হেল্পার বা ট্যুর ম্যানেজারের জন্য বরাদ্দ থাকবে।

👉🏾 🍛ফুডঃ ব্রেকফাস্ট ও ডিনার
*ফুড শুরু হবে শ্রীনগরে ডিনার থেকে এবং শেষ মানালী তে ব্রেকফাস্ট পর্যন্ত* আমিষ / নিরামিষ কিছু স্থানে

*প্যাকেজ যুক্ত নয়*
ট্রিটমেন্ট খরচ ও অক্সিজেন সিলিন্ডার, ট্রেনের খাবার, বোতলের কেনা জল, লাঞ্চ, এন্ট্রি ফি, *Environment & wild life protection Fee বা পারমিট* , রাইড ফি, ক্যামেরা ফি , বনফায়ার , যে কোন রকম টিপস, আপনার ব্যাক্তিগত অন্য যে কোনো খরচ । লাগেজের দায়ীত্ব সম্পুর্নভাবে যাত্রীর । লাগেজ বহন , গাড়ীতে /হোটেলরুমে পৌছানো ও লোডিং আনলোডিং খরচ যাত্রীর।

⛑️Covid 19 & Emergency Rulles applied

■*যাত্রী র সাহায্যার্থে আমরা তার হয়ে ট্রেনের টিকিট কিনতে সাহায্য করি এবং ট্রেনে টিকিটের জন্য আমরা IRCTC নির্ভরশীল ও IRCTC নিয়ম অনুসারে ই চলি । টিকিট থাকা পর্যন্ত টিকিট কাটার দায় নিতে পারি। আপনি নিজেও নিজের টিকিট কেটে নিতে পারেন। আমাদের আপত্তি নাই।

■■জরুরী ভিত্তীতে যাত্রা পথ পরিবর্তন হলে কোং দায়ী নয়।

■■■ভ্রমনসুচী ব্যাতিত অন্য অঞ্চল ভ্রমন খরচ অতিরিক্ত এবং *সরকারি /আঞ্চলিক সিন্ডিকেটএর আদেশ অনুসারে* বা জরুরী কারনে পথ পরিবর্তনের কারনে রেল, পেট্রল/ডিজেল ও গাড়ীর খরচ বা হোটেল খরচ বৃদ্ধি পেলে অতিরিক্ত খরচের দায় ভ্রমনার্থী কে বহন করতে হবে ।

*Cancelation Policy*

1》ট্রেনের টিকিট কাটার পর (যাত্রার 120 দিন) হতে 10ই এপ্রিল পর্যন্ত টিকিট ক্যানসেলেশন খরচ + 4000/ টাকা বাদ দিয়ে বাকি টাকা ফেরত দেওয়া হবে

2》10ই এপ্রিলের পর হতে 10মে পর্যন্ত ক্যানসেল করলে ট্রেনের টিকিট ক্যানসেলেশন খরচ+ প্যাকেজের 50% টাকা বাদ দিয়ে বাকি টাকা ফেরত হবে এবং 10মে এর পর কোন টাকা ফেরত যোগ্য নয়।

3》যদি কেউ 10ই এপ্রিলের পর দ্বিতীয় কিস্তির টাকা প্রদান না করে বা যোগাযোগ না করে তবে বুকিং বাতিল বলে গন্য হবে ও বুকিং এর সম্পুর্ন টাকা ক্যানসেলেশন চার্জ করা হবে

4》যদি কেউ নিজে না যেতে পারেন বা ক্যানসেল করেন এবং তার বদলে অন্য যাত্রী ব্যাবস্থা করে দিতে পারেন তবে শুধুমাত্র তার নামের টিকিট ক্যানসিলেশন চার্জ বাদ দিয়ে বাকি টাকা অডজাস্ট করে দেওয়া হবে।

5》কোভিড 19 বা কোনরুপ ইমারজেন্সি কারনে বা সরকারি আদেশে ট্যুর বাতিল বা স্থগিত হলে পরবর্তি লাদাখ ট্যুর ডেটে বা আগামী এক বছরের মধ্যে লাদাখ বা আলোচনা সাপেক্ষে অন্যট্যুরে টাকা এডজাস্ট করা হবে

March a kashmir jacchi r 3 te jayga khali ache keu jete chaile contact koro only Female
25/01/2023

March a kashmir jacchi r 3 te jayga khali ache keu jete chaile contact koro only Female

⛺|| ভূ-স্বর্গে কাশ্মীর ||⛺⛰️কাশ্মীর স্পেশাল ট্যুর ⛰️🌜১২ রাত্রি / ১৩ দিন 🌞🗓 শুভযাত্রা 🙏 : ২০শে মে ২০২৩🗓 ফিরছি 🙏 : ০১লা জু...
08/12/2022

