18/05/2022
"বর্ষায় ডুয়ার্স" নাম শুনলেই কেমন যেনো এক আবেগ চলে আসে এবং এই #বর্ষায় যদি আমরা যাচ্ছি ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ভ্রমন করতে।
চলুন তবে বেড়িয়ে পড়ি বর্ষার ডুয়ার্সে - বৃষ্টি ভেজা গাছ পালা, জলে ভরা মাঠ-ঘাট! ফেলে-ফুঁপে ওঠা ডুয়ার্সের মূর্তি,নেওড়া,ডায়না, লিস, ঘিস, তিস্তা নদীর তীরে বসে কিছুটা সময় যাপন! ডুয়ার্স ভ্রমন করতে এসে যদি পাহাড়ের স্বাদও পাওয়া যায় তবে মন্দ হবে কি! সাথে রয়েছে বৃষ্টিভেজা পাইনবন, পাহাড়ি ঝর্ণা, মেঘ কুয়াশার খেলা, রয়েছে একদিন ওয়াচ টাওয়ার সাফারি আর রয়েছে অতুলনীয় স্বাদের বোরোলি মাছ।
৩ রাত্রি ৪ দিন ধরে প্রকৃতিকে ঠিক অন্য চোঁখে দেখা! আসুন একটু সময় কাটাই প্রকৃতির মাঝে! #অগাস্ট মাসে ১২ থেকে ১৫ তারিখ অব্দি #ছুটি কাজে লাগিয়ে চলে আসুন বৃষ্টি ভেজা ডুয়ার্স।
জার্নি #স্টার্ট করবো ১২ অগাস্ট #মাল #জংশন থেকে এবং #শেষ করবো ১৫ আগস্ট #শিলিগুড়ি_জংশন এসে।
🌀12th August- মাল জংশন থেকে নেমে আমরা চলে যাবো লাটাগুড়ি রিসোর্টে। লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে আমরা দেখবো মেদলা ওয়াচ টাওয়ার, এখান থেকে বন্য জন্তু দেখার দারুন সুযোগ থাকে।
বিকেলে ফিরে আসবো রিসোর্টে, সন্ধ্যে বেলায় থাকবে চা ও স্ন্যাক্স। রাতের খাওয়ার সেরে ঘুম।
🌀13th August- সকালের ব্রেকফাস্ট সেরে আমরা আজ চলে যাবো লাভা, পথে দেখে নেবো গরুবাথান, পাপরখেতি। লাভা পৌঁছে রেস্টুরেন্ট নিয়ে সেরে নেবো লাঞ্চ, বিকেলে পায়ে হেটে দেখে নেবো লাভা মনাস্ট্রি। অনেকটা জায়গায় নিয়ে এই গুমফা যেখান থেকে পাহাড় ও লাভা অসাধারণ লাগে। বিকেলে হোটেলে থাকবে চা ও স্ন্যাক্স। আজ রাত্রিবাস লাভাতে।
🌀14th August- সকালের খাওয়ার সেরে আজ আমরা দেখতে যাবো ছাঙ্গে ফলস ও পাহাড়ের বুকে একটি অসাধারণ গ্রাম যার নাম কোলাখাম। দুপুরে লাঞ্চ সারবো লাভা হোটেলে। নিকেলে পায়ে হেটে ঘুরবো লাভা জায়গাটিকে। আজ রাত্রিবাস লাভাতেই।
🌀15th August- আজ আমাদের ট্যুরের শেষ দিন, ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পরবো কালিম্পঙ শহরের কিছু দ্রষ্টব্যঃ জায়গাগুলো ভিসিট করতে, যেমন #ডেলো পার্ক, #ক্যাকটাস গার্ডেন ইত্যাদি। এসব দেখে আমরা পৌঁছে যাবো #শিলিগুড়ি_জংশন।
🔻 আমাদের জার্নি শুরু হবে মাল জংশন থেকে ১২ তারিখ তাই যারা আমাদের এই গ্রুপে আসতে চান তারা শিয়ালদহ থেকে 11th অগাস্ট #কাঞ্চনকন্যা( 13149) ট্রেন ধরতে পারেন এবং যাওয়ার দিন 15th August শিলিগুড়ি জংশন থেকে #কাঞ্চকন্যা( 13150). #ট্রেনের টিকিট করবেন। যদি কারো টিকিটের প্রয়োজন হয় তাহলে জানাতে পারেন।
✅️আমরা যা যা দেবো--
১) সমস্ত গাড়ির খরচ
২) থাকা ও খাওয়ার খরচ
৩)ওয়াচ টাওয়ার ( যদি খোলা থাকে) খরচ
৪) সমস্ত সাইটসেয়িং খরচ
৫) সমস্ত জায়গার এন্ট্রি ফী ও পার্কিং কস্ট
🚫 আমরা যা দেবোনা -
১) ট্রেন /বাস /প্লেনের টিকিট খরচ
২) ট্যুরের বাইরের কোনো খরচ
আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন -
Siliguri Tours
9832527104
8617582714