11/03/2022
চলুন কমলালেবুর_দেশ_ #সিটং ।
গাড়ি ও homestay sanitized করা হবে। প্রত্যেক কে দেয়া হবে , Mask, Cap
◆যা যা দেখবেন-
#সিটং, #অহলদারা, #নামথিং_পোখড়ি, #লাটপঞ্চার, #যোগিঘাট, #মঙ্গপু(কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুর এর বাড়ি),
◆ #ট্যুর_ডিটেইলস:
●প্রথমদিন:- njp স্টেশন এ নেবে আগে জলখাবার সেরে নেব। তারপর গাড়িতে বেরিয়ে পরবো কমলালেবুর গ্রাম সিটং এর উদ্দেশ্যে। ঘন্টা দুয়েকের মধ্যে সিটং পৌঁছে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম। বিকেলে পায়ে হেটে উপভোগ করবো sittong গ্রাম, যোগিঘাট,নদী,কমলালেবুর বাগান। যাদের ট্রেককিং এর ইচ্ছা আছে তাদের জন্য থাকছে লেপচা ফলস ট্রেককিং এর সুযোগ। সন্ধ্যে বেলায় হোমস্টে তে থাকছে চা ও স্ন্যাক্স। রাতের ডিনার সেরে ওখানেই রাত্রিবাস।
●দ্বিতীয়দিন: সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরোবো 300 বছরের পুরনো মন্স্ট্রি(মাটির),নামথিং পোখড়ি লেক,আহলদারা ভিউ পয়েন্ট, কমলালেবুর বাগান ,চা বাগান,লাতপঞ্চার, ফিরে এসে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম। সন্ধ্যেবেলায় থাকছে স্পেশাল বনফায়ার ও চিকেন তন্দুরি। রাতে সিটং এ হোমস্টে তে থাকা ও খাওয়া।
●তৃতীয় দিন:- সকালের ব্রেকফাস্ট সেরে যাবো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি মঙ্গপু তে। সেখানে কিছুটা সময় কাটিয়ে চলে আসব তিস্তা ব্রিজ। কিছুটা সময় কাটিয়ে , njp তে পৌঁছে লাঞ্চ করে, একরাশ আনন্দ আর মধুর স্মৃতি নিয়ে ,নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে।
চোখের আনন্দ তো ঘুরতে গেলে হবেই, কিন্তু সঙ্গে পেটের আনন্দ টা ও ভালো হলে তো দারুন হয়। তাই দেখে নিন কি কি থাকছে এই স্পেশাল গ্রুপ ট্যুরে।
◆সকালে:- থাকছে চা ও বিস্কুট
◆ব্রেকফাস্ট:- এ থাকছে লুচি, তরকারি, ডিম সেদ্ধ/ থুকপা/চাউমিন
◆লাঞ্চ:- এ থাকছে স্যালাড,ভাত, ডাল, সবজি,ভাজা,ডিমের কারি/মাছের ঝোল, ও মিস্টি.
◆বিকেলে:- থাকছে চা ও স্ন্যাক্স, (মোমো/ পাকোড়া)
◆ডিনার:- এ থাকছে স্যালাড,ভাত /রুটি, ডাল, সবজি ( চিলি বাধা কপি), ভাজা, চিকেন কারি ও মিস্টি।
■■■সিটং এ শেষেদিনে থাকছে বিশেষ আকর্ষণ
সন্ধ্যে বেলায় নদীর ধারে #বনফায়ার ও #বার্বিকিউ_চিকেন।
◆আমরা যা যা দিচ্ছি:-
★Mask, Sanitizer, Cap
★Njp to njp গাড়ি ভাড়া( bolero, বা sumo )
★সমস্ত sightseeing
★homstay তে থাকা ও খাওয়া.....(প্রথম দিন ব্রেকফাস্ট থেকে শেষের দিন লাঞ্চ)
★বনফায়ার ও চিকেন তন্দুরি
খরচ:- জনপ্রতি 6700 টাকা
★বুকিং:- per head 3000 টাকা দিয়ে বুকিং করতে হবে। বাকি টাকা ট্যুরের দিন homstay তে পৌঁছে তারপর দিতে হবে।
★যোগাযোগ:-
📞📞📞📞📞9836757591/8420260838📞📞📞📞📞