Murshidabad Tour Tourist Side Sense

Murshidabad Tour Tourist Side Sense Most beautiful place Murshidabad ��

১৬ বছর পর আবার খুলে গেল ঐতিহাসিক ওয়াসেপ মঞ্জিল ( নিউ প্যালেস )আমরা আনন্দিত একটি ইতিহাস ঐতিহাসিক মুর্শিদাবাদ ঘুরতে আসা প...
27/12/2023

১৬ বছর পর আবার খুলে গেল ঐতিহাসিক ওয়াসেপ মঞ্জিল ( নিউ প্যালেস )
আমরা আনন্দিত একটি ইতিহাস ঐতিহাসিক মুর্শিদাবাদ ঘুরতে আসা পর্যটক আবারো দেখতে পাবে I
ঐতিহাসিক মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধরের প্রচেষ্টায়

দীর্ঘ ৪ দশকের পর বাজল লালবাগ হাজারদুয়ারী  সংলগ্ন ঐতিহাসিক ঘন্টা ঘড়িমুর্শিদাবাদ ঐতিহাসিক শহরের হাজারদুয়ারি চত্বর কেল্লা ...
26/12/2023

দীর্ঘ ৪ দশকের পর বাজল লালবাগ হাজারদুয়ারী সংলগ্ন ঐতিহাসিক ঘন্টা ঘড়ি

মুর্শিদাবাদ ঐতিহাসিক শহরের হাজারদুয়ারি চত্বর কেল্লা নিজামতের মধ্যে নবাবি আমলের একটি ঘন্টাঘর রয়েছে।এবং সেটি বহু বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়ছিল আমাদের গর্বের শহর মুর্শিদাবাদের চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর মহাশয় উদ্যোগে পুনরায় আবারো ইতিহাস নতুন জীবন পেল এবং আবারও পুনরায় ঘন্টা বাজবে I

24/12/2023

ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর আমাদের গর্বের শহর

23/12/2023

শুধুমাত্র শীতের মৌসুমে ঐতিহাসিকসহ মুর্শিদাবাদেই পাওয়া যায় খেজুর রসের অরিজিনাল পাটালি গুড় I

মুর্শিদাবাদ: শীতের মরশুমে খাদ্যরসিক বাঙালীর প্রথম পছন্দ খেজুর গুড়। আর শীত একটু পড়তেই মুর্শিদাবাদে খেজুর গুড় তৈরি শুরু হ...
22/12/2023

মুর্শিদাবাদ: শীতের মরশুমে খাদ্যরসিক বাঙালীর প্রথম পছন্দ খেজুর গুড়। আর শীত একটু পড়তেই মুর্শিদাবাদে খেজুর গুড় তৈরি শুরু হয়ে গিয়েছে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গাতেই ইতিমধ্যেই রাস্তার আশেপাশে খেজুর গুড় বিক্রেতারা স্টল খুলে বসেছেন। দৈনিক গড়ে ২০ থেকে ২৫কেজি করে গুড় তৈরি করে বিক্রি করা হচ্ছে। যার দাম ১৫০ থেকে ২০০ টাকা প্রতি কিলো।

22/12/2023

শুধুমাত্র শীতের মৌসুমে ঐতিহাসিকসহ মুর্শিদাবাদেই পাওয়া যায় খেজুর রস

নবাব সরফরাজ খানের সমাধি
20/11/2023

নবাব সরফরাজ খানের সমাধি

সরফরাজ খান (বাংলা: সরফরাজ খান, ফার্সি: সরফরাজ খান; c. 1700 – 29 এপ্রিল 1740), জন্ম মির্জা আসাদুল্লা, ছিলেন বাংলার নবাব। ...
20/11/2023

সরফরাজ খান (বাংলা: সরফরাজ খান, ফার্সি: সরফরাজ খান; c. 1700 – 29 এপ্রিল 1740), জন্ম মির্জা আসাদুল্লা, ছিলেন বাংলার নবাব। সরফরাজ খানের মাতামহ, বাংলার (বাংলা, বিহার ও উড়িষ্যা) নবাব মুর্শিদ কুলি খান তাকে সরাসরি উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন কারণ সরাসরি উত্তরাধিকারী ছিল না। 1727 সালে মুর্শিদকুলির মৃত্যুর পর, সরফরাজ নবাবের মসনদে (সিংহাসনে) আরোহণ করেন। সরফরাজের পিতা, সুজা-উদ-দিন মুহম্মদ খান, তৎকালীন উড়িষ্যার সুবাহদার, এটি জানতে পেরে একটি বিশাল সৈন্যবাহিনী নিয়ে বাংলার নবাবদের রাজধানী মুর্শিদাবাদে পৌঁছান। পরিবারে দ্বন্দ্ব এড়াতে নবাবের দোহার বেগম সুজা-উদ-দীনকে মসনদে আরোহণ করতে বলেন সরফরাজ তার পিতার পক্ষে ত্যাগ করার পর। যাইহোক, পরিস্থিতির কারণে সুজা-উদ-দীন সরফরাজকে তাঁর উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেন এবং 1739 সালে সুজা-উস-দীনের মৃত্যুর পর, সরফরাজ খান আবার বাংলার (বাংলা, বিহার ও উড়িষ্যা) নবাব হিসেবে মসনদে আরোহণ করেন।

