Loyal Holiday

  • Home
  • Loyal Holiday

Loyal Holiday 1000+ Activities. 20+ Cities. 5+ Countries. Wanna make your next Loyal Holiday? We've got you covered.

We at Loyal Holiday go to long distances, to find the Best Experiences that you can have. Be it an Activity for a whole Tour, we’ve got Amazing Deals to make your Weekends more thrilling. Our Other Profiles
facebook - fb.com/LoyalHolidayOfficial
Website: www.loyalholiday.com

07/01/2024

06/01/2024

#পাহাড়♥️♥️♥️♥️

ভরপুর  #শীতকে উপভোগ করতে   #চলুন ঘুরে আসি  #বরফের_দেশে ৫ রাত্রি ৬ দিনের জন্য  #নর্থ_সিকিম ও  #পূর্ব_সিকিম (ইয়ংথামভ্যালি...
20/12/2023

ভরপুর #শীতকে উপভোগ করতে #চলুন ঘুরে আসি #বরফের_দেশে ৫ রাত্রি ৬ দিনের জন্য #নর্থ_সিকিম ও #পূর্ব_সিকিম (ইয়ংথামভ্যালি, ছাঙ্গুলেক,বাবা মন্দির সহ গ্যাংটক লোকাল সাইড সিন) সহ।

ভ্রমণ মূল্য - ₹7,699/- জন প্রতি। (3/4 person Room share) 7999/- জন প্রতি (2 Person Room share)

সম্পূর্ণ প্যাকেজ :- (5রাত্রি,৬ দিনের)

🚉 *** #খাগড়া স্টেশন থেকে #খাগড়া স্টেশন পর্যন্ত ট্রেন (600 টাকা অতিরিক্ত)

✅ভ্রমণের তারিখ :- 14/02/2024
✅ফেরার তারিখ :- 19/02/2024

বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন -:
LOYAL HOLIDAY 📞
9434640125

সফরসূচী:-
--------------------------------------------
✅ ১ম দিন : ১৪/০২/২০২৪ খাগড়া থেকে সন্ধ্যে ৬: ৫০ মিনিটের তিস্তা তোর্সা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেন।
✅ ২য় দিন : ১৫/০২/২০২৪ ভোর বেলা ট্রেন থেকে নেমে একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়বো গ্যাংটক এর উদ্যেশে, হোটেলে পৌঁছে Lunch করে বেরিয়ে পড়বো সন্ধ্যেটা MG মার্গ এ কাটিয়ে রাত্রিবাস হোটেলে।
✅ ৩য় দিন:- ১৬/০২/২০২৪ সকালে Breakfast করে বেরিয়ে পড়বো উত্তর সিকিমের লাচুং এর উদ্যেশ্যে রাস্তায় যেতে যেতে দেখে নেবো (7Sister Falls, Naga Falls) ছাড়াও বিভিন্ন দর্শনীয় স্থান, এরপর সন্ধ্যেয় লাচুং পৌঁছে হোমস্টেতে রাত্রি বাস।
✅ ৪য় দিন:- ১৭/০২/২০২৪ সকালে Breakfast করে বেরিয়ে পড়বো ইয়ংথাম ভ্যালির উদ্দেশ্যে (Zero Point Extra own Cost) এরপর হোমস্টেতে ফিরে Lunch করে বেরিয়ে পড়বো গ্যাংটকের উদ্দেশ্যে রাত্রিবাস গ্যাংটক হোটেলে।
✅ ৫য় দিন : ১৮/০২/২০২৪ পূর্ব সিকিম দর্শনীয় স্থান ছাঙ্গু লেক, নতুন বাবা মন্দির (Nathula Pass Permit extra won Cost ) দেখে হোটেলে ফিরে এসে গ্যাংটক হোটেলেই রাত্রিবাস।
✅ ৬ষ্ট দিন : ১৯/০২/২০২৪ সকালের Breakfast করে গ্যাংটককে বিদায় জানিয়ে ফিরে আসবো নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে।

🌴 প্যাকেজে অন্তর্ভুক্ত 🌴
------------------------------------------------------------
⭐ খাগড়া স্টেশন থেকে খাগড়া স্টেশন পর্যন্ত (যাওয়া ও আসার ) ট্রেনের টিকিট (স্লিপার) সহ 600 টাকা অতিরিক্ত লাগিবে।
⭐ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে থেকে গ্যাংটক (যাওয়া ও আসার) সম্পূর্ণ সফর সংরক্ষিত গাড়ি সহ। (বোলেরো/সুমো) ।
⭐ গ্যাংটকে নামানোর পরে সমস্ত খাবার (চা, সকালের খাবার , দুপুরের খাবার এবং রাতের খাবার।)
⭐ তিন বারের খাবার এবং থাকার ব্যবস্থা আছে। (একটি রুমে 2/3 জন থাকবে)
⭐যে কোন এন্ট্রি ফি এবং পারমিটের খরচ নিজেকে বহন করতে হবে।
⭐উল্লেখিত সমস্ত দর্শনীয় স্থান দেখানো হবে।

🔴 আহার সহ: - (5রাত্রি-6দিন) নিউ জলপাইগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত।

মূল্য:- 7699/- মাথা পিছু ট্রেনের টিকিট অতিরিক্ত 600/- (৩/৪ জন room share) করিলে।
২ জন ( room share) করিলে ৩০০/- টাকা অতিরিক্ত লাগিবে।

⭐গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
______________________
⭐অগ্রিম ২০০০ টাকা ।
⭐কেও না গেলে অগ্রিম টাকা ফেরত দেওয়া যাবে না ।

18/11/2023

সুন্দরবন #শীতকালীন বুকিং চলছে অতি সত্বর #বুকিং করুন গ্রুপ বুকিংয়ে বিশেষ ছাড়...

𝐃𝐮𝐛𝐚𝐢 - 𝟒 𝐍𝐢𝐠𝐡𝐭𝐬 & 𝟎𝟓 𝐃𝐚𝐲𝐬👉 Book your dream vacation today‎ ✅ 𝑳𝑰𝑴𝑰𝑻𝑬𝑫 𝑺𝑬𝑨𝑻𝑺 ✅‎ ‎ Escape to the city of dreams (𝐃𝐮𝐛𝐚𝐢) wi...
17/11/2023

𝐃𝐮𝐛𝐚𝐢 - 𝟒 𝐍𝐢𝐠𝐡𝐭𝐬 & 𝟎𝟓 𝐃𝐚𝐲𝐬
👉 Book your dream vacation today

✅ 𝑳𝑰𝑴𝑰𝑻𝑬𝑫 𝑺𝑬𝑨𝑻𝑺 ✅
‎ ‎
Escape to the city of dreams (𝐃𝐮𝐛𝐚𝐢) with Loyal Holiday !!!
Experience the ultimate adventure with our 4-Nights 05 Days package:
‎‎
‎‎
✅ ₹ 𝟑𝟐𝟎𝟎𝟎* /- 𝐏𝐞𝐫𝐬𝐨𝐧 (𝐄𝐚𝐬𝐲 𝐄𝐌𝐈 𝐚𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞) ✅
‎‎
‎‎
Perfect for all. For more details:
👉 Reach us: +𝟗𝟏 𝟗𝟒-𝟑𝟒𝟔𝟒-𝟎𝟏𝟐𝟓
👉 Reach us: +𝟗𝟏 𝟖𝟖-𝟎𝟑𝟒𝟎-𝟎𝟑𝟒𝟎



👉 𝑰𝒏𝒄𝒍𝒖𝒔𝒊𝒐𝒏𝒔:
‎ ‎
✅ Daily breakfast & dinner*.

