09/11/2023
|| SILK ROUTE - HEAVEN IN EAST SIKKIM ||
কোথাও ঘুরতে যাবেন ভাবছেন....??
ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে....??
এখনও ভেবে উঠতে পারছেন না কোথায় যাওয়া যায়, তাহলে পুজোয় বা তার পরে আপনার জন্য সেরা টুর প্লান হতে পারে পুর্ব সিকিমের রেশম পথ বা ওল্ড সিল্ক-রুট, আপনার ঘোরার সমস্ত দায়িত্ব আমাদের, থাকা খাওয়া ঘোরা নিয়ে আমরা আপনার জন্য নিয়ে এসেছি দূর্দান্ত সব প্যাকেজ।
সিল্ক-রুট এ কি দেখবেন -
প্রথমত সিল্ক-রুট টুর এর শুরু হয় আমাদের পশ্চিম বাংলার কালিম্পং জেলার একটা ছোট পাহাড়ি গ্রাম সিলারিগাও থেকে, ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রাম যেখানে আপনি পেয়ে যাবেন হোম-স্টে থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখার সুবিধা, এছাড়া পাইন এর জঙ্গলে ঘেরা সিলারিগাও আপনাকে মোহিত করবেই সেই কথা চোখ বুঝে বলা যায়।
এর পর সিলারিগাও থেকে একটু এগিয়ে গেলেই ঋষি নদী পেরিয়ে আপনি চলে যাচ্ছেন সিকিমের দিকে, পথে পড়বে রোংলি বাজার, এই পথে একমাত্র বাজার,এখানে চাইলে খানিকটা টাইম কাটাতে পারেন, এছাড়া এখান থেকে কিছু কেনাকাটাও সেরে নিতে পারেন, রোংলি বাজার পেরিয়ে এবার আমরা চলে যাবো লিংথ্যামের উদ্দেশ্যে, যদি লিংথ্যামে থাকেন তাহলে সকাল বা সন্ধের দিকে সরু জঙ্গলের রাস্তা ধরে চলে যেতে পারেন লিংথ্যামের নদীর দিকে, অপূর্ব সুন্দর রাস্তা, পৌছে দেখতে পাবেন একটা ঝুলন্ত সেতু, ছবির মতো সুন্দর করে যেনো সাজানো, অনেক ফটো তুলে আবার ফিরে আসুন হোম-স্টে তে, চাইলে লিংথ্যামের ছোট মনাস্ট্রিটাও পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন।
লিংথ্যাম থেকে আরও খানিকটা এগিয়ে পড়বে পদমচেন, সেকানে এক অপূর্ব প্রকৃতির স্বাদ পাবেন, নিরিবিলি একটা জায়গা, শুধু পাখিদের কোলাহল আর নির্ভেজাল পকৃতি আপনি উপভোগ করবেনই করবেন।
পদমচেন থেকে খানিকটা এগিয়ে গিয়ে দেখে নিতে পারেন ইকো নেচার পার্ক, পাইন গাছের জঙ্গলের মধ্যে ছোট একফালি জায়গা আপনার মন ছুয়ে যাবেই।
