Dron Tour & Travels

  • Home
  • Dron Tour & Travels

Dron Tour & Travels Tour & Travels

 #ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি💥এসি ট্রাভেলার,নন এসি রুম # ৩ রাত্রি ৪ দিন #যাত্রা ৫/৩/২৩ #রিটার্ন ৮/৩/২২🙏জনপ্রতি ৪০০০/ প্রতি ঘর...
17/02/2023

#ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি

💥এসি ট্রাভেলার,নন এসি রুম

# ৩ রাত্রি ৪ দিন

#যাত্রা ৫/৩/২৩
#রিটার্ন ৮/৩/২২

🙏জনপ্রতি ৪০০০/ প্রতি ঘরে ৩ জন করে(ডবল বেড)
🙏জনপ্রতি ৪৫০০/ প্রতি ঘরে ২ জন(ডবল বেড)

#হোটেল কনক দুর্গা গেস্ট হাউস

#প্রথম দিন
হাওড়া থেকে ট্রেন বিকাল ৫.২৫ এর স্টিল এক্সপ্রেস

রাত্রি ৮.৩০ হোটেল চেক ইন করে রাত্রি ৯.৩০ টায় ডিনার সেরে বিশ্রাম,রাত্রিবাস হোটেল।

💥দ্বিতীয় দিন
সকাল ৯ টায় ব্রেকফাস্ট সেরে আমরা দেখতে যাবো ,ঝাড়গ্রাম রাজবাড়ী,আদিবাসী মিউজিয়াম,কনক দুর্গা মন্দির, ডুলুং নদী, চিল্কিগড় রাজবাড়ী ফিরে এসে লাঞ্চ (দুপুর ২.৩০ টায় )সেরে আমরা চলে যাব মিনি চিড়িযাখানা দেখতে,ফিরে এসে হালকা টিফিন পর্ব সেরে আমরা নিজেদের মত করে লোকাল মার্কেট ঘুরে দেখে রাতের ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো।

🙏তৃতীয় দিন
সকাল সকাল ৭.৩০ টার মধ্যে আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়বো বেলপাহারী এর জন্য,
প্রথমেই আমাদের গন্তব্য গাডরিসিনি পাহাড় জঙ্গলের বুক চিরে খারাই পাথুরে রাস্তা ধরে আমরা আস্তে আস্তে ওপরে উঠতে থাকবো,কিছু টা পথ অতিক্রম করলেই পাবো রাধা মাধব এর মন্দির,সেখানে হালকা বিশ্রাম সেরে আমরা আরো ওপরে উঠতে থাকবো একদম শেষে পাহাড়ের চূড়ায় রয়েছে সুন্দর শিব মন্দির ,সেখান থেকে পুরো ঝাড়গ্রাম কে অপুর্ব সুন্দর করে সাজিয়ে রেখেছে পাহাড় জঙ্গলের মিশ্রণ,তারপরে আমরা যাবো তারাফেনি ব্যারেজ দারুন এক অনুভূতি এই জায়গায় সেখানে কিছু সময় কাটিয়ে আমরা চলে যাবো খান্দা রানীর ঝিল দেখতে ঝিলের পাশে শাল বনের মাঝে ক্ষণিকের শান্তি নিয়ে আমরা এগিয়ে যাবো ঘাঘরা ফলস দেখতে খুব সুন্দর একটি পাহাড়ি ঝর্ণা,পাথরের মাঝে মাঝে গর্ত আপনার বিপদ বাড়িয়ে তুলতে পারে যখন তখন তবুও তার জলের ধারা ও তার আওয়াজ আপনাকে আরো কাছে যাবার জন্য বাধ্য করবে,ওখানে আমরা আমাদের লাঞ্চ সেরে নেবো বন ভোজনের মাধ্যমে,তারপরেই আমরা আকা বাকা পথ ধরে এগিয়ে যাবো ঢাঙ্গি কুসুম ঝর্ণা দেখতে ঝাড়গ্রাম এর সবচেয়ে সুন্দর জলপ্রপাত,ঝুড়ি বট গাছের পিছন ধরে এগিয়ে যেতেই দেখতে পাবো এই জলরাশির এগিয়ে চলার পথ এখানে কিছু সময় কাটিয়ে আমরা এগিয়ে যাবো হোটেল এর উদ্দশ্যে,হালকা টিফিন খেয়ে ডিনার সেরে রাত্রি যাপন হোটেল এ।

