03/01/2021
পারমাদন অভয়ারণ্য- বাংলার অ্যামাজনে একদিন : সঙ্গে কাটা সাহেবের নীলকুঠির রোমাঞ্চ
Parmaan Forest ( 2 Days 1 Night )
Departure date:-
6th & 7th February , 2021
13th & 14th February , 2021
Package cost including all :
Rs 3000 per person ( For 1 person )
Rs 2800 per person ( For 2 person )
Rs 2600 per person (For 3 and above )
Children ( Age 3 to 10 ) = 50 % of above mentioned tariff
Children above 10 years will be charged full.
We are following all COVID protocols as guided by Govt of India.
চলুন ঘুরে আসি শহর থেকে তিন ঘন্টার দূরত্বে ইছামতির কাছে পারমাদন বা বিভূতিভূষণ অভয়ারণ্যে । এ এক অন্য রূপের ইছামতি। সাথে কাটা সাহেবের নীলকুঠির রোমাঞ্চ - জঙ্গল trekking- চিতল হরিণের পাল - মযূরের ঝাঁক আর নাম না জানা পাখিদের কলরব। জঙ্গল দিয়ে ঘেরা গ্রাম্য পরিবেশের এই জার্ণিটা আপনাদের খারাপ লাগবে না। পথে পাবেন মাঠের পর মাঠ সর্ষেফুল, সঙ্গে কখনও রজনীগন্ধা, গাঁদা। হেমন্তে ফসল কেটে নেওয়া একলা ক্ষেতগুলো। এছাড়া বাঁশঝাড়, কলাবাগান,বট-অশ্বত্থ আর অন্যান্য গাছ তো আছেই।
রয়েছে 820 বর্গমিটার জুড়ে যে ভেষজ উদ্যান যেখানে বনচন্ডাল থেকে অশোক, ঘৃতকুমারী, কুলেখারা ইত্যাদি অনেকরকম গাছের ভেষজগুণ নিয়ে তারা দাড়িয়ে রয়েছে। জাল দিয়ে ঘেরা জঙ্গলের বড় অংশটাই কোর এলাকা, এখানে ঢোকা যায় না। সবুজের সাম্রাজ্যে হঠাৎ দেখা পাবেন একধরনের বন্য কচুর ফুল , লালচে-কমলা রঙের, খুব সুন্দর। বেড়ার ধার দিয়ে হাঁটতে হাঁটতে কিছু ব্যস্ত প্রানীর দেখা পাওয়া যেতেই পারে । পাতা খেতে ব্যস্ত বানর, উড়তে ব্যস্ত প্রজাপতি আর ছুটতে ব্যস্ত কাঠবিড়ালি। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের "ইছামতি" উপন্যাসটার কথা মনে পড়ে যাবে ।
Day 1 : Luxury বাসে করে তিন ঘণ্টার দূরত্বে গন্তব্যে পৌঁছে যাওয়া। বাস সকালের Breakfast ( কেক, কলা,ডিম সিদ্ধ, মিস্টি সাথে চা )
অরণ্য লজে পৌছে আদ ঘণ্টার বিশাম । তারপরেই বেরিয়ে পড়া জঙ্গলের উদ্দেশ্যে। ঘণ্টা খানেকের জঙ্গল trekking করে লজে ফিরে fresh হয়ে দুপুরের Lunch ( সরু চালের ভাত, ডাল, আলুভাজা , মরসুমি সব্জি,বন-মুরগির ঝোল, চাটনি, পাপর )। এরপর বিকেল পর্যন্ত rest।
সন্ধ্যায় বনের ভিতরের একটি পরিবারের সাথে বসে Snacks ( চা/কফি সাথে পকোরা ) এবং কাঠের গরম আঁচে কিছুক্ষণ হাত পোহানো।
রাতে লজে ফিরে গানের আসর এবং রাতের dinner ( সরু চালের ভাত/ রুটি , ডাল, মরসুমি সব্জি, মাছ/ডবল ডিমের ঝোল, চাটনি )
Day 2 : সকালে ঘুম থেকে উঠে Breakfast ( পরোটা-আলুরদম/ ডিম টোষ্ট , সিদ্ধ ডিম, চা/কফি। তার পর নৌকা করে বেরিয়ে পড়া জঙ্গলের পথে। নদীর ওপারে নীলকুঠীতে কিছুক্ষণ।
একটা মাঠের মতো জায়গা। তার একপাশে ভূতের মত দাঁড়িয়ে আছে নীলকুঠি।প্রায় দেড়শ দুশো বছরের ইতিহাস জড়িয়ে আছে এই বাড়িটার সাথে। ঢুকলেই মনে হয় যেন টাইম ট্রাভেল করে আসি। পুরনো কড়িকাঠ বা ইঁট সবকিছুতে ইতিহাসের গন্ধ ছড়িয়ে রয়েছে। দোতলা কুঠিটার উপরের অংশ বেশিরভাগই ভেঙে পড়ছে। ভেতরের কিছু অংশের আধো অন্ধকার একটা রহস্যময় পরিবেশ তৈরি করে। কুঠির পাশেই ঘন জঙ্গলনীলকুঠিকে কাটা সাহেবের কুঠিও বলা হয়। কারণ এক অত্যাচারী নীলকর সাহেবকে নাকি এখানে মুন্ডচ্ছেদ করেছিল নীলবিদ্রোহী কৃষকরা। ঘোস্ট ট্র্যাভেলিং বা ভূত পর্যটন বলে যে নতুন পর্যটনের ধারা শুরু হয়েছে, সে ক্ষেত্রে আদর্শ এই নীলকুঠি।
যাই হোক, এরপর আবার লজে ফিরে দুপুরের lunch সেরে বাসে উঠে পরা । সন্ধ্যা নামতে নামতেই বারি।
সারিসারি নৌকা, নদীর সবুজ জল, আর জঙ্গল মিলিয়ে দারুন একটা দৃশ্য। নৈসর্গিক! যেন বাংলার অ্যামাজন!
আমারা যাব -
06/02/2021 And 07/02/2021 ( শনিবার এবং রবিবার )
13/02/2021 And 14/2/2021 ( শনিবার এবং রবিবার )
Bus Standing point -
Kabardanga More at 5.30 am
Ranjkuthi More 5.45 am
Golf Green More at 6 am
Organised by : Tollygunge Hridoy Jyoti Foundation
Contact for booking :
Sourya Tours & Travels
Priya Neer Palace, 726 Mission Anchal, Kolkata - 700093
Ph: 9903187202