Club Destination Holidays

Club Destination Holidays Club Destination Holiday is leading Travel Agency in Kolkata. We organize group and customized tour.

খুব অল্প সময়ের মধ্যে পূর্ব সিকিমের কিছু জায়গা ঘুরতে চাইলে যোগাযোগ করুন।
18/01/2025

খুব অল্প সময়ের মধ্যে পূর্ব সিকিমের কিছু জায়গা ঘুরতে চাইলে যোগাযোগ করুন।

হাতে মাত্র দু দিন সময় .......... চিন্তা করবেন না, আমাদের সাথে যোগাযোগ করুন l  গাড়ি, থাকা, খাওয়া এবং সাইটসিন সহ পুরো প...
15/01/2025

হাতে মাত্র দু দিন সময় .......... চিন্তা করবেন না, আমাদের সাথে যোগাযোগ করুন l
গাড়ি, থাকা, খাওয়া এবং সাইটসিন সহ পুরো প্যাকেজটা আপনার মতন করে আমরা বানিয়ে দেবো।
যোগাযোগ ৭৯৮০২৪১০৫৬ , ৯৮৩১৮৫৮০৪০

একটু সুন্দরবনে ঘুরে আসা ১০-১১-১২ জানুয়ারি একটু অন্যভাবে সুন্দরবন দেখতে চাইলে কথা বলতে পারেন ৭৯৮০ ২৪১০৫৬ নাম্বারে
13/01/2025

একটু সুন্দরবনে ঘুরে আসা
১০-১১-১২ জানুয়ারি
একটু অন্যভাবে সুন্দরবন দেখতে চাইলে কথা বলতে পারেন ৭৯৮০ ২৪১০৫৬ নাম্বারে

হাতে দু একদিন সময় পেলে একটু ঘুরে যান বাঁশপাহাড়ি lভৌগলিক অবস্থানের ফলে এই জায়গা থেকে আপনি অনেকগুলো জায়গা ঘুরে দেখে নি...
01/12/2024

হাতে দু একদিন সময় পেলে একটু ঘুরে যান
বাঁশপাহাড়ি l
ভৌগলিক অবস্থানের ফলে এই জায়গা থেকে আপনি অনেকগুলো জায়গা ঘুরে দেখে নিতে পারবেন, যেমন ঝাড়গ্রাম, ঘাটশিলা, বাঁকুড়া,জঙ্গলমহল,বেলপাহাড়ি, কাঁকড়া ঝড় l ইচ্ছা করলে আপনি বাঁকুড়া ঝাড়গ্রাম অথবা ঘাটশিলা স্টেশনে নামতে পারেন, আমরা গাড়ি পাঠিয়ে দেবো l আর যদি টিকিটের সমস্যা থাকে কষ্ট করে খড়গপুর চলে আসুন। ওখান থেকে আমরা আপনাকে গাড়ি পাঠিয়ে হোমস্টে তে নিয়ে চলে আসব l দয়া করে একটু মাথায় রাখবেন এটা গ্রামীণ হোমস্টে, শহরের সব স্বাচ্ছন্দ এখানে পাবেন না কিন্তু যেটা পাবেন সেটা হচ্ছে প্রকৃতির হাতছানি। বুক ভরে নিশ্বাস নিতে পারবেন l তাই একটা দুটো দিন আসুন আমাদের সঙ্গে কাটিয়ে যান। আরো বিশদে জানার জন্য যোগাযোগ করুন.
Kallol Pan : 7980241056
📲 098318 58040

হাতে মাত্র দু-তিন দিনের ছুটি, কোথাও যাবেন ভাবছেন, চলে আসুন একদম প্রকৃতির মাঝখানেl নিচের ছবিগুলোই প্রমাণ আপনি কোথায় থাকব...
29/11/2024

হাতে মাত্র দু-তিন দিনের ছুটি, কোথাও যাবেন ভাবছেন, চলে আসুন একদম প্রকৃতির মাঝখানেl নিচের ছবিগুলোই প্রমাণ আপনি কোথায় থাকবেনl
তাই রূপসী বাংলা অথবা আরণ্যক এক্সপ্রেস এ হাওড়া থেকে ভোরবেলা চেপে পড়ুন আর বাঁকুড়া নেবে পড়ুন। বাকি দায়িত্ব আমাদের। তাড়াতাড়ি যোগাযোগ করুন আরো বিশদে জানার জন্য ৭৯৮০২৪১০৫৬