🙏চতুর্থ দিন
সকাল ৬.৩০ টায় হোটেল চেক আউট করে আমরা এগিয়ে যাবো স্টেশন এ বাড়ি ফেরার জন্য ট্রেন প্যাকেট ব্রেকফাস্ট দেয়া হবে।

💫💫💫প্যাকেজ অন্তর্ভুক্ত
1.হাওড়া থেকে হাওড়া ট্রেনের নন এসি 2s টিকিট

2.হোটেল ৩ রাত্রি নন এসি
নন এসি কনক দুর্গা গেস্ট গেস্ট হাউস

3.প্রথম দিন ডিনার
থেকে চতুর্থ দিন ব্রেকফাস্ট প্যাকেজ অন্তর্ভুক্ত

4.সাইট সিনের জন্য এসি ট্রাভেলার

5. Toto করে পিক আপ ও ড্রপ ষ্টেশন থেকে

🌾মেনু
💫প্রথম দিন
রাতে ভাত/রুটি,ডাল,সবজি,চিকেন কষা

🙏দ্বিতীয় দিন
সকালে ৭ টায় চা,বিস্কুট।

🙏সকাল ৯.৩০ টায় আলু পরোটা,আলুর দম,আচার

🙏দুপুরে ভাত, ডাল,ভাজি,সবজি,কাতলা মাছের ঝাল,চাটনি/আচার,পাঁপড়

🙏সন্ধ্যা বেলা কফি সাথে পেঁয়াজ পকোড়া।

🙏রাতের বেলা
ভাত,ডাল,সবজি,চিকেন কষা/রুটি,সবজি,চিকেন কষা

🌾তৃতীয় দিন
🙏সকালে ৬.৩০ টায় বেড টি,বিস্কুট

🙏সকাল ৯ টায় ব্রেড,কলা,ডিম সেদ্ধ,কেক,চা

🙏দুপুরে ফ্রায়েড রাইস, চিলি চিকেন

🙏টিফিন ভেজ পকোড়া কফি

🙏রাতে ভাত/রুটি,ডাল,সবজি,মটন কষা

🌾চতুর্থ দিন
লুচি, ছোলার ডাল/এগ চাউমিন, চা প্যাকেট ব্রেকফাস্ট ট্রেনে দেয়া হবে।

🙏🙏🙏শর্তাবলী প্রযোজ্য

বিস্তারিত জানতে যোগাযোগ
8240489873
অফিস ইস্ট আগরপারা বটতলা বাজার
ব্রাঞ্চ অফিস নৈহাটি ও পলতা।

🌾সুন্দর বন ভ্রমণ💥বিশেষ আকর্ষণ১০/২/২৩প্রথম দিন সন্ধ্যা বেলা ঝুমুর নাচ ও বাউল গানের আসর।১১/২/২৩দ্বিতীয় দিনবনবিবির যাত্রাপ...
05/01/2023

🌾সুন্দর বন ভ্রমণ

💥বিশেষ আকর্ষণ
১০/২/২৩
প্রথম দিন সন্ধ্যা বেলা ঝুমুর নাচ ও বাউল গানের আসর।

১১/২/২৩
দ্বিতীয় দিন
বনবিবির যাত্রাপালা ও নাচ গানের জন্য মিউজিক সিস্টেম।

🌾যাত্র:১০/২/২৩
২ রাত্রি ৩ দিন

🌾জনপ্রতি ৩২৫০/ (প্রতি রুম এ ৪ জন করে)

🌾জনপ্রতি ৩৫০০/ টাকা(প্রতি ঘরে ৩ জন)

🌾জনপ্রতি ৩৮৫০/ টাকা প্রতি ঘরে ২ জন)

