Loyal Holiday

  • Home
  • Loyal Holiday

Loyal Holiday 1000+ Activities. 20+ Cities. 5+ Countries. Wanna make your next Loyal Holiday? We've got you covered.

We at Loyal Holiday go to long distances, to find the Best Experiences that you can have. Be it an Activity for a whole Tour, we’ve got Amazing Deals to make your Weekends more thrilling. Our Other Profiles
facebook - fb.com/LoyalHolidayOfficial
Website: www.loyalholiday.com

  Special এবারের  #দোল_পূর্নিমায় চলুন    এর সাথে মাত্র 4999/- টাকায় ৫ দিনের জন্য AC ট্রেনে  #পুরী_জগন্নাথ ধাম দর্শণে.....
04/01/2025

Special এবারের #দোল_পূর্নিমায় চলুন এর সাথে মাত্র 4999/- টাকায় ৫ দিনের জন্য AC ট্রেনে #পুরী_জগন্নাথ ধাম দর্শণে...

*March মাসের 13/03/2025 বৃহস্পতিবার AC ট্রেনে যাওয়া আসা, AC গাড়িতে সাইড সিন, হোটেল, খাওয়া-দাওয়া সহ মাত্র RS..4999/- মাথাপিছু...

*বুকিং চলছে।* (শালিমার ষ্টেশন থেকে শালিমার ষ্টেশন পর্যন্ত)

*অতি সত্তর বুকিং করুন ট্রেনের টিকিট পাওয়ার জন্য।*
আগামী 10/01/2025 পর্যন্ত আমাদের বুকিং চলবে...

নিচে আমাদের ভ্রমণের সমস্ত বিবরণ দেওয়া হলো :-

শুভ যাত্রা : 13/03/2025 (বৃহস্পতিবার সন্ধ্যায়)
প্রত্যাবর্তন : 17/03/2025 (সোমবার রাত্রে)

(13/03/2025) প্রথম দিন :- সন্ধ্যে 8:40 নাগাদ শালিমার স্টেশন থেকে ট্রেনে উঠবো, সেদিনের রাতটা আমরা ট্রেনেই কাটাবো।

(14/03/2025) দ্বিতীয় দিন :- পর দিন সকাল 5:30 নাগাদ ট্রেন থেকে নেমে সোজা চলে যাবো পুরীর হোটেলে, সেখানে একটু রেস্ট নিয়ে টিফিন সেরে বেরিয়ে পড়ব সমুদ্র স্নানে তারপর হোটেলে ফিরে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পরবো জগন্নাথ মন্দিরে পূজো দিতে সেখানে থেকে ফিরে এসে সন্ধ্যার অপূর্ব সুন্দর সমুদ্র দর্শন করে রাতের খাবার খেয়ে সেদিনের রাত্রিটা হোটেলেই।

(15/03/2025) তৃতীয় দিন :- আজ সকাল সকাল হোটেলে টিফিন করেই বেরিয়ে পড়বো সাইড সিন চান্দ্রভাগা Sea Beach, কোনারকের সূর্য মন্দির, ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির,এর পর নন্দনকানন চিড়িয়াখানা, ধবলগীরি, উদয়গিরি ও খণ্ডগিরি পাহাড় দেখে ফেরত আসবো পুরীর হোটেলে সেখানে রাতের খাবার খেয়ে রাত্রিবাস হোটেলেই।

(16/03/2025) চতুর্থ দিন :- আজকের দিনটা সবাই নিজেদের মতো করেই সমুদ্র স্নান ঘোড়া বেড়ানো সারাদিনের প্রচুর আনন্দ কেনা কাটা প্রচুর মজা করেই কাটিয়ে দেবো।

(17/03/2025) পঞ্চম দিন :- সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়বো বাড়ীর উদ্দেশ্যে, সেদিন সন্ধেয় আমরা শালিমার পৌঁছে রাত্রে শিয়ালদহ থেকে 11:30 মিনিটের ট্রেন ধরে বাড়ীর উদ্যেশে রওনা দেবো।

⛰️⛰️প্যাকেজ অন্তর্ভুক্ত: -
*ট্রেনের টিকিট
*টোল ট্যাক্স পার্কিং,
*ড্রাইভার
*উপরের প্রোগ্রাম অনুযায়ী সমস্ত দর্শনীয় স্থান,হোটেলে থাকা ও খাওয়ায় ব্যবস্থা।
*সমস্ত কর, পরিষেবা চার্জ।
*প্রাতঃরাশ, দুপুরের খাবার, রাতের খাবার।

⛰️⛰️প্যাকেজ বহির্ভূত:
*মন্দিরের পুজো সম্পর্কিত যাবতীয়।
*লোকাল সাইড সিন(পুরীর)।
*সকল রাইডিং এবং রাফটিং।
*ট্রেনের খাবার।
*এন্ট্রি ফি যদি কোথাও কিছু লাগে।
*Package এ উল্লেখ নেই এমন কোনো খরচ।
*মিনারেল ওয়াটার ও হার্ড/সফট ড্রিংকস।
*কুলি খরচ।
*ক্যামেরা চার্জ।
-:Loyal Holiday:-
(M):- 9434640125

Whatsapp:- 9434640125


WHY Loyal Holiday ??
》BEST HOTELS 》BEST HOSPITALITY 》BEST SERVICE》 BEST AXCOMODATIONS

*CUSTOMISED TOUR AVAILABLE*
CONTACT SOON
●CAR TYPE-
:- Train
:- Traveller/Bus 🚌


*ALL DELUX ACCOMODATION*
PLEASE APROVED ADMIN ADVANCE THANKS🙏

⚡♥️⚡♥️নর্থ সিকিম 4 রাত/ 5দিন ⚡♥️⚡মাত্র 1000/- টাকা অগরিম দিয়ে প্যাকেজ বুকিং করুন, এর পর সব টাকা পৌঁছে ভাগে ভাগে দিন 🌄 প...
29/12/2024

⚡♥️⚡♥️নর্থ সিকিম 4 রাত/ 5দিন ⚡♥️⚡

মাত্র 1000/- টাকা অগরিম দিয়ে প্যাকেজ বুকিং করুন,
এর পর সব টাকা পৌঁছে ভাগে ভাগে দিন

🌄 প্রথম দিন 👇 নিউ জলপাইগুড়ি / শিলিগুড়ি / বাগডোগরা থেকে বেরিয়ে যাবো গ্যাংটকে এর উদ্দশ্যে , গ্যাংটক পৌঁছে আমাদের হোটেলে থাকুন,পায়ে হেঁটে দেখে নিতে পারবেন MG MARG, Paljor Stadium, Ropeway (থাকা এবং খাওয়া অন্তর্ভুক্ত)

🏔️ দ্বিতীয় দিন 👇 আমাদের হোটেলে আপনারা প্রাতঃরাশ সেরে নিন, তারপরে নর্থ সিকিমের উদ্দেশ্য রওনা দিয়ে দিন , রাস্তায় দুপুরের খাবার( প্যাকেজে অন্তর্ভুক্ত) এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সন্ধ্যা বেলায় Lachen পৌঁছে সেখানে রাতের খাবার খেয়ে সেদিন Lachen এ রাত্রি যাপন করুন।

🏔️ তৃতীয় দিন 👇 সকালে ঘুম থেকে উঠুন এবং Gurudongmar Lake এর দিকে যাত্রা শুরু করুন, সেখানে পৌঁছে আপনারা ঘুরে দেখুন Gurudongmar Lake তারপর সেখান থেকে চাইলে Kalapatthar যেতে পারেন (অতিরিক্ত চার্জ 3000 থেকে 3500 টাকা প্রতি গাড়ি) দিয়ে ড্রাইভারের সাথে কথা বলে মূল্য নির্ধারণ করে নেবেন) তারপরে Kalapatthar ঘুরে Lachen এ চলে আসুন এবং দুপুরের খাবার খেয়ে নিয়ে বেরিয়ে পরুন Lachung এর উদ্দেশ্য, Lachung এ পৌঁছে সেখানে রাতের খাবার খেয়ে সেদিন রাতে Lachung এ রাত্রি যাপন করুন।

🏔️ চতুর্থ দিন 👇 সকালে ঘুম থেকে উঠে হোটেল থেকে বেরিয়ে পরুন Yumthang Valley উদ্দেশ্যে, রাস্তার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাবেন Yumthang Valley, সেখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আপনারা চাইলে Zero Point যেতে পারেন (আগ্রহী হলে ড্রাইভারের কাছে অতিরিক্ত চার্জ 3000 থেকে 3500 টাকা প্রতি গাড়ি দিয়ে যেতে হবে) তারপর আপনারা Lachung পৌঁছে দুপুরের খাবার খেয়ে Gangtok এর উদ্দেশ্যে রওয়ানা দেবেন, Gangtok পৌঁছে আমাদের হোটেলে ফিরে আসুন এবং রাতের খাবারের সাথে সেদিন Gangtok এ রাত্রি যাপন করুন।