দু রাত্রি তিন দিনের ছুটিতে, কোথায় যাবেন ভাবছেন, চলে আসুন কাঁকড়াঝরে lদুটো দিন প্রকৃতির সঙ্গে কাটিয়ে যান, আশা করি খুব ভ...
28/11/2024

দু রাত্রি তিন দিনের ছুটিতে, কোথায় যাবেন ভাবছেন, চলে আসুন কাঁকড়াঝরে l
দুটো দিন প্রকৃতির সঙ্গে কাটিয়ে যান, আশা করি খুব ভালো লাগবে। মনোরম পরিবেশ, সাথে সুন্দর খাওয়া-দাওয়া l
ঝাড়গ্রাম অথবা ঘাটশিলা স্টেশনে নামুন ওখান থেকে বাদবাকি সমস্ত দায়িত্ব আমাদের। যোগাযোগ ৭৯৮০২৪১০৫৬,৯৮৩১৮৫৮০৪০

শীত কাল আসছে l সবাই বছরের একটা দিন একত্রে পিকনিক করতে চানl পারিবারিক পিকনিক অথবা অফিস পিকনিকের জন্য যোগাযোগ করতে পারেন।এ...
23/11/2024

শীত কাল আসছে l সবাই বছরের একটা দিন একত্রে পিকনিক করতে চানl পারিবারিক পিকনিক অথবা অফিস পিকনিকের জন্য যোগাযোগ করতে পারেন।
একটা নতুন জায়গার সন্ধান দিলাম। জায়গাটা বারাসাতের কাছাকাছি l যোগাযোগ করুন ৭৯৮০২৪১০৫৬

নাগাল্যান্ডের 17 টি আদিবাসী উপজাতি ১০ দিন ধরে তাদের  জীবনযাত্রা, সভ্যতা  নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করে থাকে। না...
06/11/2024

নাগাল্যান্ডের 17 টি আদিবাসী উপজাতি ১০ দিন ধরে তাদের জীবনযাত্রা, সভ্যতা নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করে থাকে। নানা প্রতিকূলতার জন্য ইচ্ছা থাকলেও সব সময় আমরা এই অনুষ্ঠানে পৌঁছাতে পারি না। এ বছর আপনাদের জন্য এই সুযোগটা নিয়ে এসেছি। আমাদের ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বরের প্যাকেজে কিছু সিট ফাঁকা আছে। চাইলে যোগাযোগ করতে পারেন।

যে জায়গাটির সঙ্গে এখন আপনাদের পরিচয় করাব সেই জায়গাটি ভ্রমণের মানচিত্রে এখনো সেই ভাবে পরিচিতি লাভ করেনি। এখনো প্রচুর ম...
02/11/2024

যে জায়গাটির সঙ্গে এখন আপনাদের পরিচয় করাব সেই জায়গাটি ভ্রমণের মানচিত্রে এখনো সেই ভাবে পরিচিতি লাভ করেনি। এখনো প্রচুর মানুষের ভিড় এখানে হয়ে ওঠেনি। তাই জায়গাটার কুমারীত্ব থাকতে থাকতে একবার এই জায়গাটা ঘুরে যান। জায়গাটার নাম "শিকারি বস্তি"। খুব একটা চেনা লাগলো না তো। একদম চা বাগানের পাশে জায়গাটার রূপ অপূর্ব। শেয়ার গাড়িতে করে এখানে চলে আসতে পারেন। এখানে থেকে দেখে নিতে পারেন তাবাকোশি ( ৬ কিমি), মিরিক লেক(১২ কিমি), লেপচাজগৎ(১৫ কিমি) এবং দার্জিলিং মাত্র ৩০ কিলোমিটার। অত্যাধুনিক সমস্ত ব্যবস্থা যেমন ওয়াইফাই,গিজার আছে এবং প্রত্যেকটা রুম থেকে ভিউ পাওয়া যায়। বর্তমানে সব মিলিয়ে চারটি ঘর আছে, কোন বড় ফ্যামিলি র কোন অসুবিধা হবে না।
আরো বিশদে জানতে যোগাযোগ করুন ৭৯৮০২৪১০৫৬

যে নামটি এক্ষুনি বলবো সেটির সঙ্গে অল্প বিস্তর আপনারা পরিচিত। দার্জিলিংয়ের আশেপাশে যে কয়েকটি গ্রাম আছে এটিও তাদের মধ্যে...
02/11/2024

