Moupal Tour & Travels

Moupal Tour & Travels as a travel agency
(2)

*বকখালি ও মৌসুনী দ্বীপ* One night Tent  ⛺ One night AC Hotel 🏨 Date of journey14 JUNE  10pm from Midnapur 10:30 pm from ...
30/03/2024

*বকখালি ও মৌসুনী দ্বীপ*

One night Tent ⛺
One night AC Hotel 🏨

Date of journey
14 JUNE
10pm from Midnapur
10:30 pm from Kharagpur

Return date
17 June 1 pm from bakkhali

মৌসুনী দ্বীপ
Night stay = Tent ⛺

Special attraction =লাল কাঁকড়া, জমবু দ্বীপ,

*MENU*

First Day 15.6.2024
8:30 am

Welcome Drink:- Nariyal Pani
Breakfast = লুচি, সব্জি, ডিম সেদ্ধ।
2.00 pm
Lunch :- ভাত, ডাল, ভাজা, সব্জি, চিংড়ির মালাইকারী, দই কাতলা, চাটনি,পাঁপর, মিষ্টি।

6.00 pm
Snacks:- ভেজ পকরা, মুড়ি,চা।

9.00 pm
Dinner:- ভাত অথবা রুটি, ডাল, সব্জি, মটন, চাটনি,পাঁপর, মিষ্টি।

দ্বিতীয় দিন 16.06.2024
7.30 am
চা ও বিস্কুট।

9.00 am
Tiffin:- luchi, (chholar Dal/ghugni/ sobji), Dim seddho,

Check out

• Jambu deep র খরচ নিজের।
• Chiken Berbique র খরচ নিজের।
• যাতায়াতের সব খরচ নিজেদের। (মোট অতিরিক্ত খরচ 100 টাকা জনপতি )

বকখালি
Night stay = Hotel 🏨


বকখালি তে কোন জায়গা আমার যাব-

Bakkhali Sea Beach
Henry Island
Benfish
Kargil Beach

*Menu*

1st day 16.06.2024
1 pm= *ভাত🍚, ডাল, ভাজা, সব্জি🥦, মাছ 🐟 চাটনী🍅, পাঁপড়*।
10pm = *ভাত🍚, ডাল, সব্জি🥦, চিকেন* 🍗।

2nd day 17.06.2024

8 am = *লুচি , সব্জি, ডিমসিদ্ধ, মিষ্টি, চা।*
11:30 am = *ভাত🍚, ডাল, ভাজা, সব্জি, মাছ 🐟 , চাটনী🍅, পাঁপড়।*

⏩ বুকিং অনুযায়ী BUS এর সিট ও Hotel এর রুম Selection করতে পারবেন, তাই আর অপেক্ষা না করে বুকিং করুন।
⏩ খাবার জল হিসেব মিনারেল ওয়াটার দেওয়া হবে।
⏩ জনপতি 1000 টাকা ও আধার কাড কপি দিয়ে বুকিং করুন.
⏩বুকিংয়ের সময় রিসিভ কপি অবশ্যই নেবেন।
⏩ টুরের এক দিন আগে পুরো টাকা দিয়ে রিসিভ কপি ক্লিয়ার করে নেবেন।

🔹 প্রথম দিনের সকাল টা আমারা বকখালি র সমুদ্র সৈকত এ উপভোগ করব।
🔹দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বিকেল 4 টা তে আমারা টোটো রিজার্ভ করে ( নিজস্ব খরচে 70 থেকে 90 per head ) আমার যাব Henry Island, Benfish, Kargil Beach, Fraserganj.
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে, আবার আমারা চোলে যাব বকখালি সমুদ্র সৈকত এ উপভোগ করার জন্য।
🔹দ্বিতীয় দিন ভোর বেলাতে আমার যাব সূর্যোদয় দেখতে।
🔹দ্বিতীয় দিন সকাল বেলা জলখাবার খেয়ে আমার আসব সমুদ্র স্নান এর জন্য।
🔹দ্বিতীয় দিন সকাল 11:30 তে আমাদের হোটেল চেক আউট করে দুপুরের খাবার খেয়ে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে।

Perhead 4000 /-
Booking amount 1000/-



Moupal Tour and Travels 8100175369

দোলে সুন্দরবন ভ্রমণের কিছু ছবি।
30/03/2024

দোলে সুন্দরবন ভ্রমণের কিছু ছবি।

 #ডুয়ার্সে আসুন   কে ভালোবেসে।🐾🐾👉👉 কোথায় থাকবেন?৩-৪ দিনের পোগ্রামে আমরা আপনাকে রাখবো পশ্চিম ডুয়ার্সের একদম কেন্দ্র স্হল ...
28/03/2024

#ডুয়ার্সে আসুন কে ভালোবেসে।

🐾🐾👉👉 কোথায় থাকবেন?

৩-৪ দিনের পোগ্রামে আমরা আপনাকে রাখবো পশ্চিম ডুয়ার্সের একদম কেন্দ্র স্হল চালসার কাছে চাপরামারি ফরেস্ট এর লাগোয়া পাহাড়, জঙ্গল, চা বাগান ঘেরা অফবিট #গৌরিগাঁও তে। এর থেকে বেশি দিন থাকলে জলদাপাড়া বা চিলাপাতা বা জয়ন্তীতেও রাখার ব্যবস্থা আছে। এমনকি থাকতে পারেন লাভা, রিশপ এমনকি কোলাখামেও। মনে রাখবেন কম বাজেটে উন্নত পরিষেবায় আমাদের জুড়ি নেই। অতিথিদের মতামতই আমাদের চলার শক্তি।

আমাদের রিসর্ট তথা গৌরিগাঁও এর আবহাওয়া বেশ মনোরম। প্রচুর গাছগাছালির মাঝে জঙ্গলের অনুভূতি নিয়ে রাত্রিযাপন এর মজা, কিংবা সন্ধ্যার পর পাহাড় থেকে নেমে আসা ফুরফুরে বাতাস আপনাদের মোহিত করবেই । তবে আপাতত এসি না থাকলেও ফ্যান, ইলেকট্রিক, পাওয়ার ব্যাকআপ, ফ্রী WiFi, ব্যালকনি, ফরেস্ট ভিউ প্রতিটি রুম, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, এলইডি টিভি ইত্যাদি বেসিক অ্যামেনিটিস গুলো অবশ্যই পাবেন। তবে সব থেকে বেশি পাবেন গৌরিগাঁও এর নৈসর্গিক সৌন্দর্য আর আমাদের স্টাফ দের বন্ধু সুলভ সার্ভিস।

🐾🐾👉👉বুকিং -- +918100175369

সব তো পড়লেন মন দিয়ে। এবার আমাদের থাকা, খাওয়া আর ঘোরাটা বাকিদের সাথে তুলনা করুন। আর অবশ্যই বুকিং করুন তাড়াতাড়ি। কারন, আমরা জানি এই খাওয়াদাওয়া, সাইটসিয়িং আর সার্ভিস দিয়ে এর কমে ঘোরানো মানেই কোনো না কোনো ফাঁক থাকবে। যা ঘুরতে গিয়ে বিড়ম্বনার সৃষ্টি করবে।

🐾🐾👉👉কী কী ঘুরবেন?????