🌄 পঞ্চম দিন 👇 আপনারা সকালের প্রাতরাশ শেষ করে হোটেল চেক আউট করুন।

(খাবার + থাকার ব্যবস্থা + গাড়ি ভাড়া + পারমিট চার্জ সমস্ত কিছু এই প্যকেজের অন্তর্ভুক্ত।)

এছাড়াও
🫴 সংরক্ষিত সফর (Customised tour), কলেজ ভ্রমণ, কর্পোরেট সফরও উপলব্ধ।

দার্জিলিং , নর্থবেঙ্গল এর যেকোনো অফবিট, সিল্ক রুট সব সময়ই করানো হয়ে থাকে

যোগাযোগ করুন -

9434640125/8293288808

🥀বাঙ্গালি হোটেল ও খাবারের সুব্যবস্থা রয়েছে এই প্যাকেজে।

অন্তর্ভুক্ত নয়👇
১.লোকাল ট্যাক্সি ( Local Cab) ২.কোনো রাইড ফ্রি । ৩. রুম হিটার। ** কোনো কারণে বুকিং করার পর cancel করলে বুকিং Amount ফেরত যোগ্য নয়।

🙏 👉Review এর জন্য আমাদের পেজ Loyal Holiday ভিজিট করুন।

⚡⚡

এই   এ   এর সাথে চলুন ট্রেনে করে ১১ দিনের জন্য ঘুরে আসি পৃথিবীর  #ভূস্বর্গ_কাশ্মীর থেকে.... #শুভ_যাত্রা:- 22/03/2025 (শন...
24/11/2024

এই এ এর সাথে চলুন ট্রেনে করে ১১ দিনের জন্য ঘুরে আসি পৃথিবীর #ভূস্বর্গ_কাশ্মীর থেকে....

#শুভ_যাত্রা:- 22/03/2025 (শনিবার)
#প্রত্যাবর্তন:- 01/04/2025 (মঙ্গলবার)

***ভ্রমন মূল্য:- 15,999/- (3/4 Share Room) & 16,999/- (2 Share Room)

প্যাকেজে থাকছে:- #টিউলিপ গার্ডেন, একরাত্রি ডিলাক্স #হাউজবোটে থাকা, এক ঘণ্টা ডাল লেকে #শিকারা তে ভ্রমণ ফ্রী✅

***স্লিপার ক্লাস ট্রেনের টিকিট, হোটেল, খাওয়া-দাওয়া (Breakfast & Dinner) গাড়ী ভাড়া, সাইড সিন সবই আমাদের দায়িত্ব। (হাওড়া থেকে হাওড়া পর্যন্ত)

***মাসিক #কিস্তির সুব্যবস্থা আছে***

***কনফার্ম #ট্রেনের_টিকিট পেতে অতি সত্তর বুকিং করুন।

22/03/25 (শনিবার) :- হাওড়া থেকে রাত 11:55 মিনিটের #হিমগিরি এক্সপ্রেস ট্রেনে উঠবো।

23/03/2025 (রবিবার) :- সারাদিন #ট্রেনেই থাকবো।

24/03/2025 (সোমবার) :- দুপুর 1টা নাগাত আমরা #জম্মু স্টেশনে ট্রেন থেকে নেমে পাড়ি দেবো #শ্রীনগর হোটেলের উদ্যেশে রাতে হোটেলে পৌঁছে খাওয়া-দাওয়া সেরে রাত্রিবাস হোটেলেই।

25/03/24 (মঙ্গলবার) :- সকালে টিফিন করে বেরিয়ে পড়বো #সোনমার্গ এর উদ্যেশে, সারাদিন সেখানে প্রচুর #বরফ নিয়ে খেলাধুলা করে সন্ধ্যেয় আবার ফিরে এসে শ্রীনগর হোটেলে রাত্রিবাস।

26/03/2025 (বুধবার) :- আজ সকালের টিফিন করেই বেরিয়ে পড়বো আরেকটি সুন্দর #বরফের চাদরে মোরা অপরুপ সুন্দর #গুলমার্গ এর উদ্যেশে সেখানে থেকে সন্ধ্যেয় ফিরে এসে শ্রীনগর হোটেলে রাত্রিবাস।

27/03/2025(বৃহস্পতিবার) :- আজ সারাদিন ঘুরে নেব #শ্রীনগরের লোকাল সাইট সিন #শঙ্করাচার্য মন্দির, #টিউলিপ গার্ডেন সহ বিভিন্ন জায়গায়, সন্ধ্যেয় ফিরে এসে রাত্রিবাস শ্রীনগরের #ডাল লেকের #হাউজ_বোটে।

28/03/2025 ( শুক্রবার) :- আজ সকালের টিফিন সেরে শ্রীনগরকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়বো #পেহেলগাম এর উদ্যেশে সেখানে যাওয়ার পথে দেখে নেবো #দুধপাত্রী সন্ধ্যেয় হোটেলে পৌঁছে আজকের রাতটা #পেহেলগামেই হোটেলে থাকবো।

29/03/2025 (শনিবার) :- সকালের টিফিন সেরে বেরিয়ে পরবো #বেতাবভ্যালি, চন্দনওয়ারি সহ বিভিন্ন জায়গা ঘুরে এসে রাত্রিবাস পেহেলগাঁও হোটেলেই।

30/03/2025 (রবিবার) :- কাশ্মীরকে বিদায় জানিয়ে পাড়ি দেবো #জম্মু স্টেশনের পথে, সেখানে থেকে রাত্রি 8:30 মিনিটের ট্রেন ধরে রাওনা দেবো বাড়ীর উদ্যেশে।

31/03/2025 (সোমবার) :- সারাদিন ট্রেনেই কাটাব সবাই মিলে অনেক মজা করে #কাশ্মীরে ফেলে আশা স্মৃতি নিয়ে আনন্দ করতে করতে কেটে যাবে সারাদিন।

01/04/2025 (মঙ্গলবার) :- দুপর 3 টে নাগাত পৌঁছে যাব #কলকাতা ষ্টেশনে সেখানে থেকে সকলে নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।

⛰️⛰️প্যাকেজ অন্তর্ভুক্ত: -
*ট্রেনের টিকিট
*হোটেল ভাড়া
*খাওয়া - দাওয়া
*সাইড সিন
*গাড়ী ভাড়া
*টোল ট্যাক্স পার্কিং,
*ড্রাইভার
*উপরের প্রোগ্রাম অনুযায়ী সমস্ত দর্শনীয় স্থান,হোটেলে থাকা ও খাওয়ায় ব্যবস্থা।
*সমস্ত কর, পরিষেবা চার্জ।
*প্রাতঃরাশ, দুপুরের খাবার, রাতের খাবার।

⛰️⛰️প্যাকেজ বহির্ভূত:
*লোকাল গাড়ী সম্পর্কিত যাবতীয় ( যেখানে আমাদের গাড়ীর অনুমতি নেই)
*সকল রাইডিং এবং রাফটিং
*ট্রেনের খাবার
*ঘোড়াতে চড়া, গন্ডোলা রাইড
*এন্ট্রি ফি যদি কোথাও কিছু লাগে
*Package এ উল্লেখ নেই এমন কোনো খরচ
*মিনারেল ওয়াটার ও হার্ড/সফট ড্রিংকস
*কুলি খরচ
*ক্যামেরা চার্জ
-:Loyal Holiday:-
(M):- 9434640125

Whatsapp:- 9434640125


WHY Loyal Holiday ??
》BEST HOTELS 》BEST HOSPITALITY 》BEST SERVICE》 BEST AXCOMODATIONS

*CUSTOMISED TOUR AVAILABLE*
CONTACT SOON
●CAR TYPE-
:- Train
:- Traveller/Bus 🚌


*ALL DELUX SUPER DELUX ACCOMODATION*
PLEASE APROVED ADMIN ADVANCE THANKS🙏

নতুন  #বছরকে_স্বাগত জানাতে ভরপুর  #শীতকে উপভোগ করতে   চলুন ঘুরে আসি  #বরফের_দেশ 4 রাত্রি 5 দিনের জন্য  #সিকিম_গ্যাংটক (ছ...
08/11/2024

নতুন #বছরকে_স্বাগত জানাতে ভরপুর #শীতকে উপভোগ করতে চলুন ঘুরে আসি #বরফের_দেশ 4 রাত্রি 5 দিনের জন্য #সিকিম_গ্যাংটক (ছাঙ্গুলেক,বাবা মন্দির, নাথুলা পাশ, গ্যাংটক লোকাল সাইড সিন) সহ আরও বিভিন্ন জায়গায়।

