Somayer Canvas

Somayer Canvas আমি মূলত সুন্দরবন ভ্লগার, প্রান্তিক মানুষজনদের জানুক গোটা বিশ্ব। পৌঁছে যেতে চাই জানা অজানার দেশে।
(6)

অনেক কষ্ট করে বি.টেক করার পাশাপাশি ডি ফার্ম পড়েছিলাম পাশ করে গেছি কিন্তু লাইসেন্সটা বের করতে পারছিলাম না এতদিন। সব শেষে...
02/06/2024

অনেক কষ্ট করে বি.টেক করার পাশাপাশি ডি ফার্ম পড়েছিলাম পাশ করে গেছি কিন্তু লাইসেন্সটা বের করতে পারছিলাম না এতদিন। সব শেষে লাইসেন্স আমার হাতে চলে এসেছে, যেহেতু আমি বি.টেক কমপ্লিট করে ইনফোসিস এ চাকরি করছি তাই ওষুধ এর দোকান করবো এই মানসিকতা আপাতত নেই। ভবিষ্যতের জন্য ওষুধ দোকানের চিন্তা ভাবনা আছে তবে যেদিন আমার প্রাইভেট কোম্পানীতে চাকরি করার মানসিকতা থাকবে না হয়তো সেদিন।

আপনারা হয়তো অনেকেই জানেন না আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকেই লোকাল সাঁতরা বাজারে একজন ডাক্তার এর পাশে থেকে থেকে একটা ওষুধ দোকানের সমস্ত আদব কায়দা শিখেছি। এছাড়াও আমার মামা ডাক্তার সুব্রত জানা পাথর প্রতিমা দৃষ্টিকোণের চোখের ডাক্তারবাবু হাতে ধরে ধরে আমায় এনাটমি ফিজিওলজি এবং প্যাথলজি শিখিয়েছেন। উনি এখনো বলেন এগুলো এক্সট্রা নলেজ শিখে রাখতে ক্ষতি কি? আজকের দিনে দাঁড়িয়ে তুই যে প্রফেশনে থাকিস না কেন, মেডিক্যাল সেকশন তোকে অনেক বেশি এডভান্টেজ দেবে।

ওপর ওয়ালার আশীর্বাদে আজ আমি জেলকো বা স্যালাইন দিতে পারি, ক্যাথীদার লাগাতে পারি, আইভি এবং আইএম ইনজেকশন দিতে পারি নিবুলাইজেশন ছাড়াও অনেক বিদ্যা মোটামুটি জানি তারওপর বাড়িতে এলে বাবা মায়ের প্রেশার নিয়মিত দেখি। এবং একটা মেডিসিন দোকানে রেখে দিলে দিব্যি সামলে নিতে পারবো এটুকু বলতে পারি কারণ ভিন্ন ধরনের ওষুধের কম্পোজিশন সেই উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকেই ঘাটাঘাটি করছি।

সেদিন থেকে ওষুধ দোকানের লাইসেন্স এর কথা মাথায় ছিলো কোথাও প্রকাশ করিনি, আজ লাইসেন্স পাওয়ার পর সবাইকে জানালাম এই কারণে যে আমার লাইসেন্সটা ভাড়ায় দিতে চাই। সঠিক ওষুধ দোকানদার এর খোঁজ চাই কারণ আমি এমন একটা ছেলে পরে কোনো ঝামেলায় জড়াতে চাইনা। আপনাদের সন্ধান থাকলে বলবেন আমার লাইসেন্স এখন পুরো ভাড়ায় দেওয়ার জন্য তৈরি।

ছবি ঋণ: অয়ন দাস
স্থান: কোলকাতা, যাদবপুর কে.এফ.সি

#সুব্রত_সামন্ত #সময়ের_ক্যানভাস

ভোট দেওয়ার পর ছবি পোস্ট না করলে কিন্তু এ সমাজ আমায় মেনে নেবে না, তাই ভোট দিয়ে বুথ থেকে বেরোনোর পরেই আমার থোবরাখানা 😂স...
01/06/2024

ভোট দেওয়ার পর ছবি পোস্ট না করলে কিন্তু এ সমাজ আমায় মেনে নেবে না, তাই ভোট দিয়ে বুথ থেকে বেরোনোর পরেই আমার থোবরাখানা 😂

সেলফি ঋণ: নিজের মুঠোফোন

Copyright ©️ 2024 Somayer Canvas

#সময়ের_ক্যানভাস

রেমাল থেমে গেছে মেঘলা হয়ে আছে সারাদিন,প্রকৃতির তাণ্ডবলীলায় কিছুটা বেঁচে গেলেও পুরোপুরি বাঁচতে পারেনি যারা... 😭কই কমেন্...
29/05/2024

রেমাল থেমে গেছে মেঘলা হয়ে আছে সারাদিন,প্রকৃতির তাণ্ডবলীলায় কিছুটা বেঁচে গেলেও পুরোপুরি বাঁচতে পারেনি যারা... 😭

কই কমেন্ট করে বলুন তো এরা কি পাখির বাচ্চা...!!