✅ Airport transfers on Private Basis (Two Way).

✅ Stay in Star Hotels for 4 Nights on Twin Sharing Basis

✅ 𝗔𝘁𝘁𝗿𝗮𝗰𝘁𝗶𝗼𝗻𝘀 𝗖𝗼𝘃𝗲𝗿𝗲𝗱 𝐛𝐲 𝐂𝐚𝐫 𝐨𝐧 𝐬𝐡𝐚𝐫𝐢𝐧𝐠 𝐁𝐚𝐬𝐢𝐬:

𝑨 𝒗𝒊𝒔𝒊𝒕 𝒕𝒐 𝒕𝒉𝒆 𝒊𝒄𝒐𝒏𝒊𝒄 :
1. Dubai Mall
2. Burj Khalifa
3. Dubai Aquarium
4. Dubai half day city tour
5. Dubai frame
6. Monorail
7. Burj Al Arab photo stop
8. Museum of the Future photo stop
or Atlantis palm hotel photo stop
9. Jumeirah Beach
10. Visit to the 𝒊𝒄𝒐𝒏𝒊𝒄 Sky view / glass sliding
11. Gold souk / Mina Bazar
12. Global Village (with ticket)
13. Desert Safari with BBQ Dinner (with ticket)
➢ Dune Bashing (Adventure desert driving)
➢ Camel ride
➢ Sand boarding
➢ Henna painting
➢ Unlimited Soft drinks and mineral water
➢ Snacks(veg)
➢ Buffet dinner with BBQ
➢ Dance (Belly dance, Tanura show and Fire show)

‎& 𝒎𝒐𝒓𝒆.



❌ 𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐨𝐧𝐬:

➢ Flights
➢ Dubai Visa + OTB charges + Insurance.
➢ All entry fees are not included (except for Sl. 4, 12, and 13).
➢ Tipping (if required).
➢ Other Taxes (if required).

➢ Dubai Tourism Tax to be paid directly at the Hotel (if required).

➢ Any other expenses which are not mentioned at the included section.

➢ Extra PCR Tests as per the airline requirement on departure (if required).

➢ Early check in or late checkout charges. (if required).

➢ Usage of vehicle beyond the given route drives & usage of guide beyond the mentioned timings or anything beyond the itinerary (if required).


* Prices and details may change according to travel requirements.


𝐃𝐮𝐛𝐚𝐢 - 𝟒 𝐍𝐢𝐠𝐡𝐭𝐬 & 𝟎𝟓 𝐃𝐚𝐲𝐬
Book your dream vacation today


👉 Reach us: +𝟗𝟏 𝟗𝟒-𝟑𝟒𝟔𝟒-𝟎𝟏𝟐𝟓
👉 Reach us: +𝟗𝟏 𝟖𝟖-𝟎𝟑𝟒𝟎-𝟎𝟑𝟒𝟎

16/11/2023

happy guest review.....

শীতের আবেশকে গায়ে মেখে **  #সুন্দরবন ** ২ রাত্রি ৩ দিন ** স্পেশাল অফার মাত্র  #3500/- মাথা পিছু (3/4 Sharing) কাপল রুম ...
16/11/2023

শীতের আবেশকে গায়ে মেখে ** #সুন্দরবন ** ২ রাত্রি ৩ দিন ** স্পেশাল অফার মাত্র #3500/- মাথা পিছু (3/4 Sharing) কাপল রুম নিলে 200/- মাথা পিছু এক্সট্রা লাগিবে,রাত্রিবাস হোটেলে...

শীতকালীন বুকিং চলছে তাড়াতাড়ি বুকিং করুন📱 094346 40125
অফার সীমিত সময়ের জন্য।

👉 সোনাখালী লঞ্চে ওঠা থেকে লঞ্চ থেকে নামা পর্যন্ত সব দায়িত্ত্ব আমাদের, (মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ পর্যন্ত) ট্রেনের টিকিট সহ ৫০০/- অতিরিক্ত লাগিবে।
👉প্রতি শুক্র থেকে রবি বার গ্রুপ টুর আছে।
👉 2 দিন হোটেল এ রাত্রিবাস ফ্যামিলি অনুযায়ী রুম দেওয়া হবে (3/4 sharing)
👉কাপল রুম নিলে 200 মাথা পিছু এক্সট্রা কস্ট।
👉পার্সোনাল বোট এ ভ্রমণ এর ব্যাবস্থা আছে (বড় গ্রুপ এর জন্য)।
👉কোনো লুকানো খরচ নেই।
👉 4 থেকে 7 বছর বাচ্ছা 50% ভাড়া 7 এর উপর পুরো ভাড়া লাগবে।
👉 20 December এর পর রেট বেশি হবে ।

শীতের আবেশকে গায়ে মেখে ভ্রমন করতে কার না ভালো লাগে আর ভ্রমন স্থানটি যদি হয় #সুন্দরবন তাহলে ডানা মেলবেই আপনার মন। কুয়াশা ঘেরা সবুজ প্রকৃতির বন্য রূপ উন্মোচনের সন্ধিক্ষণ আপনার সামনে তুলে ধরার সকল প্রয়াশে।

👉 শুভ যাত্রা January :- 12,13,14 (শুক্র, শনি, রবি)

এছাড়াও আপনাদের ইচ্ছা মত ডেট এ ব্যাবস্থা করে দেওয়া হবে।

👉 *আমাদের প্যাকেজের সুবিধা :-
👉 আমাদের গেস্ট রিভিউ ফেসবুক পেজ এ পাবেন যারা ঘুরে গিয়েছেন।
👉 হাউসবোটে / লঞ্চে জঙ্গল ভ্রমন।
👉 অভিজ্ঞ ট্যুর ম্যানেজার।
👉 সরকারি গাইড।
👉 আদিবাসী নৃত্য / বাউল গান।
👉 গ্ৰামীন ও বন্য জীবনের আকর্ষণ।
👉 হোটেল / রিসর্টে রাত্রি যাপন।
👉 তিন দিন বোট এ ভ্রমণ
🟣🟣🟣 ভ্রমন তালিকা 🟣🟣🟣

*প্রথম দিন :- সোনাখালী/গদখালি থেকে বোটে/লঞ্চে উঠবে, গোসবা, রবীন্দ্রনাথের বেকন ব্যাংলো, হেমল্টন ব্যাংলো, পাখিরালায় রাত্রি বাস হোটেল.

*দ্বিতীয় দিন :- সজনে খালি, সুধন্যখালি, দোবাকি, পীর খালি, গাজিখালি, বনবিবি ভরানি, দেউল ভরানি, পঞ্চমুখানি ব্যাক রাত্রি বাস হোটেল.