♦️♦️প্যাকেজ_১ (৩দিন-২রাত)♦️♦️
(নিউ মাল থেকে নিউ মাল)

প্রথম দিন --নিউ মাল থেকে পিক আপ, দুপুরে মেদলা ওয়াচ-টাওয়ার (বা লাল ঝামেলা বস্তি।)

দ্বিতীয় দিন--
খুব ভোরে উঠে নিজ খরচে গোরুমারা ফরেস্টে জঙ্গল সাফারি। এরপর ৭ পয়েন্টস। মানে সামসিং, সুনতালেখোলা, রকি আইল্যান্ড, লালিগুরাস, ঝালং, বিন্দু ও মূর্তি।

(বা গৈরিবাস, প্যারেন ফরেস্ট, দলগাঁও ভিউ পয়েন্ট, রঙ্গো, গোদক, চিসাং, তোদে এবং তাংতা।)

তৃতীয় দিন -- মাল পার্ক, বজরংবলী মন্দির, গাজোলডোবা, ৫১ পিঠ ভ্রামরী দেবীর মন্দির। তারপর নিউ মাল ড্রপ।

(বা সেবক কালী মন্দির ও বেঙ্গল সাফারি পার্ক)

♦️♦️প্যাকেজ_২ (৪দিন-৩রাত)♦️♦️
(নিউ মাল থেকে নিউ মাল)

প্রথম দিন --নিউ মাল থেকে পিক আপ, দুপুরে মেদলা ওয়াচ-টাওয়ার বা লাল ঝামেলা বস্তি।

দ্বিতীয় দিন--
খুব ভোরে উঠে নিজ খরচে গোরুমারা ফরেস্টে জঙ্গল সাফারি। তারপর ৭ পয়েন্টস, মানে সামসিং, সুনতালেখোলা, রকি আইল্যান্ড, লালিগুরাস, ঝালং, বিন্দু ও মূর্তি।

(বা গৈরিবাস, প্যারেন ফরেস্ট, দলগাঁও ভিউ পয়েন্ট, রঙ্গো, গোদক, চিসাং, তোদে এবং তাংতা।)

তৃতীয় দিন -- গোরুবাথান পার্ক, ফাগু, চেল খোলা, ডালিম, পাপরখেতি ও লাভা মনাস্টেরি।

(বা জলদাপাড়া, সাউথ খয়েরবাড়ি পার্ক ও লাল ঝামেলা বস্তি)

চতুর্থ দিন -- মাল পার্ক, বজরংবলী মন্দির, গাজোলডোবা, ৫১ পিঠ ভ্রামরী দেবীর মন্দির। তারপর নিউ মাল ড্রপ।

(বা সেবক কালী মন্দির ও বেঙ্গল সাফারি পার্ক)

♦️♦️প্যাকেজ_৩ (৫দিন-৪রাত)♦️♦️
(নিউ মাল থেকে নিউ মাল)

প্রথম দিন --নিউ মাল থেকে পিক আপ, দুপুরে মেদলা ওয়াচ-টাওয়ার বা লাল ঝামেলা বস্তি।

দ্বিতীয় দিন--
খুব ভোরে উঠে নিজ খরচে গোরুমারা ফরেস্টে জঙ্গল সাফারি। তারপর ৭ পয়েন্টস। মানে সামসিং, সুনতালেখোলা, রকি আইল্যান্ড, লালিগুরাস, ঝালং, বিন্দু ও মূর্তি।

(বা গৈরিবাস, প্যারেন ফরেস্ট, দলগাঁও ভিউ পয়েন্ট, রঙ্গো, গোদক, চিসাং, তোদে এবং তাংতা।)

তৃতীয় দিন -- গোরুবাথান পার্ক, ফাগু, চেল খোলা, ডালিম, পাপরখেতি ও লাভা মনাস্টেরি।

(বা জলদাপাড়া, সাউথ খয়েরবাড়ি পার্ক ও লাল ঝামেলা বস্তি)

চতুর্থ দিন-- রাজাভাতখাওয়া, বক্সা, জয়ন্তী, পোখরি লেক, টিজিএন ওয়াচ-টাওয়ার, সিকিয়াঝোড়া

(বা জল্পেশ মন্দির ও তিনবিঘা করিডোর)

পঞ্চম দিন -- মাল পার্ক, বজরংবলী মন্দির, গাজোলডোবা, ৫১ পিঠ ভ্রামরী দেবীর মন্দির। তারপর নিউ মাল ড্রপ।

(বা সেবক কালী মন্দির ও বেঙ্গল সাফারি পার্ক)

♦️♦️প্যাকেজ_৪ (৬দিন-৫রাত)♦️♦️
(নিউমাল থেকে নিউ আলিপুরদুয়ার)

প্রথম দিন --নিউ মাল থেকে পিক আপ, দুপুরে মেদলা ওয়াচ-টাওয়ার বা লাল ঝামেলা বস্তি।

দ্বিতীয় দিন--
খুব ভোরে উঠে নিজ খরচে গোরুমারা ফরেস্টে জঙ্গল সাফারি। তারপর ৭ পয়েন্টস। মানে সামসিং, সুনতালেখোলা, রকি আইল্যান্ড, লালিগুরাস, ঝালং, বিন্দু ও মূর্তি।

(বা গৈরিবাস, প্যারেন ফরেস্ট, দলগাঁও ভিউ পয়েন্ট, রঙ্গো, গোদক, চিসাং, তোদে এবং তাংতা।)

তৃতীয় দিন -- গোরুবাথান পার্ক, ফাগু, চেল খোলা, ডালিম, পাপরখেতি ও লাভা মনাস্টেরি।

(বা জল্পেশ শিব মন্দির, তিনবিঘা করিডোর)

চতুর্থ দিন-- চালসা থেকে জলদাপাড়া, সাউথ খয়েরবাড়ি পার্ক হয়ে জলদাপাড়া বা চিলাপাতা ট্রান্সফার।

পঞ্চম দিন --খুব ভোরে জলদাপাড়া বা চিলাপাতায় নিজ খরচে জঙ্গল সাফারি। তারপর জয়ন্তী ট্রান্সফার। যাবার পথে দেখে নেবো রাজাভাতখাওয়া মিউজিয়াম, বক্সা ফরেস্ট (নিজেরা ট্রেক করে যেতে চাইলে বক্সা ফোর্টও),
লাঞ্চের পর পোখরি লেক ও টিজিএন ওয়াচ-টাওয়ার।

ষষ্ঠ দিন- খুব ভোরে উঠে নিজ খরচে কোর বক্সায় জঙ্গল সাফারি। তারপর চেক আউট এর পর সিকিয়াঝোড়া তে (উত্তরের সুন্দরবন) নিজ খরচে বোটিং করে নিউ আলিপুরদুয়ার ড্রপ।

এছাড়া আমাদের পাহাড় ও ডুয়ার্সের আরও কিছু প্যাকেজ আছে। আমরা কাস্টমাইজ প্যাকেজও করি।

🐾🐾👉👉কী কী খাবেন?????

প্রথম দিন রিসর্টে আসলেই ওয়েলকাম ড্রিংকস।

🥄🥄ব্রেকফাস্ট♦️ -বেড টি, বিস্কুট, আলুর পরোটা বা লুচি তরকারি বা রুটি সবজি। সঙ্গে ডিম বা মিস্টি অল্টারনেট করে।

🍽️🍽️লাঞ্চ♦️- (একমাত্র প্রথম দিন) স্যালাড, রাইস, ডাল, ভাজা, মরশুমি সবজি, কাতলা বা রুই কারি (১০০ গ্রাম), পাপড় ও চাটনি। বাকি দিনগুলোতে জার্নির সময় প্যাকেট লাঞ্চ।

🍽️🍽️প্যাকেট লাঞ্চ♦️- (জার্নির সময়, প্রথম দিন বাদে)
ফ্রায়েড রাইস ও চিকেন কারি বা ডাবল ডিমের কারি বা জিরা রাইস ও রুই বা কাতলা কারি বা আলু পনির।

🥄🥄স্ন্যাক্স♦️- চা, ভেজ পাকোড়া বা চাউমিন বা আলুর চপ- মুড়ি (একেক দিন একেক রকম) ৪ রাত থাকলে ১ দিন মোমো, ১ দিন চিকেন পাকোড়া।

🍽️🍽️ডিনার♦️- স্যালাড, রাইস/ রুটি, ডাল, ভাজা, সবজি, বয়লার চিকেন কষা (২০০ গ্রাম)।

এর সঙ্গে ৫ দিন ৪ রাতের প্যাকেজ করলেই যে কোনো একদিন হয় 👉👉মাটন♦️ বা 👉👉দেশি চিকেন♦️ (২০০ গ্রাম)

🐾🐾👉👉প্যাকেজে অন্তর্ভুক্ত খরচ--
খাওয়া (প্রথম দিনের লাঞ্চ থেকে শেষ দিনের ব্রেকফাস্ট), থাকা (পরিবার পিছু রুম), ঘোরা (পিক আপ, ড্রপিং আর সাইটসিয়িং এ পরিবার বা গ্রুপ পিছু গাড়ি থাকবে)

