Minhaj Uddin

Minhaj Uddin Flight,Hotel,Train,Cruises,Bus,Visa Holidays,

24/04/2024

24-04-2024

 #সন্তানের জন্য বাবার লেখা অসাধারন এক চিঠি।ভালো লাগলে আপনার সন্তানদেরও পড়তে দিনপ্রিয় সন্তান,,আমি তোমাকে ৩ টি কারনে এই চ...
19/04/2024

#সন্তানের জন্য বাবার লেখা অসাধারন এক চিঠি।ভালো লাগলে আপনার সন্তানদেরও পড়তে দিন

প্রিয় সন্তান,,
আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি...

১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।

২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না।

৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।

জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা কোরো:

১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখোনা। কারন, তোমার মা এবং আমি ছাড়া, তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়েনা। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে - তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবোনা।

২। জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবেনা।

3. জীবন সংক্ষিপ্ত।
আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে।

৪. ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবেনা, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।

৫. অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিলনা- এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করোনা কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।

৬. আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাবনা। যখনি তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনি বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ। তারপর, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে- তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে, নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে; গরীব থাকবে নাকি ধনী হবে।

৭. তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করোনা। মানুষের সাথে ভালো আচরন করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে- তা প্রত্যাশা করবেনা। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে।

৮. আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনও কোন পুরষ্কার পাইনি। তার মানে হলো এই যে- যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না।

৯. তোমার সাথে আমি কতোটা সময় থাকবো- সেটা কোন ব্যাপার না। বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহুর্তগুলো উপভোগ করি ...মূল্যায়ন করি।

——————
ভালোবাসা সহ,
তোমার বাবা......

বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিষ্ট এবং হংকং-এর প্রখ্যাত টিভি সম্প্রচারকারী। তার কথাগুলো বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, বৃদ্ধ কিংবা তরুন, শিশু, আমাদের সবার জন্যই প্রযোজ্য।

সংগৃহীত

 #মালিকের নোটিশ পাওয়ার ওপেক্ষা।
19/04/2024

#মালিকের নোটিশ পাওয়ার ওপেক্ষা।

17/04/2024

16/04/2024

কখনো যদি আপনার সমস্যা সমাধানের জন্য বাহিরের মানুষ প্রয়োজন হয়, তখনই বুঝে নিবেন আপনার পরিবার আর পরিবার নেই, শেষ হয়ে গেছে! ...
14/04/2024

কখনো যদি আপনার সমস্যা সমাধানের জন্য বাহিরের মানুষ প্রয়োজন হয়, তখনই বুঝে নিবেন আপনার পরিবার আর পরিবার নেই, শেষ হয়ে গেছে! তাই তৃতীয় পক্ষকে কোন সুযোগ না দিয়ে পারিবারিক সমস্যা পারিবারিক ভাবে কিছুটা ছাড় দিয়ে হলেও সমাধান করুন। তাহলে বন্ধন থাকবে অটুট।

08/04/2024


#ঈদের_শপিং_মার্কেটে_মহিলাদের_ভিড়
আপসুস করা কান্নার ওয়াজ করলেন। 😭
মুফতি আনিসুর রহমান আশরাফী সাহেব
িং_২০২৩

06/04/2024

আসুন এই বিশেষ দিনে,দোয়া কাবুলের রাতে, সবাই সবার জন্য দোয়া করি আল্লাহর কাছে।

06/04/2024
06/04/2024

কবর বাসীরা দীর্ঘ ১১ মাস অপেক্ষা করেছেন এই রমজান মাসের জন্য। আল্লাহ তুমি সকল কবর বাসীকে জান্নাতুল ফেরদৌস দান করো।
(আমিন)

"ঘর পুড়ছে তো কী হইছে আমার মা তো বাঁইচা আছে এইডাই বেশি, সবকিছু পুইড়া যাক আমার মা তো আছে! মানুষ থাকলে কামাই কইরা খাইতে পার...
05/04/2024

"ঘর পুড়ছে তো কী হইছে আমার মা তো বাঁইচা আছে এইডাই বেশি, সবকিছু পুইড়া যাক আমার মা তো আছে! মানুষ থাকলে কামাই কইরা খাইতে পারবো, মানুষ না থাকলে কি আর পারবো!" সেদিন ঘর পুড়ে যাওয়ায় কড়াইল বস্তির যে মেয়েটা একথাগুলো বলেছিলো। সেই বাচ্চা মেয়েটা চ্যানেল আইতে এসেছিলো ছোট্ট একটা ইন্টারভিউ দিতে। প্রথমে কিছুটা কাচুমাচু করছিলো। ছোট মানুষ নতুন পরিবেশ, এতো এতো ক্যামেরা দেখে কিছুটা থতমত খেয়ে গিয়েছিলো হয়তো। উপস্থাপিকা ওকে সহজ করার জন্য বিভিন্ন প্রশ্ন করছে, প্রশ্ন উত্তরে এক ফাঁকে জান্নাত জানালো সেই ঘর পুড়ে যাওয়ার পর থেকে ওরা কেবল খিচুড়ি খেয়ে থাকছে। তখন উপস্থাপিকা জিজ্ঞেস করলেন, "রোজ খিচুড়ি খেতে ভালোলাগে?"
জান্নাত উত্তর করলো, "না ভালো লাগলেও কিছু করার নেই এইডা পৃথিবী এখানে লড়াই করেই টিকে থাকতে হইবো। সবাই সবকিছু পায় না! আমাদের দেশের প্রধানমন্ত্রীও একজন নারী, আমিও একজন নারী। কেন পারবো না, একশ একবার পারা লাগবো। যে লড়াই ভয় পায় সে কিন্তু পৃথিবীতে চইলা খাইতে পারে না, যে সাহস করে আগাইয়া যায় সেই পারে।"

প্রশ্নকর্তা অবাক হলেন সেইসাথে আমি নিজেও। এই একরত্তি একটা মেয়ে কী অসম্ভব মনের জোর তার! আবার এও বললো,"কতো লোকের কতো সম্পদ আছে কিন্তু মা নেই। আমাদের এতকিছু নেই কিন্তু মা তো আছে এই অনেক।"

মেয়েটা বড় হয়ে ডাক্তার হতে চায়। সে বুঝে গেছে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন আর এটুকু বুঝে গেছে বাবা-মা বেঁচে থাকা জীবনের সবচেয়ে বড় সম্পদ।

অনেক বড় হও মা তুমি। তুমি পৃথিবীতে নিজের কর্মময় জীবনের ছাপ রেখে যাওয়া, তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা।

✍️ ফারজানা টুম্পা

  In  Please Call +91 9862 73 4441
05/04/2024

In
Please Call +91 9862 73 4441

Address

OFFICE NEAR, KULUBARI H. S SCHOOL, SONAMURA, SEPAHIJALA
Sonamura
799131

Alerts

Be the first to know and let us send you an email when Minhaj Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Minhaj Uddin:

Videos

Share

Category


Other Travel Services in Sonamura

Show All