তৃতীয় দিন:-বিদ্যাধরি নদী, ঝরখালি জটিরাম পুর,লোকাল সাইডসিন ব্যাক গদখালি।

🟣 *রাত্রি হোটেলে ঝুমুর নাচ আয়োজন করা হবে।

🟣🟣🟣 ভুরিভোজ 🟣🟣🟣

*প্রথম দিন
সকাল: চা, বিস্কুট,লুচি, ছোলার ডাল,মিষ্টি।

*বেলা ১১ টায়: লোটে মাছ ভাজা।

*দুপুর* :- ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলুভাজা, সবজি, চিংড়ি মাছের মালাইকারি, ভোলা মাছ, চাটনি, পাপড়।

*সন্ধ্যা :- এগ চাউমিন, চা/কফি।

*রাত :- স্যালাড, ভাত/রুটি, ডাল, ভাজা, সবজি, খাসির মাংস।

*দ্বিতীয় দিন সকালে :- বেডটি, বিস্কুট, রাধাবল্লভী, ঘুগনি, ডিম সেদ্ধ।

*বেলা ১১ টায়: আমুদি মাছ ভাজা।

*দুপুর :- ভাত, ডাল, আলু ভাজা, সব্জি, ভেটকি মাছ, রুই পোস্ত, চাটনি, পাপড়।

*সন্ধ্যা :- মসলা মুড়ি, চিকেন পকড়া, চা/কফি।

*রাত :- ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড।

*তৃতীয় দিন সকালে :- চা/কফি, বিস্কুট, রাধাবল্লবি, চানা মশলা, ডিম সেদ্ধ।

*বেলা ১১ টায়: চা/কফি ভেজ পকোড়া।

*দুপুর:- ভাত, ডাল, আলু ভাজা, সবজি, ভাঙ্গর মাছের কারি, কাকড়া মশলা, চাটনি, পাপড়।

🔴 একদিন রাতে হোটেলে ঝুমুর নাচের আয়োজন করা হবে।

For booking or any other query call or whatsApp us 9434640125

❤❤❤❤ সুন্দরবন ভ্রমণ ও ইলিশ উৎসব ❤❤❤❤Welcome to "সুন্দরবন ইলিশ উৎসব " Organised By "Loyal Holiday"সুন্দরবনে শুরু হয়ে গেছ...
01/08/2023

❤❤❤❤ সুন্দরবন ভ্রমণ ও ইলিশ উৎসব ❤❤❤❤

Welcome to "সুন্দরবন ইলিশ উৎসব " Organised By "Loyal Holiday"

সুন্দরবনে শুরু হয়ে গেছে বর্ষাকালের জমজমাট ইলিশ উৎসব,পাতে ইলিশ ডাঙ্গায় বাঘ, ইলিশের হরেক রকম পদ, সাধ ও সাধ্যের মেলবন্ধন ঘটিয়ে "ইলিশ উৎসব"।
ইলিশ পাতুরি, কচুইলিশ, ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ইলিশ বিরিয়ানি আরও নানা রকমারি ইলিশের পদ, ইলিশ উৎসবের বুকিং শুরু হয়ে গেছে।
সারাদিন লঞ্চে খাওয়া দাওয়া করে হোটেলে রাত্রিবাস, সন্ধ্যায় ঝুমুর নাচ ও বাউল গান।।

ভ্রমণ:- ০৮ ই সেপটেম্বর (শুক্রবার - রবিবার)।
ভ্রমণ মূল্য:- ৩৩৯৯/-

যাবেন নাকি এই সবের মিলনে তিনটে দিন কাটাতে --- আমরা যাচ্ছি সাথে থাকছে অফুরান ইলিশের নানা পদ আস্বাদন এর সুযোগ ও সুন্দরবন ভ্রমণ।।।

বিশদ জানতে সরাসরি ☎️ 9434640125

2 রাত 3 দিন-----

আমরা ঘুরবো ------
গোসাবা, পাখিরালয়, পাখির চর, সুধন্য খালি, সজনেখালি, দোঁবাকী, পীরখালি, গাজী খালি, দেঔল ভরানী ও আরো আকর্ষণীয় দ্বীপ ও জঙ্গল যা দক্ষিনরায় এর বিচরণক্ষেত্র।।।
🤙 শুভ যাত্রা ----
সেপ্টেম্বর :- ৮ - ১০ ই সেপটেম্বর (শুক্র - রবি) বার।

😋ইলিশ উৎসব খাবার তালিকা:::

১ম দিন
জলখাবার সকাল ৯ টা:- # লুচি,আলুর তরকারি মিষ্টি...
বেলায়১১ টা # # আমুদি মাছ ভাজা//..চা
দুপুরে ১২ টা # ভাত.. ডাল.. ঝুড়ি আলু ভাজা.. সব্জি..ইলিশের মাথা দিয়ে কচু শাক, চিংড়ি মালাইকারি.. ইলিশ ভাপা.. চাটনী.. পাঁপড়
সন্ধ্যা # # ভেজ পকোড়া.. চা
রাতে # # # ফ্রাইড রাইস.. মটন কষা.. স্যালাড..

২ য় দিন:
সকালে # চা.. বিস্কুট
জলখাবার # # কচুরী... আলুর দম.. মিষ্টি..
বেলায় # # চিংড়ি পকোড়া..চা
দুপুরে # # ভাত.. ডাল.. ভাজা.. ইলিশ মাথা দিয়ে কচুর শাকের ঘণ্ট... ইলিশ পাতুরি ... দই ইলিশ... চাটনী...পাঁপড়
সন্ধ্যাতে # # # পকোড়া.. চা
রাতে # # # ফ্রাইড রাইস.. চিলি চিকেন.. স্যালাড..

৩য় দিন:
সকালে # # চা ...বিস্কুট
জলখাবার # # লুচি..ছোলার ডাল.. মিষ্টি..
দুপুরে # # ভাত... ইলিশের তেল চচ্চড়ি ... চিকেন কষা.. ইলিশের বিরিয়ানি... স্যালাড... পাঁপড়

🟣🔵🟢🟡🟠🔴
এবারে সুন্দরবনের সুন্দর স্মৃতি আর রসনা তৃপ্তি করে ঘরে ফেরা।
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  কে স্বাগত জানাতে চলুন বরফের দেশে   এর সাথে  #শিমলা_মানালী_অমৃতস্বর_স্বর্নমন্দির_ওয়াগা_বর্ডার ভ্রমণের উদ্দেশ্যে রওনা দ...
27/06/2023

কে স্বাগত জানাতে চলুন বরফের দেশে এর সাথে #শিমলা_মানালী_অমৃতস্বর_স্বর্নমন্দির_ওয়াগা_বর্ডার ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিই...
*January...মাসের 18/01/2024 তারিখ (মাত্র RS..10999/-) মাথাপিছু Personal Room(স্টার ক্যাটাগরি হোটেল এবং বুফে সিস্টেমে খাওয়া দাওয়া, Ac গাড়িতে সাইডসিন সহ)।

*বুকিং চলছে।*
*অতি সত্তর বুকিং করুন ট্রেনের টিকিট পাওয়ার জন্য।*
নিচে আমাদের ভ্রমণের সমস্ত বিবরণ দেওয়া হলো :-

শুভ যাত্রা : 18/01/2024
প্রত্যাবর্তন : 27/01/2024
(আমরা থাকছি 9 রাত্রি 10 দিন)

(18/01/2024)প্রথম দিন : ট্রেনে #শিমলার উদেশ্যে রওনা।

(19/01/2024)দ্বিতীয় দিন : সারাদিন ট্রেনেই থাকবো।

(20/01/2024)তৃতীয় দিন : ট্রেন থেকে নেমে সোজা চলে যাবো শিমলা হোটেলে, হোটেলে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়বো #শিমলার হনুমান মন্দির (Jhaku Temple), The Ridge, Lakkar Bazar, Himalayan Bird Park, Zoo and by Walk Mall Road দর্শনের উদ্দেশ্যে, এর পর হোটেলেই ডিনার সেরে রাত্রিবাস।