🐾🐾👉👉প্যাকেজে বহির্ভুত খরচ--
কোনো স্হানের প্রবেশ মূল্য (গাড়ি ও গেস্টের), কোনো স্হানের কানেকটিং কার, পার্কিং, জিপসি সাফারি, আদিবাসী নাচ, কোনো গাইড, কোনো রাইড, কুলি চার্জ, ওয়েটিং চার্জ ইত্যাদি।

Moupal Tour and Travels
+918100175369

,
,
,
#নতুনের_খোঁজে, ,
, ,
, উত্তরবঙ্গ_ভ্রমণ

*.........সুন্দরবন ভ্রমণের সুবর্ণ সুযোগ.........*   *............দোলে সুন্দরবন ভ্রমণ ............* 🌳 🏡 🌲 🚢 🚣‍♂️ 🛥 🛶 ⛵  🌳...
12/02/2024

*.........সুন্দরবন ভ্রমণের সুবর্ণ সুযোগ.........*
*............দোলে সুন্দরবন ভ্রমণ ............*
🌳 🏡 🌲 🚢 🚣‍♂️ 🛥 🛶 ⛵ 🌳 🏡 🌲

বেড়াতে ভালোবাসেন ?
কিন্তু দূরে যাওয়ার অবকাশ নেই ?
খরচের কথা ভেবে পিছিয়ে যাচ্ছেন ?
সমাধান এবার হাতের মুঠোয়।
সপ্তাহান্তে স্বল্প খরচে বেড়িয়ে আসুন সুন্দরবন।

*মাথাপিছু মাত্র 4500 টাকায় 2 রাত্রি 3 দিন*

*থাকা-খাওয়া সহ। কোনো অতিরিক্ত খরচ নেই।*

*24,25,26 March 2024*

মেদিনীপুর থেকে মেদিনীপুর
(খড়্গপুর থেকেও ওঠা যাবে)

*SUPER LUXURY AC VOLVO BUS*
🚌 🚌 🚌 🚌 🚌 🚌 🚌 🚌

*লঞ্চ/হোটেলে রাত্রিবাস (বুকিং এর সময় যেটা চাইবেন)*
🏨 🚢 🏨 🚢 🏨 🚢 🏨 🚢

*(হোটেল এ 2, 3,4,6,8 বেড র রুম। পতি ফ্যামিলি র জন্য আলাদা রুম।)*

*[Double sharing = 4750 per head]*

*{Boat a night stay 4000 per head}*

¤ সমস্ত টিকিট আমার করে দেবো।
*¤ জঙ্গল সাফারির খরচ আমাদের।*
*¤ রাত্রিবেলা ঝুমুর গানের আসর থাকবে।*
¤ 3 বছর পর্যন্ত কোন টাকা লাগবে না।
*¤ 8 বছর পর্যন্ত বাসের সিট না নিলে 1500 টাকা ও সিট নিলে ফুল টাকা লাগবে ।*

🏨 🏨 🏨 🏨 🏨 🏨 🏨 🏨

বাসে ওঠার জায়গা এবং সময় :
১) মেদিনীপুর: 23 March 10.30pm 🕥
৩) চৌরঙ্গী মোড়: রাত 11.15 pm 🕦

26 th March 2.30 pm 🕝 এ সুন্দরবন থেকে বাস ছাড়বে।
V
*মাথাপিছু মাত্র 2000 টাকা দিয়ে এখনি পছন্দের সিট বুক করুন* |

যোগাযোগ-
প্রসুন বিশ্বাস
77973 20181 // 9064526780

*সিট সীমিত। সত্বর যোগাযোগ করুন।*

Menu chat

*প্রথম দিন*
24 March

লুচি, আলুর দম🥔, ডিম সিদ্ধ🥚, বা মিষ্টি🍨, চা 🍵 ।
(১১টায়)
নদীর আমুদি মাছ ভাজা 🐠। কফি ☕।
(দুপুরে)
ভাত, 🍚| ডাল , ভাজা ,সব্জি।
*ভেটকি মাছের ক্যারি 🐟 ,দই কাতলা 🐟 ,* চাটনি 🍅, পাপর, পরে ফল 🍎।
(সন্ধ্যায়)
*চিকেন পাকোড়া,* চা।
(রাত্রি)
ভাত 🍚 , সবজি, *মটন*, 🍗, স্যালাড 🥗 , হজমোলা।

*দ্বিতীয় দিন*
25 March

(সকাল -৭.৩০)
চা, বিস্কুট।
(৯:৩০ টায়)
কচুরি, চানামশলা, ডিম সিদ্ধ বা মিষ্টি, চা।
(১১ টায়)
ভেজপকোড়া,চা ☕।
(দুপুরে)
ভাত, ডাল, ভাজা, সবজি,*রুই মাছের ক্যারি, গলদা চিংড়ি মালাই কারি*🍤। চাটনি, পাপর।
(৪টায়)
চা।
(সন্ধ্যায়)
এগ চাউমিন অথবা ডিমের ডেবিল ,চা।
(রাত্রি)
*ফ্রারাইস, চিলিচিকেন*।

*তৃতীয় দিন*
26 March
(সকাল -৭:৩০টায়)
চা, বিস্কুট।
(৯:৩০টায়)
লুচি, ছোলার ডাল, ডিম সিদ্ধ বা মিষ্টি, চা।
(১১টায়)
কফি।
(দুপুরে)
ভাত, ডাল, ভাজা, সবজি, *কাঁকড়া ক্যারি, সাথে নদীর মাছ,* চাটনি, পাপর।

⬇️⬇️⬇️ ☎️ ⬇️⬇️⬇️

7️⃣7️⃣9️⃣7️⃣3️⃣2️⃣0️⃣1️⃣8️⃣1️⃣

9️⃣0️⃣6️⃣4️⃣5️⃣2️⃣6️⃣7️⃣8️⃣0️⃣

*প্রথম দিন*
দূর্গাদুয়ানী নদী, গুমতী নদী, বিদ্যাধরী নদী, পঞ্চমুখানী নদী,ঝরখালী( Ipat)
সাইডসীন, বার্ড আইল্যান্ড হয়ে পাখিরওলা।

*দ্বীতৃয় দিন*

সৈজনে খালি,সুধান্য খালি,সরক খালি (1) বনবিবি ভারানি,পির খালি (1) পির খালি (2) খনাখালি,গাজি খালি,দেউল ভারানি,নবাকী,দুবাকী হয়ে হোটেল

*তৃতীয় দিন*

সরক খালি সাইডসীন,পীজ খালি, বনবিবি মন্দির ,পারশে মারি জঙ্গল ,

Booking or others information call 9064526780



























সুন্দরবন ভ্রমণের কিছু ছবি।
05/02/2024

সুন্দরবন ভ্রমণের কিছু ছবি।

🌾🌾🌳পুরুলিয়া ভ্রমন🌳🌾🌾             *🎉পলাশ উৎসব 🎉**Date of journey*8 March 11pm = Kharagpur11:30 pm =Midnapur *Return Date...
29/01/2024

🌾🌾🌳পুরুলিয়া ভ্রমন🌳🌾🌾
*🎉পলাশ উৎসব 🎉*

*Date of journey*

8 March
11pm = Kharagpur
11:30 pm =Midnapur

*Return Date*
10 March 5 pm from purulia.

