23/04/2023
♥️ Heavenly Kashmir with Vaishnodevi including Patnitop, Dudhpathari, Betab Valley, Aru valley, Chandanwadi, Gurez Valley ♥️
🙏7 Nights 8 Days🙏
🎗Jammu to Jammu🎗
📆 Date: October 25, 2023
-
♦️16000/- (Per Head)
-
🟧 #প্রথম_দিন - জম্মু থেকে গাড়িতে করে কাটরা পৌঁছাবেন এবং সন্ধ্যার সময়ে বৈষ্ণবদেবীর উদ্দেশ্যে রওনা দেবো. বৈষ্ণদেবি দর্শনের পরে খানিকটা উপরে ট্রেক করে দেখে নিন কাল ভৈরবের মন্দির। এখান থেকে কাশ্মীর উপত্যকার রূপ এক স্বর্গীয় অনুভূতি এনে দেবে আপনাদের। এরপর হোটেলে ফিরে বিশ্রাম।
Day 1 : Reach Jammu Station , welcome by our representatives and drive to Katra . Afterwards start your journey to Vaishnodevi and Kal Bhairabh. Return to hotel and take rest.
🟩 #দ্বিতীয়_দিন - সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়বো শ্রীনগর এর উদ্দ্যেশ্যে। পথে ঘুরে দেখবো সবুজ গালিচায় মোড়া আর এক সুন্দর উপত্যকা পাটনিটপ।
শ্রীনগর পৌঁছে বিশ্রাম ।
Day 2: After breakfast start journey to Srinagar, on route visit Green carpet valley Patnitop. Night stay at Srinagar Hotel.
🟧 #তৃতীয়_দিন - সকাল সকাল ব্রেকফাস্ট করে রওনা দেবো দুধসাদা বরফে মোড়া দুধপথারির উদ্দেশ্যে। পথে লাঞ্চ করবো নিজের খরচে এবং কিছু দ্রষ্টব্য স্থান ভ্রমণ করবো : Shalimar Bagh, Nishat Bagh। রাত্রিযাপন শ্রীনগরে।
Day 3: After early morning breakfast start journey to the valley of Milk: Dudhpathari. Take on route Lunch and visit some more beautiful spots: Shalimar Bagh, Nishat Bagh. Night stay at Srinagar.
🟩 #চতুর্থ_দিন - সকাল সকাল ব্রেকফাস্ট করে রওনা দেবো গুলমার্গের উদ্দেশ্যে। উপভোগ করুন বিশ্বের সবচেয়ে বড় কেবল কার নেটওয়ার্ক গন্ডোলা ।পথে লাঞ্চ করবো। ফিরে এসে শ্রীনগরে রাত্রিযাপন।
Day 4: After breakfast start journey to the valley of flowers: Gulmarg. Enjoy worlds largest cable car network Gondola . Return to Srinagar and Night stay.
🟧 #পঞ্চম_দিন - ব্রেকফাস্ট করে রওনা দেবো সোনায় মোড়া ফুলেল সোনমার্গের উদ্দেশ্যে। এখান থেকে ঘোড় সওয়ারী হয়ে পৌঁছে যেতে পারেন তৈজস হিমবাহ । পথে লাঞ্চ করবো। ফিরে এসে শ্রীনগরে রাত্রিযাপন হাউসবোটে ।
Day 5: After breakfast start journey to Sonmarg: the valley of golden meadows. You can take a pony ride and reach to Teijwas Glaciers. Return to Sonmarg and take rest.
🟩 #ষষ্ঠ_দিন - সকালে শিকারা ভ্রমণের পরে শ্রীনগর থেকে রওনা দেবো পাহেলগামের উদ্দেশ্যে। পথে ঘুরে দেখবো ১১০০ বছরের প্রাচীন বিষ্ণু মন্দিরের ধ্বংসাবশেষ অবন্তী পূরা। আরও ঘুরে দেখবো লিডার নদীর উপত্যকা । রাত্রিবাস পাহেলগামে।
Day 6: After Morning breakfast enjoy shikar ride in Dal Lake. Afterwards start to Pahelgam, onroute visit 1100 years old ruins of Famous Lord Vishnu temple: Awanti Pura, more enjoy valley of lider river. Night stay at Pahelgam .
🟧 #সপ্তম_দিন - ব্রেকফাস্ট সেরে আগের দিনের রোমাঞ্চকর অভিজ্ঞতাকে সাক্ষ্য করে রওনা দেবো বেতাব ভ্যালি, আরু ভ্যালি , গুরেজ ভ্যালি এবং চন্দনবারী দর্শনে। ফিরে এসে সুন্দরী প্যাহেলগামের শোভা দর্শন করতে করতে রাত্রিযাপন।
Day 7: After breakfast start to visit Betab Valley, Aru valley, Gurez Valley, Chandanwadi etc. Return to Pahelgam and night stay.
🟩 #অষ্টম_দিন - প্যাহেলগামকে বিদায় জানিয়ে , রওনা দেবো জম্মুর পথে। এবং জম্মু পৌঁছে কাশ্মীরের ভালোবাসার স্মৃতি সঞ্চয় করে কোলকাতার ট্রেনে ধরবো।
Day 8: Today after checkout start to Jammu and Catch the train to Kolkata with heart full of beautiful memories of Heavenly Kashmir.
-
✅ ব্রেকফাস্ট, রাত্রির খাওয়া দাওয়ার ব্যবস্থা ( Breakfast, Dinner )
☑প্রথম দিনের জম্মু স্টেশন থেকে শেষ দিনের জম্মু স্টেশন পর্যন্ত গাড়ির ব্যবস্থা।
✅সাত রাত্রি এবং আট দিনের জন্য Family এর প্রয়োজনীয় Deluxe হোটেলের ব্যবস্থা।
☑উল্লেখিত সমস্ত দৃষ্টান্ত স্থান ভ্রমণের ব্যবস্থা।
✅অভিজ্ঞ ড্রাইভার/ম্যানেজার কতৃক ভ্রমণ পরিচালনার ব্যবস্থা।
☑কোভিড সংক্রান্ত সমস্ত রকম সুরক্ষা এবং সচেতনার ব্যবস্থা।
✅ গ্রুপের সদস্যদের জন্য অতিরিক্ত ছাড় ও ক্যাশব্যাক কুপন প্রযোজ্য
Note-⭕
☑️শ্রীনগর থেকে শ্রীনগর 5রাত 6দিনের খরচ 12750/প্রতিজন, ফ্লাইট টিকিট ছাড়া
(শ্রীনগর 2রাত, হাউসবট-1রাত,পেহেলগাম,1রাত)
⭕
☑️জম্মু থেকে জম্মু প্যাকেজ খরচ- 14000/ প্রতিজন
☑️ হাওড়া থেকে যাওয়া আসা স্লিপার ট্রেন টিকিট সঙ্গে নিয়ে 16000/ প্রতিজন
☑️ কেও যদি মনে করে এসি তে যাতায়ত করবে আর প্রতিজন 1500এক্সট্রা - 17500
☑️কেও যদি মনে করে ফ্লাইট যাতায়ত করবো- 14000/প্যাকেজ নিয়ে ফ্লাইটে জত টাকা হবে সেটা এক্সট্রা,
-
♦️ 📱 8250691743
💢 Whatsapp: 8250691743
💧 📧 [email protected]
🖤 টাকা জমিয়ে জমিয়ে মরে যাওয়ার থেকে...
ঘুরে ঘুরে ফকির হয়ে যাওয়া অনেক ভালো... 🖤