Taramaa_virtual_temple

Taramaa_virtual_temple Plan and Book your tour at Tarapith here. Get every information about hotels, food and temple puja s

এই বিশেষ তিথিতে পরিবারের মঙ্গল কামনা করে, পুজো দেওয়ার জন্যে যোগাযোগ করুন। 🙏🏻
28/08/2024

এই বিশেষ তিথিতে পরিবারের মঙ্গল কামনা করে, পুজো দেওয়ার জন্যে যোগাযোগ করুন। 🙏🏻

আজ ২রা শ্রাবণ সাধকশ্রেষ্ঠ শ্রীশ্রী বামাক্ষ্যাপা বাবার তিরোভাব দিবস।বামাক্ষ্যাপা বাবার তখন বয়স হয়েছে প্রায় ৭৪ বছর। শরীরের...
18/07/2024

আজ ২রা শ্রাবণ সাধকশ্রেষ্ঠ শ্রীশ্রী বামাক্ষ্যাপা বাবার তিরোভাব দিবস।

বামাক্ষ্যাপা বাবার তখন বয়স হয়েছে প্রায় ৭৪ বছর। শরীরের মাংস পিণ্ড ঝুলে গিয়েছে। বসে থাকলে উঠতে অসুবিধা হয়। নগেন বাগচি বসিয়ে উঠিয়ে দিতেন।

হঠাৎ একদিন ক্ষ্যাপাবাবা রাত্রিতে নগেনকে বললেন "ডাক এসেছে লগেন, ডাক এসেছে"। "ওরা আমাকে ডাকছেন"। নগেন ক্ষ্যাপাবাবাকে বললেন কি সব উল্টো পাল্টা বকছ বাবা। চুপ করো তো ! তুমি এখন শুয়ে পড়। এখন গভীর রাত। মায়ের মঙ্গল আরতির এখন অনেক দেরি। এই বলে ক্ষ্যাপা বাবাকে শুয়ে দিলেন এবং পাশের বিছানায় নগেন শুয়ে পড়লেন। নগেনের আর ঘুম আসে না। কেননা নগেন বুঝতে পারলেন ক্ষ্যাপা বাবা আর এ জগতে থাকবেন না।

রাত্রি পোহাল। ঊষাকাল হঠাৎ ক্ষ্যাপাবাবা ওই ভোর বেলায় নগেনকে বললেন, "লগেন আমাকে নদীর ঘাটে নিয়ে চল্ — আমি চান করব"। নগেন বললেন ক্ষ্যাপাবাবা তোমার শরীর ভাল নাই, এত ভোরে তুমি দ্বারকা নদীর জলে চান করবে ! "হ্যাঁ করব শালা ! তাতে তোর কি রে শালা ?" নাদসিদ্ধ ক্ষ্যাপার হুঙ্কারে যেন মহাশ্মশান কেঁপে গেল। পাখিরা সব জেগে গেল। নগেন ভয়ে কাঁপতে কাঁপতে ক্ষ্যাপা বাবাকে দ্বারকা নদীর ঘাটে নিয়ে গেলেন।

ত্রিকালদর্শী নাদসিদ্ধ তন্ত্রসম্রাট বীরাচারী বামাচারী ক্ষ্যাপাবাবাকে নগেন নদীতে নিয়ে গেলেন। ক্ষ্যাপাবাবা নদীতে খুব করে ডুব দিতে লাগলেন। যতবার ডুবলেন ততবার তারা মায়ের নাম ধরেন "জয় জয় তারা" "জয় জয় তারা"। চান করে ক্ষ্যাপা বাবা নদীর ঘাট থেকে অনেক পরে উঠলেন। নগেন বামাক্ষ্যাপাকে সঙ্গে নিয়ে ক্ষ্যাপা ঝোপড়ায় নিয়ে গেলেন।

ক্ষ্যাপাবাবা ঝোপড়া থেকে বেড়িয়ে শিমূলতলায় গেলেন। সেখানে মায়ের ব্রহ্ম শিলার চরণে মাথা রেখে শুয়ে শুয়ে অনেক কান্নাকাটি করে মায়ের সঙ্গে অনেক লীলা করলেন। এদিকে মন্দিরে মঙ্গল আরতির ঘন্টা-কাঁসরের আওয়াজ আসিল। মা তারা মা তারা — জয় জয় তারা — জয় জয় তারা নামে ক্ষ্যাপাবাবা মহাশ্মশান নিনাদে কাঁপাতে শুরু করলেন। কে বলবে ক্ষ্যাপাবাবার বয়স হয়েছে।