ফুটি মসজিদ (ইংরেজি: Fouti Mosque) বা ফৌত মসজিদ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্যতম বৃহৎ ও প্রাচীন মসজিদ। এটি নির্মান ক...
20/11/2023

ফুটি মসজিদ (ইংরেজি: Fouti Mosque) বা ফৌত মসজিদ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্যতম বৃহৎ ও প্রাচীন মসজিদ। এটি নির্মান করেন মুর্শিদকুলি খাঁর দৌহিত্র নবাব সরফরাজ খান। মসজিদটির দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে ১৩৫ ফুট ও ৪০ ফুট। মসজিদের চারকোণে চারটি মিনার রয়েছে। এই মসজিদের গড়নের সাথে মুর্শিদাবাদের কাটরা মসজিদের গঠনপ্রনালীর মিল আছে।

মাত্র অল্প টাকায় টাকায় ঘুরে আসুন মুর্শিদাবাদ!ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরটা ঘুরে দেখার জন্য কম পয়সায় টোটো গাড়ি এই জেলার ...
20/11/2023

মাত্র অল্প টাকায় টাকায় ঘুরে আসুন মুর্শিদাবাদ!
ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরটা ঘুরে দেখার জন্য কম পয়সায় টোটো গাড়ি
এই জেলার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক টুকরো ইতিহাস। পলাশির যুদ্ধ, নবাব সিরাজউদ্দৌলার হার, বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপন… আরও কত কী। একসময় মুর্শিদাবাদ ছিল বাংলার নবাবদের প্রিয় শহর। বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত এই জেলা বহু মানুষের প্রিয় পর্যটন কেন্দ্রও বটে।
এই পর্যটন কেন্দ্রের ঐতিহাসিক মাহাত্ম্য থাকায় দেশ বিদেশের বহু মানুষই বছরের নানান সময় এখানে ভিড় জমান। তবে জানলে অবাক হবেন খুবই কম খরচে যাওয়া যায় মুর্শিদাবাদ। মাত্র কয়েক শো টাকা। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব অতি অল্প টাকায় কিভাবে মুর্শিদাবাদ ঘোরা সম্ভব।প্রথমেই বলে রাখি একা, বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সঙ্গে যেতে পারেন মুর্শিদাবাদ। এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, মুর্শিদাবাদ ঘোরার ক্ষেত্রে খরচ হতে পারে মাত্র কয়েকশো টাকার কাছাকাছি। যদি ২ দিনের ট্যুর করেন তাহলেই লালবাগ সংলগ্ন দুর্দান্ত সব জায়গা নিশ্চিন্তে ঘুরে দেখতে পারবেন। সেক্ষেত্রে খরচ অবশ্য খুব বেশি বাড়বে না বললেই চলে।শিয়ালদা বা কলকাতা স্টেশন (Sealdah Station) থেকে লালগোলাগামী যে কোনও ট্রেনে নামতে হবে মুর্শিদাবাদ স্টেশনে। স্টেশনের নাম মুর্শিদাবাদ হলেও এলাকাটি লালবাগ নামে পরিচিত। প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনগুলির সাধারণ কামরাতে গেলে মাথাপিছু টিকিটের দাম ৪৫ থেকে ৮০ টাকার মধ্যে পড়বে।তাহলে আর দেরি কেন স্টেশনে নামার আগেই ফোন করুন 9609176933 /8918163676

তার পরিবার সম্পর্কে কয়েক প্রকার মতভেদ রয়েছে। প্রথম সংস্করণমতে মুর্শিদকুলি খান দাক্ষিণাত্য মালভূমিতে আনু.১৬৭০ সালে একটি...
19/11/2023