আই প্লট লক্ষীপুর থেকে পাঠানো গৌরহরি দাস এর তোলা ছবি।

Copyright ©️ 2024

#ঘূর্ণিঝড়ের_পরে_সুন্দরবন #সময়ের_ক্যানভাস

29/05/2024

এখন কেমন আছে পাথর প্রতিমা সুন্দরবন ?

28/05/2024

সুন্দরবনের জঙ্গলে ঘূর্ণিঝড়ের পরে এত হরিণ মারা যেতে দেখেনি কেউ 😭 Dead Deer of Sundarban Forest After Cyclone

ঘূর্ণিঝড় রেমাল থেমে গেছে তবে সুন্দরবনের এই ভয়াবহতা কবে কাটিয়ে উঠবে জানিনা।

লোকেশন: জামতলা, কটকা বন্যপ্রাণী অভয়ারণ্য,শরণখোলা, বাগের হাট

ভিডিওগ্রাফি: Mihir Doe (Forest Officer)

এই ছেলেটা কয়েক মাস যাবৎ পাথরপ্রতিমা থানার অন্তর্গত অচিন্ত্য নগর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বিরাট বাজারে আছে। ও বলল ওর না...
28/05/2024

এই ছেলেটা কয়েক মাস যাবৎ পাথরপ্রতিমা থানার অন্তর্গত অচিন্ত্য নগর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বিরাট বাজারে আছে। ও বলল ওর নাম গুপি। ওকে সবাই বাড়ির ছেলের মতো ভালোবাসে। আমার এই পোস্ট যদি ছেলেটির পরিবারের কিংবা কোন পরিচিত এর কাছে পৌঁছায় আপনারা যোগাযোগ🗣📲📞 করবেন নিম্নলিখিত নম্বরে -9734718454.শিয়রে বষা কাল, খুব সমস্যায় পড়তে হবে ওকে। আর ও বাড়ি ফেরার জন্য যন্ত্রনাকাতর। আসুন আমরা সবাই মিলে ওকে নেটওয়ার্কের মাধ্যমে বাড়ি পৌঁছে দেই।

#পাথর_প্রতিমা

27/05/2024

সুন্দরবনে এই রেমাল ঘূর্ণিঝড়ের দাপটেও মেডিক্যাল ও এম্বুলেন্স স্টাফদের বিশ্রাম নেই। তাদের ক্যামেরায় পাথর প্রতিমার আড্ডির বাজার ব্রীজ ও গঙ্গাধরপুর এলাকা ঠিক কেমন ছিলো দেখুন।

ভিডিওটি রেকর্ড করেছেন পাথর প্রতিমা হাসপাতাল এর এম্বুলেন্স চালক সান্টু গিরি দাদা।

27/05/2024

🔴🌀 CYCLONE REMAL UPDATE 🌀
⚠️ ঘূর্ণিঝড় রেমাল আজ সকালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার পাশ দিয়ে বাংলাদেশের যশোরে প্রবেশ করে।
⚠️ বর্তমানে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের যশোর এবং খুলনা অঞ্চলের ওপর অবস্থান করছে।
⚠️ ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে প্রবল ঘূর্ণিঝড় (Severe Cyclone) থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে (Cyclonic Storm) পরিণত হয়েছে।
⚠️ বর্তমানে এর আশপাশের অঞ্চলের বাতাসের গতিবেগ ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার রয়েছে যার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
⚠️ বাংলাদেশের সাথে সাথে ঘূর্ণিঝড়ের আশপাশে অঞ্চলের মধ্যে নদীয়া উত্তর ২৪ পরগনা কলকাতা হুগলি এবং হাওড়ার ও দক্ষিণ ২৪ পরগনার অধিকাংশ অঞ্চল এখনো পর্যন্ত প্রভাবিত রয়েছে। যার ফলে এই সমস্ত অঞ্চলের ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সাথে মাঝারি থেকে ভারী কোথাও কোথাও অতি বাড়ী বৃষ্টিপাত হচ্ছে।
⚠️ তবে আজ বিকেলের পর থেকে আবহাওয়া পরিস্থিতির অনেকটা উন্নতি হওয়ার সম্ভাবনা এই সমস্ত অঞ্চলে।
⚠️ ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব দিকে উত্তর-পূর্ব ভারতের দিকে সরে গেলে আজ বিকেলের পর থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলির এই আবহাওয়ার দুর্যোগ অনেকটাই প্রভাব মুক্ত হবে।
⚠️ আজ রাত আটটার পর থেকে সমগ্র পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চল থেকেই ঝড় এবং বৃষ্টিপাত প্রায় সম্পূর্ণরূপে থেমে যাবে।

