05/03/2024
***ফেসবুক খুলছে তো সবার?***
শুরুতেই নেতিবাচক কথা বলতে খারাপ লাগে। তবে দুঃখের কথা এটাই যে দোলের মরশুমে শান্তিনিকেতনে আমাদের কোনো গ্রুপ ট্যুর থাকছেনা। এর পিছনের কারন হচ্ছে আমরা সবসময়ই গ্রুপ ট্যুরের রেট এমন রাখতে চাই যা সবার আয়ত্তের মধ্যে। আর দোল, পৌষমেলা এইসমস্ত সময়ে খরচা বহুগুণ বেড়ে যায়, তাই গ্রুপ ট্যুরে ওরকম গগনচুম্বী রেট রাখতে আমাদেরও খারাপ লাগে। একথাও তো সত্যি যে বসন্তে শান্তিনিকেতনের আবহ অন্যরকমই সুন্দর থাকে। কেউ কেউ এসময়টায় যেতে পছন্দ করে। বসন্ত উৎসব আর শান্তিনিকেতন তো অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তাই শুধু এই দোল এবং তার আগে পরের কিছুদিন অর্থাৎ এই মাসটার জন্য একটা কাস্টমাইজড ট্যুর রাখা হচ্ছে। কেউ আগ্রহী থাকলে দ্রুত যোগাযোগ করুন। কারন এই সিজনে আগাম বুকিং না করলে সবকিছু ব্যবস্থা সময়মতো করে ওঠা মুশকিল।
সকলকে বসন্ত শুভেচ্ছা....❤️