⛺|| ভূ-স্বর্গে কাশ্মীর ||⛺
⛰️কাশ্মীর স্পেশাল ট্যুর ⛰️
🌜১২ রাত্রি / ১৩ দিন 🌞
🗓 শুভযাত্রা 🙏 : ২০শে মে ২০২৩
🗓 ফিরছি 🙏 : ০১লা জুন ২০২৩
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
⛰️কাটরা 2 Nights✅
⛰️শ্রীনগর 4 Nights✅
⛰️ প্যাহেলগাঁও 2 Night ✅
🚅 ট্রেন আপ-ডাউন 4 Nights ✅
⛺এই গরমের ছুটিতে আমাদের সাথে চলুন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক স্বপ্নের দেশ কাশ্মীর।।
⛺পাহাড় ও ভ্যালির অপরুপ সৌন্দর্য এবং সাথে মাতা বৈষ্ণব দেবী দর্শন।
✅প্যাকেজ মাত্র ১৫৫০০/- প্রতিজন + ট্রেন ভাড়া (কোলকাতা থেকে কোলকাতা)
***১২০ দিন আগে ৪০০০ টাকা দিয়ে সীট বুক করুন। টিকিট আমরাই করে দেবো আপনার চাহিদা অনুযায়ী।***
✅১২ রাত্রি ১৩দিন
✅✅
🍁20th May 2023 - ট্রেন কোলকাতা থেকে (জম্মু তাওয়াই এক্সপ্রেস)
🍁21st May 2023 - ট্রেন
🍁22nd May 2023 - কাটরা
🍁23rd May 2023 - কাটরা (মাতা বৈষ্ণব দেবী দর্শন)
🍁24th May 2023 - পহেলগাঁও
🍁25th May 2023 - পহেলগাঁও(লোকাল সাইট সিয়িং)
🍁26th May 2023 - পহেলগাঁও থেকে শ্রীনগর
🍁27th May 2023 - শ্রীনগর থেকে দুধপাথরি ভ্রমণ
🍁28th May 2023 - শ্রীনগর ( গুলমার্গ সাইট সিয়িং)
🍁29th May 2023 - শ্রীনগর থেকে শোনমার্গ সাইটসিয়িং। রাত্রিবাস শ্রীনগর হোটেল।
🍁30th May 2023 - শ্রীনগর থেকে জম্মু রাত্রে রির্টান ট্রেন (হিমগিরি এক্সপ্রেস)
🍁31st May 2023 - ট্রেন
🍁1st June 2023 - হাওড়া তে পৌঁছে যাব।
✅ #আপনি_প্যাকেজ_এর_মধ্যে_পাচ্ছেন.....
⛺সেমি ডিলাক্স ক্যাটাগরি হোটেল
⛺ফ্যামিলি অনুযায়ী নন এসি রুম
⛺ব্রেকফাস্ট, লাঞ্চ,ডিনার
⛺নন এসি টেম্পো ট্রাভেলার গাড়ী
⛺সাইটসিয়িং ও পহলগাও লোকাল সাইট সিন
⛺ট্যুর ম্যানেজার
✔️ 🧳🧳বুকিং এর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে
Call or what's app... 9932865757

চলুন এই শীতে কোথা থেকে একটু বেড়িয়ে আসি, যেখানে পাহাড় - নদী আর সবুজ বনানী একসাথে খেলে বেড়াবে, যে ভ্রমন পথ সাজানো থাকব...
28/11/2022

