13/01/2024
✅ মাত্র ১৬,০০০/_ টাকায় ঘুরে আসুন VIZAG & ARAKU VALLEY, ট্রেনে করে।
✅ শুধুমাত্র ৫বছর থেকে ১০ বছর ছেলে-মেয়েদের মাত্র ১৫,০০০/_ টাকা।
✳️ পাহাড় এবং সমুদ্র যেইখানে এসে মিলেছে তাঁর নাম ভাইজ্যাগ শহর,প্রকৃতির অপরূপ সৌন্দর্য এই খানে এলেই দেখতে পারবেন,
জীবনে একবার ভাইজ্যাগ ঘুরে আসুন,দারুন লাগবে কথা দিচ্ছি। ✳️
➡️ ভ্রমন করতে ভালোবাসি, ভ্রমন করাতে ভালোবাসি, তাই চলুন ,আমরা নিজদায়িত্ব নিয়ে ভালোভাবে ভ্রমন করাবো, বাঙালি রাঁধুনীর হাতে বাঙালী খাবার খাবেন, ফ্যামিলি অনুযায়ী পার্সোনাল রুম পাবেন(নন-এসি। ⬇️
👉 প্রথম দিন - ২২/১২/২০২৪
আমরা সাঁতরাগাছি/হাওড়া থেকে সন্ধ্যা/ বিকালে ট্রেনে উঠব,এবং রাতে আমরাই ডিনার দেবো, তারপর সারারাত ট্রেনে।
👉দ্বিতীয় দিন- ২৩/১২/২০২৪
সকালে ৬/৭টায় ট্রেন থেকে নেমে, আমরা গাড়ি করে হোটেলে চলে যাবো।
তারপর, ফ্রেশ হয়ে, আমরা ১০ টার মধ্যে ব্রেকফাস্ট করে নেবো, কারণ তারপর আমরা যাবো Rushikonda Beach।
(একমাত্র এই বীচে সাধারণ মানুষকে নামতে দেয়।)
তারপর,দুপুর ১টার মধ্যে আমরা আবার গাড়ি করে হোটেলে ফিরে এসে,২:৩০ এর মধ্যে দুপুরের খাবার খেয়ে, একটু বিশ্রাম নিয়ে বিকালের দিকে পায়ে হেঁটে রামকৃষ্ণ বীচ,Submarine Museum,TU 142 Aircraft Museum ঘুরে নেব, হোটেল থেকে রামকৃষ্ণ বীচ ১০ মিনিট, আর বীচ বরাবর Submarine Museum, TU 142 Aircraft Museum আছে,
এই ঘুরে আসার পর, আমরা সন্ধ্যে বেলায় এসে টিফিন করে নেব, তারপর রাতের খাবার খেয়ে, ওই দিন রাতে হোটেলে রাত্রিবাস।
👉তৃতীয় দিন- ২৪/১২/২০২৪
সকাল ৮টার মধ্যে ব্রেকফাস্ট করে, আমরা ঘুরতে যাবো,Ramnoj Film Studio, Thotlakonda,
এই গুলো ঘুরে এসে আমরা দুপুরে খাওয়া-দাওয়া করে, দুপুর ৩টের সময় বেরোবো Kailashgiri,Tenneti Park,Titanic View Point এই গুলো ঘুরে এসে সন্ধ্যে বেলায় টিফিন করে নেবো, তারপর রাতের বেলায় খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ পরের দিন ভোর ৪টের সময় উঠে ৫ টার মধ্যে তৈরি হয়ে ৬টার মধ্যে আমাদের Visakhapatnam Station চলে আসতে হবে, কারণ ওই দিন আমরা আরাকু ভ্যালি যাবো।
👉চতুর্থ দিন-
২৫/১২/২০২৪
ভোর বেলায় উঠে ফ্রেশ হয়ে, গাড়ি করে আমরা Visakhapatnam Station-তে চলে যাবো, তারপর ৬:৪৫-এর ট্রেন ধরে,ভিস্টাডোম কোচ-এ করে ৪ ঘণ্টার একটা দারুন ট্রেন জার্নি অভিজ্ঞতা অর্জন করবেন,পাহাড়ের উপর দিয়ে যখন ট্রেন উঠবে একের পর এক, আমরা ট্রেনের মধ্যে ব্রেকফাস্ট দিয়ে দেব, তারপর আরাকু ভ্যালি আমরা ১১টার মধ্যে পৌঁছে যাবো,তারপর আমাদের Vizag থেকে বাস দুপুরের খাবার নিয়ে আরাকু ভ্যালি স্টেশনে অপেক্ষা করবে, আমরা পৌঁছানোর পর বাসে উঠে ৫ ঘণ্টায় Araku Valley-এর সমস্ত সাইটসিন ঘুরে, দুপুরে কোনো এক জায়গায় ১ ঘণ্টার জন্য দুপুরের খাবার খেয়ে,বাসে করে ৩ ঘণ্টা সময় লাগবে ভাইজ্যাগ আসতে,রাত ৯ টার মধ্যে আমরা পৌঁছে যাবো হোটেলে, তারপর আমরা রাতের খাবার খেয়ে, রাত্রিবাস হোটেলে।