ভ্রমণ মূল্য - ₹6,499/- জন প্রতি। (3/4 person Room share) 6999/- জন প্রতি (2 Person Room share)

সম্পূর্ণ প্যাকেজ :- (4 রাত্রি, 5 দিনের)

🚉 *** #খাগড়া স্টেশন থেকে #খাগড়া স্টেশন পর্যন্ত ট্রেন (500 টাকা অতিরিক্ত)

✅ভ্রমণের তারিখ :- 22/01/2025
✅ফেরার তারিখ :- 26/01/2025

বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন -:
LOYAL HOLIDAY 📞
9434640125

সফরসূচী:-
--------------------------------------------
✅ ১ম দিন : ২২/০১/২০২৫ খাগড়া থেকে সন্ধ্যে ৬: ৫০ মিনিটের তিস্তা তোর্সা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেন।
✅ ২য় দিন : ২৩/০১/২০২৫ ভোর বেলা ট্রেন থেকে নেমে একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়বো গ্যাংটক এর উদ্যেশে, হোটেলে পৌঁছে Lunch করে বেরিয়ে পড়বো সন্ধ্যেটা MG মার্গ এ কাটিয়ে রাত্রিবাস হোটেলে।
✅ ৩য় দিন:- ২৪/০১/২০২৫ সকালে Breakfast করে বেরিয়ে পড়বো পূর্ব সিকিমের দর্শনীয় স্থান গুলো যার মধ্যে পড়বে বরফে ঢাকা ছাঙ্গু লেক, নতুন বাবা মন্দির (Nathula Pass Permit extra won Cost ) দেখে হোটেলে ফিরে এসে গ্যাংটক হোটেলেই রাত্রিবাস।
✅ ৪থ দিন : ২৫/০১/২০২৫ সকালের Breakfast করে বেরিয়ে পড়ব গ্যাংটকের লোকাল দর্শনীয় স্থানগুলো ভ্রমনে (Five Point) দেখে ফিরে আসবো হোটেলে, সন্ধ্যেয় MG মার্গে গিয়ে বাড়ীর জন্য কিছু কেনা কাটা করে নিয়ে হোটেলে রাত্রিবাস।
✅ ৫ম দিন : ২৬/০১/২০২৫ সকালের breakfast সেরে গ্যাংটক কে বিদায় জানিয়ে ফিরে আসবো নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে সেখানে থেকে বিকেলের ট্রেন ধরে রাওনা দেবো বাড়ীর উদ্যেশে।

🌴 প্যাকেজে অন্তর্ভুক্ত 🌴
------------------------------------------------------------
⭐ খাগড়া স্টেশন থেকে খাগড়া স্টেশন পর্যন্ত (যাওয়া ও আসার ) ট্রেনের টিকিট (স্লিপার) সহ 500 টাকা অতিরিক্ত লাগিবে।
⭐ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে থেকে গ্যাংটক (যাওয়া ও আসার) সম্পূর্ণ সফর সংরক্ষিত গাড়ি সহ। (বোলেরো/সুমো) ।
⭐ গ্যাংটকে নামানোর পরে সমস্ত খাবার (চা, সকালের খাবার , দুপুরের খাবার এবং রাতের খাবার।)
⭐ তিন বারের খাবার এবং থাকার ব্যবস্থা আছে। (একটি রুমে 2/3 জন থাকবে)
⭐যে কোন এন্ট্রি ফি এবং পারমিটের খরচ নিজেকে বহন করতে হবে।
⭐উল্লেখিত সমস্ত দর্শনীয় স্থান দেখানো হবে।

🔴 আহার সহ: - (3রাত্রি-4দিন) নিউ জলপাইগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত।

মূল্য:- 6499/- মাথা পিছু ট্রেনের টিকিট অতিরিক্ত 500/- (3/4 জন room share) করিলে।
2 জন ( room share) করিলে 500/- টাকা অতিরিক্ত লাগিবে।

⭐গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
______________________
⭐অগ্রিম ২০০০ টাকা ।
⭐কেও না গেলে অগ্রিম টাকা ফেরত দেওয়া যাবে না ।

 #শুভ_উদ্বোধন উপলক্ষ্যে    নিয়ে এসেছে  #বিশেষ_ছাড় মাত্র ৩৫৫০/- টাকায় ৫ দিনের জন্য ট্রেনে  #পুরী*Dec মাসের 21/12/2024 ...
24/09/2024

#শুভ_উদ্বোধন উপলক্ষ্যে নিয়ে এসেছে #বিশেষ_ছাড় মাত্র ৩৫৫০/- টাকায় ৫ দিনের জন্য ট্রেনে #পুরী

*Dec মাসের 21/12/2024 (শনিবার) মাত্র RS..3550/- মাথাপিছু, (ট্রেনের টিকিট,খাওয়া দাওয়া, হোটেল, সাইড সিন গাড়ী সহ)।

*বুকিং চলছে।* (শালিমার ষ্টেশন থেকে শালিমার ষ্টেশন পর্যন্ত)

*অতি সত্তর বুকিং করুন ট্রেনের টিকিট পাওয়ার জন্য।*
নিচে আমাদের ভ্রমণের সমস্ত বিবরণ দেওয়া হলো :-

শুভ যাত্রা : 21/12/2024 (শনিবার সকালে)
প্রত্যাবর্তন : 25/12/2024 (বুধবার রাতে)

(21/12/2024) প্রথম দিন :- সকালে ৯:১৫ নাগাদ শালিমার স্টেশন থেকে ট্রেনে উঠবো, সন্ধ্যা ৬:১৫ নাগাদ ট্রেন থেকে নেমে সোজা চলে যাবো পুরীর হোটেলে, সেখানে একটু রেস্ট নিয়ে ডিনার সেরে রাত্রিবাস হোটেলেই।

(22/12/2024) দ্বিতীয় দিন:- সকালে বেরিয়ে পড়বো জগন্নাথ মন্দিরে পুজোর উদ্দেশ্যে, পুজো দিয়ে এসে হোটেলে টিফিন করে বেরিয়ে পড়বো লোকাল সাইড সিনে (নিজ খরচে) দেখে নেবো সেখানে বেশ কিছু মন্দির,(কেউ চাইলে চিল্কা হ্রদ ঘুরে আসতে পারেন) তার পর হোটেলে এসে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধেয় কিছু কেনার থাকলে ঘুরে নেবো লোকাল বাজারটা, এরপর হোটেলে ফিরে রাতের খাবার খেয়ে হোটেলে রাত্রিবাস

(23/12/2024) তৃতীয় দিন :- সকালে টিফিন করেই বেরিয়ে পড়বো চান্দ্রভাগা Sea Beach, কোনারকের সূর্য মন্দির, ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির,এর পর নন্দনকানন চিড়িয়াখানা, ধবলগীরি, উদয়গিরি ও খণ্ডগিরি পাহাড় দেখে ফেরত আসবো পুরীর হোটেলে, অল্প কিছু খাবার খেয়ে সন্ধ্যেটা সমুদ্রের ধারে কাটিয়ে হোটেলে রাত্রিবাস।

(24/12/2024) চতুর্থ দিন :- আজকের দিনটা নিজেদের মতো করেই সমুদ্র স্নান ঘোড়া বেড়ানো সারাদিনের প্রচুর আনন্দ কেনা কাটা প্রচুর মজা করেই কাটিয়ে দেবো।

(25/12/2024) পঞ্চম দিন :- সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়বো বাড়ীর উদ্দেশ্যে, সেদিন সন্ধেয় আমরা শালিমার পৌঁছে রাত্রে শিয়ালদহ থেকে 11:30 মিনিটের ট্রেন ধরে বাড়ীর উদ্যেশে রওনা দেবো।

⛰️⛰️প্যাকেজ অন্তর্ভুক্ত: -
*ট্রেনের টিকিট
*টোল ট্যাক্স পার্কিং,
*ড্রাইভার
*উপরের প্রোগ্রাম অনুযায়ী সমস্ত দর্শনীয় স্থান,হোটেলে থাকা ও খাওয়ায় ব্যবস্থা।
*সমস্ত কর, পরিষেবা চার্জ।
*প্রাতঃরাশ, দুপুরের খাবার, রাতের খাবার।

⛰️⛰️প্যাকেজ বহির্ভূত:
*মন্দিরের পুজো সম্পর্কিত যাবতীয়।
*লোকাল সাইড সিন(পুরীর)।
*সকল রাইডিং এবং রাফটিং।
*ট্রেনের খাবার।
*এন্ট্রি ফি যদি কোথাও কিছু লাগে।
*Package এ উল্লেখ নেই এমন কোনো খরচ।
*মিনারেল ওয়াটার ও হার্ড/সফট ড্রিংকস।
*কুলি খরচ।
*ক্যামেরা চার্জ।
-:Loyal Holiday:-
(M):- 9434640125

Whatsapp:- 9434640125


WHY Loyal Holiday ??
》BEST HOTELS 》BEST HOSPITALITY 》BEST SERVICE》 BEST AXCOMODATIONS

*CUSTOMISED TOUR AVAILABLE*
CONTACT SOON
●CAR TYPE-
:- Train
:- Traveller/Bus 🚌


*ALL DELUX ACCOMODATION*
PLEASE APROVED ADMIN ADVANCE THANKS🙏

 ....
22/08/2024

....