যে নামটি এক্ষুনি বলবো সেটির সঙ্গে অল্প বিস্তর আপনারা পরিচিত। দার্জিলিংয়ের আশেপাশে যে কয়েকটি গ্রাম আছে এটিও তাদের মধ্যে অন্যতম। জায়গাটির নাম চারখোল । যদি দুটো দিন শুধুমাত্র প্রকৃতির সঙ্গে কাটাবেন বলে ঠিক করেন তাহলে এখানে আসতে পারেন। এখানে আসার একটা বিশেষ সুবিধা আছে যেটা হলো আপনি শেয়ার গাড়িতে চেপেও এখানে আসতে পারেন।
আরো জানতে যোগাযোগ করুন ৭৯৮০২৪১০৫৬

লাক্সারি ক্রুজ এ করে চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমা দর্শন।বিকেল তিনটায় বাবুঘাট থেকে ছাড়বে,AC ক্রুজ,5 tai চন্দননগর পৌঁছবে...
01/11/2024

লাক্সারি ক্রুজ এ করে চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমা দর্শন।

বিকেল তিনটায় বাবুঘাট থেকে ছাড়বে,AC ক্রুজ,5 tai চন্দননগর পৌঁছবে,আবার 9টা থেকে 9:30 pm চন্দননগর থেকে ছেড়ে বাবুঘাট আসবে, চন্দননগর এ 4 ঘণ্টা ঘুরতে পারবে, সঙ্গে গাইড থাকবে, ক্রুজ এ ভালো স্ন্যাক্স, কফি, চা থাকবে যাওয়া এবং আসার পথে

পুরীতে বিধবা আশ্রম চকের কাছে বাঙালি কলোনিতে আমাদের এই হোমস্টে। একদম সাধারণ হোমস্টে। সমুদ্র থেকে হাঁটা পথ চার মিনিট থেকে ...
01/11/2024

পুরীতে বিধবা আশ্রম চকের কাছে বাঙালি কলোনিতে আমাদের এই হোমস্টে। একদম সাধারণ হোমস্টে। সমুদ্র থেকে হাঁটা পথ চার মিনিট থেকে পাঁচ মিনিট। তিনটি ঘর তার জন্য ঘর থেকে বেরোলেই দুটি কমন বাথরুম। যেটা এই তিনটে ঘরের মানুষ ব্যবহার করবে। সামনে একটি চাতাল আছে আছে যেখানে সমুদ্র থেকে ফিরে আপনি পরিষ্কার হয়ে নিতে পারবেন। সঙ্গে পাচ্ছেন একোয়া গার্ডের জল এবং বিনামূল্যে ওয়াইফাই সুবিধা। আপাতত এইটুকু করতে পেরেছি। যদি মনে করেন আসতে পারেন। বলতে ভুলে গেছি রুম ভাড়া হচ্ছে 510 টাকা দিন প্রতি প্রতি রুমের ভাড়া।
তাহলে আর দেরি কিসের আসুন কিন্তু আসার আগে এটা মাথায় রাখবেন এটি সম্পূর্ণ বাঙালি অধ্যুষিত এলাকায় আমাদের একটি ছোট্ট প্রয়াস। কোন চাকচিক্য এর আশা নিয়ে দয়া করে যাবেন না। তার জন্য অনেক হোটেল আছে আপনি খুঁজে নিন।
কল্লোল
ক্লাব ডেস্টিনেশন হলিডেস

*May the festival of lights fill your life with the glow of happiness and the sparkle of joy.*
31/10/2024

*May the festival of lights fill your life with the glow of happiness and the sparkle of joy.*




হাতে দুটো দিন সময় পেলে ঘুরে যান পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের পাদদেশে আমাদের এই হোমস্টেতে, আশা করি ভাল লাগবে। পুরুলিয়া অথ...
31/10/2024

হাতে দুটো দিন সময় পেলে ঘুরে যান পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের পাদদেশে আমাদের এই হোমস্টেতে, আশা করি ভাল লাগবে। পুরুলিয়া অথবা বরাভূম স্টেশন থেকে নিয়ে আসা সাথে সমস্ত দ্রষ্টব্য স্থানগুলো অভিজ্ঞ গাইড দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। যোগাযোগ ৭৯৮০২৪১০৫৬ ৯৮৩১৮৫৮০৪০

Address

2 No Chakraborty Lane
Serampore
712201

Alerts

Be the first to know and let us send you an email when Club Destination Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Club Destination Holidays:

Videos

Share

Category