মঙ্গল আরতির ঘন্টা শেষ হল। ক্ষ্যাপাবাবা নগেনকে ডেকে বললেন, "লগেন এই দ্যাখ শালা এইখানে আমার সমাধি দিবি। আমার বড়মার সঙ্গে এই কথা হল"। এই বলে ক্ষ্যাপাবাবা লগেনকে বললেন, "তোল শালা তোল"। নগেন ক্ষ্যাপাবাবাকে দুই বাহুতে ধরে তুলে দাঁড় করালেন। ক্ষ্যাপাবাবা ও নগেন 'ক্ষ্যাপা-ঝোপড়া' চলে গেলেন।

ক্ষ্যাপাবাবা লগেনকে বললেন, "শালা গ্যাঁজা সাজ"। নন্দা ততক্ষণে ক্ষ্যাপা-ঝোপড়াতে এসেছেন। নন্দা সারাদিন ক্ষ্যাপা-ঝোপড়াতে কাটিয়ে রাত্রিতে বেশীর ভাগ দিন নদীর ওপারে বাড়িতে চলে যেতেন। নন্দা এসেছে। গ্যাঁজা সাজতে সাজতে নগেন নন্দাকে সব কথা খুলে বললেন। নন্দা সব শুনে হাও মাও করে কাঁদতে লাগলেন। ক্ষ্যাপাবাবা নন্দার কাঁদার শব্দ শুনতে পেয়েছেন। লগনা, ও শালা লগনা, লন্দা শালা কাঁদছে ক্যানেরে ? ও কিছু নয় বাবা বলে নগেন ক্ষ্যাপাবাবাকে বাক্ মানালেন।

সারাদিন গেল। দুপুরে সামান্য মায়ের ভোগ খেয়ে ছিলেন ক্ষ্যাপাবাবা। সন্ধ্যা বেলায় মায়ের আরতি হয়ে গেল। আরতির প্রসাদ লুচি, চিঁড়ে, মুড়কি ক্ষ্যাপা খুব সামান্য খেয়ে নগেন ও নন্দাকে খেতে বললেন। তারা প্রসাদ নিলেন। তারপর ক্ষ্যাপাবাবা তন্ত্রের ক্রিয়া শুরু করলেন। মাঝে গ্যাঁজা সেবনও করলেন। তন্ত্রক্রিয়া করার পর উত্তর দিকে মুখ করে ওই যে জয় জয় তারা — জয় জয় তারা রব ধরলেন, ওই নাম ধরেই রইলেন।

গভীর রাত্রে আনুমানিক ১-০৫ মিনিট নাগাদ ক্ষ্যাপা বাবার ব্রহ্মতালু ফট্ করে ফেটে গেল। ব্রহ্মতালু বেয়ে সামান্য রক্ত গা বেয়ে ভূমিতে পড়ল। বামাক্ষ্যাপার নাদ বন্ধ হয়ে গেল।

শ্রীশ্রী বামাক্ষ্যাপা বাবা বাংলা ১৩১৮ সনের ২রা শ্রাবণ আষাঢ়ে কৃষ্ণাষ্টমী তিথিতে রাত্রি আনুমানিক ১-০৫ মিনিট নাগাদ ইহলোক ত্যাগ করে শিব লোকে অর্থাৎ মনুষ্য কায়া ত্যাগ করে সুক্ষ্ম শরীরে বিরাজমান হলেন।

শ্রীশ্রী বামাক্ষ্যাপা বাবার ধ‍্যান মন্ত্র —

ॐ নবরূপী আশুতোষং সৌম‍্য আনন্দ চারুহং সং
সিন্দুর চন্দন ভাল‍্যং রুদ‌্রাক্ষ মাল‍্যং চর্চিত গলং
ভষ্ম ভূষিত কায়ব্যূহ আসবানন্দ নয়ন পরব্রহ্ম সরূপং
বালভাব প্রকাশং বিগলিতং কেশ-ভার ক্ষীণবাসনং
তারা চরণং তারানাদং নয়ন হিনং তারানাদ পরহিনং
ভক্তি হিনং মরমুক্ষাং মোক্ষকারীং শ্মশানচারীং বিহারীং
ভজে বরং ত্বং বামদেবায় মহেশ্বরায় নমঃ॥

শ্রীশ্রী বামাক্ষ্যাপা বাবার প্রণাম মন্ত্র —

স্থাপকায় স্বধর্মস্য শাক্তধর্ম স্বরূপিনে বশিষ্ঠ স্বরূপ শিব অবতার শ্রেষ্ঠায় সর্বসিদ্ধ সাধকায় শ্রীগুরু বাম দেবায় নমস্তুতে।
নমো বশিষ্ঠস্বরূপ দেব সর্বসিদ্ধি প্রদায়কঃ প্রতিষ্ঠায় স্বধর্মস্য শক্তিরূপ স্বরূপিনে শিববতার শ্রেষ্ঠায় শ্রীগুরু বাম নমোহস্তুতে॥


