22/11/2023
6 nights 7days*
*Silk Route*
"ভালো ঘুরুন সস্তায় নয়"।
*Kolkata To kolkata**
চলুন আমাদের সাথে বরফ এর আনন্দ নিতে ইস্ট সিকিম। নাথাঙ ভ্যালি থেকে এলিফ্যান্ট লেকে যাবার পথে দেখবেন শুধুই বরফ আর বরফ 14100 ফিট মতো উচ্চতা ও তাপমাত্রা হিমাঙ্কের নীচে থাকায় এখানে কোন গাছ আপনার চোখে পড়বে না।
সিল্ক রুটে আসার জন্য অনেক ভাবে প্লান করা যায়। এবং অনেক রকম বাজেট হয়ে থাকে।ক্যাটাগরি আপনাকে পছন্দ করতে হবে। তাই আমরা বলি ভালো ঘুরুন।আমাদের সুন্দর হোম স্টে ও আমাদের অতিথি আপ্যায়ন আপনার ঘোরার আনন্দ কে আরো বহু গুন বাড়িয়ে দিতে সাহায্য করবে সেটা হলপ করে বলতে পারি।
ট্যুর প্লান--👉
DAY-1 :- (NJP TO DARA GAON) -
নিউ জলপাইগুড়ি থেকে সিল্ক রুট এর শুরু। ট্রেন থেকে নেমে আমরা নিজেদের মধ্যে পরিচয় পর্ব মিটিয়ে নিয়ে প্রাতরাশ সেরে নেবো রাস্তাতে।
এর পর গাড়ির চাকা গড়াবে দ্বারা গাও এর উদ্দেশ্যে । রাস্তাতে আমরা দেখে নেবো সেবক জঙ্গল, করানেশন ব্রীজ, তিস্তা বাজার, রামধূরা ভিউ পয়েন্ট, জলসা বাংলো।
দ্বারা গাঁও পৌঁছিয়া মধান্নভোজন করবো। বিকেল বেলা পায়ে হাঁটা পথে যাবো হিমালি ভিউ পয়েন্ট যেখান থেকে দেখা যায় রংপো শহর ও তিস্তা নদী।
হোমস্টে ফিরে চা খেতে খেতে দেখতে পারি রাতের রংপো শহর কে।
Day 2 :- (dara gaon to Phadamchen) :-
একটা রাত দ্বারা গাঁও তে কাটিয়ে পরদিন প্রাতঃরাশ সেরে আমরা পাদামচেইন এর উদ্দেশ্যে রওনা হব।এই যাত্রার মধ্যে পড়বে রিশি চেক পোস্ট, রিশী নদী, সিদ্ধিবিনায়ক মন্দির, রঙ্গোলি বাজার, লিঙ্গথাম, কিউখোলা ওয়াটার ফলস্।কিউখোলা আপন ইচ্ছায় প্রবাহিত হয়েছে। আশেপাশের পাহাড়,ঝর্ণা দেখতে দেখতে প্রসারিত মনে একসময় মূল গন্তব্য স্থান পাদাম চেইন এ পৌঁছে যাব। এখানেই রাত্রিবাস।
DAY 3 :- (PHADAMCHEN TO KUPUP .NIGHT STAY AT Phadamchen)*:- বেড়ানোর তৃতীয় দিনে সকালের ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ব আশেপাশের দর্শনীয় স্থানগুলির উদ্দেশ্যে।
এরমধ্যে প্রথম দ্রষ্টব্য স্থান জুলুক। এটি মূলত সেনা ছাউনি দিয়ে ঘেরা একটি ছোট্ট গ্রাম। জুলুকের প্রধান আকর্ষণ জিগজ্যাগ রোড। পাহাড়ের গা বেয়ে সর্পিল পাকদন্ডী পথ মনকে শিহরিত করবে। এরপর ক্রমশঃ যাত্রাপথে দৃশ্যমান হবে ১১,২০০ ফিট উচ্চতায় অবস্থিত থাম্বি ভিউ পয়েন্ট, লক্ষ্মী চক, নাথাঙ্ ভ্যালি, ওল্ড বাবা মন্দির (বাবা হরভজন সিং এর নামে ধর্ম নিরপেক্ষ একটি মন্দির), হাতির শুঁড়ের মতো দেখতে এলিফ্যান্ট লেক বা কুপুপ লেক। জেলেপ-লা-পাস এর মতো নৈসর্গিক সৌন্দর্য্যে ভরপুর অসাধারণ স্থান গুলি।