🌾🍽️ মেনু 🍽️--------- প্রথম দিন :- সকাল ৯.০০টায় - কেক, বিস্কুট,জলের বোতল।
১০.৩০টা- লুচি সবজি মিস্টি চা
দুপুর ১২ টা: আলু পকোড়া, cold drink ২ টায়- ভাত, ডাল ,ভাজা ,সবজি ,
ভেটকি মাছ, পারশে মাছ মাছ ,চাটনি ,পাপড় ৩টায়-ফল পেয়ারা ‌ ‌‌ ৪টায়-চা ৬টায়: পেঁয়াজ পকোড়া ,কফি রাত্রে ৯.৩০ টায়
ফ্রায়েড রাইস,গ্রিন স্যালাড, চিকেন কষা,চাটনি ,পাপড়।
দ্বিতীয় দিন :- ভোরে চা বিস্কুট ৯টা - বাটার ব্রেড,কলা, ডিম সেদ্ধ,চা/কফি
১১টা -ভেজ পকোড়া, কোল্ড ড্রিঙ্কস ১.৩০টায়- ভাত ,ডাল, ভাজা, সবজি, কাতলা মাছ,পাবদা মাছ ,চাটনি, পাপড় । ৩টায়- ফল আপেল ৪টায় -চা। ৬টায়- পনির পকোড়া,কোল্ডড্রিংকস,কফি রাত্রে চিকেন বিরিয়ানি , স্যালাড, চাটনি, পাপড় , ।
তৃতীয় দিন :- ভোরে চা কফি বিস্কুট। ৯টায়-লুচি,আলুর দম ,মিষ্টি । ১১টা-চিংড়ি মাছের পকোড়া,চা ১টায়-ভাত ,ডাল, ভাজা,সবজি,রুই মাছ,চিংড়ি মাছের মালাইকারি,চাটনি, পাপড়। ৩টায়- ফল ৪টায়- চা,ঝাল মুড়ি (প্যাকেট) তিনদিনের খাবার এখানেই সমাপ্ত

🌳🌳🌱সুন্দরবন প্যাকেজ ট্যুর প্রোগ্রাম 🌱🌳🌳 নমস্কার স্যার................ 🙏 🙏🙏🌹🙏 প্রথম দিন আপনি এবং আপনার ফ্যামিলিশিয়ালদা স্টেশন থেকে সকাল ৭টা ৪০ এর ট্রেন ধরবেন এবং ক্যানিংয়ে নামিবার পর .. এখানে আমি এবং আমার ম্যানেজার আপনাদেরকে পিকআপ করে বাসে করে (৫০ মিনিট)সঙ্গে নিয়ে যাবো গদখালি জেটিঘাটে । সেখানে আমাদের লঞ্চ অথবা বোট রেডি থাকবে ,, বোটে উঠেপ্রথমে ব্রেকফাস্ট দেওয়া হবে এবং লঞ্চ ছেড়ে দেয়া হবে 🚢 প্রথম দিনের ভ্রমণ:- গাদখালি থেকে লঞ্চ ছেড়ে গোসাবা, হ্যামিল্টন বাংলো ,রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, পাখির জঙ্গল এবং পাখিরালয় (রাত্রি বাস হোটেল O2)
দ্বিতীয় দিন:-
সকালে সজনেখালি ওয়াচ টাওয়ার সেখান থেকে পারমিশন করে ওয়াচ টাওয়ার দেখে আবার বোটে ওঠা এরপর সুধন্যখালি ওয়াচ টাওয়ার পীর খালি ,গাজিখালি ,চোরাগাজীখালি, দোবাঁকি ওয়াচ টাওয়ার ঘুরে আবার পাখিরালায় (রাত্রিবাসO2 হোটেল) তৃতীয় দিন :- সকালে লঞ্চ ছেড়ে গঙ্গাসাগর মোহনা , পঞ্চমুখানী,ঝড়খালি (টাইগার রেসকিউ সেন্টার) ঘুরে হেরোভাংগা, পার্শ্বেমারী, সাইটসিন করে গদখালী তে ড্রপ করা হবে,সেখান থেকে বাস বা ম্যাজিক গাড়ি করে ক্যানিং স্টেশন ড্রপ করা হবে। তিন দিনের ভ্রমণের সমাপ্তি 👋👋
যোগাযোগ। 8240489873

Address


Telephone

+918240489873

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dron Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share