জয় তারা জয় মা তারা
জয় বাম জয় মা তারা


(সংগৃহীত)

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Bhaskar Mallik, Subha Dey, Sukanta Kusha...
07/07/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Bhaskar Mallik, Subha Dey, Sukanta Kushari

শুভ সকালমায়ের পুজো 🙏🏻  জয় মা তারা 🙏🏻
01/07/2024

শুভ সকাল

মায়ের পুজো 🙏🏻 জয় মা তারা 🙏🏻

26/06/2024

অম্বুবাচী তে কামাখ্যা মন্দির এর বিশেষ হোম যজ্ঞ 🙏🏻

অম্বুবাচী তে তারাপীঠ মন্দির এ যথাযত নিয়মে চলছে তারা মায়ের সেবা পুজো 🙏🏻
24/06/2024

অম্বুবাচী তে তারাপীঠ মন্দির এ যথাযত নিয়মে চলছে তারা মায়ের সেবা পুজো 🙏🏻

গ্রুপের সবাইকে সবটা পড়ার অনুরোধ রইলো 🙏 #অম্বুবাচী ও বিভ্রান্তি--------------------------------সাম্প্রতিক সময়ে ফেসবুকজুড়...
24/06/2024

গ্রুপের সবাইকে সবটা পড়ার অনুরোধ রইলো 🙏

#অম্বুবাচী ও বিভ্রান্তি
--------------------------------
সাম্প্রতিক সময়ে ফেসবুকজুড়ে 'অম্বুবাচী' নিয়ে প্রচার-অপপ্রচার ব্যাপকরূপ ধারণ করেছে। অথচ, অম্বুবাচী জিনিসটা কি এ সম্পর্কে অধিকাংশেরই কোনরূপ ধারণা নেই। লোকজনের এ অজ্ঞতার সুযোগ নিয়ে একদল স্মার্ত অসুর আবার ফেসবুকে প্রচার করে বেড়াচ্ছে, অম্বুবাচীতে পূজার্চনা নিষেধ! জপ নিষেধ! উপবাস নিষেধ! আর শাস্ত্রবিমুখ কিংবা ভক্তসঙ্গ না করা লোকেরাও সে সব কথা শুনে তালে তাল দিচ্ছেন! এসব দেখে অবাক হতে হয়!
অথচ ব্যাসপ্রণীত প্রামাণিক শাস্ত্রসমূহে অম্বুবাচীতে দেবপূজা নিষেধ কিংবা যজ্ঞ হোম নিষেধ- এরূপ কোন বিধান পাওয়া যায় না। এগুলো সব স্মার্ত অসুরদের মনগড়া নতুন নতুন ফতোয়া। যারা এ সময়টাতে দেবপূজা নিষিদ্ধ বলে, তাদের দেববিদ্বেষী অসুর বলে জানবেন।

#ব্যাসদেব প্রণীত প্রামাণিক শাস্ত্রে উল্লেখ আছে, ভগবান শ্রীবরাহদেব অম্বুবাচী দিনে বসুন্ধরা দেবীর পূজার প্রচলন করেছিলেন এবং এ দিন ত্রিভূবনে ভূদেবীর পূজা হয়। সেজন্য এ দিন মাটি খনন নিষিদ্ধ। ব্যাস, এটুকুই বিধান। এর বাইরে অতিরিক্ত কোন বিধি নিষেধ নেই। জপ, পূজা, একাদশী, হোম সবকিছুই বিধিবৎ চলবে। এ সময়ে শ্রীজগন্নাথদেব আপন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে সাড়ম্বরে সেবিত হোন।