27/05/2024

দেখুন কিভাবে প্রাণের ঝুঁকি নিয়ে রেমাল সাইক্লোনের বিরুদ্ধে গিয়ে নৌকো মাঝিরা মুমূর্ষ রুগীকে হাসপাতাল পৌঁছে দিচ্ছে। ছবিটা পাথর প্রতিমা ব্লকের যুধিষ্ঠির জানার খেয়া ঘাটের।

পাথর প্রতিমার এম্বুলেন্স চালক সান্টু গিরির রেকর্ড করা এই ভিডিও।

বিপদ আর নেই বললেই চলে, তবুও আলগা নদী বাঁধকে ভয় ঝড় এর দাপটে আলগা হয়েছে। রাতে জোয়ার আসবে শেষবারের মতো একটু নদী বাঁধের ...
27/05/2024

বিপদ আর নেই বললেই চলে, তবুও আলগা নদী বাঁধকে ভয় ঝড় এর দাপটে আলগা হয়েছে। রাতে জোয়ার আসবে শেষবারের মতো একটু নদী বাঁধের ওপর সবাই মিলে মাটি দেওয়া যায়, তাহলে গতকাল এর ঘুম সহ আজ রাতে একটু ভালো করে ঘুমোতে পারি।

বিপদ অনেকটাই মুক্ত, এখনও দেখছি ঘোর মেঘ করে আছে, তবে আর ভয়ের কিছুই নেই।
27/05/2024

বিপদ অনেকটাই মুক্ত, এখনও দেখছি ঘোর মেঘ করে আছে, তবে আর ভয়ের কিছুই নেই।

পাথর প্রতিমা ব্লকের বনশ্যাম নগর এলাকার ঈশ্বর মণ্ডল ঘাট সংলগ্ন এই বাড়িটার এমন অবস্থা, হয়তো তেমন কোনো ক্ষতি হয়নি তবে ওখ...
27/05/2024

পাথর প্রতিমা ব্লকের বনশ্যাম নগর এলাকার ঈশ্বর মণ্ডল ঘাট সংলগ্ন এই বাড়িটার এমন অবস্থা, হয়তো তেমন কোনো ক্ষতি হয়নি তবে ওখানকার আবহাওয়া ঠিক এমনই।

দেবরাজ গিরি এর তোলা এই ছবি।

27/05/2024

ভয়ংকর চিত্র- রায়মঙ্গল নদী তীরবর্তী পুঁইজালি গ্রামের পেটোখালি ঘাটের পাশ্ববর্তী বাঁধের বর্তমান পরিস্থিতি

উইল্ড রথীন দার রেকর্ড করা ভিডিও

ঝড় হোক, জল হোক, ঘর ভেঙে যাক, সব ডুবে যাক.... মেছো বাঙালি ভাই... মাছ না ধরলে ব্যাপারটা ঠিক জমেনা।😆😆অমৃতা জানার তোলা ছবি।...
27/05/2024

ঝড় হোক, জল হোক, ঘর ভেঙে যাক, সব ডুবে যাক.... মেছো বাঙালি ভাই... মাছ না ধরলে ব্যাপারটা ঠিক জমেনা।😆😆

অমৃতা জানার তোলা ছবি।

অমৃতা দির মা এর সকালের সংগ্রহ।

পাথর প্রতিমা ব্লকের শেষ আইল্যান্ড এর অবস্থা এখন ঠিক এমনই 👍গোবর্দ্ধনপুর থেকে বুদ্ধদেব ভৌমিক এর পাঠানো ছবি।
27/05/2024