(21/01/2024)চতুর্থ দিন : সকালে হোটেলেই Breskfast করে বেরিয়ে পড়বো এর উদ্দেশ্যে, সাথে পাবো , , এ ছাড়াও প্রচুর Fun Activity করে ফিরে আসবো হোটেলে রাতের খাবার খেয়ে রাত্রিবাস।

(22/01/2024)পঞ্চম দিন : সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়বো #মানালির এর উদ্দেশ্যে, যেতে যেতে পেয়ে যাবো সেখানে বিয়াস নদীতে করার পর সন্ধেয় পৌঁছে যাবো মানালি হোটেলে, সেখানে পৌঁছে রাতের খাবার খেয়ে হোটেলে রাত্রিবাস।

(23/01/2024)ষষ্ঠ দিন : সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়বো এর জন্যে সেখানে সারাদিন ধরে বরফে বিভিন্ন রকম মজা আনন্দ উপভোগ করে ( Paragliding, Zorbing, Siling) আরোও অনেক রকম মজা করার পর ফিরে আসবো হোটেলে, আজকের রাতটাও আমরা থাকবো হোটেলেই।

(24/01/2024)সপ্তম দিন : সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পরবো #মানালির লোকাল সাইড সিন (Hidimba Debi temple,Van Bihar, Tebatan Monestry, Clubhouse) এর পর সন্ধেয় Mall Road এ বাড়ীর কেনা কাটা সেরে নিয়ে ফিরে আসবো হোটেলে, তারপর রাতের খাবার খেয়ে নিয়ে রাতেই মানালিকে টাটা জানিয়ে বেরিয়ে পড়বো #অমৃতসর এর উদ্দেশ্যে।

(25/01/2024) অষ্টম দিন : সকালে অমৃতসর পৌঁছে হোটেলে ব্রেকফাস্ট করে বেড়িয়ে পড়বো অমৃতসর #ভারত_পাকিস্থান ওয়াগা বর্ডার দেখে সন্ধেয় অমৃতসর #স্বর্ন_মন্দির দেখে রাতে হোটেলে খাবার খেয়ে রাত্রিবাস হোটেলেই।

(26/01/2024) নবম দিন : সকালে #অমৃতসর কে বিদায় জানিয়ে বেরিয়ে পড়বো বাড়ীর উদ্দেশ্যে, সেদিন সারাদিন আমরা ট্রেনেই থাকবো।

(27/01/2024) দশম দিন : দুপুরে আমরা পৌঁছে যাবো কলকাতা।

⛰️⛰️প্যাকেজ অন্তর্ভুক্ত: -
*টোল ট্যাক্স পার্কিং,
*ড্রাইভার
*উপরের প্রোগ্রাম অনুযায়ী সমস্ত দর্শনীয় স্থান। হোটেল এ থাকা ও খাওয়ায় ব্যবস্থা (Breakfast & Dinner)
*সমস্ত কর, পরিষেবা চার্জ।
*প্রাতঃরাশ, রাতের খাবার।

⛰️⛰️প্যাকেজ বহির্ভূত:
*ট্রেনের টিকিট
*সকল রাইডিং এবং রাফটিং
*ট্রেনের খাবার
*দুপুরের খাবার
*এন্ট্রি ফি যদি কোথাও কিছু লাগে।
*Package এ উল্লেখ নেই এমন কোনো খরচ।
*শিমলা হনুমান মন্দিরে ওঠার রোপওয়ে/গাড়ী ভাড়া।
*Solang Vally যাওয়ার পথে 4*4 লোকাল গাড়ী ভাড়া।
*মিনারেল ওয়াটার ও হার্ড/সফট *ড্রিংকস।
*কুলি খরচ।
*ক্যামেরা চার্জ।
-:Loyal Holiday:-
(M):- 9434640125

Whatsapp:- 9434640125


WHY Loyal Holiday ??
》BEST HOTELS 》BEST HOSPITALITY 》BEST SERVICE》 BEST AXCOMODATIONS

*CUSTOMISED TOUR AVAILABLE*
CONTACT SOON
●CAR TYPE-
:-Traveller


*ALL 2 STAR AND 3 STAR DELUX SUPER DELUX ACCOMODATION*
PLEASE APROVED ADMIN ADVANCE THANKS🙏

   ...Mr.   & His Family...
25/06/2023


...

Mr. & His Family...

চলুন  #দুর্গাপুজোর পর  #কালী_পূজোর আগে ট্রেনে ১০ দিনের জন্য ঘুরে আসি  #হরিদ্বার_হৃষিকেশ_দেরাদুন_মুসৌরি_বৃন্দ্দাবন_মথুরা ...
06/05/2023

চলুন #দুর্গাপুজোর পর #কালী_পূজোর আগে ট্রেনে ১০ দিনের জন্য ঘুরে আসি #হরিদ্বার_হৃষিকেশ_দেরাদুন_মুসৌরি_বৃন্দ্দাবন_মথুরা সহ আরও অনেক জায়গায়...

#শুভ_যাত্রা:- ০১/১১/২০২৩ বুধবার।

***ভ্রমন মূল্য:- ৭৫০০/- (Share Room), ৮৫০০/- (Personal Room)

***মাসিক #কিস্তির সুব্যবস্থা আছে***

***কনফার্ম #ট্রেনের_টিকিট পেতে অতি সত্তর বুকিং করুন।

01/11/23 (বুধবার) :- হাওড়া থেকে ৮:২৫ মিনিটে ট্রেন এ উঠবো।
02/11/2023 (বৃহস্পতিবার) :- সারাদিন ট্রেনেই থাকবো।
03/11/230 (শুক্রবার) :- ভোর বেলা আমরা হরিদ্বারে ট্রেন থেকে নেমে পৌঁছে যাবো হোটেলে, সকালে টিফিন করে হারকিপুরী ঘাটে গঙ্গাস্বান করে দুপুরে খাওয়া-দাওয়া সেরে বেরিয়ে পড়বো লোকাল সাইড সিনে (মনসা মন্দির, রোপওয়ে, মানব কল্যাণ মন্দির,শ্রী গীতা মন্দির,আনন্দময়ী মন্দির,শীতলা মাতার মন্দির,পঙ্খল মন্দির, চন্ডী দেবীর মন্দির, হারকিপুরী ঘাটে সন্ধ্যা আরতি) দেখে হোটেলে রাত্রিবাস।
04/11/23 (শনিবার) :- সকাল ৮ টায় বেরিয়ে পড়বো দেরাদুন, মুসৌরি উদ্যেশ্যে রাস্তায় দেখে নেবো (মুসৌরি লেক,সহস্র ধারা,কেমটি ফলস্,বাট্টা ফলস্,প্রকাশেশ্বর মন্দির) সহ বিভিন্ন সাইড সিন, সারাদিন ঘুরে হোটেলে ফিরে এসে রাত্রিবাস।
05/11/23 (রবিবার) :- সকালে টিফিন করে বেরিয়ে পড়বো হৃষিকেশ এর উদ্দ্যেশে সেখানে দেখে নেবো (রমঝুলা, সিতাঝুলা সেতু, লাক্সমান ঝোলা,কেদার বদ্রি মন্দির,রুদ্রাক্ষের গাছ) সারাদিন সেখানে কাটিয়ে সন্ধেয় গঙ্গায় আরতি দেখে ফিরে আসবো হোটেলে।
06/11/23 (সোমবার) :- খাওয়া দাওয়া সেরে দুপুরের ট্রেন ধরে বেরিয়ে পড়বো বৃন্দাবনের উদ্যেশ্যে, রাতে বৃন্দাবন পৌঁছে রাত্রিবাস হোটেলে।
07/11/2023 (মঙ্গলবার) :- সকালে টিফিন করে বেরিয়ে পড়বো বৃন্দাবনের লোকাল সাইড সিনে ঘুরে নেবো (বৃন্দাবনের প্রেম মন্দির, বাকি বিহারী মন্দির,রাধা দামোদর মন্দির, নিধিবন,বস্ত্রহরণ ঘাট,কালিয়া নাগ ঘাট, নন্দ ভবন, মদনমোহন মন্দির, সোনার তালগাছ, শিশমহল, শ্রী রঙ্গজী মন্দির) রাত্রে হোটেলে ফিরে এসে রাত্রিবাস হোটেলেই।
08/11/23 (বুধবার) :- বৃন্দাবন মন্দিরে পুজো দিয়ে কিছু লোকাল মন্দির ঘুরে নেবো, সন্ধেয় হোটেলে পৌঁছে রাত্রিবাস হোটেলেই।
09/11/23 (বৃহস্পতিবার) :- সকালে টিফিন করে বেরিয়ে যাবো মথুরার উদ্যেশ্যে সেখানে পৌঁছে দেখে নেবো (শ্রীকৃষ্ণের জন্মভূমি,কংসের কারাগার, যমুনা ঘাট গীত মন্দির দারোকা দার মন্দির কুসুম সরোবর) সহ লোকাল মন্দিরগুলো তারপর সন্ধেয় ৬:৩০ মিনিটের ট্রেন ধরে চলে আসবে হাওড়ার উদ্যেশ্যে।
10/11/23 (শুক্রবার) :- বিকেল ৪:১০ মিনিটে হাওড়া পৌঁছে যাবো।