 #শীতের শুরুতেই  #বরফের দেশে  #নতুন_বছরকে স্বাগত জানাতে   এর সাথে চলুন ট্রেনে করে ১১ দিনের জন্য ঘুরে আসি পৃথিবীর  #ভূস্ব...
11/07/2024

#শীতের শুরুতেই #বরফের দেশে #নতুন_বছরকে স্বাগত জানাতে এর সাথে চলুন ট্রেনে করে ১১ দিনের জন্য ঘুরে আসি পৃথিবীর #ভূস্বর্গ_কাশ্মীর থেকে....

#শুভ_যাত্রা:- 24/12/2024 (মঙ্গলবার)

***ভ্রমন মূল্য:- 15,999/- (3/4 Share Room), 16,999/- (2 Share Room) স্লিপার ট্রেনের টিকিট, হোটেল, খাওয়া-দাওয়া (Breakfast & Dinner) গাড়ী ভাড়া, সাইড সিন সবই আমাদের দায়িত্ব। (হাওড়া থেকে হাওড়া পর্যন্ত)

***মাসিক #কিস্তির সুব্যবস্থা আছে***

***কনফার্ম #ট্রেনের_টিকিট পেতে অতি সত্তর বুকিং করুন।

24/12/24 (মঙ্গলবার) :- হাওড়া থেকে রাত 11:55 মিনিটের #হিমগিরি এক্সপ্রেস ট্রেনে উঠবো।

25/12/2024 (বুধবার) :- সারাদিন #ট্রেনেই থাকবো।

26/12/2024 (বৃহস্পতিবার) :- দুপুর 1টা নাগাত আমরা #জম্মু স্টেশনে ট্রেন থেকে নেমে পাড়ি দেবো #শ্রীনগর হোটেলের উদ্যেশে রাতে হোটেলে পৌঁছে খাওয়া-দাওয়া সেরে রাত্রিবাস হোটেলেই।

27/12/24 (শুক্রবার) :- সকালে টিফিন করে বেরিয়ে পড়বো #সোনমার্গ এর উদ্যেশে, সারাদিন সেখানে প্রচুর #বরফ নিয়ে খেলাধুলা করে সন্ধ্যেয় আবার ফিরে এসে শ্রীনগর হোটেলে রাত্রিবাস।

28/12/2024 (শনিবার) :- আজ সকালের টিফিন করেই বেরিয়ে পড়বো আরেকটি সুন্দর #বরফের চাদরে মোরা অপরুপ সুন্দর #গুলমার্গ এর উদ্যেশে সেখানে থেকে সন্ধ্যেয় ফিরে এসে শ্রীনগর হোটেলে রাত্রিবাস।

29/12/2024 (রবিবার) :- আজ সকালে টিফিন সেরে বেরিয়ে পড়বো আরেকটি সুন্দর মনোরম সৌন্দর্যে ভরা #দুধপাথরী এর জন্য সেখানে সারাদিন থেকে সন্ধ্যেয় আবার শ্রীনগর হোটেলে ফিরে রাত্রিবাস হোটেলে।

30/12/24 (সোমবার) :- আজ সারাদিন ঘুরে নেব #শ্রীনগরের লোকাল সাইট সিনগুলি।

31/12/24 ( মঙ্গলবার) :- আজ সকালের টিফিন সেরে শ্রীনগরকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়বো #পেহেলগাম এর উদ্যেশে আজকের রাতটা নতুন #বছরকে স্বাগত জানিয়ে পেহেলগামেই হোটেলে থাকবো।

01/01/2025 (বুধবার) :- নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করে #কাশ্মীরকে বিদায় জানিয়ে পাড়ি দেবো জম্মু স্টেশনের পথে, সেখানে থেকে রাত্রি 8:30 মিনিটের ট্রেন ধরে রাওনা দেবো বাড়ীর উদ্যেশে।

02/01/25 (বৃহস্পতিবার) :- সারাদিন ট্রেনেই কাটাব সবাই মিলে মজা আনন্দ করে #কাশ্মীরে ফেলে আশা স্মৃতি নিয়ে।

03/01/25 (শুক্রবার) :- দুপর 3 টে নাগাত পৌঁছে যাব #কলকাতা ষ্টেশনে সেখানে থেকে সকলে নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।

⛰️⛰️প্যাকেজ অন্তর্ভুক্ত: -
*ট্রেনের টিকিট
*হোটেল ভাড়া
*খাওয়া - দাওয়া
*সাইড সিন
*গাড়ী ভাড়া
*টোল ট্যাক্স পার্কিং,
*ড্রাইভার
*উপরের প্রোগ্রাম অনুযায়ী সমস্ত দর্শনীয় স্থান,হোটেলে থাকা ও খাওয়ায় ব্যবস্থা।
*সমস্ত কর, পরিষেবা চার্জ।
*প্রাতঃরাশ, দুপুরের খাবার, রাতের খাবার।

⛰️⛰️প্যাকেজ বহির্ভূত:
*মন্দিরের পুজো সম্পর্কিত যাবতীয়
*সকল রাইডিং এবং রাফটিং
*ট্রেনের খাবার
*এন্ট্রি ফি যদি কোথাও কিছু লাগে
*Package এ উল্লেখ নেই এমন কোনো খরচ
*মিনারেল ওয়াটার ও হার্ড/সফট ড্রিংকস
*কুলি খরচ
*ক্যামেরা চার্জ
-:Loyal Holiday:-
(M):- 9434640125

Whatsapp:- 9434640125


WHY Loyal Holiday ??
》BEST HOTELS 》BEST HOSPITALITY 》BEST SERVICE》 BEST AXCOMODATIONS

*CUSTOMISED TOUR AVAILABLE*
CONTACT SOON
●CAR TYPE-
:- Train
:- Traveller/Bus 🚌


*ALL DELUX SUPER DELUX ACCOMODATION*
PLEASE APROVED ADMIN ADVANCE THANKS🙏

𝐒𝐮𝐧𝐝𝐚𝐫𝐛𝐚𝐧 𝐓𝐨𝐮𝐫 𝟑𝐃 𝟐𝐍 @𝟐,𝟗𝟗𝟗/- 𝐖𝐢𝐭𝐡 𝐃𝐮𝐥𝐮𝐱 𝐑𝐨𝐨𝐦2 Night 3 Day's Sundarban Tour @ 3,499/-Hilsa Festival Offers With Dulux Ro...
01/07/2024

𝐒𝐮𝐧𝐝𝐚𝐫𝐛𝐚𝐧 𝐓𝐨𝐮𝐫 𝟑𝐃 𝟐𝐍 @𝟐,𝟗𝟗𝟗/- 𝐖𝐢𝐭𝐡 𝐃𝐮𝐥𝐮𝐱 𝐑𝐨𝐨𝐦

2 Night 3 Day's Sundarban Tour @ 3,499/-
Hilsa Festival Offers With Dulux Room & Best Accommodations

#উল্লাসে_ইলিশ এবারের বর্ষায় বাঙালীর আড্ডা জমুক #কোসুন্দরবনে গাল ভরা প্রতিশ্রুতি নয়, যা বলি তাই করি।

হোক না সেই #বৃষ্টি, যে বৃষ্টির প্রতিটা ফোটায় ফোটায় #ইলিশের গন্ধ খুঁজে পাব।

কই গো বর্ষার #ইলিশ রানীর কোনো খোঁজ পেলে কি ? এখনো কোনো খোঁজ পাওনি কিন্তু ইলিশ ছাড়া বাঙালির বর্ষা কাটবে কেমন করে, তাই আমরাও বাঙালির মেলবন্ধন সম্পূর্ণ করার জন্য নিয়ে এসেছি সুন্দরবন ইলিশ উৎসব, বিলাসবহুল #হাউস_বোট এর উপরে বসে বাদলের অপরূপ দৃশ্য দেখার সাথে সাথে #ইলিশের নানা পদ‌ উপভোগ করতে করতে দেখতে পাবেন সুন্দরবনের ছড়িয়ে থাকা এই অপূর্ব বৃহৎ বাদাবোন কে সাথে #বাঙালির জিভে জল আনা সর্ষে ইলিশ ভাপা, ভাপা ইলিশ, দই ইলিশ, ইলিশ পাতুরি গলদা চিংড়ির মালাইকারি ও ইলিশ ঢাকায় বিরিয়ানী-র মতো সুস্বাদু বিভিন্ন ইলিশের পদ, এখানেই কিন্তু শেষ নয়, সাথে মন-মাতানো আদিবাসী সুন্দরি রমণীদের নিত্য, তাই দেরি না করে আগত সুন্দরী বৃষ্টি রানীকে কে স্বাগতম জানিয়ে চলে আসুন - এর সাথে, সবাই মিলে মেতে উঠি সুন্দরবন উল্লাসে ইলিশ উৎসবে।।