👉পঞ্চম দিন- ২৬/১২/২০২৪
সকালে উঠে ব্রেকফাস্ট করে আমরা যাব ভাইজ্যাগ-এর বিখ্যাত মন্দির Simhachalam Temple,
তারপর আমরা যাবো Bheemili Beach, এই সব ঘুরে আমরা হোটেলে চলে আসবো , এসে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে আমরা বিকালে Ross Hill, Yarada Beach, Light House, Sagar Durga Temple এই গুলো ঘুরে এসে সন্ধ্যে বেলায় টিফিন করে নেবো, তারপর রাতে খাবার খেয়ে সেইদিন রাতে হোটেলে রাত্রিবাস।
👉ষষ্ঠ দিন অথবা ভাইজ্যাগ শহরে শেষ দিন- ২৭/১২/২০২৪
সকালে ব্রেকফাস্ট করে,সারাদিনে নিজের মতো করে ঘুরে নিন,হোটেল থেকে ১০ মিনিট পায়ে হাঁটা পথ রামকৃষ্ণ বীচ, দেখে নিতে পারেন Kali Temple, Matsyadarshini Aquarium যেটা বীচের নিকটেই অবস্থিত, দুপুর খাবার খেয়ে একটু ভালো করে বিশ্রাম করে নিন, বিকালে একটু বীচ ঘুরে আসতে পারেন, অথবা তিন কিলোমিটার দূরে একটা মার্কেট আছে অটো করে ঘুরে আসতে পারেন কিছু কেনার থাকলে, তবে ব্যাগ প্যাকিং করে নেবেন কারণ আমাদের রাত ৮ টার মধ্যে স্টেশন-এ যেতে হবে, সন্ধায় টিফিন করেই হোটেল থেকে চেক আউট করেই গাড়ি করে আমরা স্টেশন চলে যাবো কারণ রাতে আমাদের ট্রেন থাকবে তারপর আমরা এক গুচ্ছ স্মৃতি নিয়ে বাড়ি ফিরব , রাতে আমরা ট্রেনে রাতের খাবার দিয়ে দেব, সারারাত ট্রেনে।
👉সপ্তম দিন- ২৮/১২/২০২৪
সকাল ১০ টার মধ্যে আমরা Santragachi Station নেমে পড়ব।
আমরা দিচ্ছি যা যা - 👇🏻
১) এসি স্লিপার ট্রেন টিকিট যাওয়া আসা কারণ নরমাল স্লিপারতে প্রচুর জেনারেল কামরার লোক উঠে , ১৩/১৪ ঘণ্টার জার্নিতে শান্তি ঘুমাতে পারবেন না, আর অনেক কিছু অসুবিধা হতে পারে, দক্ষিণের দিকের ট্রেন গুলোতে এই রকমই ভিড় হয়, তাই জন্য একটু বেশি টাকা দিয়ে এসিতে গেলে এই সমস্যা গুলো হবে না।
২) আমরা প্রথম দিন ডিনার দিয়ে শুরু করে শেষ দিন ডিনার দিয়ে শেষ করবো, পুরো বাঙ্গালী রাধুনী নিয়ে গিয়ে রান্না করে খাওয়ানো হবে।
৩) ফ্যামিলি অনুযায়ী পার্সোনাল রুম পাবেন নন - এসি, এসি রুম যদি দরকার পরে তাহলে অতিরিক্ত টাকা দিতে হবে।
৪) স্টেশন থেকে হোটেল পর্যন্ত পিক & ড্রপ, বাকি জায়গায় পরিবহন ব্যবস্থা দেওয়া।
৫) আমরা দিচ্ছি আরাকু যাওয়ার ট্রেনের ভিস্টাডোম-এর টিকিট,(ভিস্টাডোম কোচ মানে কাঁচের কোচ, আরামদায়ক জার্নি।)
আমরা যা যা দিচ্ছি না - 👇🏻
১) কোনো জায়গায় এন্ট্রি ফ্রী, গাইড চার্জ, ছবি তোলার চার্জ, কোনো জায়গায় গিয়ে ব্যাগ রাখার চার্জ।
২) সকালের ব্রেকফাস্ট, দুপুরের খাবার, সন্ধ্যার টিফিন, রাতের খাবার ছাড়া অন্য কিছু দিচ্ছি না।
📍যদি ইচ্ছুক হন তাহলে, অগ্রিম বুকিং করুন।