⛰️⛰️প্যাকেজ অন্তর্ভুক্ত: -
*ট্রেনের টিকিট
*হোটেল ভাড়া
*খাওয়া - দাওয়া
*সাইড সিন
*গাড়ী ভাড়া
*টোল ট্যাক্স পার্কিং,
*ড্রাইভার
*উপরের প্রোগ্রাম অনুযায়ী সমস্ত দর্শনীয় স্থান,হোটেলে থাকা ও খাওয়ায় ব্যবস্থা।
*সমস্ত কর, পরিষেবা চার্জ।
*প্রাতঃরাশ, দুপুরের খাবার, রাতের খাবার।

⛰️⛰️প্যাকেজ বহির্ভূত:
*মন্দিরের পুজো সম্পর্কিত যাবতীয়
*সকল রাইডিং এবং রাফটিং
*ট্রেনের খাবার
*এন্ট্রি ফি যদি কোথাও কিছু লাগে
*Package এ উল্লেখ নেই এমন কোনো খরচ
*মিনারেল ওয়াটার ও হার্ড/সফট ড্রিংকস
*কুলি খরচ
*ক্যামেরা চার্জ
-:Loyal Holiday:-
(M):- 9434640125

Whatsapp:- 9434640125


WHY Loyal Holiday ??
》BEST HOTELS 》BEST HOSPITALITY 》BEST SERVICE》 BEST AXCOMODATIONS

*CUSTOMISED TOUR AVAILABLE*
CONTACT SOON
●CAR TYPE-
:- Train
:- Traveller/Bus 🚌


*ALL DELUX SUPER DELUX ACCOMODATION*
PLEASE APROVED ADMIN ADVANCE THANKS🙏

আপনাদের  #সুবধার্থে এই প্রথম আমরা নিয়ে এসেছি সহজ  #মাসিক_কিস্তিতে (EMI) ভারতবর্ষ  #ভ্রমণের সুবর্ণ সুযোগ, বিস্তারিত জানত...
30/03/2023

আপনাদের #সুবধার্থে এই প্রথম আমরা নিয়ে এসেছি সহজ #মাসিক_কিস্তিতে (EMI) ভারতবর্ষ #ভ্রমণের সুবর্ণ সুযোগ, বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

What's app:- 094346 40125

চলুন এই গরমের ছুটিতে  #ট্রেনে বাচ্চাদের সাথে নিয়ে   এর সাথে 5 দিনের জন্য  ুরীর উদ্দেশ্যে রওনা দিই... *MAY...মাসের 27/05...
24/03/2023

চলুন এই গরমের ছুটিতে #ট্রেনে বাচ্চাদের সাথে নিয়ে এর সাথে 5 দিনের জন্য ুরীর উদ্দেশ্যে রওনা দিই...

*MAY...মাসের 27/05/2023 তারিখ মাত্র RS..3999/- (3 person Room Share), RS..4299/- (2person Room Share) মাথাপিছু, (ট্রেনের টিকিট,খাওয়া দাওয়া, হোটেল, সাইড সিন গাড়ী সহ)।

*বুকিং চলছে।* (মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ পর্যন্ত।)

*অতি সত্তর বুকিং করুন ট্রেনের টিকিট পাওয়ার জন্য।*
নিচে আমাদের ভ্রমণের সমস্ত বিবরণ দেওয়া হলো :-

শুভ যাত্রা : 27/05/2023
প্রত্যাবর্তন : 01/06/2023

27/05/2023:- ট্রেনে #পুরীর উদেশ্যে রওনা।

(27/05/2023) প্রথম দিন : সারাদিন ট্রেনেই থাকবো।

(28/05/2023) দ্বিতীয় দিন : সকালে ট্রেন থেকে নেমে সোজা চলে যাবো পুরীর হোটেলে,সেখানে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়বো সমুদ্র স্নানে, স্নান সেরে হোটেলে টিফিন করে বেরিয়ে পড়বো জগন্নাথ মন্দির দেখতে, মন্দির দেখে এসে হোটেলে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে সন্ধেটা সমুদ্রের ধারেই কাটাবো এর পর রাতে হোটেলে ডিনার সেরে রাত্রিবাস হোটেলেই।

(29/05/2023) তৃতীয় দিন : সকালে টিফিন করেই বেরিয়ে পড়বো চান্দ্রভাগা Sea Beach, কোনারকের সূর্য মন্দির, ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির,এর পর নন্দনকানন চিড়িয়াখানা, ধবলগীরি, উদয়গিরি ও খণ্ডগিরি পাহাড় দেখে ফেরত আসবো পুরীর হোটেলে, অল্প কিছু খাবার খেয়ে সন্ধ্যেটা সমুদ্রের ধারে কাটিয়ে হোটেলে রাত্রিবাস।

(30/05/2023) চতুর্থ দিন : সকালে বেরিয়ে পড়বো জগন্নাথ মন্দিরে পুজোর উদ্দেশ্যে, পুজো দিয়ে এসে হোটেলে টিফিন করে বেরিয়ে পড়বো লোকাল সাইড সিনে (নিজ খরচে) দেখে নেবো সেখানে বেশ কিছু মন্দির,(কেউ চাইলে চিল্কা হ্রদ ঘুরে আসতে পারেন) তার পর হোটেলে এসে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধেয় কিছু কেনার থাকলে ঘুরে নেবো লোকাল বাজারটা, এরপর হোটেলে ফিরে রাতের খাবার খেয়ে হোটেলে রাত্রিবাস।