✔আমাদের প্যাকেজে সুবিধা:
🚢 হাউস বোটে / লঞ্চে জঙ্গল ভ্রমণ।
💃 আদিবাসী সুন্দরী রমণীদের নৃত্য।
🪪 ইনফরমেশন সরকারি গাইড।
💯 অভিজ্ঞ ট্যুর ম্যানেজার।
🛖 গ্ৰামীন ও বন্য জীবনের আকর্ষন।
🏩 হোটেলে / রিসর্ট রাত্রি যাপন।
🚘 ক্যানিং টু ক্যানিং পিক আপ ড্রপ।
✅ স্ট্যান্ডার্ড প্যাকেজ ও প্রিমিয়াম প্যাকেজ এর সুবিধা।
📴 20% ছাড় পেয়ে যাবেন।
🏥 ইমারজেন্সি মেডিকেল সার্ভিস।

🌿🌿 ভ্রমণ তারিখ [TOUR DATE] 🌿🌿

👉 July: 2,3,4 // 5,6,7 // 9,10,11 // 12,13,14 // 16,17,18 // 19,20,21 // 23,24,25 // 26,27,28 // 30,31,01

👉 August: 2,3,4 // 6,7,8 // 9,10,11 // 13,14,15 // 15,16,17 // 16,17,18 // 20,21,22 // 24,25,26// 27,28,29 // 30,31,01

👉 September: 3,4,5 // 6,7,8 // 10,11,12 // 13,14,15 // 17,18,19 // 20,21,22 // 24,25,26 // 27,28,29

👉 October : 09,10,11// 10,11,12 // 11,12,13 // 12,13,14 ( Puja Vocation)

(October to February Session package)

🌳🌳 ভ্রমণ তালিকা 🌳🌳
1️⃣ প্রথম দিন: ক্যানিং / সোনাখালী বোটে / লঞ্চ উঠবে, গোসাবা, রবীন্দ্রনাথের বেকন ব্যাংলো, হ্যামিল্টন বাংলো, পাখীরালয় রাত্রি বাস হোটেল/ লঞ্চ।

2️⃣ দ্বিতীয় দিন: সজনে খালি (W.T), সুধন্যখালি (W.T), দোবাঁকি (W.T). সাইডসিন পীর খালি, গাজিখালি, বনবিবি ভরানি, দেউল ভরানি, পঞ্চমুখানি ব্যাক পাখীরালয় রাত্রি বাস হোটেল/লঞ্চ।

3️⃣ তৃতীয় দিন: লোকনাথ মন্দির, বনবিবি মন্দির, লোকাল সাইটসিন ব্যাক সোনাখালী।

😋😋 খাদ্য তালিকা [Food menu] 😋😋
📌প্রথম দিন সকালে: চা, বিস্কুট, লুচি/কচুরি, আলুর দম, মিষ্টি।
📌বেলা ১১টা: আমুদে মাছ ভাজা।
📌দুপুর: ভাত, ডাল, ভাজা, সব্জী(ইলিশ পুঁই),সর্ষে ইলিশ ভাপা, দই ইলিশ, চাটনি,পাঁপড়।।
📌বিকেল: ফল।
📌সন্ধে: চিকেন চাউমিন, চা/কফি।
📌রাত: জিরা রাইস, কাশ্মীরি আলুর দম, মটন কারি, স্যালাড, রাইতা ।।

📌📌দ্বিতীয় দিন সকালে: বেডটি, বিস্কুট। রাধাবল্লভী, চানা মশলা, মিষ্টি।
📌বেলা ১১টা: চিংড়ি মাছের পকোড়া।
📌দুপুর: ভাত, ডাল, ভাজা, সব্জী(কচু শাক ইলিশ মাথা ), ইলিশ মালাইকারি / গলদা চিংড়ির মালাইকারি, ইলিশ পাতুরি , চাটনি, পাঁপড়।।
📌বিকেলে : ফল
📌সন্ধ্যা: চিকেন পকড়া কফি।
📌রাত: ফ্রাইড রাইস, সব্জি, চিকেন কষা / চিলি চিকেন, স্যালাড।

📌📌📌তৃতীয় দিন সকালে: বেডটি, বিস্কুট, কচুরি, ছোলার ডাল, ডিম সিদ্ধ।
বেলা ১১ টা : আলুর পকোড়া।
📌দুপুর: ইলিশ ঢাকায় বিরিয়ানী , চিকেন কষা / চিকেন চাপ, স্যালাড, চাটনি, পাপড়।

🟣 একদিন রাতে হোটেলে ঝুমুর নাচের আয়োজন করা হয়ে থাকে।

👉 গ্রুপ বুকিং এ বিশেষ ছাড়.

➡𝙴𝚇𝙿𝙻𝙾𝚁𝙴:
* 𝚂𝚄𝙽𝙳𝙰𝚁𝙱𝙰𝙽 𝙶𝚁𝙾𝚄𝙿 𝚃𝙾𝚄𝚁
* 𝚂𝚄𝙽𝙳𝙰𝚁𝙱𝙰𝙽 𝙿𝙴𝚁𝚂𝙾𝙽𝙰𝙻 𝚃𝙾𝚄𝚁
* 𝚂𝚄𝙽𝙳𝙰𝚁𝙱𝙰𝙽 𝙵𝙰𝙼𝙸𝙻𝚈 𝚃𝙾𝚄𝚁
* 𝚂𝚄𝙽𝙳𝙰𝚁𝙱𝙰𝙽 𝙿𝙷𝙾𝚃𝙾𝙶𝚁𝙰𝙿𝙷𝚈 𝚃𝙾𝚄𝚁

➡ᴄᴏʀᴩᴏʀᴀᴛᴇ ɢʀᴏᴜᴩ ~ [𝚂𝙿𝙴𝙲𝙸𝙰𝙻𝙸𝚂𝚃]
✔ B2B স্বাগতম 🙏 [Welcome To B2B Always Special Rate🙏]
✔ Tour Details And Package Cost Details please get in touch with Us.
✔We are working with the best services inclusive of 10 years.

🔷 Loyal Holiday Plan [SUNDARBAN]
Pro: Prosenjit Halder ( Ruso)

👉 আরো কিছু জানার থাকলে এখনি ফোন করুন এই নাম্বারে
✅ Call: 09434640125 // 8293288808
✅ WP: 09434640125 // 9434442267
✅ Office - 1 : Near SDO office, Hatlalbagh, Murshidabad -742149
✅ Office - 2 : 14/24 Ac Road, Indraprastha, Berhampore, Murshidabad - 742103
✅ Email: [email protected]
✅ WEB: www.loyalholiday.com

➡ পরিষেবার ব্যাপারে কখনই কম্প্রোমাইজ করিনা।
➡ শুধু প্রতিশ্রুতি নয় সুষ্ঠু পরিষেবা।
➡ সমস্ত স্বাথ্যবিধি মেনে আমরা রেডি আপনারা রেডিতো। আমরা টুর করাই না, আমরা ভ্রমন করাই।
ভারতের যে কোনো প্রান্তে ভ্রমন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।।
______________

চলুন  #দুর্গাপুজোর পর ট্রেনে 6 দিনের জন্য ঘুরে আসি  #বৃন্দাবন_মথুরা_আগ্রা_তাজমহল_আগ্রা_ফোর্ট_ সহ আরও অনেক জায়গায়... #শ...
19/06/2024

চলুন #দুর্গাপুজোর পর ট্রেনে 6 দিনের জন্য ঘুরে আসি #বৃন্দাবন_মথুরা_আগ্রা_তাজমহল_আগ্রা_ফোর্ট_ সহ আরও অনেক জায়গায়...