Tour plan

DAY 1(9 th March)
মাঠা পাহাড় ও ফরেস্ট মুররাবুরু পাখি পাহাড়, সনকুপী, দেখে BAGHMUNDI,
chemtaburu hill খইরাবেরা ড্যাম ও লেক WATCH TOWER মুখোশ গ্রাম।

DAY 2(10 th March)

KESTOBAZAR ড্যাম, LAHARIA মন্দির,UPPER ড্যাম LOWER ড্যাম, মার্বেল লেক, বামনী ফলস, ময়ূর পাহাড়, HILLTOP, ,সীতাকুণ্ড সুইসাইড point , murguma ড্যাম, রামমন্দির, ঘগকচা ঝর্না( OFFBEAT) WATCH TOWER,TURGA ফলস TURGA ড্যাম

খাবার মেনু
প্রথম দিন (9th March)
সকাল ৭ টা = চা ও বিস্কুট।
সকাল ৯ টা= লুচি,তরকারি,মিষ্টি।
দুপুর = ভাত, ডাল, স্যালাড, সব্জি দুই রকম, মাছ, চাটনি,পাঁপড়।
বিকেল = ভেজ/ চিকেন পকোড়া,চা।
রাত্রি= ভাত/ রুটি, স্যালাড, ভাজা,সব্জি, চিকেন ।

দ্বিতীয় দিন
(10th March)
সকাল ৭ টা = চা ও বিস্কুট।
সকাল ৯ টা= লুচি,তরকারি,মিষ্টি।
দুপুর = ভাত, ডাল, স্যালাড, সব্জি দুই রকম, মাছ, চাটনি,পাঁপড়।
বিকেল = ভেজ/ চিকেন পকোড়া, চা।

Contact
Moupal Tour and Travels Prasun Biswas
7797320181 or 9064526780

যা আমারা দেবো
¤ মেদিনীপুর/ খড়্গপুর থেকে AC BUS এ আসা ও যাওয়া।
¤ Hotel থাকার থরচ।
¤ সাইডসীন এর জন্য ২ দিন গাড়ির ব্যবস্থা।
¤ ৯ মার্চ সকাল থেকে ১০ মার্চ বিকেল পর্যন্ত সুন্দর খাওয়ার ব্যবস্থা।

👉Khabar quality
👉Hill face hotel
👉Dlx type room
👉valo condition গাড়ি
👉এক্সপার্ট ড্রাইভার।(পাহাড়ে ঘোরার জন্য)


Amount = 3500 per head

Booking amount 1000 per head

বকখালি ভ্রমণের কিছু ছবি।
22/01/2024

বকখালি ভ্রমণের কিছু ছবি।

*.........সুন্দরবন ভ্রমণের সুবর্ণ সুযোগ.........*  🌳 🏡 🌲 🚢 🚣‍♂️ 🛥 🛶 ⛵  🌳 🏡 🌲 বেড়াতে ভালোবাসেন ?কিন্তু দূরে যাওয়ার অবকা...
18/12/2023

*.........সুন্দরবন ভ্রমণের সুবর্ণ সুযোগ.........*
🌳 🏡 🌲 🚢 🚣‍♂️ 🛥 🛶 ⛵ 🌳 🏡 🌲

বেড়াতে ভালোবাসেন ?
কিন্তু দূরে যাওয়ার অবকাশ নেই ?
খরচের কথা ভেবে পিছিয়ে যাচ্ছেন ?
সমাধান এবার হাতের মুঠোয়।
সপ্তাহান্তে স্বল্প খরচে বেড়িয়ে আসুন সুন্দরবন।

*মাথাপিছু মাত্র 4500 টাকায় 2 রাত্রি 3 দিন*

*থাকা-খাওয়া সহ। কোনো অতিরিক্ত খরচ নেই।*

*2,3,4 February 2024*

মেদিনীপুর থেকে মেদিনীপুর
(খড়্গপুর থেকেও ওঠা যাবে)

*SUPER LUXURY AC VOLVO BUS*
🚌 🚌 🚌 🚌 🚌 🚌 🚌 🚌

*লঞ্চ/হোটেলে রাত্রিবাস (বুকিং এর সময় যেটা চাইবেন)*
🏨 🚢 🏨 🚢 🏨 🚢 🏨 🚢

*(হোটেল এ 2,3,4,6 বেড র রুম। পতি ফ্যামিলি র জন্য আলাদা রুম।)*

*4500 Per head ((no hidden cost))*

*[Double sharing = 4750 per Head]*

¤ সমস্ত টিকিট আমার করে দেবো।
*¤ জঙ্গল সাফারির খরচ আমাদের।*
*¤ রাত্রিবেলা ঝুমুর গানের আসর থাকবে।*
¤ 3 বছর পর্যন্ত কোন টাকা লাগবে না।
*¤ 8 বছর পর্যন্ত বাসের সিট না নিলে 1500 টাকা ও সিট নিলে ফুল টাকা লাগবে ।*

🏨 🏨 🏨 🏨 🏨 🏨 🏨 🏨

বাসে ওঠার জায়গা এবং সময় :
১) মেদিনীপুর: 1st February 10 .30pm 🕥
2) খড়্গপুর : রাত 11.15 pm 🕦

4th February 2.30 pm 🕝 এ সুন্দরবন থেকে বাস ছাড়বে।

*মাথাপিছু মাত্র 1000 টাকা দিয়ে এখনি পছন্দের সিট বুক করুন* |

যোগাযোগ-
প্রসুন বিশ্বাস
77973 20181 // 9064526780

*সিট সীমিত। সত্বর যোগাযোগ করুন।*

Menu chat

*প্রথম দিন*
2 February

লুচি, আলুর দম🥔, ডিম সিদ্ধ🥚, বা মিষ্টি🍨, চা 🍵 ।
(১১টায়)
নদীর আমুদি মাছ ভাজা 🐠। কফি ☕।
(দুপুরে)
ভাত, 🍚| ডাল , ভাজা ,সব্জি।
*ভেটকি মাছের ক্যারি 🐟 ,দই কাতলা 🐟 ,* চাটনি 🍅, পাপর, পরে ফল 🍎।
(সন্ধ্যায়)
*চিকেন পাকোড়া,* চা।
(রাত্রি)
ভাত 🍚 , সবজি, *মটন*, 🍗, স্যালাড 🥗 , হজমোলা।

*দ্বিতীয় দিন*
3 February

(সকাল -৭.৩০)
চা, বিস্কুট।
(৯:৩০ টায়)
কচুরি, চানামশলা, ডিম সিদ্ধ বা মিষ্টি, চা।
(১১ টায়)
ভেজপকোড়া,চা ☕।
(দুপুরে)
ভাত, ডাল, ভাজা, সবজি,*রুই মাছের ক্যারি, গলদা চিংড়ি মালাই কারি*🍤। চাটনি, পাপর।
(৪টায়)
চা।
(সন্ধ্যায়)
এগ চাউমিন অথবা ডিমের ডেবিল ,চা।
(রাত্রি)
*ফ্রারাইস, চিলিচিকেন*।

*তৃতীয় দিন*
4 February
(সকাল -৭:৩০টায়)
চা, বিস্কুট।
(৯:৩০টায়)
লুচি, ছোলার ডাল, ডিম সিদ্ধ বা মিষ্টি, চা।
(১১টায়)
কফি।
(দুপুরে)
ভাত, ডাল, ভাজা, সবজি, *কাঁকড়া ক্যারি, সাথে নদীর মাছ,* চাটনি, পাপর।

⬇️⬇️⬇️ ☎️ ⬇️⬇️⬇️

7️⃣7️⃣9️⃣7️⃣3️⃣2️⃣0️⃣1️⃣8️⃣1️⃣

9️⃣0️⃣6️⃣4️⃣5️⃣2️⃣6️⃣7️⃣8️⃣0️⃣

*প্রথম দিন*
দূর্গাদুয়ানী নদী, গুমতী নদী, বিদ্যাধরী নদী, পঞ্চমুখানী নদী,ঝরখালী( Ipat)
সাইডসীন, বার্ড আইল্যান্ড হয়ে পাখিরওলা।

*দ্বীতৃয় দিন*

সৈজনে খালি,সুধান্য খালি,সরক খালি (1) বনবিবি ভারানি,পির খালি (1) পির খালি (2) খনাখালি,গাজি খালি,দেউল ভারানি,নবাকী,দুবাকী হয়ে হোটেল

*তৃতীয় দিন*

সরক খালি সাইডসীন,পীজ খালি, বনবিবি মন্দির ,পারশে মারি জঙ্গল ,

Booking or others information call 9064526780

*Booking Process*
১‌. Bus এর সিট পছন্দ করূন ।
২. আধার কাড কপি পাঠান
7797320181
বাসের সিট ও Hotel র রুম confirm জানাবার পরে বুকিং Amount পাঠান।

7797320181
PRASUN BISWAS
( Phonepe + Google Pay)

Or

9064526780
PRASUN BISWAS
[Phonepe]
[PAYTM]

*বকখালি ভ্রমণ* অনেক তো হোল দীঘা  চলুন এবার  ঘুরে আসি বকখালি। 2000 টাকার বকখালি, সাথে থাকছে SUPER LUXURY  BUS,SUPER LUXUR...
18/12/2023

*বকখালি ভ্রমণ*

অনেক তো হোল দীঘা চলুন এবার ঘুরে আসি বকখালি।

2000 টাকার বকখালি, সাথে থাকছে
SUPER LUXURY BUS,
SUPER LUXURY HOTEL,

2 times lunch,
1 time dinner,
2 time breakfast..