(31/05/2023) পঞ্চম দিন : সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়বো বাড়ীর উদ্দেশ্যে, সেদিন সন্ধেয় আমরা হাওড়া পৌঁছে রাত্রে শিয়ালদহ থেকে 11:30 মিনিটের ট্রেন।

(01/06/2023) ষষ্ঠ দিন: ভোর বেলা আমরা পৌঁছে যাবো মুর্শিদাবাদ।

খাবার মেনু:-
পুরী পৌঁছে সকালে ঘুগনি মুড়ি।
দুপুরে :- চিপস্, ভাত, ডাল, আলু পটলের দম, কাতলা মাছ, চাটনি।
সন্ধেয় :- চা, বিস্কুট।
রাত্রে :- চিপস্, ভাত, ডাল, আলু সোয়াবিন, চাটনি।

পরের দিন সকালে:- চা, বিস্কুট।
জলখাবার :- লুচি, ছোলার ডাল।
দুপুরে :- ফ্রায়েড রাইস/ভাত, ডাল, আলুর দম, চিকেন কষা,চাটনি।
রাত্রে :- চিপস্, ভাত, ডাল, ডিমের কারী, চাটনি।

পরের দিন সকালে :- কফি, বিস্কুট।
জলখাবার :- ভেজ চাওমিন।
দুপুরে :- চিপস্, ভাত, ডাল, আলুর দম, চিকেন কষা, চাটনি।
রাত্রে :- চিপস্, ভাত, ডাল, সবজি, পনির, চাটনি।

⛰️⛰️প্যাকেজ অন্তর্ভুক্ত: -
*ট্রেনের টিকিট
*টোল ট্যাক্স পার্কিং,
*ড্রাইভার
*উপরের প্রোগ্রাম অনুযায়ী সমস্ত দর্শনীয় স্থান,হোটেলে থাকা ও খাওয়ায় ব্যবস্থা।
*সমস্ত কর, পরিষেবা চার্জ।
*প্রাতঃরাশ, দুপুরের খাবার, রাতের খাবার।

⛰️⛰️প্যাকেজ বহির্ভূত:
*মন্দিরের পুজো সম্পর্কিত যাবতীয়।
*লোকাল সাইড সিন(পুরীর)।
*সকল রাইডিং এবং রাফটিং।
*ট্রেনের খাবার।
*এন্ট্রি ফি যদি কোথাও কিছু লাগে।
*Package এ উল্লেখ নেই এমন কোনো খরচ।
*মিনারেল ওয়াটার ও হার্ড/সফট ড্রিংকস।
*কুলি খরচ।
*ক্যামেরা চার্জ।
-:Loyal Holiday:-
(M):- 9434640125

Whatsapp:- 9434640125


WHY Loyal Holiday ??
》BEST HOTELS 》BEST HOSPITALITY 》BEST SERVICE》 BEST AXCOMODATIONS

*CUSTOMISED TOUR AVAILABLE*
CONTACT SOON
●CAR TYPE-
:- Train
:- Traveller/Bus 🚌


*ALL DELUX SUPER DELUX ACCOMODATION*
PLEASE APROVED ADMIN ADVANCE THANKS🙏

  in Manali   TempleMr.   & his Family....
04/03/2023

in Manali Temple
Mr. & his Family....

 #সুন্দরবনের আর কয়েকটা মাত্র খালী রয়েছে শেষ মুহূর্তে যাঁরা যেতে চান আমদের সাথে ঘুরতে দয়া করে যোগাযোগ করুন..শীতের আমেজ...
09/02/2023

#সুন্দরবনের আর কয়েকটা মাত্র খালী রয়েছে শেষ মুহূর্তে যাঁরা যেতে চান আমদের সাথে ঘুরতে দয়া করে যোগাযোগ করুন..

শীতের আমেজ #উপভোগ করতে চলুন ঘুরে আসি #ট্রেনে করে ২রাত্রি ৩দিন #সুন্দরবন মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ পর্যন্ত (খাওয়া-দাওয়া,হোটেলে রাত্রিবাস, ট্রেনের টিকিট) সবটাই আমাদের....

🐅🦌🐅🌳
আমরা কী কী দিচ্ছি আপনাদের একটু দেখে নিন:-
প্রথম দিন আপনি এবং আপনার ফ্যামিলি #মুর্শিদাবাদ স্টেশনে আসার পর রাত ১০:৫৯ মিনিটে শিয়ালদহ যাবার #স্লিপার_ক্লাস ট্রেনে শিয়ালদহ পৌঁছে আমরা আপনাদেরকে সাউথ এর #ট্রেনে করে নিয়ে যাবো #ক্যানিং সেখানে থেকে ছোট গাড়ী করে নিয়ে যাবো #সোনাখালি জেটিঘাটে, সেখানে আমাদের #লঞ্চ অথবা বোট রেডি থাকবে,বোটে উঠে প্রথমেই আপনাদের #ব্রেকফাস্ট দেওয়া হবে এবং #লঞ্চ ছেড়ে দেয়া হবে....

👉রুট
♦️ Day 1: গোসাবা হ্যামিলটন বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, বেকন বাংলো, দুর্গা দুয়ানি নদী, জটিরামপুর পাখির জঙ্গল।
♦️ Day 2 : সজনেখালি ওয়াচ টাওয়ার, সুধন্যখালি ওয়াচ টাওয়ার, পিরখালি, গাজিখালি, দেউল ভারানী, বনবিবি ভারানী, পঞ্চমুখানী, দোবাঁকী ওয়াচ টাওয়ার।
♦️ Day 3 : পঞ্চমুখানী, ঝড়খালি ওয়াচ টাওয়ার, জঙ্গল সাইট সিন, মাতলা নদী, ব্যাক টু সোনাখালী।

ভ্রমণ:- 15/02/2023 (বুধবার রাতে)


🌹 👇আমাদের প্যাকেজে কি কি থাকছে 👇🌹

১/মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ পর্যন্ত ট্রেন ও গাড়ী ভাড়া
২/ পারমিশন
৩/ ফরেস্ট গাইড
৪/ লঞ্চ / বোট সাফারী
৫/ আদিবাসী নিত্য
৬/ বাউল গান
৭/ মিনারেল ওয়াটার
৮/ অভিজ্ঞ ট্যুর ম্যানেজার
৯/ সকালের, দুপুর , রাত্রের খাবার সাথে দু বেলা চা/কফি/পকোড়া।

ভ্রমণ মূল্য:- 3999/- টাকা (আগ্রহী ব্যাক্তিরা যোগাযোগ করবেন যতোটা সম্ভব চেষ্টা করবো যদি আরও কিছু করা যায়)।

**** সবাই অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন আঁধার কার্ড জেরক্স ও ওরিজীনাল সাথে প্রয়োজনীয় ঔষধ।

 Mr.   & their frnds.....
09/02/2023



Mr. & their frnds.....