#শুভ_যাত্রা:- ২২/১১/২০২৪ রবিবার।

***ভ্রমন মূল্য:- ৫৯৯৯/- (3/4 Share Room), ৬৪৯৯/- (2 Share Room)

***মাসিক #কিস্তির সুব্যবস্থা আছে***

***কনফার্ম #ট্রেনের_টিকিট পেতে অতি সত্তর বুকিং করুন।

22/11/2024 (শুক্রবার) :- সন্ধ্যে 7:11 মিনিটের বর্ধমান থেকে চম্বল এক্সপ্রেস ট্রেনে উঠবো।
23/11/2024 (শনিবার) :- সারাদিন ট্রেনেই থাকবো সন্ধ্যেয় বৃন্দাবন পৌঁছে রাত্রিবাস হোটেলে।
24/11/2024 (রবিবার) :- সকালে পুজো দিয়ে টিফিন করে বেরিয়ে পড়বো বৃন্দাবনের লোকাল সাইড সিনে ঘুরে নেবো (বৃন্দাবনের প্রেম মন্দির, বাকি বিহারী মন্দির,রাধা দামোদর মন্দির, নিধিবন,বস্ত্রহরণ ঘাট,কালিয়া নাগ ঘাট, নন্দ ভবন, মদনমোহন মন্দির, সোনার তালগাছ, শিশমহল, শ্রী রঙ্গজী মন্দির) রাত্রে হোটেলে ফিরে খাওয়া দাওয়া সেরে রাত্রিবাস হোটেলেই।
25/11/2024 (সোমবার) :- সকালের টিফিন করে বেরিয়ে পড়ব মথুরার উদ্দেশ্যে সেখান পৌঁছে দেখে নেবো (শ্রীকৃষ্ণের জন্মভূমি, কংশের কারাগার, যমুনা ঘাট, গীতা মন্দির, দ্বারকা দার মন্দির, কুসুম সরোবর, সীতা কুণ্ড) সহ লোকাল আরও অনেক মন্দিরগুলো তারপর সন্ধ্যেয় বৃন্দাবন থেকে কেনা কাটা সেরে চলে আসব হোটেলে রাত্রিবাস হোটেলেই।
26/11/2024 (মঙ্গলবার) :- সকালে টিফিন করে বেরিয়ে পড়ব অগ্রার উদ্দেশ্যে সেখানে পৌঁছে দেখে নেব ভালোবাসার প্রতীক তাজমহল সহ লালকেল্লা তার পর সন্ধ্যেয় ট্রেন ধরে
27/11/2024 (বুধবার) :- ট্রেন থেকে নেমে সকলে রওনা দেব নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে।

⛰️⛰️প্যাকেজ অন্তর্ভুক্ত: -
*ট্রেনের টিকিট
*হোটেল ভাড়া
*খাওয়া - দাওয়া
*সাইড সিন
*গাড়ী ভাড়া
*টোল ট্যাক্স পার্কিং,
*ড্রাইভার
*উপরের প্রোগ্রাম অনুযায়ী সমস্ত দর্শনীয় স্থান,হোটেলে থাকা ও খাওয়ায় ব্যবস্থা।
*সমস্ত কর, পরিষেবা চার্জ।
*প্রাতঃরাশ, দুপুরের খাবার, রাতের খাবার।

⛰️⛰️প্যাকেজ বহির্ভূত:
*মন্দিরের পুজো সম্পর্কিত যাবতীয়
*সকল রাইডিং এবং রাফটিং
*ট্রেনের খাবার
*এন্ট্রি ফি যদি কোথাও কিছু লাগে
*Package এ উল্লেখ নেই এমন কোনো খরচ
*মিনারেল ওয়াটার ও হার্ড/সফট ড্রিংকস
*কুলি খরচ
*ক্যামেরা চার্জ
-:Loyal Holiday:-
(M):- 9434640125

Whatsapp:- 9434640125


WHY Loyal Holiday ??
》BEST HOTELS 》BEST HOSPITALITY 》BEST SERVICE》 BEST AXCOMODATIONS

*CUSTOMISED TOUR AVAILABLE*
CONTACT SOON
●CAR TYPE-
:- Train
:- Traveller/Bus 🚌


*ALL DELUX SUPER DELUX ACCOMODATION*
PLEASE APROVED ADMIN ADVANCE THANKS🙏

চলুন  #দুর্গাপুজোর পর  #কালী_পূজোর আগে ট্রেনে 6 দিনের জন্য ঘুরে আসি  #হরিদ্বার_হৃষিকেশ_দেরাদুন_মুসৌরি সহ আরও অনেক জায়গা...
08/06/2024

চলুন #দুর্গাপুজোর পর #কালী_পূজোর আগে ট্রেনে 6 দিনের জন্য ঘুরে আসি #হরিদ্বার_হৃষিকেশ_দেরাদুন_মুসৌরি সহ আরও অনেক জায়গায়...
#শুভ_যাত্রা:- 18/10/2024 শুক্রবার

***ভ্রমন মূল্য:- 6000/- (3 Share Room), 6500/- (2 Share Room) খাওয়া-দাওয়া, থাকা-গাড়ী ভাড়া, স্লিপার ট্রেনের টিকিট হোটেল সব আমাদের।

***মাসিক #কিস্তির সুব্যবস্থা আছে***

***কনফার্ম #ট্রেনের_টিকিট পেতে অতি সত্তর বুকিং করুন।

18/10/24 (শুক্রবার) :- হাওড়া থেকে ৮:২৫ মিনিটে ট্রেন এ উঠবো।

19/10/2024 (শনিবার) :- সারাদিন ট্রেনেই থাকবো।

20/10/2024 (রবিবার) :- ভোর বেলা আমরা হরিদ্বারে ট্রেন থেকে নেমে পৌঁছে যাবো হোটেলে, সকালে টিফিন করে হারকিপুরী ঘাটে গঙ্গাস্বান করে দুপুরে খাওয়া-দাওয়া সেরে বেরিয়ে পড়বো লোকাল সাইড সিনে (মনসা মন্দির, রোপওয়ে, মানব কল্যাণ মন্দির,শ্রী গীতা মন্দির, আনন্দময়ী মন্দির,শীতলা মাতার মন্দির,পঙ্খল মন্দির, চন্ডী দেবীর মন্দির, হারকিপুরী ঘাটে সন্ধ্যা আরতি) দেখে হোটেলে রাত্রিবাস।

21/10/2024 (সোমবার) :- সকাল ৮ টায় বেরিয়ে পড়বো দেরাদুন, মুসৌরি উদ্যেশ্যে রাস্তায় দেখে নেবো (মুসৌরি লেক,সহস্র ধারা,কেমটি ফলস্,বাট্টা ফলস্,প্রকাশেশ্বর মন্দির) সহ বিভিন্ন সাইড সিন, সারাদিন ঘুরে হোটেলে ফিরে এসে রাত্রিবাস।

22/10/2024 (মঙ্গলবার) :- সকালে টিফিন করে বেরিয়ে পড়বো হৃষিকেশ এর উদ্দ্যেশে সেখানে দেখে নেবো (রমঝুলা, সিতাঝুলা সেতু, লাক্সমান ঝোলা,কেদার বদ্রি মন্দির,রুদ্রাক্ষের গাছ) সারাদিন সেখানে কাটিয়ে সন্ধেয় গঙ্গায় আরতি দেখে ফিরে আসবো হোটেলে, রাতের খাওয়া দাওয়া সেরে রাত 10:25 মিনিটের ট্রেন ধরে বেরিয়ে পড়বো বাড়ীর উদ্যেশ্যে।

23/10/2024 (বুধবার) :- সারাদিন ট্রেনেই থাকবো।

24/10/2024 (বৃহস্পিবার) :- সকালে ট্রেন থেকে নেমে সকলে বাড়ীর উদ্যেশে রওনা দেবো।

⛰️⛰️প্যাকেজ অন্তর্ভুক্ত: -
*ট্রেনের টিকিট
*হোটেল ভাড়া
*খাওয়া - দাওয়া
*সাইড সিন
*গাড়ী ভাড়া
*টোল ট্যাক্স পার্কিং,
*ড্রাইভার
*উপরের প্রোগ্রাম অনুযায়ী সমস্ত দর্শনীয় স্থান,হোটেলে থাকা ও খাওয়ায় ব্যবস্থা।
*সমস্ত কর, পরিষেবা চার্জ।
*প্রাতঃরাশ, দুপুরের খাবার, রাতের খাবার।

⛰️⛰️প্যাকেজ বহির্ভূত:
*মন্দিরের পুজো সম্পর্কিত যাবতীয়
*সকল রাইডিং এবং রাফটিং
*ট্রেনের খাবার
*এন্ট্রি ফি যদি কোথাও কিছু লাগে
*Package এ উল্লেখ নেই এমন কোনো খরচ
*মিনারেল ওয়াটার ও হার্ড/সফট ড্রিংকস
*কুলি খরচ
*ক্যামেরা চার্জ
-:Loyal Holiday:-
(M):- 9434640125