পাথর প্রতিমা ব্লকের শেষ আইল্যান্ড এর অবস্থা এখন ঠিক এমনই 👍

গোবর্দ্ধনপুর থেকে বুদ্ধদেব ভৌমিক এর পাঠানো ছবি।

27/05/2024

এই মুহুর্তের ঘোড়ামারা দ্বীপের রেমাল আপডেট 😭

ঘোড়ামারা থেকে আমায় ভিডিওটি পাঠিয়েছে শেখ শাহাজান ভাই 👍

এখন ঘোড়ামারা আইল্যান্ড এর পরিস্থিতি 😭ঘোড়ামারা থেকে শাহাজান এর পাঠানো চিত্র 👍
27/05/2024

এখন ঘোড়ামারা আইল্যান্ড এর পরিস্থিতি 😭
ঘোড়ামারা থেকে শাহাজান এর পাঠানো চিত্র 👍

27/05/2024

পাথরপ্রতিমা ব্লকের যেকোন প্রান্ত থেকে রেমাল সাইক্লোনের সময়ে যে কোনো মেডিক্যাল ইমার্জেন্সী/আপৎকালীন চিকিৎসার প্রয়োজন হলে আমাদের এই কন্ট্রোল রুমের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। (Issued By BMOH, মাধবনগর রুরাল হসপিটাল)

1. Dr.Subhadip Ray- BMOH- 9433502099

2. Barshna Rani Kayal- BPHN- 9875669258

3. Partha Pratim Das- Pharmacist- 8697144103

4. Tanusri Jana- PHN- 9163694848

5. Banabir Debnath- BAM- 9331819552

6. Samaresh Majee- EA(BPMU)- 9732956928

7. Ramprasad Pramanik- EA(BPMU)- 9679483857

8. Mithu Das- LC- 9475117302

9. Amal Samanta- BPC(ASHA)- 9593170751

10. Prasun Sardar- BPC(ASHA)- 9609200932

11. Sanjoy Mondal- IV- 6290188133

12. Biswajit Jana- RS- 9733672064

13. Sujit Maity- RS- 9733882230

যুদ্ধটা আমার একার নয় বন্ধু যুদ্ধটা সবার 👍
27/05/2024

যুদ্ধটা আমার একার নয় বন্ধু যুদ্ধটা সবার 👍

এখন থেকেই পাঠানো শুরু করে দিন... 👍WhatsApp No:7074360950(WhatsApp Only)
27/05/2024

এখন থেকেই পাঠানো শুরু করে দিন... 👍
WhatsApp No:7074360950(WhatsApp Only)

আজ সকাল থেকেও আমাদের পাথর প্রতিমায় একই অবস্থা... 😭
27/05/2024

আজ সকাল থেকেও আমাদের পাথর প্রতিমায় একই অবস্থা... 😭

সুন্দরবনের বাসিন্দাদের এই মুহুর্তের অবস্থা ঠিক এমনই ... নিকটবর্তী ফ্ল্যাট হাউস, স্কুল, বড়ো বাড়ীতে দল বেঁধে আশ্রয়। কোল...
26/05/2024

সুন্দরবনের বাসিন্দাদের এই মুহুর্তের অবস্থা ঠিক এমনই ... নিকটবর্তী ফ্ল্যাট হাউস, স্কুল, বড়ো বাড়ীতে দল বেঁধে আশ্রয়।
কোলকাতার ছেলেরা নাক দেখে ঘুমোচ্ছে আর আমার এলাকার ছেলে গুলো হাসি মুখে রাত কাটাচ্ছে। ভাবতে পারছেন তো ? এই ছোটো ছেলেরা ও কতটা কষ্ট সহ্য করে বাস্তবটাকে মেনে নিচ্ছে।

মৃণাল ভট্টাচার্য স্যার এর তোলা কিছু ছবি, সুন্দরবনের ঘোড়ামারা এলাকার আপডেট।

সবাই তৈরি তো ? জোয়ারের জল বেশ বাড়ছে, নদী বাঁধের অবস্থা যতই ভালো হোক দমকা হাওয়ায় ভাঙতে পারে। যেখানে ভেঙেছে আমার কাছে ...
26/05/2024

সবাই তৈরি তো ? জোয়ারের জল বেশ বাড়ছে, নদী বাঁধের অবস্থা যতই ভালো হোক দমকা হাওয়ায় ভাঙতে পারে। যেখানে ভেঙেছে আমার কাছে খবর আছে আপনারা হাল ছাড়বেন না। এ লড়াই লড়তে হবে, জিততে হবে!