কোন কোন জায়গা আমার যাব

Bakkhali Sea Beach
Henry Island
Benfish
Kargil Beach
Fraserganj

শুভ যাত্রা 19 January 2024
9.00 pm - Moupal.
10.00 pm - Midnapur.
10.30 pm - Kharagpur.

Return
21 January 11.45 am from bakkhali

*Menu*

20 January
9 am = লুচি , সব্জি, চা ☕।
2pm= ভাত🍚, ডাল, ভাজা, সব্জি🥦, মাছ 🐟 চাটনী🍅, পাঁপড়।
10pm = ভাত🍚, ডাল, সব্জি🥦, চিকেন🍗 ।

21 January 2024
8 am = লুচি , সব্জি, চা ।
11:30 am = ভাত🍚, ডাল, ভাজা, সব্জি, মাছ 🐟 , চাটনী🍅, পাঁপড়।

🔹 প্রথম দিনের সকাল টা আমারা বকখালি র সমুদ্র সৈকত এ উপভোগ করব।
🔹দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বিকেল 3 টা তে আমারা টোটো রিজার্ভ করে *(নিজস্ব খরচে per head 80 to 100)* আমার যাব Henry Island, Benfish, Kargil Beach, Fraserganj.
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে, আবার আমারা চোলে যাব বকখালি সমুদ্র সৈকত এ উপভোগ করার জন্য।
🔹দ্বিতীয় দিন ভোর বেলাতে আমার যাব সূর্যোদয় দেখতে।
🔹দ্বিতীয় দিন সকাল বেলা জলখাবার খেয়ে আমার আসব সমুদ্র স্নান এর জন্য।
🔹দ্বিতীয় দিন সকাল 11:30 তে আমাদের হোটেল চেক আউট করে দুপুরের খাবার খেয়ে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে।

PER HEAD 2000 only

*MOUPAL TOUR AND TRAVELS*
9064526780
77973 20181

*.........সুন্দরবন ভ্রমণের সুবর্ণ সুযোগ.........*   *............দোলে সুন্দরবন ভ্রমণ ............* 🌳 🏡 🌲 🚢 🚣‍♂️ 🛥 🛶 ⛵  🌳...
18/12/2023

*.........সুন্দরবন ভ্রমণের সুবর্ণ সুযোগ.........*
*............দোলে সুন্দরবন ভ্রমণ ............*
🌳 🏡 🌲 🚢 🚣‍♂️ 🛥 🛶 ⛵ 🌳 🏡 🌲

বেড়াতে ভালোবাসেন ?
কিন্তু দূরে যাওয়ার অবকাশ নেই ?
খরচের কথা ভেবে পিছিয়ে যাচ্ছেন ?
সমাধান এবার হাতের মুঠোয়।
সপ্তাহান্তে স্বল্প খরচে বেড়িয়ে আসুন সুন্দরবন।

*মাথাপিছু মাত্র 4500 টাকায় 2 রাত্রি 3 দিন*

*থাকা-খাওয়া সহ। কোনো অতিরিক্ত খরচ নেই।*

*24,25,26 March 2024*

মেদিনীপুর থেকে মেদিনীপুর
(খড়্গপুর থেকেও ওঠা যাবে)

*SUPER LUXURY AC VOLVO BUS*
🚌 🚌 🚌 🚌 🚌 🚌 🚌 🚌

*লঞ্চ/হোটেলে রাত্রিবাস (বুকিং এর সময় যেটা চাইবেন)*
🏨 🚢 🏨 🚢 🏨 🚢 🏨 🚢

*(হোটেল এ 2, 3,4,6,8 বেড র রুম। পতি ফ্যামিলি র জন্য আলাদা রুম।)*

*[Double sharing = 4750 per head]*

*{Boat a night stay 4000 per head}*

¤ সমস্ত টিকিট আমার করে দেবো।
*¤ জঙ্গল সাফারির খরচ আমাদের।*
*¤ রাত্রিবেলা ঝুমুর গানের আসর থাকবে।*
¤ 3 বছর পর্যন্ত কোন টাকা লাগবে না।
*¤ 8 বছর পর্যন্ত বাসের সিট না নিলে 1500 টাকা ও সিট নিলে ফুল টাকা লাগবে ।*

🏨 🏨 🏨 🏨 🏨 🏨 🏨 🏨

বাসে ওঠার জায়গা এবং সময় :
১) মেদিনীপুর: 23 March 10.30pm 🕥
৩) চৌরঙ্গী মোড়: রাত 11.15 pm 🕦

26 th March 2.30 pm 🕝 এ সুন্দরবন থেকে বাস ছাড়বে।
V
*মাথাপিছু মাত্র 2000 টাকা দিয়ে এখনি পছন্দের সিট বুক করুন* |

যোগাযোগ-
প্রসুন বিশ্বাস
77973 20181 // 9064526780

*সিট সীমিত। সত্বর যোগাযোগ করুন।*

Menu chat

*প্রথম দিন*
24 March

লুচি, আলুর দম🥔, ডিম সিদ্ধ🥚, বা মিষ্টি🍨, চা 🍵 ।
(১১টায়)
নদীর আমুদি মাছ ভাজা 🐠। কফি ☕।
(দুপুরে)
ভাত, 🍚| ডাল , ভাজা ,সব্জি।
*ভেটকি মাছের ক্যারি 🐟 ,দই কাতলা 🐟 ,* চাটনি 🍅, পাপর, পরে ফল 🍎।
(সন্ধ্যায়)
*চিকেন পাকোড়া,* চা।
(রাত্রি)
ভাত 🍚 , সবজি, *মটন*, 🍗, স্যালাড 🥗 , হজমোলা।

*দ্বিতীয় দিন*
25 March

(সকাল -৭.৩০)
চা, বিস্কুট।
(৯:৩০ টায়)
কচুরি, চানামশলা, ডিম সিদ্ধ বা মিষ্টি, চা।
(১১ টায়)
ভেজপকোড়া,চা ☕।
(দুপুরে)
ভাত, ডাল, ভাজা, সবজি,*রুই মাছের ক্যারি, গলদা চিংড়ি মালাই কারি*🍤। চাটনি, পাপর।
(৪টায়)
চা।
(সন্ধ্যায়)
এগ চাউমিন অথবা ডিমের ডেবিল ,চা।
(রাত্রি)
*ফ্রারাইস, চিলিচিকেন*।

*তৃতীয় দিন*
26 March
(সকাল -৭:৩০টায়)
চা, বিস্কুট।
(৯:৩০টায়)
লুচি, ছোলার ডাল, ডিম সিদ্ধ বা মিষ্টি, চা।
(১১টায়)
কফি।
(দুপুরে)
ভাত, ডাল, ভাজা, সবজি, *কাঁকড়া ক্যারি, সাথে নদীর মাছ,* চাটনি, পাপর।

⬇️⬇️⬇️ ☎️ ⬇️⬇️⬇️

7️⃣7️⃣9️⃣7️⃣3️⃣2️⃣0️⃣1️⃣8️⃣1️⃣

9️⃣0️⃣6️⃣4️⃣5️⃣2️⃣6️⃣7️⃣8️⃣0️⃣

*প্রথম দিন*
দূর্গাদুয়ানী নদী, গুমতী নদী, বিদ্যাধরী নদী, পঞ্চমুখানী নদী,ঝরখালী( Ipat)
সাইডসীন, বার্ড আইল্যান্ড হয়ে পাখিরওলা।

*দ্বীতৃয় দিন*

সৈজনে খালি,সুধান্য খালি,সরক খালি (1) বনবিবি ভারানি,পির খালি (1) পির খালি (2) খনাখালি,গাজি খালি,দেউল ভারানি,নবাকী,দুবাকী হয়ে হোটেল