আরও খানিকটা এগিয়ে গেলে পড়বে জুলুক, এর পরে জুলুকের আরও খানিকটা এগিয়ে গেলে শুরু হয়ে যাবে যিগ-য্যাগ রোড, গাড়ি এদিক ওদিক ঘুরে ওপরে উঠে যাবে, আর আস্তে আস্তে আপনি নিচে দেখতে পাবেন যিগ-য্যাগ এর শোভা, এই ভাবে থ্যাম্বি পর্যন্ত চলে গেলে গাড়ি দাঁড় করিয়ে দেখে নিন পুরো জিগ-জ্যাগ রোডের অপূর্ব ভিউ এবং ঠিক অন্যদিকে পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘার এক অন্য রুপ, যেই কাঞ্চনজঙ্ঘা আমরা সাধারণত দার্জিলিং থেকে দেখে অভ্যস্ত সেই কাঞ্চনজঙ্ঘার অন্য দিক থেকে ভিউ জাস্ট দূর্দান্ত, এর পরে আরও খানিকটা এগিয়ে গেলে পড়বে নাথ্যাং ভ্যালি, অপূর্ব ছবির মতো সুন্দর একটা ভ্যালি, এখানে খানিকটা দাঁড়িয়ে ছবির মতো সুন্দর ভ্যালির শোভা ক্যামেরাবন্দী করতে ইচ্ছা করবেই আপনার, আপনি চাইলে একটা রাত এখানে কাটাতেই পারেন কিন্তু এখানে কায়ানোর জন্য অবশ্যই আপনাকে উচ্চতা জনিত সমস্যার কথা মাথায় রাখতে হবে, যদি আপনাদের সাথে খুব বাচ্ছা বা বয়স্ক কেউ থাকে তাহলে কখনোই নাথ্যাং ভ্যালিতে থাকা আপনার জন্য উপযুক্ত হবে না, বা আপনি নাথ্যাং ভ্যালিতে রাত কাটানোর জন্য টুরে আসার আগে আপনার পারিবারিক ডাক্তারের পরামর্শ নিয়েও আসতে পারেন।
নাথ্যাং থেকে আরও খানিকটা এগিয়ে গেলে আপনি পাবেন পুরানো বাবা মন্দির, বাবা হরভজন সিং এর মন্দির, মন্দিরে পৌছানোর আগে বাবা হরভজন সিং এর কাহিনি আপনার ভালো লাগবেই, মন্দিরে পৌছে প্রসাদ নিয়ে আপনি দেখে নিতে পারেন বাবার বাঙকার, পাশেই ইন্ডিয়ান আর্মির পরিচালনায় ক্যাফে থেকে চা বা কফি এবং ম্যাগি নিয়ে খানিকটা জিরিয়ে নিতে পারেন, আরও খানিকটা এগিয়ে গেলে আপনি দেখে নিতে পারেন কুপুপ লেক যা এলিফ্যান্ট লেক নামেও পরিচিত, এটাই আমাদের সিল্ক-রুট এর শেষ পয়েন্ট এবার এখান থেকে ফেরার পালা, ফেরার সময়ে জুলুকে একটা রাত কাটিয়ে আপনি চলে আসুন ঋষিখোলায়, খোলা মানে নদি, যেই ঋষি নদী পশ্চিম বাংলা এবং সিকিমের বর্ডার, ঠিক ঋষিনদির পারেই আমাদের হোম-স্টে, হোম-স্টে থেকেই নদির আওয়াজ আপনার বেশ লাগবে, চাইলে পরিবার বা বন্ধু বান্ধবদের নিয়ে সন্ধেটা বনফায়ার এবং বার্বিকিউ চিকেন এর সাথে আনন্দ করতে পারেন।
আমাদের প্যাকেজে আপনি পাবেন -
√ বোলেরো এবং সুমো গাড়ি
√ জাইলো বা ইনোভা গাড়ি (কিছুটা এক্সট্রা ভাড়া দিয়ে)
√ হোম-স্টে তে থাকার সুবিধা
√ আপনার ফ্যামিলি অনুযায়ী রুমের ব্যাবস্থা
√ প্রত্যেক দিন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং স্নাক্স এর ব্যাবস্থা
√ অভিজ্ঞ ড্রাইভার
√ স্টেশন এবং এয়ারপোর্ট পিক আপ এবং ড্রপ
√ ২৪x৭ টুর এবং কাস্টমার কেয়ার সাপোর্ট
আপনি নাইট-স্টে এর জন্য বেচে নিতে পারেন -
√ সিলারিগাও