অম্বুবাচী সংক্রান্ত একাধিক শাস্ত্রীয় রেফারেন্স-

শ্রী বরাহদেব বসুন্ধরা দেবীকে বললেন-
"বসুধে! তুমি সকলের আধারভূতা হও এবং সকল মুনি, মনু, দেব সিদ্ধ ও মানবগণ — তোমাকে সুখে পুজা করুন। দেবতা প্রভৃতি সকলেই #অম্বুবাচী-ত্যাগ- দিবসে এবং গৃহারম্ভ, গৃহপ্রবেশ, বাপী-তড়াগারম্ভ, গৃহপ্রতিষ্ঠা ও কৃষিকার্য্যে আমার বরপ্রভাবে তোমায় পূজা করিবে ; আর যে মূঢ়গণ তোমার পূজায় বিরত থাকিবে, তাহার নিশ্চয় নরকগামী হইবে।"
#বসুধা বলিলেন, " হে ভগবান ! আমি আপনার আজ্ঞানুসারে অনায়াসে সচরাচর বিশ্ব সমস্তই ধারণ করিব। কিন্তু ভগবন্ ! মুক্তা, শুক্তি, শিবলিঙ্গ, বিষ্ণুশিলা, শঙ্খ, প্রদীপ, রত্ন, মাণিক্য, হীরা, মণি, যজ্ঞসূত্র, পুষ্প, পুস্তক, তুলসীদল, জপমালা, পুষ্পমালা, কর্পূর, সুবর্ণ, গোরোচনা, চন্দন, শালগ্রাম-চরণামৃত সাক্ষাৎ-সম্বন্ধে এই সমস্ত বহন করিতে আমার ক্লেশ হইবে, এই জন্য ঐ সকল বহন করিতে আমি সক্ষম নহি।"
ভগবান বলিলেন, "সুন্দরি! যে মূঢ়গণ, এই সমস্ত দ্রব্য তোমার উপরে রাখিবে, তাহারা দিব্য শতবর্ষ পর্যন্ত কালসূত্র নামক নরকযাতনা ভোগ করিবে।"
[ #শ্রীব্রহ্মবৈবর্তপুরাণ, প্রকৃতিখন্ড, ৮ম অধ্যায়, শ্লোক-৩৫-৪২]

যমরাজ সাবিত্রীকে বললেন-
"ভারতে যে মানব, #অম্বুবাচীতে মৃত্তিকা-খনন ও সাধারণ দিনে জলে মূত্রাদি ত্যাগ করে, গুরু, মাতা, পিতা, সাধ্বী ভাৰ্য্যা এবং পুত্র কন্যাকে পোষণ না করে, তাহারও ব্রহ্মহত্যার পাতক হয়।"
[ #শ্রীব্রহ্মবৈবর্তপুরাণ, প্রকৃতিখন্ড, ৩০শ অধ্যায়, শ্লোক-১৬২,১৬৩]

শুক্র চন্দ্রকে বললেন-
"যে নরাধম #অম্বুবাচিদিবসে মৃত্তিকা খনন করে, সে চন্দ্ৰপাপে শতযুগ—কালসূত্র নরকে গমন করুক । যে নারী স্বপতিকে বঞ্চনা করিয়া পরপুরুষে গমন করে সে, চন্দ্র-পাপে চারিযুগ বহ্নিকুণ্ড নরকে গমন করুক।
[ #শ্রীব্রহ্মবৈবর্তপুরাণ, প্রকৃতিখন্ড, অধ্যায় ৫৮, শ্লোক-৭০,৭১]

©

21/06/2024


#যজ্ঞ
#পুজো #মাতারা #জয়মা

শুভ রাত্রি ❤️🙏🏻
21/06/2024

শুভ রাত্রি ❤️🙏🏻

16/09/2023
Kaushiki amabassya 2023.
16/09/2023

Kaushiki amabassya 2023.

09/02/2023

Jajna (yogga) at temple.

26/08/2022

Mahakausiki Amavasya 2022..

17/08/2022

02/03/2022

আজ অমাবস্যায় এক ভক্তের মঙ্গল কামনায় ১০ জন ব্রাহ্মণ সহিত দশ মহাবিদ্যা যজ্ঞের কিছু মুহূর্ত 🙏🏻🌼 #তারাপীঠ #জয়_মা_তারা #তারামা

দশ মহাবিদ্যা যজ্ঞ 🙏🏻🌼  #তারামা  #তারাপীঠ  #জয়_মা_তারা
02/03/2022

দশ মহাবিদ্যা যজ্ঞ 🙏🏻🌼
#তারামা #তারাপীঠ #জয়_মা_তারা

01/03/2022

#তারাপীঠ #জয়_মা_তারা

01/03/2022

এক ভক্তের মঙ্গল কামনায় মহাদেবের যজ্ঞের কিছু মুহূর্ত 🙏🏻🌼... #তারাপীঠ

আজ মহা শিবরাত্রি উপলক্ষে তারাপীঠ এর চন্দ্রচূড় ভৈরব এর কাছে পূজা ও যজ্ঞ ... 🙏🏻🌼  #জয়_মা_তারা  #তারাপীঠ
01/03/2022

আজ মহা শিবরাত্রি উপলক্ষে তারাপীঠ এর চন্দ্রচূড় ভৈরব এর কাছে পূজা ও যজ্ঞ ... 🙏🏻🌼 #জয়_মা_তারা #তারাপীঠ

17/12/2021
জয় মা তারা 🙏💐
06/09/2021

জয় মা তারা 🙏💐

06/09/2021

কৌশিকী অমাবস্যায় মায়ের আরতি ..

Address

Rampurhat
731233

Telephone

+919749179857

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taramaa_virtual_temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Rampurhat travel agencies

Show All