01/09/2021
অফবিট লুংসেল
কালিম্পং উত্তরবঙ্গ. 🌲☁️😍
ভ্রমণীয়ার নতুন অফবিট কালিম্পং জেলার প্রায় ৪০০০ ফিট উচ্চটায় এই গ্রাম লুংসেল যেই গ্রাম তৈরী ভগবানের নিজের হাতে সত্যি ভগবান যেনো সবকিছু দিয়ে সাজিয়ে তুলেছে এই গ্রাম কে শিলিগুড়ি থেকে খুব কাছে ডুয়ার্সের ওদলাবাড়ি থেকে ২৫কিমি দুরে পাথরঝরা চা বাগানের মাঝখান দিয়ে চা বাগান আর পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে পাথরঝরা অর্গানিক টি ফ্যাক্টরিট সামনে দিয়ে শুরু হচ্ছে পাহাড়ি পথ সেই পথ ধরে কিছুদুর এগিয়ে গেলেই পড়বে শিরুবাড়ি সেখান থেকে শুরু হচ্ছে একদম পাহাড়ি পথ একদিকে চেল নদী আর একদিকে ঘিষ নদীর সৌন্দর্য আর পাহাড়ি পথ সেই পথ ধরে শুরু হয়ে যাচ্ছে ফরেস্ট সাল গাছ দেখা মিলতে পারে হরিণ বা ময়ূরের পাহাড়ি পথ ধরে উঠতে উঠতে পৌছে যাব লুংসেলের আগের গ্রাম ম্যাংজিং সেখানে থেকেই পরিবেশ এর পরিবর্তন মেঘের মেলা দেখতে পাবেন পাইন গাছ শীতল বাতাস অনুভব করতে করতে নেপাল দাড়া ভিউ পয়েন্ট হয়ে চলে আসবে আমাদের গন্তব্য লুংসেল রাস্তার পাশে মহাকাল মন্দির আর একদিকে যাচ্ছে ডুয়ার্সের সৌন্দর্য্ আকাশ পরিষ্কার থাকলে দেখা যাবে আকা বাকা চেল নদী পৌছে তো গেলাম লংসেলে কিন্তু থাকবো কোথায় চিন্তার কোন কারন নেই মহাকাল মন্দিরের পেছনের রাস্তা ধরে নেমে যান একটু নিচের দিকে তার পর আরো এক নতুন সৌন্দর্য সামনে সবুজ পাহাড় পাইন গাছ মেঘের
মেলা আর ভালবাসা দিয়ে তৈরি করা আমাদের সঞ্জীবনী হোমস্টে যেখানে আপনারা থাকতে পারবেন প্রাকৃতির মাঝে একদম অন্য আমেজে পৌছে তো গেলেন গন্তব্যে এবার গ্রামের কি কি সৌন্দর্য উপভোগ করা যায় প্রথমত বলি সঞ্জীবনী হোমস্টে তে থেকে আপনারা যা পাবেন প্রথমেই গাছের ওপর তৈরী করা বাঁশের ভিউ পয়েন্ট হোমস্টে তে পৌঁছেই সেখানে গিয়ে বসে পড়বেন র নিচ দিয়ে বয়ে গেছে একটা ছোট্টো ঝরনা যেটার সৃষ্টি হোমস্টের সামন থেকেই নদী জলের শব্দ শুনতে শুনতে পৌছে যাবে এক কাপ চা ওরাখম ঠান্ডা আবহাওয়া সাথে অর্গানিক চা মন টা যেন হারিয়ে যায় মেঘের কোলে পাহাড়ের কোলে তার পর যাব ঘরে বাঁশ দিয়ে সাজানো ঘর বিছানায় শুয়ে শুয়ে পাহাড়ি সৌন্দর্য সুন্দর একটা ব্যালকনি র তিতির তিতির ঝরনা জলের শব্দ তারপর দুপুরের আহার একদম অর্গানিক সব্জি ভাত ডাল খাবার পাতে পাহাড়ি ঘি বাড়িতে বানানো