26/05/2024

⭕সাইক্লোন রেমাল এর জন্য সরকারের দেওয়া হেল্পলাইন নম্বর গুলো👇

⭕কলকাতা- ৯৪৩২৬১০৪২৮, ৯৪৩২৬ ১০৪২৯

⭕দক্ষিণ ২৪ পরগনা- ১৮০০৫৩২৫৩২৮

⭕হাওড়া - ৬২৯২২৩২৮৭০

⭕উত্তর ২৪ পরগনা ৯০৭৩৯৪০০৫৮, ৯০৭৩৯৩৬৩২৩, ৯০৭৩৯৪০০৩৯

⭕হুগলি - ৮১০০ ১০৬ ০৪১

⭕পূর্ব মেদিনীপুর - ৯০৭৩৯ ৩৯৮০৪

⭕নদিয়া - ০৩৪৭২-২৫২১০৬, ৭৫৪৮৯৭৫৩০৩

⭕মালদা - ০৩৫১২ ২৫২০৫৮, ০৩৫১২ ২৫৩ ০৫৬

🛑🛑সবাইকে জানানোর অনুরোধ রাখলাম মানুষের স্বার্থে জনস্বার্থে।হয়তো আপনার জানানোটাই হাজার হাজার মানুষকে বাঁচিয়ে দিতে পারে।। 🙏🙏

26/05/2024

Remal Cyclone Live

26/05/2024

রেমাল ঘূর্ণিঝড় আপডেট ...
দুপুর দুটোর চিত্র পাথর প্রতিমা সুন্দরবন।

রেমাল ঘূর্ণিঝড় পাথর প্রতিমা আপডেট দুপুর বারোটার চিত্র... 👍ছবি ঋণ: রুদ্র পাখিরা
26/05/2024

রেমাল ঘূর্ণিঝড় পাথর প্রতিমা আপডেট
দুপুর বারোটার চিত্র... 👍

ছবি ঋণ: রুদ্র পাখিরা

সুন্দরবনে ঝড় হলেই কান্তি বুড়োটা আসে... কি নির্লজ্জ বুড়ো বলুন তো! ওনার টাকের নিচে কি কোনো বুদ্ধি নেই? ক্ষমতায় নেই আজ ...
26/05/2024

সুন্দরবনে ঝড় হলেই কান্তি বুড়োটা আসে...
কি নির্লজ্জ বুড়ো বলুন তো! ওনার টাকের নিচে কি কোনো বুদ্ধি নেই? ক্ষমতায় নেই আজ তেরো বছর হলো। কখনও দেবশ্রী রায়ের কাছে হেরেছেন তো কখনও অলক জলদাতার কাছে!

এই ঝড়ে উত্তাল সমুদ্রের ট্রলারে করে কখনও মৎস্যজীবিদের খুঁজতে গেছেন আবার কখনও ঝড়ের সাথে দৌড়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিচ্ছেন মানুষ জনদের সাথে ব্যবস্থা করে দিচ্ছে খাওয়ার,জল,ত্রিপল ইত্যাদি। রায়দিঘি বাসী কোনোদিন শুনেছেন দেবশ্রী ম্যাম ট্রলারে করে প্রাণের ঝুঁকি নিয়েছেন কিংবা বর্তমান বিধায়ক? কোভিড এর সময়ে বুড়ো মানুষটাকে মনে আছে? আর উল্টো পাশে বিরোধীদের? আমি রাজনৈতিক নেতা নয় একজন সুন্দরবনের সচেতন নাগরিক চোখের সামনে যা দেখেছি তাই বলছি।

আচ্ছা কান্তি বুড়ো, বলি বয়স তো হলো প্রায় পঁচাশি! বলি বুদ্ধি কি কমছে? এত করছো এই মানুষ গুলোর জন্য মানুষ কি তোমায় ভোট দেয়? সেই তো ভোট শেষে বিরোধীরাই জেতে। মশাই এবার বুঝতে হবে আজকের রাজনীতি রাজার নীতি নয় সমাজ সেবা নয় যেটা তুমি করছো। আজকের রাজনীতির আসল প্যাঁচ হলো পকেট নীতি বা পকেট সেবা।

সেই জন্য বলি সুন্দরবনকে অনেক দিয়েছো বিশেষ করে রায়দিঘীর মানুষকে আর কিচ্ছু করার দরকার নেই।যখন ঝড় থামবে পৃথিবী শান্ত হবে, ক্ষতি হলে মানুষ বুঝবে নদীবাধ কংক্রিটের দরকার নয়তো স্থায়ী সমাধান সম্ভব নয় যেটা তোমার পরিকল্পনা ছিল।