Whatsapp:- 9434640125


WHY Loyal Holiday ??
》BEST HOTELS 》BEST HOSPITALITY 》BEST SERVICE》 BEST AXCOMODATIONS

*CUSTOMISED TOUR AVAILABLE*
CONTACT SOON
●CAR TYPE-
:- Train
:- Traveller/Bus 🚌


*ALL DELUX SUPER DELUX ACCOMODATION*
PLEASE APROVED ADMIN ADVANCE THANKS🙏

⭐গরমের ছুটিতে চলুন পেলিং, রাবাংলা, নামচি, চারধাম⭐🔰 𝐁𝐈𝐆 𝐃𝐈𝐒𝐂𝐎𝐔𝐍𝐓 🔰🔰 𝐁𝐈𝐆 𝐃𝐈𝐒𝐂𝐎𝐔𝐍𝐓 🔰🔰 𝐁𝐈𝐆 𝐃𝐈𝐒𝐂𝐎𝐔𝐍𝐓 🔰𝐂𝐎𝐍𝐓𝐀𝐂𝐓  𝐔𝐒 𝐅𝐎𝐑 𝐁𝐄𝐒𝐓 𝐏𝐑...
14/05/2024

⭐গরমের ছুটিতে চলুন পেলিং, রাবাংলা, নামচি, চারধাম⭐

🔰 𝐁𝐈𝐆 𝐃𝐈𝐒𝐂𝐎𝐔𝐍𝐓 🔰
🔰 𝐁𝐈𝐆 𝐃𝐈𝐒𝐂𝐎𝐔𝐍𝐓 🔰
🔰 𝐁𝐈𝐆 𝐃𝐈𝐒𝐂𝐎𝐔𝐍𝐓 🔰
𝐂𝐎𝐍𝐓𝐀𝐂𝐓 𝐔𝐒 𝐅𝐎𝐑 𝐁𝐄𝐒𝐓 𝐏𝐑𝐈𝐂𝐄.....
𝐂𝐚𝐥𝐥 & 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 - 📲+919434640125

WEST SIKKIM TOUR :- PELLING, RAVANGLA, NAMCHI

Next Tour:- 26/05/3024 to 29/05/2024

( 𝟐 𝐍𝐈𝐆𝐇𝐓𝐒 - 𝟑 𝐃𝐀𝐘𝐒 )
2 𝑵𝒊𝒈𝒉𝒕𝒔 𝑷𝒆𝒍𝒍𝒊𝒏𝒈

🛑 TOUR DETAILS
✅𝗗𝗮𝘆 𝟭: Njp/ siliguri to Pelling,reach pelling & Night Stay at Pelling.

✅𝗗𝗮𝘆 𝟮: Pelling local sightseing full day visit - Skywalk, Giant statue of Sangachuling, Kechi peri lake, Rimbi falls, Orange Garden, Kanchanjunga falls, Pemayantse monestry, Shinshore Bridge stay at pelling.

✅𝗗𝗮𝘆 𝟯: Pelling to visit Ravangla Budhha park and Namchi Chardham.Njp Drop.

🔶🔶𝐏𝐀𝐂𝐊𝐀𝐆𝐄 𝐈𝐍𝐂𝐋𝐔𝐃𝐄𝐒🔶🔶
__________________________________
✅ 𝘈𝘭𝘭 𝘴𝘵𝘢𝘯𝘥𝘢𝘳𝘥 𝘩𝘰𝘵𝘦𝘭 𝘴𝘵𝘢𝘺
✅ 𝘔𝘦𝘢𝘭𝘴 (𝘣𝘳𝘦𝘢𝘬𝘧𝘢𝘴𝘵+lunch+𝘥𝘪𝘯𝘯𝘦𝘳)
✅ 𝘈𝘭𝘭 𝘴𝘪𝘨𝘩𝘵𝘴𝘦𝘪𝘪𝘯𝘨 𝘢𝘴 𝘱𝘦𝘳 𝘱𝘭𝘢𝘯
✅ 𝘕𝘫𝘱 𝘵𝘰 𝘯𝘫𝘱 𝘱𝘪𝘤𝘬𝘶𝘱 & 𝘥𝘳𝘰𝘱

🔶🔶𝐏𝐀𝐂𝐊𝐀𝐆𝐄 𝐄𝐗𝐂𝐋𝐔𝐃𝐄𝐒🔶🔶
___________________________________
🚫 𝘈𝘯𝘺 𝘦𝘯𝘵𝘳𝘺 𝘤𝘩𝘢𝘳𝘨𝘦𝘴
🚫 𝘈𝘯𝘺 𝘤𝘢𝘮𝘦𝘳𝘢 𝘤𝘩𝘢𝘳𝘨𝘦𝘴
🚫 𝘙𝘰𝘰𝘮 𝘩𝘦𝘢𝘵𝘦𝘳 𝘤𝘩𝘢𝘳𝘨𝘦𝘴 (𝘪𝘧 𝘵𝘢𝘬𝘦𝘯)
🚫 𝘢𝘯𝘺 𝘵𝘳𝘢𝘪𝘯 𝘰𝘳𝘢𝘪𝘳𝘧𝘢𝘳e
🚫 𝘗𝘢𝘳𝘬𝘪𝘯𝘨 𝘤𝘩𝘢𝘳𝘨𝘦

𝗕𝗢𝗢𝗞𝗜𝗡𝗚 𝗣𝗢𝗟𝗜𝗖𝗬
➖➖➖➖➖➖➖➖➖
🟧 ʙᴏᴏᴋɪɴɢꜱ ᴘᴏʟɪᴄʏ :- ᴘᴀʏ 30% ᴀᴅᴠᴀɴᴄᴇ ʙᴏᴏᴋɪɴɢ ᴀᴍᴏᴜɴᴛ ᴀɴᴅ ʀᴇꜱᴛ ᴏꜰ ᴛʜᴇ ᴀᴍᴏᴜɴᴛ ɪɴ ʙᴇᴛᴡᴇᴇɴ ᴛʜᴇ ᴛᴏᴜʀ, ꜰᴏʀ ᴄʜɪʟᴅ ᴜᴘᴛᴏ 4ʏʀꜱ ꜰʀᴇᴇ, 5ʏʀꜱ ᴛᴏ 7ʏʀꜱ 50%, ꜰʀᴏᴍ 8 ʏʀꜱ ꜰᴜʟʟ ᴄʜᴀʀɢᴇ ᴀᴘᴘʟɪᴄᴀʙʟᴇ

𝐂𝐀𝐋𝐋 𝐔𝐒 𝐅𝐎𝐑 𝐁𝐄𝐒𝐓 𝐏𝐑𝐈𝐂𝐄.....

Any Day Package..
Book Now
Call & WhatsApp - 📲+919434640125
Gmail -✉️ we.loyalholiday.in
Website:- www.loyalholiday.com

চলুন   এর সাথে বাঙ্গালী খাবার দিয়ে ৭ দিনের জন্য  #কেদারনাথ ও  #হরিদ্বার উদ্দেশ্যে রওনা দিই... *শুভ যাত্রা:- September.....
13/05/2024

চলুন এর সাথে বাঙ্গালী খাবার দিয়ে ৭ দিনের জন্য #কেদারনাথ ও #হরিদ্বার উদ্দেশ্যে রওনা দিই...

*শুভ যাত্রা:- September...মাসের 13/09/2024 (শুক্রবার) মাত্র RS..9999/- (ট্রেনের টিকিট, বাঙ্গালী খাওয়া দাওয়া, হোটেল, সাইড সিন গাড়ী সহ)।

*বুকিং চলছে।* ( মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ পর্যন্ত।)

*অতি সত্তর বুকিং করুন ট্রেনের টিকিট পাওয়ার জন্য।*
নিচে আমাদের ভ্রমণের সমস্ত বিবরণ দেওয়া হলো :-

শুভ যাত্রা : 13/09/2024 (শুক্রবার)
প্রত্যাবর্তন : 21/09/2024 (শনিবার ভোরে)

(13/09/2024) প্রথম দিন : দুপুরের ট্রেনে লালবাগ কোর্ট রোড স্টেশন থেকে রওনা দেবো বর্ধমানের উদ্যেশে বর্ধমান থেকে টেনে উঠে সেদিনের রাতটা ট্রেনেই থাকবো।

(14/09/2024) দ্বিতীয় দিন: সারাদিন ট্রেনেই থাকবো

(15/09/2024) তৃতীয় দিন : সকালে ট্রেন থেকে নেমে সোজা চলে যাবো হরিদ্বার হোটেলে,সেখানে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়বো হরকিপুরী ঘাটে স্নানে, স্নান সেরে হোটেলে টিফিন করে বেরিয়ে পড়বো মনসা মন্দির দেখতে, মন্দির দেখে এসে হোটেলে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে সন্ধেটা ঘাটের ধারেই কাটাবো সন্ধ্যে আরতি দেখবো এর পর রাত্রিবাস হোটেলেই।

