26/02/2024
|| কালিম্পং, নেওড়া ভেলি ফরেস্ট ও কাঞ্চনজঙ্ঘা ❤️ ||
Booking : ☎️ 8170000307
ভ্রমণপিয়াসুদের কাছে দার্জিলিং অফবিট যতটা পরিচিত বা জনপ্রিয়, কালিম্পং অফবিট 'হয়তো' ততটা নয়। কিন্তু, তুলনা যদি হয় কাঞ্চনজঙ্ঘা ভিউ, সিনিক বিউটি, তাহলে দার্জিলিং অফবিটকে টায়ে-টায়ে-টক্কর দেবে কালিম্পং অফবিট।
কালিম্পং-এ বেশ কয়েকরকম ভাবে ট্রিপ প্ল্যান করা যায়:
১) কালিম্পং ২ রাত ৩ দিন (সিটি ট্যুর)।
২) কালিম্পং ও দার্জিলিং ৪ রাত ৫ দিন (সিটি ট্যুর)।
৩) পরিচিত রুট ৩ রাত ৪ দিনের লাভা-রিশপ-লোলেগাঁও-কালিম্পং বা নিজে(দে)র মতো কাস্টোমাইজড ট্রিপ ৩ রাত ৪ দিন/ ৪ রাত ৫ দিন/ ৫ রাত ৬ দিন। যেখানে স্টে অপশন হিসাবে বেছে নিতে পারেন,
রিশপ, কালিংপং, কোলাখাম, লুংচু, কাফেরগাঁও, লোলেগাঁও, চারখোল, রামধুরা, বার্মেক, দাঁড়াগাঁও, সিলারিগাঁও, ফিকলেগাঁও, বিদ্যাং, মাইরুনগাঁও, মুনসুং, সান্তুক, কাগে, লুকা ভ্যালি সহ নানান জায়গা।
চাইলে জুড়ে নিতে পারেন দার্জিলিং অফবিট অথবা ডুয়ার্স-কেও।
চলুন এই পোষ্টে বরং কথা বলি আমার সবচেয়ে প্রিয় কালিম্পং সার্কিট ট্রেল নিয়ে।
⛺ কোলাখাম- ১ রাত
⛺ রামধুরা - ১ রাত
⛺ রিশপ- ১ রাত
⛺ মাইরুং গাও - ১ রাত
DAY-1:
নিউ মাল/ এনজেপি থেকে গরুবাথান, পেপারখেতি, ডালিমখোলা হয়ে, ঝোড়া(পাহাড়ী নদী)-চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যান ৬,৫০০ ফিট উচ্চাতায়, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক সংলগ্ন মাথা খারাপ করা সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে থাকা, মূলত 'রাই' সম্প্রদায়ের মানুষদের বসত-গ্রাম কোলাখামে।
⛺ কোলাখাম:
কোলাখাম যেন ডানা মেলে উড়তে চাওয়া স্বপ্নের উঠোন, যেখানে উড়ে বেড়ায় রেড টেল সানবার্ড, গ্রিন টেল সানবার্ড, হোয়াইট টেলড ন্যাটহ্যাচ, রেড হেডেড বুলফিঞ্চ, ডার্ক ব্রেস্টেড রোজফিঞ্চ-এর মতো নানান পাখি। পাখি দেখিয়েদের জন্য জায়গাটা একদম পিকচার পারফেক্ট।
দিনের নীল আকাশে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘা, পাণ্ডিম, কাবরু সহ নানা বরফাচ্ছাদিত পর্বতশৃঙ্গের। আর সন্ধ্যের পর পাহাড়ের বুকে হাজার বাতি জ্বেলে বসে থাকা রিশপের নয়নাভিরাম দৃশ্য, আর সাথে চা-পকোড়া, জমে ক্ষীর!
তাড়াতাড়ি চিকেন-রুটি (বা পচ্ছন্দ মতো অন্য কিছু) দিয়ে ডিনার সেরে ঘুমিয়ে পড়াই শ্রেয়। একে সারারাত ট্রেন জার্নির পর গাড়ি জার্ণির ধকল তার উপর ভোরে সূর্যের প্রথম আলোয় কাঞ্চনদা'র (🤪) সাথে ডেটিং আছে তো!
তবে আমার মতো কেউ হলে অনেকটা গভীর রাত পর্যন্ত হোমস্টের বারান্দায় বসে তারা দেখতে দেখতে হেডফোনে চালিয়ে নিতে পারেন পচ্ছন্দের মিউজিক....
মোদ্দায় শুধুমাত্র এ-গ্রামেই ল্যাদ খেয়ে কাটিয়ে দেওয়া যেতে পারে দু'তিনটে দিন!
DAY-2
আজ আমরা ছাঙ্গে ফলস, লাভা মনেস্ট্রি লাভা ভিউ পয়েণ্ট ঘুরে এগিয়ে যাবো আমাদের পরবর্তী গন্তব্য লাভা...