জেলেপ-লা-পাস ভিউ হয়ে কুপূপ এ পৌঁছালে এক চমৎকার দৃশ্যের সম্মুখীন হবেন। অবশেষে রাত্রিবাসের জন্য ব্যাক টু phadamchen।
DAY 4 :- (padamchen TO SAMALBONG) :
আজ আমরা প্রাতরাশ সেরে সামালবং এর উদ্দেশ্যে যাত্রা করবো।যাত্রা পথে আমরা রংলী মার্কেট এ কিছুক্ষন দাঁড়িয়ে কেনাকাটা করতেই পারি প্রিয় জনদের জন্য। এর পর পালা ব্রীজ পার করে সামালবং পৌঁছাবো।
দুপুরের খাবার খাবো আজ বাঙ্গালীয়ানা যা পাহাড়ে বিরল। বিকালে যাবো ভিউ পয়েন্ট এ পায়ে হেঁটে । দেখবো সূর্যাস্ত ও রেলি নদী । সন্ধ্যায় দেখবো নেকলেস ভিউ যা কিনা ভোলবার কথা নয়।
নেকলেস ভিউ দেখে হোম স্টে তে ফিরে আমরা করবো বার্বিকিউ ও বনফায়ার। ডিনার করবো চিলি চিকেন ও ফ্রাইড রাইস দিয়ে।
DAY 5 :- (samalbong to njp)
আজ শেষ দিন, লাঞ্চ করে নিউ জলপাইগুড়ির জন্য যাত্রা করবো। যাত্রা পথে পড়বে সেলফী দ্বারা ভিউ পয়েন্ট ও কলিঝোরা ড্যাম। নিউ জলপাইগড়িতে পৌঁছানোর পর সবাই কে বিদায় জানাবো এ বারের মত।
*আমরা কী কী দেবো/দিচ্ছি*
-------------------------------
ট্রেন এর আসা ও যাবার টিকিট (স্লিপার ক্লাস)
👉 *উপরের ট্যুর প্লান অনুযায়ী সমস্ত সাইট সীইন ও থাকা।*
👉 এন জি পি থেকে এন জি পি ( ব্রেকফাস্ট ,লাঞ্চ, ইভিনিং স্ন্যাকস ,ডিনার )।
👉 পার্কিং ও পারমিট*
👉 ফ্যামেলি অনুযায়ী রুম*
👉 এক দিন বনফায়ার সাথে চিকেন বারবিকিউ*
👉 গ্রূমিং গাড়ি*
👉 সিল্ক রুটের বেস্ট হোমস্টে*
আমরা কি কি দিচ্ছি না
-----------------------------------
👉 *কলকাতা থেকে কলকাতা যাতায়াত এর সময় ট্রেনের খাবার।
👉 কারো কোনো ব্যক্তিগত খরচ* ।
*শুভ যাত্রা*
Kolkata
১. 16/2/2024 to 22/2/2024।
২. 23/2/2024 to 29/2/2024
♦️খরচা - জন প্রতি *₹8900*
অগ্রীম 3000টাকা ।
*Refund & Cancellation Policy:**
➡️ আয়োজকদের কারণে ট্যুর বাতিল হলে পুরো টাকা ফেরত পাবেন।
➡️ প্রাকৃতিক কারণে ট্যুর বাতিল হলে টাকা পুরোটাই ফেরত পাবেন।
➡️ গেস্ট এর নিজের ব্যক্তিগত কারণে ট্যুর ক্যান্সেল করলে কোনো টাকাই ফেরত পাওয়া যাবে না, চাইলে পরের তারিখে করতে পারবেন যদি ফাঁকা থাকে। সে ক্ষেত্রে অন্তত 10 দিন আগে জানাতে হবে ।
Contact: 9674057950
★*Note*- বরফ পাওয়া না পাওয়া প্রকৃতির হাতে। এবং বরফের জন্য শেষ পর্যন্ত পারমিট পাওয়া না পাওয়া ইন্ডিয়ান আর্মির হাতে।
lovers silkim route lovers tour tour #