(16/09/2024) চতুর্থ দিন: ভোর বেলায় বেরিয়ে পড়বো সনপ্রয়াগের উদ্দেশ্যে,যেতে যেতে দেখে নেব রুদ্রপ্রয়াগ ভাগীরথী ও মন্দাকিনীর মিলন স্থল সন্ধ্যেয় সনপ্রয়াগ পৌঁছে সেখানে পৌঁছে খাওয়া-দাওয়া করে একটু আশপাশটা ঘুরে নিয়ে হোটেলে রাত্রিবাস।

(17/09/2024) পঞ্চম দিন: ভোর বেলা বেরিয়ে পড়বো বাবা কেদারনাথ ধাম মন্দিরে উদ্দেশ্যে, হাঁটা পথ শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধেয় আরতি দেখে কিছু কেনার থাকলে ঘুরে নেবো লোকাল বাজারটা, এরপর টেন্টে ফিরে রাতের খাবার খেয়ে সেখানেই রাত্রিবাস।

(18/09/2024) ষষ্ঠ দিন: সকালে পুজো দিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়বো সনপ্রয়াগের উদ্দেশ্যে, সেদিন সন্ধেয় আমরা সনপ্রয়াগ পৌঁছে রাত্রিবাস হোটেলে করব।

(19/09/2024) সপ্তম দিন: ভোর বেলা বেরিয়ে আমরা পৌঁছে যাবো হরিদ্বার,এরপর সন্ধ্যাটা সেখানে কাটিয়ে রাতের খাবার খেয়ে ট্রেনে উঠে যাব।

(20/09/2024) অষ্টম দিন: সারাদিন ট্রেনেই থাকবো।

(21/09/2024) নবম দিন: ভোর বেলা বর্ধমান স্টেশনে নেমে রওনা দেব বাড়ি।

⛰️⛰️প্যাকেজ অন্তর্ভুক্ত: -
*ট্রেনের টিকিট
*টোল ট্যাক্স পার্কিং,
*ড্রাইভার
*উপরের প্রোগ্রাম অনুযায়ী সমস্ত দর্শনীয় স্থান,হোটেলে থাকা ও খাওয়ায় ব্যবস্থা।
*সমস্ত কর, পরিষেবা চার্জ।
*প্রাতঃরাশ, দুপুরের খাবার, রাতের খাবার।

⛰️⛰️প্যাকেজ বহির্ভূত:
*মন্দিরের পুজো সম্পর্কিত যাবতীয়।
*লোকাল সাইড সিন।
*সকল রাইডিং এবং রাফটিং।
*ট্রেনের খাবার।
*এন্ট্রি ফি যদি কোথাও কিছু লাগে।
*Package এ উল্লেখ নেই এমন কোনো খরচ।
*মিনারেল ওয়াটার ও হার্ড/সফট ড্রিংকস।
*কুলি খরচ।
*ক্যামেরা চার্জ।
-:Loyal Holiday:-
(M):- 9434640125

Whatsapp:- 9434640125


WHY Loyal Holiday ??
》BEST HOTELS 》BEST HOSPITALITY 》BEST SERVICE》 BEST AXCOMODATIONS

*CUSTOMISED TOUR AVAILABLE*
CONTACT SOON
●CAR TYPE-
:- Train
:- Traveller/Bus 🚌


*ALL DELUX ACCOMODATION*
PLEASE APROVED ADMIN ADVANCE THANKS🙏

এবারের  #হোলি টা চলুন  #ট্রেনে করে বাচ্চাদের সাথে নিয়ে   এর সাথে 5 দিনের জন্য  ুরীর উদ্দেশ্যে রওনা দিই... *March...মাসে...
23/02/2024

এবারের #হোলি টা চলুন #ট্রেনে করে বাচ্চাদের সাথে নিয়ে এর সাথে 5 দিনের জন্য ুরীর উদ্দেশ্যে রওনা দিই...

*March...মাসের 22/03/2024 (শুক্রবার) মাত্র RS..4500/- (3 person Room Share) & RS..5000/- (2person Room Share) মাথাপিছু, (ট্রেনের টিকিট,খাওয়া দাওয়া, হোটেল, সাইড সিন গাড়ী সহ)।

*বুকিং চলছে।* ( অজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ পর্যন্ত।)

*অতি সত্তর বুকিং করুন ট্রেনের টিকিট পাওয়ার জন্য।*
নিচে আমাদের ভ্রমণের সমস্ত বিবরণ দেওয়া হলো :-

শুভ যাত্রা : 22/03/2024 (শুক্রবার বিকেলে)
প্রত্যাবর্তন : 27/03/2024 (বুধবার ভোরে)

(22/03/2024) প্রথম দিন : বিকেলে 4:20 মিনিটের ট্রেনে আজিমগঞ্জ থেকে রওনা দেবো পুরীর উদ্যেশে সেদিনের রাতটা ট্রেনেই থাকবো।

(23/03/2024) দ্বিতীয় দিন : সকালে ৮টা নাগাদ ট্রেন থেকে নেমে সোজা চলে যাবো পুরীর হোটেলে,সেখানে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়বো সমুদ্র স্নানে, স্নান সেরে হোটেলে টিফিন করে বেরিয়ে পড়বো জগন্নাথ মন্দির দেখতে, মন্দির দেখে এসে হোটেলে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে সন্ধেটা সমুদ্রের ধারেই কাটাবো এর পর রাতে হোটেলে ডিনার সেরে রাত্রিবাস হোটেলেই।

(24/03/2024) তৃতীয় দিন : সকালে টিফিন করেই বেরিয়ে পড়বো চান্দ্রভাগা Sea Beach, কোনারকের সূর্য মন্দির, ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির,এর পর নন্দনকানন চিড়িয়াখানা, ধবলগীরি, উদয়গিরি ও খণ্ডগিরি পাহাড় দেখে ফেরত আসবো পুরীর হোটেলে, অল্প কিছু খাবার খেয়ে সন্ধ্যেটা সমুদ্রের ধারে কাটিয়ে হোটেলে রাত্রিবাস।

(25/03/2024) চতুর্থ দিন : সকালে বেরিয়ে পড়বো জগন্নাথ মন্দিরে পুজোর উদ্দেশ্যে, পুজো দিয়ে এসে হোটেলে টিফিন করে বেরিয়ে পড়বো লোকাল সাইড সিনে (নিজ খরচে) দেখে নেবো সেখানে বেশ কিছু মন্দির,(কেউ চাইলে চিল্কা হ্রদ ঘুরে আসতে পারেন) তার পর হোটেলে এসে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধেয় কিছু কেনার থাকলে ঘুরে নেবো লোকাল বাজারটা, এরপর হোটেলে ফিরে রাতের খাবার খেয়ে হোটেলে রাত্রিবাস।

(26/05/2023) পঞ্চম দিন : সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়বো বাড়ীর উদ্দেশ্যে, সেদিন সন্ধেয় আমরা হাওড়া পৌঁছে রাত্রে শিয়ালদহ থেকে 11:30 মিনিটের ট্রেন।

(27/03/2024) ষষ্ঠ দিন: ভোর বেলা আমরা পৌঁছে যাবো মুর্শিদাবাদ।

⛰️⛰️প্যাকেজ অন্তর্ভুক্ত: -
*ট্রেনের টিকিট
*টোল ট্যাক্স পার্কিং,
*ড্রাইভার
*উপরের প্রোগ্রাম অনুযায়ী সমস্ত দর্শনীয় স্থান,হোটেলে থাকা ও খাওয়ায় ব্যবস্থা।
*সমস্ত কর, পরিষেবা চার্জ।
*প্রাতঃরাশ, দুপুরের খাবার, রাতের খাবার।

⛰️⛰️প্যাকেজ বহির্ভূত:
*মন্দিরের পুজো সম্পর্কিত যাবতীয়।
*লোকাল সাইড সিন(পুরীর)।
*সকল রাইডিং এবং রাফটিং।
*ট্রেনের খাবার।
*এন্ট্রি ফি যদি কোথাও কিছু লাগে।
*Package এ উল্লেখ নেই এমন কোনো খরচ।
*মিনারেল ওয়াটার ও হার্ড/সফট ড্রিংকস।
*কুলি খরচ।
*ক্যামেরা চার্জ।
-:Loyal Holiday:-
(M):- 9434640125

Whatsapp:- 9434640125


WHY Loyal Holiday ??
》BEST HOTELS 》BEST HOSPITALITY 》BEST SERVICE》 BEST AXCOMODATIONS

*CUSTOMISED TOUR AVAILABLE*
CONTACT SOON
●CAR TYPE-
:- Train
:- Traveller/Bus 🚌


*ALL DELUX ACCOMODATION*
PLEASE APROVED ADMIN ADVANCE THANKS🙏

Address


Alerts

Be the first to know and let us send you an email when Loyal Holiday posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share