⛺ লাভা:
৭০১৬ ফিট উচ্চতার লাভার কথা শুনলে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে বিখ্যাত লাভা মনস্ট্রি, দূরের কোন গভীর জঙ্গল থেকে প্রতিধ্বনিত হয়ে কানে ভাসে 'ওঁ মণিপদ্মে হুঁ'...
লাভা, প্রাচীন আর বর্তমানের সংযোগস্থাপক। কালিম্পং-এর বিভিন্ন অফবিটে যাওয়ার জন্য অনেকসময়ই পেরোতে হয় লাভা বাজার।
সুদৃশ্য কাঞ্চনজঙ্ঘা-সবুজ ভ্যালি-লাল মনেস্ট্রি-লামা-তিব্বতি মন্ত্র-বাজার-ক্যানোপি ট্রেল... এগুলোই লাভার ইউএসপি।
DAY-3 :
লাভা থেকে ব্রেকফাস্ট করে বেড়িয়ে আজকের গন্তব্য রিশপে পৌঁছানোর আগে আমরা দেখে নেবো লোলেগাঁও/ নকদাঁড়া লেক।
⛺ রিশপ:
বাঙালি কালিম্পং বলতে যা বোঝে তার মধ্যে অন্যতম রিশপ!
হবে না-ই কেন!
পাহাড়-প্রিয় বাঙালির সাধের কাঞ্চনজঙ্ঘা-কে সারাটা দিন জুড়ে পাহাড়ের আনাচ কানাচ থেকে যে গ্রাম থেকে দেখতে পাওয়া যায়, তার নাম-ই (অন্যতম) তো রিশপ!
৮,৫০০০ ফিট উচ্চতার রিশপ মানে নস্টালজিয়া, রিশপ মানে পাখির কলতান, রিশপ মানে হোমস্টের দোয়ারের রঙিন ফুল, রিশপ মানে মেঘেদের ভেলা, রিশপ মানে খালি চোখে নাথুলা রেঞ্জ, রিশপ মানে হঠাৎ তুষারপাত...
রিশপ মানে (আক্ষরিক অর্থ) পাহাড়ের মাথায় একলা গাছ...
DAY- 4
আজ আমাদের গন্তব্য কালিম্পং (শহর)। তার আগে দেখে নেব এই শহরের বিখ্যাত কিছু সাইটসিন পয়েণ্ট (যেমন: ডেলো পার্ক, ডেলো ভিউ পয়েণ্ট, নার্সারি, হনুমান টপ, দূর্গা মন্দির, দূরপীন মনেস্ট্রি, গল্ফ কোর্স ইত্যাদি)।
⛺ কালিম্পং:
কালিম্পং নিয়ে নতুন করে বলার কিছু নেই বোধহয়। আউটস্কার্টের কোন একটা হোমস্টেতে বসে শহরের উঁচু বাড়িগুলোর জানলা ঘেঁসে মেঘেদের যাতায়াত দেখতে দেখতে মনটা যে কখন ভেসে যায়...
কাল ভোরে কাঞ্চনজঙ্ঘার দেখা পেলে চেরি অন দ্যা টপ!
Day 5:
মনখারাপ হলেও আজ বাড়ি ফেরার পালা! ব্রেকফাস্ট করে আমরা বেড়িয়ে পড়ব NJP-এর উদ্দেশ্যে।
আরো কিছু জায়গা নিয়ে না লিখলে লেখাটা অসম্পূর্ণ থেকে যাবে বোধহয়...
⛺ লোলেগাঁও-কাফেরগাঁও:
কাফেরগাঁও আর লোলেগাঁও গ্রাম দুটো'র মধ্যেকার দূরত্ব মেরেকেটে ৫-৬ কিমি। কাফের এক পাহাড়ি ফুলের নেপালী (লেপচা ভাষা) নাম আর লোলেগাঁও-এর মানে সুখী গ্রাম। পাহাড়ি নির্জনতায় গ্রাম দু'টি সত্যিই ফুলের মতো সুন্দর-সুখী গ্রাম।
ঘন পাইনের জঙ্গল, মাঝে মাঝে গা ঘেঁষে ভেসে বেড়াচ্ছে মেঘ, পাখির কলতান, কাঞ্চনজঙ্ঘা, সানরাইজ-সানসেট আর ওই মনেস্ট্রিটা, গ্রাম দু'টোকে সামারাইজ করলে মনে হয় এটাই দাঁড়ায়!