✏️ জুলাই মাসের ১৩ তারিখের মধ্যে ট্রেনের টিকিট মূল্য দিয়ে দিতে হবে।
(মোট ট্রেনের টিকিট মূল্য- ₹৩,৪০০/_ টাকা।)
✏️ আগস্ট মাসের ১৪ তারিখের মধ্যে ₹১,৬০০ টাকা করে দিতে হবে বাকি-বুকিং এর জন্য।
যোগাযোগঃ 9073262759,
82963 59304
👉👉👉👉👉👉👉👉
✅ বাকী টাকা ঘুরতে যাওয়ার আগে পেমেন্ট করতে পারেন অথবা ট্রেনে ওঠার আগে পেমেন্ট করতে পারেন অথবা হোটেলে পৌঁছে দিতে পারেন।
৫ বছর-এর নিচে বাচ্চার কোনো কিছু লাগবে না, সম্পূর্ণ ফ্রী,প্রমাণ হিসাবে আঁধার কার্ড-এর জেরক্স লাগবে।
▶️অনলাইনে পেমেন্ট, অফলাইন পেমেন্ট -এর সুবিধা আছে আমাদের এই খানে।⬇️
☎️ কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন বুকিং করার জন্য।
📌আমাদের ঠিকানা:- কুলগাছিয়া,উলুবেরিয়া, হাওড়া-৭১১৩০৩।
👉 আমাদের সাথে ভ্রমন করলে কি কি সুবিধা পাবেন। ⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
১) আপনি মাসে মাসে টাকা দিতে পারেন ঘুরতে যাওয়ার আগে, বাকি টাকা ঘুরতে যাওয়ার দিন অথবা হোটেলে পৌঁছে বাকিটা পেমেন্ট করতে পারেন।
অথবা
১) ৫০% টাকা ঘুরতে যাওয়ার আগে দিলেন, আর বাকি ৫০% যদি ঘুরে এসে এক মাস পর থেকে দিতে পারেন মাসে মাসে।
🍕আমরা কি কি খাবার দিচ্ছি, ⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
👉২২-১২-২০২৪
রাত ৯ টায় আমরা রাতের খাবার দেবো ট্রেনের মধ্যে- রুটি,চিকেন।
👉 ২৩-১২-২০২৪
১)সকালের খাবার(Breakfast)-
লুচি,ছোলার ডাল/ আলুরদম।
২) দুপুরের খাবার(Lunch)-
মাছ,ভাত,ডাল,তরকারি, চাটনি,পাঁপড়।
৩) সন্ধ্যার টিফিন(Snacks)-
চিকেন পকোড়া,চা/কফি।
৪) রাতের খাবার(Dinner)-
ভাত,চিকেন, চাটনি,পাঁপড়।
👉 ২৪-১২-২০২৪
১)সকালের খাবার(Breakfast)-
চাওমিন।
২) দুপুরের খাবার(Lunch)-
মাছ,ভাত,ডাল,তরকারি, চাটনি,পাঁপড়।
৩) সন্ধ্যার টিফিন(Snacks)-
চা,বিস্কুট আর চিঁড়ে ভাজা।
৪) রাতের খাবার(Dinner)-
মাছ,ভাত,ডাল,তরকারি, চাটনি,পাঁপড়।
👉 ২৫-১২-২০২৪
১)সকালের খাবার(Breakfast)-
লুচি,আলুরদম,ডিম সেদ্ধ,কেক,মিষ্টি।
২) দুপুরের খাবার(Lunch)-
ফ্রাইড রাইস,চিকেন চাটনি,পাঁপড়।
৩) সন্ধ্যার টিফিন(Snacks)-
মশলা চিঁড়ে ভাজা।
৪) রাতের খাবার(Dinner)-
ভাত,ডিমের ঝোল।
👉 ২৬-১২-২০২৪
১)সকালের খাবার(Breakfast)-
পরোটা,ঘুগনি।
২) দুপুরের খাবার(Lunch)-
মাছ,ভাত,তরকারি চাটনি,পাঁপড়।
৩) সন্ধ্যার টিফিন(Snacks)-
বেগুনী আর মুড়ি।
৪) রাতের খাবার(Dinner)-
চিকেন বিরিয়ানি।
👉 ২৭-১২-২০২৪
১)সকালের খাবার(Breakfast)-
মুড়ি,ঘুগনি।
২) দুপুরের খাবার(Lunch)-
ভাত,মটন,তরকারি,চাটনি, পাঁপড়।
৩) সন্ধ্যার টিফিন(Snacks)-
চিঁড়ে ভাজা।
৪) রাতের খাবার(Dinner)-
লুচি, কাশ্মীরি আলুরদম।
📞 তাড়াতাড়ি যোগাযোগ করুন আর একবার ঘুরে আসুন।
✅আর বন্ধু/বান্ধবীদের অথবা পরিবার নিয়ে ঘুরে আসুন। ❤️
©️ A To Z Tour & Travels