তার পরিবার সম্পর্কে কয়েক প্রকার মতভেদ রয়েছে। প্রথম সংস্করণমতে মুর্শিদকুলি খান দাক্ষিণাত্য মালভূমিতে আনু.১৬৭০ সালে একটি দরিদ্র ওড়িয়া ব্রাহ্মণ পরিবারে হিন্দুহিসেবে জন্মগ্রহণ করেন। মুর্শিদ কুলি খানকে, হাজি শফি ইসফাহানি নামে ইরানের একজন উচ্চপদস্থ মুঘল কর্মকর্তা ক্রীতদাস হিসেবে ক্রয় করেন। ক্রীতদাস হিসেবে বিক্রি হওয়ার পূর্বেই পারস্যের বণিক ইসফাহান তাকে ক্রয় করে ইসলাম ধর্মে স্থানান্তরিত করেন এবং নাম পরিবর্তন করে মুহাম্মদ হাদী বা মির্জা হাদী রাখেন। ইসফাহানিই তাকে শিক্ষিত করে তুলেন। তিনি বিদর্ভ বা বেরার প্রদেশের দেওয়ান হাজী আব্দুল্লাহ কুরাইশির অধীনে চাকরি নেন। পরবর্তীতে বেরার প্রদেশের দেওয়ান সম্রাট আওরঙ্গজেবের অধীনে চলে আসে। শফির মৃত্যুর পর, তিনি বেরারের দেওয়ান এর অধীনে কাজ করেন, এই সময়ে তিনি তৎকালীন সম্রাট আওরঙ্গজেব-এর দৃষ্টি আকর্ষণ করেন। ১৭০০ সালে সম্রাট আওরঙ্গজেব তাকে কার্তালাব খান নামে ইসলাম ধর্মে স্থানান্তরিত করেন ও বাংলার গভর্নর নিযুক্ত করেন। অপর সংস্করণমতে তিনি ছিলেন, মারাঠা জেনারেল মুহাম্মদ কুলি খানের নাতি, তবে প্রথম সংস্করণটিই বেশি জনপ্রিয়। যাই হোক, তিনি প্রদেশের সুবাহদার, আজিম-উস-শান এর সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। ১৭০৭ সালে আওরঙ্গজেবের মৃত্যুর পর, আজিম-উস-শানের পিতা মুঘল সম্রাট বাহাদুর শাহ প্রথমতাকে দাক্ষিণাত্যের মালভূমিতে স্থানান্তরিত করেন। এরপর, ১৭১০ সালে তাকে ডেপুটি সুবাহদার হিসাবে ফিরিয়ে আনা হয়। ১৭১৭ সালে, ফর‌রুখসিয়ার দ্বারা তিনি মুর্শিদাবাদের নবাব নাজিম নিযুক্ত হন। তার শাসনামলে, তিনি জায়গিরদারী ব্যবস্থা (ভূমি ব্যবস্থাপনা) পরিবর্তন করে মাল জাসমানী করেন, যা পরে জমিদারি ব্যবস্থায় রূপান্তরিত হয়। এছাড়াও তিনি রাজ্য থেকে মুঘল সাম্রাজ্যের সম্রাটকে রাজস্ব পাঠাতে থাকেন। তিনি মুর্শিদাবাদ এ কাটরা মসজিদ মসজিদ নির্মাণ করেন যেখানে ৩০ জুন ১৭২৭ সালে তার মৃত্যুর পর তাকে সিঁড়ির নিচে সমাহিত করা হয়। তার জামাতা সুজাউদ্দীন মুহম্মদ খান তার স্থলাভিষিক্ত হন।

কাটরা মসজিদ এটি প্রকৃতপক্ষে একটি দুর্দান্ত কাঠামো এবং এর আকর্ষণ এবং স্থাপত্য সৌন্দর্য রয়েছে।  এই বিশাল মসজিদটি 1723 সাল...
19/11/2023

কাটরা মসজিদ

এটি প্রকৃতপক্ষে একটি দুর্দান্ত কাঠামো এবং এর আকর্ষণ এবং স্থাপত্য সৌন্দর্য রয়েছে। এই বিশাল মসজিদটি 1723 সালে নবাব মুর্শিদ কুলি খান দ্বারা তৈরি করা হয়েছিল, যার নাম থেকে এই শহরের নাম মুর্শিদাবাদ হয়। এখানে নবাবকে সমাহিত করা হয়েছে এবং পূর্ব দিকের সিঁড়ির নিচে তার সমাধি পাওয়া যায়।

Address

Murshidabad
E-RISHKA

Telephone

+919800712221

Website

Alerts

Be the first to know and let us send you an email when Murshidabad Tour Tourist Side Sense posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Murshidabad Tour Tourist Side Sense:

Videos

Share

Category


Other Tour Agencies in Murshidabad

Show All