স্বপ্ন পূরণ এর আর একধাপ এগিয়ে,আজ নিলাম ৪৫ লিটার রুকস্যাক।
নির্মাতা:Hi-treak.
বন্ধুরা কেমন হয়েছে জানিও।
সদস্যরা,গত পরশু 03/06/2023 দুপুর থেকে 05/06/23 ভোর 5টা পর্যন্ত,দু রাতের জন্য বুকিং করেছিলাম এই হোটেল টি।
এসি 2 room×2night @ 11000/- ট্যাক্স আলাদা।
বাড়িতে আমি নন এসি থাকি কারন প্রচুর ট্রাভেল করতে হয়।
প্রথম দিন প্রচন্ড গরম থাকার কারনে ও কাজ শেষ এ ক্লান্ত থাকার কারনে কোন সমস্যার সম্মুখীন হই নি।জানিনা হলেও অত গুরুত্ব দেই নি,হোটেল এর রুম গুলো বাইরে থেকে দেখে ভালই লাগল, তাই আর বিশেষ কথা বাড়াইনি।হোটেল এ লাগেজ রেখে চলে আসি ওদের রেস্টুরেন্টে এ লাঞ্চ এর জন্য। থালি সিস্টেম নেই তাই আলাদা করে ভাত ডাল আলুপোস্ত কাতলা মাছ দিয়ে লাঞ্চ শেষ করি,কিন্তু সেদিন আলুপোস্ত টাও ভাল ছিল না।আলুপোস্ত তে পচা দাগি আলুর গন্ধ আর পোস্ত টাও টক মনে হল।সার্ভিস বয় কে বলার পর সে আবার নতুন করে এনে দিল,কিন্ত সেটাও একই রকম। ফলে কিছুটা অফেনডেড হয়ে আমরা রিপোর্ট করে,চলে আসি সি বিচ এ,আমি কখনোই বড় ইস্যু না হলে কথা বাড়াই ন
A memory with The CHALLET house,Netarhat,Ranchi.
Today I complete 1lack happy kilometers with RUDRAKHYA.
I'm worried about my rideing future.
They called the machine van LADEN🤣.
Hazar duari celibrating 75 years of Independence.
Glimps of eastern railway Howrah Katwa devision.