*তৃতীয় দিন*

সরক খালি সাইডসীন,পীজ খালি, বনবিবি মন্দির ,পারশে মারি জঙ্গল ,

Booking or others information call 9064526780

*Booking Process*
১‌. Bus এর সিট পছন্দ করূন ।
২. আধার কাড কপি পাঠান
7797320181
বাসের সিট ও Hotel র রুম confirm জানাবার পরে বুকিং Amount পাঠান।

7797320181
PRASUN BISWAS
( Phonepe + Google Pay)

Or

9064526780
PRASUN BISWAS
[Phonepe]
[PAYTM]

*.........সুন্দরবন ভ্রমণের সুবর্ণ সুযোগ.........* 🌳 🏡 🌲 🚢 🚣‍♂️ 🛥 🛶 ⛵  🌳 🏡 🌲 মাথাপিছু মাত্র 4500 টাকায় 2 রাত্রি 3 দিন7,8...
19/11/2023

*.........সুন্দরবন ভ্রমণের সুবর্ণ সুযোগ.........*

🌳 🏡 🌲 🚢 🚣‍♂️ 🛥 🛶 ⛵ 🌳 🏡 🌲

মাথাপিছু মাত্র 4500 টাকায় 2 রাত্রি 3 দিন

7,8,9,10 December 2023

মেদিনীপুর থেকে মেদিনীপুর

Pickup point
Midnapur bus stand = 7th December 10:30 pm
Kharagpur bus stand 11.00 pm

LUXURY AC BUS
🚌 🚌 🚌 🚌 🚌 🚌 🚌 🚌

হোটেলে বা বোটে রাত্রিবাস
🏨 🏨 🚢 🚢 🏨 🏨

¤ পতি ফ্যামিলি র জন্য আলাদা রুম।
¤ রাত্রিবেলা ঝুমুর/বাউল গানের আসর থাকবে।

🏨 🏨 🏨 🏨 🏨 🏨 🏨 🏨

10 December 2.00 pm 🕑 এ সুন্দরবন থেকে বাস ছাড়বে।

মাথাপিছু মাত্র 2000 টাকা দিয়ে এখনি পছন্দের সিট বুক করুন |

যোগাযোগ-
প্রসুন বিশ্বাস
7797320181
9064526780

সিট সীমিত। সত্বর যোগাযোগ করুন।
বুকিং শুরু হয়ে গিয়েছে। তাই পছন্দের সিট পেতে তাড়াতাড়ি বুকিং করুন।

Menu chat

*প্রথম দিন*
সকাল =( ১০ টায়)
লুচি, সব্জি 🥔, ডিম সিদ্ধ🥚 বা মিষ্টি🍨, চা 🍵 ।
(১১টায়)
নদীর আমুদি মাছ ভাজা 🐠। কফি ☕।
(দুপুরে)
ভাত, 🍚| ডাল , ভাজা🍆 ,সব্জি🥦।
ভেটকি মাছের ক্যারি 🐟 ,দই কাতলা 🐟 , চাটনি 🍅, পাঁপড়, পরে ফল 🍎।
(সন্ধ্যায়)
চিকেন পাকোড়া, চা☕।
(রাত্রি)
ভাত 🍚 , সবজি, মটন, 🍗, স্যালাড 🥗 ।

*দ্বিতীয় দিন*
(সকাল -৭.৩০)
চা🍵, বিস্কুট।
(৯:৩০ টায়)
লুচি, সব্জি, ডিম সিদ্ধ🥚বা মিষ্টি🍨, চা☕।
(১১ টায়)
ভেজপকোড়া🍟, কফি ☕।
(দুপুরে)
ভাত🍚, ডাল, ভাজা🍆, সবজি🥦🥑,রুই মাছের ক্যারি, গলদা চিংড়ি মালাই কারি🦐। চাটনি, পাঁপড়।
(৪টায়)
চা।
(সন্ধ্যায়)
এগ চাউমিন অথবা ডিমের ডেভিল ,চা🍵।
(রাত্রি)
ভাত🍚,ডাল, সব্জি🥗, চিকেন কষা🍗।

*তৃতীয় দিন*
(সকাল -৭:৩০টায়)
চা☕, বিস্কুট।
(৯:৩০টায়)
লুচি, সব্জি, ডিম সিদ্ধ🥚বা মিষ্টি🍨, চা🍵।
(১১টায়)
কফি।
(দুপুরে)
ভাত🍚, ডাল, ভাজা🍆, সবজি, কাঁকড়া ক্যারি🦀, সাথে নদীর মাছ,চাটনি, পাঁপড়।

*দর্শনীয় স্থান*

দূর্গাদুয়ানী নদী, গুমতী নদী, বিদ্যাধরী নদী, পঞ্চমুখানী নদী, ঝরখালী (W)(ওয়েদার র ওপর নির্ভর করবে। )
সাইডসীন, বার্ড আইল্যান্ড।সৈজনে খালি(W),সুধান্য খালি(W),সরক খালি (1) বনবিবি ভারানি,পির খালি (1) পির খালি (2) খনাখালি,গাজি খালি,দেউল ভারানি,নবাকী,দুবাকী(W).
সরক খালি সাইডসীন,পীজ খালি, বনবিবি মন্দির ,পারশে মারি জঙ্গল , গোসাবা, হ্যামিল্টন সাহেবের বাংলো, বেকন সাহেবের বাংলো।

Booking or others information call or whatsapp
77973 20181

*একাদশির রাত্রিতে আমার যাব বকখালি*অনেক তো হোল দীঘা, মন্দারমনি , চলুন এবার পুজোর ছুটিতে ঘুরে আসি বকখালি।     2700 টাকার ব...
13/10/2023

*একাদশির রাত্রিতে আমার যাব বকখালি*

অনেক তো হোল দীঘা, মন্দারমনি , চলুন এবার পুজোর ছুটিতে ঘুরে আসি বকখালি।

2700 টাকার বকখালি,
*কোন অতিরিক্ত খরচ নেই*

সাথে থাকছে
LUXURY AC BUS
STANDARD HOTEL,

2 times lunch,
1 time dinner,
2 time breakfast.


কোন কোন জায়গা আমার যাব

Bakkhali Sea Beach
Henry Island
Benfish
Kargil Beach
Fraserganj

শুভ যাত্রা 25 October 2023
9.00 pm - Moupal.
10.00 pm - Midnapur.
10.30 pm - Kharagpur.

Return
27 October 11.45 am from bakkhali

*Menu*

26 October
9 am = লুচি , সব্জি, ডিম সেদ্ধ, মিষ্টি,চা ☕।
2pm= ভাত🍚, ডাল, ভাজা, সব্জি🥦, মাছ 🐟 চাটনী🍅, পাঁপড়।
10pm = রুটি, সব্জি🥦, চিকেন🍗 ।

27 October
8 am = লুচি,তরকারি,চা ।
11:30 am = ভাত🍚, ডাল, ভাজা, সব্জি, মাছ 🐟 , চাটনী🍅, পাঁপড়।

⏩ ফ্যামিলি অনুযায়ী রুম।
⏩ বুকিং অনুযায়ী BUS এর সিট ও Hotel এর রুম Selection করতে পারবেন, তাই আর অপেক্ষা না করে বুকিং করুন।
⏩ খাবার জল হিসেব মিনারেল ওয়াটার দেওয়া হবে।
⏩ জনপতি 700 টাকা ও আধার কাড কপি দিয়ে বুকিং করুন।
⏩বুকিংয়ের সময় রিসিভ কপি অবশ্যই নেবেন।
⏩ গাড়িতে ওঠার সাথে সাথেই পুরো টাকা দিয়ে রিসিভ কপি ক্লিয়ার করে নেবেন।

🔹 প্রথম দিনের সকাল টা আমারা বকখালি র সমুদ্র সৈকত এ উপভোগ করব।
🔹দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বিকেল 3 টা তে আমারা টোটো রিজার্ভ করে আমার যাব Henry Island, Benfish, Kargil Beach, Fraserganj.
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে, আবার আমারা চোলে যাব বকখালি সমুদ্র সৈকত এ উপভোগ করার জন্য।
🔹দ্বিতীয় দিন ভোর বেলাতে আমার যাব সূর্যোদয় দেখতে।
🔹দ্বিতীয় দিন সকাল বেলা জলখাবার খেয়ে আমার আসব সমুদ্র স্নান এর জন্য।
🔹দ্বিতীয় দিন সকাল 11:30 তে আমাদের হোটেল চেক আউট করে দুপুরের খাবার খেয়ে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে।