চলুন গরমের ছুটিতে   এর সাথে  #শিমলা_মানালী ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিই... *MAY...মাসের 04/05/2023 তারিখ (মাত্র RS..9999/-...
08/02/2023

চলুন গরমের ছুটিতে এর সাথে #শিমলা_মানালী ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিই...
*MAY...মাসের 04/05/2023 তারিখ (মাত্র RS..9999/-)মাথাপিছু । *বুকিং চলছে।* (কলকাতা থেকে কলকাতা)

*অতি সত্তর বুকিং করুন ট্রেনের টিকিট পাওয়ার জন্য।*
নিচে আমাদের ভ্রমণের সমস্ত বিবরণ দেওয়া হলো :-

শুভ যাত্রা : 04/05/2023
প্রত্যাবর্তন : 13/05/2023
(আমরা থাকছি 9 রাত্রি 8 দিন)

(04/05/2023)প্রথম দিন : ট্রেনে শিমলার উদেশ্যে রওনা।

(05/05/2023)দ্বিতীয় দিন : সারাদিন ট্রেনেই থাকবো

(06/05/2023)তৃতীয় দিন : ট্রেন থেকে নেমে সোজা চলে যাবো শিমলা হোটেলে, হটলে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়বো শিমলার হনুমান মন্দির (Jhaku Temple), The Ridge, Lakkar Bazar, Himalayan Bird Park, Zoo and by Walk Mall Road দর্শনের উদ্দেশ্যে, এর পর হোটেলেই ডিনার সেরে রাত্রিবাস।

(07/05/2023)চতুর্থ দিন : সকালে হোটেলেই Breskfast করে বেরিয়ে পড়বো এর উদ্দেশ্যে, সাথে পাবো , , এ ছাড়াও প্রচুর Fun Activity করে ফিরে আসবো হোটেলে রাতের খাবার খেয়ে রাত্রিবাস।

(08/05/2023)পঞ্চম দিন : সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়বো মানালির এর উদ্দেশ্যে, যেতে যেতে পেয়ে যাবো সেখানে বিয়াস নদীতে করার পর সন্ধেয় পৌঁছে যাবো মানালি হোটেলে, সেখানে পৌঁছে রাতের খাবার খেয়ে হোটেলে রাত্রিবাস।

(09/05/2023)ষষ্ঠ দিন : সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়বো এর জন্যে সেখানে সারাদিন ধরে বরফে বিভিন্ন রকম মজা আনন্দ উপভোগ করে ( Paragliding, Zorbing, Siling) আরোও অনেক রকম মজা করার পর ফিরে আসবো হোটেলে, আজকের রাতটাও আমরা থাকবো হোটেলেই।

(10/05/2023)সপ্তম দিন : সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পরব মানালির লোকাল সাইড সিন ( Hidimba Debi temple,Van Bihar, Tebatan Monestry, Clubhouse) এর পর সন্ধেয় Mall Road এ বাড়ীর কেনা কাটা সেরে নিয়ে ফিরে আসবো হোটেলে, আজকের রাতটা হোটেলেই থাকবো।

(11/05/2023)অষ্টম দিন : সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে মানালি কে টাটা জানিয়ে বেরিয়ে পড়বো বাড়ীর উদ্দেশ্যে।

(12/05/2023) নবম দিন : আমরা সারাদিন ট্রেনেই থাকবো।

(13/05/2023) দশম দিন : সকালে আমরা পৌঁছে যাবো হাওড়া।

⛰️⛰️প্যাকেজ অন্তর্ভুক্ত: -
*টোল ট্যাক্স পার্কিং,
*ড্রাইভার
*উপরের প্রোগ্রাম অনুযায়ী সমস্ত দর্শনীয় স্থান। হোটেল এ থাকা ও খাওয়ায় ব্যবস্থা (Breakfast & Dinner)
*সমস্ত কর, পরিষেবা চার্জ।
*প্রাতঃরাশ, রাতের খাবার।

⛰️⛰️প্যাকেজ বহির্ভূত:
*ট্রেনের টিকিট
*সকল রাইডিং এবং রাফটিং
*ট্রেনের খাবার
*দুপুরের খাবার
*এন্ট্রি ফি যদি কোথাও কিছু লাগে।
*Package এ উল্লেখ নেই এমন কোনো খরচ।
*Solang Vally যাওয়ার পথে 4*4 লোকাল গাড়ী ভাড়া।
*মিনারেল ওয়াটার ও হার্ড/সফট *ড্রিংকস।
*কুলি খরচ।
*ক্যামেরা চার্জ।
-:Loyal Holiday:-
(M):- 9434640125

Whatsapp:- 9434640125


WHY Loyal Holiday ??
》BEST HOTELS 》BEST HOSPITALITY 》BEST SERVICE》 BEST AXCOMODATIONS

*CUSTOMISED TOUR AVAILABLE*
CONTACT SOON
●CAR TYPE-
:- Innova
:-Traveller
:- Swift/Itios


*ALL 2 STAR AND 3 STAR DELUX SUPER DELUX ACCOMODATION*
PLEASE APROVED ADMIN ADVANCE THANKS🙏

চলুন গরমের ছুটিতে   এর সাথে  #কাশ্মীর ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিই... *MAY...মাসের 20/05/2023 তারিখ (মাত্র RS..17999/-)মাথ...
06/02/2023

চলুন গরমের ছুটিতে এর সাথে #কাশ্মীর ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিই...
*MAY...মাসের 20/05/2023 তারিখ (মাত্র RS..17999/-)মাথাপিছু । *বুকিং চলছে।* (কলকাতা থেকে কলকাতা)

*অতি সত্তর বুকিং করুন ট্রেনের টিকিট পাওয়ার জন্য।*
নিচে আমাদের ভ্রমণের সমস্ত বিবরণ দেওয়া হলো :-

শুভ যাত্রা : 20/05/2023
প্রত্যাবর্তন : 01/06/2023
(আমরা থাকছি 12রাত্রি 13দিন)

(20/05/2023)প্রথম দিন : ট্রেনে জম্মুর উদেশ্যে রওনা।

(21/05/2023)দ্বিতীয় দিন : সারাদিন ট্রেনেই থাকবো

(22/05/2023)তৃতীয় দিন : ট্রেন থেকে নেমে সোজা চলে যাবো কাটরাতে। রাতের খাবার পর্ব সেরে নিয়ে একটু বিশ্রাম করে বেরিয়ে পড়বো বৈশ্ন দেবীর দর্শনের উদ্দেশ্যে।

(23/05/2023)চতুর্থ দিন : ভোরে বৈশ্ন দেবীর দর্শন সেরে ফিরে এসে হোটেলই থাকবো। সন্ধায় শপিং করার থাকলে এই কাটরা মার্কেটে শপিং করে নেবো।

(24/05/2023)পঞ্চম দিন : সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়বো পাহেল গাও এর উদ্দেশ্যে। আজকের রাতটা থাকবো পাহেল গাও হোটেলে।

(25/05/2023)ষষ্ঠ দিন : সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়বো আরু valley, বেতাব valley ও চান্দনবারি র হাফ ডে সাইট সীন করার জন্য। দুপুরের খাবার পর্ব সেরে নিয়ে ঘোড়ায় করে ঘুরে আসতে পারেন বৈশারণ, মিনি সুইজারল্যান্ড, কাশ্মীর ভ্যালি থেকে তবে সেটি সম্পূর্ণ নিজ খরচে। আজকের রাতটা আমরা থাকবো পাহেল গাও হোটেলেই।

(26/05/2023)সপ্তম দিন : সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পরব শ্রীনগরের উদ্দেশ্যে। দুপুরের খাবার পথের মাঝেই হবে। পথে যেতে যেতে দেখে নেবো ব্যাট ফ্যাক্টরি, কেশর বাগান, অ্যাপেল বাগান ও বাড়ির জন্য কিনে নিতে পারেন Dry Fruits। আজকের রাতটা এই শ্রীনগর হোটেলেই থাকবো।