চলুন এই শীতে কোথা থেকে একটু বেড়িয়ে আসি, যেখানে পাহাড় - নদী আর সবুজ বনানী একসাথে খেলে বেড়াবে, যে ভ্রমন পথ সাজানো থাকবে ছোট বড় অজস্র মঠ-মন্দির দিয়ে।
হ্যাঁ এবার আমাদের গন্তব্য পরশি রাজ্য ঝাড়খণ্ড।
তিন দিনের এই ভ্রমণ কান্ড সূচী নিম্নে বর্ণিত হইলো
08/01/2023 - রবিবার - প্রথম দিন
সকাল 11:30 মিনিটে গাড়ি ( সুপার লাক্সারি) ছাড়বে সিদ্ধপীঠ তারাপীঠের উদ্দেশ্যে , রাত্রি বাস ও নৈশাহার ঐখানেই।
09/01/2023 - সোমবার- দ্বিতীয় দিন
সকাল 8:30 মিনিটে তারাপীঠ থেকে গাড়ি ছাড়বে ( ব্রেক ফাস্ট চলতি গাড়িতে), উদ্দেশ্য বাংলা ঝাড়খণ্ড সীমানায় ময়ুরাক্ষী নদীর উপর নির্মিত পাহাড় ঘেরা মসানঝোড় ড্যাম। ভ্রমন পর্বের প্রথম পিকনিক এখানেই। পিকনিক সেরে দেওঘরের উদ্দেশ্যে রওনা, রাতের খাবার এবং রাত্রি বাস দেওঘরে।
10/01/2023 - মঙ্গলবার- তৃতীয় দিন
হোটেলে ব্রেকফাস্ট সেরে সকাল দশটার মধ্যে বেরিয়ে আমরা দেওঘরের দ্রষ্টব্য স্থান গুলো ঘুরে (বাসে) দুপুরে পৌছবো ত্রিকুট পাহাড়ে। ভ্রমন পর্বের দ্বিতীয় পিকনিক ত্রিকুট পাহাড়ের পাদদেশে। পাহাড়ি সৌন্দর্য উপভোগ করে সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা। রাতে রাস্তার ধারে কোনও এক অজানা জায়গায় রাতের রান্না। ভোরে বাড়ি ফেরা ...
ভ্রমন পর্বে মাথাপিছু খরচ 2801 টাকা (মন্দির দর্শন ও রোপওয়ে খরচ নিজস্ব)। অগ্রীম বায়না 1000 টাকা (মাথা পিছু)।

Fooding start from tarapith at dinner..

পাচ বছরের উর্দ্ধে বাচ্চাদের পুরো খরচ লাগিবে।

সীমিত সংখ্যক আসনে শীঘ্র যোগাযোগ করুন 9775640689 এই নম্বরে। 9932865757

Winter Himachal  shimla   manali  5 night 6 days Booking now 9932865757
22/11/2022

Winter Himachal shimla manali 5 night 6 days
Booking now 9932865757

22/11/2022

Booking now 👇👇

Booking now 👇👇
22/11/2022

Booking now 👇👇

Booking open 👇30 December 31 December amra jacchi 2 diner jonno         .. breakfast lunch dinner.. chicken mutton
21/11/2022

Booking open 👇
30 December 31 December amra jacchi 2 diner jonno .. breakfast lunch dinner.. chicken mutton

Best winter trek kedarkantha 5 days 4 night   only 8000Plz contact 9932865757 any interesting person
20/11/2022

Best winter trek kedarkantha
5 days 4 night only 8000
Plz contact 9932865757 any interesting person

12/11/2022

camp
Voice & frame. Barun shil

Send a message to learn more

18/10/2022

Booking your dream trip now 👇
Contact 9932865757 Ranit Sen

Apnara ki barof er moja nite chan tahole 👇       tour 5 night 6 days tour only 11500Booking open Ranit Sen 9932865757
13/10/2022

Apnara ki barof er moja nite chan tahole 👇
tour
5 night 6 days tour only 11500
Booking open Ranit Sen 9932865757

Booking now Contact Ranit Sen  9932865757
12/10/2022

Booking now
Contact Ranit Sen 9932865757

12/10/2022

Booking your dream trip now
Contact Ranit Sen 9932865757

our group  tour kedarnath 2022
10/10/2022

our group tour kedarnath 2022

24/09/2022



9932865757 booking now your tour package Ranit Sen

09/08/2022

👇Booking your dream trip now 👇
Ranit Sen 9932865757

03/08/2022

Alpo kamiye golpo lekha jay 😊😊

Booking your dream trip now
#9932865757

Beauti of   ❤️  valley trek started   4 night 5 days price.9000 only  booking now 👇9932865757
26/07/2022

Beauti of ❤️
valley trek started
4 night 5 days price.9000 only
booking now 👇
9932865757

😍😍
22/06/2022

😍😍

  sikkim tour
27/10/2021

sikkim tour

Himachal trip- 8999 only.include.train ticket .transfer. hotel and mealDeluxe hotel. . Deluxe service book your dream tr...
12/09/2021

Himachal trip- 8999 only.
include.train ticket .transfer. hotel and meal
Deluxe hotel. . Deluxe service
book your dream trip now 👇👇👇🏞
Mo.. 9932865757

Only 8499 book now 👇 's go go travel
31/08/2021

Only 8499 book now 👇
's go go travel

Sikkim trip open 👇🌿
29/08/2021

Sikkim trip open 👇🌿

Beautiful Manali❤  morning
31/03/2021

Beautiful Manali❤
morning

29/03/2021


21.3.2k21 Himachal Sishu village tour

Address

Krishnagar

Alerts

Be the first to know and let us send you an email when Let's Go Go posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category