PER HEAD 2700 only
(( NO HIDDEN COST ))

*MOUPAL TOUR AND TRAVELS*
9064526780
7797320181

PURULIA  ভ্রমণ 2 রাত্রি 3 দিন *DAY 1*PARDIH LAKE, GORGABURU HILL VIEW, মাঠা পাহাড়, পাখি পাহাড়, সনকুপী, BAGHMUNDI, খইরা...
07/10/2023

PURULIA ভ্রমণ

2 রাত্রি 3 দিন

*DAY 1*
PARDIH LAKE, GORGABURU HILL VIEW, মাঠা পাহাড়, পাখি পাহাড়, সনকুপী, BAGHMUNDI, খইরাবেরা ড্যাম ও লেক, মুখোশ গ্রাম।

*DAY 2*
KESTOBAZAR ড্যাম,LAHARIA মন্দির,UPPER ড্যাম LOWER ড্যাম, মার্বেল লেক, বামনী ফলস, ময়ূর পাহাড়, সীতাকুণ্ড, সুইসাইড পয়েন্ট, রামমন্দির, মূরগুমা ড্যাম ও লেক,WATCH TOWER,TURGA ফলস TURGA ড্যাম।।।

*DAY 3*
কংসাবতী নদী পার করে জয়চন্ডী পাহাড়, গড় পঞ্চকোট , BARONTI লেক দেখে স্টেশন ড্রপ।।

এছাড়া দলমা পাহাড়, জামশেদপুর, RAJRAPPA ছিন্নমস্তা মন্দির, Huddru ফলস jonha ফলস , maithon ড্যাম, কাল্যানেশরী মন্দির,, and many more places।।

*খাবার মেনু*
*সকাল*- চা বিস্কুট,
*ব্রেকফাস্ট*- লুচি, আলুর দম মিষ্টি/রুটি বা পরোটা, তরকারি, মিষ্টি/ আলুর পরোটা, টক দই, মিষ্টি.
*দুপুরের খাবার* -ভালো চালের ভাত, ডাল, স্যালাড, ভাজা, দুটো সবজি, মাছ, চাটনি, পাপড়।
*বিকেলের স্ন্যাকস*-ভেজ পকোড়া/চিকেন পকড়া / চাওমিজন এবং চা
*রাত্রিবেলায় খাবার*- ভাত / রুটি, স্যালাড , সবজি, চিকেন।
অথবা
চিলি চিকেন ফ্রাইড রাইস।

*আমারা কি কি পরিষেবা দেবো*

¤ যাবার ও আসার ট্রেনের টিকিট। (2S/SL)
¤ ব্রেকফাস্ট,দুপুরের খাবার,
বিকেলের স্ন্যাকস,রাত্রিবেলায় খাবার।
¤ Hill Facing হোটেল।
¤ এক্সপার্ট Driver.
¤ ভালো Room.
¤ Good condition এর গাড়ি।
¤ Quality খাবার।
¤ কিছু সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য।

*বকখালি ভ্রমণ* অনেক তো হোল দীঘা, পুরি, চলুন এবার গরমের ছুটিতে ঘুরে আসি বকখালি। 2000 টাকার বকখালি, সাথে থাকছে SUPER LUXUR...
07/10/2023

*বকখালি ভ্রমণ*

অনেক তো হোল দীঘা, পুরি, চলুন এবার গরমের ছুটিতে ঘুরে আসি বকখালি।

2000 টাকার বকখালি, সাথে থাকছে
SUPER LUXURY VOLVO BUS, SUPER LUXURY HOTEL,
2 times lunch,
1 time dinner,
2 time breakfast.


কোন কোন জায়গা আমার যাব

Bakkhali Sea Beach
Henry Island
Benfish
Kargil Beach
Fraserganj

শুভ যাত্রা 19 January 2024
9.00 pm - Moupal.
10.00 pm - Midnapur.
10.30 pm - Kharagpur.

Return
21 January 11.45 am from bakkhali

*Menu*

20 January
9 am = লুচি , সব্জি, চা ☕।
2pm= ভাত🍚, ডাল, ভাজা, সব্জি🥦, মাছ 🐟 চাটনী🍅, পাঁপড়।
10pm = ভাত🍚, ডাল, সব্জি🥦, চিকেন🍗 ।

21 January 2024
8 am = লুচি , সব্জি, চা ।
11:30 am = ভাত🍚, ডাল, ভাজা, সব্জি, মাছ 🐟 , চাটনী🍅, পাঁপড়।

⏩ ফ্যামিলি অনুযায়ী রুম।
⏩ বুকিং অনুযায়ী BUS এর সিট ও Hotel এর রুম Selection করতে পারবেন, তাই আর অপেক্ষা না করে বুকিং করুন।
⏩ খাবার জল হিসেব মিনারেল ওয়াটার দেওয়া হবে।
⏩ জনপতি 500 টাকা ও আধার কাড কপি দিয়ে বুকিং করুন।
⏩বুকিংয়ের সময় রিসিভ কপি অবশ্যই নেবেন।
⏩ বাসে ওঠার সাথে সাথেই পুরো টাকা দিয়ে রিসিভ কপি ক্লিয়ার করে নেবেন।

🔹 প্রথম দিনের সকাল টা আমারা বকখালি র সমুদ্র সৈকত এ উপভোগ করব।
🔹দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বিকেল 3 টা তে আমারা টোটো রিজার্ভ করে আমার যাব Henry Island, Benfish, Kargil Beach, Fraserganj.
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে, আবার আমারা চোলে যাব বকখালি সমুদ্র সৈকত এ উপভোগ করার জন্য।
🔹দ্বিতীয় দিন ভোর বেলাতে আমার যাব সূর্যোদয় দেখতে।
🔹দ্বিতীয় দিন সকাল বেলা জলখাবার খেয়ে আমার আসব সমুদ্র স্নান এর জন্য।
🔹দ্বিতীয় দিন সকাল 11:30 তে আমাদের হোটেল চেক আউট করে দুপুরের খাবার খেয়ে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে।

PER HEAD 2000 only

*MOUPAL TOUR AND TRAVELS*
9064526780

DARINGBADI PACKAGE TOUR( 2 Nights and 3 Days) Contact number = 7797320181  or   9064526780 Pickup & Drop =Brahmapur stat...
07/10/2023

DARINGBADI PACKAGE TOUR( 2 Nights and 3 Days)

Contact number = 7797320181 or 9064526780

Pickup & Drop =
Brahmapur station /Gopalpur to Brahmapur / Gopalpur on sea Drop

CAR 🔴 HOTEL 🔴 ALL FOODS 🔴 SIDE SEENING including Parking , Driver foods , Driver night stay , all taxt
🔴 2 BREAKFAST
🔴 2 LUNCH
🔴 2 EVENING TEA WITH BISKUT
🔴 2 DINNER
🚙🚙🚙🚙🚙🚙🚙🚙
Day 1 👉🏼 Pickup From BAM station / Gopalpur to Daringbadi via Sarada Dam , Ghanteswari Temple , Evening Daringbadi Nature park , Hill View Park

Day 2 👉🏼 After breakfast Mandasaru , Lover's point , Emu Birding Centre Back to Hotel , after lunch Daringbadi Pine Forest ,Coffee Garden and Sunset point

Day 3 👉🏼 After breakfast Check out , Daringbadi to BAM / Gopalpur Drop via Midubanda waterfall, pangali Valley, Harabhangi Dam , Khasada Water falls , Jiranga Monastery and Taptapani hot spring

Contact 9064526780 for booking

*🟢 BREAKFAST* *2 nd Day* : 2 Puri + sabji + 1 Idli + 1 Bada
*3rd Day (Last day )* - 4 Puri + Sabji + 1 Boil egg
*🔴 LUNCH= *1 st Day* - Rice + Dal + vaji + Salad + 2/3 Sabji + 2 Egg curry/1 Fish curry + Chatni
*2 nd Day* - same ( *Another taste of different cooking* )
*🟣 Evening only tea + Biskit*
*🟡 Dinner = *1 st Night* : Ruti */* Rice + Dal + Vaji + 1 Sabji + 2 pice Egg / 3 Pice Chicken + Salad
*2nd Night* : Same ( Another taste of different cooking)