(27/05/2023)অষ্টম দিন : সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়বো শোন মার্গের উদ্দেশ্যে। আজকের লাঞ্চ পথের মাঝেই দেওয়া হবে। সন্ধায় ফিরে আসবো শ্রীনগরের হোটেলে।

(28/05/2023)নবম দিন : সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পরব গুলমারগের উদ্দেশ্যে। দেখে নেবো পৃথিবীর সব থেকে উচ্চতম গল্ফ গ্রাউন্ড। চড়ব রোপওয়ে বা গন্ডলা তে । সারাদিন ওখানে বরফের সাথে আনন্দ করে ফিরে আসবো শ্রীনগর। সন্ধ্যায় কেনা কাটির পর্ব সেরে নিতে পারেন শ্রীনগর মার্কেট থেকে।

(29/05/2023)দশম দিন : ব্রেকফাস্ট পর্ব সেরে নিয়ে বেরিয়ে পরব টিউলিপ গার্ডেন, শঙ্করাচার্য টেম্পল, মুঘল গার্ডেন, হযরত বল মসজিদ ইত্যাদি। রাতে থাকবো শ্রীনগর। এই রাতটা আমরা হাউসবোট এ থাকবো সাথে সিকারা চড়ে নেবো ।

(30/05/2023)একাদশ দিন : সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পরব জম্মু র উদ্দেশ্যে। সমস্ত আনন্দের স্মৃতি গুলো মনে নিয়ে এবার বাড়ি ফেরার পালা। সন্ধ্যায় আমাদের ট্রেন থাকবে জম্মু থেকে । অথবা (পারলে এই দিন শ্রীনগর থেকে কেউ ফ্লাইট ধরতে পারেন । )

(31/05/2023)দ্বাদশ দিন : আমরা সারাদিন ট্রেন ই থাকবো।

(01/06/2023)ত্রয়োদশ দিন : আমরা পৌঁছে যাবো।

⛰️⛰️প্যাকেজ অন্তর্ভুক্ত: -
*টোল ট্যাক্স পার্কিং,
*ড্রাইভার
*উপরের প্রোগ্রাম অনুযায়ী সমস্ত দর্শনীয় স্থান। হোটেল এ থাকার ব্যবস্থা।
*সমস্ত কর, পরিষেবা চার্জ।
*প্রাতঃরাশ, দুপুরের খাবার, রাতের খাবার।

⛰️⛰️প্যাকেজ বহির্ভূত:
*সকল রাইডিং এবং রাফটিং
*ট্রেনের খাবার
*এন্ট্রি ফি যদি কোথাও কিছু লাগে।
*Betab Valley, Aru Valley এবং চন্দন বাড়ি সাইট সিন।
*Package এ উল্লেখ নেই এমন কোনো খরচ।
*শোন মার্গের লোকাল সাইট সিন।
*মিনারেল ওয়াটার ও হার্ড/সফট *ড্রিংকস।
*কুলি খরচ।
*ক্যামেরা চার্জ।
-:Loyal Holiday:-
(M):- 9434640125

Whatsapp:- 9434640125


WHY Loyal Holiday ??
》BEST HOTELS 》BEST HOSPITALITY 》BEST SERVICE》 BEST AXCOMODATIONS

*CUSTOMISED TOUR AVAILABLE*
CONTACT SOON
●CAR TYPE-
》TRAVERA.
》TEMPO TRAVELLER

*ALL 2 STAR AND 3 STAR DELUX SUPER DELUX ACCOMODATION*
PLEASE APROVED ADMIN ADVANCE THANKS🙏

এবার এবার গরমের ছুটিতে চলুন আমাদের সাথে.             4 দিনের ট্যুর -  সম্পূর্ণটাই গাড়িতে.★ যা যা দেখবেন:-               ...
05/02/2023

এবার এবার গরমের ছুটিতে চলুন আমাদের সাথে.


4 দিনের ট্যুর - সম্পূর্ণটাই গাড়িতে.

★ যা যা দেখবেন:-


◆ট্যুর ডিটেইলস

◆প্রথমদিন:- NJP থেকে সকালে গাড়ি করে চলে যাবো । ওখান থেকে পার্মিট এর কাজ শেষ করে ল্যান্ডরোভার নিয়ে বেড়িয়ে পড়বো, পথে দেখে নেবো চিত্রে গুম্ফা,লামেধুরা, মেঘমা. এসব দেখে আমরা পৌঁছে যাবো টংলু. রাত্রিবাস টংলু হোমস্টেতে.

◆দ্বিতীয়দিন:- সকালবেলা জলখাবার খেয়ে বেরিয়ে পরব , দেখে আমরা পৌঁছে যাবো #সান্দাকফু.ওখানে পৌঁছে লাঞ্চ সেরে পায়ে হেটে ঘুরে আসবো আহলে (1.5km) ওখান থেকে অসাধারণ সূর্যাস্ত দেখা যায়.রাত্রিবাস সান্দাকফুতে.

◆তৃতীয় দিন:- আজ জলখাবার খেয়ে বেরিয়ে পরব , বিকেলে আশেপাশে একটু হেটে ঘুরে বেড়ানো.
সন্ধ্যায় থাকছে বন ফায়ার আর চিকেন তন্দুরি।রাতে ডিনার করে রাত্রিবাস টুমলিং এ.

◆চতুর্থদিন:-জল খাবার খেয়ে বেরিয়ে এবং ওখান থেকে বেড়িয়ে একে একে দেখবো সুখিয়া পোখড়ি সীমানা, গোপালধারা টি গার্ডেন, টিংলিং_ভিউ পয়েন্ট। তারপর মনে একরাশ আনন্দ আর মধুর স্মৃতি নিয়ে চলে যাব NJP এর দিকে নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে।

🎆আমরা যা যা দিচ্ছি:-
★ Njp to Njp গাড়ি ভাড়া এবং ল্যান্ডরোভার (Reserve)
★ সমস্ত Sightseeing
★ Homstay/হোটেলে থাকা ও খাওয়া।
★ বনফায়ার
★ চিকেন তন্দুরি

🎆আমরা যা দিচ্ছিনা:
♦️ entry fee
♦️ Camera charge

★খাওয়া দাওয়া:-
সকালে:- চা
ব্রেকফাস্ট:- পুরী সব্জি/রুটি সবজি, ব্রেড অমলেট/নুডুলস,
লাঞ্চ:-ভাত, ডাল, সবজি,ভাজা, ডিমের ঝোল.
সন্ধ্যায় চা এর সাথে স্ন্যাকস:- ভেজ পাকোড়া/ মোমো,
ডিনার:- ভাত/রুটি, ডাল, সব্জি, ভাজা,চিকেন কারী
(প্রথম দিন লাঞ্চ থেকে শেষ দিন ব্রেকফাস্ট )

🛑Homestay/hotel category =
🏠 Tonglu- ( Dormitory with Common toilet)
🏠 Sandakphu - (2/3/4 bed room with Attached western toilet)
🏠 Tumling - ( 2/3/4 bed room with attached western toilet)

Package cost - 7800/- Per person
Including all tax.

★ বুকিং:- 30% অ্যাডভান্স দিয়ে বুকিং করতে হবে। বাকি টাকা ট্যুরের দিন NJP তে পৌঁছে তারপর দিতে হবে। সম্পূর্ণ ট্যুরে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে থাকছে.

সৌজন্যে,
Loyal Holiday
+91 9434-64-0125

Address


Alerts

Be the first to know and let us send you an email when Loyal Holiday posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share