সুন্দরবনকে নিয়ে লিখলে পাতার পর পাতা লিখতে পারি তবে লিখলাম না... কারণ বেশ কিছু প্রকল্প তোমরা সৃষ্টি ছিলো, আজ রাজনীতি করে বিরোধিতার ছলে বলে এটা আমি করেছি ওটা আমি করেছি!!তখন মানুষকে গুগল খুলে কবে কার পরিকল্পনা আর কে বাস্তবায়িত করেছে সেটা দেখাতে ইচ্ছে করে।তবে ইচ্ছে করেই করিনা কারণ আজকের সুন্দরবন বাসী যথেষ্ট শিক্ষিত তবুও ভিক্ষায় মেতে আছে। উন্নয়ন বলতে যারা ব্যক্তি উন্নয়নকে প্রাধান্য দেয় তাদের কাছে আমফান,বুলবুল, ইয়াশ,রেমাল এই বিপর্যয়গুলো নিমিত্ত মাত্র!!

শুধু দেখতে চাই এই সুন্দরবন ধ্বংশ হতে হতে কোথায় যায়... কারণ বিজ্ঞানীদের কথায় আগামী পঞ্চাশ বছরে আমাদের সুন্দরবন ধ্বংশ হবে! আমি বিজ্ঞানী নয় তবু বলছি সভ্যতা মানেই ভাঙা গড়ার খেলা তবে এই সুন্দরবন পঞ্চাশে নয় পাঁচশো বছরও লাগতে পারে, তার কারণ একদিন যুক্তি দিয়ে বুঝিয়ে দেবো।

লেখাটি রাজনৈতিক উদ্দেশ্যে নিলে আমি দায়ী নয়, একজন সুন্দরবনবাসী হিসেবে প্রকৃত সমাজসেবীকে বেছে নেওয়ার ক্ষমতা আছে। কারণ প্রতিটা বিপর্যয়ে কান্তি গাঙ্গুলি ছুটে আসে এমনকি নিচের এই ছবি কালকের কই বাকি সমাজসেবীদের দেখতে পাই না? আসন্ন লোকসভা ভোটের আপডেট মুহূর্তে মুহূর্তে দেখি তবে আপনাদের এই আপডেট কেনো নয়? কারণ এগুলোকে ইস্যু করেই তো আপনারা ক্ষমতায় থাকেন।

ছবি: সংগৃহীত
লেখা: Subrata Samanta

Copyright ©️ Somayer Canvas

সব বৃষ্টি রোমান্টিক হয় না আর সব ঝড় এর হাওয়া আরাম দায়ক নয় রেমাল ঘূর্ণিঝড় তার বর্তমান উদাহরণ। হালকা বাতাসে উড়িয়ে দ...
26/05/2024

সব বৃষ্টি রোমান্টিক হয় না আর সব ঝড় এর হাওয়া আরাম দায়ক নয় রেমাল ঘূর্ণিঝড় তার বর্তমান উদাহরণ।

হালকা বাতাসে উড়িয়ে দিলো এই টালির বাড়ি এখনও আসল বিপদ আসেনি এবার ভাবুন।

ছবি ঋণ: নয়ন

সুন্দরবনের রেমাল আপডেট! পর্ব-8এখন সময় সকাল 9:30 বর্তমান আবহাওয়া ঠিক এমন। এত বড়ো বড়ো সাইক্লোন চলে গেলো তবু এই বাড়িটি...
26/05/2024

সুন্দরবনের রেমাল আপডেট! পর্ব-8
এখন সময় সকাল 9:30 বর্তমান আবহাওয়া ঠিক এমন।
এত বড়ো বড়ো সাইক্লোন চলে গেলো তবু এই বাড়িটি অক্ষত থেকে গেলো এখুনি দমকা হওয়ায় বাড়ির এই অবস্থা হয়ে গেলো। ছবিটি দূর্বাচটি সাত নম্বর ঘেরীর।

ছবি ঋণ: নয়ন

এমন আপডেট পেতে পেজটিকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।

Address

Rajpur Sonarpur
KOLKATA-700150

Alerts

Be the first to know and let us send you an email when Somayer Canvas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Somayer Canvas:

Videos

Share

Category


Other Rajpur Sonarpur travel agencies

Show All