01/03/2023
*********দূর্গা পুজোতে আন্দামান ভ্ৰমণ*********
আমাদের প্রথম যাত্রা শুরু হবে ২৩ সে অক্টোবর , ২০২৩
আমাদের দ্বিতীয় যাত্রা শুরু হবে ২৩ সে অক্টোবর , ২০২৩
চার দিন পোর্ট ব্লেয়ার , এক দিন হ্যাভলক আইল্যান্ড , এক দিন নীল আইল্যান্ড
প্রথম দিন : সকালে কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইট এ করে আন্দামানের পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট এ পৌছাবো , পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট এ আমাদের প্রতিনিধি আপনাদের অভ্যর্থনা জানিয়ে হোটেলে নিয়ে যাবে। হোটেলে কিছুক্ষন বিশ্রাম নিয়ে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়বো সেলুলার জেল দেখতে , সেলুলার জেল দেখা হয়ে গেলে আমরা যাবো কারবিন কোভ বিচ। কারবিন কোভ বিচ এ বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আমরা ফিরে যাবো সেলুলার জেল এ লাইট এন্ড সাউন্ড লেসার শো দেখতে , তারপর হোটেল ফিরে এসে ডিনার সেরে নেবো।
দ্বিতীয় দিন : আজ আমরা যাবো রস আইল্যান্ড ও নর্থ বে আইল্যান্ড দেখতে , তাই সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়বো এই দুই আইল্যান্ড এর উদ্দেশে , আজকের সারাদিন টা রস ও নর্থ বে আইল্যান্ড এই কাটবে , তাই আজকের লাঞ্চ টা নর্থ বে আইল্যান্ড এই হবে , সমুদ্রের ধরে বসে লাঞ্চ করার মজাটাই আলাদা। বিকেলে ফিরে এসে হোটেল একটু রেস্ট নিয়ে রাতের খাবার খেয়ে নিতে হবে , কারণ কাল আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে।
তৃতীয় দিন : আজ আমরা যাচ্ছি হ্যাভলক আইল্যান্ড এ , সকাল সকাল পোর্ট ব্লেয়ার এর হোটেল থেকে প্যাকেজ ব্রেকফাস্ট নিয়ে আমরা প্রাইভেট cruise এ করে পৌঁছে যাবো হাভেলক আইল্যান্ড এ , হোটেলে গিয়ে কিছুক্ষন বিশ্রাম নিয়ে আমরা চলে যাবো এশিয়ার সুন্দরতম বিচ রাধানগর বিচ এ। আজকের লাঞ্চ রাধানগর বিচ এই হবে , দুপুর থেকে সন্ধে পর্যন্ত রাধানগর বিচ এ আনন্দ করে আমরা ফিরে আসবো হ্যাভলক এর হোটেল এ , আজকের রাত্রিযাপন হ্যাভলক এই।
চতুর্থ দিন : আজ আমরা যাচ্ছি নীল আইল্যান্ড । সকালে হোটেল এ ব্রেকফাস্ট সেরে আমরা হ্যাভলক জেটি তে চলে আসবো এবং সেখান টি প্রাইভেট cruise এ করে আমরা নীল আইল্যান্ড এ পৌছাবো , তারপর আমরা হোটেল এ গিয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো ন্যাচারাল ব্রিজ, ভরতপুর বিচ ও লক্ষ্মণপুর বিচ দেখতে আজ বিকেল টা লক্ষ্মণপুর বিচ এ সূর্যাস্ত দেখতে দেখতে কাটিয়ে দেব। সন্ধে বেলা হোটেল এ ফিরে আসবো।
পঞ্চম দিন : আজ আমরা ফিরে যাবো আবার পোর্ট ব্লেয়ার এ। অন্য দিনগুলোর মতোই হোটেল থেকে ব্রেকফাস্ট করে প্রাইভেট cruise এ করে আমরা পোর্ট ব্লেয়ার এ ফিরে আসবো এবং হোটেল এ এসে লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়বো চিডিয়াটাপু সানসেট পয়েন্ট দেখতে , সন্ধেয় ফিরে আসবো হোটেল এ , আজকেও খুব সকাল সকাল ডিনার সেরে ঘুমিয়ে পড়তে হবে , কারণ কাল আমাদের একদম ভোরবেলায় বেরিয়ে পড়তে হবে বারাটাং এর উদ্দেশে।
ষষ্ট দিন : আজ আমরা ভোর তিনটের সময় বেরিয়ে পড়বো বারাটাং এর উদ্দেশে , ভাগ্য ভালো থাকে যাওয়ার পথে কিছু জারোয়া এর দেখা পেলেও পেতে পারেন , বারাটাং এ গিয়ে আপনারা চাইলে ম্যানগ্রোভ অরণ্য এর ভেতর দিয়ে ঘুরে ঘুরে আস্তে পারেন লাইম স্টোন কেভ। সব শেষে ফিরে আসবো পোর্ট ব্লেয়ার হোটেল এ।
সপ্তম দিন : আজ আমাদের বাড়ি ফেরার পালা। সকাল বেলা পোর্ট ব্লেয়ার কে টা টা জানিয়ে ফ্লাইট এ করে ফিরে আসবো আবার কলকাতা তে।
প্যাকেজ এর মধ্যে কি কি থাকছে ?? (INCLUDING SECTION )
১: ফ্যামিলি অনুযায়ী AC হোটেল রুম
২: ব্রেকফাস্ট , লাঞ্চ , ডিনার
৩: কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার এর ফ্লাইট টিকেট
৪: পোর্ট ব্লেয়ার থেকে কলকাতা ফিরে আসার ফ্লাইট টিকেট
৫: টুর এর ইটিনেরারি অনুযায়ী সমস্ত এন্ট্রি টিকেট
৬: প্রাইভেট cruise টিকেট
৭: AC গাড়ি
৮: রস আইল্যান্ড ও নর্থ বে আইল্যান্ড যাওয়ার বোট এর টিকেট
প্যাকেজ এর মধ্যে কি কি থাকছে ??
1. প্যাকেজে এর INCLUDING SECTION উল্লেখ করা নেই এমন খরচ।
2. পার্সোনাল খরচ
3. ক্যামেরা চার্জ।
4. কোনো রকম হার্ড এবং সফট ড্রিংকস
5. যে কোনো রকম ওয়াটার অ্যাকটিভিটি।
6. প্যাকেজের বাইরে অন্য কোনো জায়গা পরিদর্শন।
আমাদের ঠিকানা :
প্ল্যাটিনাম ট্যুরস এন্ড ট্রাভেলস
শপ নম্বর - ১৬ , আনারকলি ,পোর্ট ব্লেয়ার , ৭৪৪১০২
এছাড়াও আমাদের মেদিনীপুরেও একটি অফিস আছে।
মেদিনীপুর অফিস এর ঠিকানা :
ঘোষ ভবন, বনকাটা , আমশোল, পশ্চিম মেদিনীপুর , ৭২১২০১
মোবাইল : ৭০০৩৮৬২৪৯২ / ৯৬৭৯৫৫২৬০৭ / ৮৯০০৯১১০০২
WHATS APP : ৭০০০৩৮৬২৪৯২