খেয়ে একটু রেস্ট করে যেতে পারেন পায়ে হেটে ৫০০ মিটার পথ আমাদের দেওয়া নাম লুংসেল পাইন ট্রি ভিউ পয়েন্ট পাইন বনে যেখানে একদিকে পাইন বন আর একদিকে ডুয়ার্স ভিউ সেখান থেকে আবার পায়ে হেটে চলে আসুন হোমস্টে তে দেখুন পাহাড়ের সৌন্দর্য মেঘেরমেলা হোমস্টে থেকে নিচের দিকে নেমে গেলেই দেখতে পাবেন অর্গানিক চাষ ফার্মিং চা বাগান দুরের ঘিষ নদী আর দেখতে পারবেন আমাদের তৈরি করা একটি ঝরনা সঞ্জীবাণী ওয়াটার lফলস যেখানে চারিদিকে সবুজে ঢাকা চাইলে স্নান ও করতে পারেন সেখানে তারপর সন্ধ্যা হয়ে আসছে বিকেলে মোমো চা পোকোরা তারপরেই ক্যাম্প ফায়ার বাম্বু চিকেন আওনাদের সামনে বাঁশের ভেতরে তৈরী হতে থাকবে সেটার এক অন্য স্বাদ গান বাজনা করে রাতের আহার এরপর ঘরে গিয়ে কম্বল জড়িয়ে শুয়ে পড়ুন রাত্রি হবার সাথে সাথে ঠান্ডাও পরে যায় ঝর্নার তিতির তিতির শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ুন তারপর সকলে উঠে আপনি চা খেয়ে ব্রেকফাস্ট করে বেড়িয়ে পড়ুন হোমস্টে থেকে প্রায় ৪ কিমি দুরে আমাদের আর এক ঠিকানা গীতখোলা থ্রি সিষ্টার ওয়াটারফলস দেখতে সাথে দেখতে পরবেন তিনটি হেরিটেজ পুল তারমধ্যে একটি লোহার আর একটি পাকা অন্য টা সেবকের বাঘপুল এর আদলে ব্রিটিশদের তৈরীকরা আর চারিদিকে পাহাড় আবার আপনি যেতে পারেন লুংসেল গ্রামে আর একটি ঠিকানা মহাকাল টেম্পল ৩৬০ ভিউ পয়েন্ট যেখানে রয়েছে ছোট্ট সুন্দর একটি মহাকাল মন্দির যেখান থেকে দেখা যায় তিস্তা থেকে শুরু করে ডুয়ার্সের মুর্তি নদী রাতের শিলিগুড়ি শহরের আলো পেয়ে যাবেন ননেশপাতি গাছে মিষ্টি নেশপাতি ফল সেখান থেকে পৌঁছে যাওয়া যায় আর একটি ৩৬০ হেরিটেজ ভিউ পয়েন্টে যেখানে পাহাড়ের কোলে রয়েছে একটি ভ্যালী এবং ছিল মাটির তৈরী রাজার বাড়ি যার কিছুটা অংশ এখনো রয়েছে পাহারের ধার দিয়ে ট্রেক করতে চাইলে চলে যেতে হবে সুকলিং এর ভিউ পয়েন্টে সেখানে রয়েছে ছোট্ট একটি লেক আর পাহাড়ি সৌন্দর্য পাশেই ম্যাংজিং গ্রাম সুন্দর পাহাড়ি খেলার মাঠ চাইলে ঘুরতে পারেন গ্রামের আরো ফার্ম হাউস গুলোতে খড়ের ঘর বাঁশের সিড়ি আবার মানুষেরা তৈরি করছে বাঁশের ঝুরি আরো অনেক কিছু আপনারা সঞ্জীবনী হোমস্টে তে থেকে এইসব জায়গা গুলো ঘুরতে পারেন আর এখানে থেকে আপনি নিয়ে যেতে পারেন এলাচ পাহাড়ি ডলে লঙ্কা কোয়াস বা কোয়াসের ডগা পাহাড়ি শশা সব অর্গানিক সব্জি সত্যি ভগবানের তৈরি গ্রাম যেই গ্রামে এতকিছু আছে অন্য কথাও আর যেতে হয়না ki ভাবছেন চলে আসুন এখানকার লোকের ভালবাসা নিয়ে যান থেকে যান এই গ্রামে কটাদিন যেনো লেখা হয়ে থাকবে মনের ডাইরিতে ❤️
গড়ি ভাড়া শিলিগুড়ি থেকে ৩৫০০/৪০০০
মালবাজার থেকে ২২০০/২৫০০
ওদলাবাড়ি থেকে ২০০০
থাকা খাওয়া ১৫০০ থেকে ১৩০০
যোগাযোগ করুন মুঠোফোনে
সঞ্জীব ছেত্রী= 9126194489
রাজীব দেবনাথ অ্যাডভাইজার কনভেনর লুংসেল ইকো ভিলেজ ট্যুরিজম
8906156454/9064791112