09/11/2023
Rangbull, পৃথিবীর বুকে একটুকরো স্বর্গ ❤️👌.....................................................................
অনেকদিন ধরেই প্রাণ টা কাঞ্চনজঙ্ঘার চূড়ায় গিয়ে বসেছিল, কিন্তু শরীরটা গলানোর জায়গা টা পাচ্ছিলাম না বিভিন্ন কাজের চাপে। তাই পুজোর ছুটি টা আমি আর ডল কোনো অবস্থাতেই মিস করলাম না। অনেক ঝামেলা ঝঞ্ঝাট করে, অনেককে বিরক্তির শেষ সীমায় পৌছে দিয়ে ট্রেনের 3rd AC র তিনটে টিকিট বাগিয়ে উঠে পড়লাম উত্তরবঙ্গ এক্সপ্রেসে। যেখানে যাচ্ছি তারসাথে নামের মিলটা রাখতে হবে তো 😁।
সকালে ঘুম ভেঙে দেখলাম ট্রেন almost দেড় ঘণ্টা লেট। যাইহোক, আমাদের আগেথেকে বুক করে রাখা গাড়ি ভোর সাড়ে পাঁচটায় স্টেশনে পৌঁছে আমাদের ফোন করে দিয়েছিল। তাই চাপের কোনো ব্যাপার ছিল না।
NJP স্টেশন থেকে Rangbull এর distance around 70km. (Google map তাই দেখাবে, কিন্তু কিছু ওয়েবসাইট এ পাবেন 52km. কনফিউজড হবেন না। রাস্তা বন্ধ থাকার জন্য এই মুহূর্তে ঘুরে যেতে হবে বলে এখন বেশি দেখাবে Google map)। এই দূরত্ব পৌঁছাতে আমাদের সাড়ে তিনঘন্টা মত সময় লাগলো, এবং আমরা পৌঁছে গেলাম আমাদের homestay 'Rainbow Vally Resort' এ।
ভীষন সুন্দর একটি homestay। ঢুকেই মন ভালো হয়ে গেলো। একদম চা বাগানের মধ্যে, পাহাড়ের ঢালে ছবির মত সাজানো একটি রিসোর্ট। আমাদের থাকার room টা ছিল একদম উপরে। সেইজন্য বারান্দায় দাড়ালে আমরা নিচে পুরো রিসোর্ট টা দেখতে পাচ্ছিলাম, আর সামনে দেখছিলাম সেই অসাধারন দৃশ্য, যার জন্য আমরা বারবার এত দুর থেকে ছুটে যাই পাহাড়ের বুকে। আমাদের পাহাড়ের ঠিক উল্টোদিকের পাহাড়ে দেখা যাচ্ছিলো চা বাগানের ঢল, দূরে দেখতে পাচ্ছিলাম নেপালের পাহাড় সারি, আর তার সামনে Darjeeling এর পাহাড়। সে এক অপরূপ দৃশ্য। আমরা নিজেদেরকে হারিয়ে ফেলতে শুরু করলাম।
ঝটপট করে lunch করে নিলাম আমরা। গরম ভাতের সাথে ধোয়া ওঠা ডাল, আলুভাজা, একটা সবজি, পাঁপড় আর ডিমের ঝোল দিয়ে তৃপ্তির চরম সীমায় আমরা আমাদের lunch complete করলাম 😁❤️।
রুম এ এসে একটু রেস্ট নিয়ে আমরা চারপাশ একটু ঘুরে দেখেনিলাম। ঘুরতে ঘুরতেই আবার আমাদের হতবাক করে সন্ধ্যা নামতে শুরু করলো। আমাদের সকল অভিব্যক্তি ছিনিয়ে নিয়ে সূর্যদেব চা বাগানের প্রান্তে ঢুকে পড়লেন একটি আরো সুন্দর দিনের অপেক্ষায় আমাদের রেখে। এবার রাত শুরু করলো তার মায়াজাল বিছাতে। 🌠🌌
এই রিসোর্টএ campfire complementary, ওনারা সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ আগুন জ্বেলে দেন। আপনারা চাইলে খাবার অর্ডার করতে পারেন, বা শুধু আগুন এর উষ্ণতা কে উপভোগ করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। খাবার এর মধ্যে, বার্বিকিউ চিকেন, bamboo chicken, rosted chiken, french fries এবং আরো বেশ কিছু আইটেম আপনারা পাবেন। আমাদের প্যাকেজ এর মধ্যে evening snacks আর চা include ছিল। তো আমরা বসতে না বসতেই সেগুলো চলে এলো। আর আমরা আমাদের evening party স্টার্ট করে দিলাম Rum সহযোগে। ভীষন আনন্দে কেটে গেলো সময় টা।
এবার dinner। চলে আসলো রুটি, চিকেন, একটা সবজি এবং স্যালাড। ফুড কোয়ালিটি just অসাধারন। আরো একবার এত সুন্দর খাওয়ার জন্য সবাই কে thanks জানিয়ে আমরা চললাম আমাদের রুম এর উদ্যেশ্যে। কাল আমরা হাইকিং করবো। যাবো rainbow falls এ। সেটা নাকি ভীষন সুন্দর এক অভিজ্ঞতা। একজন guide যাবেন আমাদের সাথে এবং তাকে 300/- দিতে হবে। কি জানি কিরকম হবে কালকের দিন টা। But I am always positive। So hope for the best and good night। কাল দেখা হবে 😴।
.. ক্রমশ!.......................................................................
:: NJP থেকে Rangbull এর গাড়ি ভাড়া around Rs.4000/-
:: Homestay তে থাকার খরচ Rs.1600/- প্রত্যেক জনের, প্রতিদিন এর, চারবেলার খাওয়া (ব্রেকফাস্ট, lunch, evening snacks, dinner)
:: "Rainbow Vally Resort' contact: Mr. Symon 98326 16970........................................................................