√ রামধূরা
√ ঋষিখোলা
√ আরিতার
√ রোলেপ
√ লিংথ্যাম
√ পদমচেন
√ জুলুক
√ লুংথ্যুং
√ ন্যাথাং
✅আপনি আপনার প্যাকেজ ৩ রাত্রি ৪ দিন, ৪ রাত্রি ৫ দিন অথবা ৫ রাত্রি ৬ দিনের জন্য করতে পারেন, আপনাদের সুবিধার জন্য নিচে বিস্তারিত রেট-চার্ট দেওয়া হলো✅
(দুর্গাপূজা, দিপাবলি, ক্রিস্টমাস, নিউ ইয়ার, হোলি এবং গরমের ছুটির এর সপ্তাহ - এই সময়ে হাই-সিসন থাকার কারণে রেট কিছুটা বেশি হতে পারে)
==============================
৩ রাত্রি ৪ দিন এর জন্য প্রতিজন এর রেট -
==============================
আপনারা যদি ৯ জন হয়ে থাকেন - ৩৯০০/- টাকা প্রতিজন
আপনারা যদি ৮ জন হয়ে থাকেন - ৪১৫০/- টাকা প্রতিজন
আপনারা যদি ৭ জন হয়ে থাকেন - ৪৪০০/- টাকা প্রতিজন
আপনারা যদি ৬ জন হয়ে থাকেন - ৪৭০০/- টাকা প্রতিজন
আপনারা যদি ৫ জন হয়ে থাকেন - ৫১৫০/- টাকা প্রতিজন
আপনারা যদি ৪ জন হয়ে থাকেন - ৫৪০০/- টাকা প্রতিজন
আপনারা যদি ৩ জন হয়ে থাকেন - ৬৩৫০/- টাকা প্রতিজন
আপনারা যদি ২ জন হয়ে থাকেন - ৮৩০০/- টাকা প্রতিজন
==============================
৪ রাত্রি ৫ দিন এর জন্য প্রতিজন এর রেট -
==============================
আপনারা যদি ৯ জন হয়ে থাকেন - ৪৯৮০/- টাকা প্রতিজন
আপনারা যদি ৮ জন হয়ে থাকেন - ৫২৫০/- টাকা প্রতিজন
আপনারা যদি ৭ জন হয়ে থাকেন - ৫৫০০/- টাকা প্রতিজন
আপনারা যদি ৬ জন হয়ে থাকেন - ৫৯০০/- টাকা প্রতিজন
আপনারা যদি ৫ জন হয়ে থাকেন - ৬৫০০/- টাকা প্রতিজন
আপনারা যদি ৪ জন হয়ে থাকেন - ৬৮০০/- টাকা প্রতিজন
আপনারা যদি ৩ জন হয়ে থাকেন - ৭৯৫০/- টাকা প্রতিজন
আপনারা যদি ২ জন হয়ে থাকেন - ১০,৭০০/- টাকা প্রতিজন
==============================
৫ রাত্রি ৬ দিন এর জন্য প্রতিজন এর রেট -
==============================
আপনারা যদি ৯ জন হয়ে থাকেন - ৬০০০/- টাকা প্রতিজন
আপনারা যদি ৮ জন হয়ে থাকেন - ৬৩০০/- টাকা প্রতিজন
আপনারা যদি ৭ জন হয়ে থাকেন - ৬৬০০/- টাকা প্রতিজন
আপনারা যদি ৬ জন হয়ে থাকেন - ৭১৫০/- টাকা প্রতিজন
আপনারা যদি ৫ জন হয়ে থাকেন - ৭৮০০/- টাকা প্রতিজন
আপনারা যদি ৪ জন হয়ে থাকেন - ৮১৫০/- টাকা প্রতিজন
আপনারা যদি ৩ জন হয়ে থাকেন - ৯৬০০/- টাকা প্রতিজন
আপনারা যদি ২ জন হয়ে থাকেন - ১৩,৫০০/- টাকা প্রতিজন
✅আমাদের যোগাযোগ নাম্বার -
📞 7278598700 📞 8620812478
📞 7980092112 📞 9674998508