🔴 2 Night 3 Days
🔴 Room
🔴 Sight seeing
🔴 Foods
( 2Bed tea + 2 Breakfast + 2 Lunch + 2 Evening Tea + Dinner )

Ammout = Rs. 5️⃣5️⃣5️⃣5️⃣ per head
(Train tickets extra)
(Min 8 head )

🔴 Only Entry fees Extra

*দারিংবারি*

👉🏼 নিরিবিলি শান্ত প্রকৃতির মাঝে
👉🏼 হোটেলটি বেশ অনেক জায়গা নিয়ে অবস্থিত
👉🏼 ২৪ ঘন্টা গরম ও ঠান্ডা জল পাবেন
👉🏼 অনেক রকম ভাষায় আপনাদের ভ্রমণ গাইড পাবেন
👉🏼 এখানের আদিবাসী ভাই বোনদের প্রশিক্ষন দিয়ে পরিসেবা দেওয়ার কাজে রাখা হয়েছে , এদের অর্থনৈতিক অবস্থা উন্নতির জন্য ।
👉🏼 হোটেল স্নোক্রিক ও ওডিশা সরকারের ইকো রিটট্রিটে একমাত্র আদিবাসী আঞ্চলিক মহিলাদের দিয়ে নৃত্য দেখানোর ব্যবস্থা রেখেছে
👉🏼 অতিথিরা আমাদের কাছে ঈশ্বরের সমতুল্য তাদের কে ভালো পরিসেবা দিয়ে খুশি করা আমাদের প্রধান লক্ষ্য
🙏🏼 একটি আবেদন ডারিংবারিকে ভারতের কাশ্মীর কল্পনা করে এখানে ভ্রমণের আসবেন না । কোনো এক ইংরেজ সাহেব ডারিংবারির মনোরম স্নিগ্ধ শান্ত শীতল প্রকৃতির জন্য একে উড়িষ্যার কাশ্মীর বলে অভিহিত করে ছিলেন
🙏🏼❤️ সবাই ভালো থাকুন ,
বছরে একবার অন্তত কোন এক জায়গায় ভ্রমণে জান , ভ্রমণে অর্থের খরচ হয় শারীরিক পরিশ্রম হয় এ কথা ঠিক কিন্তু একথাও ঠিক একঘেয়েমি জীবন থেকে আপনাকে আবার নতুন করে বাঁচার রসদ দেবে

Moupal Tour and Travels
Prasun Biswas
90645 26780
77973 20181

07/10/2023

LAST DATE OF BOOKING 15 OCT

Date 10 FEB to 14 FEB 2024

NJP TO NJP

Darjeeling & Gangtok

Limited Time Offer

4 night 5 Days Darjeeling Gangtok

Rs. 8,000 per person

Kid below 5 years free

Kid below 8 years Half

Kid above 8 Years Full

🍔4 Breakfast🍛 4Lunch🥘 4 Dinner🍽

1 Sumo/Bolero Cab 🚙

Family wise Rooms

Offer Valid Till 15 Oct 2023

Standard Hotels 🏨

Derjeeling 2 Night

Gangtok 2 Night

Day 01: Arrival NJP/IXB to Gangtok.

On Arrival at NJP Railway Station or Bagdogra - You will be greeted by our representative and transfer to Gangtok. Gangtok is the capital of the mountainous northern Indian state of Sikkim. Established as a Buddhist pilgrimage site in the 1840s, the city became capital of an independent monarchy after British rule ended, but joined India in 1975. Check in to hotel and overnight at Gangtok.

Day 02: Excursion to Changu / Tsomgo Lake & Baba Mandir

Early morning breakfast – Permits are made one day prior to visit - This is nearly 48 kilometers drive and takes nearly 2 hours - Visit to Tsomgo / Changu Lake and Baba Mandir, cool, serene water and the picturesque beauty – Tsomgo lake is one of the holy lake of the region - A temple of Lord Shiva is built on the lakeside - Primula flowers and other alpine plantation provide an immaculate beauty to this place - After Nathu La (Optional) - (Nathu La Pass visit has to be arranged the previous Night when Voters ID card will be asked for – Nathu La Pass once booked the amount is not refunded even if the trip get cancelled - Nathula Pass supplement of INR 3500 - INR 4500 /- has to be paid on the spot as it is not included in the final costing) - Back to hotel for lunch or lunch on the way –Nathu La is a mountain pass in the Himalayas in East Sikkim district. It connects the Indian state of Sikkim with China's Tibet Autonomous Region. The pass, at 4,310 m above mean sea level, forms a part of an offshoot of the ancient Silk Road.Then Return Back to the Hotels and the rest of the day is free - Evening one is free to stroll around M G Road or the Local Market - Over night stay at Gangtok.

Day 03: Gangtok Sightseeing to Darjeeling

Morning breakfast after breakfast you process for Gangtok local sightseeing 7 point, 1.ganesh tok , 2.tashi view point, 3.bakthang falls, 4.flower show, 5.rope way , 6.tibetology ,7. handloom and handicraft. ALL the sightseeing depends on time then transfer to Darjeeling . Darjeeling (125 kilometers 3 ½ - 4 hours) – Darjeeling - At an elevation of 2123 meters / 70001 feet, the land of breathtaking beauty, amidst rolling tea gardens, crowned by the majestic Himalayas popularly known as the Queen of the hills - Jewel in the crown of the Eastern Himalayas with mesmerizing beauty offers spectacular views of the Mount Everest, Mount Kanchendzonga and the rest of spectacular Himalayan range - Check in to hotel – In evening stroll aroud to Mall / shrubbery Park - Over night stay at hotel in Darjeeling .

Day 04: Darjeeling Sightseeing

After breakfast we step out for Known as the “Queen of Hills”, Darjeeling has a lot to offer to tourists. Watch the spectacular view of sunrise over the "Kanchenjunga" range at Tiger Hills in the early morning, and then proceed the day by going to the Padma Naidu Himalayan Zoological Park, Snow Leopard Breeding Center, Batasia Loop and War Memorial, and Ghoom Monastery, Himalayan Mountaineering Institute, Ropeway, Tenzing Rock, Tea Garden, Lebong Race Course, Tibetan Refugee Self Help Centre. Take a relaxed stroll along the Mall road in the evening to enjoy the picturesque view of the hill town. If you are a foodie don’t miss the opportunity to indulge yourself in some delicious local dishes like momo, thupka and many more. Overnight stay in Darjeeling.

Day 05: Darjeeling to NJP/Bagdogra

Early morning after breakfast we will check out from hotel and drive to Bagdogra Airport or NJP Railway station and departure with some beautiful memories from MOUPAL TOUR AND TRAVELS

*Inclusion:*

• Accommodation in below mentioned hotels.

• Daily Breakfast , Lunch and Dinner .

• 01 Reserved Sumo/Bolero Non-Ac cab

• Parking fees and Toll.

• Room Double , Triple Sharing and Four Sharing basis.

*Exclusions:*

• Any meals other than those mentioned above.

• Train fare.

• Nathula Pass Permit, Zero Point (Rs. 3500 - 4500 Per Cab).

• Entrance fees to all Sightseeing, Amusement parks & Boating charges.

• Any portage at Airports and hotels, tips, insurance, wine, mineral water, all items of personal nature.

• Rate does not include GST.

• Any services that not specifically mentioned in the inclusions.

• Expenses caused by factors beyond our control like rail and flight delays, road blocks, and vehicle malfunctions. Political disturbances etc.

• According to Sikkim Govt. policy vehicle like Bus or Tempo Traveler or Sumo or Bolero or Maxx are not allowed to enter in Gangtok city. So this type of vehicle pick & drop only from Gangtok Taxi Stand. Stand to Hotel pick & drop cost approx 250 to 300 for four people approx.

Thank You

MOUPAL TOUR AND TRAVELS

🏔️🏞️🌃🏖️

Whatsapp us :

📱77973 20181

Address

Moupal
Medinipur
721516

Telephone

+919064526780

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moupal Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moupal Tour & Travels:

Videos

Share

Category