🏕️ মাইরুং গাও:
নেওড়া ভ্যালি ফরেস্টের মধ্যে এক কুমারী গ্রাম যেখানে জনসংখ্যা খুবই কম। এটি কালিম্পং জেলার একটি নতুন অফবিট লোকেশন। এই গ্রামটির নাম হয়তো কেউ জানেন অথবা কেউ জানেন না। এখানে সাধারণত তামাং ও রায় সম্প্রদায়ের মানুষেরা বসবাস করেন। এখানে মানুষেরা ঘরেই অর্গানিক ভাবেই চাষবাস করে ফসল ফলিয়ে জীবিকার পথ বেছে নিয়েছেন। এখানের হোমস্টেতে খাবারে ঘরে ফলানো শাকসবজি অতিথিদের দেওয়া হয়। এখানে হোমস্টের ঘর থেকে বসে আপনি ৩৬০° পাহাড়ের ভিউ পাবেন। হোমস্টে থেকে ৫ কিলোমিটার দূরত্বে আপনারা পেয়ে যাবেন ডুকা ফলস ও ডুকা ভ্যালি। এটি এখানকার পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু।
⛺ চারখোল:
ধরুন পূর্ণিমা রাত। আপনি বসে আছেন হোমস্টের সামনের ফাঁকা ঘাসজমিটায়, আগুন জ্বলছে সামনে, চরাচর ভেসে যাচ্ছে চাঁদের আলোয়, চাঁদের নরম আলো গিয়ে পড়ছে কাঞ্চনজঙ্ঘায়, একটা মাউণ্টেন স্কোপ্স আউল ডেকে যাচ্ছে...
এটাই চারখোল। নিজেদের পড়ে নেওয়ার এর থেকে আদর্শ জায়গা আর কি-বা হতে পারে!
⛺ বিদ্যাং:
'নদীর ধারে বাস'-এর পারফেক্ট ডেস্টিনেশন বিদ্যাং। হোমস্টের সামনে দিয়ে বয়ে চলেছে উচ্ছ্বল রেলি।
হোমস্টের থেকে একটু হেঁটে গেলেই একটা ঝুলন্ত তারের ব্রিজ, মাঝখানে গিয়ে দাঁড়ালে দেখা যায় অনেক দূরের পাহাড়ের ভ্যালি আর পায়ের নীচ দিয়ে বয়েচলা খরস্রোতা নদী। আছে একটা ঝর্ণাও। খানিক হেঁটে গেলে দেখা মিলবে কমলাবাগানেরও।
⛺ রামধুরা:
কালিম্পং অফবিটে আমার দ্বিতীয় পচ্ছন্দের (প্রথম কোলাখাম) জায়গা রামধুরা (বা বার্মেক, পাশাপাশি জায়গা)। এখানের মজা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার সাথে তিস্তার ওয়াইড ভিউ। বিকেলের কনে দেখা আলোয় কাঞ্চনজঙ্ঘায় গলে পড়া সোনালী আভা আর নীচে তিস্তার বাঁকগুলো মিলেমিশে একটা স্বর্গরাজ্য তৈরী করে।
⛺ ফিক্কালেগাঁও:
একটা লম্বা টানা বারান্দা। সামনে কাঞ্চনজঙ্ঘা। আর ঢেউ খেলানো সবুজ পাহাড়ের ভ্যালি ভিউ। আর উপরি পাওনা বলতে আপেল বাগান। স্বল্প পরিচিত ফিক্কালেগাঁও অদূর ভবিষ্যতে যে পর্যটকদের অন্যাতম আকর্ষণ হবে, সেটা বলার অপেক্ষা রাখে না।
লেখা হলনা অনেক জায়গা নিয়েই। সেগুলো না হয় আপনারা ঘুরে এসে লিখবেন...
আপনাদের অপেক্ষায় আমরা :
অন্যদিকে দার্জিলিং পার্ট,
#তাকদা, #তিনচুলে, #চটকপুর, #লামাহাট্টা, #পেশক, #সিটং , #অহলদারা, #মাহালদিরাম , #নামথিং, #সোনাদা, #লেপচাজগৎ, #পোখরিবং, #তাবাকোশি, #ছোট_মাঙ্গয়া
জন হিসাবে এখানে খরচ কত পরবে তার একটা ধারণা দেওয়া হল 👇
3 night 4 day :
2 heads - 10,400/- ( per head) ✅
3 heads - 8266/- ( per head)✅
4 heads - 7200/- ( per head)✅
5 heads - 6800/- ( per head) ✅
6 heads -6350/- ( per head) ✅
7 heads -6000/- ( per head)✅
8 heads - 5750/- ( per head)✅
4 night 5 day :
2 heads - 13,050/- ( per head) ✅
3 heads -10350/- ( per head)✅
4 heads - 9000/- ( per head)✅
5 heads - 8500/- ( per head)✅
6 heads -7920/- ( per head)✅
7 heads - 7500/- ( per head) ✅
8 heads - 7200/- ( per head) ✅
এই ট্রিপটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে নিম্নলিখিত নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। sankhachil tour & travels - ☎️8170000307.............................................. 📞